Category: দেশজুড়ে

  • নওগাঁর চাঞ্চলল্যকর সড়ক দূর্ঘটনায় ৪ শিক্ষকসহ ৫ জনের মৃত্যুর জন্য দায়ী ট্রাক চালককে আটক করেছে   র‌্যাব- ৫

    নওগাঁর চাঞ্চলল্যকর সড়ক দূর্ঘটনায় ৪ শিক্ষকসহ ৫ জনের মৃত্যুর জন্য দায়ী ট্রাক চালককে আটক করেছে র‌্যাব- ৫

    রওশন আরা পারভীন শিলা,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর চাঞ্চল্যকর সড়ক দূর্ঘটনায় ৪ শিক্ষকসহ ৫ ব্যক্তির মৃত্যুর ঘটনায় দায়ী ট্রাকচালক মো: রেজাউল করিম নবীকে আটক করেছে র‍্যাব- ৫ নাটোর ক্যাম্পের সদস্যরা।

    বুধবার বেলা
    সাড়ে ১১টায় নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব -৫ এর অধিনায়ক লে: কর্নেল রিয়াজ শাহরিয়ার এই তথ্য প্রদান করেছেন।

    তিনি এক লিখিত বক্তব্যে বলেছেন গত ২৪ জন সকাল ৮টায় নওগাঁ – রাজশাহী সড়কে নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নের বাবলাতলী নামকস্থানে ঢাকা মেট্র – ট-১৬- -৫৬১৮ নম্বর ট্রাকের নিচে চাপা পড়ে ৪ স্কুল শিক্ষক মো: মকবুল হোসেন (৫৮), জান্নাতুল ফেরদৌস ( ৩৮), মো: দেলোয়ার হোসেন (৪৭) ও লেলিন সরকার ( ২৭) এবং সিএনজি চালক (৫২) মর্মান্তিক ভাবে মৃত্যুবরন করেন। ৪ শিক্ষকসহ এই মৃত্যুর ঘটনায় দেশব্যাপী ব্যপক আলোড়ন সৃষ্টি হয়।

    দূর্ঘটনার পর পরই ট্রাকের চালক নওগাঁ জেলাধীন মান্দা উপজেলার বড়মুল্লক গ্রামের জনৈক ইসহাক আলীর পুত্র উক্ত রেজাউল করিম নবীসহ হেলপার পালিয়ে যায়।

    নিহত সিএনজি চালকের স্ত্রী সেলিম রেজার স্ত্রী মোছা : সাহারা বেগম নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ৫৮ তারিখ ২৪- ০৬ – ২০২২ ধারা ২০১৮ সালের সড়ক পরিবহন আইন -১০৫।

    প্রেক্ষিতে র‍্যাব – ৫ উক্ত ট্রাক চালককে গ্রেফতারের লক্ষে গোয়েন্দা তৎপরতা ও নজরদারী জোরদার করে। এরই এক পর্যায়ে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫ জুলাই মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় কোম্মাপানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো: ফরহাদ হোসেন ও উপ- অধিনায়ক সহকারী পলিশ সুপার মো: রফিকুল ইসলামের নেতৃত্বে এক অভিযানে মান্দা উপজেলার সাবাইহাট বাজার এলাকা থেকে ট্রাকচালক রেজাউল করিম নবীকে গ্রেফতার করা হয়েছে।

    প্রেসক্লাবে সংবাদ সম্মেলন শেষে বুধবার বিকেলে সদর থানা পুলিশের মাধ্যমে তাকে কোর্টে সোপর্দ করা হয়েছে।#

  • মহেশপুরে বঙ্গবন্ধুর ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করলেন আ’লীগের বিদ্রোহী চেয়ারম্যান নান্টু

    মহেশপুরে বঙ্গবন্ধুর ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করলেন আ’লীগের বিদ্রোহী চেয়ারম্যান নান্টু

    শহিদুল ইসলাম।।
    ঝিনাইদহ মহেশপুর সংবাদ দাতাঃ-

    ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর বকুল তলা বাজারে অবস্থিত পথচারীসহ এলাকাবাসীদের বসার জন্য ঢালাই বেঞ্চ তৈরী করেন আওয়ামীলীগের নৌকা প্রতিকের সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ। তিনি ঢালাই বেঞ্চ তৈরীর সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ লোগো লাগান সেখানে।

    কিন্তু আওয়ামীলীগের বিদ্রহী চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু তার সাঙ্গ-পাঙ্গ দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবিসহ লোগো গুলো হাতুড়ী দিয়ে ভেঙ্গে তাহা মুছে ফেলেছেন। এরপর সোমবার দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাননীয় প্রধানমন্ত্রীর ছবিসহ লোগোটি হাতুড়ী মেরে সম্পুন্ন ভাবে ভাংচুর করে সেখান থেকে তুলে ফেলা হয়েছে । শুধু সেখানেই না পাশেই বকুল গাছের গোড়া বাধানোসহ জন সাধারনের বসার স্থানেও লাগানো ছিলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ আরো একটি লোগো। সেটিও ভাংচুর করেন আওয়ামীলীগ বিরোধী ঐ চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু।
    গোলাম হায়দার নান্টু মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগ বিরোধী (সতন্ত্র) চেয়ারম্যান।
    বকুল তলা বাজারের চায়ের দোকানদার মিন্টু মিয়া জানান, কখন যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ লোগোটি চেয়ারম্যান তার লোকজন দিয়ে ভেঙ্গেছে তা জানিনা। তবে চেয়ারম্যান নিজে দারিয়ে থেকে ভেঙ্গেছে আমি দোকানে এসে শুনেছি।
    ইউপি সদস্য কহিনুর বেগম জানান,পথচারীসহ এলাকাবাসীদের বসার জন্য ঢালাই বেঞ্চ তৈরী করেন আওয়ামীলীগের নৌকা প্রতিকের সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ। কিন্তু পথচারী ও এলাকাবাসী যখন ঐখানে বসতো তখন মুজিবুর রহমানের ছবিতে পা লাগতো বলেই চেয়ারম্যান তা ভেঙ্গে ফেলেছে।
    ফতেপুর ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল খালেক জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে পা লাগার কারনে চেয়ারম্যান তা ভেঙ্গে ফেলেছে। তবে তিনি আবারও লোগো তৈরী করতে দিয়েছেন।
    ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ লোগো দু’টি ভেঙ্গে ফেলার কথা স্বীকার করে জানান, পথচারী ও এলাকাবাসী যখন ঐখানে বসতো তখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে পা লাগতো বলেই আমি তা ভেঙ্গে ফেলেছি। তবে আমি ঢাকাতে আবারও তৈরী করতে দিয়েছি।
    ফতেপুর ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ জানান, আমি মাত্র বছর খানিক আগে বকুল তলায় পথচারীসহ এলাকাবাসীদের বসার জন্য ঢালাই বেঞ্চ তৈরী করেছি। সেখানে বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ লোগো দু’টি লাগিয়ে ছিলাম। গত কয়েক দিন ধরে বর্তমান ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু তার লোকজন দিয়ে ঘষে ঘষে তুলার চেষ্টা করেছে। যখন বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ লোগো দু’টি তুলতে পারেননি তখন তিনি তার লোকজন নিয়ে হাতুড়ী দিয়ে ভাংচুর করে তুলে ফেলেছেন।
    ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ আতাউর রহমান জানান, বাঙ্গালী জাতির শ্র্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাংচুর করা আদোও ঠিক করেননি। আওয়ামীলীগের বিদ্রহী চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু। তার আইনগত ভাবে বিচার হওয়া উচিৎ।
    উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ জানান, চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাংচুর করে যে অন্যায় করেছেন তার কোন ক্ষমা নেই। তার কঠিন শাস্তি হওয়া প্রয়োজন।
    উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ জানান, এ বিষয়ে আমাকে কেউ এখনও পর্যন্ত কিছুই বলেনি। তবে চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ছবি ভাংচুর করে তিনি অন্যায় করেছেন। তার শাস্তি হওয়া প্রয়োজন।
    মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী জানান, আমি বিষয়টি খোজ খবর নিয়ে দেখছি। তিনি কি কারনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর ছবিসহ লোগো গুলো ভেঙ্গেছেন।

  • দিনাজপুর সদর উপজেলায় গোবিন্দপুর গ্রামে  ব্র্যাক সেলপ কর্মসুচির পল্লীসমাজ পুর্নগঠন।

    দিনাজপুর সদর উপজেলায় গোবিন্দপুর গ্রামে ব্র্যাক সেলপ কর্মসুচির পল্লীসমাজ পুর্নগঠন।

    অদ্য ০৬/০৭/২০২২ ইং তারিখ রোজ বুধবার বিকাল ৪.০০ ঘটিকার সময় দিনাজপুর জেলার সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের উত্তর গোন্দিপুর গ্রামে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির আয়োজনে নারী, পুরুষ, কিশোর- কিশোরীদের অংশগ্রহনের মাধ্যমে সহিংসতামুক্ত পরিবার গঠন এবং সমাজে নারীর প্রতি সহিংসতা হ্রাস করনের লক্ষ্যে নারী, পুরুষ, কিশোর- কিশোরী দল নিয়ে সর্বমোট ৬০ জন সদস্য নিয়ে গোবিন্দপুর ০৫ নং পল্লীসমাজ পুর্নগঠন করা হয়। পল্লীসমাজ পুর্নগঠন এর উদ্দেশ্য হলো নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে নারী- পুরুষ এবং কিশোর-কিশোরীদের সংগঠিত করা। সমাজে প্রচলিত বৈষম্যমূলক রীতিনীকে চ্যালেঞ্জ করা এবং ইতিবাচক পুরুষালী আচরন বিকাশে উদ্বুদ্ধ করা। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে স্থানীয় পর্যায়ে কার্যকর নেটওয়ার্ক তৈরির মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তোলা। সকল সদস্যর মতামতের ভিত্তিতে ৯ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। সকল সদস্য স্বতঃর্স্ফুত ভাবে আলোচনায় অংশগ্রহন করেন এবং তারা তাদের নিজেদের দায়িত্ব ও কর্তব্য আগামীতে পালন করবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন। পল্লীসমাজ পুর্নগঠনে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির জেলা ব্যবস্থাপক (সেলপ) জনাব উত্তম কুমার বিশ^াস অফিসার (সেলপ) অফিসার মোঃ মোতাসিম বিল্লাহ সহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন ।

  • বৃক্ষমেলা-২২ উপলক্ষ্যে আনসার ও ভিডিপি, কুড়িগ্রামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

    বৃক্ষমেলা-২২ উপলক্ষ্যে আনসার ও ভিডিপি, কুড়িগ্রামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

    ।।জিএম রাঙ্গা।। ০৬ জুলাই জাতীয় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা-২২ উপলক্ষ্যে কুড়িগ্রামে জেলাব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছে আনসার ও ভিডিপি। এ উপলক্ষ্যে রোববার কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রাঙ্গনে ফলদ, বনজ ও ভেষজ ৫০টি এবং প্রতি উপজেলায় ১০টি করে বৃক্ষ রোপন করা হয়। কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপনে নেতৃত্বদান করেন সহকারী জেলা কমান্ড্যান্ট ও জেলা কমান্ড্যান্ট (চলতি দায়িত্ব) মোঃ ইবনুল হক। উপজেলা পর্যায়ে বৃক্ষরোপনে অংশগ্রহণ করেন উলিপুরে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সোলায়মান হোসেন, কুড়িগ্রাম সদরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, ফুলবাড়ীর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ফরহাদ আলম চৌধুরী, ভুরুঙ্গামারীর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, রৌমারীর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জয় রায়, রাজিবপুরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম ও আনসার কমান্ডারসহ দলনেতা-দলনেত্রীগণ।

  • স্বরূপকাঠিতে মহিলা যুবলীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    স্বরূপকাঠিতে মহিলা যুবলীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    স্বরূপকাঠি উপজেলা সংবাদদাতা //

    স্বরূপকাঠিতে যুব মহিলালীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
    কেক কাটা এবং আলোচনা সভার মধ্য দিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন মহিলা যুবলীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো স্বরূপকাঠিতে।
    প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার সকাল ১১টায় স্বরূপকাঠি পৌরসভার হল রুমে স্বরূপকাঠি উপজেলা মহিলা যুবলীগের সভাপতি নার্গিস জাহানের সভাপতিত্বে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন, স্বরূপকাঠি উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক স্বরূপকাঠি পৌরসভার মেয়র গোলাম কবির, স্বরূপকাঠি পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, কৃষক লীগের জেলা সহ-সভাপতি মোহাম্মদ গোলাম ফারুক, কাউন্সিলর নুরুল হক এবং যুব মহিলালীলের যুগ্ন আহবায়ক পলিদত্তের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন,বিউটি মিত্র,শিবানী, নুপুর, প্রমুখ। এর পূর্বে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও এক মিনিট নীরবতা পালন করেন নেতাকর্মীরা।

  • নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরানোর ঘটনার প্রতিবাদে বিশাল মানববন্ধন

    নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরানোর ঘটনার প্রতিবাদে বিশাল মানববন্ধন

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে অধ্যক্ষকে লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন ধর্মীয় উস্কানি দিয়ে ফেসবুক স্টাট্যাস দেওয়াকে কেন্দ্র করে নড়াইল মির্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের অধক্ষ্যকে জুতার মালা পরানোর ঘটনার প্রতিবাদে নড়াইলে `নিপিড়নের বিরুদ্ধে নড়াইল’ ব্যানরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন হয়। স্মারক লিপিতে ধর্মীয় উস্কানী দেয়া ছাত্র রাহুল দেবের দৃষ্টান্ত মূলক শাস্তি সহ উস্কানীদাতা কলেজ শিক্ষক ও ম্যানেজিং কমিটির বিচার, অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে কলেজে নিরাপত্তা সহ স্বপদে বহাল এবং বিচার বিভাগীয় তদন্তের দাবী তোলা হয়েছে।
    বুধবার (৬ জুলাই) সকাল ১০টায় নড়াইল আদালত চত্বরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শ্রেনি পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। `নিপিড়নের বিরুদ্ধে নড়াইল’ আহবায়ক মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু এর সভাপতিত্বে এড. কাজী বশিরুল হক এর পরিচালনায় ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা এ্যড. এস এ মতিন, এড. রওশন আরা কবির , নড়াইল জেলা আ’লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, আইনজীবি সমিতির সভাপতি এড.ওমর ফারুক সাধারণ সম্পাদক এ্যড. মাহামুদুল হাসান কায়েস প্রমূখ।
    বক্তরা বলেন, জেলা প্রর্যায়ের সর্বোচ্চ কর্মকর্তা সহ প্রায় ৩’শ পুলিশের উপস্থিতিতে একজন নিরাপরাধ শিক্ষকে কেন জুতার মালা পরিয়ে কলেজ ঘোরানো হয়েছে। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় পুলিশ সুপার, জেলা প্রশাসক কে দায়ী করে বিচার বিভাগীয় তদন্তের দাবী তোলেন। কলেজের আভ্যন্তরীন রাজনীতির কারনে শিক্ষককে জুতার মালা পরানো কে জাতির প্রত্যেকেকে জুতার মালা পরানো উল্লেখ করে মির্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটিকে দোষী সাব্যস্ত করেন।

  • নড়াইল সাবরেজিষ্ট্রি অফিসের দলিল লেখক খোকন চন্দ্র রায়কে ছুুরিকাঘাত

    নড়াইল সাবরেজিষ্ট্রি অফিসের দলিল লেখক খোকন চন্দ্র রায়কে ছুুরিকাঘাত

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
    নড়াইলে দলিল লেখক খোকন চন্দ্র রায়কে ছুুরিকাঘা। নড়াইলে এক দলিল লেখক ছুুরিকাঘাতের শিকার হয়েছে। মঙ্গলবার (০৫ জুলাই) সকালে নড়াইল পৌরসভার দক্ষিণ নড়াইল এলাকায় এ ঘটনা ঘটে। মটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা, খোকন চন্দ্র রায় (৫০) নামে ঐ ব্যক্তির পিঠে ছুরি বিঁধিয়ে পালিয়ে যায়। সংকটাপন্ন খোকনকে নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ছুরি বিদ্ধ অবস্থায় যশোর মেডিক্যেলে নেয়া হয়েছে।
    পুলিশ জানায়, খোকন চন্দ্র রায় নড়াইল শহরতলীর দুর্বাজুড়ি গ্রামের মৃত জ্যোর্তিময় রায়ের ছেলে। তিনি প্রতিদিনের মতো সকালে পেশাগত কাজে মটরসাইকেল চালিয়ে নড়াইল সদর সাবরেজিষ্ট্রি অফিসে যাচ্ছিলেন। পতিমধ্যে মুঁলিয়া রোডের দক্ষিণ নড়াইল বটতলা নামক স্থানে হেলমট পরিহিত মটরসাইকেল আরোহী দুই অজ্ঞাত দুর্বৃত্ত পেছন থেকে এসে খোকনের পিঠে ছুরি বিদ্ধ করে দ্রুত পালিয়ে যায়।
    এ অবস্থায় খোকন নিজেই মটর সাইকেল চালিয়ে নড়াইল সদর হাসপাতালে পৌছাতে সক্ষম হলেও তার শরীরে অত্যন্ত বিপদজনকভাবে বিধে থাকা চাকু সেখানে অপসারণ করা সম্ভব না হওয়ায় ক্রমে তার অবস্থার অবনতি হতে থাকে। প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে চিকিৎসক তাকে উচ্চতর চিকিৎসার জন্য অন্যত্র নেয়ার পরামর্শ দিলে স্বজনরা খোকনকে যশোর মেডিকেলে নেন।
    খোকনের শরীরে বিধে থাকা ছুরি ফুসফুস পর্যন্ত গিয়ে থাকতে পারে এমন ধারনা পোষণ করে সদর হাসপাতালের ইমাজেন্সি মেডিকেল অফিসার শরীফ মোহাম্মদ হাসান ফেরদৌস জানান অপসারনের ঝুঁকিপূর্ণ অস্ত্রপচার নড়াইলে সম্ভব না বিধায় তাকে মেডিক্যেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
    সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (দায়িত্বপ্রাপ্ত) মো. মাহমুদুর রহমান জানান, জমিজমা নিয়ে প্রতিবেশিদের সঙ্গে বিরোধের জেরে খোকন হামলার শিকার হয়ে থাকতে পারেন বলে ধারনা করা হচ্ছে। ঘটনা উৎঘাটনে কাজ চলছে বলেও পুলিশ জানিয়েছে।

  • বাঙ্গরায় যৌতুক লোভী স্বামীর নির্যাতনে ঘর ছাড়া লাকী

    বাঙ্গরায় যৌতুক লোভী স্বামীর নির্যাতনে ঘর ছাড়া লাকী

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    যৌতুক লোভী স্বামী যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে প্রবাসী এক যুবকের বিরুদ্ধে। স্বামীর জন্য ৬ বছরের ছেলেকে বুকে নিয়ে বাজারে বসে কাঁদছেন ওই নারী। এমন একটি ভিডিও ঘুরছে সোস্যাল মিডিয়ায়। মুরাদনগর উপজেলার আকবপুর ইউনিয়নের বলিঘর গ্রামে এঘটনা ঘটে।

    অভিযোগকারী ও ভুক্তভোগী নারীর পরিবার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৪ নভেম্বর বাঙ্গরা বাজার থানাধীন পশ্চিম জাঙ্গাল গ্রামের ধন মিয়ার মেয়ে লাকী আক্তারকে পারিবারিকভাবে বিয়ে করেন একই থানার বলিঘর গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে কামরুল হাছান (৩০)। তাঁদের একটি পুত্র সন্তান আছে। বিয়ের পর রাজমিস্ত্রি কাজ করত কামরুল হাসান । সংসারের অভাব শেষ হয়না তাই বিদেশে যেতে শ্বশুর বাড়িতে টাকা চায়। মেয়ের সুখের জন্য জামাইকে বিদেশে পাঠাতে ৩ লাখ ৫০ হাজার টাকা দেয় শাশুড়ি। শ্বশুড় বাড়ির যৌতুকের টাকায় ভর করে বিদেশে পাড়ি দেন কামরুল হাসান । ৫ বছর পর জুন মাসে দেশে আসেনকামরুল হাসান এবং মালেশিয়াতে ব্যবসা করার সুযোগ আছে বলে আরো ৫ লাখ টাকা আনার জন্য স্ত্রী লাকী কে চাপ প্রয়োগ করেন। শ্বশুর বাড়ি থেকে টাকা দিতে রাজি না হওয়ায় স্বামী ও শাশুড়ি মিলে তাকে নির্মমভাবে মেরে ঘর থেকে বের করে দেন। পরে আদালতের শরণাপন্ন হয়ে যৌতুকের অভিযোগ এনে মামলা দায়ের করেন লাকী। এব্যাপারে
    গাজীরহাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুমন বলেন, “মেয়েটি আমার গ্রামের। জামাই বিদেশে যাওয়ার সময় ৩ লাখ ৫০ হাজার টাকা গাজীর হাট বাজারে আমার দোকানে বসে লাকীর পরিবার দিয়েছেন কামরুল হাসান কে।
    বলিঘর গ্রামের সাবেক মেম্বার রফিকুল ইসলাম বলেন, যৌতুকের টাকার অযুহাতে মেয়েটিকে নির্যাতন করে বের করে দিছে। সে এখন এলাকায় নাই। শুনতেছি বিয়ে করে পালিয়ে বেড়াচ্ছে।

    ভুক্তভোগী নারী কান্না জড়িত কন্ঠে বলেন, স্বামীকে একবার সাড়ে ৩ লাখ এনে দিছি। আবার ৫ লাখ টাকা দিতে চাপ সৃষ্টি করছে। বিদেশ থেকে বলত “তুই ৫লাখ টাকা না দিলে দেশে এসে তোর চেয়ে সুন্দর মেয়েকে বিয়ে করে ৫ লাখ টাকা যৌতুক নিব”। তুর মতো কাইল্লা লইয়া সংসার করতাম না। জুন মাসে দেশে আসছে। আসার পর আমাকে মেরে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে আরেক বিয়ে করছে। তিনি আরো বলেন – চাচা শ্বশুরের সাথে শাশুড়ির অনৈতিক সম্পর্কের ব্যাপারটি দেখার পর থেকেই আমি শাশুড়ির গলার কাটা।
    অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে কামরুলের মুঠো ফোন ০১৩২৫-১৯২৭৩০ বহুবার চেষ্টা করা হয়েছে। তাকে ফোনে পাওয়া যায়নি।
    মুরাদনগর উপজেলার আকাবপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ডের মেম্বার আতাউর রহমান (রিপন) বলেন,প্রবাসী কামরুলের বউ লাকী আক্তার কান্না-কাটি করে আমাকে সব ঘটনা বলেছে। আমরা চাচ্ছিলাম সামাজিক ভাবে বসে মেয়েটিকে স্বামীর ঘরে দিতে কিন্তু ছেলেকে বাড়িতে পাচ্ছি না,

  • গৌরনদীতে দুই পরিবহনের মূখোমূখি সংঘর্ষ, আহত-৩২

    গৌরনদীতে দুই পরিবহনের মূখোমূখি সংঘর্ষ, আহত-৩২

    রিপোর্ট!! সুমন তালুকদার গৌরনদী।

    ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকায় যাত্রীবাহি দুই পরিবহনের মূখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩২ জন যাত্রী গুরুত্বর আহত হয়েছে।
    আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এরমধ্যে ১৮ জনকে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
    গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানান, বুধবার দুপুর বারটার দিকে মহাসড়কের খাঞ্জাপুর এলাকায় আল মোবারাকা ও বরিশাল এক্সপ্রেস নামের দুই যাত্রিবাহী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়।
    এতে ৩২ জনকে আহতবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে প্রেরণ করা হয়।
    তিনি আরও জানান, দূর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
    গৌরনদী হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

  • ধলেশ্বরী প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে নগদ অর্থ বিতরণ

    ধলেশ্বরী প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে নগদ অর্থ বিতরণ

    মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

    মানবতার কল্যাণে কাজ করে সুনাম অর্জন করেছে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন। বিভিন্ন রোগে আক্রান্ত অসুস্থদের মাঝে চিকিৎসা জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

    (৬ জুলাই) বেলা ১১ টায় সিরাজদিখান থানা আঙ্গিনায় নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার ওসি একে, এম মিজানুল রহমান। ধলেশ্বরী প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিরাজদিখান উপজেলা শাখার সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সিরাজদিখান উপজেলা আওয়ামিলীগ সদস্য জাহাঙ্গীর আলম। সংগঠনের উপদেষ্টা আনিছুর রহমান রলিন, লিটন মাহমুদ, সুব্রত দাস রনক, সদস্য মোঃ আক্তার হোসন, সুরুজ মিয়াসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সিরাজদিখান থানা পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

    সিরাজদিখান থানার ওসি একে এম মিজানুল রহমান বলেন এমন একটি কাজ এ কাজ সবার দ্বারা সম্ভব না। আমাদের সমাজের অনেক ধনি ব্যক্তি আছে তারা ও এসমস্ত কাজে এগিয়ে আসে না। ধলেশ্বরী প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনে জড়িত রয়েছেন যারা তারা ঈদ পূর্ববর্তী সময়ে প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ সহায়তার হাত বাড়িয়েছেন আমি তাদের সাথে যুক্ত হতে পেরে আমি নিজেকে আনন্দিত ও গর্বিত মনে করছি। তিনি আরও বলেন সিরাজদিখান থানা এলাকায় ধনী ব্যক্তি যারা আছেন তারা প্রতিবন্ধী এবং অসহায়দের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানাচ্ছি।

    সংগঠনের সভাপতি মোঃ মোস্তফা বলেন আমরা দীর্ঘদিন যাবৎ প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে আসছি। ঈদের আগে আমরা ৫০ টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করবো প্রতিটি পরিবারের মাঝে ১ হাজার করে টাকা দেওয়া হবে। সকলের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও ব্যাপক আকারে কাজ করার আশা ও ব্যক্ত করেন তিনি।ধলেশ্বরী প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে নগদ অর্থ বিতরণ

    মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

    মানবতার কল্যাণে কাজ করে সুনাম অর্জন করেছে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন। বিভিন্ন রোগে আক্রান্ত অসুস্থদের মাঝে চিকিৎসা জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

    (৬ জুলাই) বেলা ১১ টায় সিরাজদিখান থানা আঙ্গিনায় নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার ওসি একে, এম মিজানুল রহমান। ধলেশ্বরী প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিরাজদিখান উপজেলা শাখার সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সিরাজদিখান উপজেলা আওয়ামিলীগ সদস্য জাহাঙ্গীর আলম। সংগঠনের উপদেষ্টা আনিছুর রহমান রলিন, লিটন মাহমুদ, সুব্রত দাস রনক, সদস্য মোঃ আক্তার হোসন, সুরুজ মিয়াসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সিরাজদিখান থানা পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

    সিরাজদিখান থানার ওসি একে এম মিজানুল রহমান বলেন এমন একটি কাজ এ কাজ সবার দ্বারা সম্ভব না। আমাদের সমাজের অনেক ধনি ব্যক্তি আছে তারা ও এসমস্ত কাজে এগিয়ে আসে না। ধলেশ্বরী প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনে জড়িত রয়েছেন যারা তারা ঈদ পূর্ববর্তী সময়ে প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ সহায়তার হাত বাড়িয়েছেন আমি তাদের সাথে যুক্ত হতে পেরে আমি নিজেকে আনন্দিত ও গর্বিত মনে করছি। তিনি আরও বলেন সিরাজদিখান থানা এলাকায় ধনী ব্যক্তি যারা আছেন তারা প্রতিবন্ধী এবং অসহায়দের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানাচ্ছি।

    সংগঠনের সভাপতি মোঃ মোস্তফা বলেন আমরা দীর্ঘদিন যাবৎ প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে আসছি। ঈদের আগে আমরা ৫০ টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করবো প্রতিটি পরিবারের মাঝে ১ হাজার করে টাকা দেওয়া হবে। সকলের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও ব্যাপক আকারে কাজ করার আশা ও ব্যক্ত করেন তিনি।