Category: Uncategorized

  • মহালছড়িতে জেল হত্যা দিবস পালন

    মহালছড়িতে জেল হত্যা দিবস পালন

    রিপন ওঝা,মহালছড়ি।

    মহালছড়িতে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠন কর্তৃক আজ বৃহস্পতিবার ৩ নভেম্বর সকালের দিকে দলীয় কার্যালয়ের অস্থায়ী বেদীতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় বিকাল ৫.৩০ঘটিকায় শহীদ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন আলোচনা সভা ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শোকাবহ জেল হত্যা দিবস পালন করেছে।

    উক্ত সভায় সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা জনাব রতন কুমার শীল, সঞ্চালনায় ছিলেন মহালছড়ি উপজেলা সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দিন জসিম।

    আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি চিন্তাহরন শর্মা, নন্দন দে,সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ লাল মিয়া, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক রেজাউল হক মাসুদ , উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, মহালছড়ি সরকারি কলেজ ছাত্র লীগের সভাপতি মোঃ হামিদুল ইসলাম।

    আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ ফরিদ,সহসভাপতি মোঃ আলীম ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কুরাইশিন, জয় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় চৌধুরী।

    আলোচনা সভায় বক্তারা জেল হত্যা দিবসকে পরিকল্পিত ষড়যন্ত্র উল্লেখ করে বলেন, জাতীয় চার নেতা হত্যাকাণ্ড ছিল জাতির পিতাকে স-পরিবারে হত্যার ধারাবাহিকতা। এ ধরনের বর্বর হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে বিরল। ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুর অবর্তমানে মুক্তিযুদ্ধের অবদান রাখা চার নেতাকে হত্যা করার মাধ্যমে বাংলার মাটি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নাম চিরতরে মুছে ফেলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস এবং বাঙালি জাতিকে নেতৃত্বশুন্য করার অপচেষ্টা চালিয়েছিল। সেদিন যে ষড়যন্ত্র শুরু হয়েছিল তা আজও বন্ধ হয় নি। তারা শোককে শক্তিতে পরিণত করে” ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়তে সকলকে যার যার অবস্থান থেকে ভুমিকা রাখতে সকলের প্রতি আহবান জানান।

  • কাজী ইমদাদুল হক স্মৃতি পদক পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিণ্টু ও অধ্যাপক বিভুতিভূষণ মণ্ডল

    কাজী ইমদাদুল হক স্মৃতি পদক পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিণ্টু ও অধ্যাপক বিভুতিভূষণ মণ্ডল

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    সমকালীন বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিণ্টু ও শিক্ষাবিদ, কলামিস্ট ও গবেষক অধ্যাপক বিভুতিভূষণ মণ্ডল কাজী ইমদাদুল হক স্মৃতি পদক- এ মনোনিত হয়েছেন। বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিণ্টু খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়ানের সাবেক সভাপতি ও বিভুতিভূষণ মণ্ডল শহীদ আবুল কাশেম কলেজের (কৈয়াবাজার, হরিণটানা, খুলনা) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক। সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হক ১৮৮২ সালের ৪ নভেম্বর খুলনা জেলার পাইকগাছার গদাইপুর গ্রামের জন্ম গ্রহণ করেন। ৪ নভেম্বর ২০২২ শুক্রবার কাজী ইমদাদুল হকের ১৪১তম জন্ম বার্ষিকী। পাইকগাছা উপজেলা পরিষদ মিলানয়তনে কাজী ইমদাদুল হকের ১৪১তম জন্ম বার্ষিকী অনুষ্ঠান ৪ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের পক্ষ থেকে মনোনিত ব্যক্তিদের স্মৃতি পদক প্রদান করা হবে বলে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান জানিয়েছেন। উল্লেখ্য, ২০১৭ সাল থেকে কাজী ইমদাদুল হক স্মৃতি পদক ও কাজী ইমদাদুল হক রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হচ্ছে।

  • পাইকগাছায় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছা উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় বৃহস্পতিবার সকালে পাইকগাছা উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান, সহকারী কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, ক্ষেত্র রণধীর সরকারসহ স্থানীয় ব্যক্তিবর্গ। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের পুকুর, লস্কর দীঘি, সোলাদানা নায়েবের পুকুর, আশ্রায়ণ প্রকল্প, স্কুল, কলেজ, মসজিদ ও মন্দির সহ উপজেলার ৩২টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মোট ৫শ ১২ কেজি রুই, কাতল, মৃগেল ও কালিবাউশ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে ।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • আগৈলঝাড়ায় রক্তাক্ত আগষ্টের শেষ দিনে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

    আগৈলঝাড়ায় রক্তাক্ত আগষ্টের শেষ দিনে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

    বি এম মনির হোসেনঃ-

    ’৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যার পরে যখন কেউ জাতির পিতা কিংবা আওয়ামী লীগের নামও উচ্চারণ করেনি সেই সময় থেকে আগৈলঝাড়ার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী ঐতিহাসিক দাড়িয়া বাড়িতে পারিবারিক আয়োজনে প্রতিবছরের ন্যায় এবছরও বুধবার দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভা, দোয়া-মোনাজাত ও কাঙ্গালীভোজ অনুষ্ঠিত হয়েছে।
    দোয়া-মোনাজাতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, সহ-সভাপতি আব্দুস সাত্তার মোল্লা, ছাত্রলীগ সাবেক সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, সুজনকাঠী সমাজ কল্যান সংসদের সভাপতি মোল্লা আজিম হোসেন বাদল, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, যুবলীগ নেতা শরীফ ইলিয়াস, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরিনয়াবাত, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল, শফিকুল হোসেন টিটুসহ প্রমুখ নেতৃবৃন্দ।
    আলোচনা শেষে ১৫ আগষ্ট নিহত সকল শহীদদের স্মরনে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গৈলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা হেদায়েত উল্লাহ।

  • কিংবদন্তি সাংবাদিক গোলাম সারওয়ারের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মোনাজাত

    কিংবদন্তি সাংবাদিক গোলাম সারওয়ারের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মোনাজাত

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    একুশে পদক প্রাপ্ত সমকাল ও যুগান্তরের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত গোলাম সারওয়ারের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বানারীপাড়ায় বিভিন্ন স্থানে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এ উপলক্ষে বানারীপাড়ার বেগম ফজিলাতুন্নেছা এতিমখানা ও বানারীপাড়া এতিমখানায় কোরানখানী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত শেষে ওই দুই এতিমখানায় এতিমদের মাঝে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। বেগম ফজিলাতুন্নেছা এতিমখানায় মাওলানা আমজাদ হোসাইন ও বানারীপাড়া এতিমখানায় পরিচালক মাওলানা আব্দুস সালাম মোনাজাত পরিচালনা করেন। দোয়ায় অংশ নেন গোলাম সারওয়ারের মেঝ ভাই বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, বানারীপাড়া এম এ লতিফ বহুমুখী আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহামুদুল হাসান,আব্দুল বাসেত, হাফেজ রাকিব হোসেন, সমকাল প্রতিনিধি মো. নজরুল ইসলাম, মহসীন আকন নান্টু, গোলাম সারওয়ারের ভাতিজা গোলাম কিবরিয়া সৈকত, গোলাম মুক্তাদীর শাওন, সাংবাদিক আব্দুল আউয়াল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. মেহেদী হাসান উজ্জল, মো, হারুন অর রশিদ, মো. মিন্টু প্রমুখ। রাতে বানারীপাড়া হাইস্কুল জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত গোলাম সারওয়ার ১৩ আগস্ট ২০১৮ সালের এই দিনে ৭৫ বছর বয়সে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।গোলাম সারওয়ার ষাটের দশকে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। তখন থেকে টানা পাঁচ দশকের বেশি সময় তিনি এ পেশায় মেধা, যুক্তিবোধ, পেশাদারিত্ব, দায়িত্বশীলতা, অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার নিরবচ্ছিন্ন চর্চার মাধ্যমে নিজেকে এবং বাংলাদেশের সংবাদপত্রকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেন। মরহুম গোলাম কুদ্দুস মোল্লা ও মরহুম সিতারা বেগমের জ্যেষ্ঠ সন্তান গোলাম সারওয়ার বাংলাদেশের মুক্তচিন্তা, প্রগতিশীল মূল্যবোধ আর মুক্তিযুদ্ধের সপক্ষে আজীবন সোচ্চার ছিলেন।
    দেশের সাংবাদিকতায় প্রতিষ্ঠানতুল্য ব্যক্তিত্ব গোলাম সারওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক সম্মানসহ এমএ ডিগ্রি অর্জন করেন। ঢাবিতে ছাত্র অবস্থায় ১৯৬২ সালে চট্টগ্রামের দৈনিক আজাদীর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা হিসেবে সাংবাদিকতা পেশায় তাঁর অভিষেক। একই বছর দৈনিক সংবাদের সহ-সম্পাদক হিসেবে যোগ দেন তিনি। ১৯৭১ সালের ২৫ মার্চ পর্যন্ত সংবাদে কর্মরত ছিলেন। এরপর মহান মুক্তিযুদ্ধে যোগ দেন। মুক্তিযুদ্ধে তিনি নিজ এলাকা বরিশালের বানারীপাড়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।মুক্তিযুদ্ধের পর কয়েক মাস বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। ১৯৭২ সালে দৈনিক ইত্তেফাকে জ্যেষ্ঠ সহ-সম্পাদক হিসেবে যুক্ত হন। ১৯৯৯ সাল পর্যন্ত যথাক্রমে প্রধান সহ-সম্পাদক, যুগ্ম বার্তা সম্পাদক ও বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন। গোলাম সারওয়ার দৈনিক যুগান্তরেরও প্রতিষ্ঠাতা সম্পাদক।দেশের দৈনিক সংবাদপত্রগুলোর সম্পাদকদের প্রভাবশালী সংগঠন বাংলাদেশ সম্পাদক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন গোলাম সারওয়ার। মেধা, নিষ্ঠা ও দক্ষতায় উৎকর্ষের কারণে গোলাম সারওয়ারকে অনেকেই ‘সাংবাদিকদের শিক্ষক’ হিসেবে অভিহিত করেন। তিনি ছিলেন এ দেশের সংবাদপত্রে সাফল্য ও পেশাদারিত্বের প্রতীক।
    সৃজনশীল সাহিত্যেও ছিল তাঁর সাবলীল বিচরণ। তিনি ছিলেন একজন দক্ষ ছড়াকার। তাঁর লেখা বইয়ের মধ্যে রঙিন বেলুন, সম্পাদকের জবানবন্দি, অমিয় গরল, আমার যত কথা এবং স্বপ্ন বেঁচে থাক উল্লেখযোগ্য।

    সাংবাদিকতায় অনন্য ভূমিকার জন্য ২০১৪ সালে একুশে পদক, ২০১৬ সালে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (সিজেএফবি) আজীবন সম্মাননা ও ২০১৭ সালে আতাউস সামাদ স্মারক ট্রাস্ট আজীবন সম্মাননা লাভ করেন তিনি।

  • সিমেন্ট ক্রসিং আহম্মদিয়া হাফেজিয়া সুন্নিয়া মাদ্রাসার  ময়দানে বার্ষিক ওরস অনুষ্ঠিত

    সিমেন্ট ক্রসিং আহম্মদিয়া হাফেজিয়া সুন্নিয়া মাদ্রাসার ময়দানে বার্ষিক ওরস অনুষ্ঠিত

    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    গাউসিয়া কমিটি সিমেন্ট ক্রসিং শাখার ব্যবস্থাপনায়, রাহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত আওলাদে রাসুল (দ.) আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ্ (রহ.) এর বার্ষিক ওরশ শুক্রবার নগরের সিমেন্ট ক্রসিং আহম্মদিয়া হাফেজিয়া সুন্নিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে।

    ওরশ উদযাপন উপলক্ষ্যে শুক্রবার বা’দ ফজর পবিত্র কুরআন খতম, বা’দ আসর পবিত্র খতমে গাউসিয়া, বা’দ মাগরিব আউলিয়ায়ে কেরামের জীবনি আলোচনা এবং বা’দ এশা মিলাদ-ক্বিয়াম, মুনাজাত ও তাবারুক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা-এ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাযিল-এর আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ ইউনুস তৈয়্যবী (মা.জি.আ) । প্রধান আলোচক হিসবে বক্তব্য রাখেন চরণদ্বীপ রজভীয়া সুন্নিয়া ফাযিল এর আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ আনিসুর রহমান রিজভী । অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি সিমেন্ট ক্রসিং শাখার দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা মুহাম্মদ সাইফুর রহমান ও মাওলানা মুহাম্মদ শফিউল আলম আল কাদেরী। আরও উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি সিমেন্ট ক্রসিং শাখার সম্মানিত সভাপতি মুহাম্মদ জামাল উদ্দিন, সহ সভাপতি আক্তার উদ্দিন সওদারগর, বেলাল আহমেদ, জিহাদ,বাপ্পি, শাহিদ, আশিক,হাসান, ওয়াকিল, জামশেদ, নয়ন, কাওসার,সাবিদ প্রমুখ

  • পাঁচবিবি পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি/সম্পাদক কাউন্সিলর নির্বাচিত

    পাঁচবিবি পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি/সম্পাদক কাউন্সিলর নির্বাচিত

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ পাঁচবিবি পৌর কমিটির সভাপতি/সম্পাদক কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

    পাঁচবিবি পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি বর্তমানে জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ রাব্বানী ইস্তি ৩নং ওয়ার্ড থেকে উটপাখি মার্কায় ৮ শত ২২ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দী তিন বারের সাবেক কাউন্সিলর আব্দুল হান্নান রনি ডালিম মার্কায় ভোট পায় ৬ শত ১১।

    অপরদিকে সাধারন সম্পাদক উদীয়মান তরুণ নেতা মোসাইদ আল-আমিন সাদ ৯ নং ওয়ার্ড থেকে ডালিম মার্কায় ৭ শত ২০ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দী জাহিদ হাসান আকন্দ বাবু ব্রীজ মার্কায় ৩ শত ৯১ ভোট পায়। গত ২৭ জুলাই পাঁচবিবি পৌরসভা নির্বাচনে ৯’জন পুরুষ কাউন্সিলরের মধ্যে পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি-ইস্তি ও সম্পাদক সাদ কনিষ্ঠ। এছাড়া পরাজিত কাউন্সিলর প্রার্থীদের চেয়ে তারা দু’জনেই বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

    উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ৩ নং ওয়ার্ডে উটপাখি মার্কায় ৮ শত ২২ ভোটে আরিফ রাব্বানী ইস্তি ও ৯ নং ওয়ার্ডে ডালিম মার্কায় মোসাইদ আল-আমিন সাদ ৭ শত ২০ ভোট পেয়ে বে-সরকারি ভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছে। অনেক প্রবীন প্রার্থীদের জামান বাজেয়াপ্ত হয়েছে বলেও তিনি জানান।

  • বিয়ের কথা গোপন রেখে আমেরিকা প্রবাসির সাথে বিয়ের পিঁড়িতে নব বধূ

    বিয়ের কথা গোপন রেখে আমেরিকা প্রবাসির সাথে বিয়ের পিঁড়িতে নব বধূ

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    রাজশাহী: আড়াই বছরের প্রেম এবং বিয়ের কথা গোপন রেখে আমেরিকা প্রবাসি ছেলের সাথে আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন নব বধূ।

    জানা গেছে, পাবনা জেলার ফরিদপুর গ্রাম থেকে রাজশাহী সরকারী মহিলা কলেজে ভর্তি হন পুস্পিতা নামের এক যুবতী। এর কিছুদিন পরেই রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা অক্ট্রয় মোড় এলাকার শুভ সরকার নামের এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পুস্পিতার।

    আড়াই বছরের প্রেমের সম্পর্ক চলাকালীন সময় তাদের উভয় পরিবারের প্রায় সকল সদস্যের মাঝে বিষয়টি জানাজানি হয়। এতে যুবতীর পরিবার থেকে যুবকের সাথে বিবাহ্রে বিষয়ে মত-বিরোধ দেখা হয়। এরই মধ্যে যুবককে প্রত্যাখানের জন্য যুবতীকে চাপ দেয় তার পরিবাররের লোকজন।

    কিন্তু এই কপোত-কপোতী কেউ কাউকে ছাড়া বাঁচবেনা। তাই তারা সিদ্ধান্ত নেয় প্রেমের ইতি টেনে দ্রুত সময়ের বিবাহ্ করে সংসার শুরু করবে। এমন সিদ্ধান্তের পর তারা কোট ম্যারেজ করেন এবং বিয়ের বিষয়টি গোপন রাখেন।

    গত জুন মাসে পুস্পিতা শুভ’কে জানায়, সে তার বাবার বাড়ি যাবে। ফিরে এসে কোন মন্দিরে ধর্মিয় রিতি মেনে বিবাহ্ সম্পন্ন করে সংসার শুরু করবে।

    হাসিমুখে বিদায় দেয় সঞ্জিব। বাড়ি গিয়ে পুস্পিতা নিয়মিত ফোন দেয় শুভকে। তাদের আলাপ চারিতাও অব্যাহত থাকে।

    হটাৎ ২৮ জুন পুস্পিতা ফোন দেয়া বন্ধ করে দেয় শুভকে। আকাশ ভেঙ্গে পড়ে মাথায়। কি এমন হলো পুস্পিতা ফোন দেয়া বন্ধ করে দিলো ? কোন অসুখ করলো নাতো ? নাকি কোন বিপদ ? বিপদ বলতে তার বাড়ির লোকজন তাকে আটকে দিলো নাকি ? নাওয়া খাওয়া হারাম শুভ’র। সিদ্ধান্ত নিলো পাবনা যাবে শুভ। কারন তার যে কোন উপাই নেই। তাকে জানতেই হবে কি হয়েছে তার স্ত্রী পুস্পিতার ।

    মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে প্রাইভেটকার ভাড়া করে পাবনায় যায় শুভ। এ সময় তার সাথে ছিলো তার বড় ভাই, ছোট বোন জামাই ও প্রতিবেশি এক ভাই। পাবনা সদরে পুস্পিতার নানার বাড়ি গিয়ে দেখা গেল তাদের সকল আত্নিয়স্বজন সেখানে উপস্থিত রয়েছে।

    পুস্পিতা বাবা জানালেন, আমেরিকা প্রবাসি এক ছেলের সাথে পুস্পিতা আর্শিবাদ হয়ে গেছে। বিয়ের দিন তারিখ ঠিক করা হয়েছে। আর সব কিছুই হয়েছে পুস্পিতার ইচ্ছায়। তখনও বিশ্বাস করতে নারাজ শুভ। সে বলে আমি পুস্পিতার মুখে শুনবো। হাজির করা হলো পুস্পিতাকে।

    পুস্পিতা যা বল্লো তা শুনে সবাই হতভম্ব। সে সাফ জানালো বিয়ে তার নিজের পছন্দেই হচ্ছে। সে যে আড়াই বছর প্রেম করেছে তা তার ভুল ছিলো।

    ওই সময় শুভ পুস্পিতাকে তাদের সম্পর্ক নিয়ে কিছু প্রশ্ন করে, তার জবাবও সে স্বাভাবিক ভাবেই দেয়। শেষে পুস্পিতা শুভ’র উদ্দেশ্যে বলে, তুমি চাইলে আমি বিষ খাবো। তবুও তোমাকে আমি বিয়ে করতে পারবোনা বলে প্রস্থান করে সে।

    এ সময় মেয়ের মা, খালা কান্না জড়িত কন্ঠে বলেন, শুভ তুমি বাবা আমাদের মাফ করে দাও। তুমি যা চাও আমরা দেবো। শুধু মেয়েকে দিতে পারবোনা। একই কান্নায় ভেঙ্গে পড়ে। শেষ পর্যন্ত অশ্রু বিসর্জনের মধ্য দিয়ে আড়াই বছরের প্রেম, ভালবাসা এবং বিয়ের ইতি টানেন প্রেমিক এবং স্বামী শুভ।