Category: দেশজুড়ে

  • পাইকগাছায়  জন্মাষ্টমী উৎসব এবং দূর্গা পুজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

    পাইকগাছায় জন্মাষ্টমী উৎসব এবং দূর্গা পুজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব এবং দূর্গা পুজা উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার লতা ইউনিয়ন পরিষদ ভবনের অডিটোরিয়াম রুমে লতা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি কালিপদ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। লতা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিপুল বিশ্বাসের স ালনায় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রানকৃষ্ণ মন্ডল, কালিদাস রায়, বিধান রায়, প্রকাশ সরকার টুকু, শুধাংশু মন্ডল, অজয় রায়, সমির মন্ডল, পবিত্র সরকার, গৌতম গোলদার, সুকান্ত গাইন, মিথুন সরকার, হরিচাঁদ শিকারী, সুজিত মন্ডল, জগবন্ধু সরকার, নিত্যানন্দ মন্ডল, শুকান্ত ঢালী, অমৃত সরদার সহ লতা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সকল সদস্য।

    প্রেরকঃ
    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছার বাইশারাবাদ স্লুইস গেটের খালাসির জায়গা অবৈধ দখলকারীদের বিরুদ্ধে পাউবো’র নোটিশ

    পাইকগাছার বাইশারাবাদ স্লুইস গেটের খালাসির জায়গা অবৈধ দখলকারীদের বিরুদ্ধে পাউবো’র নোটিশ

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পাইকগাছার হুকুম দখলীয় স্লুইস গেটের জায়গায় অবৈধ দখলকারীদের বিরুদ্ধে ঘরবাড়ী ও স্থাপনা অপসারণ করার জন্য ৭ দিনের সময় দিয়ে পাইকগাছা পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নোটিশ প্রদান করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের প্রেরিত নোটিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, পাইকগাছা পানি উন্নয়ন বোর্ডের ১৬নং পোল্ডারে বাইশারাবাদ স্লুইস গেটের হুকুম দখলীয় জায়গায় অবৈধ ভাবে গেইট খালাসির ঘর দখলসহ বসত ঘর ও দোকান ঘর নির্মান করে ৪টি পরিবার ভোগ করছে। যা রাষ্ট্রীয় আইনে দন্ডনীয় অপরাধ। পানি উন্নয়ন বোর্ড থেকে বার বার সতর্ক করার পরও নিষেধ অমান্য করে অবৈধ ভাবে দখলসহ ঘর ও দোকান করে ব্যবসা করায় গত ১১ আগস্ট পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ৫৬৯নং স্মারকে মোঃ সেলিম সরদার, পিতা- আবুবক্কর সরদার, ৫৭০নং স্মারকে মোঃ আবুবক্কর সরদার, পিতা- মোঃ ছবেদ সরদার, ৫৭১নং স্মারকে মোঃ ইউসুফ মোড়ল, পিতা- মৃত মেহের আলী মোড়ল ও ৫৭২নং স্মারকে মোঃ আব্দুস সামাদ নায়েব, পিতা- সাহাজুদ্দীন নায়েব দখলকারীদের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে।
    প্রেরিত নোটিশে আগামী ৭ দিনের মধ্যে তাদের কোন বৈধ কাগজপত্র থাকলে অফিসে জানানোর জন্য বলা হয়েছে। ব্যর্থতায় তাদের বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ রোমিত হোসেন মনি বলেন, বাপাউবো অধিগ্রহণকৃত জায়গা হতে অবৈধ স্থাপন অপসারণ করার জন্য বারবার মৌখিক ভাবে সতর্ক করার পরও নিষেধ অমান্য করায় ৭ দিনের সময় দিয়ে অবৈধ স্থাপনা অপসারণ করার জন্য বলা হয়েছে। তাছাড়া এ পর্যন্ত তারা কোন কাগজপত্র দেখাতে পারেনি। নির্ধারিত সময়ে মধ্যে অবৈধ স্থাপনা অপসারণ না করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

  • পাইকগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে আলোচনা সভা

    পাইকগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে আলোচনা সভা

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে পৌর আওয়ামী লীগের উদ্যগে আলোচনা সভায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌসভা চত্ত্বরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের জৈষ্ঠ্য সহ সভাপতি আইনজীবী সোহরাব আলী সানা, পাইকগাছা কয়রা সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু, জেলা নেতা এবিএম ছালাম, শরফুদ্দীন বাচ্চু, জেলা সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী প্রেম কুমার মন্ডল, কামরুজ্জামান জামাল, মেয়র সেলিম জাহাঙ্গীর, সাবেক চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, আব্দুল মান্নান গাজীসহ পৌর, উপজেলা নের্তৃবৃন্দ।

  • সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে  জাতীয়  শোক দিবস পালিত

    সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

    এম এ আলিম রিপন : পাবনার সুজানগরে বিন¤্র শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫ আগস্ট সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মুর‌্যালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার রওশন আলীর সভাপতিত্বে ও বাংলাদেশ স্কাউটস সুজানগর উপজেলার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জ এর স ালনায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও পৌর মেয়র রেজাউল করিম রেজা। শোক দিবসের আলোচনা সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, থানা অফিসার আব্দুল হাননান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সানজিদা মুজিব, উপজেলা প্রকৌশলী রাকিব হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ,আব্দুল হাই, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, সুজানগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) দিলীপ কুমার,সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, আ.লীগ নেতা রাজা হাসান, ইউনুস আলী বাদশা,মাহমুদ্দুজ্জামান মানিক,সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন,সরকারি-বেসরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী সহ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ দেশ এবং জাতির উদ্দেশ্যে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়াটি পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম আব্দুল মতিন। এছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি নির্দেশনা অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের অন্যান্য সকল কর্মসূচিও শোকাবহ পরিবেশে পালিত হয়।
    সুজানগর উপজেলা আ.লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন
    এম এ আলিম রিপন : সুজানগর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সুজানগর উপজেলা আওয়ামীলীগ দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করে । কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর মুর‌্যালে শ্রদ্ধা নিবেদন, কালোব্যাজ ধারন, আলোচনা সভা, দোয়া মহফিল এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ। এদিন সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মুর‌্যালে শ্রদ্ধা নিবেদন করে সুজানগর উপজেলা ও পৌর আওয়ামীলীগ, কৃষকলীগ, যুবলীগ ও ছাত্রলীগ । শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় আ’লীগ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাবের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন এর স ালনায় অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু, বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য কামরুজ্জামান উজ্জল, পৌর মেয়র রেজাউল করিম রেজা, আ.লীগ নেতা সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস ছাত্তার, সুজানগর পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন তোফা, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ,সাবেক দপ্তর সম্পাদক আজিজুর রহমান, সাবেক প্রচার সম্পাদক রবিউল হক টুটুল, সাবেক উপ দপ্তর সম্পাদক রেজা মন্ডল, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, সাবেক সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন,পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ,সাধারণ সম্পাদক শেখ মিলন, উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ,সাধারণ সম্পাদক সাইদুর রহমান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল,সাধারণ সম্পাদক শেখ তুষার,পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ সহ উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের অন্যান্য দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা সহ দেশ এবং জাতির উদ্দেশ্যে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাসপাতাল মসজিদের পেশ ইমাম সিদ্দিকুর রহমান। শেষে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

    সুজানগর পৌরসভার উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
    এম এ আলিম রিপন : সুজানগর পৌরসভার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সুজানগর পৌরসভার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয় । কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর মুর‌্যালে শ্রদ্ধা নিবেদন, কালোব্যাজ ধারন, মিলাদ মহফিল ও আলোচনা সভা।
    এদিন উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মুর‌্যালে পৌরসভার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও পৌর মেয়র রেজাউল করিম রেজা। এ সময় পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরে পৌরসভার সভাকক্ষে পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে এবং পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবীর স ালনায় জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা সহ দেশ এবং জাতির উদ্দেশ্যে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়াটি পরিচালনা করেন সুজানগর বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ রফিকুল ইসলাম।

    এম এ আলিম রিপন।

  • ঝিনাইদহে সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু

    ঝিনাইদহে সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহ শহরের বিসিক এলাকায় সাপের কাপড়ে সূর্য বিশ্বাস (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সে মারা যায়।সূর্য সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের আশরাফুল বিশ্বাসের ছেলে এবং স্থানীয় মুক্তিযোদ্ধা মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।সুর্যের সহপাঠী সোহান জানায়, রাতে শহরের বিসিক শিল্পনগরীর প্রবেশ পথে নিজেদের মুদি দোকানে ঘুমিয়ে ছিল সূর্য বিশ্বাস। ভোর ৪টার দিকে দোকানের ভেতর থেকে একটি সাপ বের হতে দেখে স্থানীয়রা। এর কিছুক্ষণ পর সূর্য চিৎকার শুরু করলে স্থানীয়রা দোকানের শাটার খুলে ভেতর থেকে সূর্যকে বের করে আনে। এরপর সদর হাসপাতালের জরুরি বিভাগে ও পরে ওঝার কাছে নিয়ে যায়। সকাল সাড়ে ১০টার দিকে ফের সদর হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাল্গুনী রানী সাহা বলেন, হাসপাতালে আসার আগেই সে মারা গেছে। হয়তো সময় মতো হাসপাতালে আনলে ছেলেটিকে বাঁচানো যেত।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।।

  • শোককে শক্তিতে রুপান্তরের প্রত্যয় নিয়ে সুজানগরে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী পালিত

    শোককে শক্তিতে রুপান্তরের প্রত্যয় নিয়ে সুজানগরে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী পালিত

    এম এ আলিম রিপন : শোককে শক্তিতে রুপান্তরের প্রত্যয় নিয়ে পাবনার সুজানগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপি স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের ব্যানারে উপজেলার সকল ইউনিয়নে পৃথক পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হয় । কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কালোব্যাজ ধারন, আলোচনা সভা, দোয়া মহফিল এবং দুস্থ ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ। দিনব্যাপী শোক দিবসের ওই সকল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য কামরুজ্জামান উজ্জল। প্রধান বক্তা ছিলেন সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব। প্রধান আলোচক ছিলেন পাবনা জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ তোফাজ্জল হোসেন চৌধুরী।বিশেষ অতিথির বক্তব্য দেন বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বাবু, সুজানগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল এবং পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী যুবলীগ সুজানগর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা। সভায় প্রধান অতিথির বক্তব্যে আ.লীগের তথ্য ও গবেষণা বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য কামরুজ্জামান উজ্জল বলেন, বাংলাদেশ আর বঙ্গবন্ধু এক-অবিচ্ছেদ্য। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্ম নেয়া এক শিশু তরুণ বয়স থেকেই বাঙালি জাতির স্বাধীকার আন্দোলনে জড়িয়ে পড়েন। শিক্ষা জীবন ও রাজনীতি চলে পাশাপাশি। বাঙালি জাতির অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে জড়িয়ে ৪৭, ৫২, ৬৯, ৭০ সহ বিভিন্ন সময়ে মৃত্যুর দ্বার হতে বারবার ফিরে এসেছিলেন তিনি। বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ট নেতৃত্ব এবং লাখো শহীদের রক্তে বিনিময় আজকের এই স্বাধীন বাংলাদেশ। আজ বঙ্গবন্ধু নেই রয়েছে তার প্রজ্ঞার স্বাক্ষর। অসাম্প্রদায়িক রাজনীতির পুরোধা পুরুষ ছিলেন বঙ্গবন্ধু । পঁচাত্তর পরবর্তীতে জাতির জনককে হত্যার পর দীর্ঘদিন বাংলাদেশের রাজনৈতিক আকাশ ছিল তিমিরাচ্ছন্ন। দেশ পরিচালনার নেতৃত্ব গ্রহণ করে অনির্বাচিত সরকার। তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনে আশ্রয়-প্রশ্রয় পায় বঙ্গবন্ধুর খুনিরা। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তাদের বিভিন্ন দূতাবাসে চাকরি দেয়া হয়। এমনকি বঙ্গবন্ধু যাদের নাগরিকত্ব বাতিল করেছিলেন তাদেরও নাগরিকত্ব ফিরিয়ে দিয়ে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ সৃষ্টি করে দেয়া হয়। বঙ্গবন্ধু হত্যার পর ‘৭২-এর সংবিধান সংশোধন করে চার-মূলনীতি পরিবর্তন ও ধর্মভিত্তিক রাজনৈতিক কর্মকান্ড চালাতে সহায়তা করে। তিনি আরো বলেন যে আখাঙ্খা নিয়ে দেশ স্বাধীন হয়েছে,মাত্র ৫ বছরের মাথায় বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে সেই পথ থেকে সরে আসে দেশ। ফলে দীর্ঘ পরিক্রমায় অর্থনৈতিক মুক্তি মেলেনি। অর্থনৈতিকভাবে দেশকে স্বাবলম্বী করতে হলে তাঁর আদর্শের সরকারকেই রাষ্ট্রক্ষমতায় থাকতে হবে বলে জানান তিনি। প্রধান বক্তার বক্তব্যে সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব বলেন, পৃথিবীর ইতিহাসে যতগুলো হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তার মধ্যে ১৫ আগস্টে জাতির জনকের সপরিবারে হত্যা সব ভয়াবহতা ছাড়িয়ে গেছে। সেদিন দুগ্ধপোষ্য শিশু, অন্তঃসত্ত্বা স্ত্রী, প্রতিবন্ধী কেউই রেহাই পায়নি। আর হত্যাকান্ডে খুনিদের শান্তি নিশ্চিত না করে বরং দীর্ঘ সময় ধরে তাদের আড়াল করার অপচেষ্টা হয়েছে হয়েছে ।এমনকি খুনিরা পুরস্কৃতও হয়েছে নানাভাবে। তিনি আরো বলেন বঙ্গবন্ধুই বিশ্বের একমাত্র রাষ্ট্রনায়ক যিনি বিদেশের কারাগারে বন্দি থাকলেও তার নির্দেশনা বাস্তবায়নে দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে দেশকে স্বাধীন করেছে। দিনব্যাপী পালিত কর্মসূচিতে সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ও দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ও তাঁতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, আমিনপুর থানা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী, আহম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিয়া, রাণীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিএম তৌফিকুল আলম পিযুষ, ভাঁয়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিন উদ্দিন, সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মানিকহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিউল ইসলাম শফি, মানিকহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ মজিবর রহমান, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আজিজুর রহমান, উপজেলা আ.লীগ নেতা মজিবর,সামছুর রহমান,সুজানগর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মিলন,ভাঁয়না ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সাতবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান দয়াল, নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তার প্রামানিক, হাটখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ মাষ্টার, সাগরকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার তোফায়েল আহমেদ, রাণীনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক, আহম্মদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুর রহমান, দুলাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম বাচ্চু মোল্লা ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক মাস্টার, ঢালারচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, রাণীনগর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা টুটুল কাজী, আহম্মদপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ, তাঁতীবন্দ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক,সুজানগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহ্বায়ক ফজলুল হক চাঁদু, স্বেচ্ছাসেবকলীগ নেতা নাসিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল ও সাধারণ সম্পাদক শেখ তুষার সহ স্থানীয় দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া এদিন বেড়া উপজেলার মাসুন্দিয়া,ঢালারচর,রুপপুর, জাতসাকিনিয়া সহ ৫টি ইউনিয়নেও পালিত জাতীয় শোক দিবসের কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন আ.লীগের তথ্য ও গবেষণা বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য কামরুজ্জামান উজ্জল। দিনপ্যাপী কর্মসূচিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা সহ দেশ এবং জাতির উদ্দেশ্যে দোয়া অনুষ্ঠিত হয়। শেষে এতিম ও দুস্থ সহ দরিদ্র মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • গৌরনদীতে  জাতীয় শোক দিবসে প্রশিক্ষিত যুবদের মাঝে সনদপত্র ও ঋনের চেক বিতরন

    গৌরনদীতে জাতীয় শোক দিবসে প্রশিক্ষিত যুবদের মাঝে সনদপত্র ও ঋনের চেক বিতরন

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের গৌরনদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে প্রশিক্ষিত ৩০ জন যুবদের মাঝে সনদপত্র ও ঋনের চেক বিতরন করা হয়।
    সোমবার সকালে শহীদ শুকান্ত বাবু মিলনায়তনে গৌরনদী উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের অায়োজনে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনুর রহমান,ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ হোসেন মুন্সী,পৌর অাওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া অাফরোজ হেলেন। এসময় অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ জলিল,মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা প্রকৌশলী ওয়াহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা খান মুহাম্মদ মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব, উপজেলা প্রোগ্রামার মোঃ শরিফুল, সমবায় অফিসার আফসানা শাখী, মৎস্য অফিসার আবুল বাশার প্রমুখ।

  • আনজুমানে গাউছে মাইজভান্ডারির  ব্যবস্হাপনায় কথা কচুয়া শাখায় বৃক্ষ রোপন কর্মসূচি

    আনজুমানে গাউছে মাইজভান্ডারির ব্যবস্হাপনায় কথা কচুয়া শাখায় বৃক্ষ রোপন কর্মসূচি

    মহিউদ্দীন চৌধুরীঃ মহান জাতীয় শোক দিবস উপলক্ষে আনজুমানে গাউছে মাইজভান্ডারির
    ব্যবস্হাপনায় কথা কচুয়া শাখার
    উদ্যেগে দোয়া মাহফিল, আলোচনা সভা ও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আনজুমানে মোত্তাবিনে গাউছে মাইজভান্ডারি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারি সচিব শফিউল আজম চৌধুরী,চট্টগ্রাম জেলাগুলোর সভাপতি মঈনুল হোসেন সাগর, সহ সভাপতি আছাদুল ইসলাম সেলিম, সাধারন সম্পাদক এসএম আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহীল উদ্দিন চৌধুরী, শিক্ষা ও সমাজকল্যান সম্পাদক এসএম শাহেদ ইকবাল শিবলু, প্রচার সম্পাদক মোঃ ইকবাল, নির্বাহী সদস্য ইমরান হোসেন ইমন, সাজিম উদ্দিন চৌধুরী।
    মিলাদ ও মুনাজাত পরিচালনা করে আলী আকবর মুবাদ।
    সভাপতিত্ব করে কথা কচুয়ায় শাখার সভাপতি মো আবদুল আলম ফকির।

  • রান্না করা খাবার নিয়ে অসহায় মানুষের মাঝে ছুটে যান বাকী  ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ছাত্রলীগ নেত্রী জেসমিন আক্তার জেসি

    রান্না করা খাবার নিয়ে অসহায় মানুষের মাঝে ছুটে যান বাকী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ছাত্রলীগ নেত্রী জেসমিন আক্তার জেসি

    মহিউদ্দীন চৌধুরীঃ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও চসিক সাবেক সফল মেয়র আ.জ.ম নাছির উদ্দীনের নির্দেশনায়, মরহুম আব্দুল বাকী ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায়, ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সংগঠক চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ ও চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগ নেত্রী জেসমিন আক্তার জেসির উদ্যােগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকীতে উনার এবং ১৫ই আগষ্ট নিহত হওয়া ওনার পরিবারের নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাতের জন্য নিজ এলাকায় ১২নং সরাইপাড়া ওয়ার্ড, পাহাড়তলী স্হানে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে নিজের হাতের রান্না করা খাবার বিতরণ করেন এবং কোরআন খতম, দোয়া মাহফিল করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য দোয়া প্রার্থনা করেন।
    অত্র সংসদ এর চেয়ারম্যান ও ছাত্রলীগ নেত্রী জেসমিন বলেন,
    মানুষ মানুষের জন্য,যতদিন বেঁচে আছি যতটুকু সম্ভব মানুষের জন্য করে যাব।প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১ সালের ভিশন ও মিশন এর লহ্ম্যে বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে নিজেকে সামাজিক ও রাজনৈতিকভাবে ভাল কাজ করে সমৃর্দ্ধী অর্জন করার সর্বোচ্চ চেষ্টা করব। ইনশাআল্লাহ।
    এ সময় উপস্থিত ছিলেন রোজি আক্তার, ছাত্রনেতা হোসেন, শাকিল,ইব্রাহিম সহ প্রমুখ।

  • তেঁতুলিয়ায় ষাট বছরের ক্রয়কৃত মালিকের জমি জবর দখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে

    তেঁতুলিয়ায় ষাট বছরের ক্রয়কৃত মালিকের জমি জবর দখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে

    তরিকুল ইসলাম।
    তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ষাট বছর আগের ক্রয়কৃত মালিকের জমি প্রভাবশালী চক্র জবর দখলের পাঁয়তারায় লিপ্ত রয়েছেন অভিযোগ উঠেছে। এ নিয়ে বিজ্ঞ সহকারী জজ আদালত, তেঁতুলিয়া পঞ্চগড়ে চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। যা গত জুলাই মাসের ২৫ তারিখের মামলা নং- ৬৫/২০২২ অন্য। উপজেলার ভজনপুর ইউনিয়নের ভুতিপুকুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আজিজুল হক, একই গ্রামের আজিজুল হকের স্ত্রী নুরজাহান বেগম ও আজিজুল হকের ছেলে আব্দুর রউফ বাদী হয়ে টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার নিকলা ইউনিয়নের আলোয়া গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে মোজাম্মেল হক ও তার স্ত্রী কানুন বেগম, সদর সিরাজগঞ্জ জেলার হুসেনপুর গ্রামের সোহেল ইবনে হামিদের স্ত্রী শাহিনুর পারভীন(মুন), তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ভজনপুর গ্রামের মৃত হাসেম আলীর ছেলে লুৎফর রহমান ও শাহজাহান খাঁন এবং উপজেলা সাব-রেজিস্ট্রারকে বিবাদী করে এই মামলাটি বিজ্ঞ আদালতে আনয়ন করেন।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলার প্রধানগছ মৌজার জে.এল.নং-২০ এর সাবেক ১৪৫ নং খতিয়ানের এস.এ ৩১১ নং খতিয়ান ভুক্ত এস.এ ১৩২ নং দাগে ৯ দশমিক ৪৩ একর জমিসহ ১৭ দশমিক ৭৪ একর জমির একটি হোল্ডিং বিদ্যমান আছেন। এতে খতিয়ানের মূল রেকর্ডীয় মালিকসহ অপরাপর ওয়ারিশগণের কাছ থেকে ১৯৬১, ১৯৬৫, ১৯৬৬, ১৯৬৭, ১৯৮১, ১৯৯০, ১৯৯৩ ও ২০০১ সালে বাদী আজিজুল হক ও তার স্ত্রী এবং পুত্র আব্দুর রউফ ৯ দশমিক ৪৩ একর জমির মধ্যে ১ দশমিক ২০ একর জমি ক্রয়সূত্রে মালিক প্রাপ্ত হোন। এই জমিতে বাদীরা তাদের চা বাগান পরিচর্যা করতে থাকলে গত বৃহস্পতিবার (২১ জুলাই) বিবাদীরা চা বাগান পরিচর্যা করলে বিবাদীরা বাধা নিষেধসহ বিভিন্ন জন বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকির কথা বলেন।

    এ ব্যাপারে আজিজুল হক বলেন, তিনি রেকর্ডীয় মূল মালিকদের কাছ থেকে ক্রয় করে প্রায় ৫০ থেকে ৬০ যাবৎ ভোগদখল করে আসছেন। কিছু অসাধু লোক জমির মূল্য দেখে লোভ সামলাতে না পেরে, বিনা কাগজে আমার ক্রয়কৃত সম্পত্তিসহ ষোল আনায় জবর দখলকারী লুৎফর রহমান ও তার ভাই শাহজাহান খাঁনের নিকট বায়নানামা করেন। বায়নানামা সূত্রে লুৎফর ও শাহজাহান তার ভোগদখলীয় ১ দশমিক ২০ একর জমি জবর দখরের পাঁয়তারা করছেন। তিনি আরোও জানান, যে কোন সময় বিবাদী মোজাম্মেল হক, কানুন বেগম ও শাহিনুর পারভীন(মুন) এর কাছ থেকে অপরাপর বিবাদী লুৎফর ও শাহজাহান তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসে দলিল সৃজন করে জমিতে সন্ত্রাসী বাহিনী নামিয়ে জমিটি জবর দখল করতে পারেন। তাই তিনি সহকারী জজ আদালত, তেঁতুলিয়া পঞ্চগড়ে চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে একটি মামলা দায়ের করেন। তিনি ওই দাগ খতিয়ানের জমি রেজিস্ট্রি সম্পর্কে তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রারকে সু-দৃষ্টি কামনা করেন।

    অপরদিকে মুঠোফোনে শাহজাহান খাঁন বলেন, তিনি ও তার ভাই লুৎফর রহমান জমিটি বায়নানামা করেছেন। যাদের কাছ থেকে নেয়া হচ্ছে তাদের কাগজপত্রের মধ্যে কোন কমতি নেই। তিনি মাঠ পর্চা, খারিজসহ যাবতীয় কাগজপত্র দেখেই জমি ক্রয় করছেন। তিনি বলেন, যারা এই জমি দাবী করেন তাদের কোন কাগজপত্র নেই। ‘তাদের নেই কোন মাঠ পর্চা, নেই কোন খারিজ’।