Category: দেশজুড়ে

  • দেশকে মাদক ও অবক্ষয় থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই- কামরুজ্জামান উজ্জল

    দেশকে মাদক ও অবক্ষয় থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই- কামরুজ্জামান উজ্জল

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটির সদস্য কামরুজ্জামান উজ্জল বলেছেন, দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষায় খেলাধুলার কোন বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি,জঙ্গিবাদ,সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, কেবলমাত্র খেলাধুলাই পারে মাদকমুক্ত সমাজ গড়তে। তরুণ প্রজন্মকে পড়ালেখার পাশাপাশি বিনোদন দেওয়ার জন্য খেলার মাঠ উন্মুক্ত করে দিতে হবে। দেশ ও সমাজ থেকে মাদকমুক্ত করতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। শুক্রবার সন্ধ্যায় পাবনার সুজানগর উপজেলা ও আমিনপুর থানার অর্ন্তগত সাগরকান্দি ইউনিয়নের পুকুরনিয়া বিদ্যালয় মাঠে পুকুরনিয়া,দড়িমালি ও কুঠিবাড়ি যুব সমাজের আয়োজনে চৌধুরী ব্রাদার্স আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান উজ্জল আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।তাই দেশের এই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে বর্তমান সরকারের পাশে থেকে কাজ করারও আহ্বান জানান তিনি। সাগরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামীলীগের সহ সভাপতি শাহীন চৌধুরীর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দুল কাদের আজমের স ালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন চৌধুরী এবং সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুুল ওহাব। অন্যদের মাঝে বক্তব্য রাখেন রুপপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হাশেম উজ্জল, ঢালারচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তার প্রামানিক, মানিকহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ মজিবর রহমান, আ.লীগ নেতা দারোগ আলী ,সাগরকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার তোফায়েল আহমেদ,যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন রনি, কৃষি বিষয়ক সম্পাদক শফিউল ইসলাম শফি, বাংলাদেশ ছাত্রলীগ সুজানগর উপজেলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম তমাল, সাধারণ সম্পাদক শেখ তুষার, সাগরকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলামিন হোসেন মন্ডল, সাগরকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক সঞ্জু, সহ-সভাপতি শিশির হাসান, যুগ্ন সাধারণ সম্পাদক কাউছার হোসেন প্রমুখ। ফাইনাল খেলায় রাণীনগর ফুটবল একাদশকে ৩-০ গোলে পরাজিত করে গোবিন্দপুর ফুটবল একাদশ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • সুজানগরে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান

    সুজানগরে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান

    এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে অবৈধ রং, ফিটকিরি, চিটাগুড় মিশিয়ে আখের ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে সুজানগর উপজেলা ও আমিনপুর থানার অর্ন্তগত আহম্মদপুর ইউনিয়নের আহম্মদপুর মধ্যপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক শেখের ভেজাল আখের গুড় তৈরির কারখানায় এ অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার মালিক আব্দুর রাজ্জাককে পাঁচ হাজার টাকা অর্থদন্ড করেন আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলী। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়, নি¤œমানের চিনির সঙ্গে মানুষের শরীরের জন্য ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য রং , ফিটকিরি, চিটাগুড়, মিশিয়ে মিশিয়ে আখের গুড় তৈরির সময় আহম্মদপুর মধ্যপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক শেখকে আটক করা হয়। এ সময় ওইসব পণ্য জব্দ ও ভেজাল গুড় ধ্বংস করেন আদালত। অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সুজানগর উপজেলা অফিসার মো.রওশন আলী জানান, দীঘদিন ধরে ওই ব্যক্তি কারখানায় নকল গুড় উৎপাদন করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটক আব্দুর রাজ্জাক শেখকে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারা মোতাবেক পাঁচ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • সুজানগরে অবৈধভাবে সার মজুদ রাখায় জরিমানা

    সুজানগরে অবৈধভাবে সার মজুদ রাখায় জরিমানা

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগর উপজেলা ও আমিনপুর থানার অর্ন্তগত আহম্মদপুর চব্বিশমাইল বাজারের আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলী। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়, অবৈধভাবে সার মজুদ রেখে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করার অভিযোগে চব্বিশমাইল বাজারের আব্দুর রাজ্জাককে আটক করা হয়। এ সময় অভৈধভাবে মজুদ করা ৪১৭ বস্তা সার জব্দ করেন আদালত। অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সুজানগর উপজেলা অফিসার মো.রওশন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটক আব্দুর রাজ্জাককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাইকগাছার কপিলমুনি বনিক সমিতির কার্যক্রম

    ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাইকগাছার কপিলমুনি বনিক সমিতির কার্যক্রম

    ইমদাদুল হক,পাইকগাছা(খুলনা)।।
    খুলনা জেলার দ্বিতীয় বৃহৎতম বাণিজ্যিক শহর কপিলমুনি। দানবীর রায় সাহেব বিনোদ বিহারী সাধু প্রায় শত বছর আগে পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজার আধুনিকায়ন করেন। যা দেশের দক্ষিণা লের জেলা গুলোর মধ্যে লক্ষনীয় ছিল। সেই থেকে নাম করণ করা হয় বিনোদগঞ্জ বাজার। বাজারের উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে তৎকালিন সময় বিনোদ বাবু প্রতিষ্ঠা করেন বিভিন্ন জনহিতকর প্রতিষ্ঠান। তেমনি ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে বাজারের প্রাণ কেন্দ্রে সুদর্শন কারুকার্য খচিত ভবন নির্মান করেন। এ ভবনে সিদ্ধেশ্বরী ব্যাংকের সকল কার্য্যক্রম পরিচালনা করা হত। যা আজ কালের সাক্ষী। সেখানে বসে বিনা লাভে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিতরণ করা হতো মূলধন। সেই সময় উৎকর্ষ সমিতির নামে এ সব ঋণ বিতরণ করতেন মহান ব্যক্তিত্ব রায় সাহেব বিনোদ বিহারী সাধু।২০ ইি চওড়া চুন সুড়কির নির্মিত পাকা দেওয়াল আর লৌহ কাঠের তৈরী দরজা জানালা দ্বিতল ভবন আজও মনে করিয়ে দেয় তার অতীত ঐতিহ্যের ইতিকথা। কিন্তু কালের বিবর্তন ও বৈরীতায় আজ সেই সুবিশাল ভবনটি হুমকির মুখে পড়েছে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বয়সের ভারে জরাজীর্ণ হয়ে নুয়ে পড়েছে। ভবনের দেওয়ালের পলেস্তারা, ছাদসহ এর অবকাঠামো নড়বড়ে চরম ঝুঁকিপূর্ণ হয়েছে। অতি মাত্রায় ঝুঁকিপূর্ণ দ্বিতলের উপরের কক্ষ গুলো কয়েক বছর আগে ভেঙে ফেলা হয়েছে।
    বর্তমানে একতলা ভবনে চরম ঝুঁকির মধ্যে চলছে কপিলমুনি বিনোদগঞ্জ বণিক সমিতির কার্য্যক্রম। ফলে যে কোনো মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করেছেন ব্যবসায়ীসহ নের্তৃবৃন্দ। অথচ রাজস্ব আয় সমৃদ্ধ বাণিজ্যিক উপশহর এর গুরুত্বপূর্ণ স্থাপনাটি সরকারের পৃষ্টপোশকতার অভাবে আজও সংস্কার থেকে বি ত। ইতিপূর্বে সরকারের সংশ্লিষ্ট সচিব ও জেলা পরিষদ প্রশাসক পৃথকভাবে ভবন নির্মাণের একাধিক ফলক উন্মোচন করলেও তা কবে নাগাত বাস্তবায়ন হবে তা নিয়েও রয়েছে বিতর্ক।
    বাজারের ব্যবসায়ীরা বলছেন, তারা ফলক উন্মোচনের কথা শুনে ঐতিহ্যবাহী এ ভবন সংস্কারে আশার আলো দেখলেও বর্তমানে এর কোনো প্রক্রিয়ার বিন্দুমাত্র প্রতিফলন চোখে পড়েনি। জানাযায়, বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব ড. মিহির কান্তি মজুমদার গত ৩রা জুন’১১ ভবন নির্মাণে বণিক সমিতির সম্মুখে এক নাম ফলক উন্মোচন করেন। এরপর গত ৩০ জানুয়ারি’১২ তারিখে খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনার রশিদ একইভাবে ভবন নির্মাণে ফলক উন্মোচন করেন। অথচ দীর্ঘ সময় অতিক্রম হলেও এর বাস্তবায়নে কোনো প্রক্রিয়া অদ্যবধি চোখে পড়েনি। ফলে ঐতিহ্যবাহী এ ভবনটির সংস্কার ও নির্মাণে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিনোদগঞ্জ বনিক সমিতির সদস্য সচিব ও কপিলমুনি প্রেসক্লাবেরর সাধারন সম্পাদক আঃ রাজ্জাক রাজু বলেন, দানবীর রায় সাহেব বিনোদ বিহারী সাধু প্রায় শত বছর আগে পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজার আধুনিকায়ন করেন। তেমনি ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে বাজারের প্রাণ কেন্দ্রে সুদর্শন কারুকার্য খচিত ভবন নির্মান করেন। এ ভবনে সিদ্ধেশ্বরী ব্যাংকের সকল কার্য্যক্রম পরিচালনা করা হত। সেখানে বসে বিনা লাভে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিতরণ করা হতো মূলধন। সেই সময় উৎকর্ষ সমিতির নামে এ সব ঋণ বিতরণ করতেন মহান ব্যক্তিত্ব রায় সাহেব বিনোদ বিহারী সাধু।
    এ জন্য কনো হতাহত ও ঐতিহ্য রক্ষায় বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর দাবী, দ্রুত বাস্তবায়ন করা হোক শত বছরের ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বরী ভবণের নির্মাণ কাজ। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ জসিম গ্রেফতার

    নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ জসিম গ্রেফতার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ জসিম গ্রেফতার। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে নড়াইলের নবাগত পুলিশ সুপার সাদিরা খাতুনের নির্দেশনায় ডিবি পুলিশের ওসি নাজমুল এর তত্তাবধানে ২ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের
    এস আই (নিঃ) অপু মিত্র সংগীয় অফিসার ইনজামাম ও পার্থ সহ ডিবি পুলিশের নড়াগাতি টিম জসিম সিকদার (৩৯), পিতা-আমির হোসেন সিকদার গ্রাম নাকশী, থানা ও জেলা-নড়াইল। ৬৯ পিচ (ইয়াবা ট্যাবলেট) সহ নড়াইল সদর থানাধীন আউড়িয়া ইউনিয়নের নাকশী গ্রাম থেকে (ইয়াবা ট্যাবলেট) বিক্রয়ের সময় হাতে নাতে গ্রেফতার করে। তার বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। ডিবি পুলিশের
    ওসি নাজমুল জানান, ৬৯ পিচ ইয়াবা ট্যাবলেট) সহ আসামী জসিম সিকদারকে গ্রেফতার করা হয়েছে মাদক বিরোধী অভিযান সব সময় অব্যাহত থাকবে।

  • ঝিনাইদহে বিএনপির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

    ঝিনাইদহে বিএনপির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষে যুবদল কর্মী শাওন নিহতের ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ঝিনাইদহে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০২ সেপ্টেম্বর) বাদ জুমা ঝিনাইদহ প্রেসক্লাব চত্বরে গায়েবানা জানাজার নামাজের আয়োজন করে ঝিনাইদহ জেলা বিএনপি। জানাজার নামাজে ঝিনাইদহ জেলা বিএনপির সাধার সম্পাদক জাহিদুজ্জামান মনা, বিএনপি নেতা আব্দুল মালেক, মুন্সি কামাল আজাদ পাননু, আনোয়ারুল ইসলাম বাদশা, আলমগীর হোসেন, সাজেদুর রহমান পাপপু ও শাহজাহান আলীসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংঠনের নেতাকর্মীরা অংশ নেন। জানাজার নামাজ শেষে জেলা বিএনপির বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা বলেন, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করতে গেলে পুলিশ হামলা ও গুলিবর্ষণ করে। এ ঘটনা শাওন নামে এক যুবদল কর্মী মারা যান।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • এই প্রথম হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এলেন বর

    এই প্রথম হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এলেন বর

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এই প্রথম নওরোজ ফারহান নূর নামে এক যুবক হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এসেছেন। ঢাকা থেকে আসা এ যুবকের সঙ্গে আসেন তার বাবা-মাসহ পরিবারের তিন সদস্য।

    এছাড়া অন্য বরযাত্রীরা সবাই আসেন সড়ক পথে।
    শুক্রবার (০২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাবলিক ক্লাব মাঠে এসে নামে এই হেলিকপ্টারটি।

    এ সময় উৎসুক কয়েক’শ গ্রামবাসী ওই হেলিকপ্টার উঠানামা ও বর দেখতে সেখানে ভিড় জমান। এমনকি উৎসুক জনতার ভিড় ঠেকাতে পুলিশ পর্যন্ত মোতায়েন করা হয়।

    বর নওরোজ ফারহান ঢাকার মহাখালী দোহস এলাকার আকিজ পার্টিকেলের ইডি হেলাল আহমেদের ছেলে। তিনি জাপান টোব্যাকো কোম্পানিতে চাকরি করেন।

    আর কনে নাফিসা বিনতে নওয়াজের (নেহা) পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ বাজার পাড়া এলাকার ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি নুর নেওয়াজের মেয়ে।

    জানা গেছে, কিছুদিন আগে নওরোজের সঙ্গে পারিবারিকভাবে নাফিসার বিয়ে ঠিক হয়। বিয়ের দিন ঠিক করা হয় শুক্রবার। এদিন দুপুর ১টার সময় ভাড়া করা একটি হেলিকপ্টারে করে নওরোজ তার পরিবারের তিনজনকে নিয়ে কনের বাড়ির উদ্দেশে দেবীগঞ্জে পাবলিক ক্লাব মাঠে নামেন। অন্য বরযাত্রীরা সড়ক পথে রওনা দিয়ে শুক্রবার সকালে এসে পৌঁছান। এই প্রথম দেবীগঞ্জে হেলিকপ্টারে বিয়ে করতে আসায় সেখানে কয়েক’শ লোক ভিড় জমান।

    কনের চাচা নুরে আরিফ বলেন, বিয়েতে বরপক্ষের প্রায় ৪০ জন লোক এসেছেন। এছাড়া স্থানীয়সহ আত্মীয়-স্বজন, উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে বিয়েতে দাওয়াত করা হয়। বিয়ে শেষে বিকেলে কনেসহ হেলিকপ্টারে তারা ঢাকায় ফিরে যান।

    মেয়ের আরেক চাচা নুরে আজাদ বলেন, ছোট ভাইয়ের মেয়েকে ধুমধাম করে বিয়ে দিয়েছি। পুরো উপজেলায় এই প্রথম হেলিকপ্টারে করে আসা বরের সঙ্গে আমাদের মেয়েকে বিয়ে দেওয়ায় আনন্দ লাগছে।

    দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বলেন, হেলিকপ্টারে বিয়ের বিষয়টি অবহিত করে থানা পুলিশকে দাওয়াত করেছে কনে পক্ষ। আমাদের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। শুক্রবার দুপুরে থানার সামনের মাঠে হেলিকপ্টারটি ল্যান্ড করে।

  • পঞ্চগড়ে সাপের কামড়ে একজনের মৃত্যু

    পঞ্চগড়ে সাপের কামড়ে একজনের মৃত্যু

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    পঞ্চগড়ে সাপের ছোবলে আব্দুল জলিল (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

    শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ফুটকীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    জলিল ওই এলাকার মধু ফকিরের ছেলে।

    রাতে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা সাপের ছোবলে মৃত্যুুর বিষয়টি নিশ্চিত করেছেন।

    এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জলিল মাঠে লাউ ক্ষেতে কাজ করছিলেন। এ সময় একটি সাপ তার পায়ে কামড় দেয়।

    বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত বাড়ি গিয়ে হাঁটুতে শক্ত করে বাঁধেন। পরে স্থানীয় ওঝা দিয়ে সাপের বিষ নামানোর জন্য ঝাড়ফুঁঁক করতে থাকেন। এক পর্যায়ে তার পায়ের বাঁধন খুলে দিয়ে শরীরে বিষক্রিয়া শুরু হয়।
    সবশেষে দুপুরে তাকে পরিবারের সদস্যরা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

  • ৭১ টেলিভিশনে প্রতিবেদন প্রকাশে প্রতিবাদে জাগোনারীর সংবাদ সম্মেলন

    ৭১ টেলিভিশনে প্রতিবেদন প্রকাশে প্রতিবাদে জাগোনারীর সংবাদ সম্মেলন

    মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
    বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারী
    দীর্ঘদিনের সুনাম এবং কার্যক্রমকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে মনগড়া, অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত প্রতিবেদন ৭১ টেলিভিশনে প্রকাশের প্রতিবাদে জাগো নারী কার্যনির্বাহী পরিষদ শুক্রবার সকাল ১০টায় সংস্থার প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রে সংবাদ সম্মেলনের আয়োজন করে।

    জাগো নারীর কার্যনির্বাহী পরিষদের সভাপতি হামিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জাগোনারীর কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট রন্জু আরা শিপু। লিখিত বক্তব্যে তিনি বলেন, ৭১ টিভির বরগুনা প্রতিনিধি একটি মনগড়া, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন প্রস্তুত করে যা ৭১ টিভি গত ২৫ আগষ্ট প্রচার করা হয়। জাগোনারী ১৯৯৮ সাল থেকে উপকূলীয় জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সরকারী বিধি বিধান অনুসরণপূর্বক বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত এসডিজির লক্ষ্য অর্জনে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। বর্তমানে সংস্থাটি বাংলাদেশ সরকার ও বিভিন্ন দাতা সংস্থার অর্থায়নে একাধিক উন্নয়ন প্রকল্প সুনামের সাথে বাস্তবায়ন করছে। সংস্থার এই দীর্ঘদিনের সুনাম ক্ষুন্ন এবং গতিশীল কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য এই অসত্য প্রতিবেদন প্রস্তুত ও প্রচার করা হয়েছে।

    তিনি আরও বলেন, হাত ধোয়া নামে কোন প্রকল্প জাগোনারী বর্তমানে ও বিগত বছরগুলোতে তালতলীতে কখনই বাস্তবায়ন করে নাই। সংবাদের শিরোনামে উল্লেখিত প্রকল্পের বিপরীতে তিন কোটি ষাট লক্ষ টাকার অর্থ ছাড়পত্র চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন অসত্য ও ভিত্তিহীন। জাগোনারীর প্রধান নির্বাহীর বক্তব্যে কোথাও বলেননি যে, এমপি, সচিব, মন্ত্রি উপস্থিত করতে ব্যয় করেছেন সোয়া তিন কোটি টাকা। জাগোনারী’র প্রধান নির্বাহীর অনুমতি না নিয়ে কে বা কারা তার বক্তব্য গোপন ক্যামেরার মাধ্যমে ধারণ করে প্রতিবেদনে আংশিক ও বিকৃতভাবে উপস্থাপন করেছে। গোপন ক্যামেরায় ছবি বা বক্তব্য ধারণ করা পুরোপুরি অনৈতিক।

    তিনি বলেন, প্রতিবেদনে তালতলী উপজেলার সাধারণ জনগনের যে বক্তব্য প্রচার করা হয়েছে তারা কোনভাবেই উল্লেখিত প্রকল্পের উপকারভোগী হিসাবে সম্পৃক্ত নয় এবং যে সাবান বিতরণের কথা বলা হয়েছে তা জাগোনারী বাস্তবায়িত অন্য প্রকল্পের। জাতীয় পর্যায়ে মন্ত্রি ও এমপিদের নিয়ে জাগোনারী এবং এসিএফএর কোন সভা এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়নি।

    জাগো নারীর কার্যনির্বাহী নির্বাহী পরিষদের সদস্য এডভোকেট রন্জু আরা শিপু বলেন, এই প্রতিবেদন বরগুনাসহ উপকূলীয় জেলার তৃনমূলের পিছিয়েপড়া নারীদের অধিকার নিয়ে কর্মরত এবং নারী নেতৃত্বে পরিচালিত সংগঠনের কাজগুলোকে বাধাগ্রস্ত করার হীন অপচেষ্টা মাত্র।

    তিনি বলেন, আমাদের সকল প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়। কোভিড-১৯ মহামারীর সময় জাগোনারীর কর্মীরা জীবনের ঝুঁকি উপেক্ষা করে মানুষের পাশে থেকেছে এবং সকল দুর্যোগের সময় দরিদ্র মানুষের পাশে থেকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। এই ধরণের অসত্য প্রতিবেদন প্রচারের ফলে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে এবং সাধারণ মানুষসহ জাগোনারীর উপকারভোগীদের ব্যথিত ও মর্মাহত করেছে। বরগুনার ৭১ টিভির প্রতিবেদক মিথ্যা তথ্য দিয়ে ৭১ টিভির মত একটি স্বনামধন্য প্রতিষ্ঠানকে বিতর্কিত করেছে।

    সংবাদ সম্মেলনে জাগো নারী কর্তৃপক্ষ জাগোনারী সম্পর্কে ৭১ টিভিতে প্রচারিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একইভাবে উক্ত ঘটনার বিষয়ে প্রকৃত অনুসন্ধানপূর্বক সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য দাবি করে বলেন, আজকের এই সংবাদ সম্মেলনের প্রতিবাদটি ৭১ টিভির বরগুনার প্রতিনিধি তার গণমাধ্যমে তুলে ধরে ৭১ টিভির মর্যাদা অক্ষুন্ন রাখবেন।

    সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি ও ডিউক ইবনে আমিন।

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাগোনারীর কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি নিগাত সুলতানা আজাদ, সাধারণ সম্পাদক হোসনেয়ারা হাসি, সহ-সাধারণ সম্পাদক নার্গিস সুলতানা, কোষাধ্যক্ষ সায়রা হাসান রুবি, কার্যনির্বাহী সদস্য এডভোকেট রঞ্জু আরা শিপু ও মাহমুদা বেগম, এডভোকেট শেলিনা খানম, সোহেলী পারভীন ছবিসহ বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

  • পূর্ব রতনপুর কাল্লোরপোয়া শাহী জামে মসজিদ পুন: নির্মাণ কাজ শুরু

    পূর্ব রতনপুর কাল্লোরপোয়া শাহী জামে মসজিদ পুন: নির্মাণ কাজ শুরু

    মহিউদ্দীন চৌধুরীঃ পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের পূর্ব রতনপুরী
    কাল্লোরপোয়া শাহী জামে মসজিদ পুন: নির্মাণ কাজ শুরু হয়েছে। ২ সেপ্টেম্বর
    (শুক্রবার) জুমার নামাজের পূর্বে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজ শুরু করা
    হয়। এসময় উপস্থিত ছিলেন-দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য ও হুইপ সামশুল হক
    চৌধুরীর উন্নয়ন সমন্বয়কারী বিজন চক্রবর্ত্তী, মসজিদ পরিচালনা উপদেষ্টা
    কমিটির সভাপতি হাজী আনোয়ার হোসেন, জাফর আহমদ, মোহাম্মদ আবছার, আনোয়ার
    হোসেন, মোহাম্মদ রফিক, রহমত উল্লাহ, উপজেলা আওয়ামীলীগ নেতা মো. ফরিদুল
    আলম, রেমিট্যান্স যোদ্ধা আলহাজ¦ আরিফুল ইসলাম, ইউপি সদস্য কপিল উদ্দিন,
    মোহাম্মদ তোফায়েল, মোহাম্মদ গনি সওদাগর, জসিম সওদাগর, সুমন, আবদুস ছবুর,
    মোহাম্মদ কামাল, ইমরান হোসেন, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ আয়ুব, আজম আলী,
    এমদাদুল হক বাদশা। প্রায় তিন কোটি টাকার অর্থে তিনতলা বিশিষ্ট এ মসজিদটি
    নির্মাণ কাজ শুরু হয়। এখানে একই সঙ্গে ১২শ মুসল্লি নামাজ আদায়ের সুযোগ
    রয়েছে।