ঝিনাইদহ প্রতিনিধিঃ
আষাড় গেলো বৃষ্টিহীনতায়। চলে গেছে শ্রাবনও। বৃষ্টির দেখা মেলেনি ভাদ্র মাসের অর্ধেকেও। তীব্র খরা আর ভ্যাপসা গরমে মানুষের ত্রাহি দশা। তপ্ত রোদে ফেটে চৌচির হচ্ছে আমনের ক্ষেত। বৃষ্টির দেখা মেলেনি বর্ষা ঋতুর আড়াই মাসেও। মাঠের পর মাঠ জুড়ে চলছে সেচযন্ত্র। তারপরও কৃসকের স্বস্তি নেই। সেচ দেওয়া পানিও জমিতে বেশিক্ষণ থাকছে না। এমন পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। শুক্রবার ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান এলাকায় গিয়ে দেখা গেছে নিচু বা বিল এলাকার জমিতেও পানি নেই। পানির অভাবে উচু জমির ধান ক্ষেত ফেটে চৌচির। ধান গাছের গোড়ায় পানি না থাকায় পোকা মকড়ের উপদ্রুপ বেড়ে যাচ্ছে। সেচ আর কীটনাশক খরচ মেটাতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। তথ্য নিয়ে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় আমন আবাদ হয়েছে এক লাখ তিন হাজার ১৫৫ হেক্টর জমিতে। আবাদের লক্ষ্যমাত্রা ছিল এক লাখ চার হাজার ৭৫০ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার বাকি জমিতে পাট থাকার কারণে আবাদে দেরি হচ্ছে বলে জানায় জেলা কৃষি বিভাগ। ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, পানির অভাবে ফসলের জমিগুলো ফেটে চৌচির হয়ে গেছে। এতে অনেক জমির ধান মরে যাচ্ছে। অনেক কৃষক ধান বাঁচাতে জমিতে সেচ দিচ্ছেন। আর প্রতিবার সেচ দিতে বিঘাপ্রতি গুনতে হচ্ছে এক হাজার টাকা। উদয়পুর গ্রামের কৃষক আকাশ বলেন, পানির অভাবে জমি ফেটে চৌচির। ধান লাগানো প্রায় এক মাস হয়ে গেছে, এখনো কোনো উন্নতি নেই। আর জমিতে দেওয়ার জন্য সার তো পাওয়াই যাচ্ছে না। বাজারে সার আনতে গেলে বলছে সার নেই, আবার বেশি টাকা দিলে সার পাওয়া যাচ্ছে। তিনি আরও বলেন, সাত বিঘা জমিতে ধান লাগিয়েছি। এখন সব ধান মরে যাচ্ছে। মনে হচ্ছে ধানের জমি চাষ দিয়ে অন্য আবাদ করি। হলিধানীর কৃষক আলম বলেন, ধান লাগানোর পরে পানির অভাবে সার দিতে পারিনি। ধানের জমি সব ফেটে গেছে। আর বৃষ্টি না হলে সেচ দিয়ে ধানের আবাদ করলে তেমন লাভ হবে না। তারপরও বাধ্য হয়ে আমরা পানি সেচ দিচ্ছি। বংকিরা গ্রামের কৃষক বাবুল বিশ^াস জানান, এবছর উৎপাদক খরচ বেশি হবে। ধান চাষ করে দেনা দিতে দিতে কৃষক ফতুর হবে। ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল করিম বলেন, ঝিনাইদহে আমন ধান রোপণ প্রায় শেষ। এবছর আবহাওয়ার পরিবর্তন দৃশ্যমান। আষাঢ়-শ্রাবণ চলে গিয়ে ভাদ্র মাস চলছে, কিন্তু বৃষ্টির দেখা নেই। তিনি বলেন, কৃষকদের জমি ফেটে যাচ্ছে। তারা মেশিন দিয়ে সেচ দিচ্ছে। সেচের সঙ্গে বৃষ্টির খুব প্রয়োজন। বৃষ্টি পেলে ধানের আবাদ ভালো হবে। তারপরও সেচের মাধ্যমে যতটুকু সম্ভব কি ভাবে ধান উৎপাদন এগিয়ে নেওয়া যায়, সে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
Author: desk
-

খরায় পুড়ছে মাঠের ধান ক্ষেত উৎপাদন ব্যাহত হওয়ার আশংকা
-

এই প্রথম হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এলেন বর
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এই প্রথম নওরোজ ফারহান নূর নামে এক যুবক হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এসেছেন। ঢাকা থেকে আসা এ যুবকের সঙ্গে আসেন তার বাবা-মাসহ পরিবারের তিন সদস্য।এছাড়া অন্য বরযাত্রীরা সবাই আসেন সড়ক পথে।
শুক্রবার (০২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাবলিক ক্লাব মাঠে এসে নামে এই হেলিকপ্টারটি।এ সময় উৎসুক কয়েক’শ গ্রামবাসী ওই হেলিকপ্টার উঠানামা ও বর দেখতে সেখানে ভিড় জমান। এমনকি উৎসুক জনতার ভিড় ঠেকাতে পুলিশ পর্যন্ত মোতায়েন করা হয়।
বর নওরোজ ফারহান ঢাকার মহাখালী দোহস এলাকার আকিজ পার্টিকেলের ইডি হেলাল আহমেদের ছেলে। তিনি জাপান টোব্যাকো কোম্পানিতে চাকরি করেন।
আর কনে নাফিসা বিনতে নওয়াজের (নেহা) পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ বাজার পাড়া এলাকার ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি নুর নেওয়াজের মেয়ে।
জানা গেছে, কিছুদিন আগে নওরোজের সঙ্গে পারিবারিকভাবে নাফিসার বিয়ে ঠিক হয়। বিয়ের দিন ঠিক করা হয় শুক্রবার। এদিন দুপুর ১টার সময় ভাড়া করা একটি হেলিকপ্টারে করে নওরোজ তার পরিবারের তিনজনকে নিয়ে কনের বাড়ির উদ্দেশে দেবীগঞ্জে পাবলিক ক্লাব মাঠে নামেন। অন্য বরযাত্রীরা সড়ক পথে রওনা দিয়ে শুক্রবার সকালে এসে পৌঁছান। এই প্রথম দেবীগঞ্জে হেলিকপ্টারে বিয়ে করতে আসায় সেখানে কয়েক’শ লোক ভিড় জমান।
কনের চাচা নুরে আরিফ বলেন, বিয়েতে বরপক্ষের প্রায় ৪০ জন লোক এসেছেন। এছাড়া স্থানীয়সহ আত্মীয়-স্বজন, উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে বিয়েতে দাওয়াত করা হয়। বিয়ে শেষে বিকেলে কনেসহ হেলিকপ্টারে তারা ঢাকায় ফিরে যান।
মেয়ের আরেক চাচা নুরে আজাদ বলেন, ছোট ভাইয়ের মেয়েকে ধুমধাম করে বিয়ে দিয়েছি। পুরো উপজেলায় এই প্রথম হেলিকপ্টারে করে আসা বরের সঙ্গে আমাদের মেয়েকে বিয়ে দেওয়ায় আনন্দ লাগছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বলেন, হেলিকপ্টারে বিয়ের বিষয়টি অবহিত করে থানা পুলিশকে দাওয়াত করেছে কনে পক্ষ। আমাদের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। শুক্রবার দুপুরে থানার সামনের মাঠে হেলিকপ্টারটি ল্যান্ড করে।
-

পঞ্চগড়ে সাপের কামড়ে একজনের মৃত্যু
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
পঞ্চগড়ে সাপের ছোবলে আব্দুল জলিল (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ফুটকীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জলিল ওই এলাকার মধু ফকিরের ছেলে।
রাতে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা সাপের ছোবলে মৃত্যুুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জলিল মাঠে লাউ ক্ষেতে কাজ করছিলেন। এ সময় একটি সাপ তার পায়ে কামড় দেয়।
বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত বাড়ি গিয়ে হাঁটুতে শক্ত করে বাঁধেন। পরে স্থানীয় ওঝা দিয়ে সাপের বিষ নামানোর জন্য ঝাড়ফুঁঁক করতে থাকেন। এক পর্যায়ে তার পায়ের বাঁধন খুলে দিয়ে শরীরে বিষক্রিয়া শুরু হয়।
সবশেষে দুপুরে তাকে পরিবারের সদস্যরা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। -

৭১ টেলিভিশনে প্রতিবেদন প্রকাশে প্রতিবাদে জাগোনারীর সংবাদ সম্মেলন
মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারী
দীর্ঘদিনের সুনাম এবং কার্যক্রমকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে মনগড়া, অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত প্রতিবেদন ৭১ টেলিভিশনে প্রকাশের প্রতিবাদে জাগো নারী কার্যনির্বাহী পরিষদ শুক্রবার সকাল ১০টায় সংস্থার প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রে সংবাদ সম্মেলনের আয়োজন করে।জাগো নারীর কার্যনির্বাহী পরিষদের সভাপতি হামিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জাগোনারীর কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট রন্জু আরা শিপু। লিখিত বক্তব্যে তিনি বলেন, ৭১ টিভির বরগুনা প্রতিনিধি একটি মনগড়া, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন প্রস্তুত করে যা ৭১ টিভি গত ২৫ আগষ্ট প্রচার করা হয়। জাগোনারী ১৯৯৮ সাল থেকে উপকূলীয় জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সরকারী বিধি বিধান অনুসরণপূর্বক বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত এসডিজির লক্ষ্য অর্জনে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। বর্তমানে সংস্থাটি বাংলাদেশ সরকার ও বিভিন্ন দাতা সংস্থার অর্থায়নে একাধিক উন্নয়ন প্রকল্প সুনামের সাথে বাস্তবায়ন করছে। সংস্থার এই দীর্ঘদিনের সুনাম ক্ষুন্ন এবং গতিশীল কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য এই অসত্য প্রতিবেদন প্রস্তুত ও প্রচার করা হয়েছে।
তিনি আরও বলেন, হাত ধোয়া নামে কোন প্রকল্প জাগোনারী বর্তমানে ও বিগত বছরগুলোতে তালতলীতে কখনই বাস্তবায়ন করে নাই। সংবাদের শিরোনামে উল্লেখিত প্রকল্পের বিপরীতে তিন কোটি ষাট লক্ষ টাকার অর্থ ছাড়পত্র চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন অসত্য ও ভিত্তিহীন। জাগোনারীর প্রধান নির্বাহীর বক্তব্যে কোথাও বলেননি যে, এমপি, সচিব, মন্ত্রি উপস্থিত করতে ব্যয় করেছেন সোয়া তিন কোটি টাকা। জাগোনারী’র প্রধান নির্বাহীর অনুমতি না নিয়ে কে বা কারা তার বক্তব্য গোপন ক্যামেরার মাধ্যমে ধারণ করে প্রতিবেদনে আংশিক ও বিকৃতভাবে উপস্থাপন করেছে। গোপন ক্যামেরায় ছবি বা বক্তব্য ধারণ করা পুরোপুরি অনৈতিক।
তিনি বলেন, প্রতিবেদনে তালতলী উপজেলার সাধারণ জনগনের যে বক্তব্য প্রচার করা হয়েছে তারা কোনভাবেই উল্লেখিত প্রকল্পের উপকারভোগী হিসাবে সম্পৃক্ত নয় এবং যে সাবান বিতরণের কথা বলা হয়েছে তা জাগোনারী বাস্তবায়িত অন্য প্রকল্পের। জাতীয় পর্যায়ে মন্ত্রি ও এমপিদের নিয়ে জাগোনারী এবং এসিএফএর কোন সভা এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়নি।
জাগো নারীর কার্যনির্বাহী নির্বাহী পরিষদের সদস্য এডভোকেট রন্জু আরা শিপু বলেন, এই প্রতিবেদন বরগুনাসহ উপকূলীয় জেলার তৃনমূলের পিছিয়েপড়া নারীদের অধিকার নিয়ে কর্মরত এবং নারী নেতৃত্বে পরিচালিত সংগঠনের কাজগুলোকে বাধাগ্রস্ত করার হীন অপচেষ্টা মাত্র।
তিনি বলেন, আমাদের সকল প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়। কোভিড-১৯ মহামারীর সময় জাগোনারীর কর্মীরা জীবনের ঝুঁকি উপেক্ষা করে মানুষের পাশে থেকেছে এবং সকল দুর্যোগের সময় দরিদ্র মানুষের পাশে থেকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। এই ধরণের অসত্য প্রতিবেদন প্রচারের ফলে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে এবং সাধারণ মানুষসহ জাগোনারীর উপকারভোগীদের ব্যথিত ও মর্মাহত করেছে। বরগুনার ৭১ টিভির প্রতিবেদক মিথ্যা তথ্য দিয়ে ৭১ টিভির মত একটি স্বনামধন্য প্রতিষ্ঠানকে বিতর্কিত করেছে।
সংবাদ সম্মেলনে জাগো নারী কর্তৃপক্ষ জাগোনারী সম্পর্কে ৭১ টিভিতে প্রচারিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একইভাবে উক্ত ঘটনার বিষয়ে প্রকৃত অনুসন্ধানপূর্বক সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য দাবি করে বলেন, আজকের এই সংবাদ সম্মেলনের প্রতিবাদটি ৭১ টিভির বরগুনার প্রতিনিধি তার গণমাধ্যমে তুলে ধরে ৭১ টিভির মর্যাদা অক্ষুন্ন রাখবেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি ও ডিউক ইবনে আমিন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাগোনারীর কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি নিগাত সুলতানা আজাদ, সাধারণ সম্পাদক হোসনেয়ারা হাসি, সহ-সাধারণ সম্পাদক নার্গিস সুলতানা, কোষাধ্যক্ষ সায়রা হাসান রুবি, কার্যনির্বাহী সদস্য এডভোকেট রঞ্জু আরা শিপু ও মাহমুদা বেগম, এডভোকেট শেলিনা খানম, সোহেলী পারভীন ছবিসহ বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
-

পূর্ব রতনপুর কাল্লোরপোয়া শাহী জামে মসজিদ পুন: নির্মাণ কাজ শুরু
মহিউদ্দীন চৌধুরীঃ পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের পূর্ব রতনপুরী
কাল্লোরপোয়া শাহী জামে মসজিদ পুন: নির্মাণ কাজ শুরু হয়েছে। ২ সেপ্টেম্বর
(শুক্রবার) জুমার নামাজের পূর্বে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজ শুরু করা
হয়। এসময় উপস্থিত ছিলেন-দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য ও হুইপ সামশুল হক
চৌধুরীর উন্নয়ন সমন্বয়কারী বিজন চক্রবর্ত্তী, মসজিদ পরিচালনা উপদেষ্টা
কমিটির সভাপতি হাজী আনোয়ার হোসেন, জাফর আহমদ, মোহাম্মদ আবছার, আনোয়ার
হোসেন, মোহাম্মদ রফিক, রহমত উল্লাহ, উপজেলা আওয়ামীলীগ নেতা মো. ফরিদুল
আলম, রেমিট্যান্স যোদ্ধা আলহাজ¦ আরিফুল ইসলাম, ইউপি সদস্য কপিল উদ্দিন,
মোহাম্মদ তোফায়েল, মোহাম্মদ গনি সওদাগর, জসিম সওদাগর, সুমন, আবদুস ছবুর,
মোহাম্মদ কামাল, ইমরান হোসেন, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ আয়ুব, আজম আলী,
এমদাদুল হক বাদশা। প্রায় তিন কোটি টাকার অর্থে তিনতলা বিশিষ্ট এ মসজিদটি
নির্মাণ কাজ শুরু হয়। এখানে একই সঙ্গে ১২শ মুসল্লি নামাজ আদায়ের সুযোগ
রয়েছে। -

পানছড়িতে মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত
মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সামাজিক ও মানবিক সংগঠন মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল ৯ টার সময় পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের হলরুমে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়।
এতে সংগঠন এর অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন এর সঞ্চালনায় ও সভাপতি মতিউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠন এর উপদেষ্টা মন্ডলির সদস্য ও পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জ্ঞান প্রভাত তালুকদার।এই সময় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মিঠুন সাহা।
এতে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠন এর সহ সভাপতি অরুণ কুমার শীল, হারুনর রশীদ, উপদেষ্টা মন্ডলির সদস্য নিমাই দেবনাথ,যুগ্ন সম্পাদক নজর কান্তি ত্রিপুরা, অনুরুপা ত্রিপুরা, সদস্য অমল রায়, ফাল্গুনী সাঁওতাল,অন্তু সাহা রিমিসহ প্রমুখ।
আলোচনা সভার প্রথমে জুলাই মাসের সকল প্রাপ্তি ও খরচ,বাবুর্চি আমজাদকে চিকিৎসা ও সোনালী চাকমাদের মানবিক সহায়তার সকল খরচ সমূহ সবকিছু তুলে ধরা হয়।এর পরবর্তীতে সকল সদস্যদের মাসিক টাকা স্ব উদ্যোগে নিয়মিত পরিষদের জন্য বলা হয়।।এবং আগামী দুর্গাপূজায় দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র বিতরণ এর বিষয়েও সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়। এইছাড়া সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন প্রধান অতিথি জ্ঞান প্রভাত তালুকদার।
-

জয়পুরহাটে এ্যাম্পলসহ দুই মাদক ব্যবসায়ী আটক
স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস
জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ শত ৫০ পিস এ্যাম্পল ইনজেকশনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পাঁচবিবি থানা পুলিশ।
শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাগজানা ইউনিয়নের জয়পুরহাট-হিলি সড়কের আটাপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,নওগাঁ জেলার বদলগাছী উপজেলার শর্মাপুর গ্রামের হারুন রশিদের ছেলে ডিপজল ওরফে দিপু(২০) ও একই উপজেলার বিলাশবাড়ী গ্রামের গুলবর রহমানের ছেলে সাহেদ(২২)।
এবিষয়ে পাঁচববিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, জয়পুরহাট জেলার মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার সময় উপজেলার জয়পুরহাট-হিলি সড়কের আটাপাড়া বাজারের মানিকের গোস্ত ঘরে মাদক কেনা-বেচা হচ্ছে এমন গোপন সংবাদের অভিযান চালিয়ে ১ শত ৫০ পিস এ্যাম্পল ইনজেকশনসহ তাদের হাতে নাতে আটক করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও ওসি জানান।
-

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র প্রতিবাদে বিশাল সমাবেশ
মোঃ শহিদুল ইসলাম
সিনিয়র স্টাফ রিপোর্টারঃচট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ড ইপিজেড চত্বর বেশপিং সেন্টার মাঠে আওয়ামিলীগ ছাত্রলীগ যুবলীগ সেচ্ছাসেবী লীগ শ্রমিকলীগ সহ অঙ্গ সংগঠনের উদ্দোগে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২ সেপ্টেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৩টার সময় প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন আওয়ামিলীগের সকল নেতাকর্মীরা।
কাউন্সিলর জিয়াউর হক সুমনের সভাপতিত্বে ও সাবেক কাউন্সিলর আসলামের সঞ্চলনায় উক্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলহাজ্ব এম এ আব্দুল লতিফ এমপি।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,আলহাজ্ব হারুন অর রশিদ আহবায়ক ইপিজেড থানা আওয়ামীলীগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
আবু তাহের মুক্তিযোদ্ধা যুগ্ম আহবায়ক আওয়ামিলীগ,আকবর হোসেন কবি,শারমিন ফারুক সুলতানা,সভাপতি ইপিজেড থানা মহিলা নেত্রী।উক্ত সমাবেশে আর ও উপস্থিত ছিলেন,তরুন আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ হারুন,
আনোয়ার হোসেন,জাহেদ হোসেন,আখতারুজ্জামান বাবুল,যুবলীগ এর সাধারণ সম্পাদক, সেলিম রেজা,সেলিম আফজল,দিদার হোসেন,শ্রমিক লীগের আহবায়ক,জাহেদ হোসেন,সেচ্ছাসেবকলীগ নেতা,মামুনজ্জামান,মামুন,ব্যারিষ্টার সুলতান আহমদ ডিগ্রী কলেজ এর ভিপি,জাহিদ হোসেন,খোকন,লোকমান হাকিম,আক্কাস উদ্দিন সওদাগর,নেছার মিয়া আজিজ,ওয়াশিস আকরাম,মোহাম্মদ হারুন,ফারুক হোসেন,ইমরুল কায়েস,নুরুল কবির,শেখ ফরিদ রিপন,ইমন,জসিম,নওশাদ,
নজরুল ইসলাম বেলাল ও প্রমুখ।প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু তনয়া রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা ও বিএনপির নৈরাজ্য
সন্ত্রাস ও খুনী তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে কঠিন বিচার করতে হবে।তিনি আর ও বলেন,আমরা মাঠেই থাকবো, মাঠে থেকেই আপনাদের সব নৈরাজ্য, সন্ত্রাস, ষড়যন্ত্র আর প্রতিহিংসার জবাব দেবো। শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের যে জায়গায় নিয়ে গেছে বিএনপি জামাত যেন সেটা ধ্বংস করতে না পারে সেক্ষেত্রে আমরা সবাই মাঠে থাকবো বলে হুশিয়ারি করেন। আগামীকাল রোজ শনিবার বিকেল তিন টা সাড়ে ৩টার সময় আবার ও সমাবেশের ডাক দিয়েছেন এই বক্তা।
-

আশিক আদনানের পাশে মহালছড়ি তরুণ প্রজন্ম
রিপন ওঝা,মহালছড়ি।
খাগড়াছড়ি জেলা মহালছড়ি উপজেলায় আজ ২সেপ্টেম্বর-২২ বিকাল ৪.৩০ঘটিকায় মাইসছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা খাগড়াছড়ি সরকারি কলেজ পড়ুয়া পিতৃহীন মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত মোঃ আশিক আদনানের পাশে মহালছড়ি তরুণ প্রজন্মের সমাজসেবকগণ।
উক্ত এ মহতী উদ্যোগে আলোর ফেরিওয়ালা ও মহালছড়ি তরুন প্রজন্মের সংগৃহীত গতকাল ২৫০০০ আজ ৩৪০০০টাকা মোট ৫৯০০০ (ঊনষাট হাজার টাকা) মায়ের হাতে নগদ অর্থ তুলে দেয়া হয়।
উক্ত এ সময়ে মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ সহপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তরুণ সমাজসেবক মোঃ রোকন মিয়া, মাইসছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন ছাত্রলীগ আহ্বায়ক মোঃ মনির হোসেন, মহালছড়ি সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার ও সামাজিক সংগঠন আলোর ফেরিওয়ালা সংগঠনের বর্তমান কমিটির সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন ও সাধারণ সম্পাদক রিপন ওঝা, প্রচার সম্পাদক মোঃ শামীম হোসেন, মোঃ আলী আকবর, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ সালমান মাহমুদ সজীব মোঃ রাশেদ এবং সামাজিক সংগঠন আলোর ফেরিওয়ালার সাবেক সভাপতি মোঃ আলমগীর হোসেন জনি প্রমুখ ও সংবাদগ্রাহক উপস্থিত ছিলেন।
-

শার্শার বাগআঁচড়ায় সোনা পাচারকারীদের সাথে পুলিশের গোলাগুলি, নিহত ১ আটক ২
আজিজুল ইসলামঃ যশোরের শার্শার জামতলা পাঁচপুকুর এলাকায় বৃহস্পতিবার দিনগত রাত ১২ টার দিকে পুলিশের সাথে সোনা পাচার কারীদের মধ্য গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় ১ পাচারকারী নিহতসহ দু’জন আটক হয়েছে এবং ৯ কেজি ৭শ ৫৮ গ্রাম ওজনের ৩০ টি সোনার বার উদ্ধার করা হয়েছে।
জামতলার পাঁচ পুকুর এলাকায় রাত ১২ টার দিকে ওরিয়েনটাল ওয়েল কোম্পানি লিঃ ফ্যাক্টারির সামনে পুলিশ সোনা পাচারকারীদের প্রাইভেট কার ( ঢাকা মেট্রো-গ ২২-০৪২৪) আটক করলে ২০/ ২৫ টি মোটর সাইকেলে ৪০/৫০ জন যুবক এসে পুলিশের ওপর হামলা করে প্রাইভেট কার ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় তারা পুলিশকে লক্ষ করে বোমা ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। পুলিশের গুলিতে অজ্ঞাত এক ব্যাক্তি মারা যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৯ কজি ৭শ ৫৮ গ্রাম ওজনের ৩০টি স্বর্নের বারসহ কুমিল্লার হোমনা উপজেলার আবুল সরকারের ছেলে রবিন (৩৫) ও দাউদকান্দি উপজেলার কবীর হোসেনের ছেলে আবুল কাশেম (৩৫)৷ নামে দুজন কে আটক করে।
নাভারন সার্কেলের এএসপি জুয়েল ইমরান বলেন গোপন সুত্রে খবর পেয়ে নাভারন সাতক্ষীরা সড়কের জামতলা এলাকার পাঁচপুকুর নামক স্থানে অভিযান চালায় যশোর ডিবি ও শার্শা থানার পুলিশ।৷ আটক রবিনের শরীরে ও গাড়ির মধ্যে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৯ কেজি ৭৫৮ গ্রাম ওজনের ৩০ পিস সোনারবার পাওয়া যায়। যার মুল্য আনুমানিক সাড়ে ৭ কোটি টাকা। পাচারকারীদের শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে। নিহত ব্যাক্তির লাশ ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে।