Author: desk

  • গাঁজা ও ফেনসিডিলসহ ২জন গ্রেফতার

    গাঁজা ও ফেনসিডিলসহ ২জন গ্রেফতার

    মো.হাসমত উল্ল্যাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানায় পৃথক পৃথক ভাবে বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিলসহ দুইজন কে গ্রেফতার করেন হাতীবান্ধা থানার পুলিশ।

    লালমনিরহাটের হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি)শাহা আলম, এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আবু বক্কর সিদ্দিক,এসআই মোঃ হারুন অর রশিদ, এএসআই/মোঃ গুলজার আলম, ও সঙ্গীয় ফোর্স সহ হাতীবান্ধা থানাধীন পৃথক অভিযান চালিয়ে সিংগীমারী মৌজাস্থ জনৈক লিয়াকত হোসেন বাচ্চু(৫৫) এর নির্মানাধীন অটো রাইচ মিলের পশ্চিম পার্শ্বে অনুমান ৫০ গজ দূরে বুড়িমারী টু লালমনিরহাট গামী পাঁকা রাস্তার পূর্ব পার্শ্ব হইতে ১৪৬ বোতল ফেন্সিডিল ও ০৫ (পাঁচ) কেজি মাদকদ্রব্য গাঁজাসহ পূর্ব পার্শ্ব হইতে মোঃ আশরাফুল ইসলাম (৩৫),নামের ১ জন গ্রেফতার করেন। ও ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কাদমা মৌজাস্থ বিশেষ অভিযান চালিয়ে ২০( বিশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ মোঃ সাইফুল(২৫),নামের ১ জন গ্রেফতার করেন পুলিশ।

    গ্রেফতারকৃত আসামীরা হলেন মোঃ আশরাফুল ইসলাম (৩৫), পিতা-মোঃ এলাহি বকস, সাং- রসূলগঞ্জ (সাহেবডাঙ্গা) (০৬ নং ওয়ার্ড) থানা- পাটগ্রাম, জেলা–লালমনিরহাট।অপর জন মো.সাইফুল ইসলাম(২৫),পিতা হাসান আলী, সাং লতাবর থানা কালীগঞ্জ জেলা লালমনিরহাট। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে হাতীবান্ধা থানার পৃথক দুইটি মামলা হয়। আশরাফুল ইসলাম (৩৫), মামলা নং ০৭, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১)সারণির ১৪(গ)/১৯(ক)রুজু করা হয়।সাইফুল ইসলাম(২৫),মামলা নং-০৮, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১)সারণির ১৩(খ) রুজু করা হয়।

    হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহা আলম, জানান গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানার সিংগীমারী মৌজাস্থ ও ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কাদমা মৌজাস্থ পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৫কেজি মাদকদ্রব্য গাঁজা ১৬৬ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল সহ দুইজন কে গ্রেফতার করেন হাতীবান্ধা থানার পুলিশ।

    হাসমত উল্ল্যাহ।।

  • সুন্দরগঞ্জে আ’লীগের বিক্ষোভ সমাবেশ

    সুন্দরগঞ্জে আ’লীগের বিক্ষোভ সমাবেশ

    গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
    গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামীলীগের সুন্দরগঞ্জ উপজেলা শাখা।
    সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস আফরুজা বারী ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে বঙ্গবন্ধু চত্বরে এসে নেতাকর্মীরা সমাবেশে মিলিত হয়।
    এতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আহসান আজিজ সরদার মিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, গোলাম কবির মুকুল, রেজাউল আলম সরকার রেজা, পৌর আওয়ামী লীগের সভাপতি আহসানুল করিম চাঁদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল, উপজেলা কৃষক লীগের সভাপতি আতাউর রহমান মাষ্টার। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে সালমা, মহিলা আওয়ামী লীগের সভাপতি আল্পনা গোস্মামী, শ্রমিক লীগের সভাপতি গণেশ শীল, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সামিউল ইসলাম সামু, রুহুল আমিন প্রামানিক, সাবেক যুগ্ম আহ্বায়ক রতন মিয়া প্রমুখ।
    বক্তারা বিএনপি-জামায়াত কতৃক ষড়যন্ত্র নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান নেতা-কর্মীদের।

  • কমিউনিটি ক্লিনিক সাধারণ গরীব মানুষের বিপদের বন্ধু হিসাবে কাজ করছে- জাপা নেতা ইদ্রিস আলী

    কমিউনিটি ক্লিনিক সাধারণ গরীব মানুষের বিপদের বন্ধু হিসাবে কাজ করছে- জাপা নেতা ইদ্রিস আলী

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    জাপান ইন্টারন্যাশনাল (জাইকা)এর উদ্যোগে ৫ সেপ্টেম্বর ময়মনসিংহ সদরের পরানগঞ্জ ইউনিয়নের চর হাসাদিয়া কমিউনিটি ক্লিনিক এর সাপোর্ট গ্রুপের এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।কর্মশালায় সভাপতিত্ব করেন ক্লিনিক এর সভাপতি রুবেল মেম্বার।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাপা নেতা ইদ্রিস আলী।

    প্রধান অতিথির বক্তব্যে জাপা নেতা ইদ্রিস আলী বলেন,কমিউনিটি ক্লিনিক প্রান্তিক জনগোষ্ঠীর বিপদের বন্ধু হিসাবে কাজ করছে। তিনি বলেন- করোনাককালে যখন করোনা ভাইরাস এর টিকা নিতে শহরে যেতে হতো,তখন অনেকেই যাতায়াতসহ বিভিন্ন সমস্যার কারণে টিকা নিতে আগ্রহ দেখায়নি, বর্তমান সরকার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য করোনা টিকা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকে করোনা টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলো,ফলে প্রান্তিক মানুষকে টিকা দেওয়ার যে লক্ষ্য সরকার নির্ধারণ করেছিল, তা সফল হয়েছে। সারাদেশের ক্লিনিক গুলোতে দেখা গেছে, প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো লাইন ধরে টিকা নিয়েছে। বাড়ির আশে পাশে টিকা দেওয়ার কারণেই এই সফলতা এসেছে। অনেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টিকা নিতে চায়নি, যখন দেখলেন বাড়ির কাছেই টিকা পাওয়া যাচ্ছে, তখন তারা টিকা নিয়েছেন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফা সরকার,
    চর হাসাদিয়া প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দুলাল উদ্দিন মাস্টার,সিএইচ সি পি ইন্সপেক্টর শাহানারা বিলকিস, পরিবার পরিকল্পনা সহকারি
    মাহমুদা আক্তার , ফাতেমা খাতুনসহ ক্লিনিক কমিটি বৃন্দ সাপোর্ট গ্রুপ এর পুরুষ ও মহিলা সদস্যবৃন্দ এবং এলাকাবাসির অনেকেই।

  • ময়মনসিংহে ৪ হাজার পিচ ইয়াবাসহ মাদক সম্রাট রিপন কে আটক করেছে কোতোয়ালি পুলিশ

    ময়মনসিংহে ৪ হাজার পিচ ইয়াবাসহ মাদক সম্রাট রিপন কে আটক করেছে কোতোয়ালি পুলিশ

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পুশিশ অভিযান চালিয়ে ৪ হাজার পিচ ইয়াবাসহ মাদক সম্রাট রিপন ও তার সহযোগীদের কে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

    মাদক মুক্ত সমাজ গঠনে কোতোয়ালি পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গত ২৪ঘন্টায় অভিযান পরিচালনা করে তাদের কে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।আটককৃত মাদক সম্মাট হলো মোঃ রিপন মিয়া ওরফে ব্রিটিশ রিপন (৪৩),তার সহযোগী মোঃ জাহাঙ্গীর হোসেন (৩৫) ,সোহেল (২২)।

    কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ জানান-ময়মনিসংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মাছুম আহম্মেদএর সার্বিক দিকনির্দেশনায় এই জেলা থেকে মাদক নিমূল করতে নির্দেশ প্রদান করা হয়েছে।পুলিশ সুপারের নির্দেশনা বাস্তবায়নে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ এর দিক নির্দেশনা মোতাবেক এসআই (নিঃ) নিরুপম নাগ এর নেতৃত্বে থানার এসআই(নি:) শাহ মিনহাজ উদ্দিন, এএসআই(নি:) সুজন চন্দ্র সাহা, কনস্টেবল জোবায়েদ, কনস্টেবল মিজানুর রহমান সহ পুলিশের একটি টিম মাদক উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতারের জন্য কোতোয়ালী মডেল থানা এলাকায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাসকান্দা খালপাড় ভাড়া বাসা থেকে মাদক সম্রাট ব্রিটিশ রিপন ও তার দুই সহযোগিকে ৪ হাজার পিচ ইয়াবা সহ আটক করা হয়েছে।

    কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ বলেন বলেন, ৩ মাদক ব্যাবসায়ীকে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। মাদকমুক্ত কোতোয়ালি এলাকা উপহার দিতে মাদক ক্রয়-বিক্রয় কারীদের গ্রেফতারে আমাদের অভিযান অভ্যহত থাকবে।

  • গৌরীপুরে প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন মুজিবের কবর জিয়ারত করলেন সোমনাথ সাহা

    গৌরীপুরে প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন মুজিবের কবর জিয়ারত করলেন সোমনাথ সাহা

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী,বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য,ময়মনসিংহের গৌরীপুর সংসদীয় আসন থেকে ৪বারের নির্বাচিত সাবেক এমপি,গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের দুইয়ুগ দায়িত্ব পালনকারী সাবেক সভাপতি,ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এর
    কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।

    সোমবার দুপুরে ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির কোচ বিভাগের সম্পাদক, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য,গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি, ক্লিন ইমেজধারী রাজপথের সাহসী সাবেক ছাত্র নেতা, ইতিবাচক রাজনীতির ধারক, তরুণ আওয়ামী লীগ নেতা, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী সোমনাথ সাহার উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে সাবেক এই আওয়ামী লীগ নেতার কবর জিয়ারত করেন। এসময় আওয়ামী লীগ নেতা সোমনাথ সাহা ,ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। পরে তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যের প্রতি সমবেদনা জানান। এর আগে স্থানীয় কলতাপাড়া মোড়ে ডৌহাখলা ইউনিয়ন আওয়ামীলীগ ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে আসন্ন গৌরিপুর উপজেলা আওয়ামীলীগের সম্মেলনেকে ঘিরে নিজের প্রার্থীতা জানান দিয়ে মতবিনিময় করেন গৌরিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সোমনাথ সাহা।

    এসম আওয়ামী লীগ নেতা সোমনাথ সাহা বলেন-
    ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির সাহেবের মৃত্যুতে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে শুন্যের সৃষ্টি হয়েছে।ভেঙে গেছে দলের চেইন অব কমান্ড।ক্যাপ্টেন মুজিব সাহেব খুবই বিচক্ষণ ও দুরদর্শি নেতা ছিলেন।তিনি গৌরীপুরে দলের সিনিয়র পর্যায়ে থেকে শুরু করে তৃর্ণমুলের সকল নেতাকর্মী ও সমর্থকদের ব্যক্তিগত ভাবে চিনতেন,তিনি সবার নামও জানতেন,একাধারে সবার নাম বলতে পারতেন,উপজেলার ধনী,গরীব সকল পেশাশ্রেণীর মানুষে জানাযা নামাজে অংশ গ্রহণ,বিয়েসহ যেকোন আচার অনুষ্ঠান ডাকে সারা দিতেন।সাধারণ মানুষ তাকে ভালবাসতো,সমাজের বিতর্কিত ও সমালোচিত লোকদের তিনি পছন্দ করতেন না,স্থানীয় গণমাধ্যম কর্মী ও সাংস্কৃতিক ব্যক্তি বর্গদের তিনি সবচেয়ে প্রধান্য দিতেন।এক-কথায় তিনি একজন জনবান্ধব নেতা ছিলেন। আগামী দিনে ক্যাপ্টেন অবঃ মুজিব সাহেবের আদর্শকে ধারণ করে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ কে শক্তিশালী সংগঠনে পরিণত করতে আসন্ন গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সকলের সহযোগীতা প্রত্যাশা করেন তিনি।

    এসময় গৌরীপুর উপজেলা ও ডৌহাখলা ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।

  • জাতীয় পার্টির সাংগঠনিক টিমে দায়িত্ব পেলেন ময়মনসিংহের জাহাঙ্গীর-কামাল

    জাতীয় পার্টির সাংগঠনিক টিমে দায়িত্ব পেলেন ময়মনসিংহের জাহাঙ্গীর-কামাল

    আগামী জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে জাতীয় পার্টিকে আরো এগিয়ে নিতে সংগঠনের গতিশীলতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে বিভাগীয় সাংগঠনিক টিম গঠন করেছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি।

    ময়মনসিংহ বিভাগের জামালপুর ও শেরপুর জেলা শাখার কার্যক্রম আরো গতিশীল করতে কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্যসহ ৯জনকে দায়িত্ব দিয়ে একটি টিম গঠন করা হয়েছে, যার মাঝে ময়মনসিংহ জেলা থেকে বাছাই করে জাতীয় পার্টির দুই এরশাদ সৈনিক ও দলের মেধাবী ও পরিশ্রমী নেতাকে এই টিমে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দরা হলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ ও জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, সাবেক ছাত্রনেতা ত্রিশালের কাঁঠাল ইউনিয়ন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল। মেধাবী এই দুই নেতাকে সাংগঠনিক টিমে দায়িত্ব দেওয়ায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সহ নেতৃবৃন্দ কে অভিনন্দন জানাচ্ছেন ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

  • রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ ওসি মোঃ শাহাদাত হোসেন

    রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ ওসি মোঃ শাহাদাত হোসেন

    গত আগস্ট মাসের পারফরমেন্সে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার পেলেন রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন।

    গতকাল ৫ সেপ্টেম্বর রাজবাড়ী পুলিশ লাইন্সের ড্রিলশেডে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান তার হাতে পুরস্কারের ক্রেস্ট তুলে দেন।

    এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী, ডিআইও-১ মোঃ সাইদুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

    রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন,রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এম এম শাকিলুজ্জামান স্যারকে যার অনুপ্রেরণায় প্রতিনিয়ত উজ্জীবিত হই।যার কাছ থেকে প্রতিনিয়ত নতুন নতুন অনেক কিছু শিখছি। স্যারের সততা,সারল্য, মহানুভবতা আবার অন্যায়ের বিরুদ্ধে কাঠিন্য যে কাউকে অনুপ্রানিত করবে।পাশাপাশি ধন্যবাদ জানাই রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সালাউদ্দিন স্যার,অতিরিক্ত পুলিশ সুপার ( সদরও গোয়ালন্দ সার্কেল) জনাব মোঃ মাইনুদ্দিন চৌধুরী স্যারসহ সকল সিনিয়র স্যারদের।পাশাপাশি রাজবাড়ী থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদের ধন্যবাদ জানাচ্ছি যাদের কর্মপ্রচেষ্টার ফল আজকের এ পুরস্কার।

    উল্লেখ্য, পুলিশ সদস্যদের ভালো কাজে উৎসাহ প্রদানের জন্য প্রতি মাসে বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কার প্রদান করা হয়ে থাকে।

  • সাতক্ষীরার আকর্ষিক বজ্রপাতে স্কুল ছাত্র নিহত

    সাতক্ষীরার আকর্ষিক বজ্রপাতে স্কুল ছাত্র নিহত

    মোঃ আজিজুল ইসলাম(ইমরান)
    দেবহাটার ভাতশালা সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলার সময় আকর্ষিক বজ্রপাতে শুভজিৎ সরকার ভোলা(১৬) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত সে ঐ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। সে ভাতশালা গ্রামের মৃত রাজ কুমার সরকারের ছেলে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার দুপুরে মাঠে ফুটবল খেলছিল। দুপুর আড়াই টার দিকে হঠাৎ আকর্ষিক বজ্রপাতে রাজু সরকার ও জয়দাশ নামের ২ শিক্ষার্থী গুরুত্বর আহত হয়। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে রাজু সরকারকে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক। অন্যদিকে জয়দাশের অবস্থা আশংঙ্কা রয়েছে।

    এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা পারভীন জানান, ছাত্ররা বিদ্যালয়ের মাঠে খেলা করছিল। এমন সময় বজ্রপাতে ২ শিক্ষার্থী আহত হয়। আমরা তাদের হাসপাতালে আনতে ডাক্তার একজনকে মৃত ঘোষনা করে। অপরজনের চিকিৎসা চলছে।

    দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, ঘটনা শুনে হাসপালে গিয়ে সার্বিক বিষয়ে খোঁজ খবর নিয়েছি। নিহত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা হবে না। সেই সাথে প্রধান শিক্ষককে হাসপাতালে উপস্থিত থেকে আহত শিক্ষার্থীর সার্বিক বিষয়ে দেখভাল করার নির্দেশ দিয়েছি।

  • ময়মনসিংহ সদরের উন্নয়নকে এগিয়ে নিতে জেলা পরিষদ সদস্য হতে চায় আলভী

    ময়মনসিংহ সদরের উন্নয়নকে এগিয়ে নিতে জেলা পরিষদ সদস্য হতে চায় আলভী

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহে জেলা পরিষদ নির্বাচনে সদর এলাকার সদস্য পদে আলোচনার কেন্দ্র বিন্দুতে এখন আল আমিন আলভী । সাবেক এই ছাত্রলীগ নেতাকে নিয়ে উপজেলার সর্বত্রই চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গসংগঠন এর নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আল আমিন আলভী এর ছবি দিয়ে বিভিন্ন ডিজাইনের পোস্টার দিয়ে সদস্য পদে সকলের কাছে দোয়া চাইছেন।

    ইতোমধ্যে সদর এলাকা থেকে সদস্য পদে প্রার্থিতার আগ্রহ প্রকাশ করে জনসংযোগ ও প্রচার-প্রচারণা চালাচ্ছেন আল আমিন আলভী।প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার ১১টি ইউনিয়নের প্রতিটি হাট-বাজার ও গ্রামে গ্রামে তার পক্ষে চলছে ব্যাপক গণসংযোগ।

    দলের কাছে পরিচ্ছন্ন ছাত্র রাজনীতির আদর্শ হিসেবে পরিচিত আল আমিন আলভীর যেমন সাংগঠনিক জনপ্রিয়তা রয়েছে। তেমনি তিনি পরোপকারী, দরদি ও দক্ষ সংগঠক হিসেবেও বেশ পরিচিত। নেতা-কর্মীর পাশাপাশি সাধারণ মানুষের কাছেও রয়েছেন সমান জনপ্রিয়তা। একারণে জেলা পরিষদ নির্বাচনে তারুণ্যের প্রতিনিধি হিসেবে আল আমিন আলভীকেই দলীয় প্রার্থী হিসেবে বিজয়ী করতে চায় ভোটাররা।

    এলাকার উন্নয়ন ও জনকল্যাণে আলভীর মত প্রার্থীর প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তরুণরা। এব্যাপারে ময়মনসিংহ সদর আসন এলাকার কয়েকজন ছাত্রনেতা বলেন, ‘১/১১ এর সেনা সমর্থিত অবৈধ তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনার কারামুক্তি আন্দোলনের অগ্রসৈনিক ছিলেন আলভী ভাই। তার মতো পরীক্ষিত মুজিব সৈনিকদের মূল্যায়ন করা উচিত’।

    অন্যদিকে, কয়েকটি ইউনিয়নের পরিষদের মেম্বাররা বলেন, ‘এখন তরুণদেরকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করা উচিত। সবখানেই তারুণ্যের জয়। তরুণরাই দেশকে এগিয়ে নিচ্ছে। সে কারণে সদর উপজেলায় জেলা পরিষদ সদস্য পদে আলভী ভাইয়ের মত একজন প্রার্থী এখন সময়ের দাবি’। এছাড়াও তার কোনো অহংকার নাই। আমরারা চাই আল আমিন আলভী বিজয়ী হয়ে দায়িত্ব পাক’।

    ছাত্র জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়েছেন আল আমিন আলভী। তিনি বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ জেলা শাখায় দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু ফাউন্ডপশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।আলভী করপোরেশন এর চেয়ারম্যান ও ভি আই পি কনস্ট্রাকশন এর ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্বে একজন সফল ব্যবসাশী হিসাবে ব্যাপক সুনাম-পরিচিতি অর্জন করেছেন।

    প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে আল আমিন আলভী বলেন, ‘আমি ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত। ১/১১ তে নেত্রী মুক্তি আন্দোলনসহ বিরোধী দলের আন্দোলন সংগ্রামে সোচ্চার থেকেছি। ময়মনসিংহ জেলায় ছাত্রলীগ কে সংগঠিত করতে কাজ করে গেছি। আমাকে জেলা পরিষদ নির্বাচনে সদস্য দল থেকে সমর্থন দেয়া হলে সরকারের উন্নয়নকে তৃণমূলে ছড়িয়ে দিতে কাজ করবো। ময়মনসিংহ সদর এলাকাকে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি মডেল উপজেলা হিসেবে গড়তে কাজ করবো।

  • জয়পুরহাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

    জয়পুরহাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

    রিদয় হোসেন(সদর জয়পুরহাট)প্রতিনিধিঃ-

    নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

    কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার(৩ রা সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপির আয়োজনে স্টেশন রোড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

    বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হকের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত সমাবেশে বক্তব্য রাখেন,জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গোলজার হোসেন,যুগ্ম-আহ্বায়ক ও সাবেক জেলা ছাত্রদলের সভাপতি মো.মাসুদ রানা প্রধান,জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য ফজলুর রহমান,সদর থানা বিএনপির আহ্বায়ক এ্যাড.হেনা কবির,যুগ্ম-আহ্বায়ক সেলিম রেজা ডিউক,জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, যুগ্ম-আহ্বায়ক মোনজুরে মওলা পলাশ,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন,জেলা ছাত্রদলের সভাপতি মো.মামুনুর রশীদ প্রধান,সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সদস্য সচিব মুক্তাদুল হক আদনানসহ জেলা ও পাঁচটি উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

    অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে যুবদল নেতা শাওন হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোড় দাবি জানিয়ে বক্তব্য রাখেন।

    এ ছাড়াও জেলা বিএনপির আয়োজিত অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে জেলার পাঁচটি উপজেলা ও ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে প্রতিবাদ সমাবেশটি জনসমাবেশে পরিণত হয়।