Category: দেশজুড়ে

  • নদীতে পাথর তুলতে নিখোঁজ কিশোর একদিন পর মরদেহ উদ্ধার

    নদীতে পাথর তুলতে নিখোঁজ কিশোর একদিন পর মরদেহ উদ্ধার

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়ঃ
    পঞ্চগড়ে নদীতে পাথর তুলতে গিয়ে নিখোঁজ হওয়া লিনজু (১৭) নামে কিশোরের লাশ উদ্ধার হয়েছে। সোমবার বিকেল চারটার দিকে করতোয়া নদীর আহম্মদনগড় এলাকায় ওই কিশোরকে অনেক খোঁজাখুজির পর লাশ পাওয়া যায়। একদিন পর নিখোঁজ হওয়ার প্রায় এক কিলোমিটার দূরে নদীর কিনারে লিনজুর লাশ দেখতে পায় স্থানীয়রা। নিহত কিশোরের বাড়ি পঞ্চগড় পৌরসভার নিমনগড় খালপাড়া গ্রামে সে ওই গ্রামের শ্রমিক সাবেদ আলীর ছেলে। এর আগে গতকাল বিকেল চারটার দিকে বাড়ির পাশে করতোয়া নদীতে পাথর তুলতে গিয়ে নিখোঁজ হয় লিনজু।

    স্থানীয়রা জানান সাবেদ আলীর পরিবারে অভাব অনটনের কারনে ছোটবেলা থেকেই শ্রমিক হিসেবে কাজে করে আসছিল লিনজু। যে দিনগুলোতে শ্রমিকের কাজ পায়না সেইদিনগুলোতে নদীতে পাথর উত্তোলন করেছিল লিনজু। বাবা সাবেদ আলী দ্বিতীয় বিবাহের কারনে লিনজু তার মামার বাড়িতে বসবাস করছিল। গতকাল রোববার বিকেলে নিত্যদিনের মত লিনজু বাড়ির পাশে করতোয়া নদীতে জাল দিয়ে পাথর তুলতে যায়। পরে সন্ধ্যা পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় পরিবারের সন্দেহ হলে তাকে খোঁজাখুজি শুরু করে। পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে পঞ্চগড় ফায়ার সার্ভিসের সদস্যরা লিনজুকে উদ্ধার তৎপরতা চালায়। কিন্তু রাতভর পর্যন্ত লিনজুকে খুঁজে পাওয়া যায়নি। সোমাবার বিকেলে পৌরসভার আহম্মদনগড় এলাকার পঞ্চগড় সুগার মিলের ড্রেনের সামনে নদীর কিনারে লাশ ভেসে থাকতে দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পরিবার প্রতিবেশীদের সহযোগীতায় উদ্ধার করে নৌকাযোগে বাড়ির সামনে নিয়ে আসা হয় লিনজুর মরদেহ।

    নিমনগড় খালপাড়া গ্রামের বাসিন্দা আনিসুর রহমান জানান লিনজু মৃগি রোগে আক্রান্ত ছিল। নিখোঁজ হওয়ার একদিন পর লিনজুর মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার করতে চেস্টা করেছিল। তবে লিনজুর নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে।

    পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার তুষার কান্তি রায় জানান নদীতে নিখোঁজের খরব পেয়ে ফায়ার সার্ভিস ডুবরি দিয়ে উদ্ধার তৎপরতা চালায়। সোমবার সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত রংপুর থেকে আসা চার জন ডুবরী লিনজুকে উদ্ধারে কাজ করেছিল কিন্তু তাকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি। সোমবার বিকেলে আহম্মদনগড় এলকার স্থানীয়রা নদীতে লিনজুর লাশ ভেসে থাকতে দেখতে পায়। পরে লিনজুর মরদেহ উদ্ধার হয়।

  • নওগাঁর আত্রাইয়ে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

    নওগাঁর আত্রাইয়ে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

    রওশন আরা শিলা, নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর আত্রাইয়ে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আত্রাই উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে ইপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলার বন্যা পরিস্থিতি মোকাবেলার লক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক। আত্রাই থানা অফিসার ইনচাজ(ওসি) মোঃ তাহেরুল ইসলাম সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কে এম কাওছার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রোকসানা হ্যাপী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল,উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার পিআইও(ভারপ্রাপ্ত) মেহেদি হাসান,উপজেলা ভারপ্রাপ্ত মুক্তি যোদ্ধা কমন্ডার মোঃ আব্দুল মালেক মোল্ল্যা, উপজেলা বাজার মালিক ও বণিক সমিতিরি সাধারণ সম্পাদক মোর্শেদ আলম পল্টু, আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগর, আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মঞ্জুরুল আলম মঞ্জ, বিশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, ভোঁপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল, মনিয়ারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সম্রাট হোসেন সহ ইপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা এবং ক্ষয়ক্ষতি থেকে উত্তোরনের জন্য কর্মপরিকল্পনা নির্দ্ধারণ করা হয়।#

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।।

  • নড়াইলে কলেজ অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে অপদস্থ করার ঘটনায় গ্রেপ্তার নূর–নবী

    নড়াইলে কলেজ অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে অপদস্থ করার ঘটনায় গ্রেপ্তার নূর–নবী

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:

    নড়াইলে কলেজ অধ্যক্ষকে অপদস্থ করার ঘটনায় নূর–নবী গ্রেফতার। নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত করার ঘটনায় অপর এক তরুণ গ্রেপ্তার হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে যশোরের মনিহার সিনেমা হলের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
    গ্রেপ্তার নূর-নবী (৩৭) নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের গোবরা গ্রামের মৃত ফয়েজ চৌকিদারের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালান। গতকাল রাতেই তাঁকে সদর থানায় নেওয়া হয়।
    পুলিশ জানায়, ঘটনার দিন নূর-নবী খুবই বেপরোয়া ছিলেন। তাঁকে সামাল দেওয়া কঠিন হচ্ছিল। এ নিয়ে ওই ঘটনায় পাঁচজন গ্রেপ্তার হলেন। এর আগে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন নড়াইল সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম ওরফে রুবেল (২৭), ব্যবসায়ী মো. শাওন খান (২৮) ও ইজিবাইকচালক সৈয়দ রিমন আলী (২২) এবং খুলনার সরকারি বিএল কলেজে স্নাতক (সম্মান) শেষ বর্ষের ছাত্র রহমতুল্লাহ বিশ্বাস (২৪)। তাঁদের মধ্যে প্রথম তিনজনের বাড়ি সদর উপজেলার মির্জাপুর গ্রামে। আর রহমতুল্লাহের বাড়ি রুখালি গ্রামে।
    পুলিশ আরও জানায়, আগে গ্রেপ্তার হওয়া ওই চার আসামির প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার তাঁদের রিমান্ড শুরু হবে। ওই ঘটনায় ২৭ জুন পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ১৭০ থেকে ১৮০ জনের নামে মামলা করে।
    রোববার রাতে নূর-নবীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহামুদুর রহমান সোমবার সকাল ১০টায় জানান, তাঁকে কিছুক্ষণের মধ্যে আদালতে নেওয়া হবে।
    প্রসঙ্গত, গত ১৭ জুন ওই কলেজের একাদশ শ্রেণির এক শিক্ষার্থী নিজের ফেসবুকে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মাকে প্রণাম জানিয়ে ছবিসহ একটি পোস্ট দেন।
    এ নিয়ে উত্তেজনা তৈরি হলে ১৮ জুন অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস কলেজশিক্ষক, ওই শিক্ষার্থীর বাবা ও কলেজ পরিচালনা পরিষদের কয়েক সদস্যকে ডেকে বিষয়টি নিয়ে আলোচনা করেন। আলোচনায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, কলেজ ক্যাম্পাসে পুলিশ ডেকে শিক্ষার্থীকে তাদের কাছে সোপর্দ করা হয়। পুলিশ সদস্যরা ওই শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে নিয়ে যেতে চাইলে উত্তেজিত ছাত্র ও বহিরাগত কয়েকজন বাধা দেন। তখন জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বিষয়টি জানানো হয়।
    বিকেল চারটার দিকে শিক্ষক স্বপন কুমার বিশ্বাস ও ওই শিক্ষার্থীকে কলেজের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে বের করা হয়। নিচতলার কলাপসিবল গেটের সামনে আনার পর তাঁদের গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়।

  • একজন সৎ, জনবান্ধব কর্মকর্তা তারাকান্দার এসিল্যান্ড জিন্নাত শহীদ পিংকি

    একজন সৎ, জনবান্ধব কর্মকর্তা তারাকান্দার এসিল্যান্ড জিন্নাত শহীদ পিংকি

    ষ্টাফ রিপোর্টারঃ
    সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে জনগণের অভাব ও অভিযোগই কেবল শোনা যায় নিত্য। তবে তাদের মাঝে ব্যতিক্রমও পাওয়া যায় অ‌নেক‌ জন‌কে। যারা নিজের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে জনগণের আস্থারস্থল হয়ে ওঠে।

    নি‌জের আন্তরিক সেবা দ্বারা হয়রানি থেকে মুক্তি দেন মানুষকে, নিজের সরকারি দপ্তরকে করে তোলেন জনবান্ধব। তেমনই একজন ময়মনসিংহের তারাকান্দার এসিল্যান্ড জিন্নাত শহীদ পিংকি। জেলার তারাকান্দা উপজেলার এই উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) জিন্নাত শহীদ পিংকি উপজেলায়
    গত ২০২১সালের ১১ই এপ্রিল ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদে
    দায়িত্ব গ্রহনের পর থেকে মানুষের সেবায় স্বচ্ছ ও দুর্নীতি মুক্ত ভূমি সেবার মানকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়ার মাধ্যমে এখানে সবার কাছে জনবান্ধব কর্মকর্তা হয়ে উঠে‌ছেন।

    তারাকান্দার এসিল্যান্ড জিনাত শহিদ পিংকি তার মেধা ও কর্ম দক্ষতা দিয়ে কাজ করে ইতিমধ্যে তিনি জনবান্ধব কর্মকর্তা হিসেবে ব্যাপক সুনাম অর্জন করে‌ছেন।তারাকান্দা উপজেলার ভূমি অফিস থেকে অনিয়ম-দূর্নীতি প্রতিরোধ করে মডেল ভূ‌মি অ‌ফিসে রুপান্তরিত করতে নিরলস ভাবে কাজ করে চলেছেন তি‌নি। ‌তারাকান্দা উপজেলার ভূমি অফিসে উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) জিন্নাত শহীদ পিংকি যোগদা‌নের পর উপ‌জেলার ও ইউনিয়ন ভূ‌মি অফিসের দৃশ্যপট পাল্টে গেছে গতিশীল হয়েছে কাজ, দূর হয়েছে ভূ‌মির মা‌লিক‌দের হয়রানি ও ভোগান্তি।

    মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সরকারের বরাদ্ধকৃত গৃহহীন-ভূমিহীন মানুষের জন্য গৃহীত কর্মসূচি বাস্তবায়নে প্রকৃত গৃহহীনদের যাছাই-বাছাই করে স্বচ্ছভাবে ঘর বরাদ্দ দেওয়ার মাধ্যমে উপজেলার গরীব হত-দরিদ্র অসহায়দের মুখে হাসি ফুটিয়েছেন এসিল্যান্ড জিনাত শহীদ পিংকি। এছাড়াও তিনি বাল্যবিবাহ বন্ধে জনগণের মাঝে জনসচেতনতা বৃদ্ধি করেছেন।

    ‌তারাকান্দা উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) জিন্নাত শহীদ পিংকি ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার সদর উপজেলার সাকুয়া গ্রামের সন্তান। বাবা-মায়ের একমাত্র সন্তান জিন্নাত শহীদ পিংকি ৩৫ তম বিসিএস ব্যাচ এ উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডার সার্ভিসে যোগ দিয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) এর প্রতিনিধি হিসেবে সরকারের বিভিন্ন আইনের অধীনে ভূমি ব্যবস্থাপনা ও ভূমি উন্নয়ন কর আদায়ের কাজ করায় ও ভূমি সংক্রান্ত যে কোন সমস্যার সমাধানে ভূমিকা রাখা, তারাকান্দা উপজেলার ভূমি উন্নয়ন কর আদায়,হয়রানি মুক্ত পরিবেশে নামজারী জমা খারিজ সম্পন্ন করার মাধ্যমে স্বচ্ছ ও দুর্ণীতি মুক্ত ভূমি ব্যবস্থাপনাকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়ার বিশেষ অবদান রাখায় সারাদেশের ৬৪জেলায় ৬৪ জন সহকারী কমিশনার ভূমি’র মাঝে ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠত্বের পদকে মুল্যায়ন করেছে মন্ত্রণালয়।

    তারাকান্দায় উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) যোগদা‌নের আগে তি‌নি কক্সবাজার জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

    তারাকান্দা উপ‌জেলায় তিনি যোগদানের আগে যেখানে ছিল ভূমি অফিস মানেই ভোগান্তি, টাকার ছড়াছড়ি, সাধারণ মানুষের হয়রানি আর অসহায়তার জায়গা। উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) জিনাত শহীদ পিংকি যোগদা‌নের পর সেখানে একটি স্বচ্ছ, ও জবাবদিহিতামূলক সেবা কার্যক্রম পাওয়ার ব্যবস্থা করে। তার নেতৃত্বে তারাকান্দা ভূমি অফিস দালালমুক্ত হয়ে সেখানে তৈরি হয় আস্থার পরিবেশ। ইতিমধ্যে তারাকান্দা উপজেলার সাধারণ মানুষের মাঝে একজন জনবান্ধব ও সৎ কর্মকর্তা উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) জিনাত শহীদ পিংকি জন‌প্রিয়তা পে‌য়ে‌ছেন।

    তারাকান্দার রামপুর, বিসকা, কাকনীসহ ক‌য়েকটি ইউনিয়ন ভূ‌মি সহকারী জানায়, বর্তমান এসিল্যান্ড স্যার যোগদা‌নের পর থে‌কে আমা‌দের ব‌লে দি‌য়ে‌ছেন, সেবা গ্র‌হিতা‌দের কোন ধর‌নের ভোগা‌ন্তি দেওয়া যা‌বে না। কোন ধর‌নের আর্থিক লেন‌দেন কর‌লে অ‌ভি‌যোগ পে‌লে তা‌কে শা‌স্তি পে‌তে হ‌বে। তারাকন্দার সব গু‌লো ভূ‌মি অ‌ফিস এখন তার তত্বাবধা‌নে সেবা প্রদা‌নের ম‌ডেল। বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন। আগে যেখানে প্রতিটা নামজারি কাজ পড়ে থাকতো মাসের পর মাস। তিনি এসে সবাইকে আদেশ দিয়েছেন রাতদিন পরিশ্রম করে হলেও নিদিষ্ট সময়ের মধ্যে সমস্ত কাজ সম্পন্ন করতে হবে।

    স্থানীয় ক‌য়েকজ‌নের সা‌থে বললে তারা জানায়, আগে ভূ‌মি অ‌ফি‌সে টাকা ছাড়া কোন কাজ হ‌তো না। বর্তমান এসিল্যান্ড যোগদা‌নের পর থে‌কে ভূ‌মি অ‌ফি‌সের অ‌নিয়ম বন্ধ হ‌য়ে‌ছে। এখন নি‌দিষ্ট সম‌য়ে টাকা ছাড়া সেবা পা‌চ্ছে স্থানীয় জনগন। এসিল্যান্ড অফিস এমন ভাল হবে আমরা কল্পনাও করেনি। আসলে এ এসিল্যান্ড ম্যাডাম আসার পরে ভূমি অফিসের চিত্র পাল্টে গেছে, এমনই কথা বলছিলেন অনেকেই। সুশীল সমাজ তথা সাধারন জনগনের দাবী, এসিল্যান্ড জিন্নাত শহীদ পিংকির মত এমনই কর্মকর্তা যেন প্রতিটি অফিসে থাকে তাহলে দূর্নীতি অনেক অংশে লাঘব হবে।

    জিন্নাত শহীদ পিংকি তারাকান্দায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে যোগদানের পর শুনানির মাধ্যমে স্থানীয় বিরোধ নিষ্পত্তি, স্বচ্ছতার সাথে ভূমি সেবা প্রদান, ভূমি সেবায় সহজীকরণ, সরকারি রাজস্ব আদায় বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখা, ভূমিহীন পরিবারগুলোর মধ্যে খাস জমি বরাদ্দের ব্যবস্থা করাসহ প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে সম্মুখসারীর করোনা যোদ্ধার দায়িত্ব পালন করে জেলা জুড়ে ব্যাপক আলোচনায় আসেন তিনি।এছাড়া তিনি অনলাইন এ ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম কে বেগবান করার জন্য সকল ভুমি মালিকের ভূমি সংক্রান্ত তথ্য এন্ট্রি ও অনুমোদন কার্যক্রম সম্পন্ন করে তারাকান্দা উপজেলায় অনলাইন এ ভূমি উন্নয়ন কর আদায় শুরু করেছেন।

    তারাকান্দা উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) জিন্নাত শহীদ পিংকি জানায়, তারাকান্দা উপ‌জেলা ভূ‌মি অ‌ফিসে এসে জনগ‌ন যা‌তে সেবা নি‌তে কোন ধর‌নের ভোগা‌ন্তি‌তে না প‌রে নি‌দিষ্ট সম‌য়ে তা‌দের কাজ ক‌রে নি‌তে পা‌রে তার জন্য সবাত্বক চেষ্টা কর‌ছি। স্থানীয় জনগণ অনেকে না বুঝে দালাল কে অযথা টাকা দিয়া কাজ করাতে চায়। তাই তিনি বলেন দালাল ধরে প্রতারিত হবেন না। এছাড়া উত্তরাধিকার দের বঞ্চিত করে বিশেষ করে নারী ,শিশুদের বঞ্চিত করে কোনরকম নামজারি আবেদন মঞ্জুর করেন না।

  • পাথরঘাটায় জাতীয় শ্রমিক লীগের বর্ধিত সভা ও কর্মী সমাবেশ

    পাথরঘাটায় জাতীয় শ্রমিক লীগের বর্ধিত সভা ও কর্মী সমাবেশ

    পাথরঘাটা(বরগুনা)প্রতিনিধি: ৪ জুলাই সোমবার বিকেল পাঁচটায় বরগুনার পাথরঘাটায় জাতীয় শ্রমিক লীগের বর্ধিত সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাথরঘাটা সংকল্প ট্রাস্ট এর পঞ্চম তলার সম্মেলন কক্ষে সাবেক পৌর কাউন্সিলর ও জাতীয় শ্রমিক লীগ পাথরঘাটা উপজেলার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন,

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আব্দুল হালিম মোল্লা ,আহবায়ক, জাতীয় শ্রমিক লীগ বরগুনা জেলা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ বরগুনা পৌর শাখার সভাপতি‌ মির্জা হুমায়ুন কবির বাচ্চু, মো:বশির আহমেদ সদস্য সচিব, জাতীয় শ্রমিক লীগ বরগুনা জেলা ,মুস্তাফিজুর রহমান সোহেল পাথরঘাটা পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও আহ্বায়ক জাতীয় শ্রমিক লীগ পাথরঘাটা উপজেলা শাখাসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
    অনুষ্ঠান সঞ্চালক ছিলেন মো: অলিউর রহমান অলি যুগ্ন আহবায়ক জাতীয় শ্রমিক লীগ পাথরঘাটে উপজেলা শাখা।

    অমল তালুকদার।।

  • বানারীপাড়ায় শিক্ষা বৃত্তির চেক বিতরণ

    বানারীপাড়ায় শিক্ষা বৃত্তির চেক বিতরণ

    বিশেষ প্রতিবেদক।। সোমবার ০৪ জুলাই বেলা ১১ টায় বানারীপাড়া নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে বেসরকারী সংস্থা কারসা ফাউন্ডেশনের উদ্যোগে তাদের সদস্যদের সন্তানকে প্রথম ও দ্বিতীয় দফার শিক্ষা বৃত্তির চেক বিরতণ করেন প্রধান অতিথি ইউএনও রিপন কুমার সাহা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি এটিএম মোস্তফা সরদার, সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম। কারসা ফাউন্ডেশনের উপজেলা ম্যানেজার দুলাল সরদার জানান, প্রথম দফায় ১২ হাজার টাকার চেক পান মাদ্রাসার শিক্ষর্থী মোঃ মাহাথির আহমেদ এবং দ্বিতীয় দফায় ১২ হাজার টাকার চেক প্রদান করা হয় কলেজ শিক্ষার্থী মোসাম্মত লাবনীকে।#

    এস মিজানুল ইসলাম।।

  • ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ গরু বারাকাত  ওজন ১১শ কেজি মূল্য ১৩ লাখ ক্রেতা খুজচ্ছেন খামারি জিল্লুর

    ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ গরু বারাকাত ওজন ১১শ কেজি মূল্য ১৩ লাখ ক্রেতা খুজচ্ছেন খামারি জিল্লুর

    গীতি গমন চন্দ্র রায় গীতি।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৫ নং সৈয়দপুর ইউনিয়নের থুমনিয়া (সাহাপাড়া)গ্রামের রিয়াজুল ইসলামের পুত্র খামারি জিল্লুর রহমান তার নিজ হাতে পালিত ফ্রিজিয়ান গরু যার নাম দিয়েছেন বারাকাত।

    জানা যায়,জিল্লুর রহমান দীর্ঘ ৪ বছর ধরে খুব যত্নের সাথে বারাকাত কে পালন করেন বর্তমানে বারাকাতের ওজন আনুমানিক ১১০০ কেজি।বর্তমানে ঈদের বাজার চলায় জিল্লুর রহমান বারাকাত কে বিক্রয়ের জন্য ঢাকার গাবতলি গরু বাজারে বিক্রির উদ্দেশ্যে ৪ জুলাই ২০২২ সোমবার বারাকাত কে বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকা গাবতলী গরু বাজারের উদ্দেশ্যে রওয়ানা দিবেন।

    জিল্লুর রহমানের গরু ঈদ উপলক্ষে কোন সন্মানিত ক্রেতা কিনতে চাইলে ০১৭৩৮৬২৫৯৬৬ গরু খামারি জিল্লুর রহমানের সাথে যোগাযোগ করতে পারেন।

    এ বিষয়ে গরু ব্যবসায়ী জিল্লুরের সাথে কথা হলে তিনি সাংবাদিক কে জানান আমি বারাকাত কে বিক্রয়ের কোন ক্রেতা ঠাকুরগাঁওযে খুঁজে পাচ্ছি না তাই ৪ জুলাই ঢাকায় নিয়ে যাচ্ছি।কোন সন্মানিত ক্রেতা কিনতে চাইলে আমার ০১৭৩৮৫২৫৬৬ নাম্বারে যোগাযোগ করতে পারেন।

  • হাইপারটেনশন এ্যান্ড রির্সাচ সেন্টার রংপুর এর মাসিক কর্মি সমন্বয় সভা অনুষ্ঠিত

    হাইপারটেনশন এ্যান্ড রির্সাচ সেন্টার রংপুর এর মাসিক কর্মি সমন্বয় সভা অনুষ্ঠিত

    রংপুর থেকে আবু নাসের সিদ্দিক তুহিন।।

    হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর,এর মাসিক কর্মি সমন্বয় সভা গতকাল হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ।
    হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিইও আনোয়ার হোসেনের সভাপতিত্বে উক্ত কর্মি সমন্বয় সভা পরিচালনা করেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুরের সহকারী ব্যাবস্থাপক তৌয়বুর রহমান।
    বক্তব্য রাখেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ কাওছার আহমেদ, সিনিয়র স্টাফ আফসার হোসেন, সহকারী ব্যবস্থাপক হিসাব নুরুন্নবী , পাবলিক রিলেশন অফিসার সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন।
    মাসিক সমন্বয় সভায় কর্মির দায় দায়িত্ব, পরিস্কার পরিচ্ছন্ন, রোগীর সেবা প্রদান, উঠান বৈঠক, কর্মশালা,মেডিকেল ক্যাম্প,সাইন্টিফিক সেমিনার, সভা,ক্যাম্পইন, কাউন্সিলিং,ঈদ শুভেচ্ছা সহ সময়ের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
    উল্লেখ্য হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর দীর্ঘ দিন থেকে এরকমভাবে মাসিক কর্মি সমন্বয় সভা, উঠানবৈঠক করে আসছে এ পর্যন্ত ২৯৬ টি উঠানবৈঠক ও জনসচেতনতা মুলক সেমিনার করা হয়েছে।
    হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ এর রোগিরা ৫০ টাকা রেজিষ্ট্রেশন করে পরবর্তিতে আজীবন ৪০ টাকার বিনিময়ে নিয়মিত চিকিৎসা সেবা নিতে পারবেন এবং হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাঃ মোঃ জাকির হোসেন বিগত ১৩ বছর ধরে নিবন্ধিত রোগিদেরকে ফ্রি চিকিৎসা সেবা দিয়ে আসছেন।

  • পঞ্চগড়ে হাটে পশু বেশি, ক্রেতা কম

    পঞ্চগড়ে হাটে পশু বেশি, ক্রেতা কম

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    পঞ্চগড়ের রাজনগর পশুর হাটে একটি উন্নত জাতের ষাঁড় গরু এনেছিলেন সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের ফুলপাড়ার মাসুদ রানা। তিনি ২২ মণ ওজনের গরুটির দাম হাঁকিয়েছেন ছয় লাখ টাকা। দুইজন ক্রেতা তার গরুটির দাম ৪ লাখ টাকা পর্যন্ত বললেও পরে আর কেউ কাছেও আসেনি। দাম কাঙ্খিত না হওয়ায় তিনি গরুটি বিক্রি না করেই ফিরিয়ে নিয়ে গেছেন।
    শহরের কামাতপাড়া এলাকার খামারি আবু তাহের ১০টি গরু এনেছিলেন। একেকটির ওজন ২০০ কেজিরও বেশি। প্রত্যেকটির দাম চেয়েছিলেন ১ লাখ ৩০ হাজার টাকা করে। কিন্তু কোন ক্রেতাই তার গরুর দাম ১ লাখ ৫ হাজার টাকার বেশি বলেননি। এই দামে বিক্রি করলে লোকসান গুণতে হবে বলে জানান তিনি।
    দুপুরে পঞ্চগড় শহরের পূর্ব জালাসী এলাকার এই হাটে গিয়ে দেখা যায়, গরু উঠেছে প্রচুর। দূর-দূরান্ত থেকে ক্রেতাও এসেছেন। ক্রেতা-বিক্রেতাদের মধ্যে চলছে গরুর দর-কষাকষিও। কিন্তু দাম বনিবনা না হওয়ায় অধিকাংশ ক্রেতাই সিদ্ধান্ত নিচ্ছেন সামনের হাটে আসার।
    সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাটে এবার মাঝারি আকারের গরু বেশি বিক্রি হচ্ছে। ফলে খামারীরা তাদের বড় আকারের গরু নিয়ে পড়েছেন বিপাকে। অন্যান্য বছর ঈদের আগে ব্যাপারীরা এই হাট থেকে বড় বড় গরু কিনে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বড় বড় শহরে নিয়ে যান। কিন্তু এবার বাইরের ব্যাপারীরা আসেননি।
    গরু ব্যবসায়ী মুসলিম উদ্দীন বলেন, হাটে বিভিন্ন আকারের পাঁচটি উন্নত জাতের গরু বিক্রি করতে এনেছি। তার মধ্যে মাত্র একটি গরু বিক্রি করেছি। বাইরের ব্যবসায়ী নেই বললেই চলে। আর স্থানীয় ক্রেতারা যে দাম বলছেন সেই দামে গরু বিক্রি করলে গরু প্রতি ১৫ থেকে ২০ হাজার টাকা লোকসান হবে। তাই বাধ্য হয়ে বাকী চারটি গরু ফেরত নিয়ে যাচ্ছি।
    চট্টগ্রাম থেকে এই হাটে গরু কিনতে এসেছেন নেজাম উদ্দীন ব্যাপারী। তার দাবি বিক্রেতারা বেশি দাম হাঁকাচ্ছেন। তিনি বলেন, আমি এই হাটে ৩৫টি গরু কেনার টার্গেট নিয়েছিলাম। কিন্তু দাম বেশি হওয়ায় সেই টার্গেট পূরণ নাও হতে পারে। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ১৫টি গরু কিনেছি।
    হাটের ইজারাদার মোশারফ হোসেন বলেন, হাটে প্রচুর গরুর আমদানি হয়েছে। কিন্তু বিক্রি খুবই কম। কোরবানির পশুর হাট সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণের জন্য হাটে পুলিশ সদস্যরা রয়েছেন। তাছাড়া জাল টাকা শনাক্তের জন্য হাটের বিভিন্ন জায়গায় কয়েকটি বুথ রয়েছে। এছাড়া অসুস্থ গরুর জন্য হাটে ভ্যাটেরিনারি চিকিৎসক রয়েছে।

  • কোম্পানীগঞ্জে  অটোরিকশা ও পিকআপ সংঘর্ষে নিহত ২

    কোম্পানীগঞ্জে অটোরিকশা ও পিকআপ সংঘর্ষে নিহত ২

    রফিকুল ইসলাম সুমন ( নোয়াখালী)

    নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের বিজয় নগর এলাকায় মালবাহী পিকআপ ও অটোরিকশা সংঘর্ষে পেয়ারা বেগম (৫৫) এবং মো. মিলন (৪৫) নামের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। ঘটনায় পিকআপ চালকসহ গাড়িটি আটক করেছে স্থানীয় লোকজন।সোমবার (৪ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে চরফকিরা ৬নং ওয়ার্ড বিজয় নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত পেয়ারা বেগম কোম্পানীগঞ্জের চরএলাহি ইউনিয়নের ১নং ওয়ার্ডের আলী আহমদের স্ত্রী এবং মো. মিলন কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের আবদুল মান্নানের ছেলে।আহতরা হচ্ছেন-চরএলাহীর সুজা মিয়ার ছেলে আলী আহম্মদ (৬৬) ও চরফকিরা ৫নং ওয়ার্ডের আবদুল হকের ছেলে খোকন (৩০)।

    চরফকিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুল হক কচি বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে যাত্রী নিয়ে বিজয় নগরের দিকে আসছিল একটি অটোরিকশা। বিকেল পৌনে ৪টার দিকে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির পিকআপভ্যান অটোরিকশাটিকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশা যাত্রী মিলন নিহত ও আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরেক যাত্রী পেয়ারা বেগম মারা যান। আহত দুই জনকে ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।