July 26, 2025, 12:49 pm
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
পঞ্চগড়ে সাপের ছোবলে আব্দুল জলিল (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ফুটকীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জলিল ওই এলাকার মধু ফকিরের ছেলে।
রাতে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা সাপের ছোবলে মৃত্যুুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জলিল মাঠে লাউ ক্ষেতে কাজ করছিলেন। এ সময় একটি সাপ তার পায়ে কামড় দেয়।
বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত বাড়ি গিয়ে হাঁটুতে শক্ত করে বাঁধেন। পরে স্থানীয় ওঝা দিয়ে সাপের বিষ নামানোর জন্য ঝাড়ফুঁঁক করতে থাকেন। এক পর্যায়ে তার পায়ের বাঁধন খুলে দিয়ে শরীরে বিষক্রিয়া শুরু হয়।
সবশেষে দুপুরে তাকে পরিবারের সদস্যরা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।