Category: দেশজুড়ে

  • হাফেজ নুরুল করিম সাদা মনের মানুষ ছিলেন- স্বরণ সভায় কাজী আকতার হোসেন

    হাফেজ নুরুল করিম সাদা মনের মানুষ ছিলেন- স্বরণ সভায় কাজী আকতার হোসেন

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নর কৃতি সন্তান মরহুম নুরুন্নবী মাতবরের সর্বকনিষ্ঠ সন্তান শেখ নুরুল ঈমান চৌধুরী চেয়ারম্যানের ছোট ভাই আলহাজ্ব হাফেজ নুরুল করিম চৌধুরী (রহঃ) এর জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল ৫ আগষ্ট শুক্রবার সন্ধায় সফর আলী মুন্সীর গ্রামের বাড়ীতে অনুষ্ঠিত হয়।
    চরকানাই আল্লামা শাহ মুফতি আযীযুল হক (রঃ) ইসলামি পাঠাগারের ব্যবস্থাপনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, আল জামেয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার মুহাদ্দিস মৌলনা কাজী আখতার হোসেন আনোয়ারী,বিশেষ অতিথি চট্টগ্রাম বেলে খান মসজিদের খতিব মুফতি মাহামুদ্দুল্লা মোজাফফর,ইসলামি সংগীত পরিবেশন করেন এইস এম সাদেক হোসেন, এস এম নুরুল ওয়াহাব চৌধুরী, এস এম শওকত উদ্দীন চৌধুরী, এস এম নুরুল কাদের চৌধুরী, হাফেজ মৌলনা নুর উদ্দীন সিদ্দিকী, মৌলনা মাহমুদ উল্লা, মেম্বার আবুল হাসেম লাভলু, সমাজ সেবক এস এম জসিম উদ্দিন প্রমুখ। প্রধান অতিথি মৌলনা কাজী আকতার হোসেন বলেন,মরহুম হাফেজ নুরুল করিম চৌধুরী একজন সাদা মনের মানুষ ছিলেন। তিনি শিক্ষিত সমাজ গঠনে এলাকায় ব্যাপক ভুমিকা রেখেছেন এ জন্য চরকানাই জনগণ আজীবন স্বরণ করবে। আকতার হোসেন বলেন,মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ চিরন্তন এই বাণী শোনা যায় প্রায়। কিন্তু এর মর্মবাণী ধারণ করেন খুব কম সংখ্যক মানুষই। একটা সময় দানবীর, সমাজসেবী মানুষের উৎসাহে, অর্থায়নেই এগিয়ে যেতো একেকটি গ্রাম, মহল্লা কিংবা অঞ্চল। কিন্তু মানুষের কর্মব্যস্ততা, অর্থের প্রতি অতিরিক্ত লিপ্সা এখন দূরে ঠেলে দিয়েছে মানবিক কর্মকান্ড থেকে। তারপরও নানা সময় অনেকেই সমাজের, মানুষের কল্যাণে, দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসেন নিজ থেকেই। তার মধ্যে নুরুল করিম চৌধুরী ছিলেন অগ্রভাগে। তিনি অসহায়-দুঃস্থদের পাশে দাঁড়িয়ে দুঃখ-কষ্টের ভাগিদার হওয়ার চেষ্টা করেছিলেন।

  • মোংলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক নির্বাচিত হয়েছে সাহারা বেগম

    মোংলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক নির্বাচিত হয়েছে সাহারা বেগম

    মোংলা প্রতিনিধিঃ
    মোংলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় প্রভাষক সাহারা বেগম সম্পাদক নির্বাচিত হয়েছেন। মোংলা সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন কমিশন ৬ আগস্ট শনিবার দুপুরে শিক্ষক মিলনায়তনে এ ঘোষণা দিয়েছে।
    নির্বাচন কমিশনের সদস্য প্রভাষক শ্যামা প্রসাদ সেন জানান প্রতিদ্বন্ধি প্রার্থী প্রভাষক নন্দকিশোর রায় শনিবার সকালে তার মনোনয়নপত্র প্রত্যাহার করায় সাহারা বেগম বিনা প্রতিদ্বন্ধিতায় মোংলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক নির্বাচিত হয়েছেন। এর আগে বিনা প্রতিদ্বন্ধিতায় সহ সম্পাদক পদে প্রভাষক সাবিনা ইয়াসমিন এবং কোষাধ্যক্ষ পদে প্রদর্শক সাইদুজ্জামান মিন্টু বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া কলেজের অধ্যক্ষ কুবের চন্দ্র মন্ডল পদাধিকার বলে সভাপতি নির্বাচিত হওয়ায় মোংলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। নির্বাচিত শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। এদিকে শিক্ষক পরিষদের সভাপতি-সম্পাদকসহ সকল পদে নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন কলেজের শিক্ষক-শিক্ষিকা, অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা, বর্তমান ছাত্র-ছাত্রী ও প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ।

  • নাগেশ্বরীতে নায়কের হাট মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর মান উন্নয়ন

    নাগেশ্বরীতে নায়কের হাট মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর মান উন্নয়ন

    এম এস সাগর,
    কুড়িগ্রাম প্রতিনিধি

    নাগেশ্বরী উপজেলার নায়কের হাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয় দীর্ঘ ২২বছর অনেক ত্যাগ উপেক্ষা করে পর এমপিওভুক্ত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও অভিভাবক, এলাকাবাসীরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদসহ কৃতজ্ঞা জানিয়েছেন।

    সরেজমিনে গিয়ে জানা যায়, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়ন প্রাণকেন্দ্রে নায়কের হাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ১৯৯৫সালে শিক্ষানুরাগী আব্দুর রশিদ চরাঞ্চলে নেতিয়ে পড়া ও ঝড়ে পড়া ছেলে-মেয়েদের শিক্ষার আলোয় প্রতিষ্ঠিত করতে প্রতিষ্ঠানটি স্থাপন করে সৃষ্টিলগ্ন থেকে কর্মরত শিক্ষকরা বিনা বেতনে থেকে যথাবিথি মফস্বল অঞ্চলের ছেলে-মেয়েদের শিক্ষার মান উন্নয়ন ও বিকাশ প্রসারে বিনা বেতনে পাঠদান করাসহ বিভিন্ন প্রকার সহযোগিতা অব্যাহত রেখেছেন। শিক্ষার্থীরা আধুনিক পাঠদানে লেখাপড়ায় মেধাবী চৌকস ও সৃজনশীল হয়ে ওঠার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে হয়ে উঠেছে পারদর্শী। সৃষ্টিলগ্ন থেকে সাফল্য ও মেধা তালিকার শীর্ষে নায়কের হাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি।

    প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম এবং ম্যানেজিং কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ কচাকাটা ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ আলী এর প্রচেস্টায় প্রতিষ্ঠানটি পাঠদানের অনুমতি পান ১৯৯৯সালে, এমাডেমিক শিকৃতীপান ২০০২সালে। প্রতিষ্ঠানে কর্মরত ১০জন শিক্ষক ও ৩জন কর্মচারী দীর্ঘ ২২বছর বেতন ভাতা না পেয়েও শিক্ষার্থীদের যথারিতি পাঠদান করে ফলাফলে সফলতা অর্জন করেছেন। প্রতিষ্ঠানে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থী ৩২২জন। ২০২২সালে জেএসসি পরীক্ষার্থী ১১০জন। ৬জুলাই সারাদেশের ন্যায় নায়কের হাট বিদ্যালয় এমপিওভুক্ত হয়।

    শিক্ষার্থীরা জানায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি হওয়ায় আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

    সহকারী শিক্ষকরা বলেন, দীর্ঘ ২২বছর পর এমপিওভুক্তি হওয়ায় আমরা অভিশপ্ত জীবন থেকে মুক্ত পেলাম। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সহ কৃতজ্ঞা জানাই।

    শিক্ষানুরাগী আব্দুর রশিদ জানান চরাঞ্চলে নেতিয়ে পড়া ছেলে-মেয়েদের শিক্ষার গুনগতমান উন্নয়নে প্রতিষ্ঠানটি স্থাপন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ড. দিপুমনি কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নেও সার্বিক সহায়তা চেয়েছেন।

    সভাপতি মোহাম্মদ আলী জানান, প্রতিষ্ঠানের শিক্ষকদের অনেক ত্যাগ স্বীকার করে বিনা বেতনে দীর্ঘদিন ধরে পাঠদান করে আসছেন। তারই ফল হিসেবে এমপিওভুক্ত।

    উপজেলা শিক্ষা অফিসার কামরুল ইসলাম বলছে নায়কের হাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বেড়েছে শিক্ষার গুণগত মান ও ফলাফল সন্তোষজনক।

  • পানছড়িতে “সাঁওতাল গণপাঠাগার” উদ্ভোধন করলেন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক বিজয় দেব

    পানছড়িতে “সাঁওতাল গণপাঠাগার” উদ্ভোধন করলেন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক বিজয় দেব

    মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি।

    আধুনিক সভ্যতার এই যুগে যখন মানুষ ইন্টারনেট এবং অপরাধ সংক্রান্ত পথে ঝুঁকছেন ঠিক তখনই মানুষকে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে বই পড়ার দিকে আকৃষ্ট করে তুলতে গড়ে তোলা হয়েছে সাঁওতাল গণপাঠাগার।

    ৫ আগষ্ট ( শুক্রবার) সকাল ১১ টার সময় পানছড়ি উপজেলার কানুনগো পাড়া এলাকায় একটি অস্থায়ী কক্ষে এলাকার সচেতন ও শিক্ষিত তরুণ তরুণীর উদ্যোগে প্রতিষ্ঠিত এই “সাঁওতাল গণপাঠাগার”
    উদ্ভোধন করেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব।

    উদ্ভোধন কালে আরও উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃইউসুফ,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মোমিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উজ্জ্বল চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা নাছির উদ্দীন,ফাতেমা নগর এলাকার ওয়ার্ড মেম্বার মোঃকাদের,মিলন সাঁওতাল, সাংবাদিক মিঠুন সাহাসহ প্রমুখ।

    এই সাঁওতাল গণপাঠাগার প্রতিষ্ঠার মূল উদ্দোক্তা হিসেবে যারা রয়েছেন আহ্বায়ক মানিক সাঁওতাল,সদস্যসচি আকাশ সাঁওতাল,উপদেষ্টা খোকন সাঁওতাল।এইছাড়াও সদস্য হিসেবে রয়েছেন মিন্টু সাঁওতাল, ফাল্গুনী,রাজন,সুমন,চন্দন, বিশু,রাজু,সুইটি চম্পা সাঁওতাল সহ অনেকে ।

    প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব গণপাঠাগারের সার্বিক সাফল্য কামনা করে বলেন,নতুন প্রজন্মকে বই পড়ায় আগ্রহী করে তুলতে এ গণ পাঠাগার ভূমিকা রাখবে।

    এই সময় তিনি আরও বলেন, জ্ঞানের উৎকর্ষ সাধনে লাইব্রেরী প্রতিনিয়ত কাজ করছে। মাদকমুক্ত ও আলোকিত সমাজ বিনির্মাণে পাঠাগারে বই পড়ার বিকল্প নেই।এতো সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য তিনি সাঁওতাল সম্প্রদায়ের নেতৃবৃন্দদের আন্তরিক ধন্যবাদ জানান।

    সাঁওতাল গণপাঠাগার এর আহ্বায়ক মানিক সাঁওতাল বলেন: পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা ও সমাজের উন্নয়নের লক্ষ্যে এই গণপাঠাগার আত্মপ্রকাশ করেছে।

    তিনি আরও বলেন:সমাজে শিক্ষা ও জ্ঞানের আলো ছড়িয়ে দিতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় এই গণ পাঠাগার এর মাধ্যমে যাত্রা শুরু করা হয়। এই গণপাঠাগার আগামীতে একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠনে ভূমিকা রাখবে বলে আশা করি।

    লাইব্রেরীতে স্থান পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর,কাজী নজরুল ইসলাম,হুমায়ুন আহমেদ,জাফর ইকবাল,শরৎচন্দ্র চট্টপাধ্যযায়,সাঁওতাল সম্প্রদায়ের বিভিন্ন গবেষণামূকল বই,মোটিভেশনমূলক বই সহ দেশে বিদেশের অসংখ্য জ্ঞানী ও গুণীর লেখকের বই।

    জানা যায়,গত চার মাস পূর্বে গণ পাঠাগার প্রতিষ্ঠার জন্য সাঁওতাল সম্প্রদায়ের তরুণ তরুণীদের উদ্যোগে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেই আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ পাঠাগারের বইয়ের জন্য উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব এর মাধ্যমে খাগড়াছড়ি ২৯৮ নং আসনের সাংসদ কুজেন্দ্রলাল ত্রিপুরা বরাবর আবেদন করেন।সেই দরখাস্ত এর পরিপ্রেক্ষিতে তাদের গত মাসে ৪০ হাজার টাকা দেওয়া হয় বই কেনার জন্য।এইছাড়াও পানছড়ি এলাকার তরুণ যুবক হিরণ চন্দ্র দাশ গণ পাঠাগারে ১০টি নতুন বই কিনে দিয়েছেন।

  • ক্ষেতলালে মোবাইল ফোনকে কেন্দ্র করে গৃহবধুর আত্মহত্যা

    ক্ষেতলালে মোবাইল ফোনকে কেন্দ্র করে গৃহবধুর আত্মহত্যা

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

    জয়পুরহাটের ক্ষেতলালে প্রতিবেশীর
    সঙ্গে মোবাইল ফোন নিয়ে ঝগড়ার এক পর্যায় অভিমানে কিটনাশক
    সেবন করে আতহত্যা করেছে এক গৃহবধু। নিহত গৃহবধু পৌর এলাকার
    ভাসিলা গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায়
    পৌর এলাকা ভাসিলা গ্রামে এ ঘটনা ঘটে।
    জানা গেছে, ক্ষেতলাল পৌর এলাকার ভাসিলা গ্রামের আম্বিয়া
    বেগম(৪২), একই গ্রামের সুহেলের স্ত্রী সেলিনা বেগমের সঙ্গে
    কয়েকদিন পূর্বে মোবাইল ফোনকে কেন্দ্র করে ঝগড়া বিবাদ হয়।
    বিষয়টি তার স্বামীকে জানালে কোন ব্যবস্থা না নেওয়ায় গত শুক্রবার
    সন্ধ্যা ৭টায় অভিমান করে তার বাড়ীতে সকলের অজান্তে কিটনাশক সেবন
    করে ছটফট করতে থাকে। চিৎকার শুনে প্রতিবেশীরা বাড়ীতে গিয়ে তার
    এমন অবস্থা দেখে তাকে বাচাঁতে অটো রিক্সা যোগে ক্ষেতলাল উপজেলা
    স্বাস্থ্য নিয়ে গেলে জরুরী বিভাগের ডাক্তার উন্নত চিকিৎসার জন্য
    জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়ার পথে সে মৃত্যুবরণ করে।
    এ বিষয়ে ক্ষেতলাল থানায় একটি ইউডি মামলা হয়েছে।

  • নোয়াখালীর এম এ হাশেম কলেজে  বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    নোয়াখালীর এম এ হাশেম কলেজে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)

    শোকাবহ আগষ্টে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে
    নোয়াখালীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এম এ হাশেম কলেজের উদ্দ্যোগে
    এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ৬ আগষ্ট শনিবার সকালে কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে কলেজের
    সভাপতি, পারটেক্স গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ও সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার টিটোর সভাপতিত্বে ও প্রভাষক মিজানুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কলেজটির অধ্যক্ষ মোজাম্মেল হোসেন ভুঞা।

    উক্ত আলোচনা সভায়
    প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি , বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ফরিদা খানম সাকি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক, বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান
    শাহনাজ বেগম,চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র আক্তার হোসেন ফয়সাল সহ অনেকেই। এসময় উপস্থিত ছিলেন কলেজটির প্রতিষ্ঠাতা ও সাবেক এমপি মরহুম এম এ হাশেম সাহেবের সহধর্মিণী সুলতানা হাশেম, মেজো পুত্র আজিজ আল মাহমুদ মিটো,বড় নাতি আমান, বিভিন্ন ইউপি চেয়ারম্যানগন,
    রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন কলেজ ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, শি্ক্ষক – শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

    বক্তারা বঙ্গবন্ধুর রাজনৈতিক বর্নাঢ্য জীবন ও ১৯৭৫ সালের ১৫ আগষ্টের নির্মম হত্যাকাণ্ডের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।অনুষ্ঠান শেষে ১৯৭৫ সালের ১৫ ই আগষ্টে বঙ্গবন্ধু সহ নিহত সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সকলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

  • সেনবাগে বুকশনারী স্মার্ট লাইব্রেরীর শুভ উদ্বোধন

    সেনবাগে বুকশনারী স্মার্ট লাইব্রেরীর শুভ উদ্বোধন

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)

    বিভিন্ন বয়সী এবং বিভিন্ন শ্রেণি – পেশার মানুষকে বই পড়ায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে,নোয়াখালীর সেনবাগে শুভ উদ্বোধন হলো ব্যতিক্রমধর্মী বুকশনারী স্মার্ট লাইব্রেরী।শুক্রবার বিকেলে উপজেলার সেবারহাট স্কুল মার্কেটের ২য় তলায় বুকশনারী স্মার্ট লাইব্রেরীর প্রতিষ্ঠাতা মেহেদী হাসান নয়নের সভাপতিত্বে, বুকশনারী স্মার্ট লাইব্রেরীর সেবার হাট শাখা প্রধান সাইফুল ইসলাম সৌরভের সার্বিক তত্ত্বাবধানে ও ফিরোজ আলম খাঁনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭ নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আলম রিগ্যান।

    এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজের অধ্যক্ষ নুরুল আলম সবুজ,বালিয়াকান্দী ডিগ্রি কলেজের প্রভাষক রবিউল হাসান,প্রভাষক আজিম উদ্দিন লিটন,ইউপি সদস্য হাসিনা আক্তার, শের ই বাংলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুল হক,ডাঃ জোবায়ের, ছাত্রলীগ নেতা জাহিদ হোসেন ভুঞা, ছাত্রলীগ নেতা নুর আরিফ, ব্যবসায়ী নেতা সোহেল, মাষ্টার সিদ্দিকুর রহমান সহ অনেকেই।
    আলোচনা সভা শেষে কেক কেটে বুকশনারী স্মার্ট লাইব্রেরীর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চেয়ারম্যান ফিরোজ আলম রিগ্যান। এসময় লাইব্রেরীর উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

  • ফখরুলের দায়িত্ব হস্তান্তর, ডাঃ কে আর ইসলাম ও মোশাররফ জাপার নতুন সভাপতি-সম্পাদক

    ফখরুলের দায়িত্ব হস্তান্তর, ডাঃ কে আর ইসলাম ও মোশাররফ জাপার নতুন সভাপতি-সম্পাদক

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহে জেলা জাতীয় পার্টির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ই আগস্ট) বেলা ১১টায় ময়মনসিংহের সুন্দর মহলস্থ জেলা জাপার কার্যালয়ে জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা ডাঃ কে আর ইসলাম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ, জেলা জাপার সহ-সভাপতি এডভোকেট আব্দুল গফুর, এডভোকেট সোহরাব আলী, এডভোকেট আব্দুল বারী, এডভোকেট রফিকুল ইসলাম, এডভোকেট আব্দুল কাইয়ুম, ইদ্রিস আলী, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দেলোয়ার হোসেন কামাল চেয়ারম্যান, আফজাল হোসেন হারুন, হাফিজুর রহমান মাস্টার। জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মোশাররফ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মাঝে জেলা, মহানগর ও উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আলোচনা সভায় জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এমপি মহোদয়ের যে চিঠিটি দিয়েছিলেন, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান ও মহাসচিব বরাবর, সে বিষয়ে সর্বসম্মতিক্রমে সভায় গৃহীত হয় এবং জাতীয় পার্টির ময়মনসিংহ বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ফকরুল ইমাম এমপি মহোদয় তা সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছেন। এসময় বিদায়ী সাধারণ সম্পাদক, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি বলেন, নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে এই জেলা কমিটি ময়মনসিংহ জেলা জাতীয় পার্টিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করবে বলে আশাবাদ ব্যক্ত করে তার পক্ষ থেকেও সকল ধরনের সহযোগীতা অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন।

    সভায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আহমেদ বলেন, আমরা আমাদের প্রিয় নেত্রী, ময়মনসিংহের মহিয়সী নারী জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরো এগিয়ে নিতে চাই, আমরা সহিংস রাজনীতি চাই না, আমরা চাই শান্তি। পল্লীবন্ধু এরশাদ এর আদর্শ বাস্তবায়নে জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা আমাদের যে গ্রিন সিগন্যাল দিয়েছেন মাঠে কাজ করার জন্য, তার বার্তা নিয়ে এসেছি আপনাদের কাছে। তিনি বলেছেন সংগঠনকে শক্তিশালী করতে গেলে পতে অনেক বাধা আসবে, তাদেরকে প্রতিহত করতে হবে। তাহলেই জাপা শক্তিশালী অবস্থান তৈরী করবে। তিনি বলেন, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা উনার অসুস্থতার জন্য ময়মনসিংহে দলের সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নতুন নেতৃত্ব দিয়েছেন। তাদের নেতৃত্বে আগামী দিনে জেলা জাতীয় পার্টির কার্যক্রম চলবে। তার তার সিদ্ধান্তকে সকলে মেনে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করবো এবং সকলকেই বিরোধী দলীয় নেতার এই আদেশ মেনে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাঁধেকাঁধ রেখে কাজ করা আহবান জানান।

    এসময় তিনি জাতীয় পাটির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ এমপি স্বারিত পত্রে তাঁর অনুপস্থিত কালীন সময়ে জৈষ্ঠ্যতার ভিত্তিতে ময়মনসিংহ জেলা জাতীয় পাটির সহ-সভাপতি ডা: কে আর ইসলামকে সভাপতি পদে ও সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মোশাররফ হোসেনকে সাধারন সম্পাদক পদে ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির দায়িত্ব পালন করবেন বলে উপস্থিত সকলকে অবগত করেন।

    সভা শেষ পর্যায়ে বিদ্যুৎ চলে যাওয়ায় মাইক বন্ধ হয়ে যায়। অপরদিকে সুন্দর মহল গেইটের বাহিরে ছাত্র সামজের কয়েকজন বাকবিতন্ডায় জড়ায়। অবশেষে সভার সভাপতি ডা: কে আর ইসলাম সকলকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্ত ঘোষণা করেছেন। কয়েকজন নেতাকর্মী বক্তৃতা দিতে না পারায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এদিকে নতুন সভাপতি ডা: কে আর ইসলাম, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনকে বিভিন্ন ব্যক্তি সংগঠন অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন।

    এদিকে সভা শেষে জাতীয় ছাত্র সমাজ ময়মনসিংহ জেলা শাখা নেতৃবৃন্দের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়, যা সভা স্থলের বাহিরে কিন্তুু একটি কুচক্রী মহল, প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এটিকে বড় করার চেষ্টা করছেন, ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, জেলা জাতীয় পার্টির সভাপতি ড,কে আর ইসলাম সাহেব ও সাধারণ সম্পাদক জনাব মোশারফ হোসেন সাহেব তারা জেলা কমিটির কাউকে দায়িত্ব দেয় নাই এই প্রেস বিজ্ঞপ্তি দেয়ার জন্য এবং জেলা কমিটির সিনিয়র নেতৃবৃন্দের নির্দেশনা নিয়ে যারা প্রেস বিজ্ঞপ্তি দিচ্ছেন তাদের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন জেলা জাতীয় পার্টির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।

  • সাংবাদিক নির্যাতন, হত্যা, মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে আমতলীতে মানববন্ধন

    সাংবাদিক নির্যাতন, হত্যা, মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে আমতলীতে মানববন্ধন

    মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
    সারাদেশে সাংবাদিক নির্যাতন, হত্যা-মামলা ও গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি’র অংশ হিসেবে আজ বিকেল ৫টায় বরগুনার আমতলীতে সংগঠনের এর উপজেলা শাখা কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে উপস্থিত সকলে ক্ষোভ প্রকাশ করে বলেন, সম্প্রতি লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম রসুল কর্তৃক বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির যুগ্ম মহাসচিব নুর আলমগীর অনুর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমুলক মামলা সহ দেশের বিভিন্ন স্হানে সাংবাদিক নির্যাতন,হত্যা ও হয়রানি মূলক মিথ্যা মামলার নিন্দা জানিয়ে এসব বন্ধ সহ বিএমএসএস এর যুগ্ন মহাসচিব নুর আলমগীর অনুর নামে মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার জোর দাবি জানান।

    বিএমএসএস এর উপজেলা শাখার কার্যালয়ের সামনে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন,আমতলী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক ভোরের কাগজের আমতলী-তালতলী উপজেলা প্রতিনিধি হারুন অর রশীদ,বিশিষ্ট সমাজ সেবক আমিনুল ইসলাম সোহেল তালুকদার,বিএমএসএস এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাইফুল্লাহ নাসির,রাজনৈতিক ব্যাক্তিত্ব ফিরোজ বিশ্বাস, আমতলী সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধি রিপন মুন্সি,বাংলার ঐতিহ্য এর বরগুনা জেলা প্রতিনিধি টি,এম রেদওয়ান বায়েজীদ,দৈনিক প্রভাতী খবরের উপজেলা প্রতিনিধি এইচ,এম,রাসেল,যুব রেড ক্রিসেন্ট আমতলী উপজেলা শাখার দলনেতা মোঃ আবু তাহের প্রমুখ।

  • লালমনিরহাটে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার

    লালমনিরহাটে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার

    মো.হাসমত উল্ল্যাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার ৫নং চন্দ্রপুর, ইউনিয়ন নওদাবাস ০৯ নং ওয়ার্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য ১৫০বোতল ফেন্সিডিল উদ্ধার করেন কালীগঞ্জ থানার পুলিশ।

    লালমনিরহাটের কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)এ টি এম গোলাম গোলাম রসুল, আই জিপি ব্যাজ প্রাপ্ত এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ নুরুজ্জামান, ও সঙ্গীয় ফোর্স সহ কালীগঞ্জ থানাধীন ৫নং চন্দ্রপুর, ইউনিয়নের ইউনিয়নের নওদাবাস ০৯ নং ওয়ার্ড মৌজাস্থ বাদীর বসত বাড়ী হইতে ১৫০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় আসামীরা পুলিশের উপস্থিতির টের পেয়ে মোঃ জাহাঙ্গীর আলম, সুকৌশলে পালিয়ে যায়।পলাতক আসামীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়।মামলা নাম্বার নং -০৪ ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৪(গ) রুজু করা হয়।

    কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) এ টি এম গোলাম গোলাম রসুল, আই জিপি ব্যাজ প্রাপ্ত, জানান গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার ৫নং চন্দ্রপুর ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ১৫০বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করেন কালীগঞ্জ থানার পুলিশ।

    হাসমত উল্ল্যাহ।।