May 3, 2025, 3:38 pm
লিটন মাহমুদ,
মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুন্সীগঞ্জে জাতীয় পার্টির আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার
বিকালে শহরের লঞ্চঘাট এলাকায় মুন্সীগঞ্জ জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের ব্যানারে পরাণ ক্যাফে দিবসটি উপলক্ষে আলোচনা সভায়
অংশ নেয় জাতীয় পার্টির নেতাকর্মীরা।
সভায় জেলা জাতীয় পার্টির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. জামাল হোসেনের
সভাপতিত্বে ও সদস্য সচিব এ এফ এম আরিফুজ্জামান দিদারের সঞ্চালনায় দিবসটির তাৎপর্য তুলে বক্তব্য রাখেন, মিরকাদিম পৌর
জাতীয় পার্টির সভাপতি মো. ইসমাইল হোসেন রাহাত,সদস্য সচিব মো. কামাল হুসাইন, গজারিয়া উপজেলা জাতীয় পার্টির
আহবায়ক আঃ হান্নান খাঁন,সদস্য সচিব মো. শামীম ফরাজী, টংগিবাড়ি উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মো. দেলোয়ার
হোসেন খান, সদস্য সচিব মো. লিয়াকত হোসেন খান, শ্রীনগর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মো. হাবিবুর
রহমান,সদস্য সচিব ইঞ্জি: মো. আকরাম হোসেন আজিজ,সিরাজদিখান উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মো. তাজুল
ইসলাম,সদস্য সচিব আবুল হোসেন দেওয়ান। সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মো. আসাদুজ্জামান বাবুল। সভা শেষে
মুন্সীগঞ্জ পৌর জাতীয় পার্টির ৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি নাম ঘোষনা করা হয় ।
এই পৌর কমিটিতে আহবায়ক
মো. মোনায়েম হোসেন, সদস্য সচিব এ্যাড. আশরাফ আলী নাম ঘোষনা করা হয় ।
সবশেষে নিহত ও আহত শ্রমিকদের জন্য বিশেষ দোয়ায় অংশ নেয় জাতীয় পার্টির নেতৃবৃন্দ।