December 31, 2024, 3:07 pm
বি এম মনির হোসেনঃ-
’৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যার পরে যখন কেউ জাতির পিতা কিংবা আওয়ামী লীগের নামও উচ্চারণ করেনি সেই সময় থেকে আগৈলঝাড়ার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী ঐতিহাসিক দাড়িয়া বাড়িতে পারিবারিক আয়োজনে প্রতিবছরের ন্যায় এবছরও বুধবার দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভা, দোয়া-মোনাজাত ও কাঙ্গালীভোজ অনুষ্ঠিত হয়েছে।
দোয়া-মোনাজাতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, সহ-সভাপতি আব্দুস সাত্তার মোল্লা, ছাত্রলীগ সাবেক সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, সুজনকাঠী সমাজ কল্যান সংসদের সভাপতি মোল্লা আজিম হোসেন বাদল, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, যুবলীগ নেতা শরীফ ইলিয়াস, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরিনয়াবাত, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল, শফিকুল হোসেন টিটুসহ প্রমুখ নেতৃবৃন্দ।
আলোচনা শেষে ১৫ আগষ্ট নিহত সকল শহীদদের স্মরনে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গৈলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা হেদায়েত উল্লাহ।