Category: দেশজুড়ে

  • উপকূলীয় এলাকায় সুপেয় পানির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত

    উপকূলীয় এলাকায় সুপেয় পানির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত

    মোঃ আজিজুল ইসলাম(ইমরান)
    উপকূলে সকল মানুষের সুপেয় পানির অধিকার নিশ্চিত করার দাবীতে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে যুবকদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার( ১৩ আগস্ট ২০২২) সকাল দশ টায় বিশ্ব যুব দিবস পালনের অংশ হিসাবে জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি ও শিক্ষাবিদ আব্দুল হামিদ এর সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
    মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা কমিটির আহবায়ক ও ফেরামের সদস্য আবুল কালাম আজাদ, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল বিশ্বাস, চুপড়িয়া মহিলা সংস্থার সভানেত্রী মরিয়ম মান্নান, সুন্দরবন ফাউন্ডেশনের পরিচালক আফজাল হোসেন, আব্দুস সামাদ, প্রতিবন্ধী কল্যান সমিতির পরিচালক আবুল কালাম, উত্তরণের মোঃ মনির উদ্দীন, যুব ফোরামের সোঃ মাসুদ রানা, উত্তরণের প্রকল্প সমন্বয়কারী নাজমিন নাহার, স্বদেশের গোবিন্দ মুন্ডা, কালিগঞ্জ উপজেলা যুব ফোরামের সভাপতি হারুন অর রশিদ, সদস্য শাহানাজ পারভীন, শ্যামনগর উপজেলা যুব ফোরামের সভাপতি মোঃ মমিনুর রহমান, সদস্য ও স্বর্ণ কিশোরী সুমাইয়া পারভীন, লিডার্স এর প্রকল্প সমন্বয়কারী মোঃ শওকত হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জলবায়ু অধিপরার্শ ফোরামের সদস্য সচিব ও স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত।
    মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে হুমকির মুখে পড়েছে উপকূল। উপকূলীয় নদীগুলোর লবণাক্ততা ক্রমশ বেড়ে চলেছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে উপকূলীয় পানির উৎসগুলো লবণাক্ত হয়ে পড়ায় পানের অযোগ্য হয়ে পড়ছে। ফলে উপকূলীয় জেলাগুলোতে সুপেয় পানির সংকট বেড়েই চলেছে।
    পানির সংকট তুলে ধরে বক্তারা আরো বলেন, বেড়িবাঁধ দুর্বল হওয়ার কারনে লবণ পানি ঢুকে চাষ যোগ্য জমি, সুপেয় পানির আধারগুলো নষ্ট হচ্ছে। চারিদিকে পানি কিন্তু খাবার পানি নেই। চারিদিকে শুধু লবণ পানি। খাবার পানি সংগ্রহ করার জন্য একজন নারীকে ৪/৫ কিলোমিটার দূরে যেতে হয়। যা অমানবিক। পানি উপকূলের মানুষের অধিকার। কিন্তু উপকূলের দরিদ্র মানুষকে পানি কিনে খেতে হয়।
    মানববন্ধনে বক্তারা বলেন, সুপেয় পানির অভাবে মানুষ পুকুরের দুষিত পানি পান করে নানাবিধ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে নারীরা স্বাস্থ্য ঝুঁকিতে ভুগছে। পানি সংগ্রহ করতে নারীকে নিরাপত্ত্বাহীনতায় ভুগতে হয়। এমনকি তারা বিভিন্ন ধরণের নিপীড়ণের শীকার হচ্ছে।
    উপকূলে এই সংকট সমাধানে সরকারী ও বেসরকারী উদ্যোগ থাকলেও তা যথেষ্ঠ নয়। এর আগে সরকারের কাছে সুপেয় পানি সংকটের জন্য দাবী করা হলেও তার কোন উদ্যোগ নেই। এজন্য অনতি বিলম্বে উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট সমাধান করতে হবে।
    সাথে সাথে উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মান করতে হবে, উপকূলে জলাধার সংরক্ষণ ও নারীদের স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ ও উপকূলে উন্নয়ন বোর্ড গঠন করে উপকূলীয় এলাকাকে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করতে হবে।

  • রংপুরে অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের সাহিত্য আসর

    রংপুরে অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের সাহিত্য আসর

    রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন। —

    গতকাল শুক্রবার বিকেলে অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। আসরটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পনেরোই আগস্টের শহিদদের স্মরণে নিবেদিত ছিল।

    টাউন হল চত্বর, রংপুরের নিজস্ব কার্যালয়ে অভিযাত্রিকের ২২৪৮ তম এই সাপ্তাহিক সাহিত্য আসর সংগঠনের সভাপতি রানা মাসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
    আসরে পঠিত লেখার ওপর তাৎক্ষণিক আলোচনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক সাঈদ সাহেদুল ইসলাম।

    আসরে জাতীয় শোক দিবস স্মরণে কবিতা ও ছড়া পাঠ করেন কবি বাদল রহমান, তৈয়বুর রহমান বাবু, সালমা সেতারা, দেলোয়ার হোসেন রংপুরী, মাসুদ বশীর, মতিয়ার রহমান, জাহিদ হোসেন, সাকিল মাসুদ, নাসরিন নাজ, শাহীল লিয়ন, অঞ্জলি রানী, তাপস মাহমুদ, মাসুম মোরশেদ,শরীফ সুমন, শাহনেওয়াজ, প্রীতম রায়, ময়নুল ইসলাম, আনোয়ার হোসেন শিশির, শাহ রেজাউল করিম প্রমুখ।
    আসরটি সঞ্চালনা করেন রায়হান আহম্মেদ রিমন। আসরে জাতির জনকের উপর রানা মাসুদ ও সাঈদ সাহেদুল ইসলাম দুটি প্রবন্ধ উপস্থাপন করেন।

    এছাড়া আগামী পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সেদিন সকাল দশটায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে (জিলা স্কুল মোড় বঙ্গবন্ধু চত্বর) অভিযাত্রিকের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ এবং পরে অভিযাত্রিক কার্যালয়ে দিবসটি স্মরণে বিশেষ সাহিত্য আসর অনুষ্ঠিত হবে।

  • পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মশাবাহিত রোগ প্রতিরোধে বিনামূল্যে মশারি বিতরণ

    পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মশাবাহিত রোগ প্রতিরোধে বিনামূল্যে মশারি বিতরণ

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি।

    ম্যালেরিয়াসহ মশাবাহিত অন্যান্য রোগের প্রার্দুভাব থেকে রক্ষার জন্য খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে মশারি বিতরণ করা হয়েছে।

    শনিবার(১৩ আগষ্ট ) সকাল ৯টার সময় খাগড়াছড়ি জোনের তত্ত্বাবধানে পানছড়ি সাবজোনের সদর ক্যাম্পে এই মশারি বিতরণ করা হয়।

    পানছড়ি সাবজোনের সাবজোন কমান্ডার মেজর জোবায়ের মাহমুদ এ মশারি বিতরণ করেন। এ সময় তিনি পানছড়ি উপজেলার বিভিন্ন দূর্গম এলাকার অসহায় গরীব পাহাড়ি,বাঙালিসহ বিভিন্ন সম্প্রদায়ের ১০০ জন পরিবারের মাঝে একটি করে উন্নতমানের মশারি বিতরণ করা হয়।মশারি বিতরণ কালে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের মেম্বার ইউসুফ আলী, সাংবাদিকবৃন্দসহ প্রমুখ।

    এসময় সাবজোন কমান্ডার মেজর জোবায়ের মাহমুদ বলেন,পাহাড়ে মশা বাহিতরোগ ম্যালেরিয়াসহ অন্যান্য রোগের প্রাদুর্ভাব রয়েছে।ম্যালেরিয়াসহ মশাবাহিত অন্যান্য রোগের প্রার্দুভাব থেকে রক্ষার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে খাগড়াছড়ি সদর জোনের তত্ত্বাবধানে পানছড়িতে বিনামূল্যে মশারি বিতরণ করা হয় আজ।

    তিনি আরও বলেন,জাতি ধর্ম বর্ণ গোষ্ঠী নির্বিশেষে বাংলাদেশ সেনাবাহিনী মানবসেবায় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবসেবা মূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

  • নওগাঁয় ইস্যু চিহ্নিত করন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

    নওগাঁয় ইস্যু চিহ্নিত করন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

    রওশন আরা পারভীন শিলা,নওগাঁ জেলা প্রতিনিধিঃ-নওগাঁয় ওয়েব ফাউন্ডেশনের উপজেলা ভিত্তিক ইস্যু চিহ্নিত করন বিষয়ক দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ আগষ্ট) সকাশ দশটায় ওয়েব ফাউন্ডেশন,নাগরিক উদ্যোগ ও বন্ধু ফাউন্ডেশন এর আয়োজনে নওগাঁর একটি চাইনিছ রেস্টুরেন্টে দিন ব্যাপী ইস্যু চিহ্নিত করন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। দিন ব্যাপী ইস্যু চিহ্নিত করন বিষয়ক কর্মশাল উপস্থিত ছিলেন ওয়েব ফাউন্ডেশনের ঢাকা প্রধান কার্যালয়ের প্রোগ্রাম আফিসার রুখশানা ইয়াসমিন মিতু, ওয়েব ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় সমন্বকারী মানুয়েল টুডু,বিভাগীয় সহকারী সমন্বয়কারী সুদীপ কুমার, নাগরিক উদ্যোগ এনজিও বিভাগীয় সমন্বয়কারী যোসেফ হাঁসদা,বন্ধু ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়কারী মিস জয়িতা পলি, আত্রাই উপজেলা ওয়েব ফাউন্ডেশনের উপজেলা সহায়ক মিনহাজুল করিম (ইমন)। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ও এডভোকেসি নেটওয়ার্ক আত্রাই উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন টগর।এডভোকেসি নেটওয়াক এর সভাপতি সাংবাদিক মিতুমনিসহ নওগাঁ জেলার ওয়েব ফাউন্ডেশনের পাঁচ উপজেলার নেটওয়ার্ক এর সভাপতি/ সাধারণ সম্পাদক এবং সিভিল সোসাইটির নেতৃবৃন্দ প্রমূখ।বক্তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহন প্রকল্পের আওতায় এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের জন্য মানবাধিকার,গণতন্ত্র,সুশাসন,নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক ইস্যু চিহ্নিত করন বিষয়ক দিন ব্যাপী কর্মশালায় সমস্যা ও সমাধানের উপর গুরুত্ব আরোপ করেন।#

  • নাচোলে ট্রাকের ধাক্কায় নিহত ১ আহত ২

    নাচোলে ট্রাকের ধাক্কায় নিহত ১ আহত ২

    মোঃ মনিরুল ইসলাম,নাচোল,
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
    চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর দিঘিপাড়া নামক স্থানে ট্রাকের ধাক্কায় ৩জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন নেজামপুর মরাফেলা গ্রামের মৃত ভগূরুদ্দিনের ছেলে মোঃ আহসান আলী (৬৫), তার পুতিন সেলিমের মেয়ে মোসাঃ সেফা খাতুন (১১)।
    এবং তার নাতিন চাঁপাই নবাবগঞ্জ সদর থানার বারঘরিয়া লক্ষিপুর গ্রামের মোঃ এনামুল হকের মেয়ে
    খাদিজা খাতুন (৮)।
    আহতদের স্বজনরা ও পুলিশ সূত্রে জানা যায় আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির সামনে পাকা রাস্তায় হাঁটাহাঁটি করছিলেন। এমন সময় আমনুরা হতে নওগাঁ গামী একটি ট্রাক (রেজিঃ নং ঢাকা- মেট্রো-২৪-৩১১৬) আসার পথে তাদের তিনজনকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে গুরুত্বর জখম প্রাপ্ত হয়। খবর পেয়ে তাদের আত্মীয় স্বজন চিকিৎসার জন্য নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ২জনের অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহীতে চিকিৎসারত অবস্থায় মোসাঃ সেফা খাতুন (১১) মারা যান। ভিকটিম আহসান চিকিৎসাধীন আছেন। অপর ভিকটিম খাদিজা খাতুন নাচোল কমপ্লেক্সে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

    এব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান খবর পেয়ে পুলিশ দ্রুত গিয়ে ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে।
    আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • পাথরঘাটায় প্রাথমিকের সরকারি বই বিক্রি করে দিলেন প্রধান শিক্ষক

    পাথরঘাটায় প্রাথমিকের সরকারি বই বিক্রি করে দিলেন প্রধান শিক্ষক

    পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
    বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের ৬১ নং রুহিতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সরকারের দেয়া পাঠ্যবই কেজি দরে বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক গোলাম ছরোয়ারের বিরুদ্ধে। এ সময় তিনি ৮ হাজার ৫শ টাকার বই বিক্রি করেন। তবে বিষয়টি তিনি অস্বীকার করেছেন। কিভাবে বই বিক্রি হয়েছে তা তিনি জানেন না বলে জানান।

    বৃহস্পতিবার সন্ধ্যার দিকে লুৎফুর রহমান নামের এক ভ্যানচালকের কাছে ৩৮৭ কেজি বই ২২ টাকা কেজি দরে বিক্রি করেন ৬১ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ছরোয়ার। ভ্যানে করে ওই বইগুলো নিয়ে যাওয়ায় সময় চালককে আটক করেন স্থানীয়রা। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিএম শাহ আলম ঘটনাস্থলে আসলে বইসহ ভ্যান চালককে তার হাতে তুলে দেন তারা।

    বই ক্রেতা ভ্যান চালক লুৎফুর রহমান প্রধান শিক্ষকের কাছ থেকে বই গুলো ক্রয় করার কথা স্বীকার করে জানান, প্রধান শিক্ষকের কাছ থেকেই বই গুলো ক্রয় করেছি। বই নিয়ে যাওয়ার সময় যেন কেউ দেখেনা সেই বিষয়ে সতর্ক থাকতে বলেছিলেন তিনি।

    ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান জানান, প্রধান শিক্ষক বই গুলো বিক্রি করেছেন, আপনারা তার সাথে কথা বলেন। একটি বিদ্যালয়ে প্রধান শিক্ষক সব পারেন, তার কথা ছাড়া কিছুই হয় না।

    ম্যানেজিং কমিটির সদস্যরা সভাপতি মনির হোসেন ও প্রধান শিক্ষক গোলাম ছরোয়ারের দোষ দেন, তারাই এরকম অনিয়ম করেন বলে জানালেও সভাপতি মনির হোসেনের কাছে জানতে চাইলে তিনি কিছুই জানেন না বলে জানান।

    এ ঘটনায় পাথরঘাটা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিএম শাহ আলম বলেন, যে সকল বই জব্দ করা হয়েছে সেগুলো পুরোনো বই। পুরোনো হলেও সরকারের দেয়া বই বিক্রির নিয়ম নেই। সেগুলো তিনি বিক্রি করতে পারেন না। বিক্রি করা বইগুলো চলতি বছরের নয়, ২০১৯, ২০২০ ও ২০২১ সালের। এগুলো উপজেলা অফিসে জমা দিতে হয়। সবকিছু একটা নিয়মের মধ্যে করা হয়। তিনি সেই নিয়ম না মেনেই বই বিক্রি করেছেন।

    অমল তালুকদার
    পাথরঘাটা, বরগুনা

  • নেছারাবাদে স্বামীর দুই হাতের কব্জি বিচ্ছিন্ন স্ত্রীকে আটক করেছে পুলিশ

    নেছারাবাদে স্বামীর দুই হাতের কব্জি বিচ্ছিন্ন স্ত্রীকে আটক করেছে পুলিশ

    নেছারাবাদ(পিরোজপুর)সংবাদদাতা:

    নেছারাবাদে মো: জাহারুল ইসলাম (৪৫) নামের এক দিনমজুর স্বামীর দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় শুক্রবার ওই দিনমজুরের স্ত্রী মুর্শিদাকে আটক করেছে পুলিশ। শুক্রবার উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের বালিহারি গ্রামে ভোররাতে জাহারুলের বসত ঘরে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে প্রতিবেশিরা জাহারলকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জাহারুলকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। জাহারুল বালিহারী গ্রামের মৃতঃ আঃ মান্নানের পুত্র এবং দিন মজুরের কাজ করেন। জাহারুল দম্পত্তির দুইটি শিশু কন্যা সন্তান রয়েছে।

    ওই দিনমজুর জাহারুলের আপন চাচা হারুন-অর-রশিদ বলেন, জাহারুল ও তার স্ত্রী একত্রে বসবাস করত। ভাতিজা জাহারুলের কব্জি কেটে তার স্ত্রী শুক্রবার সকালে বাড়ীর সবাইকে জানায়। পরে প্রতিবেশিদের সহায়তায় তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসি। ডাক্তার তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠিয়েছেন।

    স্থানীয়রা জানান, পারিবারিক কলহের কারনেই ওই ঘটনা ঘটেছে।

    এ বিষয় নেছারাবাদ (স্বরূপকাঠি ) থানার ওসি তদন্ত মোঃ সোলায়মান বলেন,জাহারুলের স্ত্রী মুর্শিদাকে জিজ্ঞাসাবাদ করতে থানায় আনা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

    আনোয়ার হোসেন স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধি।।

  • ম‌হিলা অ‌ধিদপ্ত‌রে বিরূদ্ধে জাল স্বাক্ষ‌রে টাকা আত্মসাতের অ‌ভি‌যোগ

    ম‌হিলা অ‌ধিদপ্ত‌রে বিরূদ্ধে জাল স্বাক্ষ‌রে টাকা আত্মসাতের অ‌ভি‌যোগ

    আনোয়ার হোসেন স্বরূপকাঠি

    স্বরূপকাঠ‌ি উপ‌জেলার ম‌হিলা অ‌ধিদপ্তরে কি‌শোর কি‌শোরী ক্লা‌বের প্রক‌ল্পের সমন্বয়কারী‌দের স্বাক্ষর জাল ক‌রে টাকা আত্মসা‌থের অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে।
    এ ব্যাপা‌রে প্র‌য়োজনীয় ব্যবস্থা গ্রহ‌নের জন্য নেছারাবাদ উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার বরাব‌রে লিখিত অভিযোগ ক‌রে‌ছেন সমন্বয়কারীগন।
    উপ‌জেলা নির্বাহী অ‌ফিসা‌রের সহকা‌রি মোঃ নুরুজ্জামান, আ‌বেদন ডাক ফাই‌লে রে‌খে‌ছেন ব‌লে জানান। কি‌শোর কি‌শোরী‌দের ক‌বিতা ও গান শিখা‌নোর এক‌টি প্র‌োগ্রাম হা‌তে নেয় সরকার। এর ধারাবা‌হিকতায় স্বরূপরকা‌ঠির ১০ টি ইউ‌নিয়ন ও ১ টি পৌরসভায় ১১‌টি ক্লাব গ‌ঠিত হয় ২০১৯ স‌নে। প্র‌তি‌টি ক্লা‌বে ৩০ জন ক‌রে ৩৩০ জন কি‌শোর কি‌শোরী‌ র‌য়ে‌ছে।এ‌দের‌কে সপ্তা‌হে দুই দিন বৃহস্প‌তি ও শুক্রবার ১ ঘন্টা ক‌রে গান ও ক‌বিতা শিখা‌নো হ‌য়ে‌ছে ব‌লে জানান অ‌ফিস সহকা‌রি সেলিনা বেগম। প্র‌তি ইউ‌নিয়‌নের সংর‌ক্ষিত আস‌নের একজন নির্বা‌চিত ম‌হিলা জনপ্র‌তি‌নি‌ধি‌কে সমন্বয়কারী হি‌সে‌বে সাম‌য়িক নি‌য়োগ দেয়া হয়। এ‌দের‌কে প্র‌তিমা‌সে ২০০০ টাকা ক‌রে সন্মানী দেয়ার কথা জানান সে‌লিনা। আর এই সন্মানী স‌ঠিক ভা‌বে না পাওয়া এবং তা‌দের স্বাক্ষর জাল ক‌রে টাকা উ‌ত্তোলন ক‌রে নেয়ার অ‌ভি‌যোগ ক‌রেন সন্বয়কারীরা।

    স্বরূপকাঠ‌ি ইউ‌পির ১,২ ও ৩ নং ওয়া‌র্ডের জনপ্র‌তি‌নি‌ধি না‌সিমা আক্তার জানান প্রথম ১৮০০ ও ‌দ্বি‌তীয়বা‌রে ১২হাজার ৮০০ টাকা সন্মানী পাই,কিন্ত আ‌মি অ‌ফি‌সে গি‌য়ে দে‌খি রে‌ভি‌নিউ স্টা‌ম্পের উপর আমার স্বাক্ষর নকল ক‌রে ১০ হাজার টাকা তু‌লে নেয়া হ‌য়ে‌ছে। তখনই আমার স‌ন্দেহ হ‌লে আ‌মি এটা ছ‌বি ক‌রে রা‌খি এবং অ‌ফি‌সে জান‌তে চাই এ টাকাটা কে তুল‌লো। এসময় অ‌ফিস থে‌কে সে‌লিনা আপা ব‌লেন এই টাকাটা ফেরত গে‌ছে। রে‌ভি‌নিউ স্টা‌ম্পের উপর আমার স্বাক্ষর কে কর‌লো জান‌তে চাই‌লে তারা নিরব থা‌কেন।

    বিউ‌টি ব‌লেন আ‌মি পৌরসভার ১,২ও ৩নং ওয়া‌র্ডের নির্বা‌চিত সদস্য হি‌সে‌বে দা‌য়িত্ব পালন ক‌রি ২০১৯ থে‌কে ২০২১ এর ফেব্রূয়ারী মাস পর্যন্ত। ‌কিন্ত ম‌হিলা অ‌ধিদপ্তর থে‌কে আমা‌কে মাত্র ১৭শত টাকা দেয়া হয়। আ‌মি আমার সকল পা‌রিশ্র‌মিক দাবী কর‌লে ম‌হিলা অ‌ধিদপ্ত‌রের দা‌য়িত্বরত কর্মকর্তা নুসরাত ব‌লেন আপনার টাকা ফেরত গে‌ছে তাই আর টাকা পা‌বেন না। কিন্ত অ‌ফি‌সের খাতায় দেখা যায় রে‌ভি‌নিউ স্টা‌ম্পের উপর আমার স্বাক্ষর জাল ক‌রে ১০ হাজার টাকা তু‌লে নি‌য়ে‌ছে অফিস।

    এ‌দি‌কে পৌরসভার নতুন নির্বা‌চিত সদস্য মারজান ফের‌দৌস ব‌লেন আ‌মি ‌নির্বা‌চিত হওয়ার পর ২০২১ স‌নে এখা‌নে সমন্বকারী হি‌সে‌বে যোগদান ক‌রি। প্র‌তিমা‌সে ২০০০ টাকা ক‌রে ১৫ মা‌সে ৩০ হাজার টাকা পাওয়ার কথা আমার। কিন্ত ২ কি‌স্তি‌তে ২৩১০০ টাকা পাই।বা‌কি টাকার কথা বল‌লে অ‌ফিস থে‌কে সে‌লিনা ব‌লেন এটা ভ্যাট বাবদ কে‌টে রাখা হ‌য়ে‌ছে।

    সা‌রেংকা‌ঠি ইউ‌পির সমন্বয়কা‌রি সান‌জিদা আক্তার প‌লি ব‌লেন ২০১৯ থে‌কে আ‌মি কি‌শোর কি‌শোরী ক্লা‌বের সা‌থে আ‌ছি। আ‌মি এ পর্যন্ত মাত্র ১৮০০ টাকা পে‌য়ে‌ছি।কিন্ত অ‌ফি‌সের খাতায় দে‌খি রে‌ভি‌নিউ স্টা‌ম্পের উপর আমার স্বাক্ষর জাল ক‌রে ১০ হাজার টাকা তু‌লে নেয়া হ‌য়ে‌ছে।শুধু আ‌মি নই এরকম আ‌রো ৫/৬ জ‌নের টাকা জাল স্বাক্ষ‌রে তু‌লে নি‌য়ে‌ছে এই অ‌ফিস।

    গুয়া‌রেখা ইউ‌পির প‌লি ব‌লেন ২০১৯ থে‌কে ২০২১ পর্যন্ত ১৭শত টাকা সন্মানী পাই।বা‌কি টাকার জন্য জু‌ন মা‌সে অ‌ফি‌সে গে‌লে অ‌ফি‌সে কর্মরত স‌রোয়ার এবং সে‌লিনা ব‌লেন বিল আ‌সে‌নি।‌ কিন্ত আমার স্বাক্ষর জাল ক‌রে টাকা উ‌ঠি‌য়ে নি‌য়ে‌ছে ম‌হিলা অ‌ধিদপ্তর ব‌লে অ‌ভি‌যোগ ক‌রেন তি‌নি।

    আটঘর কু‌ড়িয়ানা ইউ‌পির সমন্বয়কা‌রি শিমুল জানান আ‌মি অন্য উপ‌জেলার সমন্বয়কারী‌দের মাধ্য‌মে জান‌তে পা‌রি তা‌দের জন্য ১০ হাজার টাকার সন্মানী ছি‌লো। কিন্ত আমরা পাই‌নি।অ‌ফি‌সে দেখ‌তে পাই আমার স্বাক্ষর জাল ক‌রে ওই ১০ হাজার টাকা তোলা হ‌য়ে‌ছে।

    এ‌দি‌কে ম‌হিলা অ‌ধিদপ্ত‌রে সদ্য যোগদান করা কর্মকর্তা ম‌নিকা আক্তার জানান ২০০০ টাকা সন্মানীর উপর ১০% ভ্যাট ও ২%ইনকাম ট্যাক্স কাটা হয়।সমন্বয়কারী‌দের স্বাক্ষর জাল করে সন্মানী তু‌লে নেয়ার ব্যাপা‌রে তি‌নি ব‌লেন আ‌মি নতুন এস‌ছি এ ব্যাপা‌রে পূ‌র্বের অ‌ফিসার ভা‌লো বল‌তে পার‌বেন।

    পূ‌র্বে দা‌য়ি‌ত্বে থাকা নুসরাত জাহান মু‌ঠো‌ফো‌নে জানান অ‌নে‌কের টাকাই সরকা‌রি তহ‌বি‌লে ফেরত গে‌ছে। রে‌ভি‌নিউ স্টা‌ম্পের উপর স্বাক্ষর জালের ব্যাপা‌রে তি‌নি ব‌লেন এরকম কো‌নো ঘটনা আমার জানা নেই। এ ব্যা‌পারে অ‌ফি‌সে কর্মরত সে‌লিনা এবং স‌রোয়ার ভা‌লো বল‌তে পার‌বে।
    এ বিষয় সে‌লিনা ব‌লেন, সমন্বয়কা‌রি‌দের অ‌নে‌কের টাকা ফেরত গে‌ছে।২য় বরা‌দ্ধের ৬০হাজার টাকা ও ৩য় বরা‌দ্ধের ৩৯ হাজার টাকার ম‌তো ফেরত যায়। আ‌গে স্বাক্ষর দি‌য়ে একাউন্টস থে‌কে টাকা তুল‌তে হয় এর পর সমন্বয়কারীরা টাকা পান ব‌লে জানান সে‌লিনা।স্বাক্ষর জাল করার অ‌ভি‌যো‌গের ব্যাপা‌রে ব‌লেন আ‌মি কিছু জা‌নিনা।

    জাল স্বাক্ষ‌রের ব্যাপা‌রে স্বরূপকা‌ঠি উপ‌জেলা ম‌হিলা অ‌ধিদপ্ত‌রের হিসাবরক্ষক স‌রোয়ার ব‌লেন, ৫ মা‌সের বরাদ্ধ ১০ হাজার টাকা, এর উপরই তারা স্বাক্ষর দি‌য়ে‌ছেন। ত‌বে তাদের‌কে ৫৪০০ ট‌াকা দেয়া হ‌য়ে‌ছে।বা‌কি টাকা আমরা সরকা‌রি খা‌তে ফেরত দি‌য়ে‌ছি।স্বাক্ষর ‌দি‌য়ে টাকা উঠা‌নোর পর সেটা কি আবার ফেরত দেয়া যায় প্রশ্ন করা হ‌লে তি‌নি ব‌লেন এভা‌বেই আমরা ক‌রে‌ছি।

  • বানারীপাড়ায় লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবির ৫ দিন পরে মিলনের মরদেহ উদ্ধার

    বানারীপাড়ায় লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবির ৫ দিন পরে মিলনের মরদেহ উদ্ধার

    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    সন্ধ্যা নদীতে বালুবাহী বাল্কহেড ডুবিতে নিখোঁজ বাল্কহেডের সুকানী মিলন হাওলাদারের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। ৮ আগস্ট বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে ঢাকাগামী মর্নিং সান-৯ লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবির ঘটনায় নিখোঁজের ঘটনায় ৫ দিন পরে ১২ আগস্ট শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে বাল্কহেডের সুকানী মিলন হাওলাদারের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। বানারীপাড়ার মসজিদবাড়ি এলাকায় ফায়ার সার্ভিসের ডুবুরিরা সন্ধ্যা নদীর তলদেশে বাল্কহেডের মধ্য থেকে তার মরদেহ উদ্ধার করে। এসময় সেখানে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। এর আগে দুর্ঘটনার পরের দিন ৯ আগস্ট বেলা পৌনে ১২টার দিকে বাল্কহেডের মধ্য থেকে নিখোঁজ অপর শ্রমিক ইঞ্জিন মিস্ত্রি কালামের (৫৫) মরদেহ উদ্ধার করা হয়। তাদের দু’জনের বাড়ি পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার নান্দুহার গ্রামে। এ বিষয়ে বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী জানান, শুক্রবার সকাল থেকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি হুমায়ুন কবিরের নেতৃত্বে ডুবুরিরা মিলনের খোঁজে সন্ধ্যা নদীর দুর্ঘটনাস্থলে তল্লাশী চালাচ্ছিল। বিকেলে তারা তাকে জানায়,বাল্কহেডের ভিতরে মিলনের মরদেহ পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওসি আরও জানান, ময়না তদন্তের জন্য মরদেহ বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। মিলনের মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা । প্রসঙ্গত,পিরোজপুরের ভাণ্ডারিয়া থেকে ঢাকা যাওয়ার পথে গত ৮ আগস্ট সোমবার রাত পৌনে ৯টার দিকে বানারীপাড়ার সৈয়দকাঠি ইউনিয়নের মসজিদবাড়ি (দাসেরহাট) এলাকায় সন্ধ্যা নদীতে এমভি মর্নিংসান-৯ লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বালুবাহী একটি বাল্কহেড ডুবে যায়। নিখোঁজ হয় বাল্কহেডের দু’শ্রমিক কালাম ও মিলন। সংঘর্ষে লঞ্চের সামনের দিকের ডানপাশে পানির স্তরের কিছুটা উপরে ছিদ্র হয়। এতে যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ কারণে স্থানীয় প্রশাসন রাতে ওই লঞ্চের যাত্রা স্থগিত করে। দুর্ঘটনাস্থলের অদূরে লঞ্চটি উজিরপুরের চৌধুরীর হাটে নোঙর করলে লঞ্চে থাকা আশপাশের বিভিন্ন উপজেলার দু’শতাধিক যাত্রী নেমে গন্তব্যে চলে যায়। এরপর শতাধিক যাত্রী লঞ্চে অবস্থান করে। এদিকে সংঘর্ষে এমভি মর্নিংসান-৯ লঞ্চের ছিদ্র হওয়া তলা সাময়িক মেরামত করে শতাধিক যাত্রী নিয়ে ৯ আগস্ট মঙ্গলবার সকালেই ঢাকার উদ্দেশে ছেড়ে যায় । ৯ আগস্ট সকালে ডুবে যাওয়া বাল্কহেডের সন্ধান মেলে মসজিদবাড়ি গ্রামের একটি ইটভাটা সংলগ্ন সন্ধ্যা নদীর পানির তলদেশে ওই দিন বেলা পৌনে ১২টার দিকে ওই বাল্কহেডের ভেতর থেকে নিখোঁজ দু’শ্রমিকের মধ্যে ইঞ্জিন রুমের মিস্ত্রি কালামের (৫৫) মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ তার মরদেহ ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠায়। ময়না তদন্ত শেষে তার মরদেহ স্বরূপকাঠি উপজেলার নান্দুহার গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তবে অপরজন বাল্কহেডের সুকানী মিলন সেদিন থেকেই নিখোঁজ ছিল। অবশেষ শুক্রবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

  • সাভারে সাংবাদিকদের বিরুদ্ধে অপ-প্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

    সাভারে সাংবাদিকদের বিরুদ্ধে অপ-প্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিকদের বিরুদ্ধে অপ-প্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সাভারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সাংবাদিকরা। শুক্রবার দুপুরে সাভার-আরিচা সড়কে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নেন স্থানীয় সংবাদ কর্মীরা।

    এ সময় বক্তারা বলেন, আশুলিয়ায় বাড়িতে ঢুকে হামলা মারধর ও লুটপাটের ঘটনায় এক ইউপি সদস্য গ্রেপ্তারের সংবাদ প্রকাশের পর উদ্দেশ্য প্রণোদিতভাবে কয়েকজন সাংবাদিককে উদ্দেশ্য করে ভয়ংকর অপপ্রচারে লিপ্ত হয়েছে ও হুমকি দিয়ে আসছে তার অনুসারীরা। সাংবাদিকদের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানো হচ্ছে বিভিন্ন অপপ্রচার। যা তথ্যপ্রযুক্তি আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে ভয়ংকর অপরাধের শামিল। তাই এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
    মানববন্ধনে বক্তারা আরও বলেন, সংবাদ প্রকাশের মাধ্যমে তাদের অপকর্মের বিষয়টি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হওয়ায় এখন সাংবাদিকদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠেছে সন্ত্রাসীরা। বিষয়টি সংবাদপত্রের স্বাধীনতা ও গণমাধ্যমের মত প্রকাশের ক্ষেত্রে বড় অন্তরায়।মানববন্ধন থেকে এসব অপপ্রচারের উস্কানি দাতা সামিউল আলম শামীমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আগামী ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন সাংবাদিকরা।

    মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ টিভি’র প্রতিবেদক নাজমুল হুদা, ভোরের পাতা ও গ্লোবাল টেলিভিশনের প্রতিবেদক তোফায়েল হোসেন তোফাসানি, দৈনিক সকালের সময় পত্রিকার ঢাকা জেলা প্রতিনিধি ইমাম হোসেন, সাভার প্রতিনিধি আহমেদ জীবন, দৈনিক মানবকন্ঠের সাদ্দাম হোসেন, এশিয়ান টিভির ওমর ফারুক, ডেইলি সানের প্রতিবেদক মেহেদী হাসান মানিক ও ভুক্তভোগী সাংবাদিক আলোকিত বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি জাহিন সিংহ ও দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি সোহেল রানা।

    অন্যান্যের মধ্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের সদস্য রফিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা আলী হোসেন, মোহনা টিভির প্রতিবেদক জিয়া উদ্দিন জাহিদ, যায়যায়দিনের প্রতিবেদক আরজু মীর, সময়ের আলোর দেওয়ান মো. ইমনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    মানববন্ধন থেকে সারাদেশের নির্যাতিত সাংবাদিকদের সঙ্গে একাত্মতা পোষণ করে সাংবাদিকদের পেশাদারিত্বের নিরাপত্তা ও সংবাদ মাধ্যম ও সংবাদকর্মীদের যেকোনো দাবির সাথে সরব থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন বক্তারা।

    প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, দেশে কথায় কথায় সাংবাদিক নির্যাতন রুটিনে পরিণত হয়েছে। সাংবাদিকরা সংবাদ প্রকাশ করলেই দলীয় নেতাকর্মী, দূর্ণীতিবাজ, অপরাধী,দূর্বৃত্তদের গা জ্বলে। সাংবাদিকদের দমাতে নির্যাতন , হামলা, মিথ্যা মামলা, হয়রানী, লাঞ্ছনাসহ অপ-প্রচারের মত কৌশল বেছে নেয় সন্ত্রাসীরা। সংবাদের জেরে এরা সাংবাদিককে হত্যা করতেও দ্বিধা করেনা। দেশে সাংবাদিক সুরক্ষায় কোন আইন নেই। রাষ্ট্রকে অবিলম্বে গণমাধ্যমের নিরাপত্তার জন্য সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। এসময় অপপ্রচারের শিকার সাভারের স্থানীয় সাংবাদিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি জাহিন সিংহ ও দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি সোহেল রানাকে আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।

    উল্লেখ্য, গত ৯ আগস্ট মঙ্গলবার রাতে আশুলিয়ার নিরিবিলি এলাকায় দু’শতাধিক লোক নিয়ে একটি বাড়িতে হামলা চালান পাথালিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিউল আলম সোহাগ। এ ঘটনায় হামলা ভাঙচুর, লুটপাট ও প্রকাশ্যে নারীদের শ্লীলতাহানির অভিযোগে ভুক্তভোগীর দায়ের করা মামলায় ইউপি সদস্যসহ ৮ জনকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। এ সংবাদ প্রকাশের পর থেকে সাংবাদিকদের উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভ্রান্তিমূলক অপপ্রচার শুরু করেন গ্রেফতারকৃত ইউপি সদস্যের ছোট ভাই সামিউল আলম শামীম ও তাদের অনুসারীরা।