Category: Uncategorized

  • মোরেলগঞ্জ মডেল একাডেমির আয়োজনে শিক্ষার্থীদের সুন্দর হাতেরলেখা ও চিত্রাঙ্কন প্রদর্শনী অনুষ্ঠিত

    মোরেলগঞ্জ মডেল একাডেমির আয়োজনে শিক্ষার্থীদের সুন্দর হাতেরলেখা ও চিত্রাঙ্কন প্রদর্শনী অনুষ্ঠিত

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:
    বাগেরহাটের মোরেলগঞ্জ মডেল একাডেমির আয়োজনে শিক্ষার্থীদের সুন্দর হাতেরলেখা ও চিত্রাঙ্কন প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বারইখালী স্টিল ব্রিজ সংলগ্ন একাডেমির স্কুল মাঠে সকাল ৮টায় ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে মোরেলগঞ্জ মডেল একাডেমির স্কুল মাঠে শিশু শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রদর্শনী অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত থানা অফিসার ইনচার্জ সুলতান ফকিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.নাজমুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা আইকন মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক ইঞ্জিনিয়ার মীর মোশারফ হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃআবু সালেহ মোল্লা, ইকরা সংস্থার পরিচালক ও প্রতিষ্ঠাতা, কবি এবং সাহিত্যিক এইচ এম সাখাওয়াত হোসেন,সরকারি এস এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ছগির আহমেদ, ড.মিয়া আব্বাস উদ্দিন টিচার্স ট্রেনিং কলেজের কো-অর্ডিনেটর মোঃ আবু সালেহ, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাব আহবায়ক এইচ এম শহিদুল ইসলাম,সেতারা আব্বাস টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এফ এম শামীম আহসান পৌর বিএনপি যুগ্ন আহবায়ক ফারুক হোসেন সামাদ,যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান মিলন, উপজেলা যুগ্ন আহবায়ক রাসেল আল ইসলাম পৌর যুবদল আহবায়ক মোঃ মিজানুর রহমান পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এম সাইফুল ইসলাম, ছাত্রদল পৌর সাবেক আহ্বায়ক বি,এম মেহেদী হাসান সজল,জামায়াত ইসলামী ইউনিয়ন আমীর মহিবুল্লাহসহ শিক্ষার্থীদের অভিভাবক,ছাত্র-ছাত্রী,উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্ধ এবং বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষানুরাগী,সমাজ সেবক,ও স্হানীয় সুধীজন। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু মনের সৃজনশীলতাকে ফুটিয়ে তুলতে মোরেলগঞ্জ মডেল একাডেমির এ ধরনের আয়োজন কার্যকরী বলে আমরা আশাবাদী। আপনাদের এ ধরনের কার্যক্রম সকল সময় অব্যাহত থাকুক এবং আগামী দিনের মানসম্মত পড়ালেখা উপযোগী করে তোলা প্রতিষ্ঠানের অগ্রগতিতে যাবতীয় পদক্ষেপ নেয়া এবং এর উন্নয়নমূলক সকল কাজের সাথে থেকে সহোযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রদর্শনী অনুষ্ঠানে বয়সভিত্তিক ৫ টি বিভাগে বিভিন্ন বয়সের নির্ধারিত বিষয়ের ওপর প্রতিষ্ঠানের শতাধিক শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করেন।পরে সুন্দর হাতেরলেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়।

  • টুরিস্ট পুলিশের নিরাপত্তায় রাজধানীর পূর্বাচলে অনুষ্ঠিত হলো নবাবী রাইড

    টুরিস্ট পুলিশের নিরাপত্তায় রাজধানীর পূর্বাচলে অনুষ্ঠিত হলো নবাবী রাইড

    বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

    বাংলাদেশের ফেসবুক ভিত্তিক গ্রুপ “বাংলাদেশ ভেস্পা কমিউনিটি” উদ্যোগে হয়ে গেল নবাবী রাইড। নিরাপত্তার দায়িত্বে ছিল ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে সাতটায় পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় বাংলাদেশ ভেসপা কমিউনিটির উদ্যোগে ৬০০ ভেস্পা রাইডারের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম। এ সময় বাংলাদেশ ভেস্পা কমিউনিটির গ্রুপ এডমিন দিদারুল হক সুজন সহ প্রায় ৭০০ রাইডার উপস্থিত ছিল। তাদের এই নবাবী রাইড উপভোগ করার জন্য প্রচুর পর্যটকের আগমন ঘটে আর বাংলাদেশ টুরিস্ট পুলিশ উপস্থিত সবাইকে তথ্য ও নিরাপত্তা সেবা প্রদান করে। অনুষ্ঠানের শুরুতে গ্রুপ এডমিন দিদারুল হক সুজন বলেন, পুরাতন কে লালন করা এবং নতুন কে বরণ করার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন। বিগত তিন বছর যাবত এই অনুষ্ঠানটি আমরা পালন করে আসছি।টুরিস্ট পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম তার বক্তব্যে বলেন, এই নবাবী রাইড নতুন এবং পুরাতনের মাঝে এক মেলবন্ধন সৃষ্টি করেছে যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষণীয়। বাংলাদেশের নবাবদের যে স্টাইলটি ছিল সেটি আজকের রাইডার রা সাদা পায়জামা পাঞ্জাবি পরিহিত হয়ে নতুন প্রজন্মকে কিছুটা জ্ঞান দান করার চেষ্টা করেছে। এটি একটি ভালো উদ্যোগ। অনুষ্ঠানের শেষে ৩০০ ফিট থেকে রাইডাররা ভেস্পা এবং পুরনো দিনের ভক্সওয়াগন কার চালিয়ে পূর্বাচল হেলিপ্যাডে গিয়ে রাইড শেষ হয়। এরপট বিভিন্ন বিষয়ে পারদর্শীদের ক্রেস্ট প্রদান করা হয়।

  • র‌্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ এর অভিযানে ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ এর অভিযানে ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ এর অভিযানে অভিনব কায়দায় কাপড়ের ব্যাগে মাদকদ্রব্য পরিবহনকালে ১০ কেজি গাঁজা ও নারীসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় এবং র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় গত ১৪ নভেম্বর ২০২৪ খ্রিঃ রাত্রি ০২.৪০ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল ‘‘সিরজাগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন সয়দাবাদ সাকিনস্থ গোলচত্তরের বাম পার্শ্বে ঢাকা টু সিরাজগঞ্জ গামী মহাসড়কে পাঁকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন ও নগদ ১৯০০/- টাকা জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামিদ্বয় ১। মোঃ মীর হোসেন@রাজু (৩৫), পিতাঃ মৃত-হানিফ মিয়া, সাং-মনতলা, পোষ্ট-মনতলা, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর, ২। মোছা সনি আক্তার (২১), পিতা-দুলাল হোসেন, সাং-চক জলাল পোঃ মতুরাপুর থানাঃ বদলগাছী, জেলা-নওগাঁ।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।

    ৪। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

  • শেরে_ই বাংলা এ কে  ফজলুল হক এর ১৫১” তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    শেরে_ই বাংলা এ কে ফজলুল হক এর ১৫১” তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    সুমন খান:

    অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫১”তম জন্মবার্ষিকী (১৩ নভেম্বর ২০২৪ )। শিক্ষানুরাগী এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জীবন্ত প্রতীক হিসেবেও ইতিহাসের পাতায় তার রয়েছে গুরুত্বপূর্ণ স্থান। শেরে বাংলা এ কে ফজলুল হক ১৮৭৩ সালের ২৬ অক্টোবর ঝালকাঠি জেলার রাজাপুরের সাতুরিয়া গ্রামের মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তান কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর, যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী, কলকাতা সিটি করপোরেশনের প্রথম মুসলিম মেয়র এবং আইনসভার সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনেও এ কে ফজলুল হকের অবদান ছিলো। ১৯৪০ সালে তিনি ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। তিনি ২১ দফা দাবিরও প্রণেতা ছিলেন।
    সেই ধারাবাহিকদের মধ্য দিয়ে,

    সার্ক মিডিয়া ক্লাব সার্ক‌ ভুক্ত দেশের সাংবাদিক ও সাংস্কৃতিক মিডিয়ার ব্যক্তিদের প্ল্যাটফর্ম এর বিশেষ আয়োজনে , শেরে_ই বাংলা একে ফজলুল হক এর ১৫১ তম জন্মবার্ষিক উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ও গুণীজনদের সম্মাননা প্রদান। গত ১৩ ই নভেম্বর ২০২৪ রোজ বুধবার। ইকোনমিক্স রিপোর্টার্স ফোরাম মিলাতন চতুর্থ তোলা পল্টন টাওয়ার বিজয়নগর ঢাকা ,উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় বিচারপতি সিকদার মকবুল হক বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
    উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোহাম্মদ লুৎফর রহমান, (এল রহমান) সাবেক সহ-সভাপতি ঢাকা মহানগর উত্তর বিএনপি,
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী মোহাম্মদ নুরুল কবি র, সম্পাদক ও প্রকাশক সাপ্তাহিক চট্টু বাণী ও ব্যুরো চিপ মাই টিভি চট্টগ্রাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, শফিকুর রহমান চেয়ারম্যান বিবিএন নিউজ।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রফেসর ড. হামিদা খানম চেয়ারম্যান,পানি বিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
    এস এম মোর্তুজা আলম (বুলবুল)
    পরিচালক, (মার্কেটিং) মডার্ন জমিদার সিটি।বিশেষ অতিথি ছিলেন,
    বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাসুম সম্পাদক ও প্রকাশকমাসিক,মুক্তিযোদ্ধা বার্তা,সম্মাননা গ্রহন করেন ইউনুছ শেখসহকারী শিক্ষক,৪৯নং আংগারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,শরীয়তপুরসদর, শরীয়তপুর।
    মাস্টার ট্রেইনার(বাংলা)ধীরেন্দ্রনাথসাহা ,সভাপতি বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ বড়াইগ্রাম নাটোর।মোঃ কামাল উদ্দীন রিজিয়ন চেয়ারপার্সন (এইচটিএমএল) লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ A1 বাংলাদেশ,জাতীয় দৈনিক সংবাদদিগন্ত,সিনিয়র স্টাফ রিপোর্টার…সুমন খান,
    জাতীয় দৈনিক সংবাদ দিগন্তর স্টাফ রিপোর্টার চৌধুরী।ডক্টর মোঃআশরাফুল হক মিয়া
    প্রতিষ্ঠাতা ও প্রধান গবেষক অটিজম ট্রিটমেন্ট এন্ড রিসার্চ সেন্টার,
    অসীম কুমার ঘোষ পরিচালক (মার্কেটিং)প্রোব বাংলাদেশ লিঃ,
    মাহফুজুর রহমান মামুন প্রধান সমন্বয়কারী অনুষ্ঠান উদযাপন কমিটি,

    সভাপতিত্ব করেন। সাব্বির আহমেদ রাজু ভারপ্রাপ্ত সভাপতি, সার্ক মিডিয়া ক্লাব।

  • নড়াইলে ধানখেতে থেকে শিশু হামিদার হাত বাঁধা ম-রদেহ উদ্ধার

    নড়াইলে ধানখেতে থেকে শিশু হামিদার হাত বাঁধা ম-রদেহ উদ্ধার

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলের নড়াগাতি ধানখেতে থেকে শিশু হামিদার হাত বাঁধা মরদেহ। নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার পাকুড়িয়া গ্রামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির নাম হামিদা খানম (৬) এবং তার মরদেহ ধানখেত থেকে উদ্ধার করা হয়। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যার দিকে নড়াগাতি থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে। শিশুটির হাত রশি দিয়ে বাঁধা ছিল এবং তার মরদেহ কচুরিপানা দিয়ে ঢাকা ছিল।
    হামিদা খানম কালিয়া উপজেলার পাকুড়িয়া গ্রামের সাহানুর শেখের মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, হামিদার মা জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে ছিলেন। বৃহস্পতিবার দুপুরে মায়ের কাছ থেকে একটি আপেল নিয়ে খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় হামিদা। এরপর বিকেল ৪টার দিকে তাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যার দিকে বাড়ির উত্তর পাশে একটি ধানখেতে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
    এদিকে, নিহতের পরিবার সকালে হত্যার হুমকি দেওয়া একটি চিঠি পায় বলে জানায়।
    নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং শিগগিরই ঘটনার কারণ জানা যাবে। অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

  • পঞ্চগড়ে শালবাহান দাখিল মাদ্রাসায় রাতের আধারে গাছ কর্তনের অভিযোগ

    পঞ্চগড়ে শালবাহান দাখিল মাদ্রাসায় রাতের আধারে গাছ কর্তনের অভিযোগ

    মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান দাখিল মাদ্রাসা মাঠের গাছ কর্তন ও পতাকা স্ট্যান্ড অপসারণের অভিযোগ উঠেছে সুপারের বিরুদ্ধে। বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

    এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা যায়, শালবাহান দাখিল মাদ্রাসার বাউন্ডারির ভিতরে মাঠে বিশালাকৃতির একটি দেশীয় বট গাছ ছিল এবং তার পাশেই ছিল জাতীয় পতাকা উত্তোলন স্ট্যান্ড। গত বুধবার দিবাগত রাতের অন্ধকারে কতিপয় গাছ কাটা লোক দিয়ে গাছ কেটে অন্যত্র সরিয়ে ফেলেন। সেই সাথে গাছের গোড়াও মাটি সহ উপড়ে ফেলা হয়। পাশেই জাতীয় পতাকা উত্তোলনের স্ট্যান্ডটিও উপড়ে ফেলে মাটি সমান করে ফেলেন রাতের আধারেই। এছাড়া খড়ি গুলো সুপার নিজেই তার বাড়িতে নিয়ে যায়। সকালে গাছ গুলো বিক্রির সময় একটি করাত মিলে জব্দ করেন স্থানীয় লোকজন। সকালে ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে উৎসুক লোকজন সাদ্রাসায় যান গাছ দেখতে। মাঠের অবস্থা দেখে সুপারের কর্মকান্ডে লোকজন অবাক হয়ে পড়েন। আরও জানা যায়, খোঁজ নিলে মাদ্রাসা সুপার রফিকুল ইসলামের বিরুদ্ধে ইতোপূর্বের অনেক অভিযোগ পাওয়া যাবে।

    দুপুর পৌনে ৩টায় ওই মাদ্রাসায় সরেজমিনে দেখা হয় অফিস পিয়ন শেখ ফরিদের সঙ্গে তিনি বলেন, আজ (বৃহস্পতিবার) একটু তাড়াতাড়ি মাদ্রাসা ছুটি দেয়া হয়েছে, কিন্তু কেন সেই প্রশ্নের জবাব তিনি দিতে পারেননি। তিনি বলেন, গাছ কাটার বিষয়ে সুপারকে ইউএনও স্যার ডাকছে তিনি সেখানে গেছেন। গাছ কাটার বিষয়ে তিনি বলেন, গাছ কাটা হয়েছে এটি সত্য তবে আমাদের কেউ জানিনা। আর পতাকা স্ট্যান্ডটিও সরানো হয়েছে তাও আমরা কেউ জানিনা। তবে প্রাক্তন শিক্ষার্থী ও এলাকার ছেলেরাই খেলা করার জন্য মাঠটি প্রস্তুত করতে এমনটি করেছেন। গাছটি কেমন ছিল জানতে চাইলে তিনি বলেন, গাছটি খুব বড় ছিলনা। সেটি পাকুড়ী গাছ ছিল। এসময় কতিপয় বহিরাগত যুবকদের মাঠে মাটি ফেলে সমান করে পানি সেচ দিতে দেখা যায়। এদিকে সচেতন মহল জানান, শিক্ষার্থীরা টিফিনের সময় বা ক্লাসের ফাকে ছায়ায় বিশ্রামের যে বট গাছটি ছিল তা কেটে ফেলা হয়েছে।

    এ ব্যাপারে শিক্ষক আইবুল হক ও ফারুক হোসেন সাংবাদিকদের জানান, গাছ কাটা বা পতাকা স্ট্যান্ড অপসারণের কোন মিটিং হয়নি রেজুলেশনও হয়নি। তবে বিষয়টি বারাবাড়ি না করার অনুরোধ করেন তারা।

    এ বিষয়ে মাদ্রাসার সাবেক সভাপতি নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, আমি কিছুই জানিনা তবে বট গাছটি আমার নিজ হাতে রোপণ করা। আমি তখন সভাপতি ছিলাম গাছটি লালন পালন করে বড় করেছি। কেউ যদি কেটে থাকে তাহলে আমি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব।

    এ ব্যাপারে মাদ্রাসা সুপার রফিকুল ইসলামের সাথে কথা বলার জন্য মুঠোফোনে একাধিকবার কল করা হলে কলটি তিনি রিসিভ করেননি।

    এ ব্যাপারে মাদ্রাসা সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল হাসান বলেন, ইউএনও স্যারের নির্দেশে তদন্ত করতে অফিস থেকে লোক পাঠানো হয়েছিল বিষয়টি আগামী রোববার অফিস চলাকালীন তদন্ত প্রতিবেদন সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।

  • গোদাগাড়ীতে সড়ক দুর্ঘ-টনায়  ২ নিহ-ত

    গোদাগাড়ীতে সড়ক দুর্ঘ-টনায় ২ নিহ-ত

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী অভয়া কামাপড়া এলাকায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গোদাগাড়ী স্টেশনের ফায়ার ফাইটার মাহবুবুর রহমান নয়ন এ তথ্য নিশ্চিত করেছে ।

    নিহত দুজন হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর কাজীপাড়া গ্রামের হুমায়ুন কবীরের ছেলে আশরাফুল ইসলাম (৪২) ও একই গ্রামের মো. কালুর ছেলে নাজমুল হক (৩০)।

    নিহত আশরাফুল ও নাজমুল একই মোটরসাইকেলে রাজশাহীর দিক থেকে চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছিলেন। পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই আরোহী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মী।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • পাইকগাছায় বসতঘরে অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির  ঘটনায় পথে বসেছে দিনমজুর পরিবার

    পাইকগাছায় বসতঘরে অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির ঘটনায় পথে বসেছে দিনমজুর পরিবার

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা) ।।
    পাইকগাছায় অগ্নিকাণ্ডের ঘটনায় বসতঘরের বিভিন্ন মালামাল পুড়ে সম্বল হারিয়ে পথে বসেছে দিনমজুর পরিবার। বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার গদাইপুরের চেঁচুয়া গ্রামের মৃতঃ আকাম মোড়লের ছেলে দিনমজুর নূর ইসলামের বসত ঘরে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। আগুনে বসত ঘরের চাল, খাট, পরনের কাপড়-চোপড় ও অন্যান্য সহায় সম্পদ পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে বলে দিন মজুর নুর ইসলামের পরিবার জানান। পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত অসহায় দিনমজুর পরিবার।
    ক্ষতিগ্রস্ত নূর ইসলামের বড় ভাই ইনছার মোড়লের স্ত্রী সুফিয়া বেগম জানান, আমাদের বসত ঘরের সামনেই নুর ইসলামের বসত ঘর। আনুমানিক রাত ২ টার দিকে নূর ইসলামের বসতঘরে আগুনের শিখা দেখে আমার শাশুড়ী চিৎকার দিলে বাহিরে এসে দেখি আগুন দাউ দাউ করে জ্বলছে। পরে সকলে মিলে পানি ছিটিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়। কে বা কারা অগ্নিসংযোগ করেছে তা তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি। নুর ইসলামের স্ত্রী রাশিদা বেগম বলেন প্রতিপক্ষদের ভয়ে আমরা পাশ্ববর্তী প্রতিবেশীর বাড়িতে থাকি। মাঝে মধ্যে বসতবাড়িতে ও থাকা হয়। তবে ঘটনার দিন রাতে পরিবারের কেউ আমরা বাড়িতে ছিলাম না এ সুযোগে বসত ঘরে আগুন দিতে পারে বলে ধারণা করছি। আগুনে ঘরের চাল-বেড়া, কাপড়-চোপড় সহ অন্যান্য মালামাল পুড়ে গেছে বলে গৃহবধূ রাশিদা জানান।
    এ বিষয়ে দিনমজুর নুর ইসলাম জানান, জায়গা জমি নিয়ে প্রতিবেশীদের সাথে বিরোধ রয়েছে। গত ৫ আগস্টের পর প্রতিপক্ষরা মারপিট সহ আমার পূর্বের দীর্ঘদিনের বাড়ী-ঘর ভাংচুর করেন। যা এলাকার সবাই অবগত আছে। এরপর কোন রকমে থাকার জন্য পুরনো বাড়িতে টিনের চাল-বেড়ার একখানা ঘর বাঁধি। মাঝে মধ্যে এখানে থাকা হয়। আগুনে পুড়ে শেষ সম্বলটুকু শেষ হয়ে যাওয়ায় আমাদের এখন পথে বসার উপক্রম হয়েছে। আগুনে পুড়ে যাওয়া জিনিসপত্রের সাথে দুটি বোতল ও টায়ারের অংশ বিশেষ পাওয়া গেছে। পূর্ব শত্রুতার জের হিসেবে দুর্বৃত্তরা কেরোসিন অথবা পেট্রল জাতীয় দ্রব্য দিয়ে এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছি। বিষয়টি থানা পুলিশ কে অবহিত করা হয়েছে বলে নুর ইসলাম জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনী পদক্ষেপের প্রস্তুতি চলছিল।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলে।

  • মুন্সীগঞ্জে গজারিয়ায় কিশোরের হাতের কব-জি কে-টে নিল প্রতিপক্ষ

    মুন্সীগঞ্জে গজারিয়ায় কিশোরের হাতের কব-জি কে-টে নিল প্রতিপক্ষ

    লিটন মাহমুদ,
    মুন্সীগঞ্জ প্রতিনিধি।।

    মুন্সীগঞ্জের গজারিয়ায় সাব্বির (১৭) নামের এক কিশোরের হাতের কবজি বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।

    শুক্রবার দুপুরে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

    এর আগে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার হোসেন্দী ইউনিয়নের লস্করদী গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আহতের বড় ভাই সাইদার (৩৩) বাধা দিতে গেলে হামলাকারীরা তাকেও কুপিয়ে জখম করে।

    এ ঘটনায় আহত সাব্বিরের বাবা শাহজালাল মিয়া ছয়জনের নাম অন্তর্ভুক্ত করে গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

    সাব্বিরের বাবা শাহজালাল মিয়া অভিযোগ করে জানান, ‘তার সাথে প্রতিবেশী আব্দুর রশিদের জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে আব্দুর রশিদ ও তার ছেলে সোহান ইসলামসহ পাঁচ থেকে ছয়জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ বাড়িতে এসে তার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শ্লীলতাহানী করে। তখন তার ছোট ছেলে সাব্বির এগিয়ে এলে তাকে মাথায় কোপ দিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় মাথার কোপ হাতে ফেরানোর চেষ্টা করলে বাম হাতের কব্জি থেকে বৃদ্ধা আঙুলসহ তালু অর্ধেক বিছিন্ন হয়ে যায়। এ সময় তার বড় ছেলে সাইদার এগিয়ে গেলে তাকেও হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাদের সঙ্কটাপন্ন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

    সাব্বিরের মা শান্তি বেগম বলেন, ‘আমার ছেলে সামনে এসএসসি পরীক্ষা দিবো। আমার ছেলেকে যারা অন্যায়ভাবে কুপিয়ে হাত ফালাই দিছে, আমি তাদের বিচার চাই। আমার ছেলে এখন পঙ্গু হয়ে গেল। আমার ছেলের হাত ফেরত চাই।’

    এদিকে, অভিযুক্ত আব্দুর রশিদ জানান, ‘তাদের সাথে জমি জমা নিয়ে বিরোধ রয়েছে। তারা কাউকে কোপ দিয়ে কব্জি বিচ্ছিন্ন করেনি। তাদের নিজেদের কোপেই কব্জি বিচ্ছিন্ন হয়েছে।’

    এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • থানচি প্রেসক্লাবের কমিটির গঠিত সভাপতি মংবোওয়াংচিং, সম্পাদক চহ্লামং

    থানচি প্রেসক্লাবের কমিটির গঠিত সভাপতি মংবোওয়াংচিং, সম্পাদক চহ্লামং

    থানচি (বান্দরবান) প্রতিনিধিঃমথি ত্রিপুরা।

    বান্দরবানের থানচিতে প্রেসক্লাবের নতুন কমিটির নির্বাচনে আজকের পত্রিকা ও বাংলাদেশ বেতার প্রতিনিধি মংবোওয়াংচিং মারমা (অনুপম) সভাপতি এবং দৈনিক কালবেলা প্রতিনিধি চহ্লামং মারমা সাধারণ সম্পাদক পদের নির্বাচিত হয়েছেন।

    শুক্রবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাব অস্থায়ী কার্যালয়ের মংবোওয়াংচিং মারমা (অনুপম) সভাপতিত্বে প্রেসক্লাবের সদস্যদের মেয়াদ উর্ত্তীন্ন হওয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্যদের কন্ঠভোটের বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি এবং সাধারণ সম্পাদক পদের আগামী দুই বছরে মেয়াদের জন্য তাদের নির্বাচিত হন।

    প্রেসক্লাবের গঠিত নতুন কমিটির ৮ বিশিষ্ট সদস্যদের নিয়ে দুই বছরে মেয়াদের জন্য দৈনিক আমার সংবাদ প্রতিনিধি রেমবো ত্রিপুরা সহ-সভাপতি, ডেলি মেসেঞ্জার চিংথোয়াই অং মারমা কোষাধ্যক্ষ পদের নির্বাচিত হন। এছাড়াও অন্যান্যদের মধ্যে দৈনিক প্রথম বাংলা প্রতিনিধি মথি ত্রিপুরা নির্বাহী সদস্য, সাপ্তাহিক চট্টবানী প্রতিনিধি শহিদুল ইসলাম নির্বাহী সদস্য, দৈনিক বিকাল বেলা প্রতিনিধি হিমং প্রু মারমা নির্বাহী সদস্য, সাপ্তাহিক মাইণী পত্রিকা প্রতিনিধি কাইথাং খুমী নির্বাহী সদস্য পদের নির্বাচিত হয়েছেন। প্রেসক্লাবের নতুন গঠনের প্রাথমিকভাবে ৮ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হয়েছেন। বিগত ১৪ নভেম্বর ২০২১ সালে কমিটি গঠন করেছিল। গতকাল  বৃহস্পতিবার কমিটি মেয়াদ শেষ হয়।