Category: দেশজুড়ে

  • চিকিৎসক ও নার্সের অবহেলায় রোগীর মৃত্যু

    চিকিৎসক ও নার্সের অবহেলায় রোগীর মৃত্যু

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়:
    বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শ্রী টনো কিশোর (৪৮) নামে এক রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্বজনরা। তারা থানা স্বাস্থ্য কর্মকর্তা (টিএসও) বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন।

    শ্রী টনো কিশোর বোদা উপজেলার মন্নাপাড়া গ্রামের বাসিন্দা।

    রোগীর স্বজনদের অভিযোগ, দুপুরের টনোর খিচুনি উঠলে হাসপাতালে নেওয়া হয়। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক সেবা দিতে দেরি করেন।

    পরে এক চিকিৎসকের পরামর্শে টনোকে ওষুধ সেবন করান তারা। কিছুক্ষণ পর তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়।
    এ সময় স্বজনরা গিয়ে চিকিৎসকদের বিষয়টি জানান। কিন্তু তারা কোনো গুরুত্ব দেননি। দিপ্তি রানী, সুমি, রোজিনা, লাইলি ও শাকিলা নামে নার্সদেরও বিষয়টি জানানো হয়। কিন্তু তারা বিরক্ত প্রকাশ করেন। রোগীর স্বজনদের সঙ্গে খারাপ ব্যবহারও করেন তারা। এক পর্যায়ে টনোর মৃত্যু হয়।

    মৃতের ভাতিজা সুবল রায় সাংবাদিকদের বলেন, রোগীর খারাপ অবস্থা দেখে বারবার আমি চিকিৎসক ও নার্সদের বিষয়টি জানাই। কিন্তু তারা কোনো গুরুত্ব দেখাননি। তাদের অবহেলায় আমার কাকার মৃত্যু হয়েছে।

    ডিউটিতে থাকা নার্স সুমি, রোজিনা, লাইলি ও শাকিলার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, অপর নার্স দিপ্তি রানী ওই রোগীর দায়িত্বে ছিলেন। তারা এ ব্যাপারে কিছু জানেন না।

    টনোর স্বজনদের সঙ্গে খারাপ ব্যবহারের বিষয়টি জানতে চাইলে তারা একে অপরকে দোষারোপ করতে থাকেন। এও দাবি করেন, রোগীর স্বজনদের সঙ্গে তারা কোনো খারাপ আচরণ করেননি।

    নার্স দিপ্তি রানীকে স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যায়নি। তার মুঠোফোনও বন্ধ।

    স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোমেনা খাতুনের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, রোগীর দেখার সময় যথাযথ চিকিৎসাপত্র দেওয়া হয়। রোগীর শারীরিক অবস্থা খারাপের বিষয়টি তার স্বজনদের আমিই জানিয়েছিলাম। নার্সের সঙ্গে কী হয়েছে আমি জানি না। দায়িত্বে আমার কোনো অবহেলা ছিল না।

    বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস আই এম রাজিউর করিম এ ব্যাপারে কিছু জানেন না বলে জানিয়েছেন। তিনি আরও বলেন, খোঁজ নিচ্ছি। ডাক্তার বা নার্স কারও অবহেলা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

    পঞ্চগড় সিভিল সার্জন ডাক্তার রফিকুল হাসান বলেন, আমার কাছে এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ২২ আগস্ট জার্নালিস্ট শেল্টার হোমের শুভ উদ্বোধন

    ২২ আগস্ট জার্নালিস্ট শেল্টার হোমের শুভ উদ্বোধন

    মোঃ শহিদুল ইসলাম নিউজ ডেস্কঃ

    আগামী ২২ আগষ্ট সোমবার সকাল ১১টায় রাজধানীতে শুভ উদ্বোধন হতে যাচ্ছে জার্নালিস্ট শেল্টার হোম।

    ঢাকায় আসা মফস্বল সাংবাদিকরা (পেশাদার সাংবাদিক) এখানে নামমাত্র খরচে থাকা ও খাওয়ার সুবিধা পাবেন। শেল্টার হোমে বিশেষ করে অগ্রাধিকার পাবেন নির্যাতিত-মামলা-হামলার শিকার সাংবাদিকরা।

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফেরাম পরিচালিত এই জার্নালিস্ট শেল্টার হোমটি মাতুয়াইল মেডিকেলের সামনে আমান সিটির ১ নং লেনের একটি ভাড়া বাড়িতে পরীক্ষামূলক ভাবে চালু করা হবে।

    প্রতিদিন ৮ হতে ১০ জনের থাকা এবং খাবারের সুব্যবস্থা থাকছে। নারী সাংবাদিকদের জন্য থাকছে নারী সাংবাদিকের তত্বাবধানে বিশেষ পৃথক ব্যবস্থা। সার্বক্ষনিক সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত শেল্টার হোমটিতে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্হা রাখা হবে। বিস্তারিত যেগাযোগের জন্য হটলাইন নাম্বার চালু করা হবে। ২৪ ঘন্টা সার্ভিস থাকছে শেল্টার হোমটিতে।

  • লালমনিরহাটে ফেন্সিডিল ও প্রাইভেট কারসহ গ্রেফতার এক

    লালমনিরহাটে ফেন্সিডিল ও প্রাইভেট কারসহ গ্রেফতার এক

    মো.হাসমত উল্ল্যাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর মৌজা এলাকা হইতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ফেন্সিডিল ও প্রাইভেট কারসহ এক জনকে গ্রেফতার করেন।ঘটনার স্থান থেকে কৌশলে পালিয়ে যায় এক জন।

    লালমনিরহাট ডিবি এসআই (নিঃ) মোঃ ইব্রাহীম খলিল, এএসআই মোফাজ্জল হোসেন, ও সঙ্গীয় ফোর্স সহ লালমনিরহাটের কালিগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর মৌজা কাকিনা বাজার হইতে রংপুর গামী রাস্তার উত্তর পার্শ্ব হইতে মোঃ শফিকুল ইসলাম (৩৬),এর চালিত প্রাইভেট কার এর ব্যাকডালা হইতে লাল রংয়ের প্লাস্টিকের নেটের বস্তার ভিতর রক্ষিত অবস্থায় ৮ পোটলা মাদকদ্রব্য ফেন্সিডিল যাহা গননা করে মোট ২৮৬ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ মোঃ শফিকুল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করেন এবং অপর আসামি মোঃ মমিনুর কৌশলে পালিয়ে যায় ।

    শুক্রবার বিকেলে কাকিনা-মহিপুর-রংপুর সড়কের এসকেজে বাজারে এ ঘটনা ঘটে। এ সময় প্রাইভেটকারটি নিয়ে পালিয়ে যাওয়ার পথে শিশুসহ তিন পথচারীকে ধাক্কা দেন। এতে তিনজন আহত হয়েছেন।পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে লালমনিরহাট সীমান্তে থেকে ফেনিসিডিল নিয়ে রংপুরের উদ্দেশে একটি প্রাইভেটকারে কয়েকজন মাদক কারবারি যাচ্ছিল। খবর পেয়ে লালমনিরহাট গোয়েন্দা পুলিশের সদস্যরা গাড়িটিকে সন্দেহ করে তারা ধাওয়া করেন। এ সময় মাদক কারবারিরা পুলিশ ধাওয়া করেছন বিষয়টি টের পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ধাওয়া করলে ডিবি পুলিশের সদস্যদের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

    পরে কাকিনা-মহিপুর, রংপুর সড়কের এস কেজের বাজারের লোকজন প্রাইভেটকারটি আটকের চেষ্টা করলে ৩ পথচারীকে চাপা দেয়। ওই সময় শিশুসহ তিন পথচারী আহত হয়। উত্তেজিত জনতা আহত ব্যক্তিদের চিকিৎসার দাবি করে বিক্ষোভ মিছিল করেন। এই সুযোগে ওই এলাকার মাদক কারবারিরা মোটরসাইকেলে দলবেঁধে এসে প্রাইভেটকার ও ডিবি পুলিশকে ঘিরে রাখেন। ঘিরে রেখে গড়ির চালককে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন।পরে বিষয়টি টের পেয়ে ডিবি পুলিশের সদস্যরা গঙ্গাচড়া থানা ও কালীগঞ্জ থানায় খবর দেন। পরে খবর পেয়ে কালীগঞ্জ থানা ও গঙ্গাচাড়া থানা পুলিশ সদস্যরা ছুটে যান। এর আগেই প্রাইভেটকার থেকে ফেনসিডিলের একটি বস্তা ছিনিয়ে নেন মাদকসেবনকারীরা। পরে পুলিশের সামনে মাদক সেবনকারীরা প্রকাশ্যে তা সেবন করেন। পরে মাদকসেবনকারীরা স্থানীয় জনতার হাতে মারধরের কবলে পড়েন।ওই এলাকার কয়কজন জানান, প্রতিদিন শত শত মোটরসাইকেলে করে রংপুর থেকে লালমনিরহাট সীমান্তের দিকে যান মাদক সেবন করতে। পুলিশের চেকপোস্ট থাকা সত্তেও বেশিরভাগ সেবনকারীরা পার পেয়ে যান বলে জানান স্থানীয়রা।

    কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রুসূল বলেন, ডিবি পুলিশেল হাতে আটকের পর স্থানীয়রা ঝামেলা করছিল। পরে খবর পেয়ে প্রাইভেটকারটিসহ ২৮৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তবে ওই সময় মাদকের বস্তা ছিনিয়ে নিয়েছে কিনা আমার জানা নেই। খোঁজ-খবর নিয়ে আপনাদের জানানো হবে।

    হাসমত উল্ল্যাহ।

  • মুন্সীগঞ্জ‌ে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া  মিলাদ ও গনভোজ।

    মুন্সীগঞ্জ‌ে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মিলাদ ও গনভোজ।

    মোঃ‌লিটন মাহমুদ মুন্সীগঞ্জঃ

    আজ ২০ই আগষ্ট শ‌নিবার বেল১টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউ‌নিয়‌নে যুব লী‌গের আয়‌েজনে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া , মিলাদ ও গনভোজ অনুষ্ঠিত হয়।

    আধারা ইউ‌নিয়ন আওয়মী লীগ নেতা রিপন মাহমু‌দের সভাপত্ব‌ি তে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ প‌ৌরসভার মেয়র ফয়সাল বিল্পব ।

    বি‌শেষ অতি‌থি হিসা‌বে উপ‌স্হিত ছি‌লেন চর‌কেওয়ার ইউ‌নিয়‌নের আওয়ামী লী‌গের সভাপ‌তি আঃরাজ্জাক

    ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মিলাদ মাহ‌ফি‌ল ও গনভোজে

    আ‌রো উপস্হ‌িত ছি‌লেন ,মুন্সীগঞ্জ সদর থানা আওয়ামী লী‌গের প্রচার সন্পাদক বাসু দেব নাথ,সদর থানার সংঙ্গঠ‌নিক সন্পাদক মোঃম‌নির হো‌সেন ভোকাল,
    মুন্সীগঞ্জ সদর থানার সা‌বেক ছাত্রলীগ নেতা এড‌ভো‌কেট সাইফুল আলম স্বপন ,আধারা ইউ‌নিয়‌নের যুব লীগ‌ের সভাপ‌তি
    মোঃ আক্তার মাহমুদ,আধারা ইউ‌নিয়ন ছাত্র লীগের সভাপ‌তি নাইম মাহমুদ,সি‌বিআই সভা‌পিত জনতা ব‌্যাংক মুন্সীগঞ্জ সদর জ‌হিররুল ইসলাম, মুক্তার মাহমুদ,রেজাউল ক‌বির,জ‌হির উদ্দ‌িন বেপারী,ইব্রাহীম বেপারী,ম‌হিলা মেম্বার রা‌নী বেগম. মোঃশরীফ ‌হো‌সেন প্রমূখ

  • জয়পুুরহাটে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষক পলাতক

    জয়পুুরহাটে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষক পলাতক

    রিদয় হোসেন(সদর জয়পুরহাট) প্রতিনিধিঃ-

    জয়পুরহাটের পাঁচবিবিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশি চাচা রবিউল ইসলাম (১৪ ) বিরুদ্ধে।

    শনিবার (২০ আগষ্ট) সকাল ১১ টার দিকে জেলার পাঁচবিবি উপজেলার বাগজানার ঘোড়াপা গ্রামে এ ঘটনা ঘটে।

    স্থানীয় ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, পাঁচবিবি উপজেলার ঘোড়াপা শিংলাপাড়া গ্রামের গাফ্ফারের বাড়ীর সঙ্গে দোকান আছে। গাফফার ও তার স্ত্রী একটি বিয়ের দাওয়াতে যায়। ঐ প্রতিবেশী ৫ বছরের এক শিশু কন্যা ৫ টাকার খাবার কিনতে গেলে এসময় বাড়ীতে কেউ না থাকার সুযোগে গাফ্ফারের ছেলে রবিউল শিশুটিকে ফুঁসলিয়ে দোকানের পিছনে বাড়ীর ভিতরে ঘরে নিয়ে মুখে গামছা পেচিঁয়ে ধর্ষণ করে রক্তাক্ত ক্ষতবিক্ষত করে।

    শিশুটি রক্তাক্ত অবস্থায় মায়ের নিকট গিয়ে ঘটনাটি খুলে বললে শিশুটিকে পরিবারের লোকজন পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থার অবনতি দেখে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে। জয়পুরহাট হাসপাতালে শিশুটির অবস্থার আরো অবনতি হলে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ এ্যান্ড হাসপাতালে রেফার্ড করে। এদিকে বিষয়টি এলাকায় জানাজানি হলে রবিউল দোকান বন্ধ ও বাড়ীতে তালা লাগিয়ে কৌশলে পালিয়ে যায়।

    এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব নিশ্চিত করে বলেন, ঘটনার বিষয়ে মৌখিক অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটিকে বগুড়ায় চিকিৎসার জন্য তার পরিবার নিয়েছেন। মামলা প্রক্রিয়াধীন।

  • আগৈলঝাড়ার গৈলায় আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস পালিত

    আগৈলঝাড়ার গৈলায় আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস পালিত

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতার ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
    এ উপলক্ষে গৈলা শিশু নিকেতন হলরুমে শনিবার দুপুরে আলোচনাসভা, বাদ যোহর দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
    এর আগে জাতির পিতা ও সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে কালো ব্যাজ ধারণ করা হয়।
    গৈলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হালিমুজ্জান হালিমের সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত।
    অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আঃ ছাত্তার মোল্লা, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম চান, ছাত্রলীগ সাধারন সম্পাদক জাকির হোসেন পাইক, ইউপি সদস্য সৌরভ মোল্লা। গৈলায় শোক দিবসে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
    দোয়া-মোনাজাত পরিচালনা করেন গৈলা বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হেদায়েত উল্লাহ।

  • সাতক্ষীরায় সংখ্যালঘু মুন্ডা সম্প্রদায়ের উপর সন্ত্রাসী হামলা: নিহত ১ জন

    সাতক্ষীরায় সংখ্যালঘু মুন্ডা সম্প্রদায়ের উপর সন্ত্রাসী হামলা: নিহত ১ জন

    আজিজুল ইসলাম।
    সাতক্ষীরা জেলা প্রতিনিধি :
    সাতক্ষীরার শ্যামনগরে মুন্ড সম্প্রদায়ের উপর স্থানীয় সাবেক যুবলীগ নেতার সন্ত্রাসী হামলার অভিযোগ। অভিযোগ সুত্রে জানা গেছে (more…)

  • সারাদেশে বিএনপির ধারাবাহিক কর্মসূচি সফল করার লক্ষ্যে  কুমিল্লা বিভাগীয় প্রস্তুতি সভা।

    সারাদেশে বিএনপির ধারাবাহিক কর্মসূচি সফল করার লক্ষ্যে কুমিল্লা বিভাগীয় প্রস্তুতি সভা।

    নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা। ২০ আগষ্ট ২০২২
    আগামীকাল থেকে উপজেলা/থানা,পৌরসভা,ইউনিয়ন,ওয়ার্ড পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি সুশৃংখল ও জনসম্পৃক্ত করার লক্ষ্যে
    শনিবার (২০আগষ্ট) বিকেলে কুমিল্লার জমজম হোটেলে কুমিল্লা বিভাগীয় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
    প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ।
    কুমিল্লা বিভাগের বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: মোস্তাক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক হুইপ মনিরুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম (চৈতি কালাম), বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাইদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পূর্ণ বাসন সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) এম. আনোয়ারুল আজিম ,কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, সাবেক এমপি আবদুল গফুর ভুইঁয়া ।
    উপস্থিত ছিলেন-,কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন,কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক(ভারপ্রাপ্ত) শওকত হোসেন বকুল,সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু,কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সীসহ কুমিল্লা বিভাগের নেতৃবৃন্দরা অংশ নেন।

  • কুবিতে গুচ্ছ পদ্ধতির `সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত

    কুবিতে গুচ্ছ পদ্ধতির `সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গুচ্ছ পদ্ধতিতে ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির `সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার (২০ আগস্ট) দুপুর ১২টা থেকে পরীক্ষা শুরু হয়ে ১টায় শেষ হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ মোট ৩টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
    কেন্দ্র গুলো হলঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ক্যান্টনমেন্ট কলেজ এবং সরকারি টিচার্স ট্রেনিং কলেজ। মোট পরীক্ষার্থী ছিল ৪ হাজার ৫৭ জন।

    পরীক্ষা শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন মানব
    কন্ঠকে বলেন, আজকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে আমি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি হল ঘুরে দেখেছি। কেন্দ্রগুলোতে পরীক্ষার পরিবেশ ভাল ছিল। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠু পরীক্ষা গ্রহণ ও জালিয়াতি প্রতিরোধে আমরা সতর্ক ছিলাম। প্রতিটি কেন্দ্রে ১৪৪ ধারা জারি করা ছিল। ম্যাজিস্ট্রেট ও পুলিশ সার্বক্ষণিক পর্যবেক্ষণে ছিল। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও রোভার স্কাউটস সদস্যরা যথাযথ দায়িত্ব পালন করেছেন। আমাদের প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বের প্রতি আন্তরিক ছিল বলেই `সি’-ইউনিটের ভর্তি পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় শিক্ষক-শিক্ষার্থী, প্রক্টরিয়াল বডি, কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা বাহিনী, বিএনসিসি, রোভার স্কাউট, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে তিনি ধন্যবাদ জানান।

    উল্লেখ্য,শনিবার সি
    ’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হওয়ার মাধ্যমে দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে দ্বিতীয়বারের মতো গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা শেষ হয়েছে।

  • কুমিল্লার বাঙ্গরায় বিদ্যুতের তার ছিঁড়ে একই পরিবারের মা ছেলে, নাতী সহ তিনজন নিহত

    কুমিল্লার বাঙ্গরায় বিদ্যুতের তার ছিঁড়ে একই পরিবারের মা ছেলে, নাতী সহ তিনজন নিহত

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    কুমিল্লার মুরাদনগরে বিদ্যুতের তার ছিঁড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বাংগরা বাজার থানাধীন এলখাল গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, হোসনেয়া বেগম(৬০),তারা মিয়া(৩০), রিফাত হোসেন (৮)। স্থানীয় ইউ সদস্য জসিম উদ্দিন ও যুবলীগ নেতা লিটন বিষয়টি নিশ্চিত করেছেন।

    পুলিশ এবং স্থানীয়রা জানায়, শনিবার দুপুর দেড়টার দিকে এলখাল গ্রামের মোল্লা বাড়িতে তারা মিয়ার সহ তার ভাগিনা রিফাত হোসেন বাড়ির পাশের একটি জমিতে কলমি শাক তুলতে যায়। সেখানে দৌলতপুর থেকে এলখাল পর্যন্ত বিদ্যুৎ লাইনের একটি তার ছিঁড়ে রিফাতের উপর পড়ে। চিৎকার শুনে নানী হোসনেআরা উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎতের তারে আটকে যায়। এ সময় মা এবং ভাগিনাকে উদ্ধারের জন্য তারা মিয়া গিয়ে সেও বিদ্যুতের সাথে আটকে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা দৌলতপুর অফিসে খবর দিলে সেখান থেকে বিদ্যুৎ বন্ধ করা হয়। পরে এলাকার লোকজন তাদেরকে উদ্ধার করে।

    এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।বিদ্যুৎ অফিসের লোকজনের সাথে যোগাযোগ করে কাউকে পাওয়া যায়নি রিপোর্ট লেখা পর্যন্ত।