Category: দেশজুড়ে

  • কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ইউএনও পরিদর্শন

    কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ইউএনও পরিদর্শন

    মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট।।।

    লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় প্রফিট ফাউন্ডেশন আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর সহযোগিতা ৩ মাস ব্যাপী ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসারের পরিদর্শন করেছেন।

    লালমনিরহাটের পিএফ আইটি ট্রেনিং সেন্টার এন্ড গনগ্রন্থাগারে বিকাল ৩ ঘটিকায় প্রফিট ফাউন্ডেশন আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর সহযোগিতা ৩ মাস ব্যাপী ফ্রি বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজির হোসেন। এ সময় উপজেলা নিবার্হী অফিসার প্রশিক্ষনাথীর সাথে তথ্য – প্রযুক্তির গুরুত্ব ও আত্মকর্মসংস্থান মূলক দিকনির্দেশনা প্রদান করেন । প্রফিট ফাউন্ডেশন এর এই রকম কার্যক্রম ও উদ্যোগকে স্বাগত জানান।
    আরো উপস্থিত ছিলেন পিএফ এর নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ, আইসিটি (কম্পিউটার) প্রশিক্ষক বিজলী রানী, পিএফ এর টেকনিক্যাল অফিসার রাম কৃষ্ণ সুজন,ভোলান্টিয়ার মোঃ স্বাধীন ইসলাম ।

    হাসমত উল্লাহ।।

  • ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম‍্যান আবারও  বিনা ভোটে নির্বাচিত মুহা: সাদেক কুরাইশী

    ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম‍্যান আবারও বিনা ভোটে নির্বাচিত মুহা: সাদেক কুরাইশী

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।আসন্ন ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সাবেক জেলা প্রশাসক ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, জেলা আ.লীগ সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী বিনা ভোটেই আবারও ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।গতকাল ১৪ সেপ্টেম্বর বুধবার ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন।মনোনয়ন পত্ জমা দেওয়ার সময় ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়,ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুণাংশু দত্ত টিটু প্রমুখ উপস্থিত ছিলেন।

    মনোনয়ন জমার পরে জেলা পরিষদ চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মুহাম্মদ সাদেক কুরাইশীকে বেসরকারিিভাবে জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে ঘোষণা করেন সংশ্লিষ্ঠ নির্বাচন কর্তৃপক্ষ।ঠাকুরগাঁও জেলায় দ্বিতীয়বারের মত মুহাম্মদ সাদেক কুরাইশী নব ঘোষিত জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় জেলা ও উপজেলা গুলোতে নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দের সমিল হয় হাজার হাজার নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন নতুন চেয়ারম্যান মুহাঃ সাদেক কুরাইশী।এসময় আ.লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী,জনপ্রতিনিধিরা ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে ছুটে যান তার কাছে।এ নিয়ে তিনি সবার সাথে কুশল বিনিময় করেন।

    বিভিন্ন সুত্রে জানা গেছে,এ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সাধারণ সদস্য পদে ৪৮ জন,সংরক্ষিত মহিলা আসনে ১২ জন মনোনয়ন জমা দিয়েছেন। এবং কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সদস্য পদে একজন ও সংরক্ষিত মহিলা আসনে একজনকে এদিনই বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
    আসন্ন নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর,মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর।
    প্রসঙ্গত: ঠাকুরগাঁও জেলার ৫৩ টি ইউনিয়ন, ৫ টি উপজেলা ও ৩ টি পৌরসভার ইলেকটোরাল ভোটারদের নিয়ে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং জেলায় মোট ভোটার সংখ্যা ৭৩৩ জন।
    এছাড়াও সাড়া দেশে মোট বিনা ভোটে ১৯ জন জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়।

  • ময়মনসিংহে যানজট নিরসনে পাটগুদাম ব্রীজ মোড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ

    ময়মনসিংহে যানজট নিরসনে পাটগুদাম ব্রীজ মোড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ নগরী যানজটমুক্ত করণে পাটগুদাম ব্রীজ মোড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

    শনিবার (১৬সেপ্টেম্বর) সকাল থেকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যেগে ময়মনসিংহ নগরীর গুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম এলাকা পাটগুদাম ব্রীজ মোড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ করা হয়েছে জানিয়েছে জেলা প্রশাসন। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞার নেতৃত্বে অভিযানে অংশ গ্রহন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদ রানা, সড়ক ও জনপথের প্রকৌশলী, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুল ইসলাম, সদর সার্কেল শাহিনুল ইসলাম ফকির, সহকারী কমিশনার ভূমি অফিসার ইবনে মিজান, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ পিপিএম (বার),ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান, ওসি অপারেশন ওয়াজেদ আলীসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আইন শৃংখলা বাহিনীর সদস্যগণ।

    সুত্র মতে জানা গেছে-স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক ব্যক্তিদের পরিচয়ে কতক লোকজন ব্রীজ মোড়ে অবৈধ স্থাপনা নির্মাণ ও দোকান ঘর নির্মান করে ব্যবসা করে আসছিলো দীর্ঘদিন যাবত। ফলে ব্রীজমোড়ে নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে। এ সকল দোকান থেকে প্রতিদিন হাজার হাজার টাকা উত্তোলন করছিল প্রভাবাশালীরা। অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদে অভিযান নিয়ে আলোচনা হলেও প্রভাবশালীদের কারণে থমকে যায়। বর্তমান পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা যোগদানের পর এ সব অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ সহ যানজট নিরসনে ব্যাপক মাত্রায় আলোচনা শুরু হয়। জনগনের দাবির সমর্থনে পুলিশ সুপার মাঠে নামেন। যেই কথা সেই কাজ। অবশেষে শনিবার উচ্ছেদ হলো ব্রীজ মোড়ের অবৈধ স্থাপনা ও দোকান। স্থানীয়বাসি প্রশাসনকে অভিনন্দন জানিয়ে বলছেন, প্রশাসনিক নজরদারি কমে গেলে ওরা আবারো রাতারাতি নতুন করে স্থাপনা করবে। যেমনটি হয়েছে রেলওয়ে স্টেশনের উচ্ছেদকৃত জমিতে। তাই আর যেন কোন অবৈধ দখলবাজ এমন সুযোগ না পায় সে দিকে লক্ষ রাখতেও প্রশাসনের প্রতি অনুরোধ জানান ময়মনসিংহের বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গর

    ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদ রানা জানান-ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর, জামালপুরের মানুষ তথা এ অঞ্চলের মানুষের যাত্রা পথের সবচেয়ে বড় যানজট হলো শম্ভুগঞ্জ ব্রীজমোড়ের যানজট। এই যানজট নিরসনের লক্ষ্যে ১৬সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টা হতে দুপুর ২.০০ টা পর্যন্ত অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। রাস্তা বেদখলমুক্ত করে প্রশস্ত করা হয়েছে। যানজট নিরসনে এ উচ্ছেদ অভিযানের সুফল পাবেন এ অঞ্চলের মানুষ। ভবিষ্যতে যেন কেহ আর অবৈধভাবে দখলে যেতে না পারে সে ব্যাপারে কঠোর নজরধারী থাকবে বলেও জানান তিনি।

    এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ময়মনসিংহ সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি জানান- যানযট নিরসনে অবৈধ দখলদারদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

  • পৃথিবীর সবচেয়ে সৎ,যোগ্য ও ডায়নামিক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা – অধ্যাপক ডাঃ এমএ আজিজ

    পৃথিবীর সবচেয়ে সৎ,যোগ্য ও ডায়নামিক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা – অধ্যাপক ডাঃ এমএ আজিজ

    স্টাফ রিপোর্টার ঃ ” পৃথিবীর সবচেয়ে সৎ, যোগ্য ও ডায়নামিক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নন তিনি বিশ্বনেত্রী।

    শুক্রবার (১৬সেপ্টেম্বর) বিকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ডের চরগোবদিয়া মধ্যপাড়া অগ্নিবীণা যুব সংঘের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক ডাঃ এমএ আজিজ। এসময় তিনি দেশের উন্নয়নে সকলকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

    ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহজাহান মুনীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগ এর যুগ্ম আহবায়ক এইচএম ফারুক, বিএমএ সাধারণ সম্পাদক ডাঃ গোলন্দাজ তারা, লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ শহীদুল ইসলাম,চরগোবদিয়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা তছলিম উদ্দিন, সাবেক মেম্বার আসলাম উদ্দিন আকন্দ, মসজিদ কমিটির সভাপতি মোঃ ইকবাল সরকার,ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ম্যসজীবিলীগ নেতা, যুবলীগ নেতা একে আকাশ, রাজিব সরকার, টুটুল আহমেদ, শান্ত কর্মকার, অগ্নি বীণা যুব সংঘের সভাপতি মোঃ শামীম আহমেদ, সাধারণ সম্পাদক মুহাম্মাদ রায়হান প্রমূখ।

    এসময় তিনি বলেন- জাতির জনক বঙ্গবন্ধু দিয়েছেন দেশের স্বাধীনতা, তারই কন্যা দেশরত্ন শেখ হাসিনার মেধাবী নেতৃত্বে বিজয়ের প্রায় অর্ধশত বছর পর বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াল। জাতিসংঘ ঘোষিত উন্নয়নশীল দেশের পথে এখন বাংলাদেশ। জীবনযাত্রার মান বাড়ার অন্যতম প্রধান কারণ ডিজিটাল জগতে প্রবেশ ও এর সদ্ব্যবহার। দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ডিজিটাল বাংলাদেশের বীজ রোপণ করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রধানমন্ত্রী সেটা বাস্তবে পরিণত করছেন। চলমান এই উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আবারও সকলকে আওয়ামী লীগ তথা নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান স্বাচিপ নেতা অধ্যাপক ডাঃ এম এ আজিজ।

  • জয়পুরহাটে শয়নকক্ষ থেকে স্বামীর লাশ উদ্ধার স্ত্রী পুলিশ হেফাজতে

    জয়পুরহাটে শয়নকক্ষ থেকে স্বামীর লাশ উদ্ধার স্ত্রী পুলিশ হেফাজতে

    এস এস মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

    জয়পুরহাটের শয়নকক্ষ থেকে মোস্তাকিম নামে গলায় ফাঁস দেওয়া এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার ভাদশা বড় মাঝি পাড়া এলাকার তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম একই এলাকার আব্দুল হামিদের ছেলে।

    নিহতের পরিবার ও স্বজনদের অভিযোগ তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। মোস্তাকিমের স্ত্রী রিয়া কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
    স্বজনরা জানান, গত ২ মাস আগে পাশের উপজেলা ধামুরহাট এলাকার মানপুর গ্রামের বাবু সরদারের মেয়ে রিয়ার সাথে মোস্তাকিমের বিয়ে হয়।
    শশুর বাড়িতে রিয়া এসে পারিবারিক কোলহ করে বাবার বাড়িতে চলে যায়। এর পর গতকাল ১৬ ই সেপ্টেম্বর শুক্রবার পারিবারিক ভাবে উভয় পক্ষের সম্মতিতে বৈঠক করে রিয়ার বাড়ি থেকে মোস্তাকিমের বাড়িতে সন্ধ্যায় নিয়ে আসে। রাতে খাওয়া দাওয়ার পর মোস্তাকিম তার স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়ে। হটাৎ করে দেড় টার দিকে রিয়ার চিৎকারে শশুর শাশুরী ও প্রতিবেশিরা এসে দেখেন ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ । স্ত্রী রিয়ার ব্যবহৃত মোবাইল ফোন ঘটনার স্থল থেকে গায়েব৷
    জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সরোয়ার আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে থানা হেফাজতে নেওয়া হয়েছে৷

    এরিপোর্ট লেখা প্রর্যন্ত মস্তাকিমের বাবা হামিদুল বাদি হয়ে মামলার প্রস্ততি নিচ্ছে ৷

  • জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী বেলাল হোসেনের নির্বাচনী প্রচারণা

    জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী বেলাল হোসেনের নির্বাচনী প্রচারণা

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

    ১৭ অক্টোবর আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে পুরোদমে।

    জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী বেলাল হোসেন তার এলাকাকে নিজের অনুকূলে আনার লক্ষ্যে এখন থেকে মাঠে পুরোদমে প্রচারনায় নেমেছে।

    একাধিক সূত্রে জানা যায়, আগামী জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী বেলাল হোসেন সম্প্রতি তার নির্বাচনী এলাকায় দিনরাত সময় দিচ্ছেন। নির্বাচনের পূর্ব মুহুর্তে প্রচার প্রচারণা আর জনগণের মাঝে পরিচিতি লাভ করার জন্য ব্যাপক ভাবে গনসংযোগ করে বেড়াচ্ছেন তিনি। জেলা পরিষদ নির্বাচনে ভোটারদের ভোটের মাঠে আকৃষ্ট করার চেষ্টা চালাচ্ছেন তিনি। বেলাল হোসেন একজন সৎ ঠিকাদারি ব্যবসায়ি এবং ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগের একজন কর্মী বান্ধব নেতা ও বটে। তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত গরীব অসহায় মানুষের পাশে থেকে আর্থিক ভাবে সহযোগীতা করে তার নির্বাচনী এলাকার গনমানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন।

    বেলাল হোসেনের নির্বাচনী এলাকার বিভিন্ন প্রান্তে ঘুরে দেখা যায় তিনি বর্তমানেও অসহায়,নির্যাতিত,অবহেলিত মানুষদের পাশে অবস্থান নেয়ার প্রাণপন চেষ্টা চালাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে কৌশল অবলম্বন করে ছোট ছোট আয়োজনের মাধ্যমে তার বেশ ভুষণ ইতিমধ্যে তার নির্বাচনী এলাকার সর্বস্থরের জনগণকে জানান দিয়েছে। উঠান বৈঠকের মাধ্যমে জেলা পরিষদ পদপ্রার্থী বেলাল হোসেন তার পরিচিতি ও প্রার্থী হয়েছেন বলে তার নির্বাচনী এলাকার সকল শ্রেণীর ভোটারদের মাঝে জানান দিয়েছেন।

    ক্ষেতলাল উপজেলার কয়েকজন জেলা পরিষদ নির্বাচনের স্থানীয় ভোটার জানান, বেলাল হোসেন একজন তরুণ প্রজন্মের মধ্যে সৎ, ন্যায়-পরায়ন ও জনবান্ধব প্রকৃতির লোক। বিপদে, দূঃসময়ে আমরা তার নিকট থেকে বিভিন্ন ভাবে সহযোগীতা পেয়েছি এবং এখনো পাচ্ছি।এলাকায় সামাজিক, পারিবারিক বিভিন্ন কার্যকলাপে তাহার ভুমিকা অসীম। আমরা আগামী জেলা পরিষদ নির্বাচনে আমাদের এলাকা থেকে তরুণ প্রজন্মের একজন সৎ নির্বিক জনপ্রতিনিধি হিসেবে তাকেই দেখতে চাই।

    এ ব্যাপারে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী বেলাল হোসেনের নিকট জানতে চাইলে তিনি জানান, আমি আমার নির্বাচনী এলাকার মানুষের সেবা করার প্রতিজ্ঞা নিয়ে নির্বাচনে নেমেছি। আমি আমার নির্বাচনী এলাকাকে একটি মডেল এলাকা হিসেবে পরিণত করা আমার লক্ষ্য। আমি আশাবাদী এবং আমার এলাকার ভোটারদের প্রতি দৃঢ় বিশ্বাস যে,সকলেই আমাকে ভোট দিয়ে এলাকার উন্নয়ন মূলক কাজ করার সুযোগ দিবে। আমার স্বপ্ন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করার। আমি জননেত্রী শেখ হাসিনার একজন সাধারন কর্মী হিসেবে আমার এলাকার উন্নয়নের অংশীদার হতে চাই। জেলা পরিষদ নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য আমি আমার নির্বাচনী এলাকার সকল ভোটারদের দোয়া ও আশীর্বাদ প্রত্যাশী।

  • জয়পুরহাটে শয়নকক্ষ থেকে স্বামীর লাশ উদ্ধার”পুলিশি হেফাজতে স্ত্রী

    জয়পুরহাটে শয়নকক্ষ থেকে স্বামীর লাশ উদ্ধার”পুলিশি হেফাজতে স্ত্রী

    রিদয় হোসেন(সদর জয়পুরহাট) প্রতিনিধিঃ-

    জয়পুরহাটের শয়নকক্ষ থেকে মোস্তাকিম নামে গলায় ফাঁস দেওয়া এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার ভাদশা বড় মাঝি পাড়া এলাকার তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম একই এলাকার আব্দুল হামিদের ছেলে।

    নিহতের পরিবার ও স্বজনদের অভিযোগ তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। মোস্তাকিমের স্ত্রী রিয়া কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

    স্বজনরা জানান, গত ২ মাস আগে পাশের উপজেলা ধামুরহাট এলাকার মানপুর গ্রামের বাবু সরদারের মেয়ে রিয়ার সাথে মোস্তাকিমের বিয়ে হয়।

    শশুর বাড়িতে রিয়া এসে পারিবারিক কোলহ করে বাবার বাড়িতে চলে যায়। এর পর গতকাল ১৬ ই সেপ্টেম্বর শুক্রবার পারিবারিক ভাবে উভয় পক্ষের সম্মতিতে বৈঠক করে রিয়ার বাড়ি থেকে মোস্তাকিমের বাড়িতে সন্ধ্যায় নিয়ে আসে। রাতে খাওয়া দাওয়ার পর মোস্তাকিম তার স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়ে। হটাৎ করে দেড় টার দিকে রিয়ার চিৎকারে শশুর শাশুরী ও প্রতিবেশিরা এসে দেখেন ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ । স্ত্রী রিয়ার ব্যবহৃত মোবাইল ফোন ঘটনার স্থল থেকে গায়েব৷

    জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) সিরাজুল ইসলাম জানান,খবর পেয়ে পুুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ওসি আরও জানান, মোস্তাকিমের পরিবারের সন্দেহর জেড়ে জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে থানা হেফাজতে নেওয়া হয়েছে৷ জিজ্ঞাসাবাদ শেষ না হওয়া পর্যন্ত কোন কিছুুই বলা সম্ভব হচ্ছে না। কিন্তু মোস্তাকিমের বাবা হামিদুল বাদী হয়ে একটি মামলার প্রস্ততি নিয়েছেন বলেও ওসি জানান।

  • দোয়া ও মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    দোয়া ও মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    মিলন মিয়া ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি:
    ক্ষেতলাল উপজেলার বটতলী বাজারে একযুগ পেরিয়ে ১৩ তে পা রাখলো দৈনিক তরূন কন্ঠ। সেখানে সভাপতিত্ব: করেন রূহুল আমিন। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল পৌরসভার মেয়র জনাব সিরাজুল ইসলাম সরদার।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ক্ষেতলাল অফিসার্স ইনচার্জ রউশন ইয়াজদানি।উপস্থিত ছিলেন আলহাজ্ব দুলাল মিয়া সরদার। এবং তুলশীগঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হাইকুল ইসলাম লেবু মোল্লা।কাউন্সিলর ক্ষেতলাল পৌরসভা ১ নং ওয়ার্ড শামছুল আলম মৃধা।এবং উপস্থিত ছিলেন দৈনিক তরূন কন্ঠ উত্তরাঞ্চল প্রতিনিধি: মোহাম্মদ আলী।
    উক্ত অনুষ্ঠানটি দোয়া ও মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে সমাপনী ঘোষণা করা হয়।

  • বানারীপাড়ায় মৎস্যজীবী লীগের কমিটি গঠন: সভাপতি সুধীর রায় সম্পাদক সেলিম সরদার

    বানারীপাড়ায় মৎস্যজীবী লীগের কমিটি গঠন: সভাপতি সুধীর রায় সম্পাদক সেলিম সরদার

    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় সুধীর রায়কে সভাপতি ও সেলিম সরদারকে সাধারণ সম্পাদক করে আওয়ামী মৎস্যজীবী লীগের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলার মৎস্যজীবীদের উপস্থিতিতে এ কমিটি গঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, সহসভাপতি মজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ডু, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উদয়কাঠি ইউপির সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ (স্বপন তালুকদার), উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাজাহান হাওলাদার, সহসভাপতি খলিলুর রহমান বালী, সাধারণ সম্পাদক মীর সুলতান হোসেন, পৌর শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন সরদার, যুবলীগ নেতা মাসুম বিল্লাহ্, সোহেল রানা ও সেলিম বেপারী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন প্রমুখ।

    বানারীপাড়া, বরিশাল।

  • রংপুরে এইচ এল পি নেটওয়ার্ক কর্মশালা  অনুষ্ঠিত

    রংপুরে এইচ এল পি নেটওয়ার্ক কর্মশালা অনুষ্ঠিত

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন । —

    রংপুরে আজ শনিবার এইচ এল পি নেটওয়ার্ক কর্মশালা অনুষ্ঠিত।
    স্থানীয় সরকার উপ-পরিচালক জিলুফা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এইচ এল পি প্রাতিষ্ঠানিকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ইশরাত হোসেন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলার জেলা প্রশাসক আসিব আহসান, প্রকল্প ব্যাবস্থাপক ড,এ কে শরিফ উল্লাহ।
    হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশন বাংলাদেশ এর প্রকল্প ব্যাবস্থাপক শাহরিয়ার মান্নান ও কনসালটেন্ট শাহরিয়ার পারভেজ সঞ্চালনায় নেটওয়ার্ক কর্মশালায় অংশগ্রহণকারী হিসেবে রংপুর জেলার ৮ উপজেলার ৪০ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য এবং ইউপি সচিব।