Category: দেশজুড়ে

  • সাংবাদিক নির্যাতন, হত্যা, মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে আমতলীতে মানববন্ধন

    সাংবাদিক নির্যাতন, হত্যা, মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে আমতলীতে মানববন্ধন

    মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
    সারাদেশে সাংবাদিক নির্যাতন, হত্যা-মামলা ও গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি’র অংশ হিসেবে আজ বিকেল ৫টায় বরগুনার আমতলীতে সংগঠনের এর উপজেলা শাখা কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে উপস্থিত সকলে ক্ষোভ প্রকাশ করে বলেন, সম্প্রতি লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম রসুল কর্তৃক বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির যুগ্ম মহাসচিব নুর আলমগীর অনুর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমুলক মামলা সহ দেশের বিভিন্ন স্হানে সাংবাদিক নির্যাতন,হত্যা ও হয়রানি মূলক মিথ্যা মামলার নিন্দা জানিয়ে এসব বন্ধ সহ বিএমএসএস এর যুগ্ন মহাসচিব নুর আলমগীর অনুর নামে মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার জোর দাবি জানান।

    বিএমএসএস এর উপজেলা শাখার কার্যালয়ের সামনে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন,আমতলী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক ভোরের কাগজের আমতলী-তালতলী উপজেলা প্রতিনিধি হারুন অর রশীদ,বিশিষ্ট সমাজ সেবক আমিনুল ইসলাম সোহেল তালুকদার,বিএমএসএস এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাইফুল্লাহ নাসির,রাজনৈতিক ব্যাক্তিত্ব ফিরোজ বিশ্বাস, আমতলী সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধি রিপন মুন্সি,বাংলার ঐতিহ্য এর বরগুনা জেলা প্রতিনিধি টি,এম রেদওয়ান বায়েজীদ,দৈনিক প্রভাতী খবরের উপজেলা প্রতিনিধি এইচ,এম,রাসেল,যুব রেড ক্রিসেন্ট আমতলী উপজেলা শাখার দলনেতা মোঃ আবু তাহের প্রমুখ।

  • লালমনিরহাটে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার

    লালমনিরহাটে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার

    মো.হাসমত উল্ল্যাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার ৫নং চন্দ্রপুর, ইউনিয়ন নওদাবাস ০৯ নং ওয়ার্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য ১৫০বোতল ফেন্সিডিল উদ্ধার করেন কালীগঞ্জ থানার পুলিশ।

    লালমনিরহাটের কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)এ টি এম গোলাম গোলাম রসুল, আই জিপি ব্যাজ প্রাপ্ত এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ নুরুজ্জামান, ও সঙ্গীয় ফোর্স সহ কালীগঞ্জ থানাধীন ৫নং চন্দ্রপুর, ইউনিয়নের ইউনিয়নের নওদাবাস ০৯ নং ওয়ার্ড মৌজাস্থ বাদীর বসত বাড়ী হইতে ১৫০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় আসামীরা পুলিশের উপস্থিতির টের পেয়ে মোঃ জাহাঙ্গীর আলম, সুকৌশলে পালিয়ে যায়।পলাতক আসামীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়।মামলা নাম্বার নং -০৪ ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৪(গ) রুজু করা হয়।

    কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) এ টি এম গোলাম গোলাম রসুল, আই জিপি ব্যাজ প্রাপ্ত, জানান গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার ৫নং চন্দ্রপুর ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ১৫০বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করেন কালীগঞ্জ থানার পুলিশ।

    হাসমত উল্ল্যাহ।।

  • কালীগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেলে বিতরণ।

    কালীগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেলে বিতরণ।

    মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট।।।

    লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে ৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শেখ কামালের জন্ম বাষিকী উপলক্ষে গরীব- মেধাবী ৮০জন বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের গরিব ও মেধাবি শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেলে বিতরন করা হয়েছে। গত ৫ ই আগস্ট ২০২২ইং শুক্রবার কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ সকল বাইসাইকেল বিতরন করেন রংপুর বিভাগের শ্রেষ্ট ও দুবারের সফল কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ।

    বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ বলেন, আজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ৮০ জন গরিব ও মেধাবি ছাত্র ছাত্রী মধ্যে বাইসাইকেলে পেয়েছেন। অনেক শিক্ষার্থীরা দুরদুরান্ত থেকে হেটে বিদ্যালয়ে যাতায়াত করতে হয়। এখন বাইসাইকেল গুলো পেয়ে তারা নিজে চালিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে পারবে কষ্ট করে আর হাটতে হবে না। আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই শিক্ষা ও স্বাস্থ্য খাতে ৭০% অর্থ বরাদ্দ দিয়ে আসছি। আগামী অর্থবছরে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে বেশির ভাগ অর্থ বরাদ্দ দেয়া হবে বলে জানান তিনি। তিনি আরোও বলেন, শিক্ষা প্রতিষ্টানের অবকাঠামো নির্মান, ওয়াসব্লক, বাই-সাইকেল, সিলিং ফ্যান, উপবৃত্তি, খেলার সামগ্রী, বই সহ বিভিন্ন বরাদ্দ দেওয়ার জন্য চেষ্টা করবো।

    বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান,কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ইশরাত জাহান ছনি,চলবলা ইউ পি চেয়ারম্যান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজু, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা বেগম,কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার,তুষভান্ডার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ,প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম,সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক শিক্ষিকা, গরিব ও মেধাবি শিক্ষার্থী বৃন্দ।

    বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে সাইকেল প্রাপ্তর অনেক শিক্ষার্থীদের বাবা মা জানান আমাদের ছেলে মেয়ে সাইকেল পেয়ে ভীষণ খুশি আমরাও খুশি।আমাদের ছেলে মেয়েরা বিদ্যালয়ে হেটে যাতায়াত করে। সামর্থ্য না থাকায় আমরা সাইকেল কিনে দিতে পারেননি। এবার বিনামূল্যে সাইকেল পেয়ে কষ্ট দুর হলো। এখন বিদ্যালয়ে সাইকেল চালিয়ে সহজে যাতায়াত করতে পারবে।

    হাসমত উল্লাহ।

  • জয়পুুরহাট র‍্যাব-৫ কর্তৃক দুইজন অপহরণকারী আটক সহ এক ভিকটিম উদ্ধার

    জয়পুুরহাট র‍্যাব-৫ কর্তৃক দুইজন অপহরণকারী আটক সহ এক ভিকটিম উদ্ধার

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    জয়পুরহাটে অপহৃত ব্যবসায়ী সোহাগ ওরফে সোহান প্রামানিককে (৩০) উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‌্যাব-৫ এর সদস্যরা। ঐ সময় ২ জন অপহরণকারীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী এই সংস্থাটি।

    এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মাসুদ রানা।

    আটককৃতরা জেলার সদর উপজেলার মোহাম্মদাবাদ ইউনিয়নের তেঘরবিশা গ্রামের আব্দুর রশিদের ছেলে টুটুল হোসেন (২২) এবং একই এলাকার টুটুল মন্ডলের ছেলে তানভির ইসলাম শান্ত (২০) বলে জানা গেছে।

    র‌্যাব জানায়, অপহৃত ব্যবসায়ী সোহাগ ওরফে সোহান প্রামানিক জয়পুরহাট থেকে বাড়ীতে যাওয়ার পথে জোরপূর্বক অপহরন করে অজ্ঞাতনামা সিএনজিতে দ্রুতবেগে অন্যত্র নিয়ে যেতে থাকে এবং তাকে গলায় ছোরা ধরে ১ লক্ষ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তাকে প্রাণ নাশের হুমকী দিতে থাকে অপহরণকারীরা। সেসময়ে অপহৃত সোহাগের চিৎকার চেঁচামেচি শুনতে পায় র‌্যাবের টহল দলের সদস্যরা।

    র‌্যাব-৫ জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মাসুদ রানা ও উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার আমিনুলের নেতৃত্বে দুপুর ১টার দিকে সদর উপজেলার খঞ্জনপুর এলাকার একটি দোকানের থেকে অপহৃত সোহাগ ওরফে সোহান প্রামানিককে উদ্ধারসহ অপহরণকারী টুটুল হোসেন ও তানভির ইসলাম শান্তকে গ্রেফতার করে র‌্যাবের সদস্যরা।

    র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মাসুদ রানা বলেন, অপহৃত সোহাগ ওরফে সোহান প্রামানিক একজন ব্যবসায়ী। অপহরণকারীরা তার কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল।

    পরে ওই আসামীদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রাতেই আইনি প্রক্রিয়া শেষে অপহৃত সোহাগ ওরফে সোহান প্রামানিককে সাধারণ ডায়েরি (জিডি) মূলে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

  • টাঙ্গাইলের গোপালপুরে মাথা উঁচু করে দাড়িয়ে আছে ২০১ গম্বুজ মসজিদ

    টাঙ্গাইলের গোপালপুরে মাথা উঁচু করে দাড়িয়ে আছে ২০১ গম্বুজ মসজিদ

    সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ): দুনিয়াতে আমরা দুইদিনের মেহমান, এই পৃথিবী থেকে এক এক করে সবাইকে চলে যেতে হবে এটাই সত্য। বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া এলাকায় এই বিশ্বখ্যাত ২০১ গম্বুজ মসজিদটি অসাধারণ সুন্দর, পৃথিবী যতদিন থাকবে ততদিন এই মসজিদ রয়ে যাবে। এই মসজিদটি বিশ্বখ্যাত রূপে মাথা উঁচু করে দাড়িয়ে থাকবে বলে এই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
    সরেজমিনে গিয়ে জানা যায়, জনতা ব্যাংক লিঃ সি, বি, এ টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়ায় অবস্থিত ২০১ গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম বলেছেন, আমি বিশ্বাস করি, এই পৃথিবীতে আমরা কেউ থাকবোনা কিন্তু এই মসজিদটি যতদিন পৃথিবী থাকবে ততদিন রয়ে যাবে। আগামীতে বিশ্বখ্যাত হিসেবে বাংলাদেশের এই মসজিদটি মাথা উঁচু করে দাড়িয়ে থাকবে এই আমার প্রত্যাশা। তিনি জানান, কোনো খ্যাতির প্রত্যাশা আমার নেই, আমি শুধু বাংলাদেশে শুধুমাত্র একটি কর্ম করে গেলাম। তিনি আরও বলেন, ছোট বেলায় বাবাকে হারিয়ে আমি শুধু কর্মকেই ভালোবেসেছি। এই ভব সংসারের কিছুই আমার নয়। এখন আমার ভাবনা একটাই, “একদিন মাটির ভিতর হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর”। সবাইকে নামাজ পড়তে হবে, কবরের চিন্তা করতে হবে, মৃত্যুর পর কি হবে একমাত্র আল্লাহ জানেন।
    তথ্যমতে, ২০১ গম্বুজবিশিষ্ট দক্ষিণ পাথালিয়া জামে মসজিদ কমপ্লেক্স ও “৩০১ ফুট উচ্চতাবিশিষ্ট, বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম মিনার” এর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম কল্যাণ ট্রাষ্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এর সম্মানিতা মাতা “মিসেস রিজিয়া খাতুন” উল্লেখ্য- রবিবার (১৩ জানুয়ারি ২০১৩ ইং)। এটি কুরআন ও সুন্নাহ ভিত্তিক ধর্ম গবেষণা কেন্দ্র। মসজিদটিতে ৪৫১ ফুট (৫৭তলা) উচ্চতাবিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম মিনার। উক্ত মসজিদটির নির্মাণ কাজ চলছে ২০১৩ইং সাল থেকে, এখনও নির্মাণ কাজ চলমান রয়েছে, এখানে মানব সেবার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে কিন্তু অভিযোগ রয়েছে মসজিদটির সামনে হোটেলসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জিনিসপত্রের দাম বেশি রাখা হয়, অসাধু ব্যবসায়ীরা মানুষের সাথে খারাপ ব্যবহার করে বলে অনেক ভুক্তভোগীরা জানান।
    উক্ত বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র কর্মকর্তাগণ ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উপদেষ্টা হাজী জমত আলী দেওয়ান বলেন, মসজিদটি অনেক সুন্দর, মসজিদটি এতো সুন্দরভাবে তৈরি করেছেন যিনি সেই বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে সাভার উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের পক্ষ থেকে উক্ত মসজিদটি নির্মাণকারী সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তবে মসজিদটি’র নিরাপত্তা ব্যবস্থা না থাকায় যেকোনো সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে বলে অনেকেই অভিমত প্রকাশ করেন।

  • সড়কে বেশিরভাগ অবৈধ যানবাহন-সরকার রাজস্ব হারাচ্ছে কোটি কোটি টাকা

    সড়কে বেশিরভাগ অবৈধ যানবাহন-সরকার রাজস্ব হারাচ্ছে কোটি কোটি টাকা

    সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ)ঃ রাজধানী ঢাকা ও ঢাকার আশপােেশর এলাকা সাভার আশুলিয়াসহ বিভিন্ন সড়কে অবাধে চলছে অবৈধ গাড়ি- সিএনজি, মাহিন্দ্রা, তিন চাকা এবং লাইসেন্সবিহীন, ফিটনেসবিহীন অবৈধ পরিবহন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদাসীনতায় সরকার প্রতি মাসে রাজস্ব হারাচ্ছে কোটি কোটি টাকা।
    শুক্রবার (৫ আগস্ট ২০২২ইং) সূত্র জানায়, মহাসড়ক ও বিভিন্ন রোডে কিছু দালাল ও কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ রয়েছে। মহাসড়ক ও হাইওয়ে সড়কের পাশে ফুটপাত দখল করে গাড়ি পার্কিং দোকানপাট বসিয়ে পুলিশ ও রাজনৈতিক লিডার কর্তৃক দালাল চাঁদাবাজদের নিজস্ব বাহিনী দিয়ে দীর্ঘদিন যাবৎ চলছে চাঁদা উঠানোর জমজমাট কারবার।
    বাংলাদেশ পুলিশের ট্রাফিক বিভাগের একজন (টিআই) মোঃ ফরিদুল ইসলাম অভিমত প্রকাশ করে বলেন, বিআরটিএ কর্তৃপক্ষ যানবাহনের ডকুমেন্ট হাল নাগাদ সঠিক ভাবে করতে দায়িত্ব কর্তব্য পালন করছেন কিন্তু প্রতি বছর লক্ষ লক্ষ যানবাহনের ডকুমেন্ট হাল নাগাদ না করে অবৈধভাবে বিশৃঙ্খলার মধ্যে অবৈধ যানবাহন চলছে সড়ক, মহাসড়কের সর্বত্র। ফলশ্রুতিতে জনগণ নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে আর সরকার হাজার হাজার কোটি টাকা রাজস্ব থেকে বি ত হচ্ছে বিষটি অতি গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনায় আনতে বিশেষভাবে সবিনয় বিনীত অনুরোধ করেন সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে। ট্রাফিক পুলিশ কর্মকর্তা ফরিদুল ইসলাম আরও বলেন, ঢাকা মহানগরসহ সারাদেশে ট্রাফিক ব্যবস্থা সুশৃঙ্খল করতে সক্ষম হলে বাংলাদেশের জনগণ তথা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লোকের মধ্যে বাংলাদেশ সম্পর্কে পজিটিভ ধারণা আসবে। ফলশ্রুতিতে দেশে বৈদেশিক বিনিয়োগ অনেক বেশি আসবে। ফলশ্রুতিতে দেশে বৈদেশিক বিনিয়োগ আসলে অর্থনৈতিক উন্নতি টেকসই উন্নয়ন নিশ্চিত হবে এবং বেকার সমস্যা দূর করতে সক্ষম হবে সরকার। মানুষের চলাচলে নিরাপত্তা খুঁজে পাবে এবং নিরাপদ সড়ক বিনির্মাণে এক ধাপ এগিয়ে যেতে সক্ষম হবে।
    সরেজমিনে গিয়ে জানা যায়, সাভার ও আশুলিয়ার নবীনগর পল্লী বিদ্যুৎ ও বাইপাইলসহ বিভিন্ন সড়কে মেহেদী, গোলাপ, শাহিন, বাবুলসহ কয়েকজন গাড়ি প্রতি ১ হাজার টাকা থেকে শুরু করে ৩ হাজার টাকা মাসিক চুক্তিতে চাঁদা আদায় করছে, পুরাতন আশুলিয়ায় পুলিশ সদস্য জহির সিএনজিসহ বিভিন্ন গাড়ি থেকে মাসিক চাঁদা উঠায়, তা মোটা অংকের বলে অনেকেই জানায়। সেই সাথে রাজনৈতিক নেতার পরিচয় ব্যবহার করে সন্ত্রাসী চাঁদাবাজরা বিভিন্ন ফুটপাতে চাঁদা আদায় করে। কিছু ফুটপাতের দোকানদার ব্যবসার আড়ালে চাঁদা উঠায় এমন অভিযোগও রয়েছে। সূত্র জানায়, সিলেট সদরের আম্বরখানাসহ বিভিন্ন এলাকার সড়ক থেকে প্রতি বছরে প্রায় ২ কোটি টাকার চাঁদা আদায় করে সন্ত্রাসী চাঁদাবাজরা। এদিকে ভৈররের বিভিন্ন এলাকায় সাড়ে ৩ থেকে ৪ হাজার সিএনজি চালকদের কাছ থেকে প্রতি বছর ১ কোটি টাকার বেশি চাঁদা আদায় করে। নারায়ণগঞ্জ, রূপগঞ্জসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী চাঁদাবাজরা একদিকে যানবাহন থেকে চাঁদা নিয়ে থাকে, অন্যদিকে ফুটপাত থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায় করে বলে অভিযোগ উঠেছে।
    সাভারের আশুলিয়ার বিভিন্ন স্পট ও ফুটপাত দখল করে রেখেছে প্রভাবশালীরা। পল্লীবিদ্যুৎ রোড থেকে জিরানী বাজার পর্যন্ত এবং বাইপাইল থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত এবং বিভিন্ন রাস্তার দুপাশের ফুটপাত দখল করে নামে বে-নামে ব্যাপক ভাবে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। পরিবহন থেকেও প্রতিদিন ও মাসিক চাঁদা আদায় করার অভিযোগও রয়েছে অনেকের বিরুদ্ধে। সেই সাথে রাজধানীর মিরপুরের দারুসসালাম এলাকার ছোট দিয়াবাড়ী বেড়িবাঁধে অবৈধভাবে ঘাট বসিয়ে প্রতিদিন লাখ লাখ টাকার চাঁদাবাজি করা হচ্ছে। এসব এলাকার রাস্তার দুইপাশে বাজার বসিয়েও মোটা অংকের টাকা চাঁদাবাজি করছে স্থানীয় প্রভাবশালী সন্ত্রাসীরা।
    জানা গেছে, সরকারি কোনো প্রকার ইজারা ছাড়াই বছরের পর বছর ধরে স্থানীয় একাধিক চক্র ও কিছু অসাধু পুলিশ সদস্য কর্তৃক চাঁদাবাজি করে আসছে। শুধু বেড়িবাঁধ থেকেই চাঁদা নিয়ে ক্ষ্যন্ত হয়নি তারা, কার্গো জাহাজ ভেড়ানোর জন্য তৈরি করেছে ল্যান্ড ষ্টেশনও। সেখানে মালবাহী ট্রাক লোড-আনলোডের ক্ষেত্রেও ইচ্ছেমতো চাঁদা নেয়া হচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ল্যান্ড ষ্টেশন থাকলেও অদৃশ্য কারণে তৈরি ল্যান্ড ষ্টেশনই ব্যবহার করা হচ্ছে। এদিকে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নবীনগর, পল্লীবিদ্যুৎ, বাইপাইল থেকে জিরানী বাজার পর্যন্ত এবং ভাদাইল, ইউনিক বাজার, শিমুলতলা, ইয়ারপুর ইউনিয়নের জামগড়া চৌরাস্তা-ছয়তলা, নরসিংহপুর, জিরাবো, পুরাতন আশুলিয়া পর্যন্ত সড়কের রাস্তার দুইপাশে ফুটপাত দখল করে স্থাপনা তৈরি করে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে প্রভাবশালী মহল। সেই সাথে উক্ত এলাকায় গাড়ি থেকে চাঁদাবাজি করেন জহির নামের এক পুলিশ সদস্য। জানা যায়, বিভিন্ন ক্রাইম স্পট থেকে পুলিশকে প্রতি মাসে মোটা অংকের টাকা চাঁদা উঠিয়ে দেয় এড়িয়াভিত্তিক মার্কেটের মালিক পক্ষের লোকজন। সচেতন মহল ও স্থানীয়দের অভিযোগ, সাভার, আশুলিয়ার সড়ক ও মহাসড়কে এবং তুরাগপাড়ের বেড়িবাঁধের রাস্তার উপরের দুপাশে বিভিন্ন দোকান, লেগুনা ষ্ট্যান্ড বসিয়েও চাঁদাবাজি করে আসছে প্রভাবশালী এই চক্রগুলো। বছরের পর বছর উল্লেখ্য এলাকার মানুষজনকে একপ্রকার জিম্মি করেই অবৈধ কর্মকান্ড করে আসছে প্রভাবশালীরা। চাঁদাবাজ চক্রের সাথে কিছু জনপ্রতিনিধি রাজনৈতিক নেতা জড়িত রয়েছে বলে অনেকেই জানান।
    জানা গেছে, রাজধানীর গাবতলী মাজার রোড হয়ে দারুসসালাম থানা রোড ও থানার সামনে দিয়ে ছোট সরু রাস্তা থেকে কিছু দূর গেলেই তুরাগ নদীর পাড় এলাকাটির নাম ছোটদিয়াবাড়ী । তুরাগ নদীর এ পাড়ের অংশ ছোট দিয়াবাড়ী, উপরের অংশ কাউন্দিয়া। এই পারের অংশের বাম দিকে গাবতলী আর ডান দিকে বেড়িবাঁধ রাস্তা। যা আশুলিয়া ও উত্তরার দিকে চলে গেছে। তুরাগের বাঁধঘেষা ছোট দিয়াবাড়ী মোড়টিকে পুঁজি করেই চক্রটি মূলত বিশাল চাঁদাবাজির ক্ষেত্র গড়ে তুলেছে। দেখা যায়, বাঁধ সংলগ্ন রাস্তাটি বেশ চওড়াই কিন্তু দুপাশে দখলের কারণে এটি ছোট হয়ে এসেছে। দুপাশের অবৈধভাবে গড়ে তোলা হয়েছে ছোট বড় শত শত দোকান। দারুসসালাম রোড থেকে বাঁধে উঠার সংযোগ সড়কের দুপাশের রাস্তা দখল করে বাঁশের আড়ৎ দেওয়া হয়েছে। এককালীন লাখ টাকা, পরে ১৫-২০ হাজার টাকার বিনিময়ে এটি ভাড়া দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দোকানিরা বলেন, তারা জায়গাটি ভাড়া নিয়েছেন হাজি জহিরের কাছ থেকে। তারা বলেন, এককালীন হিসেবে প্রায় লাখ খানেকের মতো টাকা দিয়েছেন আর প্রতি মাসে ১০হাজারের মতো টাকা ভাড়া দেন।
    এ ব্যাপারে বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকে হাজী জহির মোবাইল ফোনে বলেন, তিনি এখন অসুস্থ, এই বলে বিষয়টি এড়িয়ে যান, এ বিষয়ে কথা বলতে পারবেন না। নৌপরিবহন মন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী বলেন, এ বিষয়টি নজরে আসেনি আমাদের। এখন তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন। এ ব্যাপারে মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশের সাব-ইন্সপেক্টর মোঃ আসাদ মিয়া বলেন, এর আগে সড়কে ও গাড়িতে চাঁদাবাজির সময় কয়েকজনকে আটক করা হলেও আদালত থেকে তারা জামিনে এসে আবারও চাঁদাবাজি করছে। তিনি আরও বলেন, এদের আটকের চেষ্টা অব্যাহত আছে। এদিকে সিএনজি ও অবৈধ গাড়ির চালকরা অনেকেই বলেন, জহির পুলিশ প্রতি একটা সিএনজি’র মালিকের ১ হাজার টাকা দিতে হয় আর বড় গাড়ি থেকে ২ হাজার থেকে ৫ হাজার টাকা প্রতি মাসে দিতে হয় জহির পুলিশকে। যিনি আশুলিয়ায় ডিউটি করেন, চাঁদাবাজি অভিযোগের বিষয়ে পুলিশ সদস্য কঃ জহিরের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, আপনার সাথে দেখা করে সরাসরি কথা বলবো।
    ঢাকা জেলার সাভার ট্রাফিক জোন পুলিশের জামগড়া পুলিশ বক্সের অফিসার ইনচার্জ (টিআই) সোহেল এর কাছে সড়কে যানজটের কারণ ও চাঁদাবাজির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অবৈধ গাড়ি রোডে বেশি চলাচল করায় যানজটের সৃষ্টি হয়, তবে মাঝে মধ্যে অভিযান চালিয়ে অটো রিক্সা, মাহিন্দ্রাসহ অবৈধ তিন চাকা গাড়ি আটক করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এ বিষয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

  • নাগরপুরে সাংবাদিক রতন এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    নাগরপুরে সাংবাদিক রতন এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় পরিষদের সহ সম্পাদক, নাগরপুর প্রেস ক্লাব এর প্রতিষ্ঠাকালীন যুগ্ন সম্পাদক, ইন্ডিয়া হতে রত্ন এ্যাওয়ার্ড ২০১৯ প্রাপ্ত, জাতীয় দৈনিক পত্রিকার নাগরপুর প্রতিনিধি, সাপ্তাহিক চলনবিলের আলো সহ বিভিন্ন পত্রিকার সিনিয়র সাংবাদিক মো. আমজাদ হোসেন রতন এর দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (০৪ আগষ্ট) বাদ এশা মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের প্রধান কার্যালয়ে চলনবিলের আলোর স্টাফ রিপোর্টার ডা.এম.এ.মান্নান এর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা ডা. ছিদ্দিক মিয়ার পরিচালনায় সাংবাদিক মো. আমজাদ হোসেন রতন এর দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নাগরপুরের কর্মরত সাংবাদিক বৃন্দ, চিকিৎসক, সমাজসেবক সহ নাগরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ।

    উল্লেখ্য- নাগরপুরের সিনিয়র সাংবাদিক মো. আমজাদ হোসেন রতন বেশ কয়েকদিন যাবত উচ্চ রক্তচাপ, মাইগ্রেন সহ শারীরিক নানান রোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন। তিনি নাগরপুরের সাংবাদিক মহলসহ সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন। মহান আল্লাহ যেন দ্রুত সুস্থতা দান করেন, আমিন।

    নাগরপুর, টাঙ্গাইল।

  • নাচোলে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

    নাচোলে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

    মোঃ মনিরুল ইসলাম,নাচোল,
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বীরমুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও স্মৃতিচারন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান, নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএ ডাঃ সুলতানা পাপিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আলী হোসেন শামীম, মাধ্যমিক শিক্ষা অফিসার আ,ফ,ম হাসান। এছাড়া বিভিন্ন অফিসের কর্ম কর্তাবৃন্দ, গনমাধ্যম কর্মী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • নওগাঁ প্রেসক্লাবে ক্যান্সার প্রতিরোধে সচেতনতামুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নওগাঁ প্রেসক্লাবে ক্যান্সার প্রতিরোধে সচেতনতামুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    রওশন আরা শিলা,নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ক্যান্সার প্রতিরোধে সচেতনতামুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহষ্পতিবার রাত ৯টা থেকে জেলা প্রেসক্লাব নিজস্ব মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করে। জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ জার্মানে বসবাসরত নওগাঁর কৃতিসন্তান ডাক্তার গোলাম আবু জাকারিয়া।

    এ সময় নওগাঁর সিভিল সার্জন ডাক্তার আবু হেনা মুহাম্মদ রাইহানুজ্জাম সরকার, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাক্তার আশেক হোসেন, নওগাঁ সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো: শরিফুল ইসলাম খান, আলোর ভূবন ট্রাষ্টি বোর্ডের ডাক্তার হাসিন অনুপমা আজহারি, প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাবেক মো: নবির উদ্দিন ও সাবেক সভাপতি এমদাদুল হক, যুগ্ম সম্পাদক আব্দুর রউফ পাভেল এবং রোটারিয়ান আব্দুস সালাম বক্তব্য রাখেন।

    এ মতবিনিময় সভায় জেলা প্রেসক্লাবের সকল সদস্য ছাড়াও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।।

  • সুজানগরে শেখ কামালের জন্মদিন পালিত

    সুজানগরে শেখ কামালের জন্মদিন পালিত

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মদিন পাবনার সুজানগরে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার সকাল ১০টায় সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে শেখ কামালের জীবন আদর্শ তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলীর সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জ এর স ালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.মর্জিনা খাতুন ও থানার ওসি আব্দুল হাননান। আলোচনা সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, তাঁতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, ভাঁয়না ইউপি চেয়ারম্যান আমিন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, সুজানগর এন এ কলেজের সহকারী অধ্যাপক আবুল হাশেম,শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, সুজানগর সরকারি মডের পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) দিলীপ কুমার, সুজানগর উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার,উপজেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সরদার আব্দুর রউফ,সদস্য মাহমুদুজ্জামান মানিক, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম, চরভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষখ(ভারপ্রাপ্ত) ফেরদৌসী সুলতানা লিজা, বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর পৌর শাখার সভাপতি ফেরদৌস আলম ফিরোজ,সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, আ.লীগের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিগণ, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে বঙ্গবন্ধু ও বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।