Category: জাতীয়

  • প্রধানমন্ত্রীর সাথে বেতাগী পৌরসভার মেয়রের সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সাথে বেতাগী পৌরসভার মেয়রের সাক্ষাৎ

    মোঃ খাইরুল ইসলাম মুন্না (বেতাগী বরগুনা)
    বরগুনার বেতাগী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম গোলাম কবির প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।

    গতকাল সোমবার (৫ জুন) সকাল এগারটায় ঢাকায় গণভবনে এ সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান উপস্থিত ছিলেন।

    এ সময় স্থানীয়দের পক্ষথেকে পটুয়াখালী পায়রা বন্দর ও শেখ হাসিনা সেনানিবাস থেকে ভায়া বেতাগী হয়ে বাগেরহাট-মোংলা পোর্ট- খুলনা সড়কের পূর্ব নির্ধারিত বেতাগী-কচুয়া পয়েন্টে বিষখালী নদীতে ব্রিজ নির্মাণ এবং উপক‚লীয় শহর হিসেবে বেতাগী পৌরসভার উন্নয়নে বিভিন্ন দাবি তুলে ধরেন।

  • বিএনপি জামাতের সময় এদেশে জঙ্গিবাদের উত্থান ও বাংলা ভাইয়ের সৃষ্টি হয়েছিল ঝালকাঠিতে – আমু

    বিএনপি জামাতের সময় এদেশে জঙ্গিবাদের উত্থান ও বাংলা ভাইয়ের সৃষ্টি হয়েছিল ঝালকাঠিতে – আমু

    ঝালকাঠি জেলা প্রতিনিধি : মোঃ নাঈম মল্লিক

    বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে ঝালকাঠি শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে দিনব‍্যাপী সেমিনার।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু (এমপি )বলেন বিএনপি- জামায়াতের সময় এদেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছিল। তাদের আমলে এদেশে বাংলা ভাইয়ের সৃষ্টি হয়েছিল।
    জঙ্গিবাদ সৃষ্টি করে এর মাধ্যমে আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে চেয়েছিল । এখন নির্বাচনকে সামনে রেখে সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য করে যাচ্ছে বিএনপি। জনগণকে সাথে নিয়ে তাদের এসব কর্মকান্ডের জবাব দেওয়া হবে।

    সোমবার (২৯ মে) দুপুরে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমির হলরুমে উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    তিনি আরো বলেন আওয়ামীলীগ ক্ষমতা এসে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যার ফলে এদেশের মানুষ বর্তমানে শান্তিতে বসবাস করতে আছে।

    ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম ,জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার খন্দকার রবিউল আরাফাত এছাড়া উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান , পৌর মেয়র ,পৌর কাউন্সিলর ও ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ।

  • বাঘা ম্যাংগো ব্রান্ডিং কম্পিটিশন-২০২২ এর বিজয়ীদের সম্মাননা ক্রেস্ট প্রদান

    বাঘা ম্যাংগো ব্রান্ডিং কম্পিটিশন-২০২২ এর বিজয়ীদের সম্মাননা ক্রেস্ট প্রদান

    নিজস্ব প্রতিবেদক, চারঘাট (রাজশাহী):

    রাজশাহীর বাঘার আম কে বিশ্বের দরবারে পরিচিতি ঘটাতে উপজেলা কৃষি অফিসের আয়োজনে “বাঘা ম্যাংগো ব্রান্ডিং কম্পিউটিশন’’ ২০২২ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

    শনিবার বাঘা উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজিত কৃষি প্রযুক্তি মেলা-২০২৩ উদ্বোধনী অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ করা হয়।

    উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন রাজশাহী-৬ বাঘা-চারঘাট আসনের সংসদ সদস্য ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম।

    প্রতিযোগিতায় বিজয়ী তিনজন হলেন, শারমিন আক্তার, মাসুদ রানা ও এনামুল হক।

    এ সময় সেখানে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, অতিরিক্ত কৃষি অফিসার কামরুল ইসলাম সহ বাঘা উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ।

    উল্লেখ্য, এই প্রতিযোগীতায় দ্বিতীয় স্থান অধিকার করে রেডিও বড়ালের সহকারী স্টেশন ম্যানেজার মাসুদ রানা।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • রাষ্ট্রপতি ৩দিনের সফরে পাবনা যাচ্ছেন-দেওয়া হবে স্মরণকালের সেরা নাগরিক সংবর্ধনা

    রাষ্ট্রপতি ৩দিনের সফরে পাবনা যাচ্ছেন-দেওয়া হবে স্মরণকালের সেরা নাগরিক সংবর্ধনা

    হেলাল শেখঃ বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহাবুদ্দিন চুপ্পু মহামান্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই হবে প্রথম সফর। প্রথমবারের মতো রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনার মাধ্যমে বরণ করে নিবেন পাবনাবাসী। উত্তরবঙ্গের জেলা পাবনাবাসী প্রথমবারের মতো বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হিসেবে পেলো জনাব মোঃ সাহাবুদ্দিন চুপ্পু মহোদয়কে। তিনি দলমত নির্বিশেষে জনসাধারণের প্রিয় মানুষটি এখন রাষ্ট্রের অভিভাবক, সর্বোচ্চ ব্যক্তি, নিজ জেলায় গৌরবময় এমন প্রাপ্তিতে সম্মানিত পাবনাবাসী।
    সূত্র জানায়, ইতোমধ্যে রাষ্ট্রপতির কার্যালয় থেকে গত বুধবার (৩ মে ২০২৩ইং) পাবনা সফর সূচী প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির প্রটোবল অফিসার মোঃ নবীরুল ইসলাম স্বাক্ষরিত পত্রে জানানো হয়েছে। রাষ্ট্রপতি সোমবার ১৫ মে, ২০২৩ইং বেলা ১১টা ১০ মিনিটের দিকে ঢাকার তেজগাঁও হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে পাবনার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। দুপুর ১টার দিকে তিনি পাবনা সার্কিট হাউসে উপস্থিত হয়ে সোয়া ১টায় গার্ড অব অনার গ্রহণ করবেন। দুপুর ১টা ২০ মিনিটে পাবনা জেলা পরিষদ বঙ্গবন্ধু চত্বরের নামফলক উদ্বোধন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করবেন। দুপুর ১টা ৩০ মিনিটে পাবনার সবচেয়ে বড় পাবনা আরিফপুর কবরস্থানে উপস্থিত হয়ে রাষ্ট্রপতির বাবা মায়ের আত্মার মাগফিরাতের জন্য কবর জিয়ারত করে দোয়া করবেন। বিকেল ৪টায় পাবনা জেলা ও দায়রা জজ আদালতের বঙ্গবন্ধু কর্ণার এবং বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করবেন, শেষে জেলার আইনজীবীদের সাথে মতবিনিময় করবেন।
    এরপর মঙ্গলবার (১৬ই মে ২০২৩ইং) সকাল ১০টায় পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা জনাব সাহাবুদ্দিন চুপ্পু মহোদয় নাগরিক গণসংবর্ধনা গ্রহণ অনুষ্ঠানে যোগ দিবেন। বিকেল ৫টায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন। এরপর ১৭ মে বুধবার বেলা ১১টায় পাবনা ডায়াবেটিক সমিতির অফিস পরিদর্শন করার পর বিকেল ৫টায় বীর মুক্তযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু বিনোদন পার্ক পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার (১৮ মে ২০২৩ইং) বেলা সাড়ে ১১টার দিকে পাবনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি। এদিকে রাষ্ট্রপতি তাঁর নিজ জেলা পাবনা সফর ঘিরে তাকে নাগরিক সংবর্ধনা প্রদানের সকল প্রস্তুতি নিয়েছে পাবনাবাসী। সূত্র জানায়, গত বুধবার (৩ মে) সন্ধ্যায় পাবনার অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন চুপ্পু মহোদয়কে নাগরিক সংবর্ধনা দেওয়া উপলক্ষে নাগরিক কমিটি গঠিত হয়েছে।
    উক্ত সভায় মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টুকে সর্বসম্মতিক্রমে আহ্বায়ক করে এই কমিটি করা হয়। যুগ্ন-আহ্বায়ক হয়েছেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ ও সাংবাদিক আব্দুল মতিন খান। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম এবং সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করবেন পাবনা সদর আসনের সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান,পৌরসভা মেয়রসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত থাকবেন। সভাসূত্রে জানা গেছে, মহামান্য রাষ্ট্রপতির স্মৃতি বিজড়িত সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সংবর্ধনা দেয়া হবে ১৬ মে সকাল ১০টায়। এই সংবর্ধনা অনুষ্ঠানে কয়েক হাজার অতিথি যোগদান করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্র জানায়, শৃঙ্খলার সাথে রাষ্ট্রপতি মহোদয়কে দেওয়া হবে স্মরণকালের সেরা সংবর্ধনা। নির্দলীয়ভাবে সবাই মিলে ভেদাভেদ ভুলে গিয়ে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে সংবর্ধনা দেয়া হবে বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক এই পাবনার কৃতি সন্তান রাষ্ট্রপতিকে। পাবনা জেলা জেলা আওয়ামী লীগের সফল সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে ও পাবনা সদর আসনের সংসদ আসনের সংসদ সদস্য মোঃ গোলাম ফারুক প্রিন্স উক্ত অনুষ্ঠানটি স ালনা করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডঃ মোঃ শামসুল হক টুকু এমপি, পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু, প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকনসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ ও শিক্ষাবিদ প্রফেসর কামরুজ্জামান, সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ জনাব প্রফেসর ড. হুমায়ুন কবীর মজুমদার, সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, পাবনা পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, পাবনা চেম্বার্স অব কমার্সের সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী স্বপন ও জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী এবং আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগসহ আওয়ামী সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত থাকবেন।
    জানা গেছে, রাজশাহী বিভাগের বৃহত্তর পাবনা জেলার কৃতি সন্তান-পাবনাবাসীর গর্ব-বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু মহোদয় বাংলাদেশের ২২তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, তাঁর সাহসী ভুমিকা ও সততার উপহার হিসেবে গৌরবময় এমন প্রাপ্তিতে পাবনাবাসী গর্বিত-বাকিটা ইতিহাস। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর এই প্রথম সাহাবুদ্দিন চুপ্পু মহোদয় পাবনায় আগমন করছেন। বাংলাদেশের প্রথম শ্রেণির নাগরিক হিসাবে তিনি তাঁর সর্বোচ্চ কর্মদক্ষতা দিয়ে দেশকে আরো উন্নত ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবেন, সেই সাথে পাবনা জেলা সংযুক্ত করে ২য় পদ্মা সেতু মানিকগঞ্জের আরিচা-পাবনার কাজিরহাট ও রাজবাড়ীর দৌলতদিয়া ত্রিমুখী ২য় পদ্মা সেতু একমাত্র চাওয়া ও প্রত্যাশা পাবনাবাসীর নিজ এলাকার রাষ্ট্রপতির কাছে। পাবনার দলীয় নেতৃবৃন্দ অনেকেই বলেন, মহামান্য রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু মহোদয়কে নতুন করে কিছু বলার নাই, তিনি আসলেই একজন ভালো মানুষ। সাহাবুদ্দিন চুপ্পু মহোদয় বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন (২৪ এপ্রিল ২০২৩ইং) তারিখ সকাল ১১টায় বঙ্গভবনে। এই নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’সহ এমপি মন্ত্রীগণ ও বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাগণ। এ সময় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী (সাহাবুদ্দিন চুপ্পু) কে রাষ্ট্রপতির পদে শপথ পাঠ করিয়েছেন। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রীপরিষদ সদস্যসহ কয়েকশত বিশিষ্ট অতিথি ও রাজনৈতিক নেতৃবৃন্দ এ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রীপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন। এরপর নতুন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু মহোদয়কে শপথ নথিতে স্বাক্ষর করেন। নতুন রাষ্ট্রপতির সচিব মোঃ জয়নাল আবেদীন জানান, শপথ গ্রহণের পরপরই নতুন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আনুষ্ঠানিকভাবে চেয়ার বদল করেন। বীর মুক্তিযোদ্ধা ও মাঠপর্যায়ে রাজনীতিবিদ মোঃ সাহাবুদ্দিন চুপ্পু ২১তম রাষ্ট্রপতি আবদুল হামিদ এর স্থলাভিযিক্ত হলেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ সাবেক রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমানের মৃত্যুর পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে ৪১ দিনসহ টানা দুই মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে ১০ বছর ৪১দিন অতিবাহিত করার পরে অবসরে গেলেন তিনি। নতুন রাষ্ট্রপতি’র স্ত্রী ড. রেবেকা সুলতানা ও ছেলে আরশাদ আদনান রনিসহ পরিবারের অন্যান্য সদস্যগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
    প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সংসদ সদস্য, প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, কূটনীতিক, সম্পাদকসহ জ্যেষ্ঠ সাংবাদিক ও উপর পদস্থ বেসামরিক এবং সামরিক কর্মকর্তারা অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেন। এর আগে ৭৩ বছর বয়সী এই রাজনীতিবিদ ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। ছাত্ররাজনীতি, মুক্তিযুদ্ধা. আইন পেশা, বিচারকের দায়িত্ব, রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্ব পালনের পর কর্মদক্ষতায় বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হয়েছেন মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু মহোদয়। উল্লেখ্য, ১৯৪৯ সালে পাবনা শহরের জুবিলি ট্যাস্কপাড়ায় (শিবরামপুর) জন্মগ্রহণ করেন মো. সাহাবুদ্দিন চুপ্পু। শহরের পুরাতন গান্ধী বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত, পড়ে রাধানগর মজুমদার একাডেমিতে চতুর্থ শ্রেণিতে ভর্তি হন। সেখান থেকে ১৯৬৬ সালে এসএসসি পাশের পর পাবনা এডওয়ার্ড কলেজে ভর্তি হন, এরপর শুরু করেন রাজনীতি। এরপর এডওয়ার্ড কলেজ থেকে ১৯৬৮ সালে এইচএসসি ও ১৯৭১ সালে মক্তিযুদ্ধ (অনুষ্ঠিত ১৯৭২ সালে বিএসসি পাস করেন তিনি)। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৪ সালে ¯œাতকোত্তর এবং পাবনা শহীদ এ্যাডভোকেট আমিনুদ্দিন আইন কলেজ থেকে ১৯৭৫ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন। কলেজ জীবনে প্রবেশের আগেই ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে পাবনায় সাক্ষাৎ করেন সাহাবুদ্দিন চুপ্পু। ছাত্রলীগের সঙ্গে যুক্ত হওয়ার পর প্রতিবাদী ছিলেন তিনি, এরপর এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, অবিভুক্ত পাবনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি থেকে ছয় বছর জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। সেই সাহাবুদ্দিন চুপ্পু বর্তমানে মহামান্য রাষ্ট্রপতি। বাকিটা ইতিহাস।

  • টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের শ্রদ্ধা

    টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের শ্রদ্ধা

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের নবনির্বাচিত ২২-তম রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন। এসময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। রাষ্ট্রপতি টুঙ্গিপাড়ায় আসায় আনন্দিত নেতাকর্মীরা। রষ্ট্রপতির আগমন উপলক্ষে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

    আজ বুধবার (২৬ এপ্রিল) সকালে বঙ্গভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন বাংলাদেশের নবনির্বাচিত ২২-তম রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন। পদ্মা সেতু হয়ে বেলা পৌনে ১টায় টুঙ্গিপাড়ায় পৌঁছান তিনি। এসময় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগন স্বাগত জানান।

    পরে ১২ টা ৫০ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সমাধি সৌধ বেদিতে পুস্পস্তবক অর্ণ করে গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এসময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে ও বেজে ওঠে বিগউলের সুর। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।

    এরপর রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষে তার সহধর্মিনী রেবেকা সুলতানা, ছেলে মো: আরশাদ আদনান, ভাই সাঈদ ইকবাল, দুই নাতিন মো: তাহমিদ আদনান ও মো: তাহসিন আদনানসহ পরিবারের সদস্যরা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানায়।

    এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান, বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য শেখ হেলালউদ্দিন, খলুনা-০২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, বাগেরহাট-০২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এমপি, এমপি, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি শহিদ উল্লা খন্দকার, প্রধানমন্ত্রীর এপিএস-০২ গাজী হাফিজুর রহমান লিকু, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সধারন সম্পাদক জি এম সাহাবউদ্দিন আজম, গোপালগঞ্জ পৌর ময়ের শেখ রকিব হোসেন, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সধারন সম্পাদক বিএম ফোরকান আলীসহ জেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে সমাধি স্থল শ্লোগানে শ্লোগানে মুখ হয়ে ওঠে। জেলায় নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এসময় নেতা কর্মীরা রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে বলেন, রাষ্ট্রপতির হাত ধরে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রীর ভিশন এগিয়ে যাবে। #

  • আগামী বুধবার (২৬ এপ্রিল) টুঙ্গিপাড়ায় যাচ্ছেন নব নির্বাচিত রাষ্ট্রপতি

    আগামী বুধবার (২৬ এপ্রিল) টুঙ্গিপাড়ায় যাচ্ছেন নব নির্বাচিত রাষ্ট্রপতি

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আগামী বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন বাংলাদেশের নবনির্বাচিত ২২-তম রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির এ সফর উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

    গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

    রাষ্ট্রপতির এ সফরকে ঘিরে জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্সে ধোয়া-মোছাসহ উন্নয়নমূলক কাজ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। সমাধি সৌধ কমপ্লেক্সসহ আশপাশের এলাকায় নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

    জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানিয়েছেন, আগামী বুধবার (২৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসবেন।

    এরপর রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। পরে তিনি বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগষ্ট তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। এ সময় রাষ্ট্রপতিকে তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হবে।

    শ্রদ্ধা নিবেদন শেষে সমাধি কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করবেন। মহামান্য রাষ্ট্রপতির এ সফরকে সুষ্ঠু ও সুন্দর করার জন্য সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে জেলা প্রশাসক জানান।

    তিনি আরো জানান, জেলাবাসী উৎসাহের সাথে অধীর আগ্রহে রাষ্ট্রপতিকে বরণ করতে অপেক্ষা করছেন। সকল রাষ্ট্রীয় কর্মসূচি শেষে মহামান্য রাষ্ট্রপতি ওই দিন বিকেলেই ঢাকায় ফিরে যাবেন বলেও জানান তিনি। #

  • কোটালিপাড়ায় পতিত জমিতে উৎপাদিত শাকসবজি ও ফলমূল গণভবনে প্রধানমন্ত্রী’র হাতে

    কোটালিপাড়ায় পতিত জমিতে উৎপাদিত শাকসবজি ও ফলমূল গণভবনে প্রধানমন্ত্রী’র হাতে

    সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ)ঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালিপাড়ার পতিত জমিতে উৎপাদন করা শাকসবজি এবং ফলমূল গণভবনে আনা হয়। বুধবার (৫ এপ্রিল ২০২৩ইং) তারিখ গণভবনে পরিদর্শন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এইসব শাকসবটি ও ফলমূল নিজে হাতে নিয়ে দেখছিলেন এই মমতাময়ী মা শেখ হাসিনা।
    মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার উক্ত শাকসবজি ও ফলমূলগুলোর বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসব তথ্য জানান। শাকসবজি ও ফলমূলগুলো সেখানে আনা হলে পরিদর্শন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মমতাময়ী মা’য়ের কয়েকটি ছবিও পোস্ট করা হয়। তিনি ক্যাপশনে লেখেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ০৫ এপ্রিল ২০২৩ সকালে গণভবনে প্রধানমন্ত্রীর নেয়া বিশেষ উদ্যোগের অংশ হিসেবে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া ও কোটালিপাড়ার পতিত জমিতে উৎপাদিত শাকসবজি এবং ফলমূল গণভবনে আনা হলে প্রধানমন্ত্রী পরিদর্শন করেন”।
    এর আগে গত ৭জানুয়ারি ২০২৩ইং গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের পুরের বিলে পৈতিক জমি পরিদর্শন করেন বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা। জলাভূমির অন্তর্গত এ অ লের জমিগুলো বছরের ১২মাসের মধ্যে ৭ থেকে ৮মাসই পানির নিচে পড়ে থাকতে দেখা যায়। সেখানে ভাসমান বেডে শাকসবজি ও অন্যান্য ফসল উৎপাদন করে জমিগুলো চাষযোগ্য করার জন্য নির্দেশনা দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথায় আছে যে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই উদ্যোগ। সবাই যদি পতিত জমিগুলোতে এমন শাকসবজি ও ফলমূল আবাদ করি তা হলে দেশের জনগণের জন্য ভালো হবে।

  • “আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ গৌরনদীরতে ইফতার সামগ্রী বিতরণ করেন”

    “আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ গৌরনদীরতে ইফতার সামগ্রী বিতরণ করেন”

    বি এম মনির হোসেনঃ-

    পবিত্র মাহে রমজান উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনায় ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর নিজ অর্থায়নে বরিশালেরর গৌরনদীর সাতটি ইউনিয়নে দের হাজার গরীব অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করার পরিকল্পনা গ্রহন করেছেন, তারই অংশ হিসাবে ৬ এপ্রিল বৃহস্পতিবার মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ (এম পি) নলচিড়া ইউনিয়নে এই ইফতার সামগ্রী বিতরণ করেন।এসময়ে গৌরনদী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌরমেয়র হারিছুর রহমান হারিছ সহ আওয়ামীলীগের অঙ্গসংগঠন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহকে আগৈলঝাড়া উপজেলা যুবলীগের নব-নির্বাচিত কমিটির ফুলেল শুভেচ্ছা

    মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহকে আগৈলঝাড়া উপজেলা যুবলীগের নব-নির্বাচিত কমিটির ফুলেল শুভেচ্ছা

    বি এম মনির হোসেনঃ-

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরে রহমানের আদর্শ বুকে ধারণ করে দেশের জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে সবাইকে এক সাথে দলের জন্য কাজ করতে হবে। প্রতিপক্ষের (বিএনপি-জামাত) সাথে সদ্ভাবের সম্পর্ক বজায় রেখে চললেও তারা কোন ছাড় দেবে না বরং সময় বুঝে ওরা ঠিকই মরণ কামড় দিবে। তাই তাদের প্রতিহত করতে সকলকে একসাথে রুখে দাড়াতে হবে।শনিবার দুপুরে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী যুবলীগের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দর দেয়া ফুলেল শুভেচ্ছা গ্রহন করে সেরাল গ্রামের বাড়িতে মতবিনিময়কালে নেতা কর্মীদের উদ্যেশ্যে এসব কথা বলেছেন বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি, জাতির পিতার ভাগ্নে, মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি।এসময় মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ নব গঠিত উপজেলা যুবলীগের কমিটির স্থগিত করা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম, সদস্য কাজী শাহীনের পদ স্থগিতাদেশে প্রত্যাহার করে সদস্য হিসেবে আসাদুজ্জামান হাওলাদার রাব্বিকে অন্তর্ভূক্ত করার নির্দেশ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগ নেতা, এফবিসিআই পরিচালক মন্ত্রী পুত্র সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ, বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, আগৈলঝাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা যুবলীগের সদ্য বিদায়ী সভাপতি মোঃ সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, যুবলীগের নবনির্বাচিত কমিটির সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারণ সম্পাদক সহিদ তালুকদার, যুগ্ম সম্পাদক ফয়জুল সেরনিয়াবাত, মামুন রাসেল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক উজ্জল খলিফা, অর্থ সম্পাদক ললিতা সরকারসহ সংগঠনের সভাপতি মন্ডলী ও সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দ।পরে দলীয় নেতা কর্মীদের সাথে ফটো সেশনে অংশ নেন এফবিসিআই পরিচালক সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ, বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দরা।এর আগে শুক্রবার (৩১ মার্চ) দুপুরে বরিশাল জেলা যুবলীগের সভাপতি মোঃ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক এ্যাডভেকেট ফজলুল করিম শাহীন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী যুবলীগের ৭১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন।

  • সরকারের উন্নয়নের কথা সকল  মানুষের কাছে তুলে ধরতে হবে   তথ্য ও সম্প্রচার মন্ত্রী

    সরকারের উন্নয়নের কথা সকল মানুষের কাছে তুলে ধরতে হবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, “জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতৃত্বে আজকে দেশ বদলে গেছে। প্রত্যেকটি ইউনিয়নে কয়েক হাজার মানুষ সরকারের নানা সামাজিক কর্মসুচির উপকারভোগী। গ্রামের প্রত্যেকটি ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। মূল সড়ক নয় এখন মানুষের ঘরে প্রবেশের রাস্তাও পাকা হয়েছে। গ্রামে-গঞ্জে, হাটে-ঘাটে মাঠে সাধারণ মানুষের কাছে সরকারের এসব উন্নয়নের কথা তুলে ধরতে হবে।”

    তিনি বলেন, “তৃণমুলের নেতারাই হচ্ছে আওয়ামী লীগের প্রাণ,দলের রক্ত সঞ্চালন করেন আপনারাই। গ্রামে গঞ্জে মহল্লায় আমাদের দলকে আপনারাই ধরে রেখেছেন দীর্ঘদিন ধরে। বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকেই আপনাদের মাধ্যমেই আজকে যুগ যুগ ধরে দল ঠিকে আছে।”

    আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভাসহ ছয়টি ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূলের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

    ড. হাছান মাহমুদ বলেন, “গত ১৪ বছরে রাঙ্গুনিয়াসহ সারাদেশে অভাবনীয় উন্নয়ন হয়েছে। ২০০৯ সালে যখন আমি প্রথম এমপি নির্বাচিত হই তখন আমার বাড়িতেও বিদ্যুৎ সংযোগ ছিলনা। আজকে প্রত্যেকটি ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। রাঙ্গুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সারাদিন লেগে যেত, এখন একঘন্টায় যাতায়াত করা যায়। এখন শুধু মূল সড়ক নয়, প্রত্যেকটা বাড়ি ঘরে প্রবেশের রাস্তাও পাকা করা হয়েছে। এসব উন্নয়ন আগে যারা রাঙ্গুনিয়া থেকে ভোট নিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন তারা করেননি। এসব উন্নয়নের কথা গ্রামে-গঞ্জে হাট বাজারে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। তিনি বলেন, করোনা-বন্যাসহ কোন দূর্যোগে বিএনপিকে দেখা যাইনি। তারা কারো দড়জায় একমুঠো চাল নিয়ে যাইনি। কিন্তু ভোট আসলে শীতের পাখির মতো ধান খেতে তাদের এলাকায় আবার দেখা যাবে। নির্বাচন সন্নিকট, সাধারন মানুষের কাছে সরকারের উন্নয়ন তুলে ধরলে নৌকার বিজয় সুনিশ্চিত। আগামী নির্বাচনে আবার বিপুল ভোটে নৌকা মার্কার সরকার বিজয়ী হয়ে জননেত্রী শেখ হাসিনা আবার চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ।”

    তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, “সরকার এবং দলের দায়িত্ব পালন করতে গিয়ে দেশের এক জেলা থেকে অন্য জেলায় দৌড়াতে হয় আমাকে, তারপরও নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়ায় প্রতি সপ্তাহে আসি, শুধু রাঙ্গুনিয়ার উন্নয়নের জন্য। রাঙ্গুনিয়ার এমন একটি স্কুল কলেজ মাদ্রাসা নেই যেটাতে নতুন বিল্ডিং হয়নি। এমন কোন মসজিদ মন্দির প্যাগোডা নেই যেটি কয়েক দফা উন্নয়ন বরাদ্দ পায়নি। সারাদেশে যে উন্নয়ন হয়েছে সবগুলো সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারণে।”

    তিনি বলেন, “করোনাকালে বর্তমান সরকার বিনাপয়সায় টিকা দিয়েছে, মাস্ক ও সেনিটাইজার বিতরণ করেছে। আমার পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে পৌণে দুই কোটি টাকার ত্রাণ দিয়েছি রাঙ্গুনিয়ায়। সরকার এবং আওয়ামী লীগের এসব উন্নয়নের কথা সঠিকভাবে তুলে ধরলে আগামী নির্বাচনে মানুষ নৌকা মার্কা ছাড়া অন্যখানে ভোট দিবে না।”

    উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুল মোনাফ সিকদারের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা এমরুল করিম রাশেদ ও মোহাম্মদ সেলিমের যৌথ সঞ্চালনায় প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, আবুল কাশেম চিশতী, শাহজাহান সিকদার, মোহাম্মদ আলী শাহ, ইদ্রিছ আজগর, জহির আহমদ চৌধুরী, আকতার হোসেন খান, ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, ইকবাল হোসেন, আবু তাহের, ইউপি চেয়ারম্যান শফিউল আলম, নুর উল্লাহ, মুজিবুল হক হিরু, আরিফুল ইসলাম চৌধুরী প্রমুখ।