December 23, 2024, 2:53 am
কে এম সোহেব জুয়েল ঃ গৌরনদীর বাটাজোর – সরিকল মিশুক শ্রমিক ইউনিয়ন কমিটি গঠিত হয়েছে।
গতকাল ১৩ নভেম্বর বুধবার সন্ধ্যায় বাটাজোর মিশুক স্টান্ডের বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ জামাল সরদারের সঞ্চালনায় স্হানীয় শ্রমিক ইউনিয়ন অফিসে এ কর্মসুচির আয়োজন করা হয়।
এ সময় বাটাজোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা মোঃ বাবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরিকল ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপি সভাপতি মোঃ,জাহাঙ্গীর হোসেন মৃধা। স্হানীয় সকল মিশুক শ্রমিকের সম্মতি ক্রমে ফুলেল শুভেচ্ছা দিয়ে জাহাঙ্গীর হোসেন মৃধাকে মিশুক শ্রমিক ইউনিয়নের সভাপতি পতি ও মোঃ জামাল হোসেন সরদারকে সাধারণ সম্পাদক ঘোষনা করেন শ্রমিকরা।
পরবর্তীতে বাকি পদে লোক নিয়োগ করে কমিটির পূর্নাঙ্গতা জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন উপস্থিতিরা।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কামাল হোসেন বিপ্লব, সরিকল বন্দর নব নির্বাচিত সভাপতি ও ইউনিয়ন বিএনপি নেতা মোঃ হেদায়েত হোসেন মৃধা, সাবেক ছাত্রনেতা ও বর্তমান বাটাজোর ইউনিয়ন আহবায়ক প্রার্থী মোঃ মনিরুজ্জামান কবির, বাটাজোর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ মনিরুজ্জামান বিশ্বাস , মোঃ জামাল হোসেন সরদার বিএনপি নেতা। মোঃ মাকসুদুর রহমান মৃধাপ্রমুখ