December 22, 2024, 4:48 pm
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
লালমনিরহাটের আদিতমারী থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে লালমনিরহাট জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, কে থানার অফিসার ইনচার্জ আলী আকবর, ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, এর সভাপতিত্বে এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। জেলার পুলিশ সুপার অত্যন্ত মনোযোগের সহিত এলাকাবাসীর অভিযোগ এবং পরামর্শ শুনেন এবং জেলাবাসীকে একটি সন্ত্রাস ও মাদকমুক্ত পরিবেশ উপহার দিতে সকলকে এগিয়ে আসার আহবান করেন।
উক্ত ওপেন হাউজ ডে উপস্থিত ছিলেন মোঃ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), এ কে এম ফজলুল হক, এ-সার্কেল, আলী আকবর, অফিসার ইনচার্জ, মোজ্জাফর হোসেন, পুলিশ পরিদর্শক তদন্ত, এস আই ইমরান, সেকেন্ড অফিসার,এস আই রেজাউল আলম, এ এস আই, কনস্টেবল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে।
হাসমত উল্লাহ ।।