May 10, 2025, 1:46 am
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী কতৃক : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নজরুল ইসলাম (৬৫) নামে আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতাকে গ্রেপ্তার করেছে গোদাগাড়ী মডেল থানার পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) রাত ৯টার দিকে উপজেলার আইহাইরাহী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। নজরুল ইসলাম ওই গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল মণ্ডলের ছেলে।
নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি স্থানীয় রাজনীতিতে বেশ প্রভাবশালী ছিলেন এবং দল ক্ষমতায় থাকাকালীন সময়ে নানা অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি সাবেক সংসদ সদস্য ফারুক চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এবং এই সম্পর্ককে কাজে লাগিয়ে দীর্ঘদিন এলাকায় এক ধরনের আধিপত্য বজায় রেখেছিলেন।
অভিযোগ রয়েছে, নজরুল ইসলাম তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করতেন। জমি-জমা সংক্রান্ত বিরোধে হস্তক্ষেপ, প্রশাসনিক সংযোগ ব্যবহার করে প্রতিপক্ষকে চাপ প্রয়োগ এবং ক্ষমতা দেখিয়ে সুবিধা আদায়ের মতো ঘটনাও ঘটিয়েছেন তিনি। ফলে তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই প্রকাশ্যে স্বস্তি প্রকাশ করেছেন এবং তার বিরুদ্ধে আরও সঠিক তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুহুল আমিন গণমাধ্যমকে জানান, নজরুল ইসলামকে একটি মামলার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলাটি কোন বিষয়কে কেন্দ্র করে করা হয়েছে, বা কী অভিযোগ রয়েছে – তা এই মুহূর্তে প্রকাশ করা হয়নি। মামলার স্বার্থে বিস্তারিত তথ্য গোপন রাখা হচ্ছে বলেও জানান তিনি।
এলাকাবাসীর একাংশ বলছেন, “দলীয় প্রভাব কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে তিনি মানুষকে জিম্মি করে রেখেছিলেন। এবার হয়তো কিছুটা বিচার পাওয়ার সম্ভাবনা তৈরি হলো। ঘটনার পর থেকে নজরুল ইসলামের গ্রেপ্তারের বিষয়টি স্থানীয় রাজনীতি ও সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক।