May 14, 2025, 5:38 am
আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে জেলা প্রশাসনের মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ মাদকাসক্ত কে বিভিন্ন মেয়াদে কাররাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসক মুফিদুল আলম এর দিকনির্দেশনা মোতাবেক মাদকমুক্ত ময়মনসিংহ জেলা উপহার দেওয়ার লক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহের সহায়তায় মঙ্গলবার(১৩মে) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি ও গৌরীপুর পৌরসভার দায়িত্ব প্রাপ্ত প্রশাসক সুনন্দা সরকার প্রমা
এ রায় প্রদান করেন।
সূত্রে জানা গেছে, ১৩ মে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক মুফিদুল আলম এর নির্দেশনা মোতাবেক মাদক নিয়ন্ত্রণ অধিদফতর এর সাব ইন্সপেক্টর কানিজ ফাতেমা ও তার স্টাফদের সার্বিক সহযোগিতায় গৌরীপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও গৌরীপুর পৌরসভার দায়িত্ব প্রাপ্ত প্রশাসক সুনন্দা সরকার প্রমার নেতৃত্বে সমন্বয়ে গঠিত রেইডিং টিম গৌরীপুর উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় গৌরিপুর উপজেলার স্টেশনরোডে অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোবাইল কোর্টের মাধ্যমে ২ টি মামলায় ২ জনকে ৩ মাস করে কারাদণ্ড ও ১০০/- টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়।
জেলা প্রশাসন সুত্রে জানা গেছে-ময়মনসিংহের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম এর নেতৃত্বে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের তত্ত্বাবধানে সমগ্র ময়মনসিংহ জেলায় মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান চলমান আছে ও থাকবে।
এ ব্যাপারে জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন-
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে সকল জাতি ও রাষ্ট্রকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলে গণজাগরণ সৃষ্টি করার আহবান জানান।
তিনি বলেন, প্রতিটি সন্তানকে মাদক থেকে দুরে রাখতে ছোটবেলা থেকেই বাবা মাকে খুব সচেতন হতে হবে এবং ছেলেমেয়েদের বই পড়ার প্রতি মনোযোগী হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, সমাজের সর্বস্তরের জনসাধারণকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধি করে মাদকের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন-
মাদক সেবন করার অপরাধে ২জনকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ অভিযান চলমান থাকবে। মাদকের বিরুদ্ধে জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে জানিয়ে তিনি মাদকমুক্ত জেলা উপহার দিতে অভিযান চলমান থাকবে বলে জানিয়ে অভিযান সফল করতে তিনি সর্বস্তরের জনতার সার্বিক সহযোগীতা প্রত্যাশা করেন।