আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে আগামির নেতৃত্ব ও তরুণ প্রজন্মের গৌরব আলহাজ্ব আবুল বাসার সুজন পৌরসভার নয় নম্বর ওয়ার্ড কালীগঞ্জহাট জামে মসজিদে জুম্মার আদায় ও উপস্থিত মুসল্লীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
জানা গেছে, ৫ আগষ্ট শুক্রবার তানোর পৌরসভার কালীগঞ্জহাট জামে মসজিদে জুম্মার নামাজ আদায়, মসজিদ পরিদর্শন এবং মুসল্লীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় সাংসদের পক্ষ থেকে তিনি মসজিদের উন্নয়নে সার্বিক সহযোগীতার প্রতিশ্রুতি দিয়ে করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলকে সরকারী বিধিনিষেধ মেনে শারীরিক দুরুত্ব বজায় রেখে সকলকে মাস্ক ব্যবহারের জন্য অনুরোধ করেন। এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট ও রোকন সরকার প্রমুখ।
প্রসঙ্গত, বিগত তানোর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করে নির্বাচনের মাঠে প্রচারণায় নেমেছিলেন সুজন। এ সময় তিনি এলাকার বিভিন্ন মসজিদ-মন্দিরের উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করেন। পৌর নির্বাচনে তার বিজয়ী হবার উজ্জ্বল সম্ভবনা সৃষ্টি হয়েছিল তবে মনোনয়ন পাননি। কিন্ত্ত মনোনয়ন বঞ্চিত হলেও তিনি দল, নেতা ও নেতৃত্বের সঙ্গে বেঈমানীও করেননি। স্থানীয় সাংসদের পক্ষ থেকে তিনি ব্যক্তিগত তহবিলের অর্থ খরচ করে নেতাকর্মীদের নিয়ে নৌকার পক্ষে ভোট করেছেন। তিনি ভুলে যাননি তার দেয়া প্রতিশ্রুতির কথা। অথচ যেখানে ভোটের মাঠে নানা প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়ে অধিকাংশ জনপ্রতিনিধি সেই কথা ভুলে গেছে, সেখানে সুজন ব্যতিক্রম-এর মাধ্যমে প্রমাণ হয়েছে সুজন জনসেবার জন্যই রাজনীতিতে সম্পৃক্ত হয়েছে। আর সাধারণ মানুষ বলছে, এখন তারা বুঝতে পারছেন সুজনকে হারিয়ে কি ভুল করেছেন। পৌরবাসীর অভিমত তারা রাজনীতি বোঝে না আগামিতে যেকোনো মুল্য সুজনকে পৌর মেয়রের চেয়ারে বসাতে চাই।#
Category: দেশজুড়ে
-
তানোরে সুজনের সৌজন্য সাক্ষাৎ
-
ঝিনাইদহের মহেশপুরে কপোতাক্ষ নদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু।
শহিদুল ইসলাম ঝিনাইদহ মহেশপুর থেকেঃ-
ঝিনাইদহের মহেশপুরে কপোতাক্ষ নদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শক্রবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শিশুরা হলো মহেশপুর শহরের পশু হাসপাতাল পাড়ার ফারুক হোসেনের ছেলে জীম (১৪) ও রহমত আলীর ছেলে সাব্বির হোসেন (৯) সম্পর্কে তারা চাচাতো ভাই।
মহেশপুর ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার আব্দুস সোবহান জানান, শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের কপোতাক্ষ নদে গোসল করতে যায় ওই দুই শিশু। সেসময় অন্যদের সঙ্গে নৌকায় ঘুরছিল তারা। এক পর্যায়ে নৌকা উল্টে গেলে অন্যরা তীরে উঠলেও জীম ও সাব্বির নিখোঁজ হয়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের মৃতদেহ উদ্ধার করে। পরে আছর বাদ নামাজে জানাযা শেষে মহেশপুর ময়দানের কবরস্থানে তাদেরকে দাফন করা হয়েছে। এমন ঘটনায় মহেশপুর শহরের সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া বইছে। -
বাবুগঞ্জে জমি সংক্রান্ত জের ধরে প্রবাসির স্ত্রীর উপর হামলা
নাসির উদ্দিন।।
বাবুগঞ্জে জমি সংক্রান্ত জেরে প্রতি পক্ষ প্রবাশির স্ত্রী উপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।।ঘটনাটি বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের রমজান কাঠি গ্রামের প্রবাসী শাহিন মোল্লার স্ত্রী মায়া বেগমের বেলায়।
প্রবাসির পুত্র মামলার বাদী তৌকির জানায় আমার একই বাড়িতে বসাবসরত আমার আপন চাচা নজরুল ইসলাম দীর্ঘ দিন ধরে আমাদের জমিজমা জোর পূর্বক ভোগদখল করে আসছে।
চাচা নজরুলের অত্যাচার সহ্য করতে না পেরে আমি আমার মাকে নিয়ে পাশ্ববর্তী উজিরপুর উপজেলার শিকারপুর বাসা ভারা করে দীর্ঘদিন যাবত বসাবাস করে আসছি।
কিন্তু গতকাল বৃহস্পতিবার ৪ জুলাই আমার মা মায়া বেগম আমার বাবার বারি রমজানকাঠিতে গিয়ে আমাদের নারিকেল গাছের নারিকেল পারায় বাধাঁ সৃস্টি করেন চাচা নজরুল গং রা।
এবং অকথ্য ভাষায় মাকে গালমন্দ করে। প্রতিপক্ষ আমার চাচা নজরুল মোল্লা ৪৩, লালু মোল্লা র পুত্র মজনু মোল্লা ৬২ খলিল মোল্লা ৫৩ খলিল মোল্লার পুত্র আরিফ রহমান মিজান ৩২ নারিকেল পারাকে কেন্দ্র করে গতকাল বিকাল ৫ টায় আমার মা মায়া বেগমকে লাঠি সোটা ও কিল ঘুসি দিয়ে মেরে রক্তাক্ত যখম করে তার গলায় থাকা এক ভরি ওজনের স্বর্নের চেইন নিয়ে যায় প্রতিপক্ষ হামলা কারিরা।
স্হানীয়রা আমার মা মায়া বেগমকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।
এ ব্যাপারে প্রতিপক্ষ হামলাকারিদের প্রশাসনের সর্বমহলে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।
-
বরিশালে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত
বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সংস্কৃতি আন্দোলনের অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ ৫ আগস্ট শুক্রবার সকাল ১০ টায় যুব উন্নয়ন অধিদপ্তর, বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসন বরিশাল এর ব্যবস্থাপনায় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার ও জেলা প্রশাসক বরিশালসহ অন্যন্যা দপ্তরের অতিথিরা। পরে জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে অলোচনা সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), এসপি ডিআইজি অফিস বরিশাল মোঃ নুরুল আমীন হাওলাদার, সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ বরিশাল তালুকদার মোঃ ইউনুস, বীর মুক্তিযোদ্ধা কে এস এম মহিউদ্দিন মানিক বীর প্রতীক, এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্রিক বরিশাল প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মোঃ সোহেল মারুফ, উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল মোঃ আব্দুল কাদের, জেলা ক্রীড়া অফিসার বরিশাল মোঃ হুসাইন আহমাদসহ খেলোয়াড় ও সংগঠকবৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে এক আলোচনা সভার মাধ্যমে অতিথিরা শহীদ শেখ কামালের জীবনি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে শহীদ শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর এর পক্ষ থেকে ফলের চারা বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।
-
শেরপুরে পল্লী উন্নয়ন ফাউন্ডেশন আরডিএফ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
মাসুম বিল্লাহ, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে পল্লী উন্নয়ন ফাউন্ডেশন আরডিএফ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৫ আগষ্ট শুক্রবার সংস্থার ধুনটমোড়স্থ প্রধান কার্যালয়ে পল্লী উন্নয়ন ফাউন্ডেশন আরডিএফ এর চেয়ারম্যান আব্দুল মান্নানের সভাপতিত্বে বার্ষিক সাধারণ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক আবু সাঈদ, অর্থ সচিব আতাব্বর রহমান, প্রকল্প পরিচালক আব্দুর রাজ্জাক, সমাজ কল্যান সচিব আইয়ুব আলী, কার্যনির্বাহী সদস্য আব্দুস সালাম, তরিকুল ইসলাম, শাহ জামাল কামাল, শেরপুর শাখা ব্যবস্থাপক তছির উদ্দিন সৈকত, ফিল্ড অফিসার শামীম রেজা, ফরহাদ হোসেন, ইসমাইল হোসেন, চাঁন মিয়া, আল হেলাল প্রমুখ। -
শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু সাধারণ সম্পাদক জুয়েল নির্বাচিত
মাসুম বিল্লাহ, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুর পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের ভোটে সভাপতি পদে শেরপুর পৌরসভার সাবেক মেয়র বাবু স্বাধীন কুমার কুন্ডু ও সাধারণ সম্পাদক পদে পৌর কাউন্সিলর ফিরোজ আহম্মেদ জুয়েল সহ প্যানেলের ৪টি পদের মধ্যে ৩টি তে নির্বাচিত হয়েছে। ৫ আগষ্ট শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত জেলা পরিষদ অডিটোরিয়ামে এই ভোট অনুষ্ঠিত নির্বাচনে ওয়ার্ডের ৬৩৯ জন কাউন্সিলরদের গোপন ব্যালটের সভাপতি পদে স্বাধীন কুমার কুন্ড (দেওয়াল ঘড়ি) পান ৩৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি ভিপি মজনুর রহমান মজনু (আনারস) পান ২০৮ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে ফিরোজ আহম্মেদ জুয়েল (মোরগ) ৩৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দি ভিপি মোস্তাফিজার রহমান নিলু (ফুটবল) পান ২৫০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মামুনুর রশিদ আপেল (রিক্সা) ৩০১ ভোট এবং এ্যাড.আমিনুল ইসলাম শাহীন (আম) ২৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়। -
হবিগঞ্জে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর জন্মবার্ষিকী উদযাপন
হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩ তম জন্মবাষিকী উদযাপন” করা হয়েছে।
শুক্রবার (০৫ আগস্ট) বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা, বহুমাত্রিক ও অনন্য সৃষ্টিশীল প্রতিভার অধিকারী তারুণ্যের দীপ্ত প্রতীক শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা, যুব ঋনের চেক ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অত্র জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব ইশরাত জাহান মহোদয়ের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার মাননীয় পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি মহোদয়।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জনাব নুরুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, হবিগঞ্জ, জনাব এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ, সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ ও জেলার সরকারি/বেসরকারি কর্মকর্তা/কর্মচারীগণ।
সৈয়দ মশিউর রহমান হবিগঞ্জ।।
-
শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক পরীক্ষার্থী
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় স্বপন সেন (২৯) নামে এক পরীক্ষার্থীকে মৌখিক পরীক্ষার সময় আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষক নিয়োগ বোর্ড।বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেলে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। আটক স্বপন সেন পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঙ্গলগাঁও এলাকার কমলাকান্ত সেনের ছেলে।
পুলিশ ও নিয়োগ বোর্ড সূত্রে জানা যায়, এক ব্যক্তিকে ৩০ হাজার টাকায় ভাড়া করে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় স্বপন। কিন্তু বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে মৌখিক পরীক্ষা দিতে গিয়ে হাতের লেখায় মিল না থাকায় ধরা পড়েন তিনি।
জিজ্ঞাসাবাদে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার বিষয়টি স্বীকার করেন তিনি। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
-
র্যাব-৫ এর অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক
স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে দিবাগত রাতে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার খাসবাগুড়ি গ্রামস্থ ফকিরপাড়া মোড়ে অভিযান চালিয়ে ৪ শত ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মিলন আজিজ নামের এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে র্যাব-৫ এর সদস্যরা।
আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ মিলন আজিজ জয়পুুরহাট সদর উপজেলার তেঘরবিশা এলাকার মৃত হেলাল উদ্দিনের ছেলে।
আটককের বিষয়টি নিশ্চিত করে র্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত আসামী স্বীকার করেছে যে সে দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহপূর্বক জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।
পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।
-
আক্কেলপুরে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন
রিদয় হোসেন( সদর জয়পুুরহাট) প্রতিনিধিঃ-
স্বাধীনতার মহান স্থপতি,হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জয়পুরহাটের আক্কেলপুরে আলোচনা সভা,দোয়া মাহফিল ও বৃক্ষ রোপণ কমসুচি পালন করা হয়েছে।
শুক্রবার (০৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী,সাধারণ সম্পাদক আলহাজ্ব আহসান কবীর এপ্লব, উপজেলা সহকারী কমিশনার(ভুমি)মৌসুমি হক,আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক,উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা সুলতানা মলি,আওয়ামী লীগ নেতা হাফিজার রহমান,উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মীর মোঃ আতিকুজ্জামান,উপজেলার বীর মুক্তিযোদ্ধারাসহ আক্কেলপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা বৃন্দ।
অনুষ্ঠিত আলোচনা সভা শেষে মোট ৭৩ টি বিভিন্ন জাতের গাছের চারা রোপন করা হয়।