April 26, 2025, 2:38 pm
চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলার চারঘাট পৌরসভার উদ্যোগে কেন্দ্রীয় গণসংযোগ পক্ষ উপলক্ষে “চারঘাট বাজারে গণসংযোগ ও পথসভা” অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেল ৫ টায় চারঘাট উপজেলা মডেল মসজিদে আসরের সালাত আদায়ের মধ্যদিয়ে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
চারঘাট উপজেলা জামায়াতের সেক্রেটারি জনাব অধ্যাপক আইয়ুব আলীর নেতৃত্বে অনুষ্ঠিত গণসংযোগটি
চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়, চারঘাট বাজারের সকল দোকান, হোটেল ও সবজি বিক্রেতা সহ সকল শ্রেণি পেশার মানুষের কাছে জামায়াতের পরিচয় তুলে ধরা হয়।
উক্ত গনসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা সহকারী সেক্রেটারি ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ সুফেল রানা, উপজেলা সহকারী সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম, চারঘাট পৌরসভা জামায়াতের আমীর মোঃ নকিব উদ্দীন, পৌরসভার জামায়াতের সেক্রটারি মোঃ ইকবাল মাহমুদ সহ ইউনিয়ন আমীর ও সেক্রেটারিবৃন্দ সহ শতশত কর্মীবৃন্দ।
উক্ত গনসংযোগে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ সকল শ্রেণী পেশার মানুষের নিকটে ইসলামের মহান আদর্শের অনুসরণ ও প্রচারের আহ্বান জানান এবং শহীদদের স্বপ্নের ক্ষুধা, দারিদ্র মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য সকলকে এক সাথে কাজ করার পাশাপাশি একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণকর রাষ্ট্র গঠনে সবাইকে জামায়াতের সাথে কাজ করার আহ্বান জানান। সম্মানিত অতিথিবৃন্দ গণসংযোগে জামায়াত সম্পর্কে জেনে বুঝে জামায়াতে যোগ দানের মধ্যদিয়ে সকল ধর্ম-জাতির এক মানবিক বাংলাদেশ গড়তে এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন। সম্মানিত প্রধান অতিথি দাওয়াতী কাজে অংশগ্রহণকারী সকলের জন্য মহান রবের নিকট কল্যান কামনা করে দোয়া করেন এবং দাওয়াতী গণসংযোগ পালনের সার্বিক সাফাল্য কামনা করেন।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী।