Category: দেশজুড়ে

  • নাগরপুরে উপজেলা আওয়ামীলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সভা

    নাগরপুরে উপজেলা আওয়ামীলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সভা

    মো. আমজাদ হোসেন রতন, সিনিয়র স্টাফ: ১৭ আগস্ট, বিএনপি, জামাত জোট সরকারের পৃষ্টপোষকতায় মৌলবাদী ও জঙ্গিগোষ্ঠী কর্তৃক সারাদেশ ব্যাপি সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (১৭ আগষ্ট) সকালে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক এর নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা চত্বরসহ শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. কুদরত আলীর পরিচলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, যুব ও ক্রীড়া সম্পাদক ও সাবেক ভিপি বিএমএম জহুরুল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ হোসেন, সাবেক ভিপি আল-মামুন, ছানিয়ার রহমান খান প্রমুখ।
    এসময় উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

    নাগরপুর,টাঙ্গাইল।

  • সিরিজ বোমা হামলার প্রতিবাদে সুজানগরে বিক্ষোভ মিছিল

    সিরিজ বোমা হামলার প্রতিবাদে সুজানগরে বিক্ষোভ মিছিল

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে পাবনার সুজানগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল পাঁচটায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ সুজানগর উপজেলা শাখার উদ্যোগে বের হওয়া মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সুজানগর উপজেলা শাখার সভাপতি সরদার রাজু আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদের স ালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর উপজেলা শাখার সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব, বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আজিজুর রহমান, সাবেক প্রচার সম্পাদক রবিউল হক টুটুল,সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুর রউফ, সাবেক উপ দপ্তর সম্পাদক রেজা মন্ডল,পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সাধারণ সম্পাদক শেখ মিলন, আওয়ামী যুবলীগ সুজানগর পৌর শাখার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, যুবলীগ নেতা হারেজ উদ্দিন মল্লিক, ফজলুল হক,জনি, রাকিব হাসান রতন,খন্দকার রাসেল,সাচ্চু হোসেন, রাকিব হাসান শাহীন, বাংলাদেশ ছাত্রলীগ সুজানগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ তুষার ও পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ প্রমুখ। এছাড়া বাংলাদেশ আওয়ামী যুবলীগ সুজানগর উপজেলা শাখার উদ্যোগে জাতীয় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • বঙ্গবন্ধুকে হত্যা করে বাধাগ্রস্ত করেছিলেন সোনার বাংলা গড়ার স্বপ্নকে- ওমর ফারুক চৌধুরীর  এমপি।

    বঙ্গবন্ধুকে হত্যা করে বাধাগ্রস্ত করেছিলেন সোনার বাংলা গড়ার স্বপ্নকে- ওমর ফারুক চৌধুরীর এমপি।

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলী।। যে মহান পুরুষ বাঙালি জাতিকে ‘স্বাধীন সার্বভৌম বাংলাদেশ’ উপহার দিয়েছিলেন; ১৯৭৫ সালের এই দিন ভোরে তাকেই সপরিবারে হত্যা করেন একদল বিপথগামী সেনাসদস্য। সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে তারা শুধু বাঙালি জাতিকেই কলঙ্কিত করেননি, বাধাগ্রস্ত করেছিলেন সোনার বাংলা গড়ার স্বপ্নকে। বিশ্ব দরবারে জাতির মাথা ন্যূইয়ে দিয়েছিল সেই পৈচাশিক ঘটনা।
    রাজশাহীর গোদাগাড়ীর রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয মাঠে শোক দিবস ও দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে ওমর ফারুক চৌধুরী এমপি এসব কথা বলেন।

    আজ বুধবার দেওপাড়া ইউপির আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলার রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় শোক ও দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে এক বিশাল বিক্ষোভ সমাবেশের অয়োজন করা হয়।

    এ আলোচনা সভায় দেওপাড়া ইউনিয়ন পরিষদোর চেয়ারম্যান, উপজেলা যুবলীগের অর্থবিষায়ক সম্পাদক মোঃ বেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ১ আসনের এমপি, সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্জ ওমর ফারুক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম।
    বক্তব্য রাখেন, গোদাগাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি, গোদাগাড়ী পৌরসভার মেয়র আলহাজ্জ মোঃ অয়জুদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামারুজ্জামান প্রমূখ। এমপি ওমর ফারুক চৌধুরী তার বক্তব্যে আরো বলেন, আপনি আওয়ামীলীগ ও বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে হেরোইন ব্যবসাা করবেন , জুয়া খেলবেন, চাঁদাবাজি করবেন, অবৈধ কাজ করবেন এটা হতে দেযা হবে না। যে সব নেতারা নৌকা ফুটা করেছেন তাদের তালিকা প্রধান মন্ত্রী শেখ হাসিনা করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা শুরু হয়ে গেছে। যে সব নেতা আওয়ামীগীগের নাম ভাঙিয়ে মানুষের হক নষ্ট করছেন, সম্পদনদ কেঁড়ে নিচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। এ দিনে তাদেকে সংশোধন হওয়ার সুযোগ দেন। বিএনপি একটি খচ্চর দল তাদের পেছনে দেশের মানুষ নেই। তাই তারা দেশ বিরোধী কার্যকলাপ করছে। তাদের বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • বানারীপাড়া আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

    বানারীপাড়া আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

    এ মিজানুল ইসলাম, বানারীপাড়া।। বানারীপাড়ায় ২০০৫ সালে ১৭ই আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলায় বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।

    বিএনপি জামাতের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগ নৈরাজ্যকারী দলকে প্রতিহত করার আহ্বান জানায়।
    বিক্ষোভ মিছিলে অংশ নেন, বরিশাল -০২ আসনের এমপি মোঃ শাহে আলম, উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সম্পাদক মাওলাদ হোসেন সানা, পৌর আওয়ামীলীগ সভাপতি সুব্রত লাল কুন্ডু, সলিয়া বাকপুর ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান মাস্টার, চাখার ইউপি চেয়ারম্যান সৈয়দ মুজিবুল হক টুকু, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, সাবেক ইউপি চেয়ারম্যান মজিবর রহমান সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।#

    এস মিজানুল ইসলাম
    বানারীপাড়া, বরিশাল

  • নড়াইলে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রফতার ১

    নড়াইলে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রফতার ১

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইল জেলা ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রফতার একজন। নড়াইল জেলা পুলিশ সুপার’র নির্দেশে গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা ডিবি পুলিশের একটি টিম এস আই (নিঃ) অপু মিত্র এএস আই নাজিম সংগীয় ফোর্স পার্থ ও ইনজামুল সহ আসামী শামীম শেখ (৩৫), পিতা-ইউনুস শেখ, গ্রাম- সুমেরুখোলা, থানা-কালিয়া জেলা-নড়াইলকে ৪০০ গ্রাম গাঁজাসহ ১৬ আগস্ট গভীর রাতে নড়াইল সদর থানাধীন ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা সুইচগেট এলাকা থেকে গ্রেফতার করে।
    আসামির বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • জয়পুরহাটে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

    জয়পুরহাটে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধি

    মিথ্যা মামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানির অভিযোগে সাবেক স্ত্রী সুমি আক্তারের বিরুদ্ধে জয়পুরহাট মডেল প্রেস ক্লাবে বুধবার (১৭ আগষ্ট) এক সংবাদ সম্মেলন করেছেন আব্দুর রাজ্জাক নামে এক ভুক্তভোগী।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী আঃ রাজ্জাক বলেন, জয়পুরহাটের কালাই উপজেলা সদরে ব্যবসার সুবাদে গত ০৩ নভেম্বর ২০১৬ সালে পারিবারিক ভাবে আহম্মেদাবাদ বোড়াই গ্রামের শফিকুলের মেয়ে সুমি আক্তারকে দুই লক্ষ্য টাকা কাবিন মূলে বিয়ে করি। বিয়ের পর সে কোন দিন স্বামীর বাড়িতে আসেন নাই। স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তি বর্গরা সমজতার জন্য প্রস্তাপ দিলে সুমি ও তার মামা আলী আনসারের দাবি তাদের মেয়ে খুতা হইছে র্মমে তিন লক্ষ্য পঞ্চাশ হাজার টাকা দিতে হবে। পরে অসৎ উদ্দেশ্যে ২০১৭ সালের ১৫ সেপ্টম্বর তাদের নিজ বাড়িতে নাটক সাজিয়ে আমার বিরুদ্ধে আদালতে নারী ও শিশু নির্যাতন ও যৌতুক আইনে একটি মিথ্যা পিটশন মামলা করে।

    আমার বাবা মরন ব্যধি ক্যন্সার ও কিডনী রুগে আক্রন্ত ছিলেন। তাকেও এই মিথ্যা মামলায় জরানো হয়। এসব মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়ে আমার অসুস্থ বাবাকে ঠিকমতো চিকিৎসা করতে ও খাওয়াতে পারিনি। এমতাবস্থায় আমার বাবা ২০২২ সালের ২রা মার্চ মৃত্যু বরণ করেন।

    উক্ত মামলায় তথ্য গোপন করা হয় এবং শারীরিক নির্যাতনের প্রমাণ হিসেবে জয়পুরহাট বন্ধন ক্লিনিক হাসপাতালের একজন চিকিৎসকের একটি ব্যবস্থাপত্র উপস্থান করা হয়। মামলায় বেশ কিছুদিন ভোগান্তির পর ওই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, তিনি এ ধরনের কোনো ব্যবস্থাপত্র ইস্যুই করেননি। অর্থাৎ জালিয়াতির মাধ্যমে ওই ব্যবস্থাপত্র তৈরি করা হয়েছিল। সে একজন মামলাবাজ নারী৷

    সুমি আক্তার তথ্য প্রযুক্তি আইনে ৮(২) ধারায় পর্নোগ্রাফি মামলায় দীর্ঘদিন বগুড়া জেলা কারাগারে ছিলো।

    স্বামী স্ত্রী থাকা অবস্থায় সুমি আক্তার পরকীয়া প্রেমের আসক্ত ছিল। দীর্ঘ পাঁচ বছর মামলা চলার পরে শুনানী অন্তে বিঙ্গ আদালত আমাকে ১৬/২/২০২১ ইং তারিখে আমাকে বেখসুল খালাস প্রদান করেন।

    এসকল মিথ্যা মামলার কারনে আমার যথেষ্ট মান সম্মান ক্ষুন্ন হয়েছে এবং উক্ত কারনে আমি সরকারী ও বেসরকারী কোম্পানি চাকুরীতে সুযোগ হারিয়েছি এবং আমার স্থায়ী ব্যবসা যাহা সে ৩য় পক্ষের দ্বারা যবর দখল করিলে আমি কর্মহীন হয়ে পড়ি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশিল৷ সম্পদ বলতে আমার কিছুই নেই৷ উভয় পক্ষে শান্তি চুক্তির মধ্য দিয়ে গত ৮/১/২০ সালে ১৩৬ হলফ নামায় তিনসো টাকার ননজুডিশিয়াল ট্যম্পে ৬ নং দফায় দেনমহর সহ খোরপ বুঝুিয়ে দিয়ে সমঝতা করা হয় যা দৈনিক চাদনিবাজার প্রত্রিকার প্রকাশ হয়েছে অন্যায় ভাবে লাভের আসায় মামলা চলমান রেখে হয়রানী করা হচ্ছে৷

    স্ত্রী কর্তৃক নির্যাতনের শিকার হয়ে অনেকেই প্রান হারিয়েছে স্যোসাল মিডিয়া তার স্বাক্ষী৷ কোন পুরুষ নির্যাতিত হলে তারও আইনি সুরক্ষা থাকা উচিত, দুঃখজনক হলেও সত্য নারীর সুরক্ষার জন্য আইনগুলো তৈরি হলেও বর্তমানে এ আইনগুলোকে কিছু নারী পুরুষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। সামান্য কিছুতেই স্বার্থন্বেষী কিছু নারী স্বামীদের নাজেহাল করতে এসব আইনের অপপ্রয়োগ করছেন। অন্যদিকে দেশে ‘পুরুষ নির্যাতন প্রতিরোধ’ আইন এখনও সৃষ্টি হয়নি। এসব কারণে আইনি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন আমরা পুরুষ।
    আমি সারা বাংলাদের নির্যাতিত পুরুষের জন্য আইন চাই এই আইন বলবত হলে মিথ্যা মামলা করতে কেউ সহস পাবে না।
    আমি মাননীয় প্রধানমন্ত্রী ও আইন মন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষন করছি এবং ন্যায়বিচার চেয়ে আমার নামীয় সকল মিথ্যা মামলার পুনঃতদন্তের দাবি জানাচ্ছি।
    আমি এসব হয়রানী ও মানহানির পাল্টা মামলার প্রস্তুতি নিয়েছি এবং খুব শীঘ্রই বিজ্ঞ আদালতের দারস্থ হবো৷
    এ বিষয়ে সুমি আক্তারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমাকে হয়রানি করতে রাজ্জাক এসব করছে। তার সাথে আমার কোন সম্পর্ক বা যোগাযোগ নেই।

  • বিজয় টিভির প্রতিনিধিকে প্রাননাশের হুমকি

    বিজয় টিভির প্রতিনিধিকে প্রাননাশের হুমকি

    আনোয়ার স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধি //

    বিজয় টি‌ভি পি‌রোজপুর জেলা প্র‌তি‌নি‌ধি মোঃ ফয়সাল হাসান‌কে প্রাননা‌শের হুম‌কি দি‌য়ে‌ছে চিহ্নিত মাদক ব্যবসায়ী রাকিব।এ বিষয় ১৫আগষ্ট নেছারাবাদ থানায় সাধারণ ডায়েরি করা হয়।

    ১৫আগষ্ট জগন্নাথকাঠি তার নিজ এলাকায় বসে প্রকাশ্যে প্রান নাসের হুমকি দেয় রাকিব। বেলা ১২টার দিকে কাবারেক মেম্বরের বাসার সামনে দোকানে বসে সাংবাদিকের এর শ্যালকের সাথে প্রথমে কথা কাটাকাটি হয়। তখন ঐ স্থানে প্রায় উপস্থিত ৫০জন লোকের সামনে বসেই প্রান নাশের হুমকি দেয়। এ ব্যাপা‌রে স্বরূপকা‌ঠি থানায় নি‌জের ও প‌রিবা‌রের প্রাননা‌শের সংকায় নেছারাবাদ থানায় সাধারন ডায়রী ক‌রে‌ছেন ফয়সাল হাসান। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে।

    সাংবাদিক ফয়সাল জানান,গতকালও হাতুড়ি হাতে আমার বাসার চারপাশে ঘুরতে দেখা গেছে রাকিবকে। জগন্নাথকা‌ঠি গ্রা‌মের মৃত সি‌দ্দিকুর রহমা‌নের ছে‌লে রা‌কিব (৩০) দীর্ঘ দিন ধ‌রে মাদক ব্যবসাসহ বি‌ভিন্ন ধর‌নের অসামা‌জিক কা‌জের সা‌থে জ‌ড়িত। তার এই কা‌জে সবধর‌নে‌র সহ‌যো‌গিতা কর‌ছেন রা‌কি‌বের মা কাজল বেগম (৪৫)।

    গত বছর এক‌টি মামলায় এ এস আই রা‌জিব বিশ্বাস এক‌টি মাদ‌কের মামলায় রা‌কিবকে আটক ক‌রে।তখন রা‌জি‌বের হা‌তে কামড় দি‌য়ে পা‌লি‌য়ে যায় ।পরবর্তী‌তে স্বরূপকা‌ঠি থানা পু‌লিশ রা‌কিব‌কে আটক ক‌রে জেল হায‌তে পাঠায়।সে মামলা এখনও চলমান।এছারা রা‌কি‌বের মাদক সহ বি‌ভিন্ন অ‌নৈ‌তিক কা‌জের প্র‌তিবাদ কর‌লে ৯ নং ওয়া‌র্ডের ইউ‌পি সদস্য কাবা‌রেক কে বেদম মারধর ক‌রে তার হাত ভেঙে দেয় এই রা‌কিব। তখন এলাকাবা‌সি রা‌কিব‌কে আট‌কের জন্য গন স্বাক্ষর দি‌য়ে থানায় জমা দিয়েছিলো।

    ঐ সময় আ‌মি সংবাদ প্রকাশ ক‌রি।সংবাদ প্রকা‌শের ঘটনার জের ধ‌রে আমা‌কে ১৫ আগস্ট মেম্বার এর বাসার সামনে দোকানে বসে প্রাননাশের হুমকি দেয় রা‌কি‌বের মা‌ তখন উপস্থিত ছিলো।

    আজ তিন দিন অতিবাহিত হলো অথচ প্রশাসনের পক্ষ থেকে কোন কর্তব্যরত পুলিশ অফিসার ঐ এলাকায় যায়নি বলে জানান সাংবাদিক। সাধারণ ডায়েরির বিষয়টির দায়িত্বে থাকা এস আই খালেকুজ্জামান জানান,আমি জরুরি কাজে গোপালগঞ্জ গেছি ফিরে এসে বিষয়টি দেখছি। বিসয়‌টি নি‌য়ে স্বরূপকা‌ঠি প্রেসক্লাবের কর্মরত সাংবা‌দিকরা উ‌দ্বেগ প্রকাশ কর‌ছেন।

  • রতনপুর মৈতলা বায়তুল ফালাহ জামে মসজিদ হতে নয়াহাট সড়কের  উন্নয়ন কাজ পরিদর্শন

    রতনপুর মৈতলা বায়তুল ফালাহ জামে মসজিদ হতে নয়াহাট সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন

    নিজস্ব প্রতিনিধিঃ পটিয়া উপজেলার
    ধলঘাট ইউনিয়নে উওর সমুরা, রতনপুর মৈতলা বায়তুল ফালাহ জামে মসজিদ হতে নয়াহাট পর্যন্ত ডাবল ব্রিক এর উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরী এমপির বিশ্বস্ত সহচর ধলঘাট
    স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও ধলঘাট উন্নয়নের আয়কন আলহাজ্ব আবুল বশর চৌধুরী, উওর সমুরা জনগণের দীর্ঘদিনের স্বপ্ন হুইপ মহোদয়ের অনু প্রেরনায় আবুল বশর চৌধুরীর প্রচেষ্টায় গতকাল বিকালে উন্নয়ন কাজের পরিদর্শন করেন মুক্তিযোদ্ধা আবু, তাহের, মুক্তিযোদ্ধা হাজী আবদু রহিম, শহীদুল আলম মল্ল,ফরিদুল আলম,শহীদুল ইসলাম মেম্বার, শাহনেওয়াজ তালুকদার,সমাজসেবক আশরাফুল আলম বাবু সহ আরো অনেকেই।

  • হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হামিদ আলী

    হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হামিদ আলী

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি
    বুধবার ঘোষনা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিদ্যালয়ের
    প্রাক্তন ছাত্র ও বাংলাদেশ আওয়ামীলীগের দুবাই-আরব আমিরাত শাখার সাধারণ
    সম্পাদক মো. হামিদ আলী। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,
    চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলি স্বাক্ষরিত এক
    প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটি ঘোষনা করা হয়। কমিটির অভিভাবক সদস্য গিয়াস
    উদ্দিন খোকন, শিক্ষক প্রতিনিধি অজুফা আহামেদ, সদস্য সচিব বিদ্যালয়ের
    প্রধান শিক্ষক নুরুল ইসলাম শরীফকে একই সঙ্গে অনুমোদন দেওয়া হয়।
    অনুমোদিত কমিটির সভাপতি মোঃ হামিদ আলীকে সভাপতি হিসেবে মনোনীত করায় জাতীয়
    সংসদের হুইপ সামসুল হক চৌধুরী এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল
    ইসলাম চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান,
    বিদ্যালয় পরিদর্শক, উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা অফিসার, উপজেলা
    মাধ্যমিক শিক্ষা অফিসার, হুইপের উন্নয়ন সমন্বয়কারী বিজন চক্রবর্তী,
    বিদ্যালয়ের শিক্ষকসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বিদ্যালয়ে
    সার্বিক উন্নয়ন ও শিক্ষার গুনগত মান বৃদ্ধিতে বিদ্যালয় সংশ্লিষ্ট সকলের
    সহযোগিতা কামনা করেন।

  • ফুলবাড়িয়ায়   বড়’মা (জেঠির)  হাতে ভাতিজি  নাফিজ নিহত

    ফুলবাড়িয়ায় বড়’মা (জেঠির) হাতে ভাতিজি নাফিজ নিহত

    ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ মঙ্গলবার (১৬ আগস্ট) ময়মনসিংহের ফুলবাড়িয়ার বালিয়ান ইউনিয়নে নয়নবাড়ি প্রামে পাষন্ড বড় মা ( জেঠি) লোহার শাফল দিয়ে মাথায় এলোপাথাড়ী আঘাত করে শিশু আব্দুল্লাহ আল নাফিজ (৬) কে খুন করেছে। এ ঘটনায় ফুলবাড়িয়া থানা পুলিশ ঘাতক বড় মা শরিফা আক্তার( ৪০) কে আটক করেছে।
    স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, নয়নবাড়ি গ্রামে দুই ভাই বিদ্যুৎ শ্রমিক স্বপন মিয়া ও সোহাগ তাদের স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করে আসছেন। নানা টুকিটাকি বিষয় নিয়ে দীর্ঘ প্রায় ৫ বছর যাবত দুই ভাইয়ের মাঝে ঝগড়া লেগেই থাকত। এসব নিয়ে এলাকাবাসী বেশ কয়েকবার শালিস ও করেছে। মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে পাশ^বর্তী বরুকা ঠেংশি পাড়ার খোকা মিয়ার শিশু পুত্র আব্দুল্লাহ আল নাফিজ খালু সোহাগের বাড়িতে বেড়াতে আসে।
    ঘটনার দিন সকাল সাড়ে ১১ টার দিকে স্বপন মিয়ার স্ত্রী শরিফা আক্তার তাদের রান্না ঘরে পিঠা তৈরী কালে বড় মা’র কাছে যায় ৬ বছরের শিশু নাফিজ। এ সময় বড় মা লোহার শাবল দিয়ে শিশু নাফিজের মাথায় এলোপাথাড়ী আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে। ঘাতক বড় মা শিশু নাফিজ মারাগেছে ভেবে রক্তাক্ত অবস্থায় তাকে পাশের রুমে নিয়ে লুকিয়ে রাখে। বেশ কিছুক্ষন পর শরিফা আক্তারের ভাসুর সোহাগ মিয়ার ছেলে জিহাদ (১৪) তার খালাত ভাই শিশু নাফিজকে বড় মা’র ঘরে খুজতে গেলে লোহার শাবল দিয়ে তাকেও মাথায় আঘাত করে। এ সময় জিহাদ চিৎকার দিলে বাড়ির লোকজন ছুটে এসে দেখতে পায় ঘরের ভেতর শিশু নাফিজ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয়রা দুজন’কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকের কাছে জানতে পারে শিশু নাফিজ বেচে আছে। এ সময় নাফিজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে গুরুতর আহত জিহাদকে ভর্তি করে।
    রাত সাড়ে বারোটার দিকে লোহার শাবলের এলোপাথাড়ী আঘাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি শিশু নাফিজের মৃত্যু হয়। ফুলবাড়িয়া থানায় ঘাতক বড় মা’র দেবর সোহাগ মিয়া বাদি হয়ে ফুলবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
    ফুলবাড়িয়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ঘাতক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।