Category: আন্তর্জাতিক

  • প্রবাসী বাংলাদেশী শ্রমিক এয়ার টিকেট পেলেন

    প্রবাসী বাংলাদেশী শ্রমিক এয়ার টিকেট পেলেন

    মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে ঃ- প্রবাসী বাংলাদেশী কর্মী মোহাম্মদ জলিল শিকদার কে দেশে ফিরে যাওয়ার জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড-Wage Earners’ Welfare Board এর অর্থায়নে একটি এয়ার টিকেট হস্তান্তর করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।
    অসুস্থ প্রবাসী বাংলাদেশী কর্মী মোহাম্মদ জলিল শিকদার দীর্ঘদিন যাবৎ গুরুত্বর অসুস্থ ছিলেন, জানা যায় মোহাম্মদ জলিল এর বাড়ী বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায়।
    এয়ার টিকেট হস্তান্তর এর সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনার মিশনের কাউন্সেলর (শ্রম) মো: সোহেল পারভেজ ও কল্যাণ সহকারী আল মামুন পাঠান।

  • মালদ্বীপে সাংবাদিক ইউনিটি বিলুপ্ত,  চাঁদাবাজির অভিযোগে  বয়কটের ঘোষণা

    মালদ্বীপে সাংবাদিক ইউনিটি বিলুপ্ত, চাঁদাবাজির অভিযোগে বয়কটের ঘোষণা

    মালদ্বীপ প্রতিনিধি।

    মালদ্বীপে প্রবাসী সাংবাদিক ইউনিট’র এক বার্চুয়াল জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠন এর সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া সকল নেতাকর্মী ও সদস্যদের সম্মতিক্রমে ইউনিটি বিলুপ্ত ঘোষণা করে অভিযুক্ত সভাপতি ও সাধারণ সম্পাদক কে বয়কটের ঘোষণা করা হয়।

    সোমবার (১ মে ) রাত ১০টায় অলাইনে ইউনিট’র এ জরুরী সভা অনুষ্ঠিত হয়।

    সভায় উল্লেখ করা হয়েছে গত (১ এপ্রিল) মালদ্বীপে প্রবাসী সাংবাদিক ইউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এই শিরোনামে একটি নিউজ হয়েছে এই নিউজে লিখা হয়েছে মালদ্বীপ সাংবাদিক ইউনিটি শনিবার (১ এপ্রিল) রাজধানী মালের দ্য ম্যান হাটন ফিস মার্কেট রেস্টুরেন্টে এ আয়োজন করে মালদ্বীপ সাংবাদিক ইউনিটির নামে , কিন্তু মালদ্বীপ সাংবাদিক ইউনিটির অভিযুক্ত সভাপতি, ও সাধারণ সম্পাদক ছাড়া ইফতার মাহফিলের আয়োজন সম্পর্কে ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ কিছুই জানতেন না তাই তারা এই নিউজের বিরুদ্ধে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁদাবাদির অভিযুগে অভিযুক্ত দুই ব্যক্তিকে বয়কট করে। ইউনিটিকে বিলুপ্ত ঘোষণা করেছে।

    তারা বলেন সামাজিক যোগাযোগমাধ্যমে যে চাঁদাবাজির অভিযোগ উঠেছে এই দায়ভার সাংবাদিক ইউনিট নিবেনা। তাদের মধ্যে জাগো নিউজের মালদ্বীপ প্রতিনিধি ও সংগঠন এর সিনিয়র সভাপতি, মাহামুদুল হাসান, যায় যায় কালের মালদ্বীপ প্রতিনিধি ও সংগঠন এর যুগ্ম সাধারণ সম্পাদক, শাহজালাল সিকদার ,,,,,,,,, সাংগঠনিক সম্পাদক,আব্দুল্লাহ কাদের,,,,,,,,, প্রচার ও প্রকাশনা সম্পাদক, আলামিন এবং সাধারণ সদস্য মহিনুর রহমান টোকন, কেউ এই ইফতার মাহফিল আয়োজন সম্পর্কে অবগত নয়।শুধুমাত্র এমরান ও অনিক এই আয়োজন করেছে ।

    কিন্তু ইউনিটির নাম ব্যবহার করে ইফতার মাহফিলের নামে সাধারণ প্রবাসী ও ব্যাবসায়ী দের কাছ থেকে মোটা অংকের চাঁদা উঠিয়ে বলে সামজিক যোগাযোগ মাধ্যমে এমরান ও অনিকে অভিযুক্ত করে স্ট্যাটাস দিতে দেখা যায় ।

    তারা সাংবাদিকতার নামে অপসংবাদিকতা করে প্রতারণা শুরু করেছে বলে অভিযোগ উঠে এবং তাদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনা হোক এমনটাই দাবি জানিয়েছেন ইউনিটির অন্যান্য নেতৃবৃন্দ ও মালদ্বীপ সচেতনমহলসহ কয়েকজন প্রবাসী ব্যাবসায়ী রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ।তারা বলেন সাংবাদিক পেশা হচ্ছে একটি মহত পেশা এই পেশাকে পুঁজি করে কেউ যদি অপকর্ম করে তাদের বিচার হওয়া জরুরি।

    ইউনিটির অন্যান্য নেতৃবৃন্দ বলেন সামাজিক যোগাযোগমাধ্যমে যে চাঁদাবাজির অভিযোগ উঠেছে এই দায়ভার সাংবাদিক ইউনিট নিবেনা।তাদের মধ্যে সিনিয়র সভাপতি, মাহামুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক, শাহজালাল সিকদার , সাংগঠনিক সম্পাদক,আব্দুল্লাহ কাদের, প্রচার ও প্রকাশনা সম্পাদক, আলামিন এবং সাধারণ সদস্য মহিনুর রহমান টোকন,

    সভাপতি এমরান ও সাধারণ সম্পাদক অনিকের বিরুদ্ধে নিম্নলিখিত অভিযোগগুলো উঠেছে।

    ইফতার মাহফিলের কথা বলে চাঁদাবাজি, সাংবাদিকের কার্ড এনে দিবে বলে চাঁদাবাজি, নিউজের মধ্যে ছবি দিবে বলে, সাধারণ প্রবাসী কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া। ভিডিও নিউজে সাক্ষাৎকারে কথা বলে ব্যাবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়া , সাংবাদিকের নাম পরিচয় দিয়ে বিভিন্ন সংগঠনের গ্রুপিংয় সৃষ্টি করা সহ অনেক অভিযোগে অভিযুক্ত মালদ্বীপ এর সাংবাদিক ইউনিটির সভাপতি এমরান ও সাধারণ সম্পাদক অনিক অভিযোগে অভিযুক্ত। এইসব কারনে সাংবাদিক ইউনিটি বিলুপ্ত করার প্রয়োজন বলে মনে করেন ইউনিটির অন্যান্য নেতৃবৃন্দ।

  • মালদ্বীপে প্রবাসীদের ঈদ পুনর্মিলন উদযাপন

    মালদ্বীপে প্রবাসীদের ঈদ পুনর্মিলন উদযাপন

    মোঃ আবদুল্লাহ কাদের,মালদ্বীপ থেকে ঃ- সাগর কন্যা দ্বীপ রাস্ট্র মালদ্বীপে আওয়ামী যুবলীগের উদ্যোগ ঈদ পূর্ণ মিলয়ন উদযাপিত হয়েছে, দেশ প্রবাসের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মালদ্বীপ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে। পবিত্র ঈদুল ফিতর মিলয়াতন অনুষ্টানে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি… মোঃ সামির ওসমান,. মোহাম্মদ কিরন।

    এসময়ে আরো উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামী যুবলীগের সহ-সভাপতি…ওয়াসিম আকরাম হৃদয়, সহ সভাপতি..মোহাম্মদ .মির হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক.. শামীম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক… সাইফুল ইসলাম বাবলু,প্রচার সম্পাদক…. মোঃ মনির হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক… কবির হোসেন জয়,দপ্তর সম্পাদক…. ইমাম হোসেন,মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক.. . মেহেদী হাসান সুজন, ধর্ম বিষয়ক সম্পাদক….. বেলায়েত আহমেদ সুমন,

    উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ ওয়াসিম আকরাম হৃদয়, তিনি বলেন প্রবাসে আমরা ঈদের আনন্দ উদযাপন করি অনেক টা ভিন্ন ভাবে কারণ প্রবাসে আমাদের প্রিয়জন পরিবার ছাড়া ঈদ অনেক টা কষ্টের, তার পর ও আমরা সকল প্রবাসী একতাবদ্ধ হয়ে ঈদের আনন্দের মাধ্যমে নিজেদের কষ্টের কথা ভুলে যাই।

  • মালদ্বীপে  ঐতিহাসিক ‘মুজিবনগর দিবস’ পালন করা হয়েছে

    মালদ্বীপে ঐতিহাসিক ‘মুজিবনগর দিবস’ পালন করা হয়েছে

    মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে ঃ-সোমবার (১৭ এপ্রিল)২০২৩ মালদ্বীপে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ হাইকমিশনের সম্মেলন কক্ষে ঐতিহাসিক ‘মুজিবনগর দিবস’ পালন করা হয়, আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ।

    অনুষ্ঠানে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বানী পাঠ করেন যথাক্রমে মিশনের কাউন্সেলর (শ্রম) ও দূতালয় প্রধান জনাব মো: সোহেল পারভেজ ও তৃতীয় সচিব জনাব চন্দন কুমার সাহা। এরপর মুজিবনগর ও মুক্তিযুদ্ধের উপর নির্মিত একটি ভিডিও প্রদর্শন করা হয়।

    প্রধান অতিথির বক্তব্যে মান্যবর হাইকমিশনার নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস জানার জন্য আহ্বান জানান। এসময় তিনি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এছাড়াও তিনি সকলকে ঐতিহাসিক মুজিবনগর ভ্রমণের জন্য অনুরোধ জানান। পরিশেষে তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার জন্য সবাই কে একযোগে কাজ করার জন্য অনুরোধ জানান।

    অনুষ্ঠানে হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারীগন ও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশী নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • মালদ্বীপের আইল্যান্ডে  প্রবাসীদের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

    মালদ্বীপের আইল্যান্ডে প্রবাসীদের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

    মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে ঃ- দ্বীপ রাস্ট্র মালদ্বীপের হা -আলিফ দিদ্ধু আইল্যান্ডে প্রবাসী বাংলাদেশীরা পবিত্র মাহে-রমজান কে ঘিরে প্রতি বছরের মতো এবারো ইফতার ও দোয়ায় আয়োজন করেন শুক্রবার (৭ এপ্রিল) ২০২৩ আয়োজনে থাকছে মালদ্বীপে বসবাসরত বাংলাদেশী, মিশরী, পাকিস্তান, ভারতের নাগরিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক্তার মোঃ সোহেল আহমেদ , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমাম ও খতিব জাউহারি, আলী মাসজিদুননুর।
    অনুষ্ঠানের সঞ্চালনা করেন হাফেজ মোঃ মিজানুর রহমান
    কোরআন শিক্ষক চৈন জামিয়া মালদ্বীপ।পবিত্র কোরআন তেলওয়াত করেন হাফেজ তাইয়্যুবুর রহমান ইমাম পাকিস্তান।

    উক্ত অনুষ্ঠানে পবিত্র কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন হাফেজ মোঃ আদিল আহমেদ কেরাত ডিপার্টমেন্ট পাকিস্তান, আসিফ আহমেদ স্কুল শিক্ষক ভারত ডিপার্টমেন্ট।

    উল্লেখ্য অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী এবং অন্যন্য প্রবাসীদের উপস্থিতে প্রায় তিন শতাধিক প্রবাসীদের নিয়ে এই আয়োজন করেন মালদ্বীপের আইল্যান্ডে বসবাস প্রবাসী বাংলাদেশীরা। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন হা-আলিফ দিদ্ধু আইল্যান্ডের সকল প্রবাসীরা।

    অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন পবিত্র মাহে-রমজানে প্রবাসীদের জন্য প্রতি বছরের মতো এই মহতি উদ্যোগ নিয়ে ইফতার আয়োজন করেন মালদ্বীপ আইল্যান্ডে বসবাসরত বাংলাদেশী প্রবাসীরা এট প্রশংসনীয় তারা প্রবাসীদের মাঝে যে মানবতার দৃষ্টান্ত স্হাপন করেন।
    এবং অনেক সুন্দর ভাবে প্রবাসীদের চাহিদা মতো ইফতার সাজানো হয়েছে রোজাদারদের জন্য।

    পরিশেষে অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করে এবং পবিত্র মাহে-রমজানের ইফতারের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

  • মালদ্বীপ হাই কমিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত।

    মালদ্বীপ হাই কমিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত।

    মোঃ আবদুল্লাহ কাদের মালদ্বীপ প্রতিনিধি ঃ-যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ হাই কমিশন, মালদ্বীপ কর্তৃক ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন করা হয়, সকালে দিবস উপলক্ষে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির শুভ সূচনা করা হয়।
    অতঃপর আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম। এর পর জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রেরিত বানী পাঠ করে শোনানো হয়। বানী সমূহ পাঠ করেন যথাক্রমে চন্দন কুমার সাহা, তৃতীয় সচিব, মিজ শিরিন ফারজানা, প্রশাসনিক কর্মকর্তা,মোহাম্মদ ময়নাল হোসেন, কনস্যুলার সহকারী ও মোহাম্মদ আল মামুন পাঠান, কল্যাণ সহকারী। মহান স্বাধীনতা ও মুক্তি যুদ্ধের উপর ভিত্তি করে নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

    উল্লেখ্য বাংলাদেশ হাই কমিশনের প্রথম সচিব ও দূতালয় প্রধান মোঃ সোহেল পারভেজ স্বাগত বক্তব্য প্রদান করেন। প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে বিশিষ্ট ব্যবসায়ী ও সিআইপি আলহাজ্ব সোহেল রানা এবং বিশিষ্ট ব্যাবসায়ী মোহাম্মদ দুলাল হোসেন বক্তব্য প্রদান করেন।

    প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ হাই কমিশনার এস এম আবুল কালাম আজাদ বলেন বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা মা-বোনদের অপরিসীম ত্যাগ ও ভূমিকার কথা শ্রদ্ধার্ঘ্য চিত্তে স্মরণ করেন । জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা এবং দেশের ক্রমবর্ধমান অগ্রগতি ও সমৃদ্ধিতে তাঁর ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি স্বাধীনতার সপক্ষে তৎকালীন প্রবাসীদের জনমত গঠনের বিষয় স্মরণ করেন। মালদ্বীপ প্রবাসী সকল বাংলাদেশীদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। সবশেষে তিনি দেশের উন্নয়নে ও ২০৪১ সালে স্মার্ট ও উন্নত বাংলাদেশ গঠনে সকলকে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসি বাংলাদেশী ব্যক্তিবর্গ ও হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

  • মালদ্বীপে ২৫ মার্চ গনহত্যা দিবস পালিত বাংলাদেশ দূতাবাসে

    মালদ্বীপে ২৫ মার্চ গনহত্যা দিবস পালিত বাংলাদেশ দূতাবাসে

    মোঃ আবদুল্লাহ কাদের মালদ্বীপ থেকে ঃ- মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার কর্তৃক যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গনহত্যা দিবস ২০২৩ পালন করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মান্যবর হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।
    পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মাওলানা তাজুল ইসলাম। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী ও মহামান্য রাষ্ট্রপতি প্রদত্ত বাণী পাঠ করেন যথাক্রমে মিজ শিরিন ফারজানা ও চন্দন কুমার সাহা।

    প্রধান অতিথি মান্যবর হাইকমিশনার তাঁর বক্তব্যে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও গনহত্যায় নিহত শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন একদিন এই নারকীয় হত্যাকাণ্ডের আন্তর্জাতিক স্বীকৃতি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। তিনি প্রবাসী বাংলাদেশীদের স্বাধীনতার চেতনা ধারন করে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী ২০৪১ সালে উন্নত স্মার্ট বাংলাদেশ ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার জন্য একযোগে কাজ করার জন্য অনুরোধ জানান। অতঃপর গনহত্যা বিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সবশেষে ২৫ মার্চ ১৯৭১ সালে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ও দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

    অনুষ্ঠানে হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারীগন ও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশীবৃন্দ অংশগ্রহণ করেন।

  • মালদ্বীপে পবিত্র মাহে-রমজান কে জুম্মা মোবারক’র মাধ্যম স্বাগতম জানান প্রবাসীরা

    মালদ্বীপে পবিত্র মাহে-রমজান কে জুম্মা মোবারক’র মাধ্যম স্বাগতম জানান প্রবাসীরা

    মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে ঃ- শুক্রবার (২৪ মার্চ) ২০২৩ পবিত্র মাহে-রমজান কে সামনে রেখে জুম্মার নামাজ আদায় এর মাধ্যমে মালদ্বীপে অবস্থিত প্রবাসী বাংলাদেশীরা মালদ্বীপে নির্মানধীন নতুন মসজিদ সালমান আল মাসজিদে জুম্মার নামাজ আদায়ে নিজদের পরিবার ও মাতৃভূমির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থণা করে দোয়া করবেন, প্রবাসীরা বলেন বছর ঘুরে পবিত্র মাহে-রমজান আসে আমাদের পাপ মোচন করতে। আমরা নিজেরা পাপের প্রায়শ্চিত্ত হিসাবে আমরা জানি পবিত্র মাহে-রমজান আমাদের মুসলমানদের জন্য বিশাল গুরুত্বপূর্ণ।

    এসময়ে কিছু সংখ্যাক প্রবাসীর সাথে কথা বলেন নতুন বাজার পত্রিকা ডটকম এর প্রতিনিধি মাহে-রমজান এর বিষয় জানতে মালদ্বীপ আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক নূরে আলম ভূঁইয়া এবং যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক শামীম আহমদ বলেন আমরা মাহে-রমজান কে সামনে রেখে মাহে-রমজান এর পবিত্রা রক্ষা করে মানবতার সেবা করবো এবং নিজ নিজ অবস্থান থেকে আমদের পরিবারের পাশাপাশি দেশের মানুষের কাজ করবো ও জানান।

    এদিকে দেশের জিনিস এর দাম ঊর্ধ্বগতি হওয়া খোপ প্রকাশ করে বলেন বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র মাহে-রমজান এ জিনিসের দাম কমিয়ে আনে আর আমাদের দেশের কিছু ব্যাবসাীরা জিনিসের দাম ছড়া দরে বিক্রি করে মানুষের ভোগান্তির সৃষ্টি করে। এদিকে মালদ্বীপ আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মোঃ মীর হোসেন চৌধুরী, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আউয়াল হোসেন, মোঃ কবির হোসেন, মোঃ ফারুক হোসেন, অন্যনা প্রবাসীরা বাংলাদেশ প্রধান মন্ত্রীর প্রতি অনুরোধ রেখে বলেন দেশের জিনিসের দাম কমিয়ে সাধারণত মানুষের সহানুভূতি হওয়ার আহবান জানান।

    পরিশেষে প্রবাসীরা জুম্মার নামাজ আদায় শেষে মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন বিশ্বের উম্মাহর জন্য দোয়া করেন।

  • মালদ্বীপে যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু”র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া সভা।

    মালদ্বীপে যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু”র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া সভা।

    মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে ঃ- (১৭ মার্চ) বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মালদ্বীপ আওয়ামী যুবলীগের উদ্যোগে মঙ্গলবার( ২১ মার্চ) ২০২৩ রাজধানীর গ্রান্ড ভিউ রেষ্টুরেন্টে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামী লীগ এর সভাপতি আলহাজ্ব দুলাল মাতব্বর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাসেল আহমেদ সাগর মালদ্বীপ যুবলীগের সভাপতি।

    উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন মালদ্বীপ যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, পবিত্র কোরআন তেলাওয়াত করেন দেলোয়ার হোসেন সুমন। এরপর মালদ্বীপ আওয়ামী লীগের পক্ষ হতে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে বক্তব্য প্রদান করেন মালদ্বীপের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মজিবুর রহমান এবং সোশ্যাল ওয়ার্কার অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ জাকির হোসেন।

    আলোচনা পর্বে স্বাগত বক্তব্য প্রদান করেন যুবলীগের সহ-সভাপতি মোঃ ওয়াসিম আকরাম , মোঃ মীর হোসেন,মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সামিম আহমেদ, মোঃ আউয়াল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হোসেন, মোঃ কবির হোসেন।

    উল্লেখ্য প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব দুলাল মাতব্বর গভীর শ্রদ্ধার সাথে জাতির পিতা পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, পরিবারবর্গ এবং বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। তিনি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর শিশুদের জন্য গৃহীত বিভিন্ন কার্যক্রম যেমন শিশুমৃত্যু হার হ্রাস, প্রাথমিক শিক্ষা, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, খেলার মাঠ সংরক্ষণ ইত্যাদি বিষয়ে উল্লেখ করেন। ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ গঠনে আজকের শিশুদের যোগ্য করে গড়ে তোলার জন্য সবাইকে তিনি আহ্বান জানান। বিশেষ অতিথি মোঃ দুলাল হোসেন বলেন মালদ্বীপ আওয়ামী যুবলীগ কে একসাথে এগিয়ে কথা এবং মালদ্বীপ আওয়ামী যুবলীগ একসাথে কাজ করার আহবান জানান।

    অনুষ্ঠানের শেষ পর্যায়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উদযাপনে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং একটি কেক কাটেন, উপস্থিত আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

  • ওয়েজ আর্নার্স কল্যাণ থেকে বিমান টিকেট হস্তান্তর করেন দূতাবাস

    ওয়েজ আর্নার্স কল্যাণ থেকে বিমান টিকেট হস্তান্তর করেন দূতাবাস

    মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে ঃ- মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়াল এডমিরাল এস এম আবুল কালাম আজাদ ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল থেকে একটি বিমান টিকেট হস্তান্তর করেন, দুর্ঘটনায় আহত মালদ্বীপ প্রবাসী বাংলাদেশী কর্মী মোহাম্মদ রহিম মিয়া।

    উল্লেখ্য বাংলাদেশী প্রবাসী শ্রমিক মোহাম্মদ রহিম মিয়া
    মালদ্বীপের রাজধানীর পার্শ্ববর্তী আইল্যান্ড হুলেমালে কর্মস্থলে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনার শিকার হয়, এবং পায়ে গুরুতর আঘাত পায়। মোহাম্মদ রহিম মিয়ার বাড়ি টাঙ্গাইল জেলা মির্জাপুর উপজেলা, আগামী (৭ মার্চ) ২০২৩ তারিখে তিনি বাংলাদেশে ফিরে যাবেন বলে জানান বাংলাদেশ হাইকমিশনার।

    বিমান টিকেট হস্তান্তর সময়ে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর (শ্রম) মোঃ সোহেল পারভেজ ও কল্যাণ সহকারী মোহাম্মদ জসিম উদ্দিন।