April 4, 2025, 7:21 pm
এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিবেদক।। বুধবার বানারীপাড়া উপজেলার মলুহার বাজারের একটি দোকান ভাংচুর করে দখল করার প্রতিবাদ করলে পুলিশ কন্সষ্টেবল সাইফুল ইসলাম উজ্জলের হামলায় সৎ মা শাহানাজ(৫০) গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত শাহনাজের বোন সাফিয়া বেগম ও স্থানীরা বুধবার সন্ধ্যায় বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার তানভীর আহমেদ সাহানাজের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। শাহানাজের শরীরের বিভিন্ন স্থানে ধারালো বস্তুর আঘাতের চিন্হ দেখা যায়। ডাক্তারের রিপোর্টে জানা যায় আহতের ফিজিক্যাল অ্যাসাল্ট এবং হেড ইন্জুরী গুরুতর হওয়ায় তাকে বরিশালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে প্রতক্ষ্যদর্শী একাধিক ব্যক্তি জানান, পুলিশ কন্সষ্টেবল সাইফুল ইসলাম উজ্জলের পিতা আবু বকর তোতার প্রথম স্ত্রীর ছেলে। মলুহার বাজারে তোতার একটি দোকান ঘর নিয়ে বিবাদ ছিল। সম্প্রতি পুলিশ কন্সষ্টেবল সাইফুল ইসলাম উজ্জল পুলিশী ভয় দেখিয়ে বাবার কাছ থেকে দোকানটি নিজের নামে লিখিয়ে নেয়। এ নিয়ে দু’মাস থেকে বিবাদ চলছিল।
বুধবার দোকানটির দখল নেয়ার জন্য ভাংচুর করতে গেলে সৎ মা শাহানাজ বাধা দিলে তাকে সাইফুল, পলাশ, শ্যমল বেধে রাখে এবং সাইফুলের স্ত্রী শারমিন জাহান নিম্নী, বোন খাদিজা নাছরীন অমানুষিক নির্যাতন করে।
এ ঘটনা শাহানাজের বোন সাফিয়া বেগম ৯৯৯ কথা বল্লে ডিউটি অফিসার থানায় নিতে বলেন। ভুক্তভোগীর অবস্থা গুরুতর হওয়ার কথা জানালে ডিউটি অফিসার প্রথমে চিকিৎসার করার কথা বলেন।
এঘটনার বিষয় হামলাকারী পুলিশ কন্সষ্টেবল সাইফুল ইসলাম উজ্জলের কাছে জানতে চাইলে তিনি কিছুই হয়নি ওসি সব জানে বলে মোবাইল কল কেটে দেন। পরবর্তীতে বারবার কল দিলে তিনি রিসিভ করেননি।
বিষয়টি সম্পর্কে বানারীপাড়া থানার অফিসার ইন চার্জ মোঃ হেলাল উদ্দিন জানান ওই এলাকায় কোন ঘটনা ঘটেছে আমার জানা নাই। পুলিশ কন্সষ্টেবল সাইফুল ইসলাম উজ্জল বলেছে আপনি সব জানেন, না বুধবারের ঘটনা জানিনা বা কোন অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যাবস্থা নেয়া হবে। #