May 10, 2025, 8:46 pm
রক্সী খান মাগুরা প্রতিনিধি ॥ মাগুরায় গান,আবৃত্তি ও আলোচনার মাধ্যমে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে।
‘আপনা মাঝে শক্তি ধর নিজেরে করো জয়’ এই প্রতিপাদ্য নিয়ে শুক্রবার রাতে মাগুরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ এ আয়োজন করে।
শুরুতে ‘হে নূতন দেখা দিক আরবার’ গানের মাধ্যমে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি দলীয় ও একক সঙ্গীত পরিবেশন করে পরিষদের শিল্পিরা। এছাড়া আবৃত্তি করেন আব্দুর রমিম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন, এ্যাডভোকেট আফিয়া আক্তার বাণী, খান মাজহারুল হক,এ্যাডভোকেট মোখলেছুর রহমান ।
রক্সী খান ,মাগুরা।