Category: দেশজুড়ে

  • অসহায় মায়ের আবেদনে-নগদ অর্থ সহায়তা তুলে দেন-সিএমপি কমিশনার

    অসহায় মায়ের আবেদনে-নগদ অর্থ সহায়তা তুলে দেন-সিএমপি কমিশনার

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজে নগরের এক অসহায় মা তার তিন মেয়ের পড়ালেখার সাহায্যের জন্য আকুতি জানিয়েছিলেন কমেন্ট করে। তিনি জানিয়েছেন যে, তিন মেয়ের পড়ালেখার খরচ চালাতে মানুষের কাছে হাত পাততে হচ্ছে। সেই আবেদন দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথে সিএমপি কমিশনার ঐ পরিবারের খোঁজ নিতে বলেন।

    আজ ১০ সেপ্টেম্বর, দুপুর ১২ টায় সিএমপি কমিশনার মহোদয় তাঁর নিজ কার্যালয়ে তাদের হাতে ১ বছরের শিক্ষা উপকরণ ও এক বছরের শিক্ষাখরচ বাবদ নগদ অর্থ সহায়তা তুলে দেন। এ কার্যক্রমে সহায়তা করে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন।

    উল্লেখ্য,গত ৭সেপ্টেম্বর সিএমপি ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে নগরের কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের জন্য চালু হয় ‘এক টাকায় কেনার আনন্দ’ নামক একটি অভিনব বিপনীবিতান যে বাজারে ১ টাকা দিয়ে কাপড় ও ১০ টাকা দিয়ে নিত্যপ্রয়োজনীয় গ্রোসারি আইটেম কেনা যায়।

    তাছাড়া সিএমপি ও বিদ্যানন্দের একটি ভ্রাম্যমাণ সুপারশপ শহরের বিভিন্ন বস্তিতে বস্তিতে ঘুরে বেড়াচ্ছে ১ টাকায় বাজারের কাস্টমারের খোঁজে।

  • জামিনে মুক্তি পেলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা শেখ আকরাম

    জামিনে মুক্তি পেলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা শেখ আকরাম

    মোঃতরিকুল ইসলাম তরুন,
    কুমিল্লা থেকে ,
    কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও শেখ জাকির চেয়ারম্যানের ছোট ভাই শেখ আকরাম হোসেন জামিনে মুক্তি পেয়েছেন।
    রবিবার কুমিল্লা ৮ নং আমলী আদালতের সিনিয়র সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের আদালতে শেখ আকরাম হোসেনের আইনজীবী এ্যাডভোকেট তানভীর আহম্মেদ ফয়সাল মামলার বিস্তারিত তুলে ধরে জামিন চাইলে আদালত তার জামিন মঞ্জুর করেন।
    এসময় ২নং আসমী রাকিব হাছান আত্মসমর্পণ করে জামিন চাইলে তাকেও জামিন মঞ্জুর করেন।
    উল্লেখ্য এর আগে ৮ সেপ্টেম্বর একটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ এনে দৌলতপুর গ্রামের ইকবাল হোসেন স্বেচ্ছাসেবকলীগ নেতা শেখ আকরামের বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় ৯ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যায় নানা নাটকীয়তার পর শেখ আকরামকে গ্রেফতার করে শনিবার আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেন।
    রবিবার আদালত তাকে জামিনে মুক্তি দিলে নেতাকর্মীরা ফুলেল মালা দিয়ে বরণ করে নেন।

  • জয়পুরহাটে স্বামীর নির্যাতনে প্রাণ হারালেন গৃহবধূ

    জয়পুরহাটে স্বামীর নির্যাতনে প্রাণ হারালেন গৃহবধূ

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস।

    জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের চানপাড়া গ্রামে স্বামীর নির্যাতনের শিকার হয়ে শারমিন (২৬) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। শনিবার (১০ সেপ্টেম্বর) গভীর রাতে এই ঘটনা ঘটে।

    নিহত গৃহবধূ পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের চানপাড়া গ্রামের আতিকের স্ত্রী। শারমিন আতিকের চতুর্থ স্ত্রী ছিল।

    নিহত শারমিনের পরিবার সূত্রে জানাযায়, প্রায় তিন মাস আগে আতিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শারমিন। বিয়ের পর থেকেই দুজনের মধ্যে দাম্পত্য কলহ বিবাদ লেগে থাকত। বেশকিছুদিন থেকেই শারমিনকে যৌতুকের জন্য চাপ দিতে থাকেন আতিক। বিষয়টি সমাধানের জন্য গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমাণ্য ব্যাক্তিদের নিয়ে বৈঠকও বসে। বৈঠক শেষে রাত দশটার দিকে শারমিনকে আবারও বেধড়ক মারধর করে স্বামী আতিক। এতে গুরত্বর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

    স্থানীয় ইউপি সদস্য মো. ফয়সাল হোসেন বলেন, দীর্ঘদিন থেকে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকত। একারনে বিষয়টি সমাধানের জন্য কালকে বৈঠকও বসেছিল। বৈঠক শেষে আমরা বাড়ী ফিরলে এই ঘটনা ঘটে। তবে তিঁনি স্বামীর নির্যাতনের বিষয়টি অস্বীকার করে বলেন সে গ্যাস বড়ি খেয়েছে তা শুনেছি।

    পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে স্বামীর নির্যাতনের কথা আমরা জানতে পেরেছি। এঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনার পর থেকে স্বামী আতিক পলাতক আছে।

  • শান্তিপূণ ভাবে কেশবপুরপ্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত    আশরাফ সভাপতি জয়দেব সম্পাদক

    শান্তিপূণ ভাবে কেশবপুরপ্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত আশরাফ সভাপতি জয়দেব সম্পাদক

    মোঃজাকির হোসেন,কেশবপুরঃ শান্তিপূণ ভাবে
    কেশবপুর প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১১সেপ্টেম্বর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে প্রেসক্লাবের ৫৮ জন ভোটারের ভেতর ৫৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
    কেশবপুর প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে আশরাফ–জামান খান ৩৩ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকট তম প্রতিন্ধী আজিজুর রহমান পেয়েছেন ২২ভোট, সাধারণ সম্পাদক পদে জয়দেব চক্রবর্ত্তী ৩৩ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকট তম প্রতিন্ধী অজেদ খান ডাবলু ১৯ ভোট। প্রথম সহসভাপতি পদে আব্দুল হাই সিদ্দিকী ৩৯ভোট ও দ্বিতীয় মোতাহার হোসাইন ৩৩ভোট বিজয়ী হয়েছেন। তাদের নিকট তম প্রতিন্ধী রুহুল কুদ্দুস ২৫ভোট। প্রথম যুগ্ন সম্পাদক পদে উৎপল দে ৩৩ভোট ও আব্দুল্লাহ আল ফুয়াদ ২৮ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকট তম প্রতিন্ধী সিদ্দিকুর রহমান ২৬ভোট। কোষাধ্যক্ষ পদে শামসুর রহমান ৩০ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রতিন্ধী রুহুল আমিন বিশ্বাস ১৯ভোট। দপ্তর সম্পাদক পদে মশিয়ার রহমান ৩৮ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রতিন্ধী সোহেল পারভেজ ১৫ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শেখ শাহীনুর ইসলাম ২৯ভোট। তার নিকট তম প্রতিন্ধী সুশান্ত কুমার ২৪ভোট। বিনাপ্রতিন্ধীতায় বিজয়ী গ্রন্থাগার সম্পাদক পদে মতিয়ার রহমান। নির্বাহী কমিটির ৫টি সদস্য পদে মেহেদী হাসান জাহিদ ৪৪ভোট, শাহিনুর রহমান ৪০ভোট, আব্দুস সাত্তার মোল্লা ৩৪ভোট, আব্দুর রাজ্জাক ৩২ভোট ও আব্দুল করিম ৩০ভোট। তাদের নিকট তম প্রতিন্ধী কবির ২৪ভোট, বাপ্পি ২৭ভোট ও আলমগীর ১০ভোট।
    নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন কেশবপুর প্রেসক্লাবের সদস্য আব্দুস সালাম। এছাড়া কমিশনের সদস্য ছিলেন প্রেসক্লাবের সদস্য মদন সাহা অপু ও রুহুল আমীন খান। কেশবপুর প্রেসক্লাবে দুই বছর পর পর ভোটের মাধ্যমে ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

  • মেটংঘর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

    মেটংঘর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন মেটংঘর ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পূর্ণ হয়েছে।

    গতকাল শনিবার অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ভোটদানের মধ্যদিয়ে আনন্দমুখর পরিবেশে উৎসব মুখর এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

    বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে শনিবার উপজেলার আকবপুর ইউনিয়নের মেটংঘর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়। উক্ত ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

    এর মধ্যে ৪ জন বিজয়ী হয়েছেন। এদের মধ্যে মোঃ আবু বক্কর ছিদ্দিক ২৪৪ ভোট পেয়ে প্রথম হন। ২৩৬ ভোট পেয়ে দ্বিতীয় হন রফিকুল ইসলাম । ২৩৫ ভোট পেয়ে তৃতীয় হন মো. ছন্দু মিয়া ও ২২৯ ভোট পেয়ে চতুর্থ হন আজহার মিয়া।

    উল্লেখ্য, মেটংঘর ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবকদের মোট ভোটার সংখ্যা ৮৪২ জন। কাস্টিং হয়েছে ৫৭০ ভোট। উক্ত নির্বাচনে প্রত্যেক ভোটার ৪ টি করে ভোট দিতে পেরেছেন।

    নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মুরাদনগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান । উপস্থিত ছিলেন-ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল,

    স্কুল কমিটির সভাপতি কাজী ফররুখ আহম্মদ ,প্রতিষ্ঠাতা গোলাম কিবরিয়া সরকার,

    সাবেক সভাপতি এম হান্নান, প্রধান শিক্ষক মোঃ শাহআলম, আব্দুল হাকিম সওদাগর,বাবুল আহমেদ মোল্লা,

    সমাজ সেবক ইউপি সদস্য দুলাল মেম্বার, ইলিয়াস, চঞ্চল খানসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
    । এসময় আরো উপস্হিত ছিলেন-বাঙ্গরা বাজার থানা পুলিশের
    এসআই ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।

  • লক্ষ্মীপুরে আসন্ন দূর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করার জন্য মন্ডপগুলিতে সিসি ক্যামেরা বিতরন

    লক্ষ্মীপুরে আসন্ন দূর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করার জন্য মন্ডপগুলিতে সিসি ক্যামেরা বিতরন

    নাজিম উদ্দিন রানাঃ
    আসন্ন শারদীয় দূর্গাপূজা ২০২২ উপলক্ষে লক্ষ্মীপুর সদর উপজেলা দূর্গা মন্ডপগুলিতে নিরাপত্তা নিশ্চিতকল্পে সিসি ক্যামেরা বিতরন করা হয়। আজ রবিবার বিকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সিসি ক্যামেরা বিতরন করেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ। সদর উপজেলা পরিষদের অর্থায়নে ৩৩টি পূজা মন্ডপে সিসি ক্যামেরা দেওয়া হয়।
    এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান হোসেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপুসহ বিভিন্ন দূর্গা মন্ডপের সভাপতি সম্পাদকবৃন্দ।পর্যায়ক্রমে জেলার প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা দেওয়ার কথা জানান জেলা প্রশাসক।

  • লক্ষ্মীপুরে চোর চক্রের ৫ সদস্য  গ্রেপ্তার ৫ মোটরসাইকেল ১ অটোরিকশা উদ্ধার

    লক্ষ্মীপুরে চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার ৫ মোটরসাইকেল ১ অটোরিকশা উদ্ধার

    নাজিম উদ্দিন রানাঃ
    লক্ষ্মীপুরে মোটরসাইকেল চোর চক্রের প্রধান
    রবিউলইসলাম রবু (৪২)
    সহ ৫ চোর সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।এসময় উদ্ধার করা হয় ৫টি চোরাই মোটরসাইকেল ও একটি ব্যাটারি চালিত অটোরিকশা। রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর সদর মডেল থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে
    বিষয়টি নিশ্চত করেন লক্ষ্মীপুর পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার মাংনেথোয়াই মারমা, ডিআই-১ মো. আজিজুর রহমান মিয়া, সদর থানার অফিসার
    ভারপ্রাপ্ত ককর্মকর্তা মো. মোস্তফা কামাল প্রমূখ।

    পুলিশ সুপার বলেন, দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুরে
    মোটরসাইকেল ও অটোরিকশা চুরির ঘটনা বেড়েই চলছে। এতে অতিষ্ঠ হয়ে পড়ে সাধারণ মানুষ। এর ভিত্তিতে সম্প্রতি গ্রেফতারকৃত মো. হাসান নামে এক মোটরসাইকেল চোর কে আদালত থেকে
    থানায় রিমান্ডে আনা হয়। হাসান পৌরশহরের বাঞ্চানগর গ্রামের মাইদ্দের বাড়ির রফিক ওরফে গাজা রফিকের ছেলে।
    ১০ সেপ্টেম্বর ভোরে একপর্যায়ে হাসানের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী সদর থানার উপ-পরিদর্শক মো.কাউছার অভিযানে চালিয়ে প্রথমে লক্ষ্মীপুর-রামগঞ্জ সীমান্তবর্তী মিরগঞ্জ
    এলাকা থেকে চোরাইকৃত একটি অটোরিকশাসহ মোবারক হোসেন (৩১), মো. বেলাল(২৫) ও
    মো. ছাত্তার (৩১) কে হাতে নাতে আটক করা, পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী চাঁদপুরের কচুয়া বিতারা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রি ও চোর চক্রের
    মূলহোতা রবিউল ইসলাম রবুকে আটক করা হয়।এসময় তার বাড়ি থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। একপর্যায়ে রবুর সহকারি মো. সোহেল (৩২) কে
    চাঁদপুরের পালাখাল ইউনিয়নের এনায়েতপুর গ্রামের বাড়ি থেকে আরো দু’টি মোটরসাইকেলসহ আটক করে, তারপর রবুর স্বীকারোক্তি অনুযায়ী তার চাচাতো ভাই জুয়েলের বাড়ি থেকে আরো একটি মোটরসাইকেলসহ মোট ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে জুয়েল বাড়ি না থাকায় আটক করা সম্ভব
    হয়নি তাকে।আটক চোর চক্রের সদস্যদের মধ্যে মো. মোবারকের বিরুদ্ধে থানায় ৯টি মামলা রয়েছে।

    তিনি আরো জানান, আটকতৃক চোরদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে আরো একটি চুরির মামলা দায়ের করা হবে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। লক্ষ্মীপুর জেলা যানবাহন চুরিসহ সবধরণের আইনশৃঙ্খা রক্ষায় পুলিশি অভিযান অব্যহত রয়েছে বলে জানান পুলিশ সুপার।

  • সোমবার থেকে পাঁচ দফা দাবীতে অর্ধদিবস কর্মবিরতি যাচ্ছেন পিআইও’রা

    সোমবার থেকে পাঁচ দফা দাবীতে অর্ধদিবস কর্মবিরতি যাচ্ছেন পিআইও’রা

    ষ্টাফ রিপোর্টারঃ
    বিভিন্ন ধরণের দুর্যোগ দক্ষতার সাথে ব্যবস্থাপনা করলেও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তাগণ
    নিজেরাই অবহেলিত হওয়ায় এসব অবহেলা থেকে নিজেদের কে উত্তরণ ও জনবল কাঠামো এবং নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষে অর্ধদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন
    দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ পরিষদ নেতৃবৃন্দ। ১২সেপ্টেম্বরের থেকে ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত দেশব্যাপী এই অর্ধদিবস
    কর্মবিরতি কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ পরিষদ।

    রবিবার (১১ সেপ্টেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঠিক পদমর্যাদা না থাকায় দুর্যোগ ব্যবস্থাপনার সঠিক লক্ষ্যে বাংলাদেশ এখনো পৌঁছাতে পারেনি। তাই দেশের যেকোনো কঠিন দুর্যোগ মোকাবিলায় জন্য দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদের আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সব শূন্যপদ/পদোন্নতি/চলতি দায়িত্ব নিয়োগের মাধ্যমে পূরণের এ পাঁচটি যৌক্তিক দাবি নিয়ে উক্ত অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ গত ৮/১০ বছর ধরেই সুশৃঙ্খল আন্দোলন করে আসছে।

    এ পরিষদ উক্ত অধিদপ্তরের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনা সভা, স্মারকলিপি প্রদান, সংবাদ সম্মেলন, মানববন্ধন ইত্যাদিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এসব দাবির যৌক্তিকত পর্যালোচনায় কর্তৃপক্ষ মৌখিক ঐক্যমত প্রকাশ করলেও বাস্তবায়নের কোনো কার্যকর পদক্ষেপ পরীলক্ষিত না হওয়ায় এ অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও ঐক্যবদ্ধ আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়েছে।

    প্রসঙ্গত, দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০১২ কার্যকর হয়েছে প্রায় এক যুগ আগে। অথচ এর আওতায় কর্মরত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের (পিআইও) জনবলকাঠামো ও নিয়োগবিধি এখনো অনুমোদন হয়নি। পদ দুটির আপগ্রেডেশন প্রস্তাবও পড়ে আছে মন্ত্রণালয়ে। ফলে ডিআরআরও- পিআইওরা কাঙ্ক্ষিত আর্থিক সুবিধা পাচ্ছেন না।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কার্যক্রম সুষ্ঠুভাবে টিকিয়ে রাখার স্বার্থে সংযুক্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের আগামী ১২ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশব্যাপী অর্ধদিবস কর্মবিরতির ডাক দেয়। যদি এর মধ্যে যৌক্তিক দাবিগুলো আদায় না হয় তাহলে পরবর্তী কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে আগামী ১৭ সেপ্টেম্বর শনিবার পুনরায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের সভা আহ্বান করে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

    জানা গেছে, জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তরের অধীন পদগুলো যুগোপযোগী করে আপগ্রেডেশন করা হলেও তাদের সঙ্গে সামঞ্জস্য রেখে এ মন্ত্রণালয়ের অধীন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও অন্যান্য কর্মচারীদের পদ অদ্যবধি আপগ্রেডেশন করা হয়নি।

    এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর আলোকে জনবল কাঠামো এবং নিয়োগবিধি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গৃহীত না হওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা সূচনালগ্ন হতে সামাজিক ও অর্থনৈতিকভাবে হেয় প্রতিপন্ন ও ক্ষতিগ্রস্ত হয়ে আসছে।

    দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ সালে পাশ হওয়ার ১০ বছর অতিবাহিত হওয়া সত্ত্বেও উক্ত আইনের আওতায় প্রস্তাবিত নিয়োগবিধি ও জনবল কাঠামো অদ্যবধি অনুমোদন না হওয়ার ফলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বিভিন্ন পদ আপগ্রেডেশন ও নতুন প্রায় চার হাজারের অধিক পদ সৃষ্ট না হওয়া ছাড়াও ৪১৬টি বিভিন্ন পদ শূন্য থাকায় অধিদপ্তর এবং মাঠ পর্যায়ের কাজ কর্মে স্থবিরতা নেমে এসেছে। ফলে এ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের মনে চরম হতাশা বিরাজ করছে যা আগামীর যে কোনো দুর্যোগ মোকাবিলার জন্য বিরাট অন্তরায়।

    বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, ভূমিকম্পসহ দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও ক্ষয়ক্ষতি লাঘবে, মানবিক সহায়তা ত্রাণ বিতরণে যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশকে সারা বিশ্বে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তারা হচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী। কিন্তু দুঃখের বিষয় বঙ্গবন্ধুর হাতে গড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা ২০২২ সালেও অবহেলিত ও বঞ্চিত।

  • পাবনার চাটমোহরে ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা; আটক ১

    পাবনার চাটমোহরে ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা; আটক ১

    চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ

    পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল গ্রামে পূর্ববিরোধের জেরে হাফিজুর রহমান হাফিজ (২৬) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

    রোববার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের হান্ডিয়াল স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে।

    চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন এই তথ্য নিশ্চিত করেছেন। ঘটনার পর অভিযুক্ত রমজান আলী ফকির (৩৮) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

    নিহত হাফিজ ওই ইউনিয়নের হাঁসুপুর গ্রামের ইউসুফ উদ্দিনের ছেলে। তিনি খৈল ভুষির ব্যবসা করতেন। আর অভিযুক্ত রমজান আলী বাঘলবাড়ি গ্রামের ইছামুদ্দিন ফকিরের ছেলে।

    স্থানীয়রা জানান, ঘটনার সময় হাফিজ স্থানীয় স্লুইস গেটের পাশে একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় রমজান আলী তাকে ডেকে স্লুইসগেটের পাশে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় হাফিজকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে স্থানীয় এলাকাবাসী ও বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত রমজান আলীকে আটক করে পুলিশে খবর দেয়।

    সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে অভিযুক্তকে আটক করে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

    পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।

    মোঃ শাহ আলম
    চাটমোহর,পাবনা।

  • সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

    সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

    এম এ আলিম রিপন,সুজানগরঃ ঐতিহ্যবাহী পাবনার সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মনসুর আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জামিলুর রহমানের স ালনায় পরিচিতি সভায় বক্তব্য দেন শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নতুন সভাপতি ও সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলী, সুজানগর থানার ওসি আব্দুল হাননান, বিশিষ্ট সমাজসেবক এস্কেন্দার আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার, এন এ কলেজের সহকারী অধ্যাপক আবুল হাশেম, সুজানগর প্রেসক্লাবের সভাপতি এবং মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির নতুন অভিভাবক সদস্য শাহজাহান আলী, নতুন সদস্য ইউনুস আলী বাদশা, মো.এমদাদুল হক, মেহেদী মাসুদ, পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ ও অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল হোসেন প্রমুখ। এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, তাঁতীবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খন্দকার আব্দুল কুদ্দুস,সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, পৌর কাউন্সিলর জাকির হোসেন, আ.লীগ নেতা আব্দুল আলিম যতিন, শ্রী প্রনব কুমার, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন সহ সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নতুন সকল সদস্য ও শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের নতুন সভাপতি রেজাউল করিম রেজা তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার মানোন্নয়ন সহ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমি সাধ্যমত চেষ্টা করবো এবং বিদ্যালয়টিকে একটি মডেল বিদ্যালয় হিসেবে গড়তে কাজ করে যাব ইনশআল্লাহ। এ জন্য তিনি বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিভাবক সহ সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। উল্লেখ্য গত ১৭ আগস্ট ওই প্রতিষ্ঠানের নতুন সভাপতি হিসেবে রেজাউল করিম রেজা,দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, অভিভাবক সদস্য ইউনুস আলী বাদশা, মো.এমদাদুল হক, মো.শাহজাহান আলী, মেহেদী মাসুদ, মোছা.লায়লা খাতুন, শিক্ষক সদস্য জামিলুর রহমান,আব্দুর রহিম,শিক্ষক সদস্য(সংরক্ষিত)মহিলা মোছা. শামীমা নার্গিস ও পদাধিকারবলে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মনসুর আলীকে সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।