December 22, 2024, 4:33 pm
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ জিয়া পরিষদ কেন্দ্রীয়কমিটির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত ( ১৫ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, জিয়া পরিষদ কেন্দ্রীয়কমিটির সিদ্ধান্ত মোতাবেক গত ১ বছর পূর্বে জিয়া পরিষদের রাজশাহী জেলা কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। তার পরেও বিলুপ্ত কমিটির সদস্য, গোদাগাড়ী উপজেলার পাকড়ী ইউনিয়নের নারায়নপুর গ্রামের শাকিল আহম্মেদের বিরুদ্ধে সংগঠনের নাম ভাঙিয়ে বিভিন্ন রকম কার্যক্রমে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ দৃষ্টিগোচর হয়েছে।
রাজশাহী জেলা জিয়া পরিষদের বিলুপ্ত কমিটির সদস্য মোঃ শরিফুল আহম্মদের সাথে কোন প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য জিয়া পরিষদের কেন্দ্রীয়কমিটির মহাসচিব প্রফেসর ড. মোঃ এমতাজ হোসেন নির্দেশনা প্রদান করেছেন।
এ নির্দেশনার কপি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ বিভিন্ন দপ্তরে দেয়া হয়েছে বলে জানা গেছে।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।