Category: দেশজুড়ে

  • দেশের কোন মানুষ গৃহহীন থাকবে না,  আওয়ামীলের লীগের  সাংগঠনিক সম্পাদক এস.এম.কামাল হোসেন

    দেশের কোন মানুষ গৃহহীন থাকবে না, আওয়ামীলের লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম.কামাল হোসেন

    মোঃ হায়দার আলী, রাজশাহীঃ বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণা বাস্তবায়ন হয়েছে। ইতোমধ্যে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলি তার সুফল ভোগ করতে শুরু করেছেন।

    ঘর এবং জমি নেই এমন পরিবারের সংখ্যা দুই লাখ ৯৩ হাজার ৩৬১ জন। অপরদিকে জমি আছে, ঘর নেই এমন পরিবারের সংখ্যা পাঁচ লাখ ৯২ হাজার ২৬১টি। সর্বমোট আট লাখ ৮৫ হাজার ৬২২টি পরিবারকে পর্যায়ক্রমে বাসস্থান নির্মাণ করে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়ন পরিষদের আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করার সময় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম.কামাল হোসেন এসব কথা বলেন। তিনি বাড়ীর মালিকানা পাওয়া কাউসার আলী, জোসেফ, বাসন্তি সরেন, হারেসা বেগম, আজম আলী খান, শিল্পি খাতুন, কাজলী হেমরুন, লক্ষিমনি কিংকু, মিলন আলীসহ ২০ জনের দলিলপত্র দেখেন এবং কথা বলেন।

    এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী ১ আসনের সংসদ সদস্য, সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের অর্থবিষায়ক সম্পাদক মোঃ বেলাল উদ্দিন সোহেল প্রমূখ।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • গোদাগাড়ীর কুখ্যাত  মাদক ব্যবসায়ী  নবীন কোটি টাকার হেরোইনহ সিরাজগঞ্জে গ্রেপ্তার।

    গোদাগাড়ীর কুখ্যাত মাদক ব্যবসায়ী নবীন কোটি টাকার হেরোইনহ সিরাজগঞ্জে গ্রেপ্তার।

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ীর অহিদ আলী নবীনকে ১ কেজি ৩ শ ৫০ গ্রাম হেরোইন ও ১ টি মাইক্রোবাসসহ সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

    উদ্ধারকৃত হেরোইনের মূল্য ১ কোটি ৩৫ লাখ টাকা বলে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার (২৮ আগষ্ট) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এতথ্য জানান পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বিপিএম, পিপিএম।
    এর আগে ভোররাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী অহিদ আলী নবীন (৩২) রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বাসিন্দা।
    সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, রাজশাহী থেকে হেরোইনের একটি বড় চালান ঢাকায় যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড় এলাকায় যানবাহনে তল্লাশী চালায় পুলিশ। রোববার ভোররাতে রাজশাহী থেকে ঢাকাগামী (ঢাকা মেট্রো-গ, ২২-৩৪৩৭) প্রাইভেট কারটির গতিরোধ করা হয়।

    এ সময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে প্রাইভেট কারটি সিরাজগঞ্জ শহরে প্রবেশ করার চেষ্টা করে। পরে পুলিশ প্রাইভেট কারটি ব্যারিকেড দিয়ে আটক করে তল্লাশি চালিয়ে ১ কেজি ৩৫০ গ্রাম হেরোইন ও ১ লিটার বিদেশি মদসহ মাদক কারবারি অহিদ আলী নবীনকে গ্রেপ্তার করা হয়।

    পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তারকৃত অহিদ আলী নবীন দীর্ঘ ৭ বছর যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি প্রাইভেট কারে বিভিন্ন জায়গায় অভিনব কায়দায় মাদক লুকিয়ে রেখে গোপনে রাজশাহী থেকে মাসে ২/৩ বার বিপুল পরিমাণ হেরোইন পাচার করে ঢাকার বিভিন্নস্থাবে সরবরাহ করে আসছিল। এসব ঘটনায় তার বিরুদ্ধে রাজশাহী, ঢাকা, কুমিল্লা, টাংগাইলসহ বিভিন্ন থানায় হেরোইন ও ইয়াবার মামলা রয়েছে।
    সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার নূর আলম সিদ্দিকী, সদর সার্কেল জসিমউদ্দীন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী

  • মোংলায় চাঁদপাই ইউনিয়ন আওয়ামীলীগের উদ্দোগে শোক দিবস পালন

    মোংলায় চাঁদপাই ইউনিয়ন আওয়ামীলীগের উদ্দোগে শোক দিবস পালন

    বায়জিদ হোসেন, মোংলা প্রতিনিধিঃ
    নির্বাচন আসুক, আওয়ামী লীগের জনপ্রিয়তা প্রমাণ পাবে। তখন প্রমাণ পাবেন শেখ হাসিনার জনপ্রিয়তা কত উঁচুতে। আমাদের প্রমাণ করতে হবে না, টের পাবেন। আপনাদের দলের নেতৃত্বের প্রতি নেতাকর্মীদেরই আস্থা নেই। আপনাদের দলের অনেকেই তো আমাদের কাছে আসে। বিএনপির অনেক নেতাই আওয়ামী লীগে যোগ দিতে চায়। আওয়ামী লীগের দরজাটা খুলে দিলে দেখা যাবে যোগদানের লাইন কত বড়। শুক্রবার (২৬ আগষ্ট) বিকেল ৫ টায় উপজেলার চাঁদপাই ইউনিয়ন আ’লীগ এবং সকল সহযোগী সংগঠনের আয়োজনে চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম’র সভাপতিত্বে এবং ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শেখ আজিজুর রহমান’র সঞ্চালনায় বক্তৃতা রাখেন, বাগেরহাট জেলা আ’লীগের সহ-সভিপতি ইদ্রিস আলী ইজারাদার, উপজেলা আ’লীগের সভাপতি বাবু সুনীল কুমার বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো.ইব্রাহীম হোসেন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কামরুজ্জামান জসিম, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. ইস্রাফিল হাওলাদার, উপজেলা আ’লীগের সহ-সভিপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাহমুদ হাছান ছোটমনি, মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল, পৌর আ’লীগের যুগ্ন-সাধারন সম্পাদক কাজী গোলাম হোসেন বাবলু, উপজেলা ভাইচ চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি ইমরান বিশ্বাস, পৌর সভাপতি মিজান তালুকদার, পৌর মহিলা যুবলীগ এর সভাপতি সুমীলীলা, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত, পৌর ছাত্রলীগের সভাপতি কাজী রানা, ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক হোসেন হাওলাদার, ইউপি সদস্য রোকন উদ্দিন হাওলাদার, সাবেক ইউপি সদস্য মতিয়ার রহমান মোড়ল, ১.২.৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য রাবেয়া বেগম, দুলাল ফকির, মোয়াজ্জেম মোড়ল, ইউপি সদস্য মো. সেলিম শেখ, চানমিয়া হাওলাদার, মিঠুন হাওলাদার, হেলাল ফকির, প্রমূখ। দেশ মাতৃকার মুক্তির জন্য বঙ্গবন্ধুর সুদীর্ঘ ২৩ বছরের আন্দোলন সংগ্রামের কথা উল্লেখ করে বক্তারা বলেন, রাজনীতিবিদ সহ সকলের বঙ্গবন্ধুর গুণাবলী আত্মস্থ করা ও আত্মবিশ্লেষণ করা প্রয়োজন। তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর গুণাবলী অনুসরণ করে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে আত্মনিয়োগ করার আহ্বান জানানো হয়। জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণ করে বক্তারা বলেন, ১৯৭৩ সালে চিলির প্রেসিডেন্ট সালভাদোর আয়েন্দে হত্যার পর বঙ্গবন্ধু কিছুটা বিচলিত হয়ে পড়েছিলেন। তিনি অনেকের কাছে উচ্চারণ করেছিলেন একটি বুলেট আমাকে পিছু তাড়া করছে। কিন্তু তার আত্মবিশ্বাস ছিল অনেক উঁচু। তিনি অনেকের কাছে বলেছিলেন এরা আমার সন্তান, এরা আমাকে মারবে না। এই হত্যাকাণ্ডের পর মঞ্চের খুনিদের আমরা চিনলাম। কিন্তু যারা পেছনে থেকে সাহস দিয়েছিলেন, কুশীলব ছিলেন তাদের ব্যাপারে জানা যায় না। সেদিন অনেকের সঙ্গে বঙ্গবন্ধু টেলিফোনে কথা বলেছিলেন। তার প্রধান নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল ছাড়া কেউ এগিয়ে আসেনি। এত বিশ্বস্ত বন্ধু, এতো নেতাকর্মী দলের সেদিন কাউকে দেখা গেলো না। দেশ মাতৃকার মুক্তির জন্য বঙ্গবন্ধুর সুদীর্ঘ ২৩ বছরের আন্দোলন সংগ্রামের কথা উল্লেখ করে বক্তারা বলেন, রাজনীতিবিদ সহ সকলের বঙ্গবন্ধুর গুণাবলী আত্মস্থ করা ও আত্মবিশ্লেষণ করা প্রয়োজন। তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর গুণাবলী অনুসরণ করে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে আত্মনিয়োগ করার আহ্বান জানানন বক্তারা। এ সময় আওয়ামীলীগের উপজেলা, পৌর এবং ইউনিয়নের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু পরিবারের সদস্য সহ ‘৭৫-এর ১৫ আগস্ট শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ ও জাতির সার্বিক উন্নয়ন ও অগ্রগতি কামনা করা হয়। পরে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।

  • আশিয়ায় মিথ্যা মামলা দিয়ে দিয়ে হয়রানি ও প্রাণনাশের হুমকি

    আশিয়ায় মিথ্যা মামলা দিয়ে দিয়ে হয়রানি ও প্রাণনাশের হুমকি

    মহিউদ্দীন চৌধুরী।
    ষ্টাফ রিপোর্টারঃ পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নে মোহাম্মদ দেলোয়ার (৩৭) কে মিথ্যা মামলা দিয়ে দিয়ে হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে।
    এব্যাপারে পটিয়া থানায় একটি
    অভিযোগ করা হয়েছে। মামলার
    অভিযোগ সুএে জানা যায়,বিবাদী
    শেখ তাহের (৪৫) পিতা – আবদুল মোনাফ,২/ মোঃ নজরুল (৫০) পিতা অজ্ঞাত, ৩/ মোঃ মোতাহের (৫০) পিতা আবদুল মোনাফ। সর্বসাং- আশিয়া রশিদপুর,মোনাফ হাজীর বাড়ী, ৩ নং, ওয়ার্ড,আশিয়া।গত ০৮/০৮/২০২২ ইং তারিখে আনুমানিক রাত নয়টায় বাদী মোঃ দেলোয়ারের বসতঘরের সামনে উল্লেখিত বিবাদীগন উশৃংখল,দাঙ্গাবাজ,
    জোরজুলুম বাজ ও খারাপ প্রকৃতির লোক।উল্লেখিত ১ নং বিবাদী এলাকার একজন প্রকৃত মাদক ব্যবসায়ী।বিবাদীগনের সহিত পূর্ব হতে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ সহ মনোমালিন্য চলে আসছে।বিরোধের জের ধরে বিবাদী গন প্রায় সময় বাদী দেলোয়ার ও ভাতিজা মোঃ এনাম
    ( ২৫) সহ পরিবারের লোকজন কে প্রাননাশের ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছে,এরই ধারাবাহিকতায় গত ৮/৮/২২ ইং তারিখে রাত আনুমানিক রাত নয়টায় পূর্ব বিরোধের জের ধরে উল্লেখিত বিবাদীগন ঘটনাস্থল বসত ঘরের সামনে আমাকে দেখামাএই অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে।আমি প্রতিবাদ করিয়া গালিগালাজ করার কারণ জিগ্যেস করিলে বিবাদী গন আমার ঘরের সামনে আসে অতর্কিত ভাবে মারধর শুরু করে।একপর্যায়ে ১ নং বিবাদী আমার সার্টের কলার ধরে টানাহেঁচড়া করে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি মেরে আমার শরীলের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। ২ও ৩ নং বিবাদী আমাকে এলোপাতাড়ি মারধর করে আমার শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এসময় আমাকে উদ্ধারের জন্য আমার স্ত্রী শেলী আকতার (২৭) ভাবী জেসমিন আক্তার (৩০) ভাতিজী ঝিনু আক্তার (১৮) গন এগিয়ে আসলে উল্লেখিত বিবাদীগন তাদেরকে ও মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে ও বিবাদীগন তাদের পরনের কাপড় ছোপড় টানাহেঁচড়া করে ছিড়ে ফেলে শ্লীলতাহানি করে।আমার শোরচিৎকারে আশ পাশের স্হানীয় লোকজন এগিয়ে আসলে বিবাদীগন আমাদেরকে দেখে নিবে,মারিবে,কাটিবে,মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে সহ প্রাননাশের ভয়ভীতি হুমকি প্রদান করে চলে যায়।এব্যাপারে প্রশাসনের৷ সহযোগিতা কামনা করছি।

  • ছনহরা ষোড়শী বালা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

    ছনহরা ষোড়শী বালা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

    পটিয়া প্রতিনিধিঃ বৃহত্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ছনহরা ষোড়শী বালা উচ্চবিদ্যালয়ে ৯ম সাধারণ ও ৮ম (ক+খ) শ্রেণির শিক্ষার্থীদের উপস্থিতি ও শিক্ষার মান উন্নয়নে এক অভিভাবক সমাবেশ প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল গনি মাইজভান্ডারির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি জনাব মোঃ ওছমান আলমদার, প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আবদুল গনি, সহকারী প্রধান শিক্ষীকা মি. সুকৃতি রানি দে , ৯ম ও ৮ম শ্রেণি শিক্ষিকা মি. হোসনে আরা বেগম, মি. অনিমা রানি দে ও মি. আনোয়ার হোসেন। অভিভাবক সদস্য জনাব উত্তম কুমার বৈদ্য , জনাব মুজিবুর রহমান, মোহাম্মদ ইকবাল হোসেন, আবু তাহের ও অভিভাবক সদস্য ছেনোয়ারা আজম তালুকদার। আরো বক্তব্য রাখেন প্রাক্তন ইউপি সদস্য এ.টি.এম. আব্দুল মান্নান, অরুব ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক মি.অলকেশ কুমার দাশ সহ আরো অনেকেই।

  • আওয়ামীলীগ গণতান্ত্রিক মূল্যবোধভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর – শোক সভায় বক্তারা

    আওয়ামীলীগ গণতান্ত্রিক মূল্যবোধভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর – শোক সভায় বক্তারা

    বায়জিদ হোসেন, মোংলাঃ
    আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত গণতান্ত্রিক মূল্যবোধভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রকাশিত জনগণের মতামতের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শ্রদ্ধাশীল।
    জনগণের মতপ্রকাশের সর্বোত্তম মাধ্যম হচ্ছে নির্বাচন। আর সেই নির্বাচনি ব্যবস্থাকে অধিকতর গণতান্ত্রিক ও আধুনিক করার লক্ষ্যে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। নির্বাচনে আসুন, যথাসময়ে নির্বাচন হবে সংবিধানসম্মত ভাবে। নির্বাচনেই প্রমাণ হবে জনগণ কী ইতিবাচক রাজনীতির দিকে, নাকি নেতিবাচক রাজনীতির দিকে। বাংলাদেশের জনগণ কি উন্নয়নের পক্ষে ভোট দিবে, নাকি লুটপাটের পক্ষে রায় দেবে, এমন প্রশ্ন রেখে বক্তারা বিএনপি কে উদ্দেশ্যে বলেন, দেশে যে উন্নয়নের জোয়ার বইছে, মানুষ কি উন্নয়ন আর অর্জনকে ভোট দেবে, নাকি দুর্নীতিকে ভোট দেবে? আগস্ট মাস এলেই সকল অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠে। যে কারনে এ মাস এলেই স্বাধীনতার পক্ষের সকল শক্তির হৃদয় স্পন্দন অজানা আতংকে কেঁদে উঠে। জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্যে দিয়ে ঘাতকরা বঙ্গবন্ধুর আদর্শ ও আওয়ামী লীগকে ইতিহাসের পাতা থেকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলো। কিন্তু আজ ঘাতকরাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। রবিবার (২৮ আগষ্ট) বিকেল ৫ টায় উপজেলার মিঠাখালী ইউনিয়ন আওয়ামীলীগ ও এর সকল সহযোগী সংগঠনের আয়োজনে ইউনিয়নের ঠোটারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকীর শোকসভা ও দোয়া মাহফিলে বক্তার এ কথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু প্রতিশ হালদার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হাওলাদার’র সঞ্চালনায় সভায় বক্তৃতা রাখেন, বাগেরহাট জেলা আ’লীগের দপ্তর সম্পাদক বাবু অম্বরিশ রায়, সাংগঠনিক সম্পাদক মো. নাজিবুল হক নজু, মোংলা উপজেলা অ’লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম হোসেন, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলাম, মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল, উপজেলা আ’লীগের সহ-সভিপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাহামুদ হাছান ছোটমনি, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. ইস্রাফিল হাওলাদার, পৌর যুব মহিলা লীগের সভাপতি সুমীলীলা, চাঁদপাই ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান, মোংলা পৌর ২ নং ওয়ার্ডের কাউন্সিলর এইচ,এম শরিফুল হাওলাদার, উপজেলা কৃষকলীগ’র সভাপতি মো. শাহাজান সিদ্দিকী, উপজেলা সেস্বাসেবকলীগের সভাপতি ইমরান বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত, সাধারণ সম্পাদক সজীব খাঁন, ইউনিয় যুবলীগের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রাহমান, সাবেক ইউপি সদস্য আরিফ ফকির, ছাত্রলীগ নেতা হেলাল হাওলাদার, প্রমূখ। এর আগে ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে শোক র‍্যালী এসে জড় হয় সভা স্থলে, পরিনত হয় জনসমুদ্রে। শেষে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু পরিবারের সদস্য সহ ‘৭৫-এর ১৫ আগস্ট শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ ও জাতির সার্বিক উন্নয়ন ও অগ্রগতি কামনা করা হয়। পরে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।

  • ৭ নং লতাচাপলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হলেন মোঃ দুলাল হাওলাদার

    ৭ নং লতাচাপলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হলেন মোঃ দুলাল হাওলাদার

    এইচ এম মাইনুল ইসলাম টিটু।

    মহিপুর থানার ৭ নং লতাচাপলী ইউনিয়ন পরিষদের মাসিক সমন্বয় সভা সোমবার (২৫ আগষ্ট ) সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

    এতে সর্বসম্মতিক্রমে ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড থেকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত মোঃ দুলাল হাওলাদারকে ইউনিয়ন পরিষদের ১ নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

    সভায় ৭ নং লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনসার মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব জনাব রাশেদ নিজাম সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ।

    সভায় সার্বিক বিষয়ে আলোচনা শেষে ১ নং ওয়ার্ড থেকে নির্বাচিত ইউপি সদস্য মোঃ দুলাল হাওলাদারকে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।

    এদিকে নবনির্বাচিত প্যানেল চেয়ারম্যানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

  • গৌরনদীর মাহিলাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

    গৌরনদীর মাহিলাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

    বি এম মনির হোসেনঃ-

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-সহ সকল শহীদের স্মরনে তাদের আত্নার সান্তি কামনা করে
    গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের এএন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে
    রবিবার বিকাল ৪টা আলোচনাসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
    মাহিলাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, আলমগির হোসেন কবিরাজ’র সভাপতিত্বে
    অনুষ্ঠিত স্মরণ সভায় স্মৃতিচারন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পৌর মেয়র মো. হারিছুর রহমান।
    উপজেলা ছাত্রলীগ নেতা রাশেদুল সংগিত’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন, সহ-সভাপতি আবু সাঈদ নান্টু, এইচএম হারুন, যুগ্ম সাধারন সম্পাদক সৈকত গুহ পিকলু, ফরহাদ হোসেন মুন্সি, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া, সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান শামীম,
    ইউপি চেয়ারম্যান, গোলাম হাফিজ মৃধা, চাঁদশী ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সরদার আবদুল হালিম, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ নুরুল হক,
    উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম দিলিপ, জামাল হোসেন বাচ্চু, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সাহিদা আক্তার, উপজেলা আওয়ামী লীগ নেতা, মো. জামাল গোমস্তা, মো. কালাম মৃধা, মো. নান্টু হাওলাদার,স্বাস্থ ও জনসখ্যা বিষয়ক সম্পাদক মো.মামুন মোল্লা, কোষাধ্যক্ষ ভোলা নাথ সাহা উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান, সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুবুর রহমান, পৌর যুবলীগের সাধারন সম্পাদক মো.আল-আমীন হাওলাদার,
    যুবলীগ নেতা কাজী মোস্তাফিজুর রহমান রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু, সাধারন সম্পাদক লুৎফর রহমান দিপ,
    সরকারী গৌরনদী কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি মো. সুমন মাহামুদ, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক শরীফ নাহীয়ান হোসেন রাতুল,
    কাউন্সিলর মো.মিলন খলিফা, মো.সাখাওয়াত হোসেন সূজন, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রিন্স রেনাল্ড বেপারী,
    উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো.ইমরান মিয়া-প্রমূখ।
    শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-সহ সকল শহীদের স্মরনে তাদের আত্নার সান্তি কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন
    গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পৌর মেয়র মো. হারিছুর রহমান।

  • আগৈলঝাড়ার বাগধা ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

    আগৈলঝাড়ার বাগধা ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

    বি এম মনির হোসেনঃ-

    জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামসী লীগের মাসব্যাপি কর্মসূচির অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা উইনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
    এ উপলক্ষে জাতির পিতা ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, আলোচনাসভা, দোয়া-মিলাদ ও খাবার বিতরণ করা হয়েছে।
    ২৮ আগস্ট রবিবার বাগধা ইউনিয়ন পরিষদ মাঠে বাগধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী মিয়া’র সভাপতিত্বে শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল বাশার হাওলাদার, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, রাজিহার ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বজলুর রহমান হাওলাদার।
    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার মোল্লা,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার, পিয়ারা ফারুক বখতিয়ার, ফরহাদ হোসেন তালুকদার, কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস,
    গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ সাইদুল সরদার, আওয়ামী লীগ নেতা কাজী রিয়াজ হোসেন, নিখিল সমদ্দার, উজ্জল লাহেড়ী, রেমন ভূইয়া, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা শ্রমিকলীগ সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফিরোজ সিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইকসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
    আলোচনাসভা শেষে বাদ যোহর জাতির পিতাসহ ১৫ আগষ্ট সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মিলাদ শেষে খাবার বিতরণ করা হয়।
    দোয়া-মোনাজাত পরিচালনা করেন বাগধা হাফেজিয়া মাদ্রাসার হাফেজ মোঃ সহিদুল ইসলাম।

  • বানারীপাড়ায় যুবলীগের সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    বানারীপাড়ায় যুবলীগের সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    সারাদেশে বিএনপি- জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বরিশালের বানারীপাড়ায় উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট. শনিবার বিকেল ৫ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌরসভার বন্দর বাজারের প্রধান প্রধান: সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মো. নুরুল হুদা সভাপতিত্বে অন্যান্যের মধ্যে
    বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আক্তার হোসেন মোল্লা, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান পৌর শাখা আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক উপ-কমিটির সদস্য সাংবাদিক সুজন হালদার, সাবেক যুগ্ম-আহবায়ক মো. ফারুক বেপারী প্রমুখ।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক সুমম রায় সুমন, স্বেচ্ছাসেবক লীগের সাধাারণ সম্পাদক সুলতান হোসেন সিকদার,উপজেলা যুবলীগ নেতা মহসিন রেজা, তপু খান, মশিউর রহমান সুমন, মাসুম বিল্লাহ, সিরাজুল ইসলাম মিঠু, স্বপন মাঝি, রাজু খান, ছাত্রলীগের সাবেক নেতা রাজ্জাক সরদার, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মমিনুল কবির মিঠুন, সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ, পৌর শাখা ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল, সাধারণ সম্পাদক সজল চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন,উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক যোবায়ের আহমেদ রুথেন, যু্বলীগ নেতা ঠিকাদার মো. খায়রুল ইসলাম প্রমূখ।
    এছাড়াও উপজেলার ৮ ইউনিয়ন ও ৭২ টি ওয়ার্ডের যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পৌরসভার ৯টি ওয়ার্ডের যুবলীগের নেতৃবৃন্দরা ও আওয়ামীগ লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।