উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে প্রতারণার শিকার হয়ে যুবকের বাড়িতে অবস্থান পটুয়াখালীর মেয়ে নীলা বেগম নড়াইলের নড়াগাতীতে প্রতারণার শিকার হয়ে যুবকের বাড়িতে অবস্থান করছে পটুয়াখালীর মেয়ে নীলা বেগম (২৫)। ওই যুবকের নাম কবির শেখ (২৬)। স্ত্রীর স্বীকৃতি পেতে গত ২১ ও ২২ আগষ্ট দু’দিনব্যাপি নড়াগাতি থানার মুলশ্রী গ্রামে কবিরের বাড়িতে অবস্থান করছেন তিনি। তার অভিযোগ, অন্যের পরিচয়পত্রে নিজের ছবি লাগিয়ে প্রতারণা করে বিয়ে করেছে কবির শেখ। কবিরের বন্ধুর সহায়তায় এই ঠিকানায় আসে এসেছেন তিনি। তবে ঘটনার পর থেকেই কবির পলাতক রয়েছে। সে ওই গ্রামের মোহর শেখের ছেলে।
ভুক্তভোগী ওই নারী বলেন, বিগত ৬ বছর আগে ঢাকায় গার্মেন্টসে চাকুরীর সুবাদে কবিরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। দীর্ঘ সম্পর্কের পর চলতি বছরের ১৫ মার্চ তারা ঢাকায় কোর্টের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং পরবর্তীতে কাজী অফিসের মাধমে ১ লক্ষ টাকা দেনমোহরে বিবাহ রেজিষ্ট্রেশন সম্পন্ন করে। কিন্তু কবির শেখ ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার উলামাকান্দী গ্রামের গফুর মিয়ার ছেলে মো. ইয়াসিন মিয়ার আইডিতে নিজের ছবি লাগিয়ে ওই পরিচয়ে বিয়ে করে এবং ২ মাস ঘর সংসার করে, ৩ মাস পূর্বে স্ত্রীর রক্ষিত গাড়ী কেনার ৩ লক্ষ টাকা ও স্বর্নলংকার নিয়ে চম্পট দিয়ে নীলার সাথে যোগাযোগ বন্ধ রাখে।
অবশেষে কবিরের বন্ধুর মাধ্যমে তার আসল পরিচয় পেয়ে নীলা বেগম ২১ আগষ্ট তার ভাবীসহ পরিচিত মহিলাকে নিয়ে কবিরের বাড়ীতে আসার পথে কবির তাদের বড়ীতে না নিয়ে গোপালগঞ্জ পার্কে নিয়ে বুঝিয়ে চলে যেতে বলে। কিন্তু কবিরের কথা না শুনে স্ত্রীর দাবিতে তার বাড়ীতে আসলে পরিবারের লোকজন নীলাকে মারধর করে তাড়িয়ে দিলে ওই গ্রামের একটি বাড়ীতে সে আশ্রয় নেয়। পরদিন স্ত্রীর স্বীকৃতি পেতে আবার কবিরের বাড়িতে অবস্থান করে আত্মহত্যার হুমকি দিয়েছে ভুক্তভোগী নীলা।
এদিকে অভিযুক্তের বাবা মোহর শেখ বলেন, কবিরের সাথে তাদের সম্পর্ক নেই। তিনি তাকে মৌখিকভাবে ত্যাজ্য করেছেন এবং ২ বছর তিনি তাকে দেখেন নাই। কবিরের মা ও পরিবারের অন্যান্যদের বক্তব্যে তার বাড়ী থাকার বিষয়ে ভিন্নতা পাওয়া যায়। অভিযুক্ত কবিরের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেনি বিধায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে পহরডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মল্লিক মাহামুদুল ইসলামকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি।
Category: দেশজুড়ে
-
নড়াইলে প্রতারণার শিকার হয়ে যুবকের বাড়িতে অবস্থান পটুয়াখালীর মেয়ে নীলা বেগম
-
র্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের সদরে ১০০(একশত) গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক।
প্রেস বিজ্ঞপ্তি
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এর ধারাবাহিকতায় ২২/০৮/২০২২ খ্রিঃ দুপুর ১২.৩৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন এম মুনসুর আলী রেলওয়ে ষ্টেশনের কড্ডা রেলওয়ে ক্রোসিং মোড়স্থ জনৈক মোঃ মিজানুর রহমানের চায়ের দোকানের সামনে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০০(একশত) গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীঃ মোঃ হারুন-অর-রশিদ(৪০), পিতা-মৃত আয়নাল হক, সাং-বসুয়া(পশ্চিপাড়া), পোঃ জিপিও রাজশাহী, থানা-রাজপাড়া, জেলা-রাজশাহী।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর।
র্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
সূত্র ও বিস্তারিত ঃ
এম. রিফাত-বিন-আসাদ
মেজর
মিডিয়া অফিসার
র্যাব-১২
মোবা-০১৭৭৭-৭১১২৫৮
-
তেঁতুলিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ভুয়া পশু চিকিৎসকের জরিমানা
মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আব্দুর রহিম (২২) নামে এক ভুয়া পশু চিকিৎসককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
সোমবার (২২ আগস্ট) দুপুরের দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা আটককৃত ভুয়া এই চিকিৎসককে ৩ হাজার টাকা জরিমানা করেন। দন্ডপ্রাপ্ত আব্দুর রহিম উপজেলার শালবাহান ইউনিয়নের ডাহুকগুচ্ছ গ্রামের আবুল হোসেনের ছেলে।
উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. রতন কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে উপজেলার ভজনপুর এলাকায় আব্দুর রহিম ভিজিটিং কার্ড দেখিয়ে নিজেকে পশু ডাক্তার হিসেবে পরিচয় দেন। ঘটনাস্থলে এসে যাচাই-বাছাই শেষে বিষয়টি সন্দেহ হলে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে স্টেরয়েড, এন্টিবায়োটিক ওষুধ ও ভিজিটিং কার্ড উদ্ধার হয়।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সোহাগ চন্দ্র সাহা জানান, আব্দুর রহিম নামের এক যুবক তার ব্যাগ থেকে ভিজিটিং কার্ড দেখিয়ে চিকিৎসক পরিচয় দেন। পরে দেখা যায় তার কোনো প্রাতিষ্ঠানিক সনদ নেই, এ জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই যুবককে ভেটেরিনারি কাউন্সিল আইনে ভুয়া চিকিৎসক হওয়ার দায়ে ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
-
শালিখায় অনাবৃষ্টিতে আমন ধান নিয়ে বিপাকে পড়েছে কৃষক
এইচ,এম রাজিব
আমন ধানের চারা রোপণের উপযুক্ত সময় শ্রাবণ মাস। কিন্তু শ্রাবণ ও আষাঢ় মাস শেষ হয়ে গেলেও হয়নি ভরা মৌসুমের বৃষ্টি। অনাবৃষ্টিতে আমন ধান নিয়ে বিপাকে পড়েছে শালিখা উপজেলার আমন ধান চাষীরা। ভরা মৌসুমের বৃষ্টির আশায় কৃষক স্বপ্ন দেখে আমন ধান চাষের কিন্তু প্রকৃতির নির্ভর হওয়ায় কৃষকের সেই স্বপ্ন বৃথা হতে যাচ্ছে। তীব্র খরার ফলে ফেটে যাচ্ছে ফসলের মাঠ নষ্ট হচ্ছে আমনের চাষ।
শালিখা উপজেলার আমন ধান চাষীদের সাথে কথা বললে তারা জানান, লোডশেডিং এর ফলে জমিতে পর্যাপ্ত পরিমাণে সেচ দিতে পারছি না। তেল ও সারের দাম বৃদ্ধি থাকায় আমন ধান চাষ করে আমরা লাভবান হতে পারবো না । আমন ধান চাষে আমরা প্রকৃতির উপর নির্ভরশীল হয়। কিন্তু এবার আষাঢ়, শ্রাবণ ভাদ্র মাস পার হয়ে যাচ্ছে তবুও বৃষ্টির মুখ দেখতে পারছি না। প্রখর খরার তাপে শুকিয়ে যাচ্ছে জমি। বার বার সেচ দিয়ে দিশেহারা হতে হচ্ছে । লোডশোডিং এর ফলে জমিতে পর্যাপ্ত পরিমাণে সেচ দিতে পারছি না। মেশিনের সেচ পদ্ধতি ব্যাবহার করবো কিন্তু তেল দিয়ে চাষ করে আমাদের লোকশান গুনতে হবে। ইউরিয়া সারের দাম আগে একহাজার টাকা বস্তা কিনতাম কিন্তু বর্তমানে চৌদ্দশত টাকা বস্তা কিনতে হচ্ছে। বেশি দাম দিয়েও ঠিকমতো সার কিনতে পারছি না। সবকিছুর দাম বৃদ্ধি হলেও কখনও নায্যমুল্য পায়না কৃষক।
উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের ছানি আড় পাড়া গ্রামের আমন ধান চাষী মোঃ সোহরাব মীরের সাথে কথা বললে তিনি জানান, এবার বৃষ্টি না হওয়ার কারণে আমন ধান চাষ নিয়ে বিপাকে পড়তে হচ্ছে। একদিকে লোডশেডিং অন্যদিকে তেলের দাম বৃদ্ধি নেই বৃষ্টি ফসলের মাঠ ফেটে যাচ্ছে। আমন ধানে ঠিকমতো সেচ দিতে পারছি না। এই আমন ধানের চাষটা আমরা প্রকৃতির উপর নির্ভরশীল হয়ে করি।
এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলমঙ্গীর হোসেন জানান, শালিখা উপজেলায় আমন ধান চাষে বেশির ভাগই কৃষক প্রকৃতির উপর নির্ভরশীল হয়। কিন্তু এবার প্রকৃতির আর্শীবাদ না থাকায় একটু সমস্যায় পড়তে হচ্ছে। সমস্যা সমাধান করতে ইঞ্জিন চালিত মেশিনের মাধ্যমে সেচ দিতে হবে। এবছরে শালিখা উপজেলায় আমন ধানের চাষ হয়েছে মোট ১৩,৮৫০ হেক্টর জমিতে। আশা করি, এবার আমন ধানের ফলন ভালো হবে।
-
পাইকগাছায় সার-বীজ মনিটরিং সভা অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা)প্রতিনিধি।।পাইকগাছায় উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চলতি আমন মৌসুমে ইউনিয়ন পর্যায়ে পর্যাপ্ত পরিমান সার সরবরাহের তাগিদ দিয়েছেন খুচরা ডিলাররা। তারা বর্তমানে পরিবহন খরচ সহ ডিলারদের কাছ থেকে বেশিদামে সারক্রয়ের অভিযোগ করেছেন। সংশ্লিষ্টরা বাজার মনিটরিং করার কথা বলেছেন। অন্যদিকে অনেক ইউনিয়নের খুচরা ডিলাররা অনিয়মিত এমনকি তারা বাহিরে সার পাচার করে থাকেন এ অভিযোগ উঠেছে। সভা সুত্রমতে দোকানের লাইন্সেস ও মূল্য তালিকা থাকতে হবে। সভায কৃষি বিভাগ জানান, উপজেলায় সার সংকট নেই, তবুও আমন মৌসুমে পরিমিত সার প্রয়োগের উদ্যোগ গ্রহন করা হয়েছে। মঙ্গলবার বিকালে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে সার-বীজ মনিটরিং সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম এর পরিচালনায় উপস্থিত ছিলেন কমিটি উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক কৃষিবিদ মোঃ হারুন অর রশীদ,কৃষি সম্প্রসারন অফিসার মোঃ মনিরুল হক,প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ সিংহ,লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস,উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন,সরাজ উদ্দীন মোড়ল,আবুল কালাম আজাদ, শেখ তোফায়েল আহমেদ, মফিজুর রহমান,উত্তম কুমার কুন্ড,ডল্টন রায়,অনিকা অধিকারী,সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, আঃ আজিজ,বিসিআইসি ডিলার রামপদ পাল,সাবেক চেয়ারম্যান সমরেশ হালদার,লক্ষন চন্দ্র পাল,মহসীন খান,মোখলেছুর রহমান,ভরত পাল,আজাহারুল ইসলাম প্রতিনিধিরালাভলু,রেখছোনা পারভিন,হিমাদ্রি সরদার সহ খুচরা ডিলার সহ এনজিও প্রতিনিধিরা।
প্রেরকঃ
ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা। -
নেছারাবাদে নির্যাতনের অভিযোগে স্বামীর বিরূদ্ধে স্ত্রীর মামলা
স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধি //
পিরোজপুরের স্বরূপকাঠিতে নির্যাতনের করার অভিযোগে, স্বামী জুবায়ের-এর নামে স্ত্রীর মামলা। মোহনা তার স্বামী জুবায়ের নামে নারী শিশু নির্যাতন দমন আইনে ২০০৩ এর ১১(ক)ও(খ)/৩৪ধারায় কোর্টে মামলা করে।
মামলার এজাহারে মোহনা উল্লেখ করেছেন, জুবায়ের-এর সাথে বিয়ের সময় প্রায় ২লক্ষ টাকার আসবাবপত্র দিয়ে দেয়। তার স্বামী বেকার ছিলো কিছু দিন যেতে না যেতে যৌতুক দাবি করে মারধর করতো। দিনের পর দিন শারীরিক মানসিক নির্যাতন চলতো বলে দাবি স্ত্রী মোহনার।
ঘটনার দিন যৌতুকের পন হিসাবে ২ লক্ষ টাকা দাবী করে জুবায়ের। এ নিয়ে কথা কাটাকাটি হলে। জুবায়ের লাঠি দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে। এবং লাঠি দিয়ে পিটিয়ে হাতে পায়ে জখম করে। আমাকে ধাক্কা দিয়ে ঘরের মেঝেতে ফেলে দিয়ে গলা চেপে ধরে। শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। মারুফ তালুকদার আমার আমার বাবা মাকে ফোনদিলে তারা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে যাওয়ার সময় আমার রক্ত বমি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশালে নিয়ে যায়। সুস্থ হয়ে নেছারাবাদ থানায় যাই তারা মামলা না নেয়ায় আমি পিরোজপুর কোর্টে গিয়ে জুবায়েরের নামে মামলা করি।
এছাড়াও মোহনা আরো জানান,আমি ন্যাশনাল সার্ভিস প্রকল্পে দুই বছর চাকরি কারি ঐ সময়ে আমার প্রতি মাসের বেতন এর সমুদয় টাকা এবং মেয়াদ শেষে এককালীন ৫০হাজার টাকা পেয়ছি সেটাও নিয়ে যায়। গত সাত মাস পূর্বে মারপিটের এক পর্যায়ে জুবায়ের আমার মাতার চুল কেটে দেয়।
এবিষয়ে মোহনার স্বামী জুবায়ের বলেন,আমার স্ত্রী অত্যান্ত খারাপ প্রকৃতির একজন মহিলা বিয়ের পর থেকে আমার আত্মীয় স্বজন ১বেলা ভাত খেয়ে দেখেনাই আমার ঘরে। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা বরং ঘটনার দিন ও বাবার বাড়ি ছিলো সকাল ৬টার দিকে আমাদের বাড়ি এসে আমার চোখে বালু ছুড়ে মারে এবং আমার চোখে মরিচ লাগিয়ে দিয়ে আমার পুরুষাঙ্গ চেপে ধরে আমি কোন উপায় না পেয়ে হাতের কাছে থাকা প্লাস্টিকের পাইপ দিয়ে ওর মাথায় আঘাত করি ওর মাথা একটু কেটে যায়।আর আমি ওকে তালাক দিয়ে দিয়েছি। আর ও আমার নামে যখন মামলা করেছে তখন আমি ওর সাথে কোর্টে বোঝা পড়া করবো। -
ঝিনাইদহের মহেশপুর সিমান্তে জাল টাকাসহ দুই ভূয়া সাংবাদিক বিজিবির হাতে আটক।
শহিদুল ইসলাম ঝিনাইদহ মহেশপুর থেকেঃ-
ভারত থেকে জাল টাকা নিয়ে আসার সময় ২২ হাজার ৫শ টাকা ও একটি মটর সাইকেলসহ ভুয়া সাংবাদিক সাইদ খান (২৮) ও সহযোগি মেহেদী হাসানকে (২১) নামের দুই জনকে আটক করে বিজিবি’র সদস্যরা।
আটক ভুয়া দুই সাংবাদিক বাংলাদেশ প্রতিদিনের সাইদ খান ঝিনাইদহ সদর উপজেলার টিকারী নতুন পাড়ার আবু বক্করের ছেলে ও সহযোগি মেহেদী হাসান মাগুরা জেলার শক্রুজিদপুর গ্রামের ইকরাম মোল্লার ছেলে।
২৩ আগষ্ট মঙ্গলবার সকালে মহেশপুরের শ্রীনাথপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকা থেকে ২২ হাজার ৫শ টাকা ও একটি মটর সাইকেলসহ ভুয়া সাংবাদিক সাইদ খান ও সহযোগি মেহেদী হাসানকে আটক করে।
বিজিবি’র অতিরিক্ত পরিচালক তসলিম মোহাম্মদ তারেক জানান, জাল টাকা ও মটর সাইকেলসহ আটক কৃত ব্যক্তিরা প্রাথমিক পর্যায়ে নিজেদেরকে বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক বলে পরিচয় দেন। তাদের আচারণে সন্দেহ হলে ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং পরিচয়পত্র প্রদর্শন করতে বলা হলে তারা ভূয়া পরিচয়পত্র প্রদর্শন করেন। পরে তারা বিজিবি কাছে ভূয়া সাংবাদিক পরিচয় প্রদান করেছেন বলে তারা স্বীকারও করেছেন।
আটককৃতদেরকে মহেশপুর থানায় সোর্পদ্দ করা হয়েছে বলেও জানান বিজিবি’র অতিরিক্ত পরিচালক তসলিম মোহাম্মদ তারেক। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
-
সাগরে দুদিন ধরে ভাসতে থাকা ৩২ জেলেকে উদ্ধার ভারতীয় কোস্টগার্ড’র
মোংলা(বাগেরহাট) প্রতিনিধি।
ঝড়ের কবলে পড়ে ইন্জিনের ক্রুটির কারণে ভাসতে ভাসতে তিনটি ট্রলার বঙ্গোপসাগরের ভারতীয় জলসীমায় চলে যাওয়া ৩২ জেলেকে ভারতীয় কোস্ট গার্ড উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেছেন। মঙ্গলবার সকালে বাংলাদেশ-ভারত সমুদ্র নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় কোস্ট গার্ড বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ সিজিএস তাজউদ্দিনের কাছে এসকল জেলেদের হস্তান্তর করেন। উদ্ধার হওয়া এ জেলেদেরকে মঙ্গলবার রাতে মোংলায় কোস্ট গার্ড পশ্চিম জোন’র সদর আনার পর তাদের ট্রলার মালিক মহাজনদের কাছে হস্তান্তর করেছেন কোস্ট গার্ড। অসুস্থ এসকল জেলেদেরকে চিকিৎসা ও খাবারসহ পোশাক সহায়তা দেয়া হয়েছে কোস্ট গার্ডের পক্ষ থেকে। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, বৈরী আবহাওয়ায় ইঞ্জিনের ত্রুটিজনিত কারণে ফিশিং ট্রলার এফ,বি জান্নাতুল ফেরদৌস, এফ,বি আব্দুল্লাহ-০১ ও এফ,বি মায়ের দোয়া ভাসতে ভাসতে বাংলাদেশ সমুদ্রসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় চলে যায়। ওই দেশীয় সমুদ্রে টহলরত ভারতীয় কোস্ট গার্ড শনিবার সকাল সাড়ে ৭টার দিকে প্রথম দফায় ১০ জেলেকে উদ্ধার করেন। এরপর দুইদিন ধরে পর্যায়ক্রমে আরো ২২ জেলেকে উদ্ধার করেন ভারতীয় কোস্ট গার্ড। তারপর দুই দেশের কোস্ট গার্ডের সমঝোতার মাধ্যমে উদ্ধার হওয়া ৩২ জেলেকে মঙ্গলবার সকাল ১০টার দিকে বাংলাদেশ-ভারত সমুদ্র নিয়ন্ত্রণ রেখায় বাংলাদেশ কোস্ট গার্ড’র জাহাজ সিজিএস তাজউদ্দিনের কাছে হস্তান্তর করে ভারতীয় কোস্ট গার্ড। এরপর সমুদ্রে বাংলাদেশ কোস্ট গার্ড’র জাহাজ অপরাজেয় বাংলায় ওই জেলেদেরকে স্থানান্তর করে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে আনা হয়েছে। মঙ্গলবার রাতে মোংলায় আনার পর তাদেরকে তাদের ট্রলার মালিক ও মহাজনদের কাছে হস্তান্তর করেছেন কোস্ট গার্ড। এ সকল জেলেদের বাড়ী পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী ও ভোলার বিভিন্ন এলাকায় বলে জানায় উদ্ধার হওয়া জেলেরা। -
তারাকান্দায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মংগলবার ২৩ আগস্ট সকাল ১১টায় তারাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাদক ও জুয়া বন্ধের জন্য বক্তারা জোর দাবি জানিয়েছেন। উপজেলার বাসস্ট্যান্ড,মহা সড়কে অবৈধ সিএনজি স্ট্যান্ড বন্ধ করা,বিদ্যুতের লোডশেডিং এর নির্ধারিত শিডিউল করার জন্য ও দাবি জানানো হয়েছে।
যানবাহনে অপ্রাপ্ত বয়স্ক চালকদের কে আইনি কাঠামোতে নিয়ে আসার জন্য আলোচনা করা হয়।
তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে সভায় উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড ফজলুল হক। সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি জিন্নাত শহীদ পিংকী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদীপ চক্রবর্তী রনু ঠাকুর ও সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার খাতুন,তারাকান্দা থানা অফিসার ইন চার্জ আবুল খায়ের, সমাজসেবা অফিসার রুবেল মন্ডল সহ স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা। সভায় সাধারণ মানুষের কল্যাণে শান্তিপ্রিয় উপজেলা উপহারে মাদক,চাঁদাবাজ,নারী ও নির্যাতন প্রতিরোধ,বাল্যবিবাহ নির্মূল সহ প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিং জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
-
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে যৈদ্দপীর গোরস্তানে লাশ দাফনে বাধা-কবর ভাংচুর
গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বুধবার বিকালে মৃত ব্যক্তিকে যৈদ্দপুর গোরস্থানে দাফন করতে গেলে দাফন কাজে বাধা দেয় পীরগঞ্জ উপজেলার ভেলাতৈর প্রাইমারি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক শান্তিবাগের বাসিন্দা শরীফ মাস্টার।
জানা যায় পীরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের চাকুরীজীবি লতিফুর ইসলাম আকন্দের লাশ তার ছেলে মুয়াজ্জিন হোসেন তার আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে যৈদ্দপীর গোরস্থানে লাশ দাফন করিতে গেলে বাধা প্রদান ও খোরানো কবর ভাংচুর করে শরীফ মাস্টার নামে এক ব্যাক্তি তার ছেলে ও সহযোগীদের নিয়ে।সে সময় দাফন কারীদের সাথে ঠেলা হাপচা ও কথা-কাটাকাটি হয়।
খবর পেয়ে ঘটনা স্থলে উপস্থিত হন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার,এসিল্যান্ড,উপজেলা চেয়ারম্যান,পীরগঞ্জ থানা পুলিশ।পরে প্রশাসনের নির্দেশক্রমে পাশেই নতুন করে কবর খোরে দাফনের কার্য সম্পন্ন করা হয়।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বলেন কাজটা মোটেই ঠিক করেন। তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।