Category: দেশজুড়ে

  • ঝিনাইদহে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    ঝিনাইদহে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ফ্যাসিষ্ট হাসিনা সরকারকে হঠানোর দৃঢ় প্রত্যায় নিয়ে ঝিনাইদহে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক পৌর মেয়র আব্দুল মালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. কামাল আজাদ পান্নু, আলমগীর হোসেন আলম, আবু বক্কার, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বিশ^াস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, বিএনপি নেতা শাহজাহান আলী, জিয়াউল ইসলাম ফিরোজ, আশরাফুল ইসলাম পিন্টু, মিজানুর রহমান সুজন, মাহফুজুর রহমান ইপিআরসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বিএনপি সভাপতি এ্যাড. এম এ মজিদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান বাংলাদেশের গনতন্ত্র প্রতিষ্ঠার অগ্রনায়ক। আজকের আওয়ামীলীগকে রাজনৈতিক মর্যাদা ফিরিয়ে দিয়েছিল শহীদ জিয়া। কারণ শেখ মুজিব দেশে বাকশাল কায়েম করে সব দল নিষিদ্ধ করেছিল। তিনি বলেন তেল, গ্যাসসহ নিত্যপণ্যের উর্দ্ধগতি রোধে সরকার ব্যার্থ। মানুষের মধ্যে হাহাকার। তিনি দ্রুত নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন দাবী করে বলেন, জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। তিনি গত ৩০ আগস্ট বিএনপির সমাবেশে আসা ও যাওয়ার পথে শতাধিক নেতাকর্মীকে পিটিয়ে আহত করার প্রতিবাদ জানিয়ে বলেন, বিনা ভোটের এমপির ক্যাডার বাহিনীর আস্ফালন আর সহ্য করা হবে না। এবার আঘাত আসলে প্রতিঘাত করবে বিএনপি।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • মোবারকগঞ্জ চিনিকলে রোপণ মৌসুমের উদ্বোধন

    মোবারকগঞ্জ চিনিকলে রোপণ মৌসুমের উদ্বোধন

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ চিনিকলে ২০২২-২৩ মৌসুমের আখ রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ঈশ^রবা গ্রামে রমজান আলীর ক্ষেতে রোপণ করে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খান, বিএসএফআইসি সদর দপ্তরের মহাব্যবস্থাপক মোহাম্মদ শহীদ উল্লাহ, জি এম (কৃষি) মঞ্জুরুল হক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর অপারেশন ডিরেক্টর চার্লস কাইলো, ডিরেক্টর মুবিনা আশাফ, জি এম (অর্থ) জাহিদুল ইসলামসহ অন্যান্যরা। মোবারকগঞ্জ চিনিকিলের মহাব্যবস্থাপক (কৃষি) মঞ্জুরুল হক জানান, এ বছর চলতি রোপণ মৌসুমে ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একযোগে ৬৭ ইউনিটের ৬৭জন কৃষকের ক্ষেতে এসটিপি পদ্ধতিতে চারা রোপণ করে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আশা করি এ মৌসুমে আখ রোপণের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।

  • তানোরে বিশেষ ওএমএস কর্মসুচি উদ্বোধন

    তানোরে বিশেষ ওএমএস কর্মসুচি উদ্বোধন

    আলিফ হোসেন, তানোরঃ
    ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্রোগান সামনে রেখে সমাজের দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য সারাদেশের ন্যায় রাজশাহীর তানোরে ভুর্তুকি মুল্য খোলা বাজারে চাল বিক্রি বিশেষ (ওএমএস) ও ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ (টিসিবি) সমন্বয কর্মসুচি উদ্বোধন করা হয়েছে।
    জানা গেছে, ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার স্থানীয় সাংসদের পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভুর্তুকি মুল্য চাল বিক্রি কর্মসুচি (বিশেষ ওএমএস) উদ্বোধন করেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ।অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা (টিসিএফ) আজাহার আলী, কামারগাঁ ইউপি আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ, তানোর সরকারী খদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) অহেদুজ্জামান, ডিলার সুনিল কুমার দাস ও নাজিমুদ্দিন সরদারপ্রমুখ।
    সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, উপজেলার তানোর ও মুন্ডুমালা দুটি পৌরসভায় ৬ জন ডিলারের মাধ্যমে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হবে। সরকারি ছুটির দিন ব্যতিত প্রতিদিন
    টিসিবি কার্ডধারীসহ একজন ব্যক্তি ৩০ টাকা দরে ৫ কেজি করে চাল কিনতে পারবেন। এক ডিলার প্রতিদিন দুই মেট্রিক টন করে চাল বিক্রি করবেন, এবং একজন ট্যাগ কর্মকর্তা তদারকি করবেন।

  • পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ জুয়াড়ি আটক

    পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ জুয়াড়ি আটক

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    পঞ্চগড়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ ১০ জুয়াড়িকে আটক করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ। বুধবার(৩১আগস্ট) রাতে পঞ্চগড় জেলা শহরের কাঁচা বাজারের ফরিদুল ইসলাম ফরিদের পানের দোকানের ভেতর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল পঞ্চগড় পৌর এলাকার রামের ডাঙ্গা গ্রামের ফরিদুল ইসলাম ফরিদ (৩৫), সাব্বির (২০), ইসলামবাগ গ্রামের রিপন (৪০), আশরাফ আলী (৩৬), কামাতপাড়া গ্রামের আনছারুল (৪০), মসজিদ পাড়া গ্রামের হারুন অর রশিদ (৩২), রাজনগর নতুন বস্তি গ্রামের আনছারুল (৩২), মীরগড় মধ্যপাড়া গ্রামের শিমুল (২৭), ঢাকাইয়াপট্টির জয়নাল (৪০) ও রাজনগর নতুন বস্তি গ্রামের কামাল হোসেন (৪৭)। এসময় তাদের কাছ থেকে দুই সেট তাস ও নগদ টাকা আলামত হিসেবে জব্দ করা হয়। বৃহস্পতিবার(১সেপ্টেম্বর) পঞ্চগড় সদর থানার এসআই আলতাফ হোসেন সরকার বাদী হয়ে জুয়া আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা করে। পরে তাদের আদালতে নেয়া হলে আদালত সবাইকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
    পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জুয়া আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদের সবাইকে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

  • র‌্যাব-১২’র পৃথক অভিযানে সিরাজগঞ্জের কামারখন্দ ও রায়গঞ্জে ২৮৫ পিচ ইয়াবা এবং ০২ কেজি ৯৫০ গ্রাম গাঁজাসহ আটক ০২

    র‌্যাব-১২’র পৃথক অভিযানে সিরাজগঞ্জের কামারখন্দ ও রায়গঞ্জে ২৮৫ পিচ ইয়াবা এবং ০২ কেজি ৯৫০ গ্রাম গাঁজাসহ আটক ০২

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এর ধারাবাহিকতায় ০১/০৯/২০২২ ইং তারিখ ১১.০৫ ঘটিকার সময় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন চৈরগাঁতী গ্রামস্থ আফসাগাড়া বিলের মধ্যে আম গাছ সংলগ্ন ১ম ব্রিজের উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৮৫(দুইশত পঁচাশি) পিচ ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

    গ্রেফতারকৃত আসামীঃ মোঃ আলহাজ হোসেন(২৩), পিতা-মোঃ আব্দুল মান্নান, সাং-ভদ্রঘাটা কাচারিপাড়া, থানা-কামারখন্দ, জেলা-সিরাজগঞ্জ।

    ২। ০১/০৯/২০২২ ইং তারিখ ০০.৩০ ঘটিকার সময় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন ০৯ নং ব্রহ্মাগাছা ইউনিয়নের অর্šÍগত কয়রা (পশ্চিপাড়া) গ্রামস্থ অভিযুক্ত মোঃ আঃ রাজ্জাকের বসত বাড়ীতে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ০২(দুই) কেজি ৯৫০(নয়শত পঞ্চাশ) গ্রাম গাঁজা এবং ০৩(তিন) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

    গ্রেফতারকৃত আসামীঃ মোঃ আঃ রাজ্জাক(৪২), পিতা-মৃত ইয়ার আলী, সাং-কয়রা(পশ্চিমপাড়া), থানা-রায়গঞ্জ, জেলা-সিরাজগঞ্জ।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ ও রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    স্বাক্ষরিত

    এম. রিফাত-বিন-আসাদ

    মেজর

    মিডিয়া অফিসার

    র‌্যাব-১২

    মোবা-০১৭৭৭-৭১১২৫৮

  • টাঙ্গাইলের মধুপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    টাঙ্গাইলের মধুপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুর উপজেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্টা বার্ষিকীতে যোগ দেয়ার জন্য উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড হতে দুপুর থেকেই বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা শান্তিপর্ণ ভাবে সমাবেশ স্হলে উপস্হিত হতে থাকে। পরে সমাবেশটি এক জনসমুদ্রে পরিনত হয়। বিকেলে মধুপুর হাট খোলা হোটেল আদিত্য সংলগ্ন এলাকায় সমাবেশটি অনুুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মধুপুর থেকে বিএনপির মনোনীত এমপি প্রার্থী আলহাজ সরকার সহিদ। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও মির্জাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত মধুপুর সভার মেয়র প্রার্থী আব্দুল লতিফ পান্না, হুমায়ুন কবীর তালুকদার, জয়নাল আবেদীন বাবলু, হবিবুর রহমান, মেহেদী হাসান মিন্জু, আব্দুল মান্নান, মিন্জুর রহমান নান্নু সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপজেলা বিএনপি সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।অনুষ্ঠানটি সন্চালনায় ছিলেন আব্দুল মোতালেব।
    বক্তারা খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন বেগবান করতে সকল নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে দলীয় কর্মসূচি সফল করার আহবান জানান।

  • মধুপুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার -২৯ লিটার চোলাই মদ উদ্দার

    মধুপুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার -২৯ লিটার চোলাই মদ উদ্দার

    আঃ হামিদ( মধুপুর) টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুরে ২৯ লিটার চোলাই মদ সহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ। মধুপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম এর নির্দেশনায় মধুপুর থানাধীন অরণখোলা পুলিশ ফাঁড়ির এসআই, হুমায়ুন ফরিদ তার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বুধবার (৩১আগস্ট) রাত আনুমানিক ১০ ঘটিকায় মধুপুর থানাধীন গাছাবাড়ী জলছত্র এলাকায় মাদক অভিযান পরিচালনা করে। এসময় উপজেলার জলছত্র (গাছাবাড়ী) গ্রামের ধীরেনদের ছেলে লিটনদে(৪৯)কে গ্রেফতার করে । এবং তার নিকট হতে ২৯ (ঊনত্রিশ) লিটার দেশীয় তৈরী চোলাইমদ, যার মূল্য অনুমান ৭,২৫০/- (সাত হাজার দুইশত পঞ্চাশ) টাকা উদ্ধার করেন। এই সংক্রান্তে উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মধুপুর থানায় নিয়মিত মামলা রুজু করে তাকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • ময়মনসিংহে প্রান্তিক জনগোষ্ঠির মাঝে  ওএমএস ও খাদ‍্যবান্ধব চাল-আটা বিতরণ কর্মসূচির উদ্বোধন

    ময়মনসিংহে প্রান্তিক জনগোষ্ঠির মাঝে ওএমএস ও খাদ‍্যবান্ধব চাল-আটা বিতরণ কর্মসূচির উদ্বোধন

    আরিফ রববানী ময়মনসিংহ।

    ময়মনসিংহে প্রান্তিক জনগোষ্ঠির মাঝে ওএমএস ও খাদ‍্যবান্ধব চাল-আটা বিতরণ করা হয়েছে। জেলায় প্রান্তিক জনগোষ্ঠির খাদ‍্য নিরাপত্তা নিশ্চিত করার জন‍্য সরকারের এই উদ্যোগ বাস্তবায়নে ময়মনসিংহে এই কর্মসূচির উদ্বোধন করেছেন বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস।

    বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ে সারাদেশে ওএমএস, টিসিবি ও খাদ‍্য বান্ধব কর্মসূচির অংশ হিসাবে প্রতি কেজি চাল ৩০ টাকা ও প্রতি কেজি আটা ১৮ টাকায় বিক্রির করা হবে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছে জেলা প্রশাসন।

    জেলায় ভূর্তকি মূল‍্যে জেলার ১৪৫ ইউনিয়নে ২ লাখ ৯৮ হাজার ৪৮ পরিবারের খাদ‍্যবান্ধব কর্মসূচির চাল (১৫ টাকা প্রতি কেজি ) দরে ৮৯৪২ মে.টন চাল বিক্রি করা হবে বলেও জানান বিভাগীয় কমিশনার।তিনি আরও জানান, আগে খাদ‍্যবান্ধবের চাল ১০টা দরে বিক্রি হলেও সম্প্রসারিত এই কর্মসূচির চাউল এখন থেকে ১৫ টাকা কেজি দরে বিক্রি হবে।

    উদ্ভোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- খাদ‍্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রায়না আহম্মদ, আঞ্চলিক খাদ‍্য কর্মকর্তা মো.আমিনুল এহসান, জেলা খাদ‍্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরী প্রমূখ। সংবাদ সম্মেলন শেষে নগরীর বাতির কল এলাকায় বিতরন কর্মসূচীর উদ্ধোধন করা হয়। এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

    জেলা প্রশাসন সুত্রে জানা গেছে-ইতোমধ্যে খাদ্যবান্ধব কর্মসূচির ভোক্তাদের ডিজিটাল ডাটাবেজে ভোক্তা তথা উপকারভোগীদের তথ্য আপলোড করা হয়েছে। সরকারি নির্দেশনা মোতাবেক উক্ত ডাটাবেজে যাচাইকৃত যেসকল উপকারভোগীর তথ্য সঠিক পাওয়া যাবে তারা চাল ক্রয় করতে পারবেন এবং মেসকল উপকারভোগীর তথ্য ভুল পাওয়া গেছে ও বিভিন্ন ক্যাটাগরিতে বাদ পড়েছেন তারা চাল ক্রয় করতে পারবেন না। এছাড়া ডিজিটাল ডাটাবেজে আপলোডকৃত যেসকল উপকারভোগীর তথ্য এখনও যাচাই করা সম্ভব হয়নি, তারা যাচাই সাপেক্ষে চাল ক্রয় করতে পারবেন।

    বৈশ্বিক প্রেক্ষাপটে জনসাধারণকে মূল্য সহায়তা প্রদানের লক্ষ্যে এবং চাল ও আটার বাজার মূল্য সহনীয় পর্যায়ে রাখার নিমিত্ত ১ সেপ্টেম্বর ২০২২ খ্রি. তারিখ হতে দেশব্যাপী ওএমএস কার্যক্রম সম্প্রসারণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে। ইতঃপূর্বে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে মঞ্জুরিকৃত ১৭টি দোকানে দৈনিক ১ মে. টন করে ১৭ মে. টন চাল এবং দোকান প্রতি দৈনিক ৫০০ কেজি করে ৮.৫০০ মে.টন আটা বিক্রয় করা হচ্ছিল। ওএমএস কার্যক্রম সাম্প্রসারণের ফলে আজ হতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ১৭টি দোকানের প্রতিটিতে দৈনিক ০২ মে.টন করে মোট ৩৪ মে.টন চাল ও ৫০০ কেজি করে মোট ৮.৫০০ মে. টন আটা বিক্রয় করতে পারবেন। এছাড়া ময়নসিংহ সিটি কর্পোরেশনে এটি ট্রাকের মাধ্যমে প্রতিটিতে দৈনিক ২ মে. টন করে মোট ১৪ মে.টন চাল বিক্রয় করতে পারবেন। ময়মনসিংহ জেলা সদর বহির্ভূত ২টি উপজেলা ও ১০টি পৌরসভায় ৪২টি দোকানে দৈনিক ২ মে.টন করে মোট ৮৪ মে.টন চাল বিক্রয় করতে পারবেন।

    সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে, টিসিবি কার্ডধারীগণ ওএমএস এর ন্যায় ন্যায্য মূল্যে মাসে ১০ কেজি চাল পাবেন। এ প্রেক্ষিতে ০১ সেপ্টেম্বর ২০২২ খ্রি. তারিখ হতে পরিচালিত ওএমএস কার্যক্রমে টিসিবি’র কার্ডধারীগণকে প্রতি পাক্ষিকে ০৫ কেজি করে মাসে দুই বারে ১০ কেজি চাল দেওয়া হবে। টিসিবি’র কার্ডধারীগণকে অগ্রাধিকার ভিত্তিতে চাল প্রদান করা হবে এবং তাদের জন্য ওএমএস কার্যক্রমে পৃথক লাইনের ব্যবস্থা করা হবে। সাধারণ ক্রেতাগণ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিয়ে এবং টিসিবি’র কার্ডধারীগণ কার্ড প্রদর্শনের মাধ্যমে চাল ক্রয় করতে পারবেন।

  • পদ্মা নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে গোদাগাড়ীর নিমতোলা গ্রামে ব্যপকহারে  নদী ভাঙ্গন শুরু হয়েছে

    পদ্মা নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে গোদাগাড়ীর নিমতোলা গ্রামে ব্যপকহারে নদী ভাঙ্গন শুরু হয়েছে

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ বর্ষা আসে, সঙ্গে আসে বন্যা সে সাথে শুরু হয় নদী ভাঙ্গন। দর্ভোগের আশঙ্কায় বুক কাঁপে মানুষের। লাখ লাখ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। প্রতিবছরের মতো এ বছরও ধেয়ে এসেছে বন্যা সে সাথে শুরু হয়েছে রাজশাহী গোদাগাড়ীতে সর্বনাশা পদ্মার নদী ভাঙন শুরু হয়েছে। ভাঙ্গন রোধকল্পে স্মারক সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, মেম্বারগণ পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী নিকট স্বারকলীপি প্রদান করেছেন।

    প্রায় প্রতি বছর আষাঢ় মাসেই দেশে বন্যার প্রাদুর্ভাব শুরু হয়ে যায়। প্রথমেই বৃষ্টি ও এসময়ে ভারত তাদের ফারাক্কার সবকয়টি গেট খুলে দেয় আর উজান থেকে ধেয়ে আসে বন্যা পদ্মা, মাহনন্দা নদীর পানি বড়ার সাথে শুরু হয় তীব্র নদী ভাঙন। এবারও তার ব্যতিক্রম হয় নি।
    গোদাগাড়ী উপজেলার নিমতোলা, চাক পাড়া, খারিজাগাঁতি ও মোল্লাপাড়ায় পদ্মা নদীতে নতুন করে ভাঙ্গন দেখা দিয়েছে। গতবছর মধ্যে নদী গর্ভে তলিয়ে গেছে কয়েক হাজার বিঘা এলাকার ফসলি জমি, আম বাগান, হুমকির মুখে রয়েছে বসতবাড়ি, সরকারী প্রাথমিক বিদ্যালয়, সরকারী গবাদিপশু খামার, ছাগল উন্নয়ন খামার, হাসঁমুরগী খামার, মসজিদ, মন্দির, মাদ্রাসাসহ গুরুত্বপূর্ণ স্থাপনা।
    প্রতি বছর বন্যার সময় পদ্মা নদী ভয়ালরূপ ধারণ করে। পদ্মার তীব্র ভাঙ্গনে আম বাগান, বিভিন্ন ফলের গাছ, ফসলী জমি যাচ্ছে নদীগর্ভে। গত ৫ দিন ধরে উপজেলার নিমতেলা গ্রামে নদী নতুন করে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। হুমকির মুখে রয়েছে রাস্তা, দোকান, ফসলি জমি, পাশাপাশি বসতবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙ্গন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন নদী পাড়ের বাসিন্দারা। এই বুঝি সব তলিয়ে গেল, সর্বনাশা পদ্মা নিয়ে গেল আমাদের জান মাল, গবাদিপশু। এলাকাবাসির দাবী ভাঙ্গন রোধে দ্রুতই পদক্ষেপ নেয়ার।

    নিমতলা গ্রামের ৭০ বছর বয়সের অবসর প্রাপ্ত শিক্ষক ও কৃষক আব্দুর রহমান চোঁখের পানি ঝড়াতে ঝড়াতে বলেন, বহু কষ্টে গড়া বসত বাড়ী, ফসলী জমি, রাস্তা, নদীগর্ভে বিলীন হচ্ছে, করেছিলাম, নদী ভাঙ্গতে ভাঙ্গতে অনেকের বাড়ীর ধারে চলে এসেছে। বাড়ীর পার্শ্ববর্তী টিউবয়েলটি নদী গর্ভে চলে গেছে।

    হিন্দু খৃষ্টান পরিষদের নেতা কৃষ্ণ কুমার সরকার বলেন, বুধবার সকালে নিমতোলা গ্রামে নদীর ধারে গিয়েছিলাম কিছুটা জায়গায় বালির বস্তা ফেলানো আছে জায়গাটুকু মোটামুটি সুরক্ষিত আছে বাঁকী অন্য স্থান গুলি ভেঙ্গে যাচ্ছে, রাস্তা দোকান, ফসলী জমি ভেঙ্গে যাচ্ছে। এ ভাঙ্গন রোধকল্পে সমস্ত জায়গায় বালির বস্তা দেয়া জরুরী। ভাঙ্গন রোধে দ্রুতই কার্যকরী পদক্ষেপ না নিলে নদী গর্ভে চলে যাবে নিমতলা চাক পাড়া, খারিজাগাঁতি ও মোল্লাপাড়া এলাকার ফসলি জমি, আম বাগান, বসতবাড়ি, সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপন। পথে বসবে এলাকায় বসবাসকারী পরিবার গুলো।

    বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, উপজেলা যুবলীগের অর্থবিষায়ক সম্পাদক ও দেওপাড়া ইউপির চেয়ারম্যান, মোঃ বেলাল উদ্দিন সোহেল বলেন, বিভিন্ন সময়ে উপজেলা নির্বাহী অফিসার ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা পরিদর্শনে এসেছিলেন, আমিও তাদের সাথে ছিলাম। এমপি ওমর ফারুক চৌধুরী নির্দেশে জেলা প্রশাসক ও উপজেলা সবকিছু করবেন বলে আমি বিশ্বাস করি।

    বেলাল উদ্দিন সোহেল আরও বলেন, আজকে সকালে, মেম্বার, সুধিজনদের নিয়ে দেওপাড়া ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের পদ্মা তীরবর্তী মানুষের ঘর-বাড়ী নদী ভাঙ্গন রোধে অতি দ্রুত জরুরী পদক্ষেপ গ্রহন করার জন্য রাজশাহী পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী বরাবর স্বারকলীপি প্রদান করেছি।
    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) প্রকৌশলী আবু বাশির বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারগুলির তালিকা অনুযায়ী ত্রাণসামগ্রী ও সাহায্য প্রদান করা হবে।
    গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জানে আলম বলেন, ওই এলকার ভাঙ্গনের বিষয়টি আমার জানা আছে। এর আগে ভাঙ্গন থেকে এলাকাবাসী রক্ষা করার জন্য বালির বস্তা ফেলা হয়েছিল। আগামীতে এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য সরকার পদক্ষেপ গ্রহন করবেন।

    শুধু বর্ষাকালেই নয়, আশ্বিন-কার্তিকেও বন্যা হয় এদেশে। ২০১৯ সালে তো ৬০ বছরের রেকর্ড ভেঙে অক্টোবরেও বন্যা হয়েছিল।
    পানি বিশেষজ্ঞরা বলছেন, বর্ষায় ঐতিহাসিকভাবেই বাংলাদেশে বন্যা হয়। কারণ, নদীবাহিত পলি জমে জমেই এই বদ্বীপের জন্ম। বাংলাদেশের জন্ম। বন্যায় এই পলি সমতলে ছড়িয়ে মাটির উর্বরতা বাড়ায়। তাই, বাংলাদেশের জন্য বন্যা একই সঙ্গে অভিশাপ ও আশীর্বাদ। তবে এটা ঠিক, মানুষের পরিবেশবিধ্বংসী নানামুখী কার্যক্রমের কারণে বন্যার ক্ষয়ক্ষতির পরিমাণও ক্রমশ বাড়ছে।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • ক্ষেতলাল পৌরসভার নব-নির্বাচিত মেয়র দায়িত্ব গ্রহণ

    ক্ষেতলাল পৌরসভার নব-নির্বাচিত মেয়র দায়িত্ব গ্রহণ

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

    জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভার নব-নির্বাচিত মেয়র সিরাজুল ইসলাম সরদারসহ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলদের আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন।

    বৃহস্পতিবার সকাল ১১ টায় পৌরসভা অস্থায়ী কার্যালয়ে দায়িত্বভার
    গ্রহনের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও
    স্থানীয় সরকারের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) আনোয়ার পারভেজ , উপজেলা
    নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ ও ক্ষেতলাল থানা অফিসার
    ইনচার্জ রওশন ইয়াজদানী।
    এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আলমপুর ইউপি চেয়ারম্যান
    আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, জেলা আওয়ামী লীগের সদস্য
    তাইফুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম
    মহিউদ্দীন, স্বপন কুমার রায়সহ জনপ্রতিনিধি, ক্ষেতলাল রিপোর্টার্স
    ক্লাবের সভাপতি মিজানুর রহমানসহ উপজেলা আওয়ামী লীগের
    অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের পূর্বে
    মেয়র ও কাউন্সিলরদেরকে ফুল দিয়ে বরণ করে নেন পৌরসভার সকল
    কর্মকর্তা-কর্মচারী । শেষে দোঁয়া মাহফিলের আয়োজন করা হয়।
    এ বিষয়ে নব-নির্বাচিত মেয়র সিরাজুল ইসলাম সরদার বলেন, আজ
    আমি স্বল্প পরিসরে কিছু নেতাকর্মীকে সঙ্গে নিয়ে দায়িত্বভার গ্রহন
    করেছি। আপনাদের মাধ্যমে পৌরবাসীর দোয়া চাই যেন সফলতার
    সহিত আমি আমার দায়িত্ব পালন করে যেতে পারি।