Category: দেশজুড়ে

  • যাত্রীবাহী মর্নিংসান লঞ্চের সাথে ব্লাকহেডের ধাক্কায় নিখোঁজ এক ব্যাক্তির লাশ উদ্ধার

    যাত্রীবাহী মর্নিংসান লঞ্চের সাথে ব্লাকহেডের ধাক্কায় নিখোঁজ এক ব্যাক্তির লাশ উদ্ধার

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় যাত্রীবাহী মর্নিংসান -৯লঞ্চ ও ইফতি+রিজভী নামক বালু বোঝাই বাল্কহেডের ধাক্কায় ডুবে যাওয়া নিখোঁজ দুইজনের মধ্যে বাল্কহেডের হেড মিস্ত্রী আবুল কালাম (৫২)র বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের মসজিদ বাড়ি সংলগ্ন ৯ আগস্ট মঙ্গলবার সকাল ১০টা ১৫ মিঃএর সময় সন্ধ্যা নদী থেকে লাশ উদ্ধার হয়। এখনও নিখোঁজ আছে চালক মিলন(৪০).উভয় ব্যক্তিদের ঠিকানা স্বরূপকাঠি নান্দুহার গ্রামের। গতকাল থেকে স্বরূপকাঠির ৪ ডুবুরী উদ্ধার তৎপরতা চালায়।আবির আনোয়ারের নেতৃত্বে লাশ উদ্ধার করে জহিরুল ইসলাম। এছাড়াও গতকাল থেকে বানারীপাড়ার ফায়ার সার্ভিসের আনোয়ার টিম লিডারের নেতৃত্বে নয় জন উদ্ধার কার্যক্রম চালায়। এদিকে আবুল কালামের লাশ শনাক্ত করেন তার সুমুন্ধী মোঃ ইউসুফ আলী ও তার ভাই মোঃ জামাল । লাশ শনাক্ত কারী উভয়েই সাংবাদিক ও প্রশাসনের কাছে বলেন কালামের পরিবারের অবস্থা খুবই অসচ্ছল। তার ৩ মেয়ে ১ ছেলে রয়েছে। পরিবারের খরচ চালানোর মত কেউ নেই।তাই আপনারা তার পরিবার কিভাবে থাকতে পারে সেদিকে লক্ষ্য রাখবেন। এদিকে লাশ উদ্ধারের ঘটনা শোনা মাত্রই তৎক্ষণাৎ ছুটে যান বানারীপাড়ার উপজেলা নির্বাহী অফিসার জনাব রিপন কুমার সাহা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাসুদ আলম চৌধুরী,ওসি তদন্ত মোঃ জাফর আহমেদ সহ থানার অনেক কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন বাল্কহেডের মালিক হাবিবুল্লাহ। তাদের উপস্থিতিতে মসজিদ বাড়ীর স্থানীয় জনতা ক্ষোভের সাথে জানান, রাতের আঁধারে বালু কাটার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।তাই আমরা এ ব্যাপারে সঠিক নিয়ম কানুন জানতে চাই। এ বিষয়ে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা বলেন, বিকেল ৫টার পর থেকে কেউ বালু কাটতে পারবেনা ,তা সম্পূর্ণ নিষিদ্ধ বেআইনী। এরপর ও যদি কেউ নিয়মের বাইরে যায় আমাদের জানাবেন আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এছাড়াও তিনি আরো বলেন লঞ্চ ও বাল্কহেডের দুর্ঘটনা সম্পর্কে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য ভান্ডারিয়া থেকে ছেড়ে আসা ঢাকার উদ্দেশ্যে যাত্রীবাহী লঞ্চ মর্নিংসান_৯ এর সাথে একটি বাল্কহেড জাহাজের সংঘর্ষ হয়ে বাল্কহেডটি ডুবে যাওয়ায় দুজন নিখোঁজের খবর পাওয়া গেছে। বরিশালের বানারীপাড়ায় ০৮আগস্ট সোমবার মর্নিংসান-৯ লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে রাত আনুমানিক ৮ টার দিকে বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের কালিবাজার নামক স্থানে একটি বাল্কহেডের সাথে লঞ্চের ধাক্কা লেগে বাল্কহেডটি ডুবে যাওয়ায় লঞ্চের তলা ফেটে নিচের অংশ ফুটা হয়ে গিয়ে লঞ্চে পানি ঢোকা শুরু করে ।এই অবস্থায় লঞ্চে থাকা যাত্রীদের মাঝে আতঙ্ক শুরু হয়। তৎক্ষণাৎ লঞ্চটি উজিরপুরের চৌধুরীর হাট ঘাটে নোঙ্গর নেয়া হয়।এ বিষয়ে মর্নিংসান লঞ্চের সুপারভাইজার আব্দুল আলিম মুঠো ফোনে ঘটনা সত্যতা স্বীকার করে বলেন আমরা বানারীপাড়া ছেড়ে যাওয়ার পথে কালিবাজার থেকে একটু সামনে নদীর মাঝ খানে আমাদের মাস্টার একটি বাল্কহেড দেখতে পান । মাস্টাররা মাইকিং করেন ও আলো জ্বালিয়ে সংকেত জানান।কিন্তু বাল্কহেড নিয়ন্ত্রণ না থাকার কারণে এই দুর্ঘটনা ঘটে। তিনি আরো বলেন, আমাদের জানা মতে আইন অনুযায়ী বিকেল ৫ টার পর কোন বাল্কহেড নদীতে চলাচল বেআইনী।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

  • বরগুনার তালতলীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

    বরগুনার তালতলীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

    মংচিন থান, বরগুনা প্রতিনিধি :
    বরগুনার তালতলীতে ৯ আগষ্ট মঙ্গলবার আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। আদিবাসী দিবস উদযাপন কমিটির আয়োজনে “ঐতিহ‍্যগত বিদ‍্যা সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারী সমাজের ভূমিকা ” প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০টায় রাখাইন সম্প্রদায়ের নারী ও পুরুষ মিলে বিশাল এক র‌্যালী শহর প্রদক্ষিন শেষে তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শেষ হয়। বিদ্যালয়ের হল রুমে মি:মংথিনজো এর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন, রাখাইন সমাজ উন্নয়ন সাংস্থার সিনিয়র সহ-সভাপতি মি:মং তাহান। সভায় বক্তব্য রাখেন,উপজেলার ভাইস -চেয়ারম্যান মো: মোস্তাফিজুর রহমান মোস্তাক, সমাজ সেবক ইউপি সদস্য মো: নজরুল ইসলাম লিটু, তালতলী প্রেসক্লাবে সভাপতি মো:গোলাম কিবরিয়া,তালতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: আব্দুল :মান্নান মাষ্টার, তালতলী উপজেলার পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মি:রতন কুমার বিশ্বাস, রাখাইন সমাজ উন্নয়ন সংস্থা সাধারণ সম্পাদক মি:মংচিন থান,এডভোকেট মি:মংথান,সাবেক ইউপি সদস্য মো:আব্দুল ছালাম, মি:চানমং ও মিসেস :এমেন
    প্রমুখ।
    এ সময় বক্তারা সরকারের কাছে জাতিসংঘ ঘোষিত ৯ আগষ্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা ।সমতলের আদিবাসীদের জন্য আলাদা ভূমি কমিশন, রাখাইন ছাত্র-ছত্রীদের জন্য রাখাইন ভাষা শিক্ষার ব্যাবস্থা, তাদের সংস্কৃতির সংরক্ষণ ও সংস্কারের জন্য তালতলীতে রাখাইন বৌদ্ধকৃষ্টি একাডেমি পূনঃ প্রতিষ্ঠা,রাখাইনদের প্রতি মিথ্যা মামলার দ্রুতগতিতে প্রত্যাহারের দাবি,রাখাইনদের ভূমি ও সাংস্কৃতিক ঐতিহ্য বিপর্যয় সৃষ্টিকারীদের শাস্তির বিধান রাখার দাবি জানান, অনুষ্ঠান শেষে রাখাইন শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।#

  • মাত্র দুই বছরের শিশু রিহানের ধ্যান জ্ঞান জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

    মাত্র দুই বছরের শিশু রিহানের ধ্যান জ্ঞান জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

    রক্সী খান মাগুরা প্রতিনিধি ঃস ্বাধীন বাংলার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রতিটি বাঙালিই যাকে ভালোবাসে, কিন্তু এ যেন এক বিরল ঘটনা মাত্র দুই বছর বয়সেই বঙ্গবন্ধুর প্রতি এতো ভালোবাসা।

    দেশের কয়েক কোটি শিশুর মধ্যে এ শিশুটি যেন সত্যিই একেবারেই অন্য রকম। বঙ্গবন্ধু সম্পর্কে জেনে তাকে ভালোবাসা এক রকম, কিন্তু একটা দুধের শিশু বঙ্গবন্ধুর সাথে যার কোনো রক্তের সম্পর্কই নেই তাও তাকে পাগলের মত ভালোবাসে যা সত্যিই অবাক হওয়ার মতো ঘটনায় বটে। শিশুটির নাম আদিল আহনাফ রিহান। যার বয়স মাত্র ২ বছর ৪ মাস। বাড়ি মাগুরা শহরের মোল্যা পাড়ায়।

    শিশুটির মা সুলতানা ইয়াসমিন সোনিয়া জানান,মাত্র ৮ মাস বয়স থেকেই শিশু রিহান যে কিনা বঙ্গবন্ধু কে ছাড়া কিছুই বোঝে না। যাকে সে ডাকে ‘নানা’ বলে। নানার ছবি বুকে না জড়িয়ে ধরলে তার ঘুম আসেনা। খেলনা রেখে যে সময় কাটায় বঙ্গবন্ধুর ছবি নিয়ে। সকাল থেকে রাত অবধি কেবল নয়, মাঝরাতেও কেঁদে ওঠে নানার জন্য।

    ওর বয়সী বাচ্চারা যেখানে মোবাইল কিংবা টিভিতে কার্টুন, ছড়া গান দেখে, সেখানে এই শিশুটি শুধু দেখে শেখ মুজিবুর রহমান কে নিয়ে গান প্রামান্যচিত্র। দিনে শতবার নানাকে আদর করে। বঙ্গবন্ধুর রক্তাক্ত ছবি দেখে আবেগাপ্লুত হয়ে পড়ে, বলতে থাকে” ইশ নানা ব্যথা পেয়েছে, আল্লাহ নানাকে মাফ করে দাও”। রিহানের ঘরের সব দেয়াল জুড়ে কেবল বঙ্গবন্ধুর ছবি, ব্যানার, পোস্টার। কোথাও শেখ মুজিবের ছবি দেখলে না নেওয়া পর্যন্ত শান্ত হয়না। তার সংগ্রহে রয়েছে বঙ্গবন্ধুর অসংখ্য বই, ছবি, ব্যানার, পোস্টার, ক্রেস্ট, মগ সহ বঙ্গবন্ধুর ছবি সংবলিত অনেক কিছু।

    বঙ্গবন্ধুর জন্য এত পাগল তাই রিহানকে তার পরিবার সম্প্রতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিয়ে গিয়েছিল। সেখানে গিয়েও দর্শনার্থীদের মনোযোগ কেড়ে নিয়েছিল এই শিশুটি। বঙ্গবন্ধুর সমাধির রেলিং আকড়ে ধরে রেখেছিল। পরিবারের সব সদস্যরা বুঝিয়েও তাকে আনতে পারছিলো না। একটা কথায় বার বার বলছিল, “নানা ব্যথা পেয়েছে, নানা এখানে ঘুমিয়ে আছে”।

    রিহানের দাদা মোঃ শরিফুল ইসলাম ও নানা মোঃ সুলতান শেখ দুজনই মুক্তিযোদ্ধা। বাবা শাহরিয়া নেওয়াজ পেশায় ব্যবসায়ী এবং মা সুলতানা ইয়াসমিন সোনিয়া বিসিএস (সাধারন শিক্ষা) ক্যাডারের একজন কর্মকর্তা।

    এই শিশুটি কেবল বঙ্গবন্ধু নয় এ দেশের পতাকা ও জাতীয় সংগীতও খুব পছন্দ করে। পতাকা দেখলে খুশিতে আত্মহারা হয় উঠে। দেশের প্রতিটি শিশুই বড় হয়ে দেশপ্রেমিক হয়ে উঠুক এমনটিই প্রত্যাশা।

    রক্সী খান,মাগুরা।

  • পাইকগাছা এস এস সি পরিক্ষার্থী লোহার রড ও ছুরিকাঘাতে আহত

    পাইকগাছা এস এস সি পরিক্ষার্থী লোহার রড ও ছুরিকাঘাতে আহত

    পাইকগাছা (খুলনা)প্রতিনিধি।।
    পাইকগাছা সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে এস এস সি পরিক্ষার্থী প্রাইভেট পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তরা লোহার রড ও ছুরিকাঘাত করে আহত করেছে। ঘটনাটি রোববার রাত ৮ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে। এলাকাবাসি আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা খারাপ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
    আহতের পিতা কেষ্টপদ মন্ডল জানান, আমার ছেলে রুদ্র মন্ডল এবার এস এস সি পরিক্ষার্থী। গত রোববার রাত ৮ টার দিকে হাফিজ স্যারের কাছে পড়তে যাচ্ছিলো। পথে মধ্যে হাসপাতালের নিকট পৌছালে মটর সাইকেল যোগ ৩ জন ছেলে এসে আকশিক রড দিয়ে মাথায় বাড়ি দেয়। এ সময় সে পড়ে গেলে ছুরি দিয়ে আঘাত করতে গেলে গলায় ও কোমরে লাগে। তার ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে তারা পালিয়ে যায়। এলাকার লোকজন তাকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। আহত অবস্থা খারাপ হওয়ায় কর্ত্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পাইকগাছা থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান জানান, বিষয়টি শুনেছি, এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছায় তিনদিন ব্যাপী ফল মেলার উদ্বোধন

    পাইকগাছায় তিনদিন ব্যাপী ফল মেলার উদ্বোধন

    পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।
    “বছর ব্যাপী ফল চাষে অর্থ পুষ্টি দুই-ই আসে” প্রতিপাদ্যে পাইকগাছায় তিনদিন ব্যাপী ফল মেলার উদ্বোধন হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে অনুষ্ঠিত ফল মেলার উদ্বোধন ও বিভিন্ন ফলের স্টোল পরিদর্শন করেন, খুলনা ৬ (পাইকগাছা-কয়রা)’র জাতীয় সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সহকারী কমিশনার ( ভূমি) এম. আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, ওসি তদন্ত মোঃ রফিকুল ইসলাম। কৃষি সাম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে
    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন, সম্প্রসারণ কর্মকর্তা, মোঃ মুনিরুল হুদা, মোঃ শাহাজান আলী, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা পলাশ কান্তি রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ডল্টন রায়, দেবদাস রায়, মোঃ বিল্লাল মোড়ল, তোফায়েল আহম্মেদ, মোঃ সরাজ উদ্দীন মোড়ল, অমিকা অধিকারী, মোঃ মফিজুর রহমান, মোঃ ইনামুল হক, মোঃ আফজাল হোসাইন, মোঃ ফকির তৈয়েবুর রহমান মিঠু প্রমূখ।

  • প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে পকেটমার আরেক আসামি গ্রেফতার

    প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে পকেটমার আরেক আসামি গ্রেফতার

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় সাংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ কপিলমুনি বধ্যভূমি পরিদর্শন কালে পকেটমার আরেক আসামী ইসমাইলকে পুলিশ গেফতার করেছে। সোমবার সকালে রুপসা থানার সহতায় পাইকগাছা থানার উপ-পুলিশ পরিদর্শক তাকবির হোসেন ও সুকান্ত কর্মকার তাকে আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের চান্দুয়া সরদারেরর ছেলে ইসমাইল সরদার (৫৫)। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক তাকবির হোসেন জানান, এর আগে ইসাক শেখের গ্রেফতারের পর তার স্বীকারোক্তিতে ইসমাইল সরদারকে রুপসা বাস্টান্ড এলাকার বড়বাড়ি খাল পাড় ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। সে ইসাক শেখের সাথে পকেট কাটার কথা স্বীকার করেছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, উন্নত প্রযুক্তি ব্যবহার করে পকেটমার সঙ্গবদ্ধ চক্রকে ধরা হয়েছে। তাদের সাথে যারা রয়েছে সবগুলোকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। সোমবার দুপুরে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে আটক ব্যক্তিকে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • পাইকগাছায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী পালিত

    পাইকগাছায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী পালিত

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল, সেলাইমেশিন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে প্রথমে উপজেলা পরিষদ চত্ত্বরস্থ বঙ্গবন্ধু স্বাধীনতা ও একুশে ম স্থ “বঙ্গমাতা”র প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে উপজেলা পরিষদ মিলনাতনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান মালায় প্রধান অতিথি ছিলেন, খুলনা ৬ (পাইকগাছা-কয়রা)’র জাতীয় সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপস্থাপনা করেন, সহকারী কমিশনার ( ভূমি) এম. আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ,ওসি তদন্ত মোঃ রফিকুল ইসলাম। এসময়ে বীর মুক্তিযোদ্ধা রনজিৎ সরকার, কর্মকর্তাবৃন্দ টিপু সুলতান, বিদ্যুৎ সাহা, পারভিন আক্তার বানু, সরদার আলী আহসান, মনিরুজ্জামান, বেনজির আহমেদ, অধ্যক্ষ মিহিরবরণ মন্ডল ও রবিউল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ খালেকুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন, প্রেমানন্দ রায়,বিপ্লব বৈদ্য, মৃদুল দাশ, ঈমান উদ্দিন, আব্দুল ওহাব, গোবিন্দ দে সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলওয়াত এবং দোয়া পরিচালনা করেন, হাফেজ মাওলানা শামছুদ্দীন আহমাদ। সভাশেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার, উপকারভোগীদের সেলাইমেশিন দেওয়া হয়

  • সুজানগরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার জন্মবার্ষিকী পালিত

    সুজানগরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার জন্মবার্ষিকী পালিত

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সুজানগর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.মর্জিনা খাতুন ও থানার ওসি আব্দুল হাননান। স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেন। আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা সানজিদা মুজিব, উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, সুজানগর এন এ কলেজের সহকারী অধ্যাপক আবুল হাশেম,শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, সুজানগর উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার,উপজেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সরদার আব্দুর রউফ,সদস্য মাহমুদুজ্জামান মানিক, বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর পৌর শাখার সভাপতি ফেরদৌস আলম ফিরোজ,সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, আ.লীগের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিগণ, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে প্রশিক্ষণপ্রাপ্ত অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • বীরগঞ্জে শিশুর প্রতি সহিংসতা  বন্ধে দিনাব্যাপী কর্মশালা

    বীরগঞ্জে শিশুর প্রতি সহিংসতা বন্ধে দিনাব্যাপী কর্মশালা

    দিনাজপুর প্রতিনিধি – শিশুদের প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধে (বাল্য বিবাহ, শারিরিক সহিংসতা, শিশু শ্রম) বিদ্যালয় ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে আলোচনার মাধ্যমে রিপোর্টিং ও সাড়া প্রদান পদ্ধতি প্রতিষ্ঠা বিষয়ক দিনব্যাপী কর্মশালা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার সকালে উপজেলার মোহনপুর ইউনিয়নের মাটিয়াকুড়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

    মাটিয়াকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রুহুল আমীন, মোহন ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ ফরজ আলী, ধর্মীয় নেতা কারী মোঃ নজরুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বীরগঞ্জ এপি এর প্রোগাম অফিসার সাধন দাস, অনিন্দিতা কুন্ডু, চাইল্ড পোক্টেশন অফিসার গোল্ডেল সরকারসহ মোহনপুর ইউনিয়নের মাটিয়াকুড়া উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যব অন্যান্য শিক্ষকবৃন্দ, ইউনিয়ন পরিষদ প্রতিনিধি, গ্রাম উন্নয়ন কমিটির প্রতিনিধি, ছাত্রছাত্রী, অভিভাবক প্রতিনিধি ও ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তাবৃন্দ।

    কর্মশালার মুল আলোচনার বিষয়বস্তু ছিল বিদ্যালয় পর্যায়ে শিশু সুরক্ষা রিপোর্টিং ও সাড়া প্রদান পদ্ধতি প্রতিষ্ঠা। আলোচনায় শিশু সুরক্ষার উপর গুরুত্বারোপ করা হয় ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়। সকলের সমন্বয়ের মাধ্যমে কর্ম পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ গৃহিত হয় যা শিশু কল্যাণে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

    ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বীরগঞ্জ এপি, শিশু কল্যাণার্থে অংশীদারদের সমন্বয়ে বীরগঞ্জ কর্ম এলাকায় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শিশুদের প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধে (বাল্য বিবাহ, শারিরিক সহিংসতা, শিশু শ্রম) বিদ্যালয় ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে শিশু সুরক্ষা রিপোর্টিং ও সাড়া প্রদান পদ্ধতি প্রতিষ্ঠা বিষয়ক কর্মশালার আয়োজন করে।

    মোঃ নাজমুল ইসলাম (মিলন)

    দিনাজপুর প্রতিনিধি।

  • খোকাকে জাতির জনক করার অন্যতম কারিগর বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব  – মনোরঞ্জন শীল গোপাল এমপি

    খোকাকে জাতির জনক করার অন্যতম কারিগর বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব – মনোরঞ্জন শীল গোপাল এমপি

    দিনাজপুর প্রতিনিধি – দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বাঙালির অহংকার, নারী সমাজের প্রেরণার উৎস। শৈশব থেকেই তিনি ছিলেন সাহসী ও দৃঢ়চেতা। যেকোনো সংকটে অসিম সাহসিকতা, দূরদর্শিতা, বিচক্ষণতা দিয়ে বঙ্গবন্ধুকে বরবার সাহস যুগিয়েছেন বঙ্গমাতা। বাংলাদেশের স্বপ্নের সোনালী ভোরে জেগে ওঠা একজন সংগ্রামী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। তাঁর নাম বাঙালি ও বাংলাদেশের ইতিহাসের সঙ্গে অবিচ্ছেদ্য। যার অপরিসীম ত্যাগ ও সংগ্রামের কাছে বাংলাদেশ ঋণী। কারণ খোকাকে জাতির জনক করার অন্যতম কারিগর বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব।

    ৮ আগস্ট সোমবার বীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায়, সেলাই মেশিন ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি মনোরঞ্জন শীল গোপাল।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. কামাল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবাদিতা দাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি প্রমুখ।