Category: দেশজুড়ে

  • জাতীয় শোক দিবস উপলক্ষে আগৈলঝাড়ার রাজিহার ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগের আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত

    জাতীয় শোক দিবস উপলক্ষে আগৈলঝাড়ার রাজিহার ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগের আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত

    বি এম মনির হোসেনঃ-

    ৪৭তম জাতীয় শোক দিবসে মাসব্যাপি কর্মসূচির অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলে আলোচনাসভা, দোয়া ও মিলাদ, কাঙালী ভোজ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শোক দিবস উপলে বৃহস্পতিবার ২৫ আগস্ট রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ও শহীদ সুকান্ত আবদুল্লাহর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। পরে শহীদ সুকান্ত আবদুল্লাহ কলেজ হলরুমে আলোচনাসভা, বাদ যোহর জাতির পিতাসহ ১৫ আগষ্ট সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মিলাদ ও কাঙালী ভোজ অনুষ্ঠিত হয়েছে। রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হরেকৃষ্ণ হালদারের সভাপতিত্বে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ সাইদুল সরদার, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত। শোক দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ নেতা ও শহীদ সুকান্ত আবদুল্লাহ কলেজের অধ্য রনজিত বাড়ৈ খোকন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এসএম হেমায়েত উদ্দিন, আ. ছাত্তার মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, অনিমেষ মন্ডল, কাজী রিয়াজ হোসেন, পিয়ারা ফারুক বখতিয়ার, ফরহাদ তালুকদার, আওয়ামী লীগ নেতা ও রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার,বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস,
    বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি,
    গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইক, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুরাদ সিকদার, বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম পাইক, বাগধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান হাওলাদার, রাজিহার ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক জগদীশ ভক্তসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। দোয়া-মোনাজাত পরিচালনা করেন বাশাইল হাফেজিয়া মাদ্রাসার সাবেক পেশ ইমাম আলহাজ্ব হাফেজ মোঃ সাহাবুদ্দিন। শেষে কাঙ্গালি ভোজ অনুষ্ঠিত হয়েছে।

  • গৌরনদী খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগ  জাতীয় শোক দিবস উপলক্ষে অালোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান

    গৌরনদী খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগ জাতীয় শোক দিবস উপলক্ষে অালোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান

    বি এম মনির হোসেনঃ-

    সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সকল সংগঠনের উদ্যোগ আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান হয়েছে। ২৫ আগস্ট বুধবার বাঁকাই বাজার টল ঘরে খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মতলেব মাতব্বর এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান হোসেন ফরহাদ মুন্সি, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও খাঞ্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুর আলম সেরনিয়াবাত, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম দিলিপ, মাসুম মল্লিক খোকন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সরদার মোঃ আব্দুল হালিম, ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মোঃ নুরুল হক, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিসুর রহমান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও কমিশনার মোঃ আল-আমীন হাওলাদার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ফারুক বেপারী, চাদশী ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান দ্বীপ ও উপজেলা এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

  • ইপিজেড থানার নতুন অফিসার ইনচার্জ আব্দুল করিম যোগদান করায় বিএমএসএফ”র বন্দর জোন কমিটির শুভেচ্ছা বিনিময়

    ইপিজেড থানার নতুন অফিসার ইনচার্জ আব্দুল করিম যোগদান করায় বিএমএসএফ”র বন্দর জোন কমিটির শুভেচ্ছা বিনিময়

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে সিটি এসবির আব্দুল করিম যোগদান করায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ”র) চট্রগ্রাম বন্দর জোন কমিটির পক্ষ থেকে অফিসার ইনচার্জ আব্দুল করিম,ও পুলিশ পরিদর্শক নুরুল বাসারকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন,

    ২৪ আগষ্ট বুধবার রাত সাড়ে ৮টার সময় ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন
    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) চট্রগ্রাম বন্দর জোন কমিটি।

    এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ”র বন্দর জোন কমিটির,সাধারণ সম্পাদক ও দৈনিক আলোকিত দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার এস কে আহমেদ সাকিল।বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক ও জাতীয় দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার বিভাগীয় ব্যুরো প্রধান মোঃ শহিদুল ইসলাম শহিদ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বন্দর জোন কমিটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় দৈনিক সরজমিন বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার, মোঃ রিয়াজ উদ্দিন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বন্দর জোন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক তালাশ টাইমস্ এর স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান।

    ফুলের শুভেচ্ছা শেষে ইপিজেড থানা নতুন অফিসার ইনচার্জ আব্দুল করিম এর সাথে সাক্ষাৎকালে তিনি বলেন,ইপিজেড থানা এলাকায় আমি নতুন যোগদান করেছি সেক্ষেত্রে আপনারা আমাকে সার্বিক সহযোগিতা করবেন,বিশেষ করে মাদক জুয়ার ব্যাপারে আপনারা কোন সুপারিশ করবেন না।আমি চাই ইপিজেড এলাকায় মাদক ও জুয়া জিরো টলারেন্স বলে জানান,

    অফিসার ইনচার্জ আব্দুল করিম, আরও বলেন, ইপিজেড থানায় সকল শ্রেণী পেশার মানুষের জন্য আমার দরজা খোলা,যে কেউ এসে সমাস্যার কথা বলতে পারবেন। প্রতিটি নাগরিক-ই থানার সকল সেবার আওয়াতায় আসবেন,এবং আইন শৃংখলা স্বাভাবিক রাখার জন্য যেকোন পরিস্থিতিতে আমি কঠোর হবো। অপরাধ করে কেউ পার পাবে না।সর্বপরি ইপিজেডকে শাস্তির ইপিজেড গড়তে সচেতন মহলের সহযোগিতা চেয়েছেন,নবাগত অফিসার ইনচার্জ/ওসি আব্দুল করিম।

  • ভূমি অফিসের কাজের গতি এনে স্থানীয় জনগণের প্রশংসা কুড়িয়েছেন ত্রিশালের এসিল্যান্ড

    ভূমি অফিসের কাজের গতি এনে স্থানীয় জনগণের প্রশংসা কুড়িয়েছেন ত্রিশালের এসিল্যান্ড

    স্টাফ রিপোর্টারঃ

    দিন দিন ভূমি সেবা উন্নত হওয়ার সাথে সাথে বদলে যাচ্ছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মানুষের দিনকাল, সেই সাথে ভূমি সংক্রান্ত বিভিন্ন কাজে ভূমি অফিসগুলোতে কমে গেছে জনভোগান্তি। এরকমই তথ্য মিলেছে জেলার ত্রিশাল উপজেলার কাঁঠাল, রামপুর, আমিরাবাড়ী, মঠবাড়ী, মোক্ষপুর, সাখুয়াসহ বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক ভূমি মালিকদের কাছ থেকে।

    আমিরাবাড়ী, মঠবাড়ী, মোক্ষপুর ইউনিয়নের কয়েকজন ভূমি মালিক জানান, এলাকাগুলো শিল্প এলাকা বিধায় আগে জমি সংক্রান্ত জটিলত ছিলো নিত্য দিনের ঘটনা, এসব জটিলতা কেটে উঠতে ভূমির কাগজপত্র সংশোধন করতে ভূমি অফিসে দৌড়াতে হত মাসের পর মাস, এখন আর তা হয়না। তাঁরা বলছেন, ভূমি অফিসে বর্তমানে ভোগান্তি অনেক কম। সকল ইউনিয়ন ভূমি অফিসে কর্মকর্তা আর কর্মচারীদের আচার-আচরণে পরিবর্তন এসেছে, তাঁরা বেশ আন্তরিক। উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার ভূমি এঁর রুমের দরজা অফিস চলাকালীন সব সময়ই খোলা থাকে। যে কোন সেবা গ্রহীতাই প্রয়োজনে তাঁর সাথে কথা বলতে পারে, তিনিও প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দেন আন্তরিকভাবে।

    সরকার ভূমি উন্নয়ন কর (খাজনা) ব্যবস্থাপনা ডিজিটাল করেছে। বর্তমানে প্রচলিত (ম্যানুয়াল) পদ্ধতির পরিবর্তে অনলাইনে সকল ভূমি উন্নয়ন কর আদায় করা হচ্ছে। ফলে ভূমি মালিকরা ভূমি অফিসে না গিয়ে ঘরে বসে এমনকি দেশের বাইরে থেকেও ভূমি উন্নয়ন কর দিতে এবং দাখিলা সংগ্রহ করতে পারছেন। দেশব্যাপী সব জায়গার মত ত্রিশালেও সবগুলো ইউনিয়ন ভূমি অফিসেই অনলাইনে খাজনা আদায় কার্যক্রম চলমান, ফলে সেবা গ্রহীতাদের দুর্ভোগ অনেকাংশে কমে গেছে।

    উপজেলা ভূমি অফিসে গিয়ে দেখা যায়, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকভাবে কর্মমুখর পরিবেশে কাজ করছন। দালালের উৎপাত ও অন্যান্য নিরাপত্তার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। একজন ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বলেন, আমাদের এসিল্যান্ড স্যারের নির্দেশ “কোনো সেবাগ্রহীতা হয়রানির শিকার হবে না, যে কোনো সেবা যথাসম্ভব দ্রুত নিষ্পত্তি করে সেবার মান বাড়াতে হবে, গ্রাহক সন্তুষ্টি অর্জন করতে হবে”। আমরা এই নীতিতেই চলছি, সেবা নিতে আসা সাধারণ মানুষ আমাদের উপর সন্তুষ্ট।

    সাধারণ মানুষের প্রশংসা আর ভালো কাজ করছেন এমন কথায় ত্রিশালের এসিল্যান্ড হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “সেবা দিতে হবে, কাজ করতে হবে -এটাই স্বাভাবিক; আমার ভালো কাজ না করাটাই বরং অস্বাভাবিক হতো। আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালন করছি মাত্র। তাছাড়া আমার সকল পর্যায়ের সহকর্মীদের আন্তরিক সহযোগিতা না পেলে একা এত ভালো করা সম্ভব ছিল না। ত্রিশাল উপজেলা ভূমি অফিস সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিরাই কাজের ক্ষেত্রে আন্তরিক আর সে কারণেই আমার দিকনির্দেশনাগুলো কার্যকর করতে পারছি, বাস্তবায়ন হচ্ছে সঠিক সেবা প্রদানের অঙ্গীকার। তাছাড়া আমার ভালো কাজের পেছনে রয়েছে আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের সঠিক নির্দেশনা এবং উৎসাহ-অনুপ্রেরণা; আমি প্রচারে বিশ্বাসী নই, কাজে বিশ্বাসী, যেকোনো মানুষ তার ওপর অর্পিত দায়িত্বটা সঠিকভাবে পালন করলেই একদিন সফল মানুষ হিসেবে বিবেচিত হবেন বলে আমার বিশ্বাস।

    তিনি আরো বলেন, আমাদের ভূমি মন্ত্রণালয় তথা সরকার তথ্য প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে অর্থাৎ ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের অংশ হিসেবে ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নে তথ্য প্রযুক্তির ব্যবহার ঘটিয়ে আমাদের ভূমি সেবা গ্রহীতাদের হয়রানিমুক্তভাবে, সহজে, স্বল্প সময়ে যেন সেবাটা দিতে পারি, এজন্য টোটালি একটা ভূমি ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তি নির্ভর পদ্ধতি শুরু করেছে। সরকার এ ব্যাপারে আন্তরিক এবং অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছে; আমরা আশা করি এগুলো পুরোপুরি বাস্তবায়ন হলে মানুষ এ ভূমি অফিসগুলো থেকে আরও বেশী বেশী সেবা পাবেন।”

  • সদরকে মাদক,বাল্যবিবাহ মুক্ত উপজেলা গঠনে ৯২ গ্রাম পুলিশ পেলো বাইসাইকেল।

    সদরকে মাদক,বাল্যবিবাহ মুক্ত উপজেলা গঠনে ৯২ গ্রাম পুলিশ পেলো বাইসাইকেল।

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    প্রত্যন্ত গ্রামীণ এলাকায় নজরদারী বাড়িয়ে অপরাধ দমনের লক্ষ্যে ময়মনসিংহের সদর উপজেলার জেলার ১১ টি ইউনিয়নের ৯২ জন গ্রাম পুলিশকে একটি করে বাইসাইকেল দেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার (২৫শে আগষ্ট)সকাল ১০টায় সদর উপজেলা প্রশাসন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব সাইকেল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো.এনামুল হক।

    উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের অর্থায়নে এসব বাইসাইকেল বিতরণ করা হয়। বৃহস্পতিবার উপজেলার ১১ টি ইউনিয়নের ৯২জন গ্রাম পুলিশের হাতে একটি করে নতুন সাইকেল তুলে দেওয়া হয়েছে।

    জেলা প্রশাসক মো. এনামুল হক বলেন, প্রত্যন্ত অঞ্চলে মাদক, বাল্যবিবাহ, যৌন হয়রানি,দূরীকরণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ করতে গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণের প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

    জেলা প্রশাসক বলেন-যেহেতু গ্রাম পুলিশ জনগণের সবচেয়ে কাছাকাছি অবস্থান করে দায়িত্ব পালন করেন তাই তাদের কাজের গতি ত্বরান্বিত করতে পারলে সামাজিক অসঙ্গতিগুলো সমাধানসহ প্রত্যন্ত এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সহজে জেনে, তা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে তিনি আশা করেন তিনি।

    ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে সাইকেল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপ-পরিচালক ( স্থানীয় সরকার )জাহাঙ্গীর আলম,উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন,ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা হক কলিসহ অনেকে উপস্থিত ছিলেন।

  • আশুলিয়ায় বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা-প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমানের হস্তক্ষেপ কামনা

    আশুলিয়ায় বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা-প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমানের হস্তক্ষেপ কামনা

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার জামগড়াসহ বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা,জনগণের চরম ভোগান্তি-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান ঢাকা-১৯ আসনের এমপি’র হস্তক্ষেপ কামনা।
    ঢাকা আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক থেকে শাখা রোড জামগড়া বাশতলা, হিয়ন গার্মেন্টসের পিছনে, সরকারি প্রাইমারি স্কুল রোড, মোল্লাবাড়ি রোডসহ বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা-সামান্য বৃষ্টিতে রাস্তায় হাটু পানি হয়। বাইপাই-আব্দুল্লাহপুর সড়কে সবসময় চলছে দূরপাল্লার গাড়িসহ বিভিন্ন যানবাহন। মহাসড়ক থেকে শাখা সড়ক ও বিভিন্ন রাস্তার বেহাল অবস্থার উন্নয়নমূলক কাজ করার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান ঢাকা-১৯ আসনের এমপি’র হস্তক্ষেপ কামনা করছেন শ্রমিক সাধারণ ও এলাকাবাসী।
    বৃহস্পতিবার (২৫ আগস্ট ২০২২ইং) সরেজমিনে গিয়ে দেখা যায়, আশুলিয়ার জামগড়াসহ বিভিন্ন রাস্তায় হাটু পানি, আলতাব হোসেন, মকুল ভুঁইয়া ও একাধিক শ্রমিকসহ অনেকেই বলেন, রাস্তার বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে চললেও কেউ এ ব্যাপারে সঠিক সমাধান দিতে পারছেন না।
    আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার ও আশুলিয়া থানা আওয়ামী লীগের অন্যতম সদস্য হাজী হালিম মৃধা গণমাধ্যমকে বলেন, বৃষ্টি নেই, বাড়ি ঘরের ময়লা পানি রাস্তায় ছেড়ে দেওয়ার কারণে কিছু পাকা রাস্তায় হাটু পানি হয়েছে। অপরিকল্পিত বাড়ি ঘর নির্মাণ করা আর ড্রেনেজ ব্যবস্থা না থাকা এবং নয়নজুলি খালটি প্রভাবশালীদের দখলে থাকার কারণে এই চিত্র হয়েছে বলে তিনি জানান।
    আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এলাকা পরিদর্শন করেছেন। তিনি আরও বলেন, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া এলাকাসহ যেসকল রাস্তা-ঘাট বেহাল অবস্থায় রয়েছে, প্রতিমন্ত্রী বলেছেন, অতি দ্রুত এসব এলাকায় ড্রেনেজ ব্যবস্থা করাসহ নয়নজুলি খালটিও উদ্ধার করে জনগণের স্বার্থে উন্নয়নমূলক কাজ করা হবে।

  • ঝিনাইদহে নোংরা ও অস্বাস্থ্য পরিবেশে খাবার তৈরী  সুইট হোটেলকে জরিমানা

    ঝিনাইদহে নোংরা ও অস্বাস্থ্য পরিবেশে খাবার তৈরী সুইট হোটেলকে জরিমানা

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহে নোংরা ও অস্বাস্থ্য পরিবেশে খাবার তৈরী এবং বিক্রির অপরাধে সুইট হোটেলসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জিয়াউল হক এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, নিয়মিত বাজার মনিটরিং কর্মসূচীর আওতায় বুধবার দুপুরে শহরের বিভিন্ন হোটেল রেস্তোরায় অভিযান চালানো হয়। সেসময় শহরের সুইট হোটেল ও ভাই ভাই কনফেকশনারিতে অস্বাস্থ্য, নোংরা পরিবেশে খাবার তৈরী ও বিক্রির অপরাধে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়। মানবাধিকার কর্মী ও সাংবাদিক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু জানান, আবিদুর রহমান লালুর মালিকানাধীন সুইট হোটেলে বাসি গ্রিল ও বিভিন্ন খাবার বিক্রি হচ্ছিল। এ সময় হাতেনাতে প্রমানিত হওয়ায় স্ইুট হোটেলকে ৩০ হাজার ও ভাই ভাই কনফেকশনারীকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।।

  • ঝিনাইদহে গভীর রাতে টিসিবির পণ্য সরাতে গিয়ে   ইউপি চেয়ারম্যান জনতার হাতে ধরা

    ঝিনাইদহে গভীর রাতে টিসিবির পণ্য সরাতে গিয়ে ইউপি চেয়ারম্যান জনতার হাতে ধরা

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে ইউনিয়ন পরিষদের গোডাউন থেকে টিসিবির পণ্য সরানোর সময় হাতেনাতে ধরা পড়েছে চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদুর দুই সহকর্মী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মধ্যরাতে কালীগঞ্জের সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়ন পরিষদে। গ্রামবাসি জানায়, রাত ১টার দিকে ইউনিয়ন পরিষদের গেট খুলে টিসিবির পণ্য ভ্যানে তুলে সরানোর সময় ২নং ওয়ার্ডের গ্রাম পুলিশ সামছুল হক ও একই গ্রামের ভ্যানচালক আব্দুল খালেক ধরা পড়ে। ঘটনার সময় ইউপি সদস্য আবুল বাশার, সজল হোসেন ও কওসার আলী উপস্থিত ছিলেন। খবর পেয়ে স্থানীয় যুবলীগ নেতা লিয়াকত আলী খান লিটন উপস্থিত হয়ে টিসিবির পণ্যগুলো আবারও ইউনিয়ন পরিষদের কক্ষে রেখে আসেন। টিসিবির পন্য সরানোর ভিডিও রাতেই ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। গ্রামবাসি সুত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রি করেন সাহাবুদ্দিন ট্রেডার্স। ওই দিন ৯৯৩ জন কার্ডধারীর মাঝে টিসিবির পণ্য বিক্রয় করা হয়। বাকী মালামাল পরিষদের ভবনে ছিল। এ বিষয়ে ভ্যান চালক আব্দুল খালেক জানান, চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু তাকে টিসিবির মালামাল নিতে পাঠিয়েছিলেন। এ জন্য তিনি এসেছেন। ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ রওনক হোসেন জানান, মধ্যরাতে চেয়ারম্যান তাকে ফোন করে পণ্যগুলো নিয়ে আসতে বলেন। তিনি চেয়ারম্যানের নির্দেশে কক্ষের তালা খুলে ভ্যানে উঠিয়ে দেন। তিনি ছাড়াও গ্রাম পুলিশ আলাউদ্দিন ও সামছুল ইসলাম উপস্থিত ছিলেন। টিসিবির ডিলার সাহাবুদ্দিন ট্রেডার্সের মালিক মো: সাহাবুদ্দিন জানান, গত ১৬ আগস্ট তিনি সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নে ৯৯৩ জন কার্ডধারীর মধ্যে টিসিবির পণ্য বিক্রি করেন। কিন্তু চেয়ারম্যান কিভাবে এই পণ্য ইউনিয়ন পরিষদে রেখেছেন সেটি তিনি জানেন না। স্থানীয় যুবলীগ নেতা লিয়াকত আলী খান লিটন জানান, রাতে স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার তাকে ফোন করে ঘটনাস্থলে যেতে বলেন। এসময় তিনজন ইউপি সদস্য উপস্থিত ছিলেন। স্থানীয় জনতা ও ইউপি সদস্যদের উপস্থিতিতে টিসিবির পণ্যগুলো আবার ইউনিয়ন পরিষদের একটি কক্ষে রেখে আসেন। এ ব্যাপারে জানতে ১নং সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদুকে একাধিকবার ফোন করা হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন বুধবার জানান, এ বিষয়ে প্রথম সাংবাদিকদের কাছেই শুনলাম। খোঁজখবর নিয়ে আপনাদের জানাবো।

  • সাতক্ষীরা এগ্রিকালচার মেশিনারি মার্চেন্ট এ্যাসোসিয়েশনের বিশেষ সভা

    সাতক্ষীরা এগ্রিকালচার মেশিনারি মার্চেন্ট এ্যাসোসিয়েশনের বিশেষ সভা

    মোঃ আজিজুল ইসলাম(ইমরান)
    বাংলাদেশ এগ্রিকালচার মেশিনারি মার্চেন্ট এ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৪ আগষ্ট বিকালে সদরের নিউমার্কেট মোড়ে মেসার্স জয়েন্ট অটোমোবাইল কার্যালয়ে
    এ্যাসোসিয়েশনের সভাপতি রউফের সভাপতিত্বে সভা শুরু হয়। সভার শুরুতে ১৫ই আগষ্টে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। পরে এ্যাসোসিয়েশনের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন এ্যাসোসিয়েশনের সহসভাপতি জয়েন্ট অটোমোবাইলের স্বত্বাধিকারী সাইফুল করিম সাবু,সাধারণ সম্পাদক নাসির হোসেন এ্যাসোসিয়েশনের ক্যাশিয়ার রহমান হার্ডওয়্যার অ্যান্ড মেশিনারির স্বত্বাধিকারী আব্দুর রহমান,সরদার মেশিনারিজের স্বত্বাধিকারী
    আব্দুল খালেক,হিয়া হার্ডওয়্যারের স্বত্বাধিকারী মিঠু, সাতক্ষীরা বেয়ারিং হাউজের স্বত্বাধিকারী শহীদ হোসেন, রাধা গোবিন্দ হার্ডওয়্যারের স্বত্বাধিকারী
    আসুতোষ, মাহমুদপুর মেশিনারিজের স্বত্বাধিকারী জয়নন্ত কুমার সহ অন্য সদস্যবৃন্দ। পুরো অনুষ্ঠানটি স ালনা করেন আজিজুল ইসলাম ইমরান।

  • সুজানগরে পুলিশ হত্যাকান্ড আসামিদের বাড়ি থেকে প্রতিপক্ষের লুট করা ১১টি গরু উদ্ধার,আটক-১

    সুজানগরে পুলিশ হত্যাকান্ড আসামিদের বাড়ি থেকে প্রতিপক্ষের লুট করা ১১টি গরু উদ্ধার,আটক-১

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের ভবানীপুর গ্রামে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য জাহাঙ্গীর হত্যা মামলার আসামীদের বাড়ি থেকে প্রতিপক্ষের লোকজনের লুট করা ১১টি গরু উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে সাঁথিয়া ও সুজানগর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে সাঁথিয়ার প্রত্যন্ত অ ল পাইকপাড়া এলাকার কিফাত উল্লার ছেলে বাবুর বাড়ি থেকে ৩টি ও বাগপুর ক্ষেতুপাড়ার মুক্তারের বাড়ি থেকে ৮টি গরু উদ্ধার করে। এ সময় ক্ষেতুপাড়া গ্রামের মুক্তারের ছেলে মামুন (২৫) কে আটক করা হয়। স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জেরে গত সোমবার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য জাহাঙ্গীর হত্যাকা-ের পর মামলার আসামিদের বাড়িঘরে ভাঙচুর-লুটপাট চলছেই। ঘটনার পর থেকেই মামলার আসামীরা পলাতক থাকায় এ সুযোগে ২৫টি গরু লুট করে নিয়ে যাওয়ার পাশাপাশি আসামিদের বাড়ির জিনিসপত্র লুটপাট শুরু করেছে বাদী পক্ষের লোকজন বলেও অভিযোগ করেন। মামলার আসামী আশরাফ আলীর স্ত্রী শারমিন আক্তার জানান,আমার স্বামী জেল হাজতে আছে। এই সুযোগে বাদীপক্ষের লোকজন আমাদের বাড়িতে ভাঙচুর ও লুটপাট করে ঘরের সবকিছু নিয়ে গেছে। আসামি বাবর আলীর স্ত্রী শিউলি খাতুন জানান, বাদীপক্ষের লোকজন প্রকাশ্যে আমাদের দুইটি পুকুরের সব মাছ মেরে নিয়ে গেছে। মামলার অপর আসামি মো.রফিকের স্ত্রী মোছা .রাশিদা খাতুন বলেন, গত রাতে আমাদের বাড়িতে এসে বাদীপক্ষের লোকজন একটি হোন্ডা সহ ঘরের অন্যান্য জিনিসপত্র ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় গোহাইলঘর থেকে ৫টি গরুও লুট করে নিয়ে যায় । এখন আমাদের কিছুই নেই। ঘরবাড়ি, সংসার সব শেষ হয়ে গেছে। হত্যা মামলার আসামি আব্দুল কাদেরের স্ত্রী বিলকিস আক্তার জানান, স্বামী বাড়িতে নেই। ছেলেমেয়ে নিয়ে আমরা বাড়িতে খুব ভয়ে থাকি। প্রতিনিয়ত বাদীপক্ষের লোকজন বাড়িতে এসে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। সরেজমিন গেলে দেখা যায়, কয়েকটি বসতঘর খালি পড়ে আছে। বাড়ির লোকজন, গৃহস্থালি সামগ্রী কিছুই নেই। যেসব বাড়িতে লোকজন আছেন তাদের চোখে-মুখে আতঙ্কের ছাপ। সুজানগর থানার ওসি আব্দুল হানানন জানান, যেসব বাড়িতে লোকজন ছিল না তাদের ডেকে আমরা বাড়িতে দিয়ে আসছি। গবাদি পশু লুট সহ অন্যান্য দিক দিয়ে কেহ ক্ষতিগ্রস্থ হলে ক্ষতিগ্রস্থরা অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নেবো। । উল্লেখ্য পূর্ব বিরোধের জের ধরে উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের জিয়ালগাড়ী ভবানীপুর গ্রামে সোমবার দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় টেঁটাবিদ্ধ হয়ে জাহাঙ্গীর আলম নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত ও উভয়পক্ষে অন্তত ১০জন আহত হন। এ ঘটনায় নিহত অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য জাহাঙ্গীর আলমের ছেলে জুবায়ের তাঁর পিতা হত্যায় জড়িত থাকার অভিযোগ এনে ২৪ জনকে আসামি করে মঙ্গলবার সকালে সুজানগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপরপরই মামলার প্রধান আসামি সহ ৫ আসামিকে গ্রেফতার করে পুলিশ রিমান্ডের আবেদনসহ মঙ্গলবার আদালতে সোপর্দ করে পুলিশ। মামলার অপর আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রেখেছে সুজানগর থানা পুলিশ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।