Category: দেশজুড়ে

  • পাথরঘাটায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত

    পাথরঘাটায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত

    পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
    বরগুনার পাথরঘাটায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ আগষ্ট) সকাল ১০টায় উপজেলা শিক্ষা অফিস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা শিক্ষা অফিসার টি. এম. শাহ্ আলম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা-২আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন। অন্যদের মধ্য উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদার, পাথরঘাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন আকন, ইউআরসি ইন্সট্রাক্টর প্রকাশ চন্দ্র মন্ডল, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রবিন হাওলাদার, খাদিজা খানম ও রনজিত চন্দ্র মিস্ত্রি প্রমুখ।

    সভায় উপজেলার ১শ ৪৯টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন অংশ নেন। শিক্ষকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। করোনা পরবর্তী শিক্ষা কার্যক্রম পরিচালনা ও শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

    প্রধান অতিথির বক্তব্যে এমপি শওকত হাচানুর রহমান রিমন বলেন, একটি মেধাবি ও দক্ষ জাতি তৈরির জন্য সর্বাগ্রে প্রয়োজন মানসম্মত শিক্ষা। আর শিক্ষার মানোন্নয়নে মানসম্মত শিক্ষকরা সবচেয়ে নিয়ামক ভূমিকা রাখতে পারেন। শিক্ষা কিন্তু খুব সহজ বিষয় নয়, এজন্য কষ্ট করতে হবে। শিক্ষকরা যা পড়াচ্ছেন তা শিক্ষার্থীরা বুঝতে পারছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। দুর্বল শিক্ষার্থীদের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে। কেন পরীক্ষার ফলাফল খারাপ হয়েছে তা নিয়ে আমাদের আত্ম-বিশ্লেষণ করতে হবে।

    বন্যা তালুকদার
    পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি।

  • ঝিনাইদহে সাবেক চেয়ারম্যানের ডিভোর্সি স্ত্রী ৩ সন্তান রেখে পালিয়েছে

    ঝিনাইদহে সাবেক চেয়ারম্যানের ডিভোর্সি স্ত্রী ৩ সন্তান রেখে পালিয়েছে

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক আহম্মেদ জুয়েলের প্রথম স্ত্রী কুলসুম বেগম তিন সন্তান রেখে ঘর ছেড়েছে। গত এক সপ্তাহ আগে বাজারগোপালপুর এলাকার চিত্ত দত্তের চেলে বিপুল দত্তের হাত ধরে সে পালিয়েছেন। বিষয়টি জানাজানি হয়ে পড়লে এলাকায় হৈ চৈ পড়ে গেছে। সদর উপজেলার বাজার গোপালপুর এলাকার চায়ের দোকানে সাবেক চেয়ারম্যানের স্ত্রী অন্যের হাত ধরে চলে যাওয়ার বিষয় নিয়ে মুখরোচক আলোচনার হচ্ছে। তবে সাবেক চেয়ারম্যান ফারুক আহম্মেদ জুয়েল বলছেন কুলসুমকে তিন মাস আগে তিনি তালাক দিয়েছেন। এদিকে বিপুল দত্তের হাত ধরে কুলসুম পালিয়ে যাওয়ায় ছোট ভাইয়ের পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে এলাকাবাসি। বাজারগোপালপুর গ্রামের আব্বাস আলী জানান, স্বর্ণ ব্যবসায়ী বিপুল দত্তের সাথে কুলসুম বেগমের বহুদিন থেকে পরকীয়া সম্পর্ক ছিল। শুনেছি গত ১৪ আগস্ট বিপুল দত্ত কুলসুম বেগমকে নিয়ে পালিয়ে গেছে। কুলসুম কোটাচাঁদপুর উপজেলার সারুটিয়া গ্রামের শাহজান আলীর মেয়ে। এদিকে বিপুল দত্তের অপরাধের কারণে ছোট ভাই বিকাশ দত্তের পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে এলাকাবাসী। অবরুদ্ধ বিকাশ দত্তের স্ত্রী বেবী রানী জানান, গত এক সপ্তাহ ধরে পাড়ার লোকজন আমাদের সাথে কথা বলছে না, দোকানে বাজার করতে গেলে দোকানীরাও আমাদের কাছে কোনকিছু বিক্রি করছে না। এমনকি প্রতিদিন সন্ধ্যার পর কিছু লোকজন এসে আমাদের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করছে। আমি আমার নবজাতক সন্তানকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি নিয়ে মধুহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক ফারুক হোসেন জুয়েল জানান, কুলসুমের সাথে গত তিনমাস আগে আমার ডিভোর্স হয়ে গেছে। এখন সে আমার স্ত্রী না। আমি আর বেশকিছু বলতে পারবো না। মধুহাটি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলতাফ আহমেদ জানান, বিষয়টি আমি লোকমুখে শুনেছি। এমন ঘটনা ঘটলে এলাকার জন্য লজ্জার বিষয়। তিনি বলেন বিষয়টি নিয়ে মাতুব্বরদের সাথে আলাপ করে সমাধানের চেষ্টা করা যায় কিনা দেখছি। এ বিষয়ে বাজারগোপালপুর পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা এসআই উত্তম কুমার জানান, চেয়ারম্যানের ডিভোর্সি স্ত্রী পালিয়ে গেছে বলে শুনেছি। তিনি বলেন, এক সম্প্রদায়ের মানুষ অন্য সম্প্রদায়ের মেয়েকে নিয়ে যাওয়া নিয়ে কিছুটা বিতর্ক হচ্ছে। তবে পরিস্থিতি যাতে ঘোলাটে না হয় পুলিশ সেদিকে নজর রাখছে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • গোদাগাড়ীর ২ মাদক ব্যবসায়ী মাদকসহ সিরাজগঞ্জে  আটক

    গোদাগাড়ীর ২ মাদক ব্যবসায়ী মাদকসহ সিরাজগঞ্জে আটক

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।। সিরাজগঞ্জের সলঙ্গায় ১শ গ্রাম হেরোইন সহ ২ জন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ সদস্যরা। আটক মাদক ব্যবসায়ীর বাড়ী গোদাগাড়ী পৌরসভার মহিশালবাড়ী মহল্লায়।

    গত শুক্রবার (১৯ আগস্ট) গভীর রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে র‌্যাব-১২ সদর দপ্তরের সামনে এ অভিযান পরিচালানা করা হয়। আটককৃত হলো রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার মহিষালবাড়ী গ্রামের আব্দুর রশিদের ছেলে দুরুল হুদা (২৫) ও মজিবর রহমান মঞ্জুরের ছেলে শাহদত
    হোসে ন (২৯)।

    র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার মেজর এম রিফাত বিন আসাদ শনিবার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার গভীর রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে অভিযান পরিচালানা করা হয়। এসময় ১০ লাখ টাকা মুল্যের ১শ গ্রাম হেরোইন সহ ঐ দুই মাদক কারবারীকে আটক করা হয়।

    শনিবার (২০ আগস্ট) দুপুরে আটককৃত মাদক কারবরীদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামত সহ সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • পরিদর্শনে এসে কৃষকদের বিক্ষোভের মুখে নৌ-সচিব

    পরিদর্শনে এসে কৃষকদের বিক্ষোভের মুখে নৌ-সচিব

    মোংলা প্রতিনিধি
    মোংলা বন্দর কর্তৃক পশুর নদীর ড্রেজিংয়ের বালু কৃষিজমিতে ফেলার সিদ্ধান্ত’র প্রতিবাদে বিক্ষোভের মুখে বাণীশান্তা পরিদর্শন না করে ফিরে আসলেন নৌপরিহন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তফা কামাল। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব মোঃ সায়েমুর রশিদ খান প্রেরিত সফর সূচী অনুযায়ি নৌসচিব মোঃ মোস্তফা কামাল এর ২০ আগস্ট শনিবার মোংলা বন্দর চ্যানেলের ইনারবার ড্রেজিং কার্যক্রম পরিদর্শন করার কথা। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নৌসচিব পশুর নদীর ড্রেজিংয়ের বালু ফেলার এলাকা বানীশান্তার গ্রীণ এলপিজি জেটিতে পৌছালে স্থানীয় কৃষকরা আগে থেকেই বিক্ষোভ প্রদর্শন করে এবং ইটপাটকেল ছুড়তে থাকে। এক পর্যায়ে নৌসচিব মোঃ মোস্তফা কামালের স্পীড বোট জেটিতে না ভীড়ে ওই স্থান ত্যাগ করে। এবিষয়ে বিক্ষোভরত কৃষাণী বৈশাখী মন্ডলের কাছে চাইলে তিনি জানান বলেন নৌসচিব আসবেন আমরা তাকে স্বাগত জানানোর জন্যই অপেক্ষা করছিলাম। কিন্তু নৌসচিব আসার আগেই বন্দর কর্তৃপক্ষ মিথ্যা এবং ভুল তথ্য দিয়ে জেটি চত্বরে কিছু ফেস্টুন-প্লাকার্ড দিয়ে সাজিয়ে রাখে। আমরা এগুলো সরিয়ে ফেলতে তাদের অনুরোধ করি। কিন্তু তারা সেগুলি না সরানোর কারনে উত্তেজিত কৃষকরা তা সরিয়ে ফেলেন। উত্তেজনা চলাকালে নৌসচিবের স্পীড বোট জেটিতে আসলে তিনি উপরে না উঠে স্থান ত্যাগ করেন বলে আমরা জানতে পারি। বাণীশান্তা পরিদর্শনের বিষয়ে নৌপরিহন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামালের কাছে জানতে চাইলে তিনি বলেন স্থানীয় এমপি’র দরখাস্তের প্রেক্ষিতে বাণীশান্তা পরিদর্শনে আসি। বাণীশান্তার তিনশো একর জমি বন্দরের হুকুম দখল নেয়া আছে। কাজ করতে আসলে এলাকার মানুষ আপত্তি জানায়। কাগজপত্র দেখে এবিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সুদেব রায় বলেন বাণীশান্তার তিনশো একর তিনফসলি কৃষিজমিতে বালু ফেলতে দেয়া হবেনা। বন্দরের স্বার্থে নদী খনন প্রয়োজন থাকলেও বালু ফেলারও বিকল্প জায়গা আছে। সেখাণে বালু ফেলা হোক।

  • গুইমারাতে আওয়ামী লীগ কর্তৃক বিশাল শোক সমাবেশ

    গুইমারাতে আওয়ামী লীগ কর্তৃক বিশাল শোক সমাবেশ

    (খাগড়াছড়ি প্রতিনিধি)

    খাগড়াছড়ির গুইমারাতে আজ ২০ আগস্ট কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক গুইমারা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগ শোক সভার আয়োজন করা হয়েছে।

    উক্ত এ শোক সভায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগ সভাপতি ও টাস্কফোর্সের চেয়ারম্যান ২৯৮নং সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা ও সম্মানিত বিশেষ অতিথি সহসভাপতি রণবিক্রম ত্রিপুরা তাতু এবং বিশেষ অতিথি সহসভাপতি কল্যাণমিত্র বড়ুয়া, সাবেক খাপাজেপ চেয়ারম্যান কংজরি চৌধুরী, সহসভাপতি মংক্যাচিং চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌরমেয়র নির্মলেন্দু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও খাপাজেপ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আশুতোষ চাকমা, সাংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা জুয়েল, গুইমারা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা, দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, সাবেক সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুইনুপ্রু চৌধুরী, উপ-প্রচার সম্পাদক নুরুল আজম,ছাত্রলীগ আহ্বায়ক অভিকমোহন ত্রিপুরা ও উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক আনন্দ সোম, যুবলীগ ও সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দগণ ও ভক্ত সমর্থক উপস্থিত ছিলেন।

  • জয়পুরহাটে ছাত্রীদের শ্লীলতাহানির  অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

    জয়পুরহাটে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

    জয়পুরহাটের এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ মামলা করেছেন ভুক্তভোগী এক ছাত্রীর অভিভাবক।

    মামলা সূত্রে জানাযায়,জয়পুরহাট সদর উপজেলার করই কাদিরপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মামুনুর রশিদ মামুন গত ১৬ আগষ্ট স্কুল চলাকালীন সময় বেলা সারে ১১ টার দিকে ৫ ম শ্রেনীর ১১ বছরের এক ছাত্রীকে ডেকে একটি কক্ষে নিয়ে পেছন থেকে জরিয়ে ধরে স্পর্শকাতর স্থানে শ্লীলতাহানি করে। এ ঘটনাটি অন্য শিক্ষর্থী দেখে ফেলে। পরে বিষয়টি জানাজানি হলে আরো অন্য ছাত্রীদের সাথে এমন ঘটনা ঘটিয়েছে এমন তথ্য বেরিয়ে আসে।

    এ বিষয়ে স্থানীয় প্রভাবশালীদের দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন শিক্ষক মামুন। অবশেষে শনিবার ( ২০ আগষ্ট ) বিকেলে জয়পুরহাট থানায় মামলা করেন ঐ ৫ ম শ্রেনীর ছাত্রীর মা পারভীন আকতার।

    এ ব্যাপারে ঐ ছাত্রীর পিতা আতিকুর রহমান আতিক বলেন, শিক্ষক হচ্ছে পিতা মাতার পরেই অভিভাবক আর শিক্ষকই যদি এসব করে তাহলে আমরা কি করবো,কোথায় যাব, আমাদের বাচ্চাদের নিরাপত্তা কোথায়। আমরা শিক্ষক মামুনের কঠোর শাস্তি চাই।

    অভিযুক্ত শিক্ষক মামুনুর রশিদ মামুন কাছে বারবার মুঠোফোনে যোগাযোগ করলে ফোন বন্ধ পাওয়া যায়।

    মামলার তদন্তকারী কর্মকর্তা ও জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ ( তদন্ত ) সরোয়ার আলম বলেন, যৌন নিপিড়নের অভিযোগে শিক্ষক মামুনুর রশিদ মামুনের বিরুদ্ধে সন্ধ্যার আগে থানায় মামলা দায়ের হয়েছে। আসামী গ্রেফতারের জোর ততপরতা চলছে।

  • বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন পুরণে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে – এড.মোয়াজ্জেম হোসেন

    বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন পুরণে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে – এড.মোয়াজ্জেম হোসেন

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এড.মোয়াজ্জেম হোসেন বাবুল বলেছেন, শোককে শক্তিতে পরিণত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যেতে হবে।

    বাংলাদেশ আওয়ামী লীগ ত্রিশাল উপজেলা শাখার পক্ষ থেকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে গৃহীত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে
    শনিবার (২০ আগস্ট) বিকালে উপজেলার কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন নেতৃবৃন্দের যৌথ উদ্যোগে কালির বাজার রেলওয়ে ষ্টেশনে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    তিনি আরো বলেন, আজ আমাদের যে শোক,সেই শোককে শক্তিতে পরিণত করে, জাতির পিতা সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, তাঁরই সুযোগ্য কন্যা শেখ হাসিনা সে লক্ষ্যে এগিয়ে চলেছেন। সেটাই আমাদের বড় প্রাপ্তি এবং জাতির পিতার লালিত স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয় নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। সে লক্ষে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহবান জানান জেলা আওয়ামী লীগের কর্মীবান্ধব এই নেতা।

    ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের প্রবীন নেতা, মেধাবী রাজনীতিবিধ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য কাঁঠাল ইউনিয়নের কৃতি সন্তান ফজলে রাব্বি এর সার্বিক তদারকি ও সহযোগীতায় আয়োজিত উক্ত শোক সভায় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ আসলাম উদ্দিন সরকারের ও মাজহারুল হক শাহজাহান মাষ্টার এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
    ত্রিশাল পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাইদ দীন ইসলাম ফখরুল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জালাল উদ্দীন খান, সদস্য এড জিয়াউল হক সবুজ,ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম শামসুদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ্ব ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নবী নেওয়াজ সরকার, সাবেক যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লুতফন্নেছা বিউটি,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইব্রাহিম খলিল নয়ন,বইলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মশিউর রহমান শাহানশাহ সহ নেতৃবৃন্দ।

    এছাড়াও সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হারুন অর রশিদ বিএসসি,আব্দুল ওহাব কমল মিয়া, সেলিম মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান নয়ন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ সুরুজ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর তরফদার, আব্দুর রশিদ সরকার, নজরুল ইসলাম,আবুল হোসেন রকি, ওমর ফারুক, ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান হেলাল দেওয়ান, সহ-সভাপতি হুমায়ুন মাস্টার,সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুজন,যুগ্মসাধারণ সম্পাদক মোস্তফা কামাল রোপন,সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রুবেল,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রতন,সাধারণ সম্পাদক সুহেল আহমেদ মুসা,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি উমর ফারুক ফকির, সম্পাদক সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত ও গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং গণভোজ বিতরণ করা হয়।

  • ক্ষেতলাল রিপোর্টার্স ক্লাবের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    ক্ষেতলাল রিপোর্টার্স ক্লাবের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

    সত্যে অবিচল”এই স্লোগানকে সামনে রেখে ক্ষেতলালে স্থানীয় সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ক্লাবের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

    ২০ আগস্ট (শনিবার) বিকেল ৪টায় ক্ষেতলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ হলরুমে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

    ক্ষেতলাল রিপোর্টার্স ক্লাবের আহবায়ক ও ভোরের ডাক প্রতিনিধি একরামুল ইসলাম উজ্জ্বলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি সাংবাদিক আজিজার রহমান, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি হাসান আলী, রিপোর্টার্স ক্লাবের যুগ্ম আহবায়ক ও তৃতীয় মাত্রা প্রতিনিধি এস কে মুকুল, সদস্য আমার সংবাদ প্রতিনিধি কাজী রুহুল আমীন।

    এছাড়াও উপস্থিত ছিলেন, ক্ষেতলাল রিপোর্টার্স ক্লাবের যুগ্ম আহবায়ক ও দৈনিক মহাস্থানগড় প্রতিনিধি মাহমুদুল হাসান চৌধুরী রকেট, ক্লাবের সদস্য মানবজমিন প্রতিনিধি আবু হাসান, প্রত্যাশা প্রতিদিন প্রতিনিধি এস এম মিলন, সূর্যোদয় প্রতিনিধি ওয়াকিল আহমেদ, আমাদের সময় প্রতিনিধি আহমেদ পান্না, চাঁদনী বাজার প্রতিনিধি আমানুল্লাহ আমান প্রমুখ।

    এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সকালের সংযোগ ২৪ ডটকম সম্পাদক রাশেদ খান ও ভারপ্রাপ্ত সম্পাদক মুনছুর হেলাল।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ক্ষেতলাল রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি ও প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মিজানুর রহমান।

  • গোদাগাড়ীর ২ মাদক ব্যবসায়ী মাদকসহ সিরাজগঞ্জে  আটক।

    গোদাগাড়ীর ২ মাদক ব্যবসায়ী মাদকসহ সিরাজগঞ্জে আটক।

    গোদাগাড়ী ( রাজশাহী) উপজেলা সংবাদদাতাঃ সিরাজগঞ্জ জেলার সলঙ্গায় ১শ গ্রাম হেরোইন সহ ২ জন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ সদস্যরা। আটক মাদক ব্যবসায়ীর বাড়ী গোদাগাড়ী পৌরসভার মহিশালবাড়ী মহল্লায়।

    গত শুক্রবার (১৯ আগস্ট) গভীর রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে র‌্যাব-১২ সদর দপ্তরের সামনে এ অভিযান পরিচালানা করা হয়। আটককৃত হলো রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার মহিষালবাড়ী গ্রামের আব্দুর রশিদের ছেলে দুরুল হুদা (২৫) ও মজিবর রহমান মঞ্জুরের ছেলে শাহদত
    হোসে ন (২৯)।

    র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার মেজর এম রিফাত বিন আসাদ শনিবার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার গভীর রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে অভিযান পরিচালানা করা হয়। এসময় ১০ লাখ টাকা মুল্যের ১শ গ্রাম হেরোইন সহ ঐ দুই মাদক কারবারীকে আটক করা হয়।

    শনিবার (২০ আগস্ট) দুপুরে আটককৃত মাদক কারবরীদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামত সহ সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • “প্রধানমন্ত্রীকে ধন্যবাদ” নাগেশ্বরীতে চন্ডিপুর বিদ্যালয় এমপিওভুক্ত হওয়ায়

    “প্রধানমন্ত্রীকে ধন্যবাদ” নাগেশ্বরীতে চন্ডিপুর বিদ্যালয় এমপিওভুক্ত হওয়ায়

    এম এস সাগর,
    কুড়িগ্রাম প্রতিনিধি।

    নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের চন্ডিপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় দীর্ঘ ২৪বছর অনেক ত্যাগ উপেক্ষা করে এমপিওভুক্তি হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও অভিভাবক, এলাকাবাসীরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদসহ কৃতজ্ঞা জানিয়েছেন।

    সরেজমিনে গিয়ে জানা যায়, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের চন্ডিপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ১৯৯৮সালে শিক্ষানুরাগী ও ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিউল আলম (শফি) এলাকার নেতিয়েপড়া ও ঝড়েপড়া ছেলে-মেয়েদের শিক্ষার গুণগত মান উন্নয়নে স্কুল প্রতিষ্ঠা করেন এবং সৃষ্টিলগ্ন থেকে কর্মরত শিক্ষকরা বিনা বেতনে থেকেও যথাবিথি বিধিমালা মেনে মফস্বল অঞ্চলের ছেলে-মেয়েদের শিক্ষার মান উন্নয়ন ও বিকাশ প্রসারে পাঠদান করাসহ বিভিন্ন প্রকার সহযোগিতা অব্যাহত রেখেছেন। শিক্ষার্থীরা আধুনিক পাঠদানে লেখাপড়ায় মেধাবী চৌকস ও সৃজনশীল হয়ে ওঠার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে হয়ে উঠেছে পারদর্শী। সৃষ্টিলগ্ন থেকে সাফল্য ও মেধা তালিকায় চন্ডিপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি।

    প্রধান শিক্ষক মো. রোস্তম আলী ও শিক্ষানুরাগী- ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিউল আলম (শফি) এবং ম্যানেজিং কমিটির সভাপতি মো. হুজুর আলী মাস্টার এর প্রচেস্টায় প্রতিষ্ঠানটি পাঠদানের অনুমতি পান ২০০১সালে, এমাডেমিক শিকৃতীপান ২০০৪সালে। প্রতিষ্ঠানে শিক্ষক ও কর্মচারী ১২জন দীর্ঘ ২৪বছর বেতন ভাতা না পেয়েও শিক্ষার্থীদের যথারিতি পাঠদান ও ফলাফলে সফলতা অর্জন করেছেন। প্রতিষ্ঠানে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থী ১শত ২৮জন। ২০২২সালে জেএসসি পরীক্ষার্থী ৫৭জন। ৬জুলাই সারাদেশের ন্যায় চন্ডিপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত হয়। একটি কুচক্রীমহল নিজের স্বার্থ হাছিলে মিডিয়া কর্মীদের মিথ্যা ও ভুল তথ্য দিয়ে চন্ডিপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নামে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে।

    শিক্ষার্থীরা জানায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি হওয়ায় আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

    সহকারী শিক্ষক সাহাবর আলী, আব্দুর সাত্তার, আব্দুল কুদ্দুস বলেন, আমাদের প্রতিষ্ঠানটি দীর্ঘ ২৪বছর পর এমপিওভুক্তি হওয়ায় আমরা অভিশপ্ত জীবন থেকে মুক্ত পেলাম। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সহ কৃতজ্ঞা জানাই।

    শিক্ষানুরাগী- ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিউল আলম (শফি) জানান, মফস্বল অঞ্চলের নেতিয়েপড়া ছেলে-মেয়েদের শিক্ষার গুনগত মান উন্নয়নে প্রতিষ্ঠানটি স্থাপন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ড. দিপুমনি কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নেও সার্বিক সহায়তা চেয়েছেন।

    প্রধান শিক্ষক মো. রোস্তম আলী বলেন, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানে বিনাবেতনে পাঠদান করে আসছিলাম। অবশেষে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর অনুগ্রহে অত্র স্কুলটি এমপিওভুক্ত হয়েছে এবং সকলকে ধন্যবাদ জানাই।

    প্রতিষ্ঠানের সভাপতি হুজুর আলী মাস্টার জানান, প্রতিষ্ঠানের শিক্ষকদের অনেক ত্যাগ স্বীকার করে বিনা বেতনে দীর্ঘদিন ধরে পাঠদান করে আসছেন। তারই ফল হিসেবে এমপিওভুক্ত।

    উপজেলা শিক্ষা অফিসার কামরুল ইসলাম বলেন, চন্ডিপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বেড়েছে শিক্ষার গুণগত মান ও ফলাফল সন্তোষজনক।