Category: দেশজুড়ে

  • বানারীপাড়ায় এনজিও রিকের শাখা  উদ্বোধন

    বানারীপাড়ায় এনজিও রিকের শাখা উদ্বোধন

    বানারীপাড়া(বরিশাল) সংবাদদাতা: রবিবার ১৮ সেপ্টেম্বর বিকাল ৪ টায় বেসরকারি সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর বানারীপাড়া শাখার উদ্বোধন করা হয়। উপজেলা ফায়ার সার্ভিস এলাকায় শাখার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থার বরিশাল জোনাল ম্যনেজার মো: মাসুদুর রহমান খান, বিশেষ অতিথি উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম, সংস্থার এরিয়া ম্যানেজার মোঃ আবুল হোসেন। সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান। বক্তৃতা করেন ক্রেডিট অফিসার মোঃ সাইফুল ইসলাম, সদস্য পাখি প্রমূখ।#

  • পাইকগাছায় বিশ্বকর্মা ও মা মনসা পূজা অনুষ্ঠিত

    পাইকগাছায় বিশ্বকর্মা ও মা মনসা পূজা অনুষ্ঠিত

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে একই দিনে বিশ্বকর্মা ও মা মনসা পূজা অনুাষ্ঠত হয়েছে। উপজেলার বিভিন্ন মন্দির, শিল্পপ্রতিষ্ঠান, ব্যবসা কেন্দ্র, পারিবারিক মন্দির ও বাড়ীতে বিশ্বকর্মা পূজা এবং গাছতলা ও মন্দিরে মা মনসা পূজা অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছার নতুন বাজার মন্দিরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। পূজার সার্বিক দায়িত্বে ছিলেন পূজা পরিচালনা কমিটির সভাপতি উজ্জ্বল কর্মকার, সাধারণ সম্পাদক পলাশ ঘোষ, চিন্ময় মন্ডল, নিরঞ্জন বিশ্বাস, দিনেশ বাছাড়,গোবিন্দ বিশ্বাস, তরুন চৌধুরী, গোবিন্দ পালসহ ভক্তবৃন্দ।
    বিশ্বকর্মা পূজা হিন্দুদের একটি ধর্মীয় উৎসব। দেবশিল্পী বিশ্বকর্মার আশিস কামনায় এ পূজা অনুষ্ঠিত হয়। বিশ্বকর্মা চতুর্ভুজ ও গজারূঢ়। তাঁর আকৃতি অনেকটা কার্তিকের মতো। রামায়ণে বর্ণিত অপূর্ব শোভা ও সম্পদবিশিষ্ট লঙ্কা নগরীর নির্মাতা বিশ্বকর্মা বলে কথিত। দেবশিল্পিরূপে তিনি দেবপুরী, দেবাস্ত্র ইত্যাদিরও নির্মাতা। জনশ্রুতি আছে যে, পুরীর প্রসিদ্ধ জগন্নাথমূর্তিও বিশ্বকর্মা নির্মাণ করেন। ভাদ্রমাসের সংক্রান্তিতে কলকারখানায় বেশ আড়ম্বরের সঙ্গে বিশ্বকর্মার পূজা অনুষ্ঠিত হয়। হিন্দু স্থাপত্য দেবতা বিশ্বকর্মার সন্তুষ্টি লাভের আশায় এই পূজা করা হয়। প্রচলিত ধারণা অনুযায়ী কন্যা সংক্রান্তির দিনে বিশ্বকর্মার জন্ম হয়েছিল। শাস্ত্র মতে, বিশ্বকর্মা পুজোর ফলে ব্যবসা বৃদ্ধি হয়। ধন-ধান্য ও সুখ-সমৃদ্ধির জন্য বিশ্বকর্মার পুজো শুভ ও আবশ্যক।
    মা মনসা হিন্দুধর্মের লৌকিক সর্পদেবী। মধ্যযুগের লোককাহিনী বিষয়ক মনসামঙ্গল কাব্যের প্রধান চরিত্র। সর্পদেবী হিসেবে মনসার প্রথম উল্লেখ পাওয়া যায় হিন্দু ধর্মগ্রন্থ অথর্ববেদে। পুরাণে তাঁকে ঋষি কাশ্যপ ও নাগ-জননী কদ্রুর কন্যা বলা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে, প্রতিমায় মনসা পূজা করা হয় না। মনসা পূজিতা হন সীজ বৃক্ষে অথবা বিশেষভাবে সর্পচিত্রিত ঘট বা ঝাঁপিতে।
    কোথাও কোথাও মনসা মূর্তিরও পূজা হয়। বাংলায় মনসা পূজা বহুল প্রচলিত। এই অ লে মনসার মন্দিরও দেখা যায়। বর্ষাকালে সাপেদের প্রাদুর্ভাব বেশি থাকে বলে এই সময়ই মনসা পূজা প্রচলিত। শ্রাবণ মাসে নাগপ মীতেও মনসার পূজা করা হয়। বাঙালি মেয়েরা এই দিন উপবাস ব্রত করে দুধ ও কলা দিয়ে পূজা দেন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • ঝিনাইদহে  ৪’শ ৪৫টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজার আয়োজন

    ঝিনাইদহে ৪’শ ৪৫টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজার আয়োজন

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    হিন্দু সম্প্রদায়ের সবচে বড় ধর্মীয় উৎসব দূর্গাপুজার প্রস্তুতি এখন শেষের দিকে। তুলির আঁচড়ে প্রস্তত হচ্ছে প্রতিমা। মন্দিরে মন্দিরে চলছে উৎসবের আমেজ। ঝিনাইদহ জেলায় এবছর ৪’শ ৪৫টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। মন্ডপে প্রতিমা তৈরির কাজে ব্যস্ততা কমিয়ে এনছেন কারিগররা ও শিল্পীরা। আগামী ১ অক্টোবর থেকে ৫দিনব্যাপী শুরু হবে দুর্গাৎসব। জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষ্যে ঝিনাইদহ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের পাশাপাশি জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। এ বছর ঝিনাইদহ পৌরসভা এলাকায় ২০টি মন্ডপসহ সদর উপজেলায় মোট ১০৫টি, শৈলকুপায় ১২৭টি, কালীগঞ্জ ৮৭টি, কোটচাঁদপুরে ৪৬টি, মহেশপুরে ৪৭টি মন্ডপে ও হরিণাকুন্ডু উপজেলায় ৩৩টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক মনিরা বেগম বলেন, উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে শারদীয় দুর্গাপূজা আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হৈেযছৈ। প্রশাসন এবং আইনশৃংখলা রক্ষা বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে। ঝিনাইদহ পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান বিপিএম, পিপিএম (বার) জানান, পূজামন্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। অন্যান্য বছরের মত পূজামন্ডপগুলোতে পুলিশ, আনসার-ভিডিপি সদস্যদের সার্বক্ষণিক নিরাপত্তা দেয়া ছাড়াও রয়েছে পুলিশের নিয়মিত টহল। জেলা পুজা উদযাপন পরিষদের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম গাঙ্গুলি বলেন, আসন্ন দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের পাশাপাশি পুজা উদযাপন পরিষদের পক্ষ থেকেও প্রতিটি মন্ডপে স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • ঝিনাইদহে  রাসুল পাক (সাঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

    ঝিনাইদহে রাসুল পাক (সাঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহ হরিণাকুন্ডু থানায় রাসুল পাক (সাঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। শনিবার দুপুরে হরিণাকুন্ডু ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮, ২৯ ও ৩১ ধারায় মামলাটি রেকর্ড করে থানা পুলিশ। জানাগেছে, হরিণাকুন্ডু উপজেলার নারায়ণকান্দি গ্রামের মৃত ইউসুফের ছেলে হাসান মেহেদী নামের এক কুলাঙ্গার আরেক যুবকের ফেসবুক পোষ্টে মহানবী (সঃ) কে নিয়ে বাজে মন্তব্য করে। এই মন্তব্য পড়ে নবী প্রেমিকরা ক্ষোভে ফেটে পড়েন। হাসান মেহেদী নিজের বক্তব্যে অটল খেকে এটা জেনে বুঝেই করেছে এবং এই মন্তব্য ডিলিট করবে না বলে জানালে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ছড়িয়ে পরে। এ ঘটনায় শনিবার বিকালে হরিণাকুন্ডু শহরের দোয়েল চত্বরে তৌহিদী জনতার ব্যানারে প্রতিবাদ কর্মসুচির ডাক দিলে হরিণাকুন্ডু সার্কেলের সহকারি পুলিশ সুপার অমিত কুমার বর্মণ উত্তেজিত জনতার সাথে কথা বলে তাকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস দেন। ফলে উত্তেজিত জনতা ৩ দিনের জন্য কর্মসূচি স্থগিত করেন। খোঁজ নিয়ে জানা গেছে, কুলাঙ্গার হাসান মেহেদী ঢাকার একটি পোশাক কারখানায় চাকরী করে। তার ভাতিজা ২০১৩ সালে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করলে কলেজ কর্তৃপক্ষ তার ছাত্রত্ব বাতিল করে। হাসান মেহেদীসহ কিছু লোক হরিণাকুন্ডুতে আলাদা একটি ধর্ম পালন করে বলে স্থানীয়রা জানিয়েছেন। এই ঘটনা নিয়ে যাতে কোন সহিংস ঘটনা না ঘটে সেদিকে সতর্ক অবস্থা রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।।

  • নড়াইলে বিট অফিসারদের নিয়ে ব্রিফিং করলেন এসপি সাদিরা খাতুন

    নড়াইলে বিট অফিসারদের নিয়ে ব্রিফিং করলেন এসপি সাদিরা খাতুন

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে বিট অফিসারদের নিয়ে ব্রিফিং করলেন এসপি সাদিরা খাতুন। বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি।”নিরাপদ সমাজ গড়ার প্রত্যয়ে নড়াইল জেলা পুলিশের আয়োজনে সকাল ৯:০০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিল শেডে এক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়, জানান, এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় নব উদ্যমে কাজ করার লক্ষ্যে সকল বিট অফিসারদের ব্রিফিং প্রদান করেন মোসা: সাদিরা খাতুন, পুলিশ সুপার, নড়াইল। পুলিশ সুপার বলেন, শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি”–বাংলাদেশ পুলিশের এই শ্লোগানকে সমুন্নত রাখতে সুশৃঙ্খল বাহিনীর সদস্য হিসেবে সকল পুলিশ সদস্যকে আইন-শৃঙ্খলা রক্ষায় এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি নির্দেশনা মোতাবেক অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে পালন করতে হবে। যে কোন অনাকাক্ষিত ঘটনা রোধকল্পে নজরদারির মাধ্যমে তথ্য সংগ্রহপূর্বক দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ সময় তিনি বিট পুলিশিং এর মাধ্যমে মাদক ও জুয়া নির্মূলকরণ সহ সাইবার ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণের জন্য সকল বিট অফিসারকে নির্দেশনা প্রদান করেন।এছাড়াও তিনি আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে বিট অফিসারদের পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা বিষয়ে বিশেষ ব্রিফিং প্রদান করেন। এ সময় মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, নড়াইল; মো: দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, নড়াইল সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ, সকল বিট অফিসারসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

  • র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের বেলকুচিতে ১৯৬(একশত ছিয়ানব্বই) পিচ ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক।

    র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের বেলকুচিতে ১৯৬(একশত ছিয়ানব্বই) পিচ ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক।

    প্রেস বিজ্ঞপ্তি।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    এর ধারাবাহিকতায় ১৬/০৯/২০২২ খ্রিঃ রাত ১১.১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানাধীন ৫ নং ধুকুরিয়া ইউনিয়নের শগুনা চৌরাস্তা মোড়স্থ ১ নং সাক্ষী মোঃ রুহুল আমিনের মুদির দোকানের সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৯৬(একশত ছিয়ানব্বই) পিচ ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

    গ্রেফতারকৃত আসামীঃ মোঃ আতিকুল ইসলাম (রনি)(২৭), পিতা-মোঃ লাল মিয়া, সাং-এনায়েতপুর(আশ্রায়ন প্রকল্প), থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    সূত্র ও বিস্তারিতঃ

    এম. রিফাত-বিন-আসাদ

    মেজর

    মিডিয়া অফিসার

    র‌্যাব-১২

    মোবা-০১৭৭৭-৭১১২৫৮

  • ময়মনিসংহ জেলা পরিষদ সদস্য পদে ভোটার ও তৃর্ণমুল নেতাকর্মীদের আলোচনায় আরজুনা

    ময়মনিসংহ জেলা পরিষদ সদস্য পদে ভোটার ও তৃর্ণমুল নেতাকর্মীদের আলোচনায় আরজুনা

    ময়মনসিংহ প্রতিনিধিঃ
    আসন্ন ময়মনসিংহ জেলা পরিষদের নির্বাচনে দ্বিতীয়বারের মত সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী
    হয়েছেন ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান,জেলা পরিষদের সদ্য বিদায়ী সদস্য, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য ও সাবেক মহিলা বিষয়ক সম্পাদক এবং জাতীয় কমিটির বর্তমান সদস্য, ময়মনসিংহের সুনাম অর্জনকারী সাবেক কাদু চেয়ারম্যানের পুত্র, তরুণ রাজনীতিবিধ আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির ভুট্টোর সহধর্মীনি, জনপ্রিয় নারী নেত্রী ও ক্লিন ইমেজের অধিকারী আরজুনা কবির।

    জানা যায়, জেলা পরিষদ নির্বাচনের নিয়ম অনুযায়ী জেলার সদর,গৌরীপুর ও তারাকান্দা উপজেলা নিয়ে নিয়ে গঠিত সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে নির্বাচনে দ্বিতীয়বারের মত নির্বাচন করবেন তিনি। ইতিমধ্যে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আরজুনা কবির। দিনরাত গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।
    যেকোন মানুষের ডাকে সাড়া দেওয়া আর ময়মনসিংহের একজন সনামধন্য সাবেক চেয়ারম্যান এর পুত্র বধু হিসাবে নির্বাচনী এলাকাজুড়ে আলোচনার কেন্দ্র বিন্দুতে আছেন আরজুনা। আলোচনা চলছে- এই নির্বাচনী এলাকায় যারা প্রার্থী হিসাবে মাঠে রয়েছেন তাদের মাঝে আরজুনা কবিরের গ্রহণযোগ্যতা সকলের শীর্ষে। কেননা ময়মনসিংহের দিঘার কান্দা কাদুর বাড়ী এলাকার নাম জানে না এমন ব্যক্তি নাই। বড় থেকে ছোট সবাই চিনে কাদুর বাড়ী। নাম শুনেছেন জেলার প্রত্যন্ত এলাকার প্রতিটি ব্যক্তি। কাদু চেয়ারম্যান একজন জনবান্ধব ও জনপ্রিয় ব্যক্তি ছিলেন। তাছাড়া আরজুনা কবির এর আচার-আচরণ সকলের কাছে প্রশংসিত।যোগ্য কাউকে জেলা পরিষদের সদস্য পদে নির্বাচিত করতে হলে আরজুনা কবির এর বিকল্প নেই বলেও আলোচনা চলছে প্রতিটি মহলে।

    আরজুনা কবির বলেন- জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত সদস্য পদে গত নির্বাচনেও বিজয়ী হওয়ার পর থেকে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে ও জনকল্যাণে সময় দিয়েছি। সদর,গৌরীপুর, তারাকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,ইউপি সদস্যদের আশ্বাস পেয়ে আবারও প্রার্থী হয়েছি। সবার সহযোগিতায় নারী সদস্য পদে ফের নির্বাচিত হলে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সৎ ও নিষ্ঠার সাথে দলমত নির্বিশেষে নির্বাচনী এলাকার অবহেলিত জনপদ ও নারী সমাজের উন্নয়নে কাজ করে যাবো। সে লক্ষে তিনি সকল নির্বাচিত চেয়ারম্যান,ইউপি সদস্যসহ সকল শ্রেণী পেশার নেতৃবৃন্দের সহযোগিতা ও দোয়া চেয়েছেন।

    আরজুনা কবির একজন উচ্চ শিক্ষিত ও ভদ্র ফ্যামিলির মেয়ে।তিনি ময়মনিসিংহ জেলা নাগরিক আন্দোলন কমিটির সদস্য,জেলা ক্রীড়া সংস্থা ও ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন পরিষদের সদস্য। শিক্ষা ক্ষেত্রে তিনি আদর্শ বিদ্যাপীঠ কিন্ডার গার্ডেন দিঘারকান্দার সভাপতি ও মরহুম আব্দুল কাদের (কাদু মিয়া) স্মৃতি কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালনসহ বিভিন্ন সেবা মূলক সংগঠনের সাথে জড়িত থেকে উন্নয়ন মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।

    উল্লেখ্য,নির্বাচন কমিশনের তথ্য অনযায়ী জানা যায়, আগামী ১৭ই অক্টোবর দেশের ৬৪টি জেলায় জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে এই তালিকায় ময়মনসিংহ জেলা রয়েছে। নির্বাচন কমিশনের ঘোষনার পর থেকে চেয়ারম্যান,সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদের সম্ভাব্য প্রার্থীরা প্রচার চালিয়ে যাচ্ছেন।

  • পটিয়ার পিঙ্গলায় বুখারী শরীফ অনুষ্ঠিত

    পটিয়ার পিঙ্গলায় বুখারী শরীফ অনুষ্ঠিত

    মহিউদ্দীন চৌধুরীঃ পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের পিঙ্গলা শেখপাড়া
    এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী শেখ মো. রাশেদুল আলম রাসেলের উদ্যোগে পবিত্র
    খতমে বুখারী শরীফ গত ১৭ সেপ্টেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হয়েছে। কাশিয়াইশ
    ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আবুল কাশেমের উদ্বোধনী বক্তব্য শেষে
    প্রধান অতিথির বক্তব্য রাখেন- চট্টগ্রাম সাগরিকা শীপ ব্রেকিং
    ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান আরহাজ¦ শামসুল আলম, প্রধান বক্তা
    ছিলেন- চট্টগ্রাম ষোলশহর জামেয়া আহম্মদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার
    সাবেক অধ্যক্ষ মৌলানা মুফতি সৈয়দ অছিউর রহমান আল কাদেরী (মা:আ:)। এসময়
    উপস্থিত ছিলেন- পটিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হক রাজধন,
    পিংঙ্গলা ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোজাম্মেল হক, উপজেলা আওয়ামীলীগ নুরুল
    হুদা খাঁন, কাশিয়াইশ ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক জহির উদ্দিন, শেখ মুহাম্মদ নুরুল আলম সওদাগর,শেখ মোজাম্মেল হক,্ আবদুল সালাম, শেখ মুহাম্মদ ফরিদ,সাইফুল
    ইসলাম।

  • কুসুমপুরা ইউনিয়ন পরিষদের উদ্যাগে ময়লা-আবর্জনা পরিস্কার শুরু

    কুসুমপুরা ইউনিয়ন পরিষদের উদ্যাগে ময়লা-আবর্জনা পরিস্কার শুরু

    মহিউদ্দীন চৌধুরীঃ পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদের উদ্যাগে ময়লা-আবর্জনা পরিস্কার আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে। শনিবার সকাল থেকে শান্তিরহাট এলাকায় রাস্তার পাশ ঘেঁষে রাখা ময়লা-আর্বজনা পরিস্কার করা হয়।
    এসময় উপস্থিত ছিলেন কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া ডালিম, সমাজকর্মী জালাল উদ্দিন রোকন, কুসুমপুরা ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলহাজ্ব খোরশেদ আলম, ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল আলম, মোঃ আবু তৈয়ব, মোঃ আরমান, মোঃ আরফাত সানি, মোঃ জামাল, মোঃ রণি৷
    ময়লা-আর্বজনা পরিস্কার উদ্বোধনের সময় কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া ডালিম বলেন, চট্টগ্রাম-কক্সবাজার সড়কের শান্তিরহাট এলাকায় মানুষের চলাচলের রাস্তায় দুর্গন্ধযুক্ত ময়লার কারনে দুর্ভোগ পোহাতে হচ্ছে। যার ইউনিয়ন পরিষদের উদ্যাগে ময়লা-আর্বজনা পরিস্কার করার কাজ শুরু করেন। যা চলমান রাখা হবে বলে জানান।

  • চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সাথে সমাজসেবক বিকাশ দাশগুপ্তের সৌজন্য সাক্ষাৎ

    চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সাথে সমাজসেবক বিকাশ দাশগুপ্তের সৌজন্য সাক্ষাৎ

    নিজস্ব প্রতিবেদক : ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি, চলচ্চিত্র ও নাট্য অভিনেতা ইলিয়াস কাঞ্চনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চট্টগ্রাম রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের সদস্য বিকাশ দাশ গুপ্ত ।

    তিনি “বঙ্গবন্ধু পরিষদ” ধানমন্ডি থানা শাখার সহ- সভাপতি, শ্রী শ্রী সার্বজনীন বিষ্ণু,দূর্গামন্দির, রাউজান,চট্টগ্রাম এর সম্মানিত উপদেষ্টা, বাংলাদেশ কেন্দ্রীয় ঢাকেশ্বরী মন্দির, ঢাকা এর আজীবন সদস্য, শ্রী শ্রী মহানগর পূজা উদযাপন কমিটি,ঢাকা এর আজীবন সদস্য, শ্রী শ্রী ঢাকা উওর কেন্দ্রীয় মন্দির,ঢাকা এর আজীবন সদস্য, শ্রী শ্রী রমনা কালী মন্দির,ঢাকা এর আজীবন সদস্য, শ্রী শ্রী রাধা-কৃষ্ণ বিগ্রহ মন্দির উন্নয়ন কমিটি, কুমিল্লা এর সদস্য,নামাচার্য শ্রী শ্রী ব্রক্ষ হরিদাস ঠাকুর পাঠবাড়ী আশ্রম,বেনাপোল,যশোর এর দাতা সদস্য,পটিয়ার সংবাদের উপদেষ্টা।