Category: দেশজুড়ে

  • পুঠিয়ায় ন্যাশনাল ট্রাভেলস ও তুহিন পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ৮ জন গুরুতর আহত

    পুঠিয়ায় ন্যাশনাল ট্রাভেলস ও তুহিন পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ৮ জন গুরুতর আহত

     

    পুঠিয়া  (রাজশাহী) প্রতিনিধি ঃ পুঠিয়ায় ন্যাশনাশ ট্রাভেলস ও তুহিন পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ৮জন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে আটটায় ঢাকা-রাজশাহী মহসড়কের ঝলমলিয়া ঘোষপাড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

    গুরুতর আহতরা হলেন, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গার সুজন (২৫), ষষ্টিতলার হাফিজুর রশিদ (২৭), চন্ডিপুর এলাকার মোরসালিন (১৯), বসির উদ্দিন (৩০), বিন্তি (১৫), ও মিমি (২৫)। এছাড়াও চারঘাট উপজেলার আলিম (৩৫) এবং মোহনপুর উপজেলার রাশেদ (৩০)।

    এলাকাবাসী সূত্রে জানাগেছে, ঢাকা থেকে ছেড়ে আশা ল্যাশনাল ট্রাভেলস ও রাজশাহী থেকে নাটোরগামী তুহিন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস উপজেলার ঝলমলিয়া ঘোষপাড়া নামক স্থানে মুখোমুখি সংর্ষে উভয় বাসে থাকা যাত্রী ও ড্রাইভার গুরুতর আহত হন।

    এসময় পুঠিয়া ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে গুরুতর আহতদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহতদের রামেক হাসপাতালে প্রেরণ করেন।

    এব্যাপারে পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোফাক্কারুল ইসলাম জানান, দুর্ঘটনায় কবলিত দুইটি বাসকে আটক করা হয়েছে। এছাড়াও থানা একটি মামলা দায়ের করা হয়েছে বলে এ কর্মকর্তা জানান।

    মাজেদুর  রহমান (মাজদার) 
    পুঠিয়া রাজশাহী।।

  • তেঁতুলিয়ায় ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, হাতুড়ে চিকিৎসকের জরিমানা

    তেঁতুলিয়ায় ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, হাতুড়ে চিকিৎসকের জরিমানা

    মুুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভুল চিকিৎসায় কৃষক পরিবারের একটি গরুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে কথিত প্রাথমিক পল্লী পশুচিকিৎসকের বিরুদ্ধে। সোমবার (২২ আগস্ট ২০২২) সকালে উপজেলার ৫নং বুড়াবুড়ি ইউনিয়নের কালদাসপাড়া গ্রামের মৃত করিমুলের ছেলে তরিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। হাতুড়ে ওই পশুচিকিৎসকের নাম রুবেল হোসেন। তিনি একই ইউনিয়নের বুড়াবুড়ি গ্রামের মৃত জহিরুল ইসলামের ছেলে।
    এ নিয়ে মৃত গরুটির মালিক তরিকুল ইসলাম বলেন, তিনি রোববার (২১ আগস্ট) রাতে কথিত ওই পশুচিকিৎসকে চিকিৎসার জন্য নিয়ে আসেন। পরে কথিত ওই পশুচিকিৎসক গরুর আঁচিল রোগ ভালো হওয়ার জন্য ৫টি ইনজেকশন পুশ করেন। গরুটি সুস্থ্য না হয়ে রোগের পরিস্থিতি বেশি হওয়ায় পরের দিন সকালে গরুটি মারা যায়। ভুল চিকিৎসায় গরুটি মারা গিয়েছে কিনা, তরিকুল ওই কথিত পশু চিকিৎসকসহ স্থানীয় ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় অন্যান্য প্রাথমিক পল্লী পশু চিকিৎসকদের ডেকে নিয়ে আসেন।
    জানা যায়- ইউপি সদস্যা ফাতেমা বেগমের স্বামী মুকুল হোসেন, স্থানীয় অন্যান্য প্রাথমিক পশু চিকিৎসকদের মধ্যে দেলোয়ার, মোয়াজ্জেম, হারুন অর রশিদ, হারুনের কম্পাউন্ডার বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী, সাবেক ইউপি সচিব সেরাজুল হক, তহিদুল ইসলাম প্রমূখের উপস্থিতিতে সালিশী বৈঠকের মাধ্যমে কথিত ওই পশুচিকিৎসক রুবেল তার ভুল স্বীকারোক্তিতে ২০ হাজার টাকা জরিমানা দিতে চেয়েছেন।
    এদিকে কথিত প্রাথমিক পল্লী পশুচিকিৎসক রুবেল হোসেন ভুল চিকিৎসার কথা অস্বীকার করে বলেন, তিনি এলার্জিসহ ৫টি ইনজেকশন পুশ করেছেন। তিনি আরোও বলেন, আঁচিলের জন্য যে চিকিৎসা দিতে হয়, তিনি সেই চিকিৎসায় দিয়েছেন। সঠিক চিকিৎসা দেয়া হইলে গরুটি মারা গেল কেন? প্রশ্নোত্তরে বলেন, ভাই (সাংবাদিক) মৃত্যু বলে আসেনা। তাহলে উপস্থিত অন্যান্য প্রাথমিক পল্লী পশু চিকিৎসকগণ বলছেন এটি ভুল চিকিৎসা হওয়ার কারণে মারা গেছেন, এতে আপনি কি বলবেন? তিনি বলেন, আপনি তো ভাই বুঝেন কেউ কারো ভালো দেখতে চাইনা।
    স্থানীয় প্রাথমিক পল্লী পশু চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা নামের সামনে ডাক্তার কথা লিখতে পারবেন না। তাদেরই মধ্যে কতিপয় প্রাথমিক পল্লী পশু চিকিৎসকগণ তাদের ভিজিটিং কার্ডে ‘প্রাণী চিকিৎসক’, ‘ডাক্তার অমুক’ কথার লেখা ব্যবহার করে মূল ধারার প্রাথমিক পল্লী পশু চিকিৎসকদের বিভ্রান্তি করছেন জানিয়েছেন।
    সরে জমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কথিত ওই প্রাথমিক পল্লী পশুচিকিৎসক রুবেল হোসেন স্বেচ্ছায় মানুষের বাসায় গিয়ে পশু চিকিৎসার কথা বলেন এবং মানুষের ইচ্ছার বিরুদ্ধে চিকিৎসা দেন। শুধু তাই নয়, তিনি তার ভিজিটিং কার্ডে ‘প্রাণি চিকিৎসক’ কথা ব্যবহার করে আসছেন এবং মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে দেয়ালে কিংবা বাঁশের খুঁটিতে কিংবা বারান্দার সড়ে প্রাণি চিকিৎসক রুবেল হোসেন ও তার নাম্বার লিখে দিয়ে বেড়াচ্ছেন। এছাড়া ওই গ্রামে তার চিকিৎসায় ছাগল মারা যাওয়ার কথাও উঠেছে জানতে পারা যায়।
    এ ব্যাপারে ইউপি সদস্যা ফাতেমা বেগমের স্বামী মুকুল হোসেন বলেন, তিনি সালিশী বৈঠকটি করেন এবং ওই চিকিৎসককে ২০ হাজার টাকা জরিমানা করেন। তিনি বলেন, টাকা পরিশোধের জন্য কয়েকদিন সময় চেয়ে নিয়েছেন। সেই টাকা না দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • বানারীপাড়ার আঃ মালেক মিয়ার ২৫ তম মৃত্যুবার্ষিকী আজ

    বানারীপাড়ার আঃ মালেক মিয়ার ২৫ তম মৃত্যুবার্ষিকী আজ

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    আজ ২৪ আগস্ট বুধবার সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি,বরিশালের বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন ও এক্সিম ব্যাংকের বরিশালের শাখা ব্যবস্থাপক নাসির আহম্মেদ রুবেলের পিতা বন্দর বাজারের সাবেক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল মালেক মিয়ার ২৫তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় শুক্রবার বাদ জুমা বানারীপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের বাড়িতে দোয়া-মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত ১৯৯৭ সালের ২৪ আগষ্ট বানারীপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আঃ মালেক মিয়া ঘাতকব্যধি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।

  • লালমনিরহাটে ১০কেজি গাঁজাসহ ৩জন গ্রেফতার

    লালমনিরহাটে ১০কেজি গাঁজাসহ ৩জন গ্রেফতার

    মো.হাসমত উল্ল্যাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার দক্ষিন পারুলিয়া মৌজায় বিশেষ অভিযান চালিয়ে ১০ (দশ) কেজি মাদকদ্রব্য গাঁজা সহ তিনজন কে গ্রেফতার করেন হাতীবান্ধা থানার পুলিশ।

    লালমনিরহাটের হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি)শাহা আলম, এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আবু বক্কর সিদ্দিক, ও সঙ্গীয় ফোর্স সহ হাতীবান্ধা থানাধীন দক্ষিন পারুলিয়া মৌজাস্থ কেতকীবাড়ী টু দক্ষিন পারুলিয়া বটতলা গামী কাঁচা রাস্তার উপর হইতে রাত্রি কালীন বিশেষ অভিযানে চালিয়ে সিরাজুল ইসলাম, সুমন মিয়া, শাহাদুল ইসলাম, কে ১০ (দশ) কেজি মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করেন।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে হাতীবান্ধা থানার মামলা হয়। মামলা নং ২৯ ধারা – ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করা হয়।

    হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহা আলম, জানান গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানার দক্ষিন পারুলিয়া মৌজায় বিশেষ অভিযান চালিয়ে ১০ (দশ) কেজি মাদকদ্রব্য গাঁজা সহ তিনজন কে গ্রেফতার করেন হাতীবান্ধা থানার পুলিশ।

    হাসমত উল্ল্যাহ।

  • বানারীপাড়ায় টেলিমেডিসিন স্বাস্থ্য সেবা প্রকল্পের উদ্বোধন

    বানারীপাড়ায় টেলিমেডিসিন স্বাস্থ্য সেবা প্রকল্পের উদ্বোধন

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় মঙ্গলবার ২৩ আগস্ট বানারীপাড়া উপজেলা মিলনায়তনে লাভ দাই নেইবার( Love Thy Neighbour) এলটিএন এর উদ্যোগে হিউম্যান হেলথ হেল্পলাইন এর স্বাস্থ্য সেবা
    প্রকল্পের উদ্বোধন করেন প্রধান অতিথি প্রকল্পের ম্যানেজিং ডাইরেক্টর অধ্যক্ষ এম আর করীম। সভাপতিত্ব করেন এলটিএনের নির্বাহী পরিচালক মাহমুদা বেগম। বক্তৃতা করেন বিশেষ অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আমানউল্লাহ আল মামুন, উপ মহা ব্যবস্থাপক (মার্কেটিং) মোঃ সেলিম রেজা, সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম, এলটিএন এর ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবু জাহের, এস আই ওসমান গনি প্রমূখ। এ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ স্বাস্থ্য সেবা প্রদান করা হবে। এজন্য মাঠ পর্যায়ের অপারেটরদের তিন দিনের দিনের প্রশিক্ষণ দেয়া হবে।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

  • বড়াইগ্রামে জোনাইলে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বড়াইগ্রামে জোনাইলে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    মোঃ শাহ আলম, স্টাফ রিপোর্টারঃ
    স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৩নং জোনাইল ইউনিয়নে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ চত্বরে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
    ৩নং জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগের যৌথ উদ্যোগে জনসভা ও দোয়া মাহফিল এবং তাবারক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ সোমবার( ২২ আগষ্ট) বিকাল ৪টায় জোনাইল ইউনিয়ন স্মৃতি পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ৩নং জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সুবাহান হারেজ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম এর সঞ্চালনায় ও যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বড়াইগ্রাম -গুরুদাসপুর মাটি ও মানুষের নেতা মহান মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা নাটোর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস এম.পি। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শরিফুল ইসলাম রমজান।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস মিয়াজী, বনপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র কে এম জাকির হোসেন, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ত্র‍্যাডঃ আলহাজ্ব মিজানুর রহমান, বনপাড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান,
    ৩নং জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ তোজাম্মেল হক,বড়াইগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শ্রীঃ অসিত কুমার দেব, বড়াইগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান পিয়াস, ৩নং জোনাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আল মামুন, যুব মহিলা লীগের সভাপতি মোছাঃ জোৎস্না খাতুন, ছাত্রলীগের সভাপতি মোঃ মহিউদ্দিন রানা(মহিন) ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোঃ সাইদুর রহমান প্রমুখ।

    সংবাদদাতা
    মোঃ শাহ আলম, স্টাফ রিপোর্টার।।

  • হাফছড়ি তৈকর্মাতে গাছের ট্রাক উল্টে নিহত ২,চমেকে আহতদের রেফার

    হাফছড়ি তৈকর্মাতে গাছের ট্রাক উল্টে নিহত ২,চমেকে আহতদের রেফার

    রিপন ওঝা,মহালছড়ি।

    খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ি হতে জালিয়াপাড়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া হাফছড়ি ইউনিয়নের তৈকর্মা সড়কের পাশে এই দূর্ঘটনাটি ঘটে।

    উক্ত এ দূর্ঘটনায় গাছের গোল গুড়ি বোঝাই ট্রাক উল্টে ১০জন শ্রমিকের ২জন নিহত ও ৮জন আহত হন। এরমধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক। নিহতরা হলেন- মোহাম্মদ রাজু(৩৫) ও মোহাম্মদ ইলিয়াস(৪৫)।

    জানা গেছে, ২৩ আগস্ট রোজ মঙ্গলবার সকাল আনুমানিক ৮.৩০ঘটিকার সময়ে দ্রুতগতিতে গাছের গুড়ি বোঝাই ট্রাকে করে যাওয়ার সময় হঠাৎ করে উল্টে যায়। সেখান থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। নিহতদের লাশ হাসপাতালে রয়েছে।

    মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃশাহনুর আলম জানান, ট্রাক উল্টে এমন ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ২জনের মৃত্যু হয়েছে। চালকসহ ৮ জন আহত হয়ে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

    গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ রশিদ আহমেদ বলেন, সকাল সাড়ে ৮.৩০ ঘটিকায় গাছের গুড়ি বোঝাই ট্রাকটি তৈকর্মা এলাকায় উল্টে সড়কের পাশে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা শ্রমিকরা চাপা পড়ে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

    যে ২জন নিহতরা হলেন,১। মোঃ ইলিয়াস(৪৫), পিতা মোঃ আঃ কাদের, গ্রামঃ গচ্ছাবিল, পোঃ+থানাঃ মানিকছড়ি, জেলাঃ খাগড়াছড়ি।
    ২। মোঃ রাজু(৩৫) পিতা মোঃ আলতাফ হোসেন,গ্রামঃ গচ্ছাবিল, পোঃ+ থানাঃ মানিকছড়ি, জেলাঃ খাগড়াছড়ি।

    যারা আহতরা হয়েছেন,মোঃ আবু সাদেক (৪০), পিতাঃ মোঃ সুলতান, আমিনুল ইসলাম(৪৫),পিতাঃ মোঃ মুনছুর আলী,মোঃ ইউসুফ আলী(৩৫), পিতা মোঃ জহুর আলী,মোঃ সাদ্দাম হোসেন(৩৫), পিতা মোঃ জুল মিয়া হাওলাদার, গ্রামঃ গচ্ছাবিল, পোঃ+ থানাঃ মানিকছড়ি, জেলাঃ খাগড়াছড়ি। তবে বিস্তারিত তথ্য নিয়ে জানা যায় যে, সকল শ্রমিক সবাই একই এলাকার।

  • তারাগঞ্জে কৃষি কর্মকর্তার দায়িত্ব অবহেলায় অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে সার

    তারাগঞ্জে কৃষি কর্মকর্তার দায়িত্ব অবহেলায় অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে সার

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ
    রংপুরের তারাগঞ্জে আমনের ভরা মৌসুমে রাসায়নিক সারের সংকট দেখা দিয়েছে। কৃষকরা হন্যে হয়ে ধরনা দিয়েও সার পাচ্ছে না। উপজেলা কৃষি কর্মকর্তা উর্মি তাবাসসুমের দায়িত্বের অবহেলার কারণে খুচরা রাসায়নিক সার ব্যবসায়ীরা অতিরিক্ত দামে সার বিক্রি করছে । এতে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হলেও লাভবান হচ্ছেন সার ব্যবসায়ী ও কৃষি কর্মকর্তা।

    উপজেলা কৃষি বিভাগ অফিস সূত্রে জানা গেছে, তারাগঞ্জ উপজেলার ৫ টি ইউনিয়নের ১১৫৪৭ হেক্টর আবাদি জমি রয়েছে । কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, বৃষ্টির অভাবে কৃষকেরা এবছর সেচের মাধ্যমে আমনের আবাদ লাগিয়েছে । আমান লাগানোর সময় তারা পটাশ দিতে পারেনি। এখন তারা ওই পটাশ সার (এমওপি) খুজে পাচ্ছে না অথচ কৃষি কর্মকর্তার নাকের ডগার নিচ দিয়ে খুচরা সার ব্যবসায়ীরা অতিরিক্ত দামে ওই সার বিক্রি করছে ।

    স্হানীয় প্রশাসন অভিযান চালিয়ে সার অতিরিক্ত দামে বিক্রি করার অভিযোগে মাত্র দুইজনকে জরিমানা করলেও কৃষি কর্মকর্তার নেই কার্যকরী ভূমিকা । তিনি মাঠ পর্যায়ে না গিয়ে, বাইরের জেলায় তেল পুড়িয়ে বেড়াচ্ছেন । এই সুযোগে খুচরা সার ব্যবসায়ীরা কৃষকদের জিম্মি করে চরা দামে বিক্রি করে অধিক মুনাফা লুফে নিচ্ছে ।

    সার মনিটরিং ব্যবস্থার এমন বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সংশ্লিষ্ট কৃষক , সচেতন নাগরিক ও ক্ষমতাসীন দলের নেতা কর্মীরা। তারা বলেন কৃষি কর্মকর্তার কর্মের গাফলতির কারণে সার ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা দেখা যাচ্ছে যা গত এক দশকের মধ্যে সকল অব্যবস্থাপনার মাত্রা ছড়িয়ে গেছে । এই কর্মকর্তার এমন কর্মকান্ডে সরকারের অর্জিত কৃষি বান্ধব ভাবমূর্তি নষ্ট হচ্ছে ।

    অভিযোগ রয়েছে ওই কৃষি কর্মকর্তা তাবাসসুম কর্মস্থলে অবস্থান না করে তিনি অন্য জেলায় অবস্হান করেন । সরকারি গাড়িও ব্যাবহার করেন ব্যাক্তিগত কাজে।
    তিনি কৃষকদের সাথে দুর্ব্যবহার করেন । ফোন দিলেও রিসিভ করেন না , চলেন খেয়াল খুশিমত। তার এসব অনিয়মের কারণে অতিষ্ট হয়ে ওঠেছে তারাগঞ্জে কৃষক । তিনি সরকার দলীয় বিভিন্ন মন্ত্রীর আত্বীয়র পরিচয় দিয়ে অনিয়ম অব্যাহত রাখায় সরকারের সুনাম নষ্ট হচ্ছে । আওয়ামীলীগের নেতকর্মীরাও তার এমন আচরণে ক্ষুদ্ধ হয়েছেন।
    হরিয়ারকুঠি ইউনিয়নের সোনা মিয়া বলেন , কৃষি কর্মকর্তা ঘরত বসি বেতন খাওচে আর দোকানদার হামার কাচত বেশি দামে সার বেচাওছে । যায় হামার উপকারত আইসেছেনা তাক সরকার বেতন দেয় কেনে ?
    কুর্শার মনসুর আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, হামার উপজেলার কৃষি অপিসার তারাগঞ্জে থাকে না, হামার ফসল দেইপারো আইসে না। রোগ বালাই সারার পরামর্শ দেয় না। চাকরী করে তারাগঞ্জে থাকে সৈয়দপুরে এই জন্যে তারাগঞ্জের সার ব্যবসারী লুটিপুটি খাওচে, তার ভাগ বসি থাকি নেওচে। ওই জন্যে অভিযোগ করলেও কোন কাম হওচে না।
    আলপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রাসেল বলেন, এই কৃষি অফিসারের সম্পর্কে তেমন কিছু জানি না। আমার এলাকায় পুনর্বাসন ও পুনর্দনা বন্টন নিয়ে বেশ ঝামেলা হয়েছে। পছন্দের এবং একই লোক বারবার সুবিধা পায়। এছাড়াও ইট ভাটায় শত একর আবাদি জমির টপ সয়েল রক্ষায় কোন ভুমিকা রাখছেন না। অভিযোগের বিষয়ে জানতে মুঠো ফোনে উর্মি তাবাসসুমের কাছে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকের পরিচয় পেয়ে মুঠোফোন কেটে দেন।

  • পঞ্চগড়ে রাজস্ব ফাঁকি :চা পাতা পিকআপ জব্দ কুরিয়ার সার্ভিস সিলগালা

    পঞ্চগড়ে রাজস্ব ফাঁকি :চা পাতা পিকআপ জব্দ কুরিয়ার সার্ভিস সিলগালা

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    পঞ্চগড়ে রাজস্ব ফাঁকি দিয়ে বিক্রির অভিযোগে ২১২ বস্তা অবৈধ চা-পাতাসহ একটি পিকআপ জব্দ করে সদাগর এক্সপ্রেস লিমিটেড কুরিয়ার সার্ভিসকে সিলগালা করা হয়েছে। সোমবার রাত ১১ টায় ফায়ার সার্ভিস সংলগ্ন মোলানী পাড়া এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ আদেশ দেন।

    জানা যায়,সোমবার (২২আগস্ট) দিন ও রাতের বিভিন্ন সময় পিকআপ ও ভ্যানের মাধ্যমে বস্তা ভর্তি চা-পাতা যায় কুরিয়ার সার্ভিসে।রাজস্ব ফাঁকি দিয়ে চা-পাতা বিক্রি করে দেশের বিভিন্ন জেলায় পাঠানোর খবর পেয়ে রাতে প্রশাসন সদাগর এক্সপ্রেস লিমিটেড কুরিয়ার সার্ভিস এন্ড পার্সেলে অভিযান চালায় এবং ২১২ বস্তা চা-পাতা পায়।কর্তৃপক্ষ চা-পাতার বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় সেটা জব্দ করে।এবং চা পাতা পরিবহন করার জন্য ঢাকা মেট্টো ন ১৯-৭৭২৯ নম্বরের পঙ্খিরাজ নামের পিকআপটিকে জব্দ করে কুরিয়ার সার্ভিসটি সিলগালা করা হয়েছে। এসময় উপজেলা নির্বাহী অফিসার,বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের নর্দান বাংলাদেশ প্রকল্পের পরিচালক, কাস্টমসের রাজস্ব কর্মকর্তা, পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

    উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক জানান,গোয়েন্দা সংস্থার তথ্যে, আমরা অভিযান পরিচালনা করে কুরিয়ার সার্ভিসে ২১২ বস্তা চা- পাতা পাই যার একটিরও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।জব্দ করে পরে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।কুরিয়ার সার্ভিসটির ভিতরে চা-পাতার বস্তাগুলো রেখে সাময়িক সিলগালা করা হয়েছে।

  • ধর্ষণে বিধবা নারী ৫ মাসের অন্তঃসত্ত্বা

    ধর্ষণে বিধবা নারী ৫ মাসের অন্তঃসত্ত্বা

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    ধর্ষণের শিকার হয়ে রেজিনা নামে এক বিধবা নারী ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।পঞ্চগড়ের বোদা উপজেলার বেতবাড়ী সর্দারপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে।অভিযুক্ত হাসিবুল ইসলাম একই এলাকার মোশারফ হোসেনের ছেলে।

    জানা গেছে, বোদা উপজেলার বেতবাড়ি সর্দারপাড়া গ্রামের মৃত সফিকুল ইসলামের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি রেজিনা আক্তারকে বিয়ে করেন। ৩ বছর পূর্বে স্বামী মারা যান। স্বামীর রেখে যাওয়া ঘরে চার সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন । তিনি দিনমজুরের কাজ করেন।বিধবা নারী অন্তঃসত্ত্বার খবরে এলাকায় তোলপাড় শুরু হয়।

    রেজিনা জানান,গত এক বছর ধরে হাসিবুল ইসলাম বিয়ে করবে বলে বিভিন্ন রকম প্রলোভন দিয়ে আসে।বাড়ির জন্য খরচও করে দিতেন।এরই মাঝে ঘনিষ্ঠ সম্পর্কে জরিয়ে পড়ি।কিন্তু কখন যে গর্ভবতী হয়েছি বুঝতে পারিনি।তবে অভিযুক্ত হাসিবুল ইসলাম অভিযোগ অস্বীকার করেছেন।

    সংশ্লিষ্ট ইউপি সদস্য মশিয়ার রহমান জানান,স্থানীয়ভাবে বসা হয়েছে, ওই ব্যক্তি বিয়ের জন্য মত পোষন করেছেন।

    মারেয়া বামনহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আনছার মো:রেজাউল করিম শামীম জানান,বিষয়টি শুনেছি এলাকার বাইরে অবস্থান করায় ইউপি সদস্যকে বসতে বলেছি।