Category: আন্তর্জাতিক

  • প্রবাস স্কিমে অংশগ্রহণ দেশে ফিরে সুন্দর জীবন এই স্লোগানে পেনশন স্কিম অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ

    প্রবাস স্কিমে অংশগ্রহণ দেশে ফিরে সুন্দর জীবন এই স্লোগানে পেনশন স্কিম অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ

    মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে ঃ- বাংলাদেশ সরকার কর্তৃক সম্প্রতি চালুকৃত সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে মালদ্বীপ প্রবাসী বাংলাদেশীদের অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ উপলক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপ কর্তৃক মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির অডিটরিয়ামে শুক্রবার (১৫ সেপ্টেম্বর ) ২০২৩ বিকাল ৪ঃ০০ টায় এক বিশেষ সভা আয়োজন করা হয়।
    উক্ত অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ ।
    বাংলাদেশের জনগণের গড় আয়ু বৃদ্ধির কারণে ক্রমবর্ধমান বয়স্ক জনগোষ্ঠীকে টেকসই ও সুসংগঠিত সমাজিক নিরাপত্তা বলয়ের আওতাভুক্ত করার লক্ষ্যে “সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২৩” পাশ করা হয়েছে। সভার শুরুতেই রয়েছে সর্বজনীন পেনশন স্কিম-এর উপর নির্মিত বিশেষ ভিডিও প্রতিবেদন প্রদর্শন করা হয়। ।
    উল্লেখ্য মালদ্বীপস্থ ন্যাশনাল ব্যাংক মানি ট্রান্সফার লিমিটেড-এর সম্মানিত সি.ই.ও জনাব মোহাম্মদ মাসুদুর রহমান পেনশন স্কিম এর জন্য প্রয়োজনীয় ব্যাংক একাউন্ট খোলা ও বৈধ পথে রেমিটেন্স প্রেরণ সম্পর্কে আলোচনা করেন।
    বাংলাদেশ হাই কমিশনের কাউন্সেলর (শ্রম) ও দূতালয় প্রধান মোঃ সোহেল পারভেজ সর্বজনীন পেনশন স্কিম (প্রবাস) এর বিভিন্ন সুবিধা ও নিয়মকানুন সম্পর্কে আলোকপাত করেন, এরপর পেনশন স্কিমে রেজিস্ট্রেশন পদ্ধতি সম্পর্কে একটি বিশেষ ভিডিও প্রতিবেদন প্রদর্শন করা হয়। পরবর্তী পর্যায়ে পেনশন স্কিম ও অন্যান্য বিভিন্ন বিষয়ে উপস্থিত প্রবাসী বাংলাদেশীদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়।
    সবশেষে সভার মান্যবর হাই কমিশনার এস এম আবুল কালাম আজাদ প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন, তিনি উল্লেখ করেন বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গঠনের অংশ হিসেবে বাংলাদেশের সকল নাগরিককে স্বাবলম্বী করা ও বৃদ্ধ বয়সের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বজনীন পেনশন স্কিম চালু করেছে বর্তমান সরকার। তিনি মালদ্বীপে বসবাসরত সকল বাংলাদেশীদের এই পেনশন স্কিম-এ অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান। তিনি সবাইকে পেনশন স্কিম বিষয়ে কোন গুজবে কান না দেয়ার জন্য অনুরোধ জানান। তিনি জানান বেসরকারী চাকরিরত ও অন্যান্য পেশায় কর্মরত সকল বাংলাদেশীদের দীর্ঘদিনের পেনশন প্রাপ্তির আকাঙ্খা এই সর্বজনীন পেনশন এর মাধ্যমেই পূরণ হবে।
    উপস্থিত অংশগ্রহণকারীদের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

  • মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি সম্পুর্ন পর্যবেক্ষক আমন্ত্রণে : ইএমএফ চেয়ারম্যান মোহাম্মদ আবেদ আলী

    মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি সম্পুর্ন পর্যবেক্ষক আমন্ত্রণে : ইএমএফ চেয়ারম্যান মোহাম্মদ আবেদ আলী

    মোঃ আবদুল্লাহ কাদের মালদ্বীপ থেকে ঃ
    আগামী শনিবার ৯ সেপ্টেম্বর দ্বীপরাষ্ট্র মালদ্বীপের অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন ।দেশটির আগামী অষ্টম জাতীয় প্রেসিডেন্ট নির্বাচন-পূর্ব পরিস্থিতি ও পরিবেশ মূল্যায়নে বিভিন্ন দেশের নির্বাচনীও পর্যবেক্ষকদের ন্যায় বাংলাদেশের পক্ষ থেকে তিন সদস্যের প্রতিনিধি দল স্থানীয় সময় রাত সাড়ে আটটায় ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
    মালদ্বীপের ৯ সেপ্টেম্বর শনিবার প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি সম্পুর্ন করেছে নির্বাচন কমিশন (ইসি) বৃহস্পতিবার জানিয়েছে, শনিবারের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি সম্পুর্ন হয়েছে ব্যালট পেপার ব্যালক বক্স সহ নির্বাচনের প্রয়োজনীয় সরঞ্জাম প্রতিটি দ্বীপে ও দেশের বাহিরে পাঠানো হয়েছে। ৭ সেপ্টেম্বর বিদেশি পর্যবেক্ষক ও পর্যবেক্ষকরা মালদ্বীপে আসতে শুরু করেছেন।মালদ্বীপের নির্বাচন কমিশনের ভাইস প্রেসিডেন্ট ইসমাইল হাবীব বলেন, শুক্রবার সন্ধ্যা নাগাদ তারা পৌঁছে যাবে।
    বিদেশি পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশ থেকে আসেন বাংলাদেশের ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলীর নেতৃত্ব একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার সাত সেপ্টেম্বর সন্ধ্যায় মালদ্বীপ এসে পৌঁছালে এই প্রতিনিধি দলকে মালদ্বীপের ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দরে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রবাসী সোশ্যাল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে প্রবাসী সোশ্যাল ওয়ার্কার্স এসোসিয়েশনের সকল সদস্য বৃন্দ।প্রবাসী সাইফুল ইসলাম, এম আর মামুন, সহ মালদ্বীপের প্রবাসী সাংবাদিক বৃন্দ।
    মালদ্বীপের নির্বাচন পর্যবেক্ষণ শেষে রোববার (১০ সেপ্টেম্বর) শ্রীলঙ্কা সফর করবেন। শ্রীলঙ্কায় অবস্থানকালে ১১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে ও শ্রীলঙ্কা নির্বাচন কমিশনের চেয়ারম্যান আরএমএল রথনায়েকের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করবেন এবং আগামী ১২ সেপ্টেম্বর শ্রীলংকা এয়ারলাইন্সে সকাল সাড়ে এগারোটায় ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন তিনি।
    ইএমএফ চেয়ারম্যান মোহাম্মদ আবেদ আলীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন ইলেকশন মনিটরিং ফোরামের পরিচালক ড. মো: আজাদুল হক ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিনিধি আবু সালেহ ইয়াহিয়া।

  • মালদ্বীপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে ৪৫ তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    মালদ্বীপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে ঃ- মালদ্বীপের রাজধানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে শুক্রবার (১ সেপ্টেম্বর ) ২০২৩ স্থানীয় সময় সন্ধ্যা ৬:৩০ Mellow meal রেস্তোরাঁয় বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
    মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম এর সঞ্চালনায়, পবিত্র কোরআন তেলওয়াত করেন হাফেজ মোঃ মাসুম বিল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান।

    আয়োজিত সভায় বক্তব্যেয় বক্তৃতারা বলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনাসহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনা করেন।

    উল্লেখ্য প্রধান অতিথি মোঃ খলিলুর রহমান তার বক্তব্যে বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান সহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি।পাশাপাশি বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশের মানুষের গনতন্ত্র প্রতিষ্ঠা, সাধারন জনগন সহ সকলের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আগামী আন্দোলন কর্মসূচিতে ঝাপিয়ে পড়ার আহবান করেন তিনি।

    উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সিনিয়র সহ-সভাপতি নেহের রানা মিয়া, সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন,সহ সভাপতি মো:এরশাদ হোসাইন, সহ সভাপতি, মো:রহিম মিয়া সহ-সভাপতি মো: মাহবুব আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মাহমুদুল হাসান কালাম, মো:শফিকুল ইসলাম, মো:আবু জাহের মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মোঃ খলিলুর রহমান শাহজী, সহ-প্রচার সম্পাদক মো:হালিম ভূইয়া, সহ-প্রচার সম্পাদক মো:করিম রানা, সহ-প্রচার সম্পাদক মো: নুরুল ইসলাম তারা, সহ-প্রচার সম্পাদক মো:পিয়াস ইসলাম, সহ প্রচার সম্পাদক মো:নাজমুল, দপ্তর সম্পাদক মো:ওমর ফারুক অনিক খন্দকার,সহ-দপ্তর সম্পাদক মো:সিয়াব, কোষাধ্যক্ষ মো: আব্দুল কাদের, ক্রিড়া সম্পাদক মোঃ মামুন মিয়া, সহ ক্রিড়া সম্পাদক মোঃ সালাম গাজী, মো:মাসুম বিল্লাহ ধর্ম বিষয়ক সম্পাদক, মো: আরিফুল ইসলাম সভাপতি মালদ্বীপ যুবদল, মোঃ রফিকুল ইসলাম, মো: হারুন মিয়া সেচ্ছেসেবক, মো: শাহিন, মো: জাহিদুল ইসলাম,মো: আনাস,মো: ইসরাফিল, মো:নাসির সরকার, মো: শরিফ হোসেন সহ শিক্ষা বিষয়ক সম্পাদক, মো: জাকির হাওলাদার,মো: আরমান হোসেন, মো: মাসুম মুন্না, মো: ওসমান গনি মালদ্বীপ বিএনপি’র সিনিয়র সদস্য, মো: শাওন সদস্য, মো: মাসুম মুন্না বিএনপি নেতা,কাজী মুখলেস বিশিষ্ট ব্যবসায়ী,মো: আল আমিন মদিনা জামায়াত আহ্বায়ক, মো: আমিন ফয়সাল যুবদল, মো: সামি এবং সাংবাদিকবৃন্দ

    পরিশেষে অনুষ্ঠানে কেক কেটে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

  • মালদ্বীপে বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্মদিন পালিত

    মালদ্বীপে বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্মদিন পালিত

    মোঃ আবদুল্লাহ কাদের,মালদ্বীপ থেকে ঃ- বুধবার (১৬ আগস্ট) ২০২৩ মালদ্বীপের রাজধানীতে রাত ১০:৩০ মিনিট এ স্টার হোটেলে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মালদ্বীপ শাখা বিএনপি ‘র উদ্যোগে।
    পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান সূচনা করে কোরআন তেলওয়াত করেন কারী মো: মাসুম বিল্লাহ, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মালদ্বীপ শাখা বিএনপি’র। অনুষ্টানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান।
    উল্লেখ্য উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সভাপতি তিনি তার বক্তব্যয় তিনবারের সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সংক্ষিপ্ত আলোচনা করে তাঁর জন্য প্রবাসে এবং দেশের মানুষের কাছে দোয়া কামনা করেন, এবং সবাইকে ঐক্যবদ্ব্য হয়ে আগামী নির্বাচন নিরপেক্ষর জন্য কাজ করার অনুরোধ জানান।

    উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালদ্বীপ বি এন পির সিনিয়ার সভাপতি মো. নেহের মিয়া রানা, সহ সভাপতি মো: ,বাবুল হোসেন, মো. সাহা আলম, মো: আলতাফ হোসেন, মো. ফারুক হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম , প্রচার সম্পাদক খলিলুর রহমান, মামুন মিয়া, আবদুল কালাম মোল্লা, আব্দুল আলিম, মাসুম মুন্না,আব্দুর রহিম, শওকাত হোসেন, আলি আহম্মেদ, করিম রানা, পিয়াস হাসানসহ মালদ্বীপ বিএনপির অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ এবং প্রবাসী সাংবাদিক বৃন্দ।
    পরিশেষে জিয়া পরিবার সহ সমগ্র দেশ ও জাতির কল্যাণে দোয়া করে নৈজ্যভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।

  • মালদ্বীপ থেকে  রেমিট্যান্স পাঠানোর জন্য যথেষ্ট ব্যাংকিং পরিসেবা নেই তাই রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ

    মালদ্বীপ থেকে রেমিট্যান্স পাঠানোর জন্য যথেষ্ট ব্যাংকিং পরিসেবা নেই তাই রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ

    মোঃ আবদুল্লাহ কাদের মালদ্বীপ থেকে ঃ- ভারত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ, যা বিষুব রেখা জুড়ে বিস্তৃত। দেশটি ১১৯২টি দ্বীপ নিয়ে গঠিত যার দৈর্ঘ্য ৮৭১ কিলোমিটার। মোট আয়তন আনুমানিক ৯০ হাজার বর্গকিলোমিটার হলেও শুষ্ক ভূমি মাত্র ২৯৮ বর্গকিলোমিটার। দ্বীপগুলোকে ২৬টি প্রবালপ্রাচীরের ডাবল চেইনে বিভক্ত করা হয়েছে। ১১৯২টি দ্বীপ থাকলেও মাত্র ২০০টি দ্বীপে জনবসতি রয়েছে। প্রবালপ্রাচীরের রিসোর্টগুলো পর্যটকগণ ব্যবহার করলেও কিছু কিছু দ্বীপ শিল্প ও কৃষিকাজের জন্য ব্যবহৃত হয়।

    রাজধানী, রিসোর্ট ও কিছু দ্বীপে বাংলাদেশি শ্রমিক আছে প্রায় ৬০ থেকে ৭০ হাজার, তাদের বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর জন্য যথেষ্ট ব্যাংকিং পরিষেবা নেই। ফলে, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠানোর ক্ষেত্রে ভোগান্তি পোহাতে হয়, গুনতে হয় বাড়তি খরচ। বাধ্য হয়ে হুন্ডি বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের ওপর নির্ভর করতে হয় প্রবাসীদের। তাই, মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা খোলার দাবি জানিয়েছেন মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিরা।

    প্রবাসীদের মালদ্বীপে নিয়োগের সময় ডলারে বেতন দেওয়ার কথা কাগজে উল্লেখ করা হলেও বেশিরভাগ কোম্পানি ও মালিকপক্ষ বেতন দেয় মালদ্বীপের মুদ্রা রুপিয়ায়। সরকারিভাবে ১৫ দশমিক ৪২ রুপিয়া দিয়ে কিনতে হয় এক ডলার। কোম্পানিগুলো কর্মীদের রুপিয়া দিয়ে বেতন পরিশোধ করে সরকারি দামে। তার মানে ১৫ দশমিক ৪২ রুপিয়া করে। প্রবাসীদের দেশে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে হয় ডলার কিনে। ডলার কিনতে হয় ব্ল্যাক মার্কেট থেকে। ব্ল্যাক মার্কেটে এক ডলারের দাম ১৭-১৮ রুপিয়া। এতে প্রতি ডলারে তিন থেকে চার রুপিয়া বেশি দিতে হয়। বাংলাদেশি মুদ্রায় হিসাব করলে প্রতি ডলারে ২৫-৩০ টাকা কম পান প্রবাসীরা।

    বাংলাদেশ থেকে মালদ্বীপে আসা ব্যক্তিদের বেশিরভাগই শ্রমিক। তাদের অধিকাংশই এখন নানা সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছেন। মালদ্বীপে ৬০ থেকে ৭০ হাজার বাংলাদেশি কর্মী আছেন। গত বছর ছিল ১ লাখের বেশি। এসব শ্রমিকের মধ্যে অর্ধেকের বেশি অবৈধ। তারা দৈনিক হাজিরার ভিত্তিতে কাজ করেন। তাদের মধ্যে দক্ষ ও অদক্ষ উভয় ধরনের শ্রমিক আছেন। অবৈধভাবে মালদ্বীপের বিভিন্ন দোকান-মার্কেট-রিসোর্ট-হোটেলে কাজ করার পাশাপাশি ব্যবসা করছেন অনেক বাংলাদেশি। এসব শ্রমিকের মধ্যে যারা বৈধভাবে কাজ করছেন, তাদের মধ্যে অল্প সংখ্যক প্রবাসী ভালো আছেন।

    যারা অবৈধ, তারা সমস্যার মধ্যে আছেন। তারা অসুস্থ হলে ডাক্তার দেখাতে পারেন না। বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠাতে পারেন না। কারণ, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে হলে বৈধ কাগজপত্র থাকতে হয়।

    যেসব প্রবাসী বৈধ। বেতন পাচ্ছেন রুপিয়ায়। তারা রেমিট্যান্স পাঠাতে গেলে দেখা দেয় সমস্যা। কারণ, ডলার পাওয়া যায় না সরকারি দামে। কিনতে হয় তিন থেকে চার রুপিয়া বেশি দিয়ে। তাই, দেশ হারাচ্ছে রেমিট্যান্স। পকেটে ভারী হচ্ছে হুন্ডি ব্যবসায়ীদের।

    এজন্য অনেকেই ডিজিটাল হুন্ডি বা বিকাশে টাকা পাঠাতে বাধ্য হচ্ছেন। এজন্য প্রতি ৫ হাজারে খরচ করতে হয় বাড়তি ৩০০ টাকা। এ টাকা দালালের পকেটে যায়। অধিকাংশ প্রবাসী বলছেন, বাংলাদেশ সরকার যদি এখানে বাণিজ্যিক ব্যাংক চালু করে এবং মালদ্বীপের রুপিয়ায় রেমিট্যান্স পাঠানোর ব্যবস্থা করে, তাহলে এ সমস্যার সমাধান হবে। এতে মালদ্বীপ থেকে বাংলাদেশে রেমিট্যান্স যাবে বেশি। মালদ্বীপ প্রবাসী নিম্ন আয়ের বাংলাদেশিরা এর সুফল পাবেন।

    অভিবাসীদের সুবিধার কথা চিন্তা করে চলতি বছর ফেব্রুয়ারি মাসে কমার্শিয়াল ব্যাংক অব মালদ্বীপ (সিবিএম) থেকে প্রতি মাসে বাংলাদেশে ৫০০ ডলার সমমানের রুপিয়া পাঠানোর সুযোগ করে দেওয়া হয়েছিল। কিন্তু, ডলার সংকটের কারণে জুলাই মাস থেকে সে সুযোগে ৩০০ ডলারে নামিয়ে আনা হয়েছে। আগস্ট মাসে ৩০০ থেকে কমিয়ে ২৫০ ডলার করা হয়েছে। প্রতিদিন বাংলাদেশি ২০ জন ও শ্রীলঙ্কান ২০ জনকে রুপিয়ার মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর সুযোগ দিচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ। প্রবাসী বাংলাদেশিরা এ সুযোগ আরও বাড়ানোর দাবি জানাচ্ছেন।

    ব্যাংকে রেমিট্যান্স পাঠাতে আসা কয়েকজন প্রবাসী বাংলাদেশি নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের অন্য ব্যাংকে অ্যাকাউন্ট ছিল। সিবিএম যখন রুপিয়ার মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠানোর সুযোগ দেয়, তখন সেই অ্যাকাউন্ট বন্ধ করে সিবিএম ব্যাংক থেকে লেনদেন শুরু করি। কিন্তু, রুপিয়ার মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর জন্য অভিবাসী শ্রমিক গ্রাহক সংখ্যা বেড়ে যাওয়ায় রুপিয়ার মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে হিমসিম খাচ্ছে ব্যাংকটি তাই এখন প্রতিদিন মাত্র ২০ জন প্রবাসীকে টোকেন নাম্বার দিচ্ছে। এটি আবার আগের মতো করা প্রয়োজন। পাশাপাশি বাংলাদেশ সরকারকেও মালদ্বীপ সরকারের মতো এ ধরনের ব্যাংকিং উদ্যোগ নিয়ে এগিয়ে আসা উচিত।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবছরে মালদ্বীপ থেকে বৈধ পথে প্রবাসীরা ২ কোটি ২০ লাখ ১০ হাজার ডলার দেশে পাঠান, যা পরের অর্থবছরে দ্বিগুণ হয়েছে। মালদ্বীপ প্রবাসীরা যদি বৈধ পথে রুপিয়ার মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে পারেন, এটি তিন গুণ হবে বলে আশা করা যায়।

    মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিদের সরকারি বিনিময়মূল্যে ডলার প্রদান বা রুপিয়ার মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশটির অর্থমন্ত্রীর কাছে গত বছর অনুরোধ জানানো হয়েছে।

    পাশাপাশি দেশটিতে থাকা পরিচয়পত্রহীন (আনডকুমেন্টেড) প্রবাসী বাংলাদেশি কর্মীদের বৈধ উপায়ে দেশে রেমিট্যান্স পাঠাতে সহযোগিতা দেওয়ার অনুরোধ করা হয়েছে। গত বছর সেপ্টেম্বরে মালদ্বীপের অর্থমন্ত্রী ইব্রাহিম আমীরের সঙ্গে তার মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাতের সময় এই অনুরোধ জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ। এছাড়া, তিনি প্রবাসী বাংলাদেশিদের সঠিক বেতন রশিদ দেওয়াসহ ডলারে বেতন পরিশোধের অনুরোধ জানান। দুই দেশের সম্পর্কের পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের জন্য ওয়ার্ক ভিসা খোলার জন্য মালদ্বীপ সরকারকে অনুরোধ জানান হাইকমিশনার। মালদ্বীপের অর্থমন্ত্রী বাংলাদেশি কর্মীদের নিষ্ঠা ও কর্মদক্ষ
    মালদ্বীপে কমার্শিয়াল ব্যাংক অব মালদ্বীপ (সিবিএম ব্যাংকের সামনে অভিবাসীদের প্রবাসীরা।

  • মালদ্বীপে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী পালিত

    মালদ্বীপে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী পালিত

    মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে ঃ- বাংলাদেশ হাইকমিশনার মালদ্বীপ কর্তৃক বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবীদ শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন যথাযোগ্য মর্যাদায় এবং গভীর শ্রদ্ধায় বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপে ( ০৫ আগস্ট) ২০২৩ স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবীদ শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী উদযাপিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
    এরপর শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয় । অত:পর মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান মন্ত্রীর বাণী পাঠ করেন যথাক্রমে মিশনের তৃতীয় জনাব চন্দন কুমার সাহা ও প্রশাসনিক কর্মকর্তা মিজ শিরিন ফারজানা। আলোচনা পর্বে হাইকমিশনের কাউন্সিলর (শ্রম) ও দূতালয় প্রধান মো: সোহেল পারভেজ স্বাগত বক্তব্য প্রদান করেন। তাঁর স্বাগত বক্তব্যে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল –এর বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক তিনি তুলে ধরেন। প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব মো: দুলাল মাতবর শহীদ ক্যাপ্টেন শেখ কামাল- এর বর্ণাঢ্য কর্মময় জীবন ও গুনাবলী নিয়ে আলোচনা করেন। অত:পর শহীদ ক্যাপ্টেন শেখ কামাল –এর জীবনের উপর ভিত্তি করে নির্মিত একটি প্রামণ্য চিত্র প্রদর্শন করা হয়।
    পরিশেষে অনুষ্ঠানের প্রধান অতিথি মান্যবর হাইকমিশনার রিয়াল এডমিরাল এস এম আবুল কালাম আজাদ, শহীদ ক্যাপ্টেন শেখ কামাল –এর সাফল্যমন্ডিত কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার মূল্যবান বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে জাতির পিতা তাঁর পরিবারের সদস্য ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি তরুণ ও যুব সমাজকে শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর জীবনী অনুসরণ করে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ততার মাধ্যমে সুন্দর জীবন গঠনের জন্য আহ্বান জানান। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশের অগ্রগতি ও সমৃদ্ধিতে গৃহীত কার্যক্রমের উপর আলোকপাত করেন ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। অত:পর দেশের উত্তরোত্তর উন্নতি কামনাসহ বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল ও ১৫ আগষ্টে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা তাজুল ইসলাম।
    পরিশেষে প্রধান অতিথি কর্তৃক উপস্থিত সকলকে নিয়ে কেক কাটা ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

  • মালদ্বীপে মদিনার জামাতের উদ্যোগে  প্রবিএ আশুরা উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    মালদ্বীপে মদিনার জামাতের উদ্যোগে প্রবিএ আশুরা উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে ঃ- , বিশ্বের বিভিন্ন দেশের সাথে মিল রেখে মালদ্বীপে পালিত হয়েছে পবিত্র আশুরা,
    মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে প্রবিএ আশুরা উপলক্ষে ইমাম হোসাইন (রঃ) স্মরণে আলোচনা, জিকির ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় গতকাল ২৮ ই জুলাই, রোজ শুক্রবার, রাত নয়টায়, মালদ্বীপের রাজধানী মালের মাবিয়া মাগু হোটেল সিক্সটি সিক্স রেস্তোরেন্টে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়,
    দোয়া মাহফিল পরিচালনা,প্রবিএ কোরআন থেকে তেলাওয়াত করেন, মদিনার জামাত মালদ্বীপ শাখার প্রতিষ্ঠাতা আহবায়ক ও প্রবাসী সাংবাদিক মোঃ আল আমিন, মাহফিলে সভাপতিত্ব করেন মালদ্বীপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিউ কনস্ট্রাকশন প্রাঃ লিঃ এর সম্মানিত চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব দুলাল মাদবর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন বি এল মানি টান্সপার লোকাল ডিরেক্টর জনাব হান্নান খাঁন কবির, মালদ্বীপ আওয়ামী লীগের উপদেষ্টা ব্যবসায়ী মোঃ মজিবুর রহমান, সিনিয়র সহ সভাপতি হাজী মোঃ সাদেক, সহ সভাপতি ও প্রবাসী ব্যবসায়ী মোঃ মনির হোসেন, সহ সভাপতি মোঃ ফাইজুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক ও ফুড এন্ড ফুড মালদ্বীপের সিইও মোঃ নুরে আলম রিন্টু, মোঃ সিদ্দিকুর রহমান সাংবাদিক মাহমুদুল হাসান কালাম, ও সাংবাদিক মোঃ রবিউল আলম , মাহফিলে প্রদান বক্তার বক্তব্যে কোরআন ও হাদিসের আলোকে , পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য মুলক মূল্যবান নসিহত পেশ করেন মদিনার জামাত মালদ্বীপ শাখার সাবেক সভাপতি হযরত মাওলানা মোঃ তাজুল ইসলাম সাহেব,মাওলানা মহসিন কবির সাহেব,মাওলানা শাহ আলম সাহেব,বক্তাগণ তাদের বক্তব্যে হোসাইনের চেতনায় উজ্জীবিত হয়ে জীবন পরিচালনা করার আহ্বান জানান, অনুষ্ঠানের আগত সকলের কল্যাণ ও মঙ্গল কামনা দুনিয়ার শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে ও কবর বাসীর রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃতাজুল ইসলাম, , দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি মোঃ শাহজালাল সিকদার, মোঃ বাবুল হোসেন, মোঃ মাসুম মুন্না, মোঃ সজিবুল ইসলাম সজিব , আঃ রহমান সাগর, মোঃ মিজানুর রহমান, মোঃ সাহাদাত হোসেন, মোঃ মামুন, মোঃ বাবুল হোসেন, মোঃ নুরে আলম ভুঁইয়া, মোঃ দেলোয়ার হোসেন, গাজী মোঃ জাহিদ,মোহাম্মদ আলী, মোঃ রাসেল, মোঃ দিদারুল আলম, মোঃ করিম রানা, মোঃ ইসরাফিল, নাছির সরকার মোঃ পারভেজ, সহ আরো অনেকে উপস্থিত ছিলেন, পরিশেষে অনুষ্ঠানে আগত সকল অতিথিদের মাঝে তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

  • ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে মালদ্বীপ প্রবাসীকে একটি  বিমান টিকেট হস্তান্তর

    ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে মালদ্বীপ প্রবাসীকে একটি বিমান টিকেট হস্তান্তর

    মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে ঃ- গুরুত্ব অসুস্থ প্রবাসী বাংলাদেশী কর্মী মোহাম্মদ সেন্টু মিয়া কে দেশে ফিরে যাওয়ার জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড-Wage Earners’ Welfare Board এর অর্থায়নে একটি এয়ার টিকেট হস্তান্তর করেন মান্যবর হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।

    বিমান টিকেট হস্তান্তর সময়ে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনার মিশনের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ সোহেল পারভেজ ও কল্যাণ সহকারী আল মামুন পাঠান। মোহাম্মদ সেন্টু মিয়া বেশ কিছুদিন যাবত চোখে দেখতে পারছেন না এবং তার চোখের অপারেশন প্রয়োজন এমতাবস্থায় তাহার নিকট পরিমাণ মতো টাকা না থাকায় মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের স্বরপন্ন হয়।

    জানা যায় মোহাম্মদ সেন্টু মিয়ার বাড়ী কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায়।

  • মালদ্বীপে বিশিষ্ট ব্যাবসায়ী  খলিলুর রহমান’র জন্মদিন পালিত

    মালদ্বীপে বিশিষ্ট ব্যাবসায়ী খলিলুর রহমান’র জন্মদিন পালিত

    মোঃ আবদুল্লাহ কাদের মালদ্বীপ থেকে : মালদ্বীপ শাখা বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমানের জন্মদিন উপলক্ষে দলীয় নেতা কর্মীদের এবং মালদ্বীপ প্রবাসীদের ভালোবাসায় ও জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন।

    মালদ্বীপের রাজধানী মালের স্থানীয় মিলোমিল রেস্টুরেন্টে মালদ্বীপ বিএনপির আয়োজনে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মোঃ খলিলুর রহমান।

    কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে শুরুতেই মদিনা জামাত মালদ্বীপ শাখার আহবায়ক মোঃ আল আমিন এর পবিত্র কোরআন তেলাওয়াত শেষে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহ বিএনপির সকল নেতা কর্মীদের সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন মালদ্বীপ বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ।

    অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালদ্বীপ বিএনপির সিনিয়র সহ-সভাপতি নেহের মিয়া রানা, সহ-সভাপতি মো. ফারুক হোসেন, মো. আলতাব হোসেন, মোহাম্মদ আলমগীর মজুমদার, মোহাম্মদ এরশাদ মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ শরিফুল ইসলাম, মো. রবিউল আলম, ইয়াসিন মজুমদার সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক, প্রচার সম্পাদক মো. খলিলুর রহমান শাহাজী , মোহাম্মদ করিম মো. আব্দুর রহিম,মোঃ পিয়াস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মনির হোসেন, মোহাম্মদ আলী, মো. শরিফ, ক্রিয়া বিষয়ক সম্পাদক মোঃ মামুন, স্বেচ্ছাসেবক দলের মালদ্বীপ শাখার প্রস্তাবিত সভাপতি মোঃ মাসুম মুন্না। মালদ্বীপ শাখার যুবদল নেতা মোহাম্মদ আরিফ হোসেন, মোঃ মান্নান, হাজী মোঃ আলামিন, মোঃ মাহবুবুর রহমান প্রমুখ।

    অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে, জাতীয়তাবাদের আদর্শের শত শত নেতাকর্মী কেক কেটে মালদ্বীপ প্রবাসীদের প্রিয় নেতা সংগঠনের সভাপতি মোঃ খলিলুর রহমানের জন্মদিন উদযাপন করেন। পরে নৈশ্যভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়

  • ইউরোপীয়ান পার্লামেন্টের ৬ এমপি’র বিবৃতি প্রত্যাহারের দাবীতে-স্মারকলিপি

    ইউরোপীয়ান পার্লামেন্টের ৬ এমপি’র বিবৃতি প্রত্যাহারের দাবীতে-স্মারকলিপি

    প্রেস বিজ্ঞপ্তি।

    নেদারল্যান্ডস আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে-জানানো হয় যে, গত ১২ জুন ২০২৩, ইউরোপীয়ান পার্লামেন্টের ছয়জন এমপি, বাংলাদেশের মানবাধিকার এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ কয়েকটি বিষয়ে-“ইউরোপীয়ান ইউনিয়নের পররাষ্ট্র এবং নিরাপত্তা বিষয়ক উচ্চ প্রতিনিধি/ ইউরোপীয়ান কমিশনের ভাইস-প্রেসিডেন্ট জনাব জোসেপ বোরেলের নিকট চিঠি লিখেছেন। যা-বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হয়। এর প্রতিবাদে এবং তাদের বিবৃতি প্রত্যাহারের দাবীতে-গত ২৪ জুন, জনাব জোসেপ বোরেলের নিকট একটি স্মারকলিপি প্রেরণ করেছে, নেদারল্যান্ডস আওয়ামী লীগ।এতে-স্বাক্ষর করেছেন, এই সংগঠনের ভারপ্রাপ্ত-সভাপতি জনাব এমরান হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা জামান।

    উক্ত স্মারকলিপিতে-উল্লেখ করা হয় যে, সংশ্লিষ্টদের বিবৃতি মোটেই তথ্যভিত্তিক নয় এবং অতিরঞ্জিত। তাদের বিবৃতি অবশ্যই-স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যান্তরীণ বিষয়ের ওপর হস্তক্ষেপ। এবং একটি স্বাধীন দেশের সংবিধানের ওপর হস্তক্ষেপ-করা হয়েছে, এই কথাগুলোও ঐ স্মারকলিপিতে উল্লেখ করা হয়। সেখানে-আরো উল্লেখ করা হয় যে, বাংলাদেশ তথা বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপ্রচার-প্রোপাগান্ডার জন্য বিশ্বজুড়ে বিএনপি-জামাতের যে, লবিষ্ট ফার্ম রয়েছে, সংশ্লিষ্টদের বিবৃতি ঐ ধারাবাহিকতারই অংশ।

    আরো উল্লেখ করা হয় যে, স্বাভাবিক ভাবে বিশ্বের প্রত্যেক দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়-স্ব স্ব দেশগুলোর সংবিধান অনুযায়ী। বাংলাদেশও এর ব্যাতিক্রম নয়। বাংলাদেশের আগামী জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে, নিজ দেশের সংবিধান অনুযায়ী। এতে-বহির্বিশ্বের কারো হস্তক্ষেপ যেমন কাম্য নয়-তেমনি গ্রহণযোগ্যও নয়। সংশ্লিষ্টদের বিভ্রান্তিমূলক ঐ বিবৃতি প্রত্যাহারের জন্যও অনুরোধ জানানো হয়েছে। চারপৃষ্টাব্যপী ঐ স্মারকলিপিতে-বাংলাদেশের বিভিন্ন বিষয়ও তুলে ধরা হয়। নেদারল্যান্ডের প্রবাসী বাংলাদেশী হিসেবেই ঐ স্মারকলিপি প্রেরণ করা হয়েছে। বাংলাদেশের গণতন্ত্র যাতে-দীর্ঘজীবী হয়, সেজন্যও স্মারকলিপিতে-“ইউরোপীয়ান ইউনিয়নের পররাষ্ট্র এবং নিরাপত্তা বিষয়ক উচ্চ প্রতিনিধি/ ইউরোপীয়ান কমিশনের ভাইস-প্রেসিডেন্ট জনাব জোসেপ বোরেলের সুদৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

    বার্তাপ্রেরকঃ মোস্তফা জামান
    সাধারণ সম্পাদক
    নেদারল্যান্ডস আওয়ামী লীগ।