Author: desk

  • নড়াইলে কাকের খাবার হলো নবজাতক

    নড়াইলে কাকের খাবার হলো নবজাতক

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:

    নড়াইল পৌর এলাকার দুর্গাপুরে নির্মাণাধীন রেললাইনের পাশের খাল থেকে সদ্যভূমিষ্ট নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কাক ঠোকরানো মরদেহটি বুধবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উদ্ধার করা হয়। এর আগে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার সময় নবজাতকের লাশ দেখতে পান খালপাড়ের গৃহবধূ নিপা বেগম। এ সময় মৃত নবজাতকটিকে কাক ঠুকরিয়ে খাচ্ছিল। তার পিঠের অনেকখানি খেয়ে ফেলেছে কাকটি। খালের মধ্যে একটি কাঠেরগুড়ির ওপর নবজাতকের মরদেহ রাখা ছিল।

    বিষয়টি স্থানীয়দের মাঝে জানাজানি হলে আশেপাশের লোকজন ফুটফুটে নবজাতককে দেখতে ভিড় করেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে।

    স্থানীয় লোকজন জানান, ছেলে সন্তান নবজাতকটি সদ্যভূমিষ্ঠ বলে মনে হয়েছে। মঙ্গলবার রাতের যে কোনো সময় নবজাতকটি কে বা কারা ফেলে দিয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, নবজাতকটির বয়স প্রায় আটমাস। কারো হয়ত অবৈধ সন্তান এখানে ফেলে দিয়েছে। এমন নিষ্ঠুর ও অমানবিক ঘটনার ধিক্কার জানিয়েছেন সবাই।

    সদর থানার ওসি (চলতি দায়িত্ব) মাহমুদুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য নবজাতকের মরদেহ নড়াইল সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। #

  • প্রধানমন্ত্রী কর্তৃক গৃহহীনদের মাঝে গৃহ প্রদান

    প্রধানমন্ত্রী কর্তৃক গৃহহীনদের মাঝে গৃহ প্রদান

    মোঃ মনিরুল ইসলাম,নাচোল,
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
    “প্রধানমন্ত্রীর নির্দেশনা মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবেনা” এই স্লোগানকে সামনে রেখে আশ্রয়ন প্রকল্পের ৩য় পর্যায়ের ২য় ধাপে ভূমিহীন-গৃহহীন উপকারভোগীদের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    “সারাদেশের ন্যায়” চাঁপাই নবাবগঞ্জের নাচোলও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধনে যোগদেন নাচোল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার মোহাইমিনা আক্তার, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, মহিলা ডির্গী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নিসহ উপজেলা প্রসাশনের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শুভ উদ্বোধনে ২৬,২২৯টি উপকারভোগীরা বাড়ির শুভ উদ্বোধন করেন।

  • ভিডিও কনফারেন্সে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী পাথরঘাটায় ২১৪ পরিবার পেল জমিসহ গৃহ

    ভিডিও কনফারেন্সে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী পাথরঘাটায় ২১৪ পরিবার পেল জমিসহ গৃহ

    পাথরঘাটা (বরগুনা)প্রতিনিধি: প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় চলোমান পাথরঘাটার ২১৫ গৃহনির্মাণের মধ্যে প্রথম ধাপে ১০০ এবং দ্বিতীয় ধাপে ১১৪ পরিবারসহ এপর্যন্ত ২১৪পরিবার জমিসহ গৃহ বুঝে পেয়ে নতুনভাবে বেচে থাকার স্বপ্ন দেখছেন।

    বৃহস্পতিবার সকাল ১০টায় দেশের বিভিন্ন জেলা উপজেলায় ২৬,২২৯টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার বিবেক সরকারের সভাপতিত্বে উপজেলা পরিষদ সন্মেল কক্ষে এই ভিডিও কনফারেন্সে পাথরঘাটার ভুক্তভোগী ২১৫ ভূমিহীন গৃহহীন পরিবারের মধ্যে ১১৪ পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে তাদের জমিসহ গৃহ বুঝে পেয়ে উজ্জ্বীবিত হলেন। বাকি পরিবারগুলো পর্যায়ক্রমে তাদের জমি ও গৃহ পাবেন বলে পাথরঘাটা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে।

    অনুষ্ঠানে পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা এম এ খালেক সদস্য জেলা পরিষদ বরগুনা, পীযূষ কান্তি দে এডিসি রেভিনিউ বরগুনা,অমল তালুকদার সাধারণ সম্পাদক পাথরঘাটা প্রেসক্লাব এবং উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদের সকল জনপ্রতিনিধি এবং পিআইও মোকছেদুল আলম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তাগণ এই ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন#

    অমল তালুকদার।।

  • বানারীপাড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

    বানারীপাড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত। ‘৮০০ কোটির পৃথিবী সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যত গড়ি’ শ্লোগানকে সামনে রেখে এ উপলক্ষে বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুর ১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বানারীপাড়ার পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সুব্রত দেব রায় ও বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমন। স্বাগত বক্তৃতা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরেফিন। বরিশাল জেলা ও বানারীপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের অনবদ্য সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মহসিন-উল-হাসান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন প্রমুখ। অনুষ্ঠানে ২০২১-২২ অর্থ বছরে মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে অবদানের জন্য জেলা ও উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের সনদ প্রদানসহ পুরস্কৃত করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা ও বানারীপাড়ার পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালী অনুষ্ঠিত হয়।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।।

  • সিংড়ায় জাকাবা ইসলামী সম্মেলন অনুষ্ঠিত

    সিংড়ায় জাকাবা ইসলামী সম্মেলন অনুষ্ঠিত

    সিংড়া (নাটোর) প্রতিনিধি
    নাটোরের সিংড়ায় জামালী কাফেলা বাংলাদেশ এর উদ্যােগে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ জুলাই) রাতে উপজেলার ইটালী ইউনিয়নের বাঁশবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে রনবাঘা শান্তি জামে মসজিদের খতিব মুফতি শাহ্ জামাল উদ্দিন রাব্বানীর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ঠ ইসলামী চিন্তাবিদ ঢাকার মাও. আব্দুল খালেক শরীয়তপুরী, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জের মাও. ফরহাদুজ্জামান মাহদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিরুল উলুম মাদ্রাসার সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মিলন, ইউপি সদস্য কুরবান আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    মো. এমরান আলী রানা
    সিংড়া (নাটোর) প্রতিনিধি।।

  • জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ১০০ (একশত)পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ১০০ (একশত)পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    রিদয় হোসেন সদর, জয়পুরহাট প্রতিনিধিঃ
    জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক জয়পুরহাট সদর থানা এলাকা হতে ১০০(একশত)পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

    জয়পুরহাট জেলার সদর থানা এলাকায় ১৮-০৭-২০২২ খ্রিঃ তারিখ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই(নিঃ) মোঃ ফারুক হোসেন, পিপিএম, এসআই(নিঃ)মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট সদর থানাধীন চকবরকত ইউপির অন্তর্গত চকপাহুনন্দা গ্রামস্থ ধৃত আসামীর বসতবাড়ি মেইন গেটের সামনে হতে ১০০ (একশত)পিচ ইয়াবা ট্যাবলেটসহ আসামী ০১। মোঃ ছানোয়ার হোসেন(৪৫), পিতা-মোঃ আঃ গফুর, সাং-চকপাহুনন্দা, থানা ও জেলা- জয়পুরহাটকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। আসামীর বিরুদ্ধে পূর্বের ১টি মাদকের মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রহিয়াছে। ধৃত আসামী সদর থানার ১ নাম্বার বিটের ৮নং মাদকের তালিকা ভূক্ত মাদক ব্যবসায়ী।

  • হুইপ সামশুল হক চৌধুরী এমপি’র ব্যতিক্রমী জন্মদিন উদযাপন করেন বড়লিয়া ইউনিয়ন ছাত্রলীগ।

    হুইপ সামশুল হক চৌধুরী এমপি’র ব্যতিক্রমী জন্মদিন উদযাপন করেন বড়লিয়া ইউনিয়ন ছাত্রলীগ।

    নিজস্ব প্রতিনিধিঃ পটিয়ার গণমানুষের নেতা জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি মহোদয় এর শুভ জন্মদিন উপলক্ষে, পটিয়া উপজেলা ছাত্রলীগের কর্মসূচির ধারাবাহিকতায়, পটিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত শাকিল ও সাধারণ সম্পাদক আব্দুল আল নোমানের নির্দেশক্রমে, পটিয়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ কায়ছার হামিদ এর পরামর্শে বড়লিয়া ইউনিয়ন ছাত্রলীগ এর উদ্যোগে স্কুল ছুটির পরে ছাত্রছাত্রীদের মাঝে ১ম ধাপে ৫০টি গাছের চারা বিতরণ করা হয়।
    স্থানঃ- মেলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

    উপস্থিত ছিলেনঃ- অত্র বিদ্যালয় শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকা, ০৯নং ওয়ার্ড আওয়ামিলীগ নেতা সোলাইমান, নবনির্বাচিত পটিয়া উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক মো রায়হান উদ্দীন, নবনির্বাচিত পটিয়া উপজেলা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক উপ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন, বড়লিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আল সায়েম, বড়লিয়া ইউনিয়ন ছাত্রলীগের সংগঠক মোহাম্মদ শওকত, মোহাম্মদ আরমানুর রহমান চাঁদ, মো ফাহিম, ০৯নং ওয়ার্ড ছাত্রলীগ নেতৃবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।

  • গোদাগাড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২৬ হাজার ২শ ২৯টি পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন।

    গোদাগাড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২৬ হাজার ২শ ২৯টি পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন।

    মোঃ হায়দার আলী, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক রাজশাহীর গোদাগাড়ীতে প্রধান মন্ত্রী শেখ হাসিনা কতৃক ২৬ হাজার ২ শ ২৯ টি ভূমিহীন -গৃহহীনপরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল ১০ টার সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জানে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অয়েজ উদ্দিন বিশ্বাস।
    গোদাগাড়ী প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক এবিএম কামরুজ্জামান বকুলের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা আবু বাশির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক, গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারন অশোক কুমার চৌধুরী প্রমূখ।
    বক্তাগণ বলেন, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ১৮ টি বাড়ীর দলিলপত্র হস্তান্তর করা হয়। আগামীতে গোদাগাড়ীতে ৪শ ৪ টি এধরনের গৃহ নির্মান করা হবে। এ প্রকল্পের কাজটি সুন্দর, দুর্নীতিমুক্তভাবে কাজটি করা যায় এলাকার এমপি, চেয়ারম্যান, এলাকাবাসী সহযোগিতা করেছেন বলে বক্তাগণ মনে করেন।
    কাউসার আলী, জোসেফ, বাসন্তি সরেন, হারেসা বেগম, আজম আলী খান, শিল্পি খাতুন, কাজলী হেমরুন, লক্ষিমনি কিংকু, মিলন আলীসহ ১৮ জনকে বাড়ীর দলিলপত্র দেয়া হয়।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • বিশ্বজিৎ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি আলাউদ্দিন কারাগারে

    বিশ্বজিৎ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি আলাউদ্দিন কারাগারে

    মো;বাবুল হসেন পঞ্চগড় ;
    আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ আলাউদ্দিনকে (৩৫) কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে পঞ্চগড়ের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অলরাম কাজী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    এর আগে শুক্রবার ভোরে বগুড়ার শিবগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। রাতেই তাকে পঞ্চগড়ের আটোয়ারী থানায় হস্তান্তর করা হয়।

    তিনি আটোয়ারী উপজেলার ছোটধাপ গ্রামের হবিবুর রহমানের ছেলে। বিশ্বজিৎ হত্যা মামলার অন্যতম সাজাপ্রাপ্ত এ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

    পুলিশ জানায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিশ্বজিৎ হত্যাকাণ্ডের পর থেকে আলাউদ্দিন আত্মগোপনে ছিলেন। গত ৭ জুলাই ঈদের ছুটিতে স্ত্রীসহ বগুড়ার মোকামতলা বন্দরে শ্বশুরবাড়ি বেড়াতে যান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

    আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, তাকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

  • মধুপুরের দোখলা  কুলি মুজদুর ইউনিয়ন এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে

    মধুপুরের দোখলা কুলি মুজদুর ইউনিয়ন এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুরের দোখলা চৌরাস্তা বাজারের কুলি মুজদুর ইউনিয়ন এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ৮.টা থেকে বিকাল ৪ টা পর্ষন্ত মধুপুর দোখলা চৌরাস্তা বাজারের নিজ অফিস প্রাঙ্গণে এই ভোট গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
    এ শাখার মোট ভোটার সংখ্যা ১৪৩জন। নির্বাচনে মোট ৯জন প্রার্থী প্রতিদ্ধন্দিতা করছেন।
    নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানান নির্বাচনে দ্বায়িত্বরত প্রিজাইটিং অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
    নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উক্ত সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি আঃ মালেক তুলা।ভোট চলাকালীন সময় নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন দোখলা বিট কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, বাংলাদেশ ট্রাক ও কভার্ডভ্যান ইউনিয়ন দোখলা শাখার সভাপতি শহিদুল ইসলাম ফকির, অরণখোলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মিঃ ফিলিপ কুবি,মধুপুর থানা কুলি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলাল উদ্দিন, মধুপুর থানা কুলি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আ: ছালাম, দোখলা শাখার সাবেক সভাপতি মিঃ হেলিন, অরণখোলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ নস্কর আলী, ট্রাক ড্রাইভার্স ইউনিয়ন দোখলা শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিঠু, প্রমুখ।
    ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন অরণখোলা পুলিশ ফাঁড়ির এস, আই রেজাউল করিম সহ তার সঙ্গীয় পুলিশ সদস্যগন।