Category: দেশজুড়ে

  • আজ জগৎ বিখ্যাত বিজ্ঞানী পিসি রায়ের ১৬১তম জন্মবার্ষিকী

    আজ জগৎ বিখ্যাত বিজ্ঞানী পিসি রায়ের ১৬১তম জন্মবার্ষিকী

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    আজ ২রা আগষ্ট জগৎ বিখ্যাত বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬১তম জন্মবার্ষিকী। এ উপলক্ষ্যে এলাকায় সাজসাজ রব পড়েছে। বিজ্ঞানীর বাড়িটি সেজেছে বর্ণিল সাজে। বৃহত সুদৃশ্য প্যান্ডেল, সড়কের উপর পিসি রায় গেট, প্যানা ফেস্টুন ও ব্যপক প্রচার প্রচারনা চলছে।
    এবারই প্রথম এমপি আক্তারুজ্জামান বাবুর ঐকান্তিক প্রচেষ্টায় প্রায় ২শত বছর পুরনো জরাজীর্ণ আচার্য প্রফুল্ল চন্দ্র রায় এর বাড়ি সেজেছে নতুন সাজে। বাড়িটিতে প্রবেশ করলে মনে হবে ফিরে এসেছি শত বছর পুরনো কোনো রাজপ্রাসাদে। মনোরম পরিবেশ, দৃষ্টি নন্দন কাঠামো ও পারিপার্শ্বিক মনোমুগ্ধকর পরিবেশ দেখে হূদয় ছুঁয়ে যাবে।
    ২ আগস্ট মঙ্গলবার আচার্য প্রফুল্ল চন্দ্র রায় এর ১৬১তম জন্মবার্ষিকী। তাই বৃক্ষ ঘেরা দৃষ্টি নন্দন বাড়িটি জন্মবার্ষিকী উপলক্ষে সেজেছে অপরুপ সাজে। ২ আগস্ট আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ঐদিন সকালে খুলনা জেলার পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মস্থান পরিদর্শন, তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, পিসি রায়ের জীবন ও কর্মেরর ওপর তথ্যচিত্র প্রদর্শন, শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
    আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, খুলনা পুলিশ সুপার মাহবুবুর রহমান, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, সভাপতিত্ব করবেন, খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।
    স্যার পিসি রায়ের জন্মবার্ষিকি উপলক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেন, প্রত্যেক বছর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমি এমপি হওয়ার পরে পিসি রায়ের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করি। অনুষ্ঠানটি আলোচনা সভার মধ্য দিয়ে সীমিত পরিসরে শেষ হয়। তখনই মনে মনে ভাবি জগৎ বিখ্যাত বিজ্ঞানীর জন্ম বার্ষিকী জাকজমক ভাবে পালন করার চিন্তা করি। জগৎ বিখ্যাত বিজ্ঞানী স্যার পিসি রায় শিক্ষা, সমবায়, নারী শিক্ষা বিস্তার, চিকিৎসার জন্য বেঙ্গল ক্যামিক্যাল প্রতিষ্ঠা করে মানব সেবায় কাজ করে গেছেন। আজ এই বিশ্ব বিখ্যাত বিজ্ঞানীকে অনেকেই চেনে না। তার বাড়ীটি ধ্বংস হতে চলেছে। কিছু অংশ এখনো বেদখল রয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে বে-দখল জমি পুনরুদ্ধাসহ বাড়ীটি পর্যটন কেন্দ্রে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তার সৃজনশীল কর্মকান্ড বিশ্বব্যাপি ছড়িয়ে দিতে পারলে বিজ্ঞানীর কর্মকান্ড সম্পর্কে সবাই জানতে পারবে। আগষ্ট শোকের মাস তাই অনুষ্ঠানটি ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করবো।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • সুজানগর পৌরসভায় আরসিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

    সুজানগর পৌরসভায় আরসিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগর পৌরসভায় নতুন আরসিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার পৌরসভার নন্দিতা সিনেমা হল রোডে নতুন এ আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী নূরু নবী সরকার,পৌরসভার দুই নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রহিম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে দুলাল হোসেন, বাচ্চু, জাকির হোসেন, উজ্জল,তোফাজ্জল হোসেন, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পৌর মেয়র রেজাউল করিম রেজা বলেন, আমি একজন জনপ্রতিনিধি হিসেবে আমার কাজ হচ্ছে পৌরসভার সর্বস্তরের মানুষের মতামতের ভিত্তিতে তাদের সুষমও উন্নয়ন সাধিত করা। এরই ধারাবাহিকতায় নতুন এই রাস্তার আরসিসি ঢালাই কাজ শুরু করা হয়েছে। অতীত এবং বর্তমানের ন্যায় আগামীতেও পৌরবাসীর কল্যাণে কাজ করে যাব ইনশআল্লাহ বলেও জানান তিনি।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • সুজানগরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

    সুজানগরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ ‘বছর ব্যাপী ফল চাষে,অর্থ পুষ্টি দুই-ই আসে’ এ স্লোগানকে সামনে রেখে ০১-০৩ আগস্ট তিন দিনব্যাপী পাবনার সুজানগরে শুরু হয়েছে ফল মেলা ও ফল প্রদর্শন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলীর সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার আহমেদ এর স ালনায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল,মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.মর্জিনা খাতুন ও থানা অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল হাননান। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মৎস্য অফিসার নূর কাজমীর জামান খান,উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার,উপজেলা সমবায় অফিসার দেলোয়ার হোসেন,উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা খাতুন, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, তাঁতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান মাহীন চৌধুরী, রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, ভাঁয়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, মানিকহাট ইইপ চেয়ারম্যান শফিউল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই,সুজানগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন এবং উপজেলার কিষান-কিষানি সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফল মেলায় আম,কাঠাল, আনারস, পেপে,পেয়ারা,লিচু,কলা, লটকন, জামরুল সহ প্রায় ৪০ প্রজাতির ফল প্রদর্শন করা হয়। জাঙ্ক ফুড ও অস্বাস্থ্যকর খাবার থেকে মানুষদেরকে বিরত রাখা এবং পুষ্টিমান সম্পন্ন নানান ধরণের ফলের সাথে পরিচয় করিয়ে দিতে এই আয়োজন বলে জানান উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম।

    এম এ আলিম রিপন।।

  • সংবাদ সম্মেলনে অভিযোগ ঃ কারারক্ষী স্বামীর নির্যাতনের বিচার চাইতে গিয়ে জেলার কর্ত্তৃক কু-প্রস্তাব ঃ আদালতে পিপি’র প্রতারনা

    সংবাদ সম্মেলনে অভিযোগ ঃ কারারক্ষী স্বামীর নির্যাতনের বিচার চাইতে গিয়ে জেলার কর্ত্তৃক কু-প্রস্তাব ঃ আদালতে পিপি’র প্রতারনা

    রওশন আরা শিলা,নওগাঁ প্রতিনিধি ঃ পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে অব্যাহতভাবে শারিরীক নির্যাতন এমন কি কয়েক দফা বালিশ চাপা দিয়ে হত্যার প্রচেষ্টা চালিয়েছে কারারক্ষী স্বামী। স্বামী ও শ্বাশুড়ির নির্যাতকন সহ্য করতে ন্ াপেরে শাপলা বেগম নামের ঐ গৃহবধু বর্তমানে প্রায় ৭ বছরের এক পুত্র সন্তানতে নিয়ে পিতার বাড়িতে দুর্বিসহ জীবনযাপন করছেন। স্বামীর পরকীয়া আর নির্যাতন্রে বিষয়ে অভিযোগ করতে গিয়ে জেলারের কু-প্রস্তাবের শিকার হতে হয়েছে। আদালতে মামলা করে পিপি’র দ্বারা প্রতারিত হয়ে বিচার থেকেও বি ত হচ্ছেন ঐ গৃহবধু। অবশেষে উক্ত শাপলা বেগম নওগাঁ প্রেসক্লাবে গতকাল সোমবার দুপুরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তাঁর এই নির্যাতনের কাহিনী তুলে ধরে এবং জেলারের আচরণ ও পিপি কর্ত্তৃক প্রতারনার বিষয়গুলো উপস্থাপন করেন। এ সময় তিনি কান্ন্য়া ভেঙ্গে পড়েন।
    সংবাদ সম্মেলনে উপস্থাপিত লিখিত বক্তব্যে জানা গেছে গত ২০১০ সালের ১১ জুন তারিথে নওগাঁ সদর উপজেলার উলিপুর গ্রামের মোঃ সাইদুর রহমানের কন্য উক্ত শাপলা বেগমের বিয়ে হয় সদর উপজেলার চুনিয়াগাড়ি মোজাফ্ফর হোসেন পুত্র কারারক্ষী আতিকুর রহমানের সাথে। বিয়ের এক বছর পর বাড়ি নির্মানের নাম করে প্রবাসী পিতার নিকট থেকে স্বামী আতিকুর রহমান ও তার মা ১০ লক্ষ টাকা গ্রহণ করে।
    এর পর চাকুরীর সুবাদে ২০১২ সালে গাইবান্ধায় বাসায় নিয়ে যাওয়ার পর থেকে আতিকুর তার স্ত্রী শাপলা’র উপর নানাভাবে নির্যাতন শুরু করে। ২০১৬ সালে নাটোরে এবং সবশেষে ২০১৮ বগুড়ায় ভাড়া বাসায় অবস্থানকালে অব্যাহগত নির্যাতন চালায়। বগুড়ায় ঘুমন্ত অবস্থায় বালিম চাপা দিয়ে হত্যার চেষ্টা চালায়। নির্যাতনের কারন অনুসন্ধান করতে গিয়ে স্বামীর মোবাইল গোপনে চেক করে জানতে পারে নিজেকে অবিবচাহিত পরিচয় দিয়ে বিভিন্ন মেয়েদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলার কথা। মোবাইল ফোন থেকে ঐসম মেয়েদের নম্বর সংগ্রহ করে তাদের নিকট ফোন দিয়ে বলে যে সে অঅমার স্বামী। আমাদের একটা সন্তান আছে। তাদের নকট সংসার বাচানোর আকুল আবেদন করেন। তারপ থেকে নির্যাতনের মাত্রা দ্¦িগুন হয়ে যায়। গত ২০২০ সালের ২৪ আগষ্ট শাপলাকে গ্রামের বাড়ি চুনিয়াগাড়িতে রনাখে। তখন সে বগুড়ায় চাকুরী করে। গ্রামের বাড়িতেও মায়ের সহযোগিতায় কয়েকদফা হত্যার প্রচেষ্টা চালায়। এমন কি সাদা কাগজে স্বাক্ষর করার জন্য চাপ সৃষ্টি করে। কিন্তু স্বাক্ষর না করলে ম,া ও পরিবারের সদস্যদের সহযোগিতায় বেদম মারপিট করে। আবচারও বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করে। এ সংবাদ পেয়ে চুন্ডিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেদারুল ইসলাম মুকুল এবং সদর থানা পুলিশের সহযোগিতায় শাপলার মা মেয়েকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে সেই থেকে পিতার বাড়িতেই অবস্থান করছে।
    এরই এক পর্যায়ে গত ২৬ আগষ্ট ২০২০ তারিখে বগুড়ায় জেলার শরিফুল ইসলামের কাছে বিভাগীয়ভাবে অভিযোগ করার জন্য গেলে উক্ত জেলার তাকে একা এক ঘরে নিয়ে গিয়ে বিভিন্ন অশ্লীল ছবি দেখিয়ে শারিরীক সম্পর্কের কু-প্রস্তাব দেয়। কোনভাবে নিজেকে রক্ষা করে সেখান থেকে পালিয়ে আসেন শাপলা। এ ব্যপারে শরিফুল ইসলাম ও স্বামী আতিকুর রহমানের বিরুদ্ধে স্বারাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিবের নিকট আবেদন করেও কোন ফল হয়নি। বাধ্য হয়ে গত ২০২০ সালে ৮ সেপ্টেম্বর নওগাঁ বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এা মামলা দায়ের করেন। যা সদর থানায় রেকর্ড করা হয় যার নম্বর ৪১২/২০২০। মামলাটি পিবিআই তদন্ত করছিল। এ সময় ঐ আদালতের পিপি এ্যাডভোকেট নাহিদ বিবাদীর সাথে যোগসাজস করে আপােষ করে দেয়ার নামে এবং পুনরায় সুষ্ঠুভাবে সংসার যাতে করতে পারেন এমন প্রস্তাব দিয়ে আদালতে চুপচাপ থাকার পরামর্শ দেন। চুপচাপ থাকলে একমাসের জন্য আতিকুরের জামিন হলে পরবর্তীতে সংসার টিকিয়ে রাখার প্রক্রিয়া শুরু করবেন বলে প্রতিশ্রুতি দেন। সন্তানের মুখের দিকে চেয়ে শাপলা পিপি’র কথা মত আদালতে কোন কখা কবলেন নি। কিন্তু জামিন হওয়ার পর পিপি পাশা ঘুরিয়ে ফেলেন। আপোষের কথা বললে উক্ত পিপি বকলে আপোষের কথা বলা যাবে না। স্থায়ী জামিন করে দিলে আপোষ হবে। তখন শাপলা বুঝতে পারেন যে পিপিও বিশ্বাসঘপতকতা করেছে। এখন শাপলা বেগম ন্যায় ব্চিারের প্রত্যাশায় আইনের দরজায় মাথা খুড়ে মরছেন। একটি সন্তান নিয়ে পিতার বাড়িতেদুর্বিসহ দুঃখ কষ্টের মধ্যে দিনাতিপার করছেন। তার প্রশ্ন তিসি কি কোন বিচার পাবেন না ?#

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি

  • নওগাঁয় মহিলাদের বিনামূল্যে বেসিক কম্পিউটার ট্রেনিং কার্যক্রম শুরু হয়েছে

    নওগাঁয় মহিলাদের বিনামূল্যে বেসিক কম্পিউটার ট্রেনিং কার্যক্রম শুরু হয়েছে

    রওশন আরা পারভীন শিলা,নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় মহিলাদের বিনা মূল্যে বেসিক কম্পিউটার প্রশিক্ষন কার্যক্রম শুরু হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অর্থায়নে স্থানীয় প্রভাতী মহিলা সমিতির উদ্যোগে এই প্রশিক্ষশা কার্যক্রম চালু করা হয়েছে।
    সোমবার বেলা সাড়ে ১২টায় শহরের ডিগ্রি কলেজের মোড়ে সমিতির নিজস্ব কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলার নির্বাহী অফিসার মীর্জা ইমাম উদ্দিন।
    প্রভাতী মহিলা সমিতির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান পারভীন আক্তারের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অীনুষ্ঠানে নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন উপস্থিত ছিলেন।
    প্রতি ব্যাচে ১৫জন করে মহিলা প্রশিক্ষণে অংশ গ্রহন করবেন। প্রতি ব্যাচে মোট ৪৫ ঘন্টা করে প্রশিক্ষন ক্লাশ অনুষ্ঠিত হবে। আগামী ডিসেম্বর মাস পর্যন্ত বিশেষ এই কম্পিউটার প্রশিক্ষন কর্মসূচীতে চারটি ব্যাচে ৬০ জন মহিলা প্রশিক্ষণ গ্রহনের সুযোগ পাবেন। #

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।।

  • পঞ্চগড়ে নদীতে পাথর তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু

    পঞ্চগড়ে নদীতে পাথর তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলার চাওয়াই নদীতে পাথর তুলতে গিয়ে পানিতে ডুবে নুরল ইসলাম (৬৫) নামে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে।
    সোমবার (১ আগস্ট) সকালে সদর উপজেলার মিলনমার্কেট এলাকার চাওয়ায় নদীতে এ ঘটনাটি ঘটে।
    নুরল ইসলাম সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের কাজিপাড়া এলাকার মৃত সাকোয়াত আলীর ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে চাওয়াই নদীতে পাথর তুলতে যান নুরল। একসময় তিনি নদীর অপর প্রান্তে থাকা তার সহকর্মী শ্রমিকদের সঙ্গে নদী পার হয়ে যাওয়ার চেষ্টা করেন। হঠাৎ নদীর মাঝখানে গেলে পানিতে তলিয়ে যান তিনি। এ দৃশ্য দেখে অন্য শ্রমিকরা তাকে উদ্ধারের চেষ্টা চালায়। প্রায় দুই ঘণ্টা পর ঘটনাস্থলের দেড় কিলোমিটার দূরে নদীর কিনারে নুরলকে ভাসতে দেখেন তাঁরা। পরবর্তীতে ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে প গড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এ ব্যাপারে প গড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা নদীর পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

    মুুহম্মদ তরিকুল ইসলাম।।

  • পাথরঘাটায় নবনিযুক্ত ইউএনও’র যোগদান

    পাথরঘাটায় নবনিযুক্ত ইউএনও’র যোগদান

    পাথরঘাটা (বরগুনা)প্রতিনিধ: ১ আগষ্ট সোমবার বিকেলে বরগুনার পাথরঘাটায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার যোগদান করেছেন।

    মি:সুফল চন্দ্র গোলদারের আনুষ্ঠানিক যোগদানকালে তাকে স্বাগত জানান পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

    উল্লেখ্য,তিনি এর আগে ঝালকাঠির কাঠালিয়ায় কর্মরত ছিলেন।

    পাথরঘাটা প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে#

    অমল তালুকদার।।

  • পাথরঘাটায় শিশু নির্যাতন প্রতিরোধে আলোচনা ও র ্যলী

    পাথরঘাটায় শিশু নির্যাতন প্রতিরোধে আলোচনা ও র ্যলী

    পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
    শিশুকে কোনরকম আঘাত আর নয় শিশু শৈশব করি আনন্দময়” এই স্লোগানকে সামনে রেখে বরগুনার পাথরঘাটায় শিশু নির্যাতন প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    আজ সোমবার ১ সেপ্টেম্বর সকাল ১০ টায় পাথরঘাটা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে, বাংলাদেশের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ইউনুসেফ সাহায্যপুষ্ট একসিলারেন্টিং প্রোটেকশন ফর চিলড্রেন (এপিসি) প্রকল্পের আওতায় শারীরিক শাস্তি নির্মূলে সচেতনতা তৈরীর জন্য প্রথমে র‍্যালি ও পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে
    উপস্থিত ছিলেন মোঃ মুনিরুল ইসলাম উপজেলা মাধ্যমিক একাডেমিকাদের সুপারভাইজার, বেলায়েত হোসেন পরিদর্শক পাথরঘাটা থানা, মোহাম্মদ আবু ইবনে আল আসাদ (সি আর এ), মোঃ আবু জাফর খান (সি এস) মহিলা বিষয়ক অধিদপ্তর পাথরঘাটা। সহ পাথরঘাটা শিশু কিশোর কিশোরী ক্লাব সদস্য অভিভাবক ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ।
    এ সময় বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ তাই শিশু কিশোর কিশোরী নির্যাতন প্রতিরোধে আমাদের সকলের সচেতনতা একান্ত কাম্য।
    দেশকে এগিয়ে নিতে হলে আজকের শিশুকেই সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। কারণ শিশুরাই আগামীর দেশ পরিচালনা করবে।
    বক্তারা আরো বলেন শিশু নির্যাতন প্রতিরোধ করার জন্য তাৎক্ষণিক প্রশাসনিক সহায়তা পেতে জাতীয় হেল্পলাইন ১০৯ কল করার আহ্বান জান।

    অমল তালুকদার।।

  • ওসি আফজাল হোসেনের হাতের ছোঁয়ায় নতুন রূপে সেজেছে গৌরনদী মডেল থানা

    ওসি আফজাল হোসেনের হাতের ছোঁয়ায় নতুন রূপে সেজেছে গৌরনদী মডেল থানা

    বি এম মনির হোসেনঃ-

    চোর–ডাকাতদের ধরাবাঁধা গণ্ডির বাইরে গিয়েই নতুন রূপে সেজে উঠেছে গৌরনদী মডেল থানা। গত দুই মাসে নান্দনিক সাজে সাজিয়ে তোলা হয়েছে গোটা থানা এলাকা। কর্মরত পুলিশ সদস্যসহ সাধারণ মানুষের দৃষ্টি থানা চত্বরে দৃষ্টি নন্দন সৌন্দর্যে। বর্তমান ওসি আফজাল হোসেনের একান্ত প্রচেষ্টায় থানা চত্বরকে গড়ে তুলেছেন সৌন্দর্যের লীলাভূমিতে। এছাড়া সীমানা প্রাচীর ও প্রধান গেইটকে নতুন আঙ্গিকে পুনঃনির্মাণ করা হয়েছে। মানবিক পুলিশ অফিসার হিসেবে সুপরিচিত এবং পর পর ৬ বার বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেনের পরিকল্পনা ও বাস্তবায়নে এই সীমানা প্রাচীর ও প্রধান গেইট নির্মিত হয়।
    উল্লেখ্য ইতোপূর্বে থানার আশপাশ এলাকা ছিল অনেকটাই অপরিচ্ছন্ন। উচু নিচু ও আগাছায় ভরা ছিল থানা চত্বর। ওসি আফজাল হোসেন একসময়ের অপরিচ্ছন্ন থানাকে নতুন রূপদিতে গ্রহণ করেন নান্দনিক পদক্ষেপ। গত দুইমাসে তিনি থানাকে সাজিয়ে তুলেছেন নতুন রূপে। প্রবেশ দ্বার থেকে শুরু করে আবাসিক এলাকা সহ গোটা থানা চত্বর প্লট প্লট করে রোপণ করা হয়েছে বিভিন্ন প্রজাতির ফুল গাছ, শাকসবজি। কিছু কিছু প্লটে রোপণ করা হয়েছে উন্নত জাতের ফলের গাছ। এবারের জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ এর স্লোগান ʼনিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশʼ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ও মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে থানা পুকুরে মাছ চাষের উদ্যোগ নেয়া হয়। থানার এ নতুন রূপ মুগ্ধ করছে আগন্তক সবাইকে।
    থানার বর্তমানের এ পরিবেশ প্রসঙ্গে সেবা নিতে আসা স্থানীয়রা বলেন, আগে যখন থানায় আসতাম তখন সর্বত্রই অপরিচ্ছন্ন পরিবেশ বিরাজ করত, বর্তমানের মনমূগ্ধ কর সৌন্দর্য দেখে মন ভরে যায় অফুরন্ত ভালো লাগায়।
    গৌরনদী মডেল থানার সাম্প্রতিক একটি ছবি ওসির ফেসবুক আইডিতে পোষ্ট করা হলে স্থানীয় জনসাধারন বর্তমান ওসির এ উদ্যোগের প্রশংসা করেন ও ধন্যবাদ জানান।
    থানার অফিসারদের মধ্যেও দেখা গেছে ভিন্ন আমেজ ও উদ্যম। গৌরনদী মডেল থানার এসআই আব্দুল হক বলেন, ‘নতুন রূপে, নতুন সাজে সেজেছে গৌরনদী মডেল থানা। থানার আমূল এই পরিবর্তনের জন্য পুলিশ সুপার মহোদয় এবং ওসি স্যারকে ধন্যবাদ জানাই।
    গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, আমি যখন যে থানায় কর্মরত ছিলাম চেষ্টা করেছি সেখানেই কিছু ভালো কিছু করার। ইচ্ছা থাকলেও অনেক থানায় জায়গার অভাবে তেমন কিছু করতে পারিনি। ইতিপূর্বে এর আগে অগৈলঝাড়া সহ কয়েকটি থানায় এ ধরণের কাজ করেছি। কাজটি অনেক কঠিন হলেও সকলের সহযোগিতায় কঠিন কাজটি অনেক সহজেই করা সম্ভব হয়েছে। যদি ভাল কিছু হয়ে থাকে তার প্রাপ্তি সকলের।
    তিনি আরো বলেন, থানাকে নতুন রূপে সাজানোর পাশাপাশি অফিসার ফোর্সদের নির্দেশ দেওয়া হয়েছে আগত সেবাপ্রার্থীদের সাথে সহযোগিতামূলক ও সুন্দর আচরণ করতে। সুন্দরভাবে সেবা প্রদানের বিষয়টি শতভাগ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। গৌরনদীবাসীকে আমি বলতে পারি, গৌরনদী থানায় আগত লোকজনদেরকে অবশ্যই সন্তুষ্টচিত্তে সেবা প্রদান করা হবে।

  • নড়াইলে বিজিবি সদস্য শামীম মোল্লার বাড়িতে বিষের বোতল হাতে প্রেমিকার অনশন

    নড়াইলে বিজিবি সদস্য শামীম মোল্লার বাড়িতে বিষের বোতল হাতে প্রেমিকার অনশন

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:

    নড়াইলে বিজিবি সদস্য শামীম মোল্লার বাড়িতে বিষের বোতল হাতে প্রেমিকার অনশন।
    নড়াইলের কালিয়ায় বিজিবি সদস্য শামীম মোল্লার বাড়িতে বিয়ের দাবিতে বিষের বোতল হাতে শিরিতাজ পারভিন (৩০) অনশনে বসেছেন। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আজিজুল হকের মেয়ে। রবিবার (৩১ জুলাই) বিকালে প্রেমিকা শিরিতাজ পারভিন কালিয়ার কলেজ পাড়া মির্জাপুরে প্রেমিক শামিমের ভাড়া বাড়িতে অবস্থান করেন।
    মেয়েটি আশার খবর পেয়ে শামিমের বাবা মো. খায়রুল মোল্লা ও তার মা বাড়িতে তালা মেরে পালিয়ে যায়। প্রেমিক শামিম মোল্লা কালিয়া উপজেলার কান্দুরি গ্রামের খায়রুল মোল্লার ছেলে। খাইরুল মোল্লা উপজেলার মধুমতি কারিগরি মহাবিদ্যালয় এর দপ্তরী কাম নৈশ প্রহরী।
    স্থানীয় সুত্রে জানা গেছে, শামিম মোল্লা প্রায় ৩ বছর আগে বিজিবিতে চাকুরি পায়। চাকুরি হওয়ার আগে ৮ লক্ষ টাকা যৌতুক নিয়ে কালিয়া উপজেলার বিলবাউচ গ্রামের তৈয়ব কাজীর মেয়ে স্বর্ণাকে বিয়ে করে বিয়ের খবর গোপন রাখে। চাকুরি হওয়ার পরে বছর খানেক পরে চলতি বছরে দুমাস আগে সালিশ বৈঠকের মাধ্যমে স্বর্নাকে ডিভোর্স দিয়ে দেয়।
    এ বিষয়ে বিজিবি সদস্য শামীম মোল্লার মুঠোফোনে কথা হলে তিনি জানান, শিরিতাজ পারভীনের সাথে আমার সম্পর্ক ছিল কিন্তু আমার থেকে তার বয়স বেশি হওয়ায় আমি তাকে বিয়ে করতে পারবোনা।