Category: Uncategorized

  • গৌরনদীতে মিশুক শ্রমিক ইউনিয়ন কমিটি গঠিত

    গৌরনদীতে মিশুক শ্রমিক ইউনিয়ন কমিটি গঠিত

    কে এম সোহেব জুয়েল ঃ গৌরনদীর বাটাজোর – সরিকল মিশুক শ্রমিক ইউনিয়ন কমিটি গঠিত হয়েছে।

    গতকাল ১৩ নভেম্বর বুধবার সন্ধ্যায় বাটাজোর মিশুক স্টান্ডের বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ জামাল সরদারের সঞ্চালনায় স্হানীয় শ্রমিক ইউনিয়ন অফিসে এ কর্মসুচির আয়োজন করা হয়।

    এ সময় বাটাজোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা মোঃ বাবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরিকল ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপি সভাপতি মোঃ,জাহাঙ্গীর হোসেন মৃধা। স্হানীয় সকল মিশুক শ্রমিকের সম্মতি ক্রমে ফুলেল শুভেচ্ছা দিয়ে জাহাঙ্গীর হোসেন মৃধাকে মিশুক শ্রমিক ইউনিয়নের সভাপতি পতি ও মোঃ জামাল হোসেন সরদারকে সাধারণ সম্পাদক ঘোষনা করেন শ্রমিকরা।

    পরবর্তীতে বাকি পদে লোক নিয়োগ করে কমিটির পূর্নাঙ্গতা জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন উপস্থিতিরা।

    এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কামাল হোসেন বিপ্লব, সরিকল বন্দর নব নির্বাচিত সভাপতি ও ইউনিয়ন বিএনপি নেতা মোঃ হেদায়েত হোসেন মৃধা, সাবেক ছাত্রনেতা ও বর্তমান বাটাজোর ইউনিয়ন আহবায়ক প্রার্থী মোঃ মনিরুজ্জামান কবির, বাটাজোর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ মনিরুজ্জামান বিশ্বাস , মোঃ জামাল হোসেন সরদার বিএনপি নেতা। মোঃ মাকসুদুর রহমান মৃধাপ্রমুখ

  • পোরশায় সালাফিয়্যাহ্ মাদ্রাসায় খতমে বুখারী অনুষ্ঠান

    পোরশায় সালাফিয়্যাহ্ মাদ্রাসায় খতমে বুখারী অনুষ্ঠান

    স্টাফ রিপোর্টারঃ মোঃ তোফাজ্জল হোসেন

    নওগাঁর পোরশায় নিতপুর আলাদীপুর দারুল হুদা সালাফিয়্যাহ্ মাদ্রাসায় খতমে বুখারী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১০টায় মাদ্রাসা মাঠে অত্র মাদ্রাসার অধ্যক্ষ শায়খ নোমান আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর সভাপতি ও ঢাকার নাজির বাজারের মাদ্রাসাতুল হাদীস এর অধ্যক্ষ শায়খ অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ্ ফারুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাপাহার সেন্ট্রাল হসপিটালের চেয়ারম্যান মাওলানা মোঃ আইনুল হক।
    উক্ত খতমে বুখারী অনুষ্ঠানে মাদ্রাসার ৫২জন শিক্ষার্থী অংশগ্রহন করেন।
    এসময় উক্ত মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীসহ এলাকার গন্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • ঘাটাইলে ইট ভাটায় কাজ করতে গিয়ে শ্রমিক নিহ-ত

    ঘাটাইলে ইট ভাটায় কাজ করতে গিয়ে শ্রমিক নিহ-ত

    ঘাটাইল প্রতিনিধি মোঃ রায়হান মিয়া
    টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নে এশিয়া ইট ভাটায় কাজ করতে গিয়ে মল্ডিং মেশিনে কাটা পড়ে মোঃ হাবেজ নামে ইটভাটার শ্রমিক নিহত হয়েছে।নিহত শ্রমিক পার্শ্ববর্তী উপজেলা ভুয়াপুর চরবিহারি গ্রামের আবু সাইদের ছেলে।বৃহস্পতিবার(১৪নভেম্বর) সকাল ৮টায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
    প্রত্যক্ষদশীরা জানায় উপজেলার জামুরিয়া ইউনিয়নের অবস্থিত মেসার্স এশিয়া ইটভাটায় হাবেজ মল্ডিং মেশিনে ইট তৈরীর মাটি দেওয়ার সময় পা পিছলে পড়ে গেলে চলন্ত মেশিনের ভিতরে তার মৃত্যু হয়।আশে পাশের শ্রমিক এসে তাকে উদ্ধার করে।
    এ বিষয়ে ঘাটাইল থানা অফিার্স ইনচার্জ(ওসি তদন্ত) সজল খান মুঠো ফোনে জানান আমাদের কাছে অভিযোগ করেননি এমন কি মামলাও হয়নি।

    মোঃ রায়হান মিয়া
    ঘাটাইল প্রতিনিধি ।।

  • তারাগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষ নিহ-ত ১

    তারাগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষ নিহ-ত ১

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:রংপুরের তারাগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও গুরুত্ব আহত হয়েছে একজন। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের ব্রাদার্স হিমাগারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মাজেদুল ইসলাম (৪৪)। তিনি মোটরসাইকেল আরোহী ছিলেন। পেশায় তিনি ধান ব্যবসায়ী।
    পুলিশ ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার সয়ার ইউনিয়নের দামোদরপুর কাজী পাড়া গ্রামের ধান ব্যবসায়ী মাজেদুল ইসলাম তারাগঞ্জে ব্যবসার কাজ শেষে রাত ৯টার দিকে মোটরসাইকেল যোগে রংপুর-দিনাজপুর মহাসড়ক দিয়ে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৯ টার দিকে ব্রাদার্স হিমাগারে কাছাকাছি পৌছালে রংপুর থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী একটি সাদা মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান ধান ব্যবসায়ী মাজেদুল ইসলাম। এ সময় গুরুত্বর আহত হন মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী বদরগঞ্জের পলাশবাড়ি গ্রামের ফারুক । স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি রেখে পালিয়ে যান চালক।
    তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, তারাগঞ্জ মোটরসাইকেল-মাইক্রোবাস মুখোমুখি সংর্ঘষে মোটরসাকেল চালক মারা গেছে ও আরেক আরোহী আহত হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িগুলো উদ্ধার করা হচ্ছে।

  • সুজানগরে নরেশ-শেখর শিক্ষা বৃত্তি পেল অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীরা

    সুজানগরে নরেশ-শেখর শিক্ষা বৃত্তি পেল অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীরা

    এম এ আলিম রিপনঃপাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের উদয়পুর উচ্চ বিদ্যালয়ের অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে নরেশ-শেখর শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিদ্যালয়ের অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা বৃত্তি প্রদান করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান এবং বিলাস কুমার পোদ্দার। বৃত্তি প্রদান অনুষ্ঠানে উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ একটি জাতির, দেশের, পরিবারের শ্রেষ্ঠ বিনিয়োগ। নরেশ-শেখর পক্ষ থেকে এই যে বিনিয়োগ এটাও শ্রেষ্ঠ বিনিয়োগ, এখানে কোন মুনাফা নেই কিন্তু অমূল্য মুনাফা হলো কিছু শিক্ষিত মানুষ। মানবিক গুণাবলিসম্পন্ন ও আদর্শ মানুষ হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন জীবনে সফলতায় পৌঁছতে হলে তোমাদের পড়াশুনা করতে হবে। বাবা-মা এবং শিক্ষকদের কথা মেনে চলতে হবে। সমাজের ভাল কাজগুলোর সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখতে হবে। তাহলে জীবন সুন্দর হবে। অনুষ্ঠানে বিলাস কুমার পোদ্দার তার বক্তব্যে বলেন, দরিদ্র পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের তাদের সন্তানদের লেখাপড়ায় আগ্রহ সৃষ্টি করতে এ ধরণের আর্থিক সহায়তা প্রদান। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে যারা সাফল্য ধরে রাখতে পারবে তাদের জন্য তার পিতা স্বর্গীয় নরেশ কুমার পোদ্দার ও তার ভাই গৌরাঙ্গ শেখর পোদ্দারের নামে প্রতিষ্ঠিত নরেশ-শেখর শিক্ষা বৃত্তি প্রদানের পাশাপাশি সার্বিক সহযোগিতার হাত বাড়ানো হবে বলেও জানান তিনি।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • সুন্দরগঞ্জে জাতীয় যুব দিবস পালন

    সুন্দরগঞ্জে জাতীয় যুব দিবস পালন

    মোঃ আনিসুর রহমান আগুন,গাইবান্ধা থেকেঃ

    “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৪ পালিত হয়েছে। 

    শুক্রবার সকালে দিবসটি উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠান উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক, পৌর বিএনপির আহবায়ক ইখতিয়ার উদ্দিন ভূইয়া নিপন, সদস্য সচিব মিজানুর রহমান নিপু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ শহিদুল ইসলাম মঞ্জু, পৌর জামায়াতে ইসলামীর আমির মোঃ একরামুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহম্মেদ লস্কর, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দ, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু, আত্মকর্মী একেএম মনিরুজ্জামান , মঞ্জিলা বেগম প্রমুখ। আলোচনা শেষে নির্বাচিত ২জন আত্নকর্মীকে ঋণের চেক প্রদান করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরিশেষে ২ মাস মেয়াদী কম্পিউটার ও নের্টওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিথিবৃন্দু।

  • কুড়িগ্রামে দৈনিক মানবকন্ঠের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

    কুড়িগ্রামে দৈনিক মানবকন্ঠের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

    কুড়িগ্রাম প্রতিনিধি:

    কুড়িগ্রামে বন্যাঢ্য আয়োজনে দৈনিক মানবকন্ঠ পত্রিকার ১৩ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (২৫অক্টোবর ) দুপুর ১১টায় প্রেসক্লাব উত্তর ধরলা (কুড়িগ্রাম), সওজ রোড, “বানুরখামার” (লেকসিটি), নাগেশ্বরী, কুড়িগ্রামের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলা প্রতিনিধি এম এস সাগর এর সভাপতিত্বে ও “সাগর মিউজিক টিভি” আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও কুড়িগ্রাম ২৫-কুড়িগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা সাইফুর রহমান রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক। আনন্দ টিভির কুড়িগ্রাম প্রতিনিধি মজিবর রহমান, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার নাগেশ্বরী প্রতিনিধি খলিলুর রহমান, দৈনিক সাতমাথা পত্রিকার নাগেশ্বরী প্রতিনিধি মোসলেম উদ্দিন এ-সময় দৈনিক মানবকন্ঠ পত্রিকার ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, ভুরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি হারুন অর রশিদ ও নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
    বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও কুড়িগ্রাম ২৫-কুড়িগ্রাম-১ এর সাবেক সংসদ সদস্য জননেতা সাইফুর রহমান রানা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সুনামের সাথে পত্রিকাটি ১৩ বছরে পদার্পণ করলো। আমি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। সেই সঙ্গে আগামী দিনে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পাঠকের কাছে আরো জনপ্রিয়তার আর্জনে প্রত্যাশা রাখছি।

  • ফু-ওয়াং সিরামিক শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন

    ফু-ওয়াং সিরামিক শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন

    রাসেল শেখ।
    গাজীপুর প্রতিনিধি
    গাজীপুর সদরের হোতাপাড়া এলাকায় প্রতিষ্ঠিত ফু-ওয়াং সিরামিক শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের (রেজিঃ নং ঢাকা-৩৮৬০) আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

    গত ০১ অক্টোবর সংগঠনের বিশেষ সাধারণ সভায় সদস্যদের মতামত, প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে ফু-ওয়াং সিরামিক শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সদস্য শহীদুল ইসলামকে (কার্ড নং-২৪২) আহ্বায়ক ও সাকিব হাসানকে (কার্ড নং-৭৪৪৫) যুগ্ম আহ্বায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

    কমিটির অন্য সদস্যরা হলেন: শাহীদুল (কার্ড নং-৫৮৭), আরাফাত খাঁন টুটুল (কার্ড নং-৮০১০), রিয়াদ (কার্ড নং-৯২২), হাসান (কার্ড নং-১৪৮৩), আরজ আলী (কার্ড নং-৪১১), আলহাজ খাঁন (কার্ড নং-৭৫৬৩), জাহিদুল ইসলাম (কার্ড নং-৩৬২), আল-আমীন (কার্ড নং-৬৯৪৪), আব্দুল হালিম (কার্ড নং-৬৪৯৭), কোহিনুর আক্তার পরী (কার্ড নং-৬০৮) ও শিলা আক্তার (কার্ড নং-৬৯৮)।

    ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদনের জন্য প্রস্তাবনাটি পাঠানো হয়েছে ঢাকা বিভাগের রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন্স কার্যালয়ের পরিচালক বরাবর। গত বুধবার (০৯ অক্টোবর) বিকেলে কমিটির অনুমোদনের জন্য এটি প্রেরিত হলে সংশ্লিষ্ট কার্যালয় তা রিসিভ করেন।

  • ধনবাড়িতে পূজামণ্ডপ পরিদর্শনকে কেন্দ্র করে বিএনপির একাংশের উপর হামলা  আহত ১২

    ধনবাড়িতে পূজামণ্ডপ পরিদর্শনকে কেন্দ্র করে বিএনপির একাংশের উপর হামলা আহত ১২

    আব্দুল হামিদ,
    মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুরের পার্শ্ববর্তী ধনবাড়ি উপজেলাধীন সাত্তার কান্দি এলাকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলীর নেতাকর্মীদের উপর অপর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন এর অনুসারীরা অর্তকিত হামলার ঘটনা ঘটিয়েছে। এতে এড. মোহাম্মদ আলীর পক্ষের অন্তত ১২জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানান তারা।
    শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় শ্রী শ্রী সার্বজনীন দূর্গা পূজা উৎযাপন উপলক্ষে ধনবাড়ী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলী। এরই ধারাবাহিকতায় ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন শেষে তার নেতাকর্মীরা সাত্তার কান্দি বাসস্ট্যান্ডে এসে পৌঁছালে অতর্কিত ভাবে মাহবুব আনাম স্বপন ফকিরের অনুসারীরা তাদের উপর হামলা চালায় বলে জানা যায়।
    এ ঘটনায় আহতরা হলেন, মধুপুর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য নাজমুল ইসলাম শান্ত, ছাত্রদলের সাবেক সদস্য টনি, মধুপুর বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক যুগ্ম সম্পাদক মানিক মিয়া, মধুপুর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য বাপ্পী তালুকদার, গোলাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, সাবেক শ্রমিক নেতা সোহেল, কুড়াগাছা ইউনিয়ন ছাত্র দলের সাবেক সদস্য তানভীর তালুকদার, সাবেক ছাত্র নেতা আল আমিন ও কাজী মান্নান সহ আরও কয়েক জন। আহতদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্হা আশঙ্কা জনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জাতীয়তাবাদী দল বিএনপি’র মধুপুর উপজেলা শাখার পক্ষ থেকে এ বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানানো হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তারা।

  • কালীগঞ্জে পরিবারের দাবি হ*ত্যা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    কালীগঞ্জে পরিবারের দাবি হ*ত্যা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় গৃহবধূর ঝুলান্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।উপজেলার মদাতী ইউনিয়নের কিসমত এলাকায় নিজ বাড়ি থেকে আরফিনা বেগম (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে । এটি হত্যাকাণ্ড বলে দাবি করেছেন তার পরিবারের লোকজন। এ ঘটনার পর স্বামী সম্রাট মিয়া ও তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত (৮ই অক্টোবর)২০২৪ইঙ মঙ্গলবার রাতে স্বামী সম্রাট মিয়ার সঙ্গে তার স্ত্রী আরফিনার কথাকাটাকাটির একপর্যায়ে সম্রাট রাগ করে স্ত্রীকে থাপ্পড় মারে। তখন স্ত্রীও রাগ করে অন্য ঘরে চলে যায়। সকালে স্বামী সম্রাট মিয়া বাহিরে চলে গেলে পরিবারের লোকজন আরফিনাকে ডাকাডাকি করে খোঁজাখুঁজি করে পাশের ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেন। পুলিশ খবর পেয়ে দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠান। এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির জানান, পরিবারের লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

    হাসমত উল্লাহ ।।