আরিফুর রহমান, মাদারীপুর:
মাদারীপুরের খোয়াজপুর ইউনিয়নের পখিরা গ্রামে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার এ কর্মসূচির আয়োজন করে আল্লামা নূর মোহাম্মাদ সমাজ কল্যাণ পরিষদ এবং প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন।
দিনব্যাপী এ আয়োজনে শত শত মানুষ চিকিৎসা নিতে আসেন। চিকিৎসা কার্যক্রমে অংশ নেওয়া অতিথিরা বলেন, এ ধরনের উদ্যোগ দরিদ্র মানুষের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস. এম. সম্রাট রোমান, মো. আলমগীর ফকির, অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ (সভাপতি, নিরাপদ চিকিৎসা চাই মাদারীপুর জেলা), বায়েজিদ মিয়া (প্রতিষ্ঠাতা ও সভাপতি, পাশে আছে মাদারীপুর), এইচ. এম. রেজাউল হক (উপদেষ্টা, তারুণ্য পরিবার মাদারীপুর), জি. এম. পলাশ (যুগ্ম সাধারণ সম্পাদক, মানবকল্যাণ সংগঠন মাদারীপুর) এবং সোহাগ হাসান (প্রতিষ্ঠাতা, তারুণ্য পরিবার মাদারীপুর)। মোঃ রঞ্জু মুন্সি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে থাকার জন্য এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরিফুর রহমান মাদারীপুর।
Leave a Reply