May 12, 2025, 1:27 pm
হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার নরসিংহপুর বাংলাবাজার এলাকায় একটি দোকানে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
শনিবার (১০ই মে ২০২৫ইং) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার আশুলিয়ার নরসিংহপুর কাশিমপুর আঞ্চলিক সড়কের নরসিংহপুর বাংলাবাজার এলাকার করিম মিয়ার গ্যাস সিলিন্ডারের বোতলে গ্যাস পরিবর্তন করার সময় দোকানে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম।
স্থানীয়রা জানান, শনিবার দিবাগত সন্ধ্যা ৭টার দিকে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে রাস্তায় যানজটের কারণে ১ ঘন্টায় পৌছতে পারেনি তারা। এসময় স্থানীয়ভাবে পানি ব্যবস্থা করে আগুন নিয়ন্ত্রনে কাজ করেন। কিন্ত দোকানে অনেকগুলো গ্যাস সিলিন্ডারের বোতল থাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বলেন, সড়কে তীব্র যানজটের জন্য পৌছতে দেরী হয় আসতে, আমাদের ২টি ও ডিইপিজেডের দুটি মোট চারটি ইউনিট ঘটনাস্থল পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি, ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে অক্ষম হয়েছি। এ বিষয়ে তদন্ত চলমান। সিলিন্ডার গ্যাস নিয়ে আমাদের ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে, সিলিন্ডার গ্যাসের বোতল মানে ভয়ংকর বোমা।#