December 23, 2024, 2:21 am
নেছারাবাদ উপজেলা প্রতিনিধি//
প্লাস্টিক ও পলিথিন দূষণসহ সুন্দরবন সুরক্ষায় পিরোজপুরের নেছারাবাদে যুব ফোরাম গঠন করা হয়েছে। ১৪ নভেম্বর, রবিবার দুপুরে উপজেলার হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের উদ্যোগে অনুষ্ঠিত এক অবহিতকরণ সভায় যুব এ ফোরাম গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন রুপান্তরের প্রকল্প সমন্বয়কারী সভাপতিত্ব করেন অনুপ রায়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলার নির্বাহী অফিসার মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা কামরুন নিপু।
প্রকল্পের প্রজেক্ট অফিসার সাহিদা বানু সোনিয়া আক্তারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, স্বরূপকাঠি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন।
সভায় ‘প্লাস্টিক ও পলিথিন দূষণ বন্ধ করি, সুন্দরবন রক্ষা করি’ এ স্লোগানকে সামনে রেখে শাকিল মাহমুদ ও সূর্বনা আক্তারকে যৌথভাবে আহ্বায়ক করে ৩১ সদস্যের যুব ফোরাম গঠন করা হয়।