Author: desk

  • ক্ষেতলাল পাঠানপাড়া স্কুলের সভাপতি নির্বাচনে গনসংযোগ

    ক্ষেতলাল পাঠানপাড়া স্কুলের সভাপতি নির্বাচনে গনসংযোগ

    মিলন মিয়া ।

    পড়ছে গুড়ি গুড়ি বৃষ্টি, চলছে গনসংযোগ।
    মাদক, সন্ত্রাস,ও দুর্নীতি,মুক্ত শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের লক্ষে ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের জন্য চলছে গনসংযোগ।

    আগামী ৫ই সেপ্টেম্বর ২০২২ রোজ সোমবার পাঠান পাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন কে কেন্দ্র করে ভোট গ্রহনের জন্য প্রস্তুতি নিচ্ছেন ২ টি পেনেল। এদের মধ্যে প্রথম পেনেলে সভাপতি হিসেবে লড়বেন আব্দুল খালেক ও প্রতিপক্ষ হিসেবে লড়বেন আব্দুল বারিক মন্ডল।

    নির্বাচন কে ঘিরে দুটি দল ব্যপক প্রচার প্রচারণা করছেন পাঠানপাড়া স্কুলের সকল ছাত্র ছাএীর অভিভাবকের বাড়িতে।

    বৃষ্টিতে ভিজে পায়ে হেঁটে এক বাড়ি থেকে অন্য বাড়িতে আব্দুল খালেকের হয়ে গনসংযোগ করছেন কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ রায়হান আলম।

    তিনি সকল অভিভাবক দের কাছে ভালো শিক্ষাত মান, স্কুলে মাদক, সন্ত্রার, ও দুর্নীতি মুক্ত একটি প্রতিষ্ঠান গড়ার লক্ষে আগামী ৫ ই সেপ্টেম্বর আব্দুল খালেকের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরন করেন।

  • মধুপুরে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার ও প্রাইভেট পড়ানো নিষিদ্ধ

    মধুপুরে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার ও প্রাইভেট পড়ানো নিষিদ্ধ

    আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা কলেজের শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার ও প্রাইভেট পড়া নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শিক্ষার মানোন্নয়ন কল্পে আয়োজিত অভিভাক সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মতির ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
    এতে সভাপতিত্ব করেন মহিষমারা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) শাহিনা আক্তার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিষমারা কলেজের প্রতিষ্ঠাতা মো. ছানোয়ার হোসেন, অভিভাকব মো. মাজেদ আলীসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ।
    কলেজের প্রতিষ্ঠাতা মো. ছানোয়ার হোসেন বলেন, মধুপুরের শিক্ষার্থীরা মোবাইলে পড়ার কথা বলে অভিভাবকদের ফাঁকি দিচ্ছে। পড়া লেখার পরিবর্তে বিনোদনে যুক্ত থাকছে। অনেকে বিপথগামী হচ্ছে। এই পরিস্থিতি থেকে যুবসমাজ তথা কলেজের শিক্ষার্থীদের ফিরিয়ে আনার জন্য কলেজ শিক্ষক ও অভিভাবকদের সাথে আলোচনা করে মোবাইল ব্যবহার ও কলেজের শিক্ষার্থীদের প্রাইভেট পড়া নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিষয়টি কার্যকর করার জন্য অভিভাক, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে শিক্ষার মানোন্নয়নকল্পে অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে সকলেই সাধুবাদ জানান এবং সার্বিক সহযোগিতার প্রতিশ্রতি দেন।
    ওই সভায় ছানোয়ার হোসেন শিক্ষার্থীদেরকে অবসর সময়ে পিতা-মাতার কাজে অংশ নেওয়ার পরামর্শ দেন। যাতে করে শিক্ষার্থীদের অবসরটা কল্যাণকর কাজে ব্যবহৃত হয় এবং পরিবার সমাজ উপকৃত হয়।
    এদিকে অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বলেন, কলেজের শ্রেণিকক্ষে এবং প্রাইভেটে একই বই থেকে একই পড়া একই শিক্ষা শিক্ষার্থীদের পড়িয়ে থাকেন। তাহলে আবার প্রাইভেট কেন? না বুঝলে শিক্ষকদের নিকট থেকে বুঝে নেওয়া শিক্ষার্থীদের দায়িত্ব। শিক্ষকদেরও বুঝিয়ে দেওয়া কর্তব্য। ক্লাশে মনোযোগি হলে প্রাইভেটের কোনো প্রয়োজন নেই। তাই আমরাও একমত হয়েছি প্রাইভেট না পড়িয়ে শিক্ষার্থীদের পড়ালেখার দিকে মনোযোগি করার চেষ্টা চালাবো।

  • ১৫ টাকা কেজি চাল পাচ্ছেন সুনামগঞ্জের জনগণ

    ১৫ টাকা কেজি চাল পাচ্ছেন সুনামগঞ্জের জনগণ

    কে এম শহীদুল সুনামগঞ্জ: সুনামগঞ্জে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। খাদ্য মন্ত্রনালের আয়োজনে এই চাল বিক্রয় করা হচ্ছে।শনিবার (০৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলা মোল্লাপাড়া ইউনিয়ন শান্তিগজ্ঞ বাজার এলাকায় মেসার্স অরুণ দাশ বিক্রয় কেন্দ্রে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রয়ের মাধ্যমে শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ,এই স্লোগানকে সামনে রেখে সেপ্টেম্বর – নভেম্বর প্রান্তিকের খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণের শুভ উদ্ভোধন করেন খাদ্য মন্ত্রনালয়ের পরিকল্পনা উন্নয়ন অনু বিভাগের অতিরিক্ত সচিব খুরশীদ ইকবাল রেজবি। উদ্ভোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক নকীব সাদ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বেনু গোপাল দাস, সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এ কে মিলন আহমেদ, মোল্লাপাড়া ইউপি সদস্য নুরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মহসিন মিয়া। অনুষ্ঠানে ও এম এস ডিলার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি খাদ্য মন্ত্রণালয় পরিকল্পনা উন্নয়ন অনু বিভাগের অতিরিক্ত সচিব খুরশীদ ইকবাল রেজবি বলেন, খাদ্যবান্ধব কর্মসূচি ২০১৬ সাল থেকে চালু রয়েছে। সারা বিশ্বে দূর্যোগময় পরিস্থিতিতে মানবিক প্রধানমন্ত্রী এই কর্মসূচির আওতায় দেশে ৫০ লক্ষ মানুষকে ১৫ টাকা কেজি দরে ভর্তুকির মাধ্যমে চাল দিচ্ছেন। আপনাদের চিন্তার কোন কারণ নেই। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে অনেক ভালো আছে। খাদ্য গুদামে চাল ও আটা মজুদ আছে ১৯ লক্ষ মেট্রিক টন। যা দিয়ে আমরা আরও কিছু ভালো থাকতে পারবো। মজুদ নিয়ে আমাদের কোন ঘাটতি নেই। তিনি আরো বলেন এ মাসেই জেলাব্যাপী খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ইউনিয়ন পর্যায়ে কার্ডধারী হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে কেজি প্রতি ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল বিতরণ করা হবে। সরকারের এই মহান উদ্যোগের ফলে সদর উপজেলায় প্রায় ১৪৫২২ জন প্রান্তিক জনগোষ্ঠী উপকৃত হবেন। সেপ্টেম্বর মাসেই বিতরণ শুরু হয়েছে,যা পরবর্তী মাসেও চলমান থাকবে। উপজেলায় ২৭টি ডিলারের মাধ্যমে বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। ##

    সুনামগঞ্জ প্রতিনিধি।।

  • নারায়নগঞ্জ মহানগর যুবদল নেতাকে হত্যার ঘটনায় সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

    নারায়নগঞ্জ মহানগর যুবদল নেতাকে হত্যার ঘটনায় সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

    সুনামগঞ্জ প্রতিনিধি
    কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে, সারাদেশে সরকার দলীয় সন্ত্রাসী ও পুলিশের হামলা এবং নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা শাওনকে পুলিশ কর্তৃক গুলি চালিয়ে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার সকালে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শহরের পুরাতন বাসষ্টেশন এলাকা হতে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের কালীবাড়ি মোড়ের সামনে আসামাত্র পুলিশী বাঁধার সম্মুখিন হয়। এ সময় বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা তাৎক্ষনিক কালীবাড়ি মোড়ে প্রতিবাদ সমাবেশ করেন।

    সুনামগঞ্জ জেলা বিএনপি’র সহ সভাপতি নাদের আহমদের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ স¤পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়ির সহ সভাপতি আব্দুল লতিফ জেপি, এডভোকেট মল্লিক মইনউদ্দিন সোহেল, এডভোকেট মাসুক আলম, এডভোকেট শেরেনুর আলী, রেজাউল হক, আবুল কালাম আজাদ, আবুল মনসুর শওকত, আনিসুল হক, যুগ্ম সাধারন সম্পাদক এড.জিয়াউর রহিম শাহিন,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কামরুজ্জামান কামরুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি শামসুজ্জামান, সাধারণ সম্পাদক মোনাজ্জির হোসেন, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা শ্রমিক দলের সহ সভাপতি আব্দুল মতিন, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক বাহারুল ফেরদৌস প্রমুখ।

    নেতৃবৃন্দরা বলেছেন,এই ফ্যাসিবাদি বিনাভোটের সরকার পুলিশ বাহিনী দিয়ে গায়ের জোরে ক্ষমতা আঁকড়ে রেখেছে। তারা বিরোধী দলের মতপ্রকাশের স্বাধীনতাকে হরন করেছে বলেই কোন প্রতিবাদ মিছিল বের হলেই তাদের মনে একটি আতংঙ্ক কাজ করে। কেননা সরকারের পায়ের নীচে মাটি নেই তারা বুঝতে পেরেছেন জনগন তাদের সাথে নেই তাই ক্ষমতা ধরে রাখতে পুলিশ বাহিনীকে সামনে এনে ব্যবহার করছেন। অবিলম্বে নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা শাওনকে যারা গুলি করে হত্যা করেছে এই হত্যাকান্ডের সাথে যে বা যারাই জড়িত তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান এবং একটি র্নিদলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনের দাবী জানান। ##

    সুনামগঞ্জ প্রতিনিধি।

  • জয়পুরহাটে বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার চুরি চক্রের ৭ সদস্য আটক

    জয়পুরহাটে বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার চুরি চক্রের ৭ সদস্য আটক

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকার কল-কারখানা, গভীর-অগভীর নলকূপের বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার চুরি চক্রের ৭ সদস্যকে আটক করেছে পুলিশ।

    শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

    আটককৃত হলেন, কালাই উপজেলার বিনোইল গ্রামের সাইদুর রহমান, বেগুন গ্রামের আব্দুল জলিল, গোবিন্দগঞ্জ উপজেলার পুইয়াগাড়ী গ্রামের আবদুল জলিল,একই উপজেলা ও একই গ্রামের মিল্টন সোনার, ক্ষেতলাল উপজেলার শাহ আলম, জয়পুরহাট সদর উপজেলার কয়তাহার গ্রামের ফারুক হোসেন ও শিবগঞ্জ উপজেলার বিহার সোনারপাড়া গ্রামের মোত্তালেব।

    আটককৃতরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কল-কারখানা ও গভীর-অগভীর নলকূপের বিদ্যুতের মিটার ও ট্রান্সফরমার চুরি করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে কয়েকটি মিটার ও চুরির সরঞ্জামাদীসহ আটক করা হয়েছে।

  • জয়পুরহাটে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন

    জয়পুরহাটে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    জয়পুরহাটের সদর উপজেলার জামালপুর ইউনিয়নে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধনের মাধ্যমে এ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হয়েছে।

    শনিবার(০৩ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের খাড়াখাড়ি নদীর ব্রীজ এলাকায় বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী হাসানুজ্জামান মিঠু।

    বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বরেন্দ্র বহুমুখি উন্নয়ন প্রকল্পের জয়পুরহাট কার্যালয়ের সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী মুনসুর আলী, বনায়ন কর্মসূচির ঠিকাদার আল আমিন,ইউপি সদস্যরাসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গরা।

    এবিষয়ে বনায়ন কর্মসূচির ঠিকাদার আল আমিন সাংবাদিকদের জানান, জামালপুর ইউনিয়নের আওতাধীন খাড়াখাড়ি নদীর উভয় র্তীরে দীর্ঘ এলাকাজুড়ে ৫ হাজার বনজ ও ৪ হাজার ফলজ গাছের চারা রোপন করা হবে। শনিবার দুপুরে বৃক্ষরোপণের উদ্বোধনের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির শুরু করা হইলো বলেও তিনি জানান।

  • খাগড়াছড়িতে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    খাগড়াছড়িতে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    রিপন ওঝা,খাগড়াছড়ি।

    খাগড়াছড়িতে জেলা যুবলীগের উদ্যোগে বিএনপি-জামায়াতের নৈরাজ্য, তাণ্ডব ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে আজ শনিবার ৩সেপ্টেম্বর মিছিল ও সমাবেশ করেছে।

    বিএনপি সন্ত্রাস ও জামাতের নৈরাজ্য তান্ডব
    প্রতিরোধ গড়তে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ’র নির্দেশে রোধ বৃষ্টিকে উপেক্ষা করে অতন্দ্র প্রহরী হয়ে রাজপথে সারা দেশের ন্যায় খাগড়াছড়ি জেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    মিছিল পরবর্তী সমাবেশে যুবলীগের নেতৃবৃন্দ বলেন, নৈরাজ্যকারীদের প্রতিহত করতে যুবলীগ মাঠে থাকবে। মাঠে থেকেই সকল নৈরাজ্য, সন্ত্রাস, ষড়যন্ত্র আর হিংসার জবাব দেবে।

    জেলা যুবলীগ সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের যে জায়গায় নিয়ে গেছেন, বিএনপি- জামায়াত দ্বারা সেটা ধ্বংস করতে দেয়া হবে না। যদি বিএনপি-জামায়াত দেশের শান্তিপ্রিয় মানুষের শান্তি ও নিরাপত্তায় বিঘ্ন ঘটায়, জনগণের বন্ধু পুলিশের ওপর হামলা করে, জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রত্যেক নেতাকর্মী খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ সভাপতি সাংসদ কুজেন্দ্র লাল নেতৃত্বে রাজপথে থেকে তার দাঁতভাঙা জবাব দিতে সর্বদা মাঠে থাকবে।

    উক্ত বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে সমবেত হয়ে সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে জেলা যুবলীগ সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন’র সঞ্চালনায় ও নেতৃত্বে বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক সালেহ আহম্মদ, ধর্ম বিষয়ক সম্পাদক নুর হোসেন চৌধুরী, উপ দপ্তর সম্পাদ নুরুল আযম, সদস্য শামিম চৌধুরী।

    এসময়ে আরো উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সভাপতি মানিক পাটোয়ারী, সাধারণ সম্পাদক রেজাউল করিম,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, কৃষক লীগের আহবায়ক পিন্টু আচার্য্য, সদস্য সচিব খোকন চাকমা, ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরা ছাত্রলীগের সাবেক সভাপতি টিকো চাকমাসহ জেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ এবং মিডিয়াকর্মীগণ।

  • বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটিয়ার হাইদগাঁও ইউনিয়নে বর্ণাঢ্য র‌্যালী

    বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটিয়ার হাইদগাঁও ইউনিয়নে বর্ণাঢ্য র‌্যালী

    পটিয়া প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে বর্ণাঢ্য র‌্যালী শেষে হাইদগাঁও ইউনিয়নের নির্ভরযোগ্য ও ত্যাগী নেতাদের নিয়ে এক সমাবেশে গাউছিয়া কমিউনিটি সেন্টারের সামনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি নেতা আলহাজ¦ ইয়াসিন তালুকদার। এতে বক্তব্য রাখেন- হাইদগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা ইউনুচ মিঞা, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি মো. আরিফ মিঞা, ছাত্রদল নেতা মো.তারেক, মামুন, জাহাঙ্গীর ও পটিয়া উপজেলা যুবদল নেতা আজাদ হাসান রিপন।সমাবেশে বক্তারা বলেন- বর্তমান সরকার বিএনপির নেতাকর্মীদের দমন নিপীরনের নামে সারা দেশে নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।সকল ভেদাভেদ ভুলে বিএনপির দলীয় কর্মসূচি বাস্তবায়ন করার জন্য সকলের প্রতি আহবান জানান।

  • লালমনিরহাটে মোটরসাইকেল ও ফেন্সিডিলসহ গ্রেফতার ২ জন

    লালমনিরহাটে মোটরসাইকেল ও ফেন্সিডিলসহ গ্রেফতার ২ জন

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাটের সদর থানার বিশেষ অভিযান চালিয়ে গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া মৌজাস্থ তিস্তা টোলপ্লাজা এলাকায় হতে মোটরসাইকেল ও ফেন্সিডিলসহ দুই জন কে গ্রেফতার করেন লালমনিরহাট সদর থানার পুলিশ।

    লালমনিরহাটের সদর থানার অফিসার ইনচার্জ ওসি এরশাদুল আলম, এর নেতৃত্বে এস আই/ মোঃ মিজানুর রহমানসহ,ও সঙ্গীয় ফোর্স সহ লালমনিরহাট সদর থানাধীন গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া মৌজাস্থ তিস্তা টোলপ্লাজা এলাকায় কুড়িগ্রাম হইতে রংপুরগামী মহাসড়কের উপর হইতে বিশেষ অভিযান চালিয়ে একটি TVS STRYKER 125 CC মোটর সাইকেল ও ১০৩ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ সজীব, হৃদয়, হাতেনাতে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় একটি মামলা হয় -মামলা নং-০২,ধারা – ৩৬(১) সারণির ১৩(গ)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়।

    লালমনিরহাটের সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম,জানান গোপন সংবাদের ভিত্তিতে গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া মৌজাস্থ তিস্তা টোলপ্লাজা এলাকায় হতে মোটরসাইকেল ও ফেন্সিডিলসহ ২জন কে গ্রেফতার করেন লালমনিরহাট সদর থানার পুলিশ।

    হাসমত উল্ল্যাহ।।

  • জয়পুরহাটে বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

    জয়পুরহাটে বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

    জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকার কল-কারখানা, গভীর-অগভীর নলকূপের বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার চুরি চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    শনিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ।

    গ্রেফতারকৃতরা হলেন, কালাই উপজেলার বিনোইল গ্রামের সাইদুর রহমান, বেগুন গ্রামের আব্দুল জলিল, গোবিন্দগঞ্জ উপজেলার পুইয়াগাড়ী গ্রামের আবদুল জলিল, একই উপজেলা ও একই গ্রামের মিল্টন সোনার, ক্ষেতলাল উপজেলার শাহ আলম, জয়পুরহাট সদর উপজেলার কয়তাহার গ্রামের ফারুক হোসেন ও শিবগঞ্জ উপজেলার বিহার সোনারপাড়া গ্রামের মোত্তালেব।

    গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কল-কারখানা ও গভীর-অগভীর নলকূপের বিদ্যুতের মিটার ও ট্রান্সফরমার চুরি করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে কয়েকটি মিটার ও চুরির সরঞ্জামাদীসহ গ্রেপ্তার করা হয়েছে।