May 1, 2025, 5:12 pm
হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত সহযোগী সংগঠন ছাত্রলীগের ‘ঝটিকা মিছিলে’ অংশ নেওয়ার অভিযোগে ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩০ এপ্রিল ২০২৫ইং) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।
এর আগে, গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার ভাদাইল ও পাবনারটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ইব্রাহিম (১৮), নাজমুল খান (১৮), ইসমাইল হোসেন রনি (১৮), তুষার মিয়া (১৮) ইব্রাহিম-২ (১৮) ও আবদুল্লাহ নয়ন (১৯)। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সহযোগী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছেন পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতাকৃতরা ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলামের পক্ষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরবে ও বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারকে অবৈধ সরকার উল্লেখসহ এই সরকারের পদত্যাগ দাবি করে মুখে মাস্ক পরিহিত অবস্থায় ঝটিকা মিছিল বের করে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, আশুলিয়ার শ্রীপুর এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল বের হয়। ভিডিও ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা অভিযানে যাই এবং ৬জনকে গ্রেফতার করি। বুধবার দুপুরে তাদেরকে আদালতে প্ররণ করা হয়।