Category: দেশজুড়ে

  • পঞ্চগড়ের ধর্ষণ মামলার অভিযোগ সেই  যুবলীগ  নেতা বহিষ্কার

    পঞ্চগড়ের ধর্ষণ মামলার অভিযোগ সেই যুবলীগ নেতা বহিষ্কার

    মোঃ বাবুল হোসেন , পঞ্চগড় :

    পঞ্চগড়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মনোয়ার হোসেন মিন্টু নামে এক যুবলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। মিন্টু জেলার দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

    রবিবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মিঠু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মনোয়ার হোসেন মিন্টুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়। সেই সাথে আগামী তিন কার্য দিবসের মধ্যে স্থায়ী ভাবে বহিষ্কার কেন করা হবে না তা জানতে চেয়ে লিখিত জবাব প্রদানের নির্দেশনাও দেওয়া হয়।

    উল্লেখ্য, গত শনিবার (১০ সেপ্টেম্বর) অভিযুক্ত যুবলীগ নেতা মনোয়ার হোসেন মিন্টুর বিরুদ্ধে নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে আদালতে অ্যাফিডেভিট করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ে না করা, বিয়ের কথা বলে একাধিকবার ধর্ষণ ও ধর্ষণের ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশিত হয়।

    যুবলীগের জেলা শাখার আহ্বায়ক কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে, গণমাধ্যমে মিন্টুকে নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে দলীয় ফোরামে আলোচনা হয়। দলের ভাবমূর্তি ক্ষুন্নের অভিযোগে মিন্টুর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    সূত্রটি আরো বলে, সাধারণ মানুষ যেন বিভ্রান্ত না হয় এবং দলের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সেজন্য যুবলীগ সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তা যাচাই করে সত্যতা পেলে যুবলীগের কোন নেতা-কর্মীকেই ছাড় দেওয়া হবে না।

  • ঠাকুরগাঁও জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    ঠাকুরগাঁও জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁওয়ে রবিবার জেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে।

    জানা যায়,ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, এনএসআই’র জয়েন্ট ডিরেক্টর হেমায়েত হোসেন, রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির, ঠাকুগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু,রানীশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আযম মুন্না প্রমুখ।

    উক্ত সভায় জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তাগণ অংশ নেন উপস্থিত ছিলেন। জেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি রক্ষণাবেক্ষণে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

  • ক্ষেতলালে হিমাগারে রাখা আলুতে পঁচন কৃষক ও ব্যবসায়িকরা বিপাকে

    ক্ষেতলালে হিমাগারে রাখা আলুতে পঁচন কৃষক ও ব্যবসায়িকরা বিপাকে

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

    জয়পুরহাট ক্ষেতলাল উপজেলার আয়মাপুর অবস্থিত বেসরকারি একটি হিমাগার কর্তৃপক্ষের নানা অবহেলায় শত শত বস্তা আলু পচে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
    কৃষক ও ব্যবসায়িকরা অভিযোগ করেন, ১২০০০০ এক লক্ষ বিশ হাজার বস্তা ধারণক্ষমতাসম্পন্ন হাফিজার রহমান হিমাগারে চলতি মৌসুমে এক লাখ ২০ হাজার বস্তা প্রায় আলু সংরক্ষণ করা হয়। কিন্তু আলু সংরক্ষণের জন্য হিমাগারে নির্দিষ্ট মানের তাপমাত্রা না রাখা ও খরচ বাঁচানোর জন্য অনেক সময় বিদ্যুতের সুইচ বন্ধ করে দেওয়াসহ হিমাগার কর্তৃপক্ষের নানা অবহেলার কারণে আলু নষ্ট হয়েছে।

    গত রবিবার দুপুরে হাফিজার রহমান কোল্ড স্টোরেজ নামের ওই হিমাগারে গিয়ে দেখা গেছে, হিমাগারের সামনের মাটিতে প্রচুর পরিমাণে পচা আলু ফেলে রাখা হয়েছে। এবং রাস্তার পাশে মেইন রাস্তার জমির নিচে ষ্টোরে কাজের মহিলারা পঁচা আলু ফালাচ্ছে। এবং আশেপাশের মহিলারা আলু বাছাই করে নিয়ে যাচ্ছে।

    স্থানীয় কিছু লোকজন নাম প্রকাশের অনিচ্ছুক বলেন। এই রাস্তা দিয়ে চলাচল করাই মুশকিল স্টোর যেগুলো আলু পঁচা বের হয় সবগুলো পঁচা আলু রাস্তার সাইডে ফালা হয়। এমন দূর গন্ধ ছড়াচ্ছে পরিবেশ নষ্ট হচ্ছে কিন্তু কেউ কিছু বলছে না, বিষয়টি কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

    ক্ষেতলাল উপজেলার ভাসিলা গ্রামের আলুচাষি ব্যবসায়ি মাহবুব হোসেন (৩৬) জানান, তিনি ওই হিমাগারে দুই হাজার বস্তা গ্রানুলা জাতের আলুবীজ সংরক্ষণের জন্য জমা রাখেন। কিন্তু ০৯ সেপ্টেম্বর হিমাগার থেকে ওই আলু বের করার পর দেখা যায়, প্রতি বস্তায় চার থেকে পাচঁ কেজি আলু পঁচা বের হয়।এবং কয়তাহর গ্রামের ওয়াজেদ আলী বলেন আমি এই স্টোরে প্রতিদিন ব্যবসা করি। আলু কিনাবেচা করি যেগুলো আলু কিনি প্রতি বস্তায় তিন থেকে চার কেজি পঁচা বের হয়। এমনইতে আলুর দাম কম তার উপর আবার পঁচা আলু বের হয়। আমরা খুব কষ্টে আছি।

    হাফিজার রহমান হিমাগারের ব্যবস্থাপক বেলাল হোসেন বলেন, কৃষকদের অভিযোগ সঠিক নয়। কখনোই হিমাগারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়নি। আমাদের হিমাগারের মেশিন খুব উন্নতমানের হাই কোয়ালিটি। উত্তর বঙ্গের মধ্যে ভালো এখানে দূরদূরান্ত থেকে কৃষক ও ব্যবসায়িক আসেন। আলুর কোয়ালিটি ভালো হলে আলু ভালো থাকবে। দুই এক কেজি আলু পঁচতেই পারে।

    হাফিজার রহমান হিমাগারের এমডি আশরাফ আলী তালুকদার হিমাগারে না থাকায় মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন। আমাদের স্টোরে আলু পঁচে নাই ভাই কে বলেছেন কোথায় থেকে এগুলো কথা পান হাওয়াতে থেকে আলু পঁচেগেছে মনে হয়।

  • কালাইয়ে সভাপতি-প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের   কোটি টাকার অভিযোগ

    কালাইয়ে সভাপতি-প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের কোটি টাকার অভিযোগ

    এস এম মিলন জয়পুরহাটঃ

    জয়পুরহাট কালাই উপজেলার বিয়ালা দ্বিমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ফজুলর রহমান ও প্রধান শিক্ষক মহাতাবের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারীরা বলছেন বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর, অফিস সহায়ক, অফিস সহকারী, আয়া,ও পরিচ্ছন্নতা কর্মীসহ মোট পাঁচজন কর্মচারী পদে নিয়োগে মোটা অংকের টাকার বিনিময়ের লোক নিয়োগ দেওয়া হয়েছে।

    এলাকাবাসী ও অভিবাবক সূত্রে জানা যায়, বিদ্যালয়ে এডহক কমিটির উপর তিনটি মামলা সহকারী জজ আদালতে,কালাই জয়পুহাট বিচারাধীন আছে যার মামলা নং ২৮৯/ ২১ -৩৩/২২ /৪৭/২২ এসব অভিযোগের নিষ্পত্তি না হওয়ায় উপজেলার বিয়ালা উচ্চ বিদ্যালয়ে গত (২৭জুলাই) ২২ তারিখে বিয়ালা দ্বি- মুখী বিদ্যলয়ে অফিস সহায়ক, ল্যব এসিস্ট্যান্ট, অফিস সহকারি নৈশপ্রহরী ও আয়া পদে ৫ জনকে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ বানিয়ে প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়, ঔই ৫টি পদে ৫ জনকে নিয়োগ দিয়ে প্রধান শিক্ষক মহাতব ও সভাপতি প্রায় দের কোটি টাকা নিয়োগ বাণিজ্য করেছেন।

    অপরদিকে নিয়োগ পরীক্ষা অনিয়মের কারনে চলমান কমিটির অভিভাক সদস্য আবুল হায়াত নামের এক ব্যক্তি জেলা শিক্ষা অফিস জয়পুহাট ও মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে অভিযোগ দিয়েছেন।

    নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থী শামীম রেজা বলেন, অফিস সহকারি পদে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম। আমার সাথে সভাপতি ফজলু রহমানের কাছে ১২লাখ টাকার চুক্তি হয়েছিল। চুক্তি মোতাবেক তাকে ১লাখ টাকা অগ্রিম দিয়েছিলাম। কিন্তু সে আমাকে চাকরি দেয়নি। অপর প্রার্থী সাদুরিয়া বলরাম পুরের খোরশেদ আমলমের কাছে থেকে ১৮ লাখ টাকা পাওয়ায় তাকে চাকরি দিয়েছে। পরে আমার টাকা ফেরত দিয়েছে। চাকরি প্রত্যাশী শামিম আর ও বলেন, আমাকে বাদ দিয়ে যে ছেলেকে চাকরি দিয়েছে সে কত টাকা দিয়েছে তার কল রেকর্ড আমার কাছে আছে স্থানীয়রাও অনেকেই পরীক্ষা দিয়েছে এখানে কি যোগ্য ব্যক্তি ছিলো না? বগুড়া জেলার প্রার্থীকে চাকরি দিলেন নাটক সাজিয়ে পরীক্ষা নেওয়ার মানে হয় না আমি এই নিয়োগ প্রক্রিয়া বাতিল চাই৷

    সাবেক সভাপতির ছেলে ল্যাব এসিস্ট্যান্ট পদে অংশগ্রহণকারী সাইদুল ইসলাম এর বাবা বলেন, প্রধান শিক্ষক মাহাতাব আমাকে বলেন ,আপনার ছেলেকে চাকুরি দিবো ১৬ লাখ টাকা দিবেন কাউকে বলা যাবে না । আমাকে আশ্বাস দিলেও কিন্তু তিনি আমার ছেলেকে চাকরি দেননি। অপর প্রার্থী নিকট থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তাকে চাকুরি দিয়েছেন।

    গত (৩০ আগস্ট) বিদ্যলয়ের সরেজমিনে গেলে উৎসক জনতা ঢল দেখা যায়। একাধিক স্থানীয়‌ ব্যক্তিরা বলেন, এই মহাতাব ২০০৪ সালে প্রধান শিক্ষক হয়ে যোগদানের পর থেকে দুইবারে মোট ১১ জনকে নিয়োগ দিয়ে বিদ্যালয়ের নিয়োগ বানিজ্য অর্থ লুটপাট করেছে। তার বাড়ি ছিলো টিনসেটের এখন তার বাড়ি তিন তলা বিল্ডিং এত আয়ের উৎস কোথায় ? স্থানীয়দের দাবি স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে মেধার যাচায়ে চাকুরি হক এটাই আমাদের চাওয়া। এখানে টাকার খেলা ও নিয়োগ পরীক্ষার দিন কালাই থেকে মাস্তান ও পুলিশের বহর নিয়ে এসেছে৷ এ সংক্রান্ত সকল অভিযোগের কপি ও ভিডিও ফুটেজ সংরক্ষণ রয়েছে৷

    এ বিষয়ে প্রধান শিক্ষক মহাতাবের কাছে জানতে চাওয়া হলে তিনি তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ স্বচ্ছভাবে হয়েছে। এ নিয়োগে আমি কোনো প্রার্থীর সাথে আর্থিক লেনদেন করিনি।

    এ নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বলে একাধিক সুত্রে জানা যায়। তবে প্রধান শিক্ষক মহাতাব এ অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।

    বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফজলু রহমান বলেন, নিয়ম মোতাবেক নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে চাপে রাখতে কিছু মানুষ ষড়যন্ত্র করছে।

    জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ রাজ্জাক বলেন, আবুল হায়াতের অভিযোগের আলোকে মাউশি রাজশাহী অঞ্চলের স্মারক নং ৬৪২৭ তদন্তকরন প্রসঙ্গে আমারা একটি নোটিশ পেয়েছি আমরা গত (৩০ জুলাই ২২) ঘটনার স্থলে গিয়েছি বাদীর অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হয়েছে মূল কপি দেখে যদি সত্যতা পাওয়া যায় তাহলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব৷

  • পানছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে মানবাধিকার কর্মীদের সৌজন্য সাক্ষাৎ

    পানছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে মানবাধিকার কর্মীদের সৌজন্য সাক্ষাৎ

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি।

    খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃঅনুতোষ চাকমার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন এর নেতৃবৃন্দ।

    সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অফিসে রোগীদের স্বাস্থ্য সেবা প্রদানে দীর্ঘ মতবিনিময় করা হয়। এই সময় পূর্বের তুলনায় হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বৃদ্ধি করার জন্য হাসপাতাল ডাঃঅনুতোষ চাকমাকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সেই সাথে অনেক সময় ইমারজেন্সিতে চিকিৎসক না থাকা ও ডাক্তার, নার্সদের আন্তরিক ব্যবহার এর ঘাটতি থাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে আরও গুরুত্বের সাথে দেখার জন্য স্বাস্থ্য কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়।

    এই মতবিনিময় কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন পানছড়ি উপজেলা শাখার সভাপতি হারুনর রশীদ, সহ সভাপতি মতিউর রহমান, প্রচার সম্পাদক মিঠুন সাহা,সদস্য জাহাঙ্গীর আলম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সুরক্ষা আইন না থাকায় অহরহ সাংবাদিক নির্যাতন থামছেইনা: ডেমরায় সাংবাদিক সমাবেশে নেতৃবৃন্দ

    সুরক্ষা আইন না থাকায় অহরহ সাংবাদিক নির্যাতন থামছেইনা: ডেমরায় সাংবাদিক সমাবেশে নেতৃবৃন্দ

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    দেশে অহরহ সাংবাদিক নির্যাতন ঘটনা যেন থামছেইনা। সাংবাদিক সুরক্ষা আইন না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি সরকারকে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ণসহ ১৪ দফা দাবি বাস্তবায়ন করতে জোড়ালো আহবান জানান।
    সোমবার বিকাল ৪টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাজধানীর ওয়ারী জোনের আওতাধীন ডেমরা স্টাফ কোয়ার্টার মাঠে আয়োজিত সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে আয়োজিত আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্যে তিনি একথা বলেছেন।

    অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব সেলিম নিজামির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এশিয়ান টিভির চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশিদ।

    বিশেষ অতিথি ছিলেন ডেমরা থানার অফিসার ইনচার্জ মো: শফিকুর রহমান, ঢাকা সিটি কর্পোরেশনের ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন, চিত্রনায়ক যুবরাজ খান, বিএমএসএফের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল খায়ের খান, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ খায়রুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাদ্দাম, নির্বাহী সদস্য আমির হোসেন, পূর্বাঞ্চল সাংবাদিক ইউনিটির সভাপতি ওমর ফারুক জালাল, স্বাস্থ্য এন্ড পরিবেশ মানবাধিকার সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান, শরিফুল ইসলাম বিপ্লব।
    অন্যান্যের মধ্যে সাংবাদিক রেজাউল করিম, ঢাকা জেলার নেতা সুমন খান, মুন্সি আল ইমরান, মনির হোসেন,

    সভায় নেতৃবৃন্দ সারাদেশে সাংবাদিকদের ওপর অব্যাহত হামলা,নির্যাতন, জেল জরিমানার নীল নকশার কালো আইন বাতিল, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নসহ ১৪ দফা দাবি বাস্তবায়নে সরকার এবং গণমাধ্যম মালিকদেরকে আন্তরিক হওয়ার আহবান জানানো হয়।
    সমাবেশে ওযারী জোনের ৫টি থানার কমিটি ঘোষণার মধ্য দিয়ে সাংবাদিকদের মাঝে একটি বৃহৎ ঐক্যের সূচণা করা হয়।
    সমাবেশ শেষে বিভিন্ন শিল্পীর অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

  • রংপুরে বিশিষ্ট  লেখক দেলোয়ার হোসেন রংপুরীর জন্মদিন পালন

    রংপুরে বিশিষ্ট লেখক দেলোয়ার হোসেন রংপুরীর জন্মদিন পালন

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন ।

    রংপুর বিভাগের মাটি ও মানুষের কবি লেখক ছড়াকার ইন্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরীর গতকাল জন্মদিন পালন।
    সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর রংপুর জেলার সভাপতি মানবতার কল্যাণ ফাউন্ডেশন রংপুর জেলার সম্মানিত সভাপতি মানবতার সেবক ও কবি লেখক ছড়াকার ইন্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরীর গতকাল ১১ সেপ্টেম্বর অভিযাত্রিক সাহিত্য সংস্কৃতি পরিষদের হলরুমে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
    কবির জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময়, কেক কেটে কবিকে শুভেচ্ছা জানানো হয়।
    রংপুর বিভাগের বিশিষ্ট নারী নেত্রী জয়িতা নাসরিন নাজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর বিভাগ তথা দেশের সুশীল সমাজের অন্যতম পুরোধা নক্ষত্র অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, বিশিষ্ট লেখক তৈয়বুর রহমান বাবু,অভিযাত্রিকের পক্ষে ছড়াকার জাহিদ হোসেন, মৌচাকের পক্ষে সাংবাদিক রেজাউল করিম জীবন, লালমনিরহাট সাহিত্য সংস্কৃতি পরিষদের পক্ষে ছড়াকার ইরশাদ জামিল, কবি লেখক এটিএম মোর্শেদ,কবি পূর্ণিমা রায়,মীরা রায়, সুরকার ও গায়ক রায়হান আহমেদ লিয়ন, দেলোয়ার হোসেন রংপুরীর স্ত্রী কবি নাজিরা পারভীন, ছেলে পরশ ও সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন প্রমুখ।
    জন্মদিনের আয়োজনের সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক রেজাউল করিম জীবন।

  • বিএনপি’র খাম্বা,আ’লীগ দেখিয়েছে বিদ্যুৎ কেন্দ্র-এড. বিল্লাল হোসেন

    বিএনপি’র খাম্বা,আ’লীগ দেখিয়েছে বিদ্যুৎ কেন্দ্র-এড. বিল্লাল হোসেন

    ষ্টাফ রিপোর্টারঃ
    বিএনপি ক্ষমতায় এসে দেখিয়েছে তার বিহীন বিদ্যুৎ এর খাম্বা আর আওয়ামিলীগ ক্ষমতায় এসে জনগনকে দেখিয়েছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র,কিন্তু কেও বিদুৎ দেয়নি। লোডশেডিং এর কারনে অস্থির দেশের জনগন। আমরা ক্ষমতায় এলে সারাদেশে আগে বিদ্যুৎ সর্বরাহের ব্যবস্থা করবো বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক সম্পাদক এড. বিল্লাল হোসেন।

    ফুলবাড়িয়া বঙ্গবন্ধু পাবলিক হলে গতকাল বিকেলে উপজেলা ছাত্র আন্দোলনের আয়োজনে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক মরহুম আব্দুর রাজ্জাক রাজা ও দপ্তর সম্পাদক আবুল কাশেম এর স্মরন সভায় তিনি এ মন্তব্য করেন।

    তিনি আরও বলেন,আ’লীগের ষাঁট আর বিএনপি’র চল্লিশ এসব ভাগাবাগির রাজনীতি আমরা করি না, আমরা জনগণের সেবা করার জন্য রাজনীতি করি।

    বিল্লাল হোসেন আরও বলেন, নেতাদের আঙ্গুল কেটে গেলে চিকিৎসার জন্য বিদেশে চলে যায় কিন্তু আমাদের মহান নেতা নিজ দেশেই চিকিৎসা করেন। কারন তিনি বঙ্গবন্ধুর নির্দেশে ১৮ হাজার সসস্ত্র যোদ্ধা ও ৭২ হাজার সেচ্ছাস্বেবী নিয়ে দীর্ঘ ৯মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে দেশ স্বধীন করেছেন। বাচঁতে হলে এ দেশেই বাচঁবে, তিনি যদি মারা যান তাহলে এ দেশেই মরবেন।

    এসময় তিনি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম এর সুস্থতা ও প্রয়াত দুই নেতার আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

    ময়মনসিংহ জেলা ছাত্র আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি প্রশান্ত বিস্বাস এর সভাপতিত্ত্বে ও যুগ্ন-সাধারণ সম্পাদক আল ইমরান এর সঞ্চালনায় স্মরন সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও ৮ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ইমান আলী, বারেক সরকার, মোতালেব সরকার, আব্দুল জলিল, যুব আন্দোলন ময়মনসিংহ জেলার সম্মেলন প্রস্ততি কমিটির সাবেক আহব্বায়ক দীপক চন্দ দে, সিনিয়র সহ-সভাপতি মোঃমাইন উদ্দিন উজ্জ্বল, মাহমুদুল হাসান রিয়াদ, সোহেল রানা, শরিফ, কামরুল, গোলাপ তরফদার, আব্দুল আজিজ, আনোয়ার হোসেন প্রমূখ।

    সভা শেষে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম এর রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাত করা হয়।

  • ত্রিশালের বইলরে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত

    ত্রিশালের বইলরে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে-থাকবো মোরা এক আবেশে’’ এই প্রতিপাদ্যে সর্বস্তরের অংশগ্রহনে এক সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১১সেপ্টেম্বর দুপুরে ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়ন পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

    এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি সচিব জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায়, ইউপি চেয়ারম্যান খন্দকার মশিহুর রহমান শাহানশাহ এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বৈলর ইউনিয়ন আওয়ামীলীগ এর সিনিয়র নেতৃবৃ্ন্দ, ইউপি সকল সদস্যবৃন্দ, মহিলা সদস্যবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, বৈলর ইউনিয়ন ছাত্রলীগ, গীর্জা/মন্দিরের প্রতিনিধি, সমাজের গন্যমান্য ব্যক্তবর্গ, নারী প্রতিনিধি, মসজিদের ইমাম, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও কমিটির সকল সদস্যবৃন্দ।

    এসময় বক্তারা বলেন, পরিকল্পিত ভাবে দেশের উন্নয়নের ধারাকে নষ্ট করতে এবং ইউনিয়নের সুনাম বিনষ্ট করতে কাউকেই সুযোগ দেয়া হবে না। এদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান একে অপরের পরিপূরক। কিন্তু একটি মহল এই সম্প্রীতিকে নষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে। এলাকায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার মাধ্যমে ওইসকল জনগনকে প্রতিহত করতে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানানোসহ কমিটির সকল সদস্যবৃন্দ ইউনিয়ন পর্যায়ে সামাজিক- সম্প্রীতি সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

  • ময়মনসিংহে পাঁচ দফা দাবিতে পিআইও’ মনিরুল হক ফারুক রেজার কর্মবিরতি

    ময়মনসিংহে পাঁচ দফা দাবিতে পিআইও’ মনিরুল হক ফারুক রেজার কর্মবিরতি

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারাদেশের ন্যায় জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে সোমবার (১২ সেপ্টেম্বর) থেকে চার দিনব্যাপী অর্ধদিবস কর্মবিরতি শুরু করেছেন ময়মনসিংহের সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মনিরুল হক ফারুক রেজা সহ কর্মরত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তারাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারি কল্যাণ পরিষদের ডাকে এ কর্মবিরতি পালন করে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

    খোঁজ নিয়ে জানা যায়, দাবি আদায়ের লক্ষ্যে ময়মনসিংহে জেলা সদর সহ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার (ডিআরআরও) কার্যালয় ও সকল উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিরা কর্মসূচির প্রথম দিন সোমবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করে।

    ১২সেপ্টেম্বর সকাল ১০টার দিকে ময়মনসিংহ জেলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ভবনের সামনে দাবি সংবলিত ব্যানার টাঙিয়ে তার পাশে উপজেলা পিআইও ও তাঁর কার্যালয়ের কয়েকজন কর্মচারী বসে কর্মবিতরিতে অবস্থান নিয়েছেন।

    উপজেলা প্রকল্পবাস্তবায়ন কার্যালয়ে অবস্থান নিয়ে সদর উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুল হক ফারুক রেজা বলেন, তাঁর অফিসে অন্তত ১১ জন জনবল প্রয়োজন। কিন্তু তাঁরা সেখানে বর্তমানে মাত্র দুই থেকে তিনজন দিয়ে কাজ চালাচ্ছে। প্রায় একই অবস্থা জেলার অন্য প্রায় সবকটি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে। জনবল সংকট সমস্যার সমাধান ছাড়াও তাঁদের অন্যতম দাবি হচ্ছে, দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরে বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের পদ ও বেতন গ্রেড উন্নীতকরণ করা। চার দিনব্যাপী অর্ধদিবস কর্মবিরতি কর্মসূচি আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

    পাঁচ দফা দাবিতে উল্লেখ করা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২-এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের মতো দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারিদের পদনাম পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্যপদ পদোন্নতি/চলতি দ্বায়িত্ব/নিয়োগের মাধ্যমে পূরণ।

    আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়ে সদর উপজেলার পিআইও মনিরুল হক ফারুক রেজা জানান বৃহস্পতিবার অর্ধদিবস কর্মবিরতি শেষে দাবী আদায়ের লক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসক মহোদয় এর মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।