Blog

  • ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানা পুলিশের  অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার-১৮

    ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার-১৮

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহে মাদক,ছিনতাই,চুরি,ডাকাতি, সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত সহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০নভেম্বর) সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশের পৃথক-পৃথক অভিযানিক টিম।

    কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণে ও অপরাধীদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

    গ্রেফতারকৃতদের মাঝে এসআই ফারুক আহমেদের নেতৃত্বে একটি টীম থানা গাঙ্গিনারপাড় বারী প্লাজার সামনে থেকে মাদক মামলার আসামী মোঃ রুবেল মিয়াকে হেরোইনসহ, এসআই সাইদুর রহমানের নেতৃত্বে একটি টীম কলেজ রোড, তিন রাস্তার মোড় থেকে মাদক মামলার আসামী মোঃ নাদিমকে ১০ গ্রাম হেরোইন সহ, এসআই তানভীর আহমেদ ছিদ্দীকীর নেতৃত্বে একটি টীম চরপাড়া মোড় এলাকা থেকে নারী ও শিশু নির্যাতন মামলার আসামী মোঃ মজিবুর রহমান, এসআই উমর ফারুকের নেতৃত্বে একটি টীম কুষ্টিয়া এলাকা থেকে অন্যান্য মামলার আসামী মোঃ রমজান আলী, মোঃ ফারুক, এসআই মেহেদী হাসানের নেতৃত্বে একটি টীম চর নীলক্ষিয়া থেকে অপহরন মামলার আসামী সাকিবুল হাসান রাশিদুল, মোঃ মন্টু মিয়া, এসআই সাইদুর রহমানের নেতৃত্বে একটি টীম কাচিঝুলি এলাকা থেকে অন্যান্য মামলার আসামী আলো মিয়া, এসআই কমল সরকারের নেতৃত্বে একটি টীম র‍্যালীর মোড় এলাকা থেকে চুরি মামলার আসামী মোঃ শামীম মিয়া, আঃ হক, এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একটি কেওয়াটখালী এলাকা থেকে চুরি মামলার আসামী মোঃ রফিক, মোঃ ইস্রাফিলকে গ্রেফতার করা হয়েছে।

    এছাড়া ১নং ফাঁড়ি পুলিশের এসআই আনোয়ার হোসেন, থানার এএসআই আমির হামজা, সাইফুল ইসলাম-২ এবং সোহেল রানা পৃথক অভিযান পরিচালনা করে তিনটি সাজাপ্রাপ্ত ও পরোয়ানা সহ ৬ জনকে গ্রেফতার করে।

    তারা হলো, সৈয়দ নাজিমুল ছামাদ, মোঃ বশির উদ্দিন আহম্মেদ, মাহামুদুল ইসলাম মামুন, মোঃ রবি সেখ, মনির, মোঃ মেহেদী হাসান ওরফে সজল।গ্রেফতারকৃতকে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। ওসি জানান- অপরাধ মুক্ত নগরী উপহার দিতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

  • আগৈলঝাড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতি ক্যাম্প বিন্দারাম মহেষের বাড়ির সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

    আগৈলঝাড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতি ক্যাম্প বিন্দারাম মহেষের বাড়ির সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত মুজিব বাহিনীর দক্ষিণাঞ্চলীয় আঞ্চলিক কমান্ডার, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতির পিতার ভাগ্নে আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র মুক্তিযুদ্ধ কালীন ক্যাম্প ঐতিহাসিক প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে আস্কর বিন্দারাম মহেষের বাড়ির সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
    আস্কর বারপাইকা এলাকাবাসীর আয়োজনে বুধবার সকাল দশটায় বারপাইকা-আস্কর নুরানী ও হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গন বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুলু ভাট্টির সভাপতিত্ব দুশুমী থেকে বিন্দারাম মহেষের বাড়ি পর্যন্ত সড়ক র্মিমাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত,
    আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার, বীর মুক্তিযোদ্ধা স্থানীয় কাজী সায়েম আহম্মেদ, বাগধা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইউনুস আলী মিয়া ও ইতিহাসখ্যাত বিন্দারাম মহেশের পুত্রবধু আরতি রানী সরকার।
    বক্তারা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত বিন্দারাম মহেষের বাড়ির ইতিহাস নিয়ে আলোচনা করে বলেন- যোগাযোগ বিচ্ছিন্ন প্রত্যন্ত বিলাঞ্চলেরর কারণে আবুল হাসানাত আবদুল্লাহর এমপি’র নেতৃত্বে ওই বাড়িতে নির্মাণ করা ক্যাম্পে বসেই গোটা এলাকার মুক্তিযুদ্ধ পরিচালনা ও এবং মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষন প্রদান করা হতো।
    ওই বাড়ির পরিবার সদস্যসহ গোটা এলাকার মানুষের সার্বিক সাহায্য-সহযোগীতার কারণে মুক্তিযোদ্ধারা নিশ্চিন্তে ক্যাম্পের কার্যক্রম পরিচালনা করতে পেরেছিলেন। আজ সেই ঐতিহাসিক বাড়িতে যাতায়াতের জন্য পাকা সড়ক নির্মাণ করা হচ্ছে। এটা মুক্তিযুদ্ধের আরেকটি ইতিহাস বলেও অভিমত ব্যক্ত করেন বক্তারা।
    এলজিইডি প্রকৌশলী শিপলু কর্মকার জানান, এলজিইডি’র অর্থায়নে কালভার্ট, প্যালাসাটিং, ইউড্রেনসহ ১৫০ মিটার কার্পেটিং ১০ফুট ১০ ইঞ্চি সোল্ডারসহ ১৮ফুট প্রশস্ত সড়ক নির্মাণ ও পাকা করন কাজের ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৩০ লাখ টাকা।টেন্ডারে মেসার্স আবু সালেহ লিটন নামের ঠিকাদারী প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়া হয়েছে। কাজটি স্থানীয়ভাবে বাস্তবায়ন করবেন মোঃ সোহরাব সরদার।
    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিক তালুকদার, জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ার, সাবেক ভাইস চেয়ারম্যান জসিম সরদার, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, বিপুল দাস,
    আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কাজী রিয়াজ, প্রচার সম্পাদক ফরহাদ তালুকদার, ছাত্রলীগ সাবেক সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইকসহ প্রমুখ নেতৃবৃন্দ।

  • মহালছড়িতে জেএসএস প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালন

    মহালছড়িতে জেএসএস প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালন

    রিপন ওঝা,মহালছড়ি।

    পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি জেলার মহালছড়িতে ১০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০.০০ঘটিকায় সমর্থকগণের উপস্থিতিতে জুম্মজাতির নেতা জেএসএস প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ন লারমা(এম এন লারমা)র ৩৯তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়।

    উক্ত দানানুষ্ঠানের আয়োজনে একযোগে ব্রিজপাড়া, মনাটেক, মিলনপুর, মুবাছড়ি, ধনপুদি, ক্যায়াংঘাটসহ কয়েকটি গ্রামে এ মৃত্যুবার্ষিকী উদযাপন করা হয়। এসময় স্ব স্ব গ্রামের স্থানীয় নারী পুরুষ সবাই এ অনুষ্ঠানে অংশ গ্রহন করেছে।

    জুম্মজাতির নেতা এম এন লারমার অস্থায়ী বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং পাহাড়ি জনগোষ্ঠির আত্মনিয়ন্ত্রনাধিকার আন্দোলনে যাঁরা মৃত্যুবরণ করেছেন তাঁদের শ্মরণে ধর্মীয় আলোচনা সভা, বুদ্ধমূর্তি দান, সংঘদান, পঞ্চশীল গ্রহনসহ নানাবিধ দানীয় সামগ্রী দান করা হয়।

    উক্ত এ মহতী অনুষ্ঠানে শ্রী সুফল চাকমার সঞ্চালনায় সভাপতিত্ব করেন সুকৃতি কার্বারী মহোদয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং মুবাছড়ি ইউপি সাবেক চেয়ারম্যান শ্রী প্রজ্ঞান খীসা।

    শোক প্রস্তাব পাঠ করেন ২নং মুবাছড়ি ইউপি শ্রী যুদ্ধরঞ্জন চাকমা। স্বাগত বক্তব্য প্রদান করেন সহকারি শিক্ষক শ্রী সুসময় চাকমা।

    উল্লেখ্য যে, মানবেন্দ্র নারায়ণ লারমা ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা। তিনি পাকিস্তান প্রাদেশিক পরিষদ এবং বাংলাদেশের ১ম জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম-১ আসন হতে নির্বাচিত সদস্য। ষাটের দশকে তিনি জৌতিরিন্দ্র বৌদিপ্রিয় লারমা একত্রে শিক্ষা আন্দোলন করেছিলেন। তারই অংশ হিসেবে চাকমা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে উচ্চশিক্ষা গ্রহণকারী প্রায় সবাই পেশা হিসেবে শিক্ষকতা বেছে নেন।

    মানবেন্দ্র নারায়ণ লারমা ১৯৩৯ সালের ১৫ সেপ্টেম্বর রাঙ্গামাটি জেলার নানিয়ারচরের বুড়িঘাট ইউনিয়নের মহাপুরম গ্রামে জন্মগ্রহণ করেন। ডাকনাম ছিল ছিল মঞ্জু।

    ১৯৮৩ সালের ১০ নভেম্বর দলীয় অন্তকোন্দলের কারণে একপক্ষের হাতে নিহত হন। তিনি ১৯৭৩ সালের ৭ জানুয়ারী পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জাতিসত্বার আত্মনিয়ন্ত্রনাধিকার প্রতিষ্ঠা করার জন্য একটি গেরিলা সংগঠন শান্তিবাহিনী নামে সংগঠন গঠন করেন। তখন থেকেই তিনি আত্মগোপনে চলে যান।

  • ময়মনসিংহ সদরে ডিজিটাল উদ্ভাবনী মেলার পুরষ্কার বিতরণী ও  সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

    ময়মনসিংহ সদরে ডিজিটাল উদ্ভাবনী মেলার পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

    ষ্টাফ রিপোর্টারঃ
    উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ সদরে ডিজিটাল উদ্ভাবনী মেলার পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
    হয়েছে।

    বৃহস্পতিবার ( ১০ নভেম্বর ) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন
    করা হয়।

    পুরষ্কার বিতরণী ও সমাপনী উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সদর উপজেলা মাধ‍্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূইঁয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) এইচ এ ইবনে মিজান, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহীন,সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা, সমাজসেবা অফিসার মাকসুদা খাতুন,উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা ইয়াসমিন, সিরতা ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ সহ মেলায় অংশগ্রহণকারী সদর উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    আলোচনা শেষে মেলায় অংশগ্রহণকারী ১৬টি স্টলের ২৬টি প্রতিষ্ঠানের মধ‍্যে ৩টি প্রতিষ্ঠানকে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করায় পুরষ্কৃত করা হয়। এছাড়াও অনলাইনে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণী বিভিন্ন শিক্ষার্থীদের মধ‍্য থেকে বিজয়ী ৫জনকে শুভেচ্ছা পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। পুরষ্কার বিতরন শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলে অনুষ্ঠানে ময়মনসিংহের বিভিন্ন শিল্পী গোষ্ঠীর শিল্পীরা গান পরিবেশন করেন।

  • ময়মনসিংহে গনতন্ত্র দিবসে এমপি ফখরুল ইমাম ও মুক্তির কুশপুত্তলিকা দাহ করেছে জাতীয় পার্টি

    ময়মনসিংহে গনতন্ত্র দিবসে এমপি ফখরুল ইমাম ও মুক্তির কুশপুত্তলিকা দাহ করেছে জাতীয় পার্টি

    ষ্টাফ রিপোর্টারঃ
    জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির পক্ষ থেকে ১০নভেম্বর গনতন্ত্র দিবস পালন করেছে জাতীয় পার্টি। একই সময়ে জাতীয় পার্টির জিএম কাদের এর অনুসারী ফখরুল ইমামকে ময়মনসিংহ থেকে অবাঞ্ছিত ঘোষণা করে তার কুশপুত্তলিকা দাহ করেন।

    এ উপলক্ষে বৃহস্পতিবার (১০নভেম্বর) বিকেলে ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির আহবায়ক ডাঃ কে আর ইসলাম,সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম,জেলা জাতীয় পার্টির আহবায়ক এড আব্দুল গফুর,সদস্য সচিব মোশারফ হোসেন সহ সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আবু হানিফ সরকার, সদস্য সচিব আবজাল হোসেন হারুনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের যৌথ আয়োজনে ময়মনসিংহের সুন্দর মহলস্থ জাতীয় পার্টি কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিশাল মিছিল নিয়ে নগরীর টাউন হল মোড়,জিলা স্কুল মোড়,নতুন বাজার মোড়,গাঙ্গিনার পাড়সহ প্রধান-প্রধান এলাকা প্রদক্ষিণ শেষে ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশনের কৃষ্ণচুড়া চত্ত্বের এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে কর্মসুচীর সমাপ্ত করা হয়। এসময় নেতৃবৃন্দ জাতীয় পার্টির মহাসচিব ও ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইমামকে অবাঞ্ছিত ঘোষণা করে তার কুশপুত্তলিকা দাহ করেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির আহবায়ক ও জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক ডাঃ কে আর ইসলাম।

    এসময় প্রধান বক্তা হিসবে মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম তার বক্তব্যে বলেন- জাতীয় পার্টির প্রধানপৃষক ও দলের প্রয়াত চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের সহধর্মীনি, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের সাথে পরামর্শ মোতাবেক দেশ এখন সাংবিধানিকভাবে চলছে। আলোচনা সভায় তিনি বলেন, জাতীয় পার্টি ও পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদই দেশে গণতন্ত্রের সূচনা করেছিলো। এসময় তিনি বলেন- ফখরুল ইমাম,সালাউদ্দীন মুক্তিসহ ময়মনসিংহের কিছু বেইমান যারা বেগম রওশন এরশাদের হাত দিয়ে জাপার রাজনীতিতে প্রবেশ করে তার দয়ায় এমপি হয়ে জাতীয় সংসদে গিয়েছিলো,কেউ আবার গাড়ী-বাড়ী করেছেন,যারা এক সময় ভালো জামা কাপড় পর্যন্ত গায়ে দিতে পারতো না, আজ সেইসব কিছু বেইমান রওশন এরশাদকেই জাতীয় পার্টি কে সরিয়ে দেওয়ার পায়তারা চালিয়ে যাচ্ছে। আমরা ফখরুল ইমাম,সাবেক এমপি সালাহ উদ্দিন মুক্তিসহ এসব চিহ্নিত বেইমান, মির্জাফরদেরকে ময়মনসিংহ থেকে অবাঞ্ছিত ঘোষণা করছি। পরে তারা জাতীয় পার্টির মহাসচিব ফখরুল ইমাম ও জাপার সাবেক এমপি সালাহ উদ্দিন মুক্তির কুশপুত্তলিকা দাহ করেন।

    সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবজাল হোসেন হারুন এর পরিচালনায় আলোচনা সভা ও র্যালীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ নুরু, এড সোহরাব উদ্দিন খান,সাবেক কাউন্সিলর আব্বাস আলী তালুকদার,সাব্বির হোসেন বিল্লাল,লাল মিয়া লাল্টু, মির্জা আবু নাজির শামিম,এড.আব্দুল কাইয়ুম,শাহজাহান,মোহাম্মদ সেলিম ঢালী,সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক পরানগঞ্জ ইউপি চেয়ারম্যান আবু হানিফ সরকার, যুগ্ম যুগ্ন আহবায়ক মোঃ মকবুল হোসেন, লিয়াকত আলী, রেজাউল করিম লাল মিয়া, আবু বকর সিদ্দিক, মোশারফ হোসেন, হাছান মাহমুদ, ভাবখালীর সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী, আব্দুর রহমান, এমদাদুল হক লিটন, আজিজুল ইসলাম মেম্বার, নুরুল ইসলাম কাওছার আহমেদ, হুসাইন মোহাম্মদ সরোয়ার সরকার প্রমুখ।

  • ধামইরহাটে মানবপাচার অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

    ধামইরহাটে মানবপাচার অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    বিদেশে উচ্চ বেতনে চাকরির প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়া নওগাঁর ধামইরহাটে মানবপাচার চক্রের দুই প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব।

    বৃহস্পতিবার ভোরে উপজেলার ফতেপুর বাজারে পানহাটি এলাকা থেকে এ চক্রের হোতা বাবা-ছেলেকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- ধামইরহাট থানার চকভবানী গ্রামের মৃত ছহির উদ্দিন এর ছেলে ও সাবেক ইউপি সদস্যের স্বামী আবুল কালাম আজাদ(৬০) ও তার ছেলে আবুল হাসনাত (৩৭)।
    জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- ধামইরহাট থানার চকভবানী গ্রামের আবুল কালাম আজাদ এর ছেলে আবুল হায়াত একজন সৌদি প্রবাসী। আবুল হায়াতকে ব্যবহার করে তার বাবা আবুল কালাম আজাদ ও ভাই আবুল হাসনাত বিদেশে উচ্চ বেতনে চাকুরি দেওয়ার প্রলোভন দিয়ে এলাকার অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। তাদের পাশের গ্রামের অহিদুল ইসলাম (৩৫) নামে যুবককে চাকরিতে উচ্চ বেতনের লোভ দেখিয়ে বিদেশে পাঠানোর নামে চার লাখ ৮০ হাজার টাকা নেয়। পরে অহিদুল ইসলামকে তারা ট্যুরিস্ট ভিসায় সৌদিতে পাঠায়।
    সৌদি আরবে যাওয়ার পর ভুক্তভোগী অহিদুল ইসলামকে একটি অফিসে নিয়ে যাওয়া হয়। যেখানে একটি স্টোর রুমে প্রায় দুই শতাধিক মানুষ দেখেন অহিদুল। পরে তিনি জানতে পারেন ভুয়া একটি কোম্পানির মাধ্যমে পাচার হয়ে বিদেশে এসেছেন এবং তারা তাকে ট্যুরিস্ট ভিসায় নিয়ে এসেছে। ট্যুরিস্ট ভিসার মেয়াদ শেষ হওয়ার পর তিনি সৌদি পুলিশের ভয়ে দীর্ঘদিন পালিয়ে ছিলেন। অবশেষে সৌদি পুলিশের হাতে গ্রেফতার হয়ে ২০ দিন কারাভোগ শেষে সৌদি সরকার তাকে বাংলাদেশে ফেরৎ পাঠায়।
    এতে ভুক্তভোগী অহিদুল অর্থনৈতিক, শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্থ হন। এ ব্যাপারে ভুক্তভোগী অহিদুল অভিযুক্তদের বিরুদ্ধে র‌্যাব ক্যাম্প জয়পুরহাটে একটি অভিযোগ করেন। অভিযোগের পর ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। পরে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান এবং আর্টিলারি ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা’র নেতৃত্বে অভিযান চালিয়ে ভোরে উপজেলার ফতেপুর বাজারে পানহাটি এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে একটি ট্যুরিষ্ট ভিসা, একটি পাসপোর্ট ও সৌদি কারাগারের মুক্তিপত্র উদ্ধার করা হয়।
    ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক কাজী বলেন, ঘটনায় ভুক্তভোগী অহিদুল ইসলাম বাদী হয়ে মানবপাচার আইনে দুই জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।

  • ধামইরহাটে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

    ধামইরহাটে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে সরকারের বিভিন্ন ডিজিটাল সেবার প্রচার ও প্রসারের লক্ষ্যে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

    ১০ নভেম্বর সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ইউএনও মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী। পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিনি। মেলায় উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা দপ্তর, কৃষি বিভাগ, সমাজসেবা দপ্তর, মহিলা বিষয়ক, চকময়রাম সরকারী মডেল, সফিয়া পাইলট ও বালিকা উচ্চ বিদ্যালয়ের সমন্বিত মাধ্যমিক বিদ্যালয় স্টল, যুব উন্নয়ন, ভূমি অফিস, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান স্টল দিয়ে সরকারের বিভিন্ন ডিজিটাল সেবার সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন। পরিদর্শনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, গোলাম কিবরিয়া, কৃষি অফিসার তৌফিক আল জুবায়ের, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, সমাজসেবা অফিসার সোহেল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, আব্দুর রহমান সাবু, মোছা. সাবিহা ইয়াসমিন প্রমুখসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।

  • পাইকগাছা পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের পুনরায় সভাপতি নির্বাচিত

    পাইকগাছা পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের পুনরায় সভাপতি নির্বাচিত

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছার ঐতিহ্যবাহী টাউন মাধ্যমিক বিদ্যালয়ের পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন মেয়র সেলিম জাহাঙ্গীর। বুধবার সকালে বিদ্যালয় মিলনায়তনে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের আয়োজন করা হয়।
    নির্বাচনে প্রতিদ্বন্দী কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দীতায় মেয়র সেলিম জাহাঙ্গীর পুনরায় সভাপতি নির্বাচিত হন। কমিটির অন্যান্যরা হলেন অবিভাবক সদস্য বিধূভূষণ মন্ডল, রামচন্দ্র মন্ডল, বিধান চন্দ্র সানা, মীর আকবর আলী, লক্ষ¥ী শীল, শিক্ষক অশোক কুমার মন্ডল, কবরী সরকার ও শেখ সোহেল উদ্দীন। প্রিজাইডিং অফিসার ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজান আলী শেখ।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছায় রাস মেলা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

    পাইকগাছায় রাস মেলা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    পাইকগাছায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সনাতন ধর্মালম্বীদের রাস পূণ্য উৎসব উদযাপন উপলক্ষে মঙ্গলবার বিকালে উপজেলার লতা ইউনিয়নে গুণখালী নদীতে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
    কাঠামারী রাস মিলন মেলা উদযাপন কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে। নদীর দু-ধারে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করে। সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু নিজেই নৌকা নিয়ে নদীতে নেমে স্লোগান দিয়ে প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগিতায় কপোতাক্ষ তুফান দল বিজয়ী হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুষ্কার বিতরণ করেন সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু।
    কুমারেশ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ^াস, জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম, শেখ আনিছুর রহমান মুক্ত, আনন্দ মোহন বিশ^াস, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, নির্মল মন্ডল, এমএম আজিজুল হাকিম, ইউপি সদস্য শওকত হাওলাদার, মৃগাঙ্গ বিশ^াস, জুলি শেখ, নাজমা কামাল, সাব্বির হোসেন ও রায়হান পারভেজ রনি।

  • কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সুজানগরে কৃষক সমাবেশ

    কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সুজানগরে কৃষক সমাবেশ

    এম এ আলিম রিপন,সুজানগরঃ কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পাবনার সুজানগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রেজাউল করিম রেজা। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম। অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃমর্জিনা খাতুন ও কৃষক মো.শাহজাহান আলী প্রমুখ। অনুষ্ঠানটি স ালনা করেন এসএপিপিও আলমগীর হোসেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে উপজেলার প্রতি ইি জমিতে খাদ্য শস্য উৎপাদন বাড়াতে হবে। এ জন্য সরকারের পক্ষ থেকে দরিদ্র কৃষকদের বিনামূল্যে সার ও বীজ প্রদান সহ প্রনোদনা দেয়া হচ্ছে। স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম বলেন, জমির পাকা ধান সহ অন্যান্য ফসল কাটার পর ওই সকল জমি যেন অনাবাদী হয়ে পড়ে না থাকে এজন্য খাদ্য শস্য উৎপাদনের আওতায় নিয়ে আসতে হবে। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করার পর দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে সবুজ বিপ্লবের সূচনা করেছিলেন। আর তারই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বের কারণে ও ঐকান্তিক চেষ্টার ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পন্ন । তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে কৃষকেরা সারের জন্য গুলি খেয়ে মরেছে। আর আজ কৃষকেরা সার ও বীজ না চাইতেই সময়মত পাচ্ছেন। ফলে কৃষিভিত্তিক অবকাঠামো আজ সুদৃঢ় হয়েছে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।