খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি। রংপুরের তারাগঞ্জে চোরাই পাইপসহ তিনজনকে আটক করেছে টহল পুলিশ গত মঙ্গলবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটে রংপুর-দিনাজপুর মহাসড়েকর বরাতি গ্রামের কাছে ওই তিন চোরকে আটক করা হয়। এ ঘটনায় থানায় ৬জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক তিনজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়ক নির্মাণকারী মনিকো কোম্পানী রংপুর-দিনাজপুর মহাসড়কের যমুনেশ্বরী নদীর বরাতি সেতুর দক্ষিণে সড়ক নির্মাণের জন্য ক্যাম্প স্থাপন করেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ওই ক্যাম্পের নৈশপ্রহরীর দায়িত্বে থাকা চৌপথী এলাকার আবু হানিফ (৩৫) পিয়ন ঝাকুয়াপাড়া গ্রামের মাসুদ রানা(২৫) ও পিয়ন বড়গোলা গ্রামের আসাদুজ্জামানের(৩০) সহযোগিতায় ক্যাম্পে থাকা ১৮ হাজার টাকা মূল্যের একটি লোহার পাইপ ভ্যানে করে বড়গোলা গ্রামের আব্দুল কাদের(৫০), জুয়েল রানা (৩৫), রবিউল ইসলাম (৩৬) চুরি করে নিয়ে যাচ্ছিল। রাত ২টা ১৫মিনিটের দিকে মহাসড়ক ঘেঁষা বরাতি গ্রামের কাছে পাইপসহ ভ্যানটিকে দেখলে টহলে থাকা পুলিশের সন্দেহ হয়। পরে তারাগঞ্জ থানার এসআই তোহাকুল ইসলামের নেতৃত্বে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মনিকো কোম্পানীর সুপার ভাইজার সাদেকুল ইসলাম বাদী হয়ে ৬জনের বিরুদ্ধে থানা চুরির মামলা দায়ের করেন।
তারাগঞ্জ থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, চুরির ঘটনায় ৬জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আটক তিনজনকে আদালতের মাধ্যমে বুধবার জেলহাজতে পাঠানো হয়েছে। চুরির সহযোগিতা করা আবু হানিফ, আসাদ্জ্জুামান ও মাসুদ রানাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Category: দেশজুড়ে
-
তারাগঞ্জে চোরাই পাইপসহ তিন চোর আটক
-
রাজশাহী রেঞ্জের ডিআইজি’র দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে জয়পুরহাটে কেক কেটে উদযাপন
স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস
রাজশাহী রেঞ্জের ডিআইজি মো.আব্দুল বাতেন- (বিপিএম,পিপিএম) সততার সহিত রাজশাহী রেঞ্জে দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে জয়পুরহাট জেলা পুলিশের সকল অফিসার-ফোর্সদের পক্ষ থেকে জয়পুরহাট পুলিশ সুপার কার্যালয়ে কেক কেঁটে ডিআইজি’র যোগদানের “দুই বৎসর পূর্তি” উদযাপন করেন জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।
জয়পুরহাট জেলা,পুলিশ সূত্রে জানাযায়,রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে গত ১৪-০৯-২০২০-ইং থেকে দক্ষতা ও সততার সহিত দায়িত্ব পালন করে আসছেন বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক রাজশাহী রেঞ্জের (ডিআইজি) মো.আব্দুল বাতেন- (বিপিএম, পিপিএম)।
তখন দেশে করোনা মহামারির প্রকোপ চলছিল।এমনই কঠিন এক বাস্তবতায় রাজশাহী রেঞ্জ পুলিশের অভিভাবক হিসেবে দায়িত্ব নেন বাংলাদেশ পুলিশের অত্যন্ত দক্ষ, চৌকস, মেধাবী ও সৎ কর্মকর্তা মো. আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম স্যার । এই মহামারিকে পেছনে ফেলে রাজশাহী রেঞ্জ পুলিশের আধুনিকায়ন এবং উৎকর্ষ সাধনে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেন বর্তমান রাজশাহী রেঞ্জের ডিআইজি মো.আব্দুল বাতেন-(বিপিএম, পিপিএম)।
আরও জানা যায়,রাজশাহী রেঞ্জ পুলিশকে গত দু’বছর ধরে নানামুখী সংস্কার ও পরিবর্তনের মধ্য দিয়ে তিনি এক অনন্য উচ্চতা ও মর্যাদায় আসীন করেছেন। ডিআইজি স্যারের দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তিতে জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জয়পুরহাট জেলা পুলিশের সকল অফিসার-ফোর্সদের পক্ষ থেকে কেক কেঁটে সন্মানিত ডিআইজি’র দুই বৎসর পূর্তি উদযাপন করা হয়।
-
যাত্রী সেজে চালককে মারধর করে ইজিবাইক ছিনতাই
স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস
নওগাঁর বদলগাছীতে চালককে বেধড়ক মারপিট করে ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এবিষয়ে ভুক্তভোগী চালক নাহিদের পিতা তসলিম উদ্দীন বদলগাছী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৮টায় উপজেলার চারমাথার মোড় হইতে ইজিবাইক চালক নাহিদ হোসেন(২৩) অপরিচিত যাত্রী নিয়ে নিদিষ্ট গন্তব্যে রওনা দেয়।গাড়ীতে উঠা ছদ্দ বেশে যাত্রী সেজে ২ জন ছিতাইকারী ছিল। পথিমধ্যে বারাতৈল নামক স্থানের অদূরে ফাঁকা মাঠের মধ্যে পৌছিলে রাস্তায় হঠাৎ বিপরীত দিক থেকে মোটরসাইকেল যোগে দুইজন এসে গাড়ীর সামনে পথরোধ করে।এমন সময় গাড়ীতে থাকা যাত্রী বেশে ঐ দুই ছিনতাইকারী তাদের কাছে থাকা লোহার পাইপ দিয়ে নাহিদ কে বেধড়ক মারপিট করে ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায়।
এসময় ঐ চালক নাহিদের মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা আহত অবস্থায় ইজিবাইক চালক কে বদলগাছী হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
ভুক্তভোগী ঐ চালক বর্তমানে বদলগাছী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
আহত ঐ চালক উপজেলার সদর ইউপির কাদিবাড়ী গ্রামের তসলিম উদ্দীন এর ছেলে নাহিদ হোসেন (২৩)।
ভুক্তভোগী চালক নাহিদ জানান, গত মঙ্গলবার রাত ৮টার পর বদলগাছী সদরের চৌরাস্তার মোড় হইতে দুইজন যাত্রী নিয়ে যাওয়ার পথে বারাতৈল নামক স্থানে ফাঁকা মাঠে গিয়ে পিছন থেকে হাতুরী দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন যায়গায় এলোপাথাড়ি ভাবে মারপিট করে। রাস্তার পাশে ধানের ক্ষেতের কাদায় আমাকে ফেলে রেখে গাড়ী নিয়ে চলে যায়।
আহত অবস্থায় আমি সেখান থেকে কোন রকমে বারাতৈল তেঁতুল তলি মোড়ে আসি।
এবিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আতিয়ার রহমান বলেন, ছিনতাই এর খবর পেয়ে রাত থেকেই গাড়ীটি উদ্ধারের জন্য অভিযান চলছে। এখনো কোন সন্ধান পাওয়া যায়নি, তবে অভিযান অবাহত রয়েছে। -
পঞ্চগড়ে একযুগের বেশি ধরে আদালতে পৈত্রিক সম্পত্তি পেতে ঘুরছেন দুই ভাই
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
দীর্ঘদিন ধরে দুই ভুক্তভোগী দ্বারে দ্বারে ঘুরছেন বিচারের আশায় পৈত্রিক জমি এক ভাই বড় পেয়েছেন ২২ বছর আগে একি দলিলের সম হি ;; মালিক অথচ ২ ভাই ঘুরছেন আদালতের বারান্দায় এভাবেই নিঃসরিত মামলার বেড়াজালে আদালতে একবার মামলার রায় নিয়ে পরবর্তীতে আবারও একই জমির উপর মামলা দায়ের করেন
চাচাতো ভাই মিজানুর রহমানের করা একের পর এক বাটোয়ারা মামলা ।
মিজানুর লন্ডন প্রবাসী থাকায় তার ছোট ভাই মামুনকে দিয়েই মামলা পরিচালনা করছেন দীর্ঘদিন ঘটনাটি যুগনো জজ আদালত হতে আটোয়ারী আদালতকে মামলাটি বর্তমানে চলমান যাহার নং ৯৪/২১ বিভিন্ন সময় মিথ্যা তথ্য দিয়ে সময় অতিবাহিত করছেন মামুন অন্যদিকে তপন ও কায়সার আলম ভুক্তভোগী দুজনেই ঘুরছেন আদালত পাড়ায়
একটা সময় আটোয়ারী উপজেলার জনপ্রতিনিধিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে জানিয়েও কোন প্রতিকার পাননি। নিরুপায় হয়ে আদালতে ঘুরছেন ভুক্তভোগীরা
পঞ্চগড় জেলার আটোয়ারীর নলপুকুরী ইসুব আলী সন্তান আটোয়ারী উপজেলার রসেয়া বড় বড়োবাড়ির হাফেজ পাগলার নাতি অনেক বড় পরিবারে জন্ম নেওয়া তপনও কায়সার বেদনা বিঁধুর স্মৃতি আর নিজের সম্পত্তি লোমহর্ষক বর্ননা দিতে গিয়ে কান্না বিজড়িত কন্ঠে বলেন, আমরা দুই ভাই কি অপরাধ করেছি রাষ্ট্র কি কাউকে হয়রানি করার অধিকার কাউকে দিয়েছে নাকি এর মধ্যে এক ভাই তপন শারীরিক অসুস্থ তারপরও কষ্ট করে আদালত পাড়ায় ভাঙ্গা পা নিয়ে কোন মত কৃেজের উপর ভর করে হাঁটেন ঠিকমতো বসতে পারেন না তবুও কোর্টে হাজিরা দিচ্ছেন অন্যদিকে মামলার পিছনে কাউসার আলম তার গ্রামের সব জমি শেষ করে দিয়েছে প্রায়।
সম্প্রতি আদালত বিষয়টিকে সুনজরে নিয়েছেন
তপন কায়সারের আইনজীবী অ্যাডভোকেট জাফর ইকবাল সুমন জানান মামলাটি অন্য আইনজীবী চালিয়েছেন কি কারনে সময় অতিবাহিত করেছেন আমার জানা নেই তবে এই মামলার এতদিন সময় লাগার কথা নয় বিজ্ঞ বিচারক মহোদয় আশা রাখি এই মামলার আমার মক্কেল ন্যায়বিচার পাবে খুব শীঘ্রই ইনশাল্লাহ।
-
লালমনিরহাটে প্রাইভেট কার ও ২৫কেজি গাঁজা উদ্ধার
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
লালমনিরহাটের সদর থানার বিশেষ অভিযান চালিয়ে গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া মৌজাস্থ তিস্তা টোলপ্লাজা এলাকায় হতে ২৫ কেজি ২০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ একটি প্রাইভেট কার জব্দ করেন লালমনিরহাট সদর থানার পুলিশ।
লালমনিরহাটের সদর থানার অফিসার ইনচার্জ ওসি এরশাদুল আলম, এর নেতৃত্বে এসআই মোঃ নজরুল ইসলাম,ও সঙ্গীয় ফোর্স সহ লালমনিরহাট সদর থানাধীন গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া মৌজাস্থ তিস্তা টোলপ্লাজা এলাকায় কুড়িগ্রাম টু রংপুর গামী ০১টি পুরাতন ব্যবহৃত খয়েরী রংয়ের প্রাইভেটকার মহাসড়কের উপর আসিলে ডিউটিরত অফিসার প্রাইভেট কারটি সংকেত দিলে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পাইয়া পুলিশের দেয়া সংকেত উপেক্ষা করে দ্রুতগতিতে টোল প্লাজা হইতে পালানোর উদ্দেশ্যে চলে যায়। তখন বাদী সঙ্গীয় ফোর্সসহ সরকারি পিকআপ যোগে উক্ত প্রাইভেটকার টিকে ধাওয়া করিলে প্রাইভেট কারের অজ্ঞাতনামা চালক/মালিক টোলপ্লাজা হইতে অনুমান ৩০০ গজ দক্ষিনে রংপুরগামী পাকা রাস্তার উপর বাম পার্শ্বে প্রাইভেটকারটি রাখিয়া পালাইয়া যায়। সেখানে উপিস্থিত স্বাক্ষীদের উপস্থিতিতে পলাতক চালক আসামীর ফেলে যাওয়া উক্ত প্রাইভেটকারটি প্রাইভেটকারটির পিছনের ডালার ভিতর হইতে ৬ পোটলা মাদকদ্রব্য গাঁজা, যাহার প্রতিটি পোটলা লাল রংয়ের পলিথিন দ্বারা মোড়ানো সাদা রংয়ের কসটেব পেঁচানো ও পাটের সুতলী দ্বারা বাঁধা অবস্থায়, যাহার প্রতিটি পোটলার ওজন ০৪ কেজি ৪০০ গ্রাম করে, যাহা সর্বমোট (৪.৪০০×৬)=২৬ কেজি ৪০০ গ্রাম (যাহা আমার সাথে থাকা ডিজিটাল পরিমাপ যন্ত্র দ্বারা পরিমাপ করা), যাহার মধ্যে প্রতিটি পোটলায় গাঁজার ওজন (৪.২০০×৬)=২৫ কেজি ২০০ গ্রাম, এবং পলিথিন, কসটেপ ও সুতলির ওজন (২০০×৬)= ০১ কেজি ২০০ গ্রাম, মাদকদ্রব্য গাঁজা পরিবহনে ০১টি পুরাতন ব্যবহৃত খয়েরী রংয়ের প্রাইভেটকার, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ-১৪-৯৯২৮, চেচিস নং-EE111-5017330, ইঞ্জিন নং-4E-FE, ঘটনাস্থলে থেকে জব্দ করেন। এ সংক্রান্তে লালমনিরহাট থানার মামলা নং-২২, ধারা-৩৬(১) সারণির ১৯(গ)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়।
লালমনিরহাটের সদর থানার অফিসার ইনচার্জ ওসি এরশাদুল আলম,জানান ডিউটিরত অবস্থায় বিশেষ অভিযান চালিয়ে গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া মৌজাস্থ তিস্তা টোলপ্লাজা এলাকায় হতে ২৫ কেজি ২০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ একটি প্রাইভেট কার জব্দ করেন লালমনিরহাট সদর থানার পুলিশ।
হাসমত উল্ল্যাহ।
-
লৌহজং এ বৃদ্ধা শাশুড়ীকে পিটিয়ে নিজে বাঁচতে হাসপাতালে ভর্তির নাটকের অভিযোগ
লিটন মাহমুদ।
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃমুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলারর গত ১২ ই সেপ্টেন্বর সোম বার রাত ৮ঘটিকার সময় ভৌলতলী ইউনিয়নের দক্ষিন চারিগ্রামের ৮০বছরের বৃদ্বা ননি রানী দাস কে পিটিয়ে জখম করছে বড় ছেলে সুধীর দাসের বৌ সোভা রানী দাস ।
চরম আহত ননি রানী দাস (৮০) কে স্হানীয় জনগন লৌহজং স্বাস্হ কমপ্লেক্স
ভর্তি করেছে ।এদিকে বড়ছেলে সুধী দাসের বৌ সোভা রানি দাস নিজে কে বাচাঁতে একই হাসপাতেলে ভর্তির নাটক করছে । যা ধরা পরেছে একটি ভিডিও বার্তায় ।ছেলের বৌ এর হাতে জখম হয়ে মৃত্যু সাথে পাঞ্জারছে ৮০ বয়সে শাশুড়ী আর সেই ঘটনা কে আড়াল করতে একই হাসপাতালের বেডে শুয়ে আহত হওয়ার অভিনয় করছে বড় ছেলের বৌ শুভা রানী দাশ ।
এ দিকে ঘটনা সুত্রে জানা গেছে ভৌলতলি দক্ষিন চারিগ্রামের গ্রামের প্রয়ত সুবল দুই ছেলে বাবুল দাশ ও সুধির দাশ । বাবুল দাশ লৌহজং স্হানীয়
বাজার স্বর্ণ ব্যবসায়ী ,বাবুল দাশ বড়ভাই সুধীর দাশ কে মাছের গের করতে ১৬লক্ষ টাকা দেয় । এবং সেই মাছের গের মাছে পরিপূর্ন ।
বিগত কয়েক বছরের মাছ চাষের শেয়ার দেন নাই বাবুল দাশের বড় এ নিয়ে বেশ আগে থেকে পারিবারিক কলহ চলে আসছিলো ।
বিষয় টি ইতিমধ্যে থানা পুলিশ গড়িয়েছে ।গত দুই সপ্তাহ ধরে বিষয়টি বিচারের জন্য থানার কাটগরাই রহেছে ।
বিষয়টি থানা পুলিশ প্রথমইে আলাপ আলোচানার মাধ্যমে সমাধানের আস্বাস দিলেও শেষ পযর্ন্ত করেননি ।বরং থানায় অভিযোগ দেয়ায় ক্ষিপ্ত হয়ে উঠে বাবুল দাশের বড় ভাইের পরিবার ।ঘটনার দিন বড় ভাই সুধির দাসের স্ত্রী বাবুল দাসের বাড়ীতে ডুকে বৃদ্বা শাশুড়ী কে মারধর শুরু করে ।
আহত হয়ে বৃদ্বা যখন মৃত্যু প্রায়ই তখন নিজেকে আহত হওয়ার নাটক সাজায় শোভা রানী দাস । কিন্তুু হাসাপাতালে বেডে শুয়ে তার মোবাইলে কথোপকথন এবং মোবাইল লুকিয়ে রাখার যে দৃশ্য ভিডিও ধারনে করা হয়েছে তা সামনে আসলে আলোচনার শীর্ষে উঠে আসে ।এ বিষয়ে সুধীর দাসের সাথে মোটোফোনে যোগাযোগ করলে তার মোবাইল বন্দ পাওয়া যায় ।
এ বিষয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের কে বলেন,আমার কাছে দুইটি অভিযোগ এসেছে যা যাচাই বাচাই করে সিন্দ্বান্ত নেওয়া হবে।
-
শৈলকুপায় শিশু ধর্ষণকারী গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধিঃ
শৈলকুপার ভাটই গ্রামে ৬ বছরের শিশু কে ধর্ষণের অভিযোগে সুমন লস্কর (২৭) নামে একজনকে আটক করেছে পুলিশ। সে আমতলা চরমুরারীদহ গ্রামের খলিল লস্করের ছেলে। সুমন ভাটই বাজারে এক কাঠের দোকানে রং মিস্ত্রির কাজ করে। মঙ্গবার দুপুরে ফার্নিচারের দোকানে শিশুটিকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।ঝিনাইদহ
আতিকুর রহমান। -
নড়াইলের মধুমতি নদীর অব্যাহত ভাঙনে পাল্টে যাচ্ছে মানচিত্র
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের মধুমতি নদীর ভাঙনে পাল্টে যাচ্ছে শালনগর, জয়পুর, ইতনা, কোটাকোল ইউনিয়নের মানচিত্র। মধুমতি নদীর অব্যাহত ভাঙ্গনের ফলে এই সকল ইউনিয়নের কয়েকটি গ্রাম নদী গর্ভে বিলিন হতে চলেছে। এ বছরও নদী ভাঙ্গন অব্যহত রয়েছে। এ সমস্ত গ্রামের লোকজন নদীর ওপারে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ও বুড়াইচ ইউনিয়নে আশ্রয় নিয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মধুমতি নদীর তীরবর্তী শালনগর ইউনিয়নের রামকান্তপুর, শিয়েরবর গ্রাম, চর আজমপুর, মন্ডলবাগ, চর গোপালপুর খেয়াঘাট, চাকশী, নওখোলা মিয়াপাড়া, চরশালনগর, কাশিপুর, মাকড়াইল ও চর মাকড়াইল, রামচন্দ্রপুর, মল্ডলবাগ এলাকায় বসতবাড়ি, ফসলি জমি ও পাকা রাস্তা মধুমতি নদীতে ভেঙে যাচ্ছে।
ভাঙ্গন কবলিত গ্রামের বসবাসকারী লোকজন নদী ভাঙ্গনের ভয়ে তাদের বাড়ীঘর ভেঙ্গে অন্যত্র সরিয়ে নিচ্ছে। বিভিন্ন ধরনের গাছপালা কেটে কম দামে বিক্রি করে দিচ্ছে। মাকড়াইল গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একাংশ ইতিমধ্যে নদীতে ভেঙ্গে গেছে এবং ওই গ্রামে অবস্থিত বাংলালিংকের মোবাইল টাওয়ার অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
শিয়েরবরের হাট রক্ষার জন্য নদীতে বালুর বস্তা (জিও ব্যাগ) ফেলে ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা নেয়া হলেও সম্প্রতি নদী ভাঙ্গন তীব্র আকার ধারণ করায় ঝুকিপূর্ণ হয়ে পড়েছে ঐতিহ্যবাহী হাটটি। একই রকম ঝুঁকির মধ্যে রয়েছে, মন্ডলবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মল্ডলবাগ আল-নুর জামে মসজিদ, নওখোলার আল-হেরা দাখিল মাদ্রাসা, চাকশি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রামচন্দ্রপুর গ্রামের একটি মসজিদসহ শতাধিক বাড়ীঘর ও ফসলি জমি।
নদী ভাঙ্গনের শিকার মন্ডলবাগ গ্রামের নূর মোহাম্মদ ও কামরুল শেখ বলেন, এ বছর মধুমতি নদী ভেঙ্গে গ্রামের পাকা রাস্তা, বসতবাড়ী গাছগাছালী ও ফসলী জমি নদীতে বিলিন হয়ে গেছে। চর খোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা জিন্ন মিয়া, সাত্তার মিয়াসহ অনেকে জানান ওই গ্রামসহ পার্শ্ববর্তী নওখোলা, চরশালনগর, চরকাশিপুর গ্রামের দুই শতাধিক পরিবার বাড়ীঘর সরিয়ে নিয়ে নদীর ওপার বসবাস করছে। এই মুহুর্তে শিয়েরবরের হাট ও নদী ভাঙ্গন কবলিত প্রামগুলো রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন না করলে এলাকার মানুষ নিঃস্ব হয়ে যাবে।
কয়েক বছর যাবৎ মধুমতি নদী ভাঙ্গনের ফলে ইউনিয়নের কাতলাশুর, চরগোপালপুর, চাকশী, চরখড়কদিয়া, চরশালনগর, চরমাকড়াইল গ্রামের বেশির ভাগ মানুষের জমিজমা নদীর ওপার চলে যাওয়ায় তারা সেখানে ঘরবাড়ি বানিয়ে বসবাস করছে। অন্য ইউনিয়নে বসবাস করায় তারা সেখানকার ভোটার হয়ে গেছে। এভাবে ইউনিয়নের কয়েকটি গগ্রাম নদী ভাঙ্গনের ফলে ইউনিয়নের পুরানো মানচিত্র পাল্টে গেছে।
এ বিষয়ে নড়াইল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী স্বপন কুমার জানান, জন-গুরুত্বপুর্ন স্থাপনা ঝুকির মধ্যে সেগুলো জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া নদী ভাঙ্গনের বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলে নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। -
স্বরূপকাঠিতে বোরখা পড়া ও ধর্ম নিয়ে কটুক্তি স্কুল শিক্ষিকা সাময়িক বরখাস্ত
আনোয়ার হোসেন।
স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি,শ্রেনি কক্ষে বোরখা পড়া ও ধর্ম নিয়ে কটুক্তি করায় স্বরূপকাঠি উপজেলার
কামারকাঠি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা কাকলী রানী মিস্ত্রীকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় ম্যানেজিং কমিটি। বিদ্যালয়ের
প্রধান শিক্ষক সুনীল বরণ হালদার বিষয়টির সতত্যা নিশ্চিত করে বলেন শিক্ষিকা দোষ স্বীকার করেছেন এবং মঙ্গলবার বিকেলে ম্যানেজিং কমিটির সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জানাযায়,শিক্ষিকা কাকলী বিদ্যালয়ের দশম শ্রেণির সামাজিক সমস্যা ও প্রতিকার বিষয় পড়ানের সময় মুসলমান মেয়েদের বোরখা পড়া এবং ইসলাম ধর্ম নিয়ে বাজে মন্তব্য করেন। ছাত্রীরা বিষয়টি বাড়িতে গিয়ে জানালে অভিভাবকদের মাঝে ক্ষোভের
সৃষ্টি হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিলে রাজনৈতিক নেতৃত্ব ও
প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা
চেয়ারম্যান আব্দুল হক,উপজেলা নির্বাহী কর্মকমর্তা মো.মোশারেফ
হোসেন,পৌর মেয়র মো.গোলাম কবির ও ওসি আবির মোহাম্মদ হোসেন, ইউপি
চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ওই বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী এবং ছাত্রী অভিভাবকসহ
এলাকাবাসীর সাথে বৈঠক করে তদন্ত পূর্বক শাস্তির ব্যবস্থা করার আশ্বাস দিয়ে
সবাইকে শান্ত থাকার পরামর্শ দেন। তবে ওই শিক্ষিকা বৈঠকে উপস্থিত ছিলেন না।
এরপর কমিটি সভা করে ওই শিক্ষকা কাকলী রানী মিস্ত্রিকে সাময়িক বরখাস্ত করে।
ঘটনার বিষয় ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, কারো ধর্ম নিয়ে অযথা
সমালোচনা করা উচিত নয় এবং ধর্ম নিয়ে কাউকে বিশৃঙ্খলা সৃস্টি করতেও দেয়া
হবে না। দেশের প্রচলিত আইন মেনে সবাইকে চলতে হবে। পৗর মেয়র বলেন ঘটনা
ছোট বড় যাই হোক, যে কেউ ঘটাক তার বিচার হচ্ছে ও হবে। উপজেলা নির্বাহী
অফিসার মো.মোশারেফ হোসেন বলেন, বিচার চাইতে গিয়ে উত্তেজনা সৃস্টি
করা যাবে না। উপজেলা চেয়ারম্যান আব্দুল হক বলেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা
কারো জন্য মঙ্গল নয়। ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শিক্ষিকা কাকলী রানীর ফোন বন্ধ থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।### -
সভাপতি উজ্জ্বল, সেক্রেটারি সাগর কাশিয়াইশ ইউনিয়নে পূজা পরিষদের কমিটি গঠিত
মহিউদ্দীন চৌধুরীঃ পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নে পূজা উদযাপন পরিষদের ৩১ সদস্য বিশিষ্ট
একটি কমিটি গত শনিবার আনুষ্ঠানিকভাবে ঘোষনা করা হয়েছে। এতে সভাপতি উজ্জল
ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক সাগর দত্ত, সাংগঠনিক সম্পাদক রতন মুখার্জি
ও ভোলা মজুমদার, বুলবুল চ্যাটার্জি, বরুন তালুকদার, শিক্ষক খোকন
চক্রবর্ত্তী, অজিত মহাজন, সনাৎ সিকদারকে উপদেষ্টা করা হয়।
ইউনিয়ন পূজা পরিষদ নেতা ইন্দ্রজিত মল্লিক রাজুর সভাপতিত্বে ও কাঞ্চল
শীলের পরিচালনায় সম্মেলনের উদ্বোধক ছিলেন পটিয়া উপজেলা পরিষদের যদুরঞ্জন
চৌধুরী। এতে বক্তব্য রাখেন- জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী
এমপির উন্নয়ন সমন্বয়কারী দেবব্রত দাশ দেবু, কাশিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান
আলহাজ্ব আবুল কাশেম, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক
আলহাজ্ব মোজ্জাম্মেল হোসেন রাজধন, উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক
ঝুলন দত্ত, কাজল চৌধুরী ও মাধাই চন্দ্র নাথ।