May 12, 2025, 10:47 pm
শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উপজেলা ও পৌর শাখার আয়োজনে শিক্ষা স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ক তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার ও “তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশকে সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ মে) সকাল ১০ টায় বারইখালী মীম কমিউনিটি সেন্টারে আয়োজিত উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব বি এম রেজাউল করিম সোহাগ এর সভাপতিত্বে মো. মিজানুর রহমান পলাশ ও পৌর যুবদল সাবেক যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের বাগেরহাট জেলা শাখার সাবেক সভাপতি মো. হারুন আল রশিদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা
সভায় বাগেরহাট জেলার মোরেলগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ড ও উপজেলার ১৬ টি ইউনিয়নের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক,আহ্বায়ক, সদস্য সচিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যৌথ প্রস্তুতি সভায় অংশগ্রহন করেন।
প্রস্তুতি সভায় উপস্থিত বক্তারা বলেন, আগামী ১৬ মে খুলনায় সেমিনার এবং ১৭ মে সমাবেশ সফল করতে দলের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীদের সাংগঠনিক প্রস্তুতি জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন। আগামী ১৬ মে ও ১৭ মে শিক্ষা, স্বাস্থ্য, মৌলিক অধিকার বিষয়ক ও তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এ সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা তাদের মতামত প্রদান করেন। উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে খুলনা বিভাগীয় সমাবেশকে সফল করতে সকলকে স্বতঃস্ফুতভাবে অংশগ্রহণের আহ্বান জানান।